২০২২ সালের যে সকল এইচ. এস .সি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে পিতামাতার নামে স্পেস নাই,তাদেরকে আগামী ১৬/১০/২০২২ খ্রী. তারিখে কলেজে যোগাযোগ করে তা সংশোধন করতে বলা হলো।
রাজশাহী সরকারি মডেল স্কুল এন্
Nearby schools & colleges
Dhaka Bangladesh, Joypur
Rangpur, Durgapur
Sopura, Rajshahi
6100
ইন্টার প্লাস কোচিং ভবন - হেতেম
Alupotti, Rajshahi
6000
rajshahi,bangladesh
Dhaka
Bilshimla Greater Road
১৮৫, দাশপুকুর মোড়, সিটি বাইপাস
Baya Bazaar Paba Upazila Rajshahi Bangladesh
Comments
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন -
১. সে কখন স্কুলে যায়?
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে?
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা একাডেমিক কাউন্সিলের সেক্রেটারির সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯ জুন ২০২২ তারিখে থেকে শুরু হতে যাওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক এবং দাখিল এর সম্পূর্ণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।
সূত্রঃ
এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়।
মানবিক শাখাঃ ১৮ ও ১৯ জুন।
বাণিজ্য শাখাঃ ২০ জুন। আগামীকাল নোটিশ বোর্ডে জানানো হবে ইনশাআল্লাহ।
>>> রাজশাহীতে ক্লাস ছেড়ে পদ্মা পারের বিনোদন কেন্দ্রগুলোতে আড্ডা দিচ্ছে শিক্ষার্থীরা। বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরেই সকাল থেকে দুপুর পর্যন্ত মেতে উঠছে আড্ডায়। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরা। প্রকাশ্যে ধূমপান করছে। ছেলেমেয়ে হাত ধরে ঘুরছে। বসছে ঘনিষ্ঠভাবে।
সীমান্ত অবকাশের পাশ থেকে টি-বাঁধ পেরিয়ে পুলিশ লাইনের সীমান্ত পর্যন্ত পদ্মার বাধ ঘেঁষে রয়েছে রাস্তা। এ রাস্তায় দামি ব্র্যান্ডের মোটরবাইক নিয়ে বেপরোয়া চলাফেরা করে ধনীর দুলালরা। এদের অধিকাংশের হেলমেট নেই। হাইস্পিডের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এরাই মেয়েদের যৌন হয়রানি করে। গত ৭ দিন ঘুরে সরেজমিন শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে।
শিক্ষার্থীদের এ ধরনের বেপরোয়া আচরণে অভিবভাবকরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আর এসব আড্ডা কেন্দ্রগুলো হলো পদ্মা পারের বড় কুঠি, বড়কুঠিসংলগ্ন কফি বার, পাঠানপাড়াসংলগ্ন মুক্তমঞ্চ, সীমান্ত নোঙর, সীমান্ত অবকাশ, সিমলা পার্ক, সার্কিট হাউজের রাস্তা, টি-বাঁধ এবং আই-বাঁধ এলাকায়। মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল ৮টা থেয়ে ৯টার মধ্যে ক্লাস শুরু হয়। সাধারণত সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যেই শিক্ষার্থীরা পদ্মা পারে আসতে থাকে। আর আড্ডা চলে দুপুর ২টা পর্যন্ত।
রোববার দুপুর ১২টার দিকে মহানগরীর সিএন্ডবি মোড় থেকে সার্কিট হাউজ রোডের শিশু একাডেমির বিপরীতে একটি চায়ের দোকানে দলবেঁধে আড্ডা দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। সেখানে প্রকাশ্যে ধূমপান করছে। অশ্লীল ভাষায় একে অপরের সঙ্গে কথা বলছে। পাশ দিয়ে বেশি বয়সি মানুষ চলাফেরা করলেও ব্যাপারটি তারা আমলে নিচ্ছে না। সংশ্লিষ্ট প্রতিবেদক তাদের নাম জিজ্ঞাসা করলে, তা জানাতে অস্বীকৃতি জানায়। পাশেই নদীর বাঁধের নিচে চায়ের স্টলে জটলা প্রায় ২৫-৩০ জন শিক্ষার্থীর। অধিকাংশেরই বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। কয়েকজন স্মার্টফোন নিয়ে ব্যস্ত। ফোনের স্ক্রিন আড়াল করে খারাপ কিছু দেখছে। তাদের আচরণেই সেটি বোঝা যাচ্ছে।
টি-বাঁধে শিক্ষার্থীদের জটলা সবচেয়ে বেশি দেখা যায়। বাঁধের ওপর ফুচকা, চটপটি এবং পেয়ারাসহ নানা ধরনের খাবার বিক্রি হয়। পাশেই বাঁধের নিচে বসে জুটিতে জুটিতে চলছে প্রেম। ফলে সেখানে বেড়াতে আসা দর্শনার্থীরা বিব্রত হচ্ছেন। সোমবার সকালে টি-বাঁধে ১২ বছর বয়সি নাতিকে নিয়ে হাঁটছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলিমুল হক।
তিনি বলেন, মহানগরীতে সবচেয়ে নির্মল স্থান পদ্মার পার। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন। কিন্তু দেখছি শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে এখানে এসে আড্ডা দিচ্ছে। প্রকাশ্যে ধূমপান ও অশ্লীল ভাষায় কথা বলছে। জুটি জুটি হয়ে বসছে। ফলে এখানে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসে লজ্জার মধ্যে পড়তে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়টি দেখা উচিত। সবাই যেন এখানে বেড়াতে এসে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এছাড়া টি-বাঁধ থেকে নৌকায় চড়ে ওপারে চরে যাচ্ছে। সেখানে নির্জন স্থানে মাদক সেবন ও বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে এরা।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক বলেন, আমিও লক্ষ্য করেছি- শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে নদীর পারে আড্ডা দিচ্ছে। আমার শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ৮টায় ক্লাস শুরু হয়। এরপর কলেজের সব গেটে গেটম্যান রাখা হয়। এ কারণে শিক্ষার্থীরা বাইরে বের হতে পারে না। তিনি বলেন, পারবারিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। এখনকার সন্তানরা বড়দের শ্রদ্ধা করছে না। সম্মান দেওয়া শিখছে না। মোবাইল ফোনের কারণে অবক্ষয় বেশি হচ্ছে। রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালা চাঁদ শীল বলেন, শিক্ষার্থীদের ক্লাস ছেড়ে পদ্মা পারে আড্ডার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি নিয়ে আমরা অচিরেই অভিভাবকদের সঙ্গে বসব। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে একই ধরনের কথা বলেছেন অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, আমরা নজরদারি রেখেছি। থানাগুলোকে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হবে, যেন শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে পদ্মা পারে আড্ডা দিতে না পারে।
©যুগান্তর
_________________________________________________
"আগামী ১২ মার্চ তারিখ এর মধ্যে কম্পিউটার কোর্স এ ভর্তি হলে এস.এস.সি শিক্ষার্থীদের জন্যে স্পোকেন ইংলিশ কোর্সটি ফ্রি (সম্পূর্ন বিনামূল্যে।
_________________________________________________
কোর্স সমূহঃ
🍀 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
🍀 কম্পিউটার ডাটাবেজ প্রোগ্রামিং
🍀 কম্পিউটার গ্রাফিক ডিজাইন
🍀 ডিজিটাল মাকেটিং
কোর্স শেষে সরকারী সার্টিফিকেট প্রদান করা হয়।
চাকুরিজীবিদের জন্যে রয়েছে স্পেশাল সান্ধ্যাকালীন ব্যাচ।
🚌 আত্ম উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট
হেতেম খাঁ (বিদ্যুৎ ভবনের সামনে), বোয়ালিয়া, রাজশাহী।
👉 ০১৭২৯১৬৩০১২
রাজশাহী ও চাপাই নওয়াবগঞ্জ জেলায়
01763017167
রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ,
E
Operating as usual

Home
Examinee of HSC-2022 are asked to put signature in your Registration Card from 10 to 12 Oct-22 according to schedule. Visit www.rmscraj.edu.bd.-Principal, RGMSC
Home দশম শ্রেণির শিক্ষার্থীদের (এস.এস.সি-২০২৩) নির্বাচনী পরীক্ষা ফি ও বেতন পরিশোধ সম্পর্কিত বিজ্ঞপ্তি।
জরুরী বিজ্ঞপ্তিঃ
২০২২ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে ,পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড যাচাই-পূর্বক অর্থাৎ সংশোধনপূর্বক স্বাক্ষর করার জন্য আগামী ১০- ১২ অক্টোবর কলেজে এসে স্বাক্ষর দিতে হবে ।
শিক্ষার্থীদের অবশ্যই ইউনিফর্ম পরে আসতে হবে।
সময়ঃ সকাল ১০.০০ - ১২.০০ টা পর্যন্ত।
বিজ্ঞান বিভাগঃ ১০ ও ১১ অক্টোবর।
মানবিক ও বাণিজ্য বিভাগঃ ১২ অক্টোবর।
বিষয়টি অত্যন্ত জরুরী ,এর পরে কোন ভুল ত্রুটির জন্য প্রতিষ্ঠান
দায়ী থাকবে না।
অধ্যক্ষ
#সম্মানিত অভিভাবকমণ্ডলী,
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন -
১. সে কখন স্কুলে যায়?
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে?
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা একাডেমিক কাউন্সিলের সেক্রেটারির সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।

সাপ্তাহিক ছুটি ২দিন শুক্রবার ও শনিবার।


পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ।
এইচ.এস. সি ২০২২ শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষার ২১/০৬, ২৩/০৬ এবং ২৯/০৬ তারিখের পরীক্ষা পূর্ব নির্ধারিত সকাল ১০ টার পরিবর্তে বেলা ১ টায় শুরু হবে।
ব্রেকিং নিউজঃ
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯ জুন ২০২২ তারিখে থেকে শুরু হতে যাওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক এবং দাখিল এর সম্পূর্ণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।
সূত্রঃ
এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়।
২০২২ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের e-SIF ফরমে ১৮/০৬/২২ খ্রীঃ তারিখের মধ্যে স্বাক্ষর করার জন্য বলা হলো।

ইন্দো বাংলা তাইকোয়ান্দ প্রতিযোগীতায় স্বর্ণপদক বিজয়ী আফরিন মোস্তফাকে অভিনন্দন জানাচ্ছেন অধ্যক্ষ মহোদয়।

এস.এস.সি-২০২২ বিদায়ী শিক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মাননীয় অধ্যক্ষ স্যার।
এস.এস.সি/২০২২ পরীক্ষার্থীদের দোয়া ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠান আগামী ১৫/০৬/২০২২ খ্রীঃ তারিখে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এইচ.এস.সি -২০২২ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিঃ

এইচএসসি পরীক্ষা-২০২২ এর ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

এইচ.এস.সি -২০২২ পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১৩/০৬/২০২২ খ্রীঃ তারিখ হতে শুরু হবে। বিজ্ঞান শাখাঃ ১৩ হতে ১৬ জুন পর্যন্ত।
মানবিক শাখাঃ ১৮ ও ১৯ জুন।
বাণিজ্য শাখাঃ ২০ জুন। আগামীকাল নোটিশ বোর্ডে জানানো হবে ইনশাআল্লাহ।

অর্ধ- বার্ষিক পরীক্ষার আসন বিন্যাস ঃ
রাজশাহীতে ক্লাস ছেড়ে পদ্মা পাড়ে শিক্ষার্থীরা
>>> রাজশাহীতে ক্লাস ছেড়ে পদ্মা পারের বিনোদন কেন্দ্রগুলোতে আড্ডা দিচ্ছে শিক্ষার্থীরা। বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরেই সকাল থেকে দুপুর পর্যন্ত মেতে উঠছে আড্ডায়। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরা। প্রকাশ্যে ধূমপান করছে। ছেলেমেয়ে হাত ধরে ঘুরছে। বসছে ঘনিষ্ঠভাবে।
সীমান্ত অবকাশের পাশ থেকে টি-বাঁধ পেরিয়ে পুলিশ লাইনের সীমান্ত পর্যন্ত পদ্মার বাধ ঘেঁষে রয়েছে রাস্তা। এ রাস্তায় দামি ব্র্যান্ডের মোটরবাইক নিয়ে বেপরোয়া চলাফেরা করে ধনীর দুলালরা। এদের অধিকাংশের হেলমেট নেই। হাইস্পিডের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এরাই মেয়েদের যৌন হয়রানি করে। গত ৭ দিন ঘুরে সরেজমিন শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে।
শিক্ষার্থীদের এ ধরনের বেপরোয়া আচরণে অভিবভাবকরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আর এসব আড্ডা কেন্দ্রগুলো হলো পদ্মা পারের বড় কুঠি, বড়কুঠিসংলগ্ন কফি বার, পাঠানপাড়াসংলগ্ন মুক্তমঞ্চ, সীমান্ত নোঙর, সীমান্ত অবকাশ, সিমলা পার্ক, সার্কিট হাউজের রাস্তা, টি-বাঁধ এবং আই-বাঁধ এলাকায়। মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল ৮টা থেয়ে ৯টার মধ্যে ক্লাস শুরু হয়। সাধারণত সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যেই শিক্ষার্থীরা পদ্মা পারে আসতে থাকে। আর আড্ডা চলে দুপুর ২টা পর্যন্ত।
রোববার দুপুর ১২টার দিকে মহানগরীর সিএন্ডবি মোড় থেকে সার্কিট হাউজ রোডের শিশু একাডেমির বিপরীতে একটি চায়ের দোকানে দলবেঁধে আড্ডা দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। সেখানে প্রকাশ্যে ধূমপান করছে। অশ্লীল ভাষায় একে অপরের সঙ্গে কথা বলছে। পাশ দিয়ে বেশি বয়সি মানুষ চলাফেরা করলেও ব্যাপারটি তারা আমলে নিচ্ছে না। সংশ্লিষ্ট প্রতিবেদক তাদের নাম জিজ্ঞাসা করলে, তা জানাতে অস্বীকৃতি জানায়। পাশেই নদীর বাঁধের নিচে চায়ের স্টলে জটলা প্রায় ২৫-৩০ জন শিক্ষার্থীর। অধিকাংশেরই বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। কয়েকজন স্মার্টফোন নিয়ে ব্যস্ত। ফোনের স্ক্রিন আড়াল করে খারাপ কিছু দেখছে। তাদের আচরণেই সেটি বোঝা যাচ্ছে।
টি-বাঁধে শিক্ষার্থীদের জটলা সবচেয়ে বেশি দেখা যায়। বাঁধের ওপর ফুচকা, চটপটি এবং পেয়ারাসহ নানা ধরনের খাবার বিক্রি হয়। পাশেই বাঁধের নিচে বসে জুটিতে জুটিতে চলছে প্রেম। ফলে সেখানে বেড়াতে আসা দর্শনার্থীরা বিব্রত হচ্ছেন। সোমবার সকালে টি-বাঁধে ১২ বছর বয়সি নাতিকে নিয়ে হাঁটছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলিমুল হক।
তিনি বলেন, মহানগরীতে সবচেয়ে নির্মল স্থান পদ্মার পার। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন। কিন্তু দেখছি শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে এখানে এসে আড্ডা দিচ্ছে। প্রকাশ্যে ধূমপান ও অশ্লীল ভাষায় কথা বলছে। জুটি জুটি হয়ে বসছে। ফলে এখানে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসে লজ্জার মধ্যে পড়তে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়টি দেখা উচিত। সবাই যেন এখানে বেড়াতে এসে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এছাড়া টি-বাঁধ থেকে নৌকায় চড়ে ওপারে চরে যাচ্ছে। সেখানে নির্জন স্থানে মাদক সেবন ও বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে এরা।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক বলেন, আমিও লক্ষ্য করেছি- শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে নদীর পারে আড্ডা দিচ্ছে। আমার শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ৮টায় ক্লাস শুরু হয়। এরপর কলেজের সব গেটে গেটম্যান রাখা হয়। এ কারণে শিক্ষার্থীরা বাইরে বের হতে পারে না। তিনি বলেন, পারবারিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। এখনকার সন্তানরা বড়দের শ্রদ্ধা করছে না। সম্মান দেওয়া শিখছে না। মোবাইল ফোনের কারণে অবক্ষয় বেশি হচ্ছে। রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালা চাঁদ শীল বলেন, শিক্ষার্থীদের ক্লাস ছেড়ে পদ্মা পারে আড্ডার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি নিয়ে আমরা অচিরেই অভিভাবকদের সঙ্গে বসব। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে একই ধরনের কথা বলেছেন অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, আমরা নজরদারি রেখেছি। থানাগুলোকে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হবে, যেন শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে পদ্মা পারে আড্ডা দিতে না পারে।
©যুগান্তর

এইচ.এস.সি প্রস্তুতিমূলক পরীক্ষা-২০২২ এর রুটিন ও সময়সূচী:
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮/০৫/২০২২ তারিখ পর্যন্ত মূল নম্বরপত্র বিতরণ করা হবে।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা- ২০২২ এর উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী এ.এ. রিয়াদ খান ( একুশ) কে প্রাপ্ত পুরস্কার ও সনদ পত্র তুলে দিচ্ছেন অধ্যক্ষ মহোদয়।




একাদশ শ্রেণির পরীক্ষা সম্পর্কিত বিজ্ঞপ্তি:

Members who are interested to Join a program of Red Crescent Society on 08-05-22, 8.30am are asked to Contact with Mr. Arif Billah 01722422489.-Principal, RGMSC
রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের জানানো যাচ্ছে যে রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতার জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা পালিত হবে।এজন্য রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের আগামীকাল সকাল ৮.৩০ টার মধ্যে কলেজ গেটে আসার জন্য বলা হলো। মোঃ আরিফ বিল্লাহ, ০১৭২২-৪২২৪৮৯

এস.এস.সি/২২ পরীক্ষার রুটিন।
সংশোধিত বিজ্ঞপ্তিঃ
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার রাজশাহী মহানগরীর প্রতিষ্ঠান পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের চুড়ান্ত প্রতিযোগিতা আগামী ২৫/৪/২০২২ সকাল ৯.০০ ঘটিকা থেকে হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা - ২০২২ এর রাজশাহী মহানগর (বিভাগীয় শহর) পর্যায়ের প্রতিযোগিতা আগামী ২৫/০৪/২০২২ খ্রি. সকাল ৯.৩০ ঘটিকায় রাজশাহী ( হেলেনাবাদ ) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি।

এসএসসি -২০২২ পরীক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।
এস.এস. সি-২০২২ পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১৮/০৪/২০২২ হতে ২০/০৪/২০২২ পর্যন্ত চলবে।

বৈশাখ আবাহন উৎসব-১৪২৯ এর আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আকবর হোসেন।
এসো হে বৈশাখ, শুভ নববর্ষ- ১৪২৯।
পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ গোলাম রাব্বানীর বাবা আজ বিকেল ৪. ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মডেল পরিবারের পক্ষ হতে তার আত্মার শান্তি কামনা করছি।
Student of class 11 are asked to check personal information for ID Card from 03.04.2022 to 05.04.2022. at class room-Principal, RGMSC..


বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মাননীয় অধ্যক্ষ স্যার।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ৪৩তম বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়েকে ফুল দিয়ে বরণ করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আকবর হোসেন স্যার।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ এর আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আকবর হোসেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আকবর হোসেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যদায় পালন।

মঙ্গলবারের পূর্ণ ক্লাস রুটিন

স্কুল ক্রিকেটে হামিদপুর পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে আমাদের শিক্ষার্থীরা তৃতীয় ম্যাচ জয় করায় তাদেরকে অভিনন্দন।
১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে
পুরোদমে ক্লাস।

স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজকে হারিয়ে শুভ সুচনা করেছে আমাদের শিক্ষার্থীরা।

Photos from রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী।'s post
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Kazihata
Rajshahi
6000
Opening Hours
Monday | 08:30 - 14:00 |
18:00 - 19:00 | |
Tuesday | 08:30 - 14:00 |
18:00 - 19:00 | |
Thursday | 08:30 - 14:00 |
18:00 - 19:00 | |
Saturday | 08:30 - 14:00 |
18:00 - 19:00 | |
Sunday | 08:30 - 14:00 |
18:00 - 19:00 |
Sagorpara, Ghoramara
Rajshahi, 6100
One of the best school in this subcontinent since 1898.
Jamalpur, Padma Abashik, Boalia, Rajshahi
Rajshahi, 6000,6100, 6203
জামিয়া ক্বওমিয়া মহিলা মাদ্রাসা রাজশাহী
Padma Residential Area, House No : 156, Holding No : 83 , Road No : 05 , Post C
Rajshahi, 6000
Located in Rajshahi, Bangladesh, this school provides an opportunity for Bengalis to learn Western musical staff notation.Anyone interested in learning piano,guitar,violin basic course with staff notation contact us.
Uposhahar, Cantontment Road, Rajshahi
Rajshahi, 6205
This is a Hifz Madrasah. We have Nurani, Nazera, Hifz Group. Besides Hifz We have General Division from class Play to Eight.
Paba,Rajshahi
Rajshahi, GPO-6000
Welcome To Bosua Junior High School
Rajshahi, 6203
Here offers many kind of video tutorial, online courses about IT like Web programming, POP, OOP, Content management system etc. And provides many kind of resources for learning purposes