জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পাঁচটি কলেজকে জাতীয়ভাবে শ্রেষ্ঠ কলেজ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজগুলো হলো রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ (বেসরকারি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ।
নিজেদের উদ্যোগে করা এক র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়টির নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাঙ্কিংয়ের ফল ঘোষণা করেন উপাচার্য হারুন-অর-রশিদ।
পরীক্ষার ফলসহ ৩১টি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ৬৮৫টি কলেজের ২০১৫ সালের তথ্যের ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়।
এতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচটি, সেরা মহিলা কলেজ একটি, সেরা সরকারি কলেজ একটি, সেরা বেসরকারি কলেজ একটি এবং সাতটি আঞ্চলিক পর্যায়ের প্রতিটিতে সর্বোচ্চ ১০টি করে কলেজকে সেরা কলেজ হিসেবে ঘোষণা দেওয়া হয়। তবে দুটি অঞ্চলে ১০টি কলেজ পাওয়া যায়নি। ২০ মে জাতীয় জাদুঘরে এসব কলেজকে স্মারক সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হবে। উপাচার্য দাবি করেন, এ ধরনের আয়োজন দেশে প্রথম।
র্যাঙ্কিং অনুযায়ী জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ হয়েছে ইডেন মহিলা কলেজ, সরকারি কলেজ হিসেবে সেরা হয়েছে রাজশাহী কলেজ, সেরা বেসরকারি কলেজ হয়েছে ঢাকা কমার্স কলেজ।
ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের সেরা ১০ কলেজ : ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ঢাকার কবি নজরুল সরকারি কলেজ।
চট্টগ্রাম অঞ্চলের সেরা ১০ কলেজ : চট্টগ্রাম সরকারি কলেজ, কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজ, ফেনী সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের সরকারি মহিলা কলেজ, চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, এবং চট্টগ্রামের ওমরগণি এম ই এস কলেজ (বেসরকারি)।
রাজশাহী অঞ্চলের ১০টি সেরা কলেজ : রাজশাহী কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, রাজশাহীর ভবানীগঞ্জ কলেজ, বগুড়ার সৈয়দ আহমদ কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ, নওগাঁ সরকারি কলেজ, বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ও রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ।
খুলনা অঞ্চলের সেরা ১০ কলেজ : যশোরের সরকারি এম এম কলেজ, সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, যশোরের সরকারি মহিলা কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, যশোরের উপশহর মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, বাগেরহাটের সরকারি পি সি কলেজ, সাতক্ষীরার সরকারি শ্যামনগর মহসীন কলেজ ও যশোরের নওয়াপাড়া কলেজ।
বরিশাল অঞ্চলের সেরা ৯ সেরা কলেজ : বি এম কলেজ, বরিশালের সরকারি মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ, ভোলা সরকারি কলেজ, বরগুনা সরকারি কলেজ, বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, ভোলার চরফ্যাশন সরকারি কলেজ ও বরিশালের সরকারি ফজলুল হক কলেজ।
সিলেট অঞ্চলের সেরা ৮ : সিলেটের এম সি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, সিলেটের সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সিলেটের মদনমোহন কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেটের দক্ষিণ সুরমা কলেজ ও মৌলভীবাজারের সরকারি শ্রীমঙ্গল কলেজ।
রংপুর অঞ্চলের সেরা ১০ কলেজ : রংপুরের কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, লালমনিরহাটের আলিমুদ্দিন কলেজ, রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, লালমনিরহাটের উত্তরবাংলা কলেজ, নীলফামারী সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ।
New Govt. Degree College, Rajshahi
Nearby schools & colleges
Octry more, Motihar
baliyapukur upor vadra
Alupotti
6100
H-147, Siroil Kacha Bazar, Ghoramara, Boalia
www. porsha. com
House 43, Last building of Road-03 Parijat Residential Area, West side of Talaim
Vatapara, Rajpara
59/7 Shalbagan, Sopura
Rajabari Hat High School,Godagari,Rajshahi
Sparkling Blue Practise Pad, Road no:8, Padma Abashik, Vodra
meherchandi budhpara, motihar
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Govt. Degree College, Rajshahi, School, Rajsshahi, Rajshahi.
Operating as usual
¤¤ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কল সেন্টার উদ্বোধনঃ তথ্য জানতে আর বিড়ম্বনা নয় ¤¤
.
২৮ নভেম্বর ২০১৫, শনিবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ নগর অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কল সেন্টার উদ্বোধন করা হয়েছে।
.
এ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
.
উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “সারা দেশব্যাপী অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের ২০ লক্ষাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক ও অন্যান্য সেবা গ্রহীতাগণ বিভিন্ন বিষয়ে তথ্য জানার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতাসহ যে নানা বিড়ম্বনার শিকার হতেন, এ কল সেন্টার কার্যক্রম চালুর ফলে তার অবসান ঘটবে।
.
★★★ দেশ-বিদেশের যে কোনো প্রান্ত থেকে কল সেন্টারের
.
০৯৬১৪-০১৬৪২৯
.
নম্বরে যোগাযোগ করে যে কেউ তাৎক্ষণিক তথ্য সেবা লাভ করতে পারবেন।
.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থাকে গতিশীল, আধুনিক এবং সেবাদানকে সকলের দ্বারপ্রান্তে পৌঁছানোর উদ্দেশে এ যাবত গৃহীত পদক্ষেপসমূহের সঙ্গে এ কল সেন্টার প্রবর্তন হচ্ছে আরোও একটি যুগান্তকারী সংযোজন।”
Rajshahi News 24
চাকুরীতে কোটার ভিড়ে মেধাবীরা পেছনে
অনার্স পাশ করে একটি ছেলে সরকারি প্রাইমারী স্কুলের শিক্ষক হয়েছেন বা হচ্ছেন। ডিগ্রি পাশ করে একটি ছেলে একই স্কুলের পিয়ন হচ্ছে। আর কোন রকমে এসএসসি পাশ করে একটি মেয়ে একই স্কুলের শিক্ষিকা হয়েছেন!! না এটা কোন রূপকথার দেশের চিত্র নয়,এটা আমাদের প্রিয় দেশেরই চিত্র।
--
চল্লিশ বছর পার হয়েছে দেশ স্বাধীন হওয়ার। কিন্তু আজও দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা না কমে বাড়ছে।সেই সাথে বাড়ছে সরকারি চাকরিতে কোটার পরিমানও।আগে যেখানে মুক্তিযোদ্ধা কোটা ছিল দশ শতাংশ, সেটা এখন বাড়ানো হয়েছে ত্রিশ শতাংশে।অথচ দিন দিন কোটার পরিমান কমে যাওয়াটাই যুক্তিযুক্ত ছিল। কিন্তু তা না হয়ে, আমাদের শাসকেরা কোটার পরিমান বৃদ্ধি করতেই আছেন।
এখন নাতি পুতি পর্যন্ত ঠেকেছে,ভবিষ্যতে হইতো নাতিপুতিদের নাতিপুতি পর্যন্ত ঠেকবে।তখন হইতো কোটার পরিমান ত্রিশ শতাংশ থেকে ৬০ শতাংশে বৃদ্ধি করা হবে। আমার মনে হয়,সরকার একবারে ঘোষনা দিয়ে দিক যে,কোটা ছাড়া সরকারি চাকরিতে কাউকে নিয়োগ দেওয়া হবে না,তাহলে আমাদের মত কোটা বিহিন সাধারন মানুষের জন্যে অনেক উপকার হয়,আমরা পড়ালেখা করে বাপের অন্ন,অর্থ নষ্ট না করে,কামলা খাটতে শুরু করতাম।যার ফলে, পরিবারটা যেমন বাঁচত,তেমনী দেশেরও অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারতাম।
-
আমাকে কেউ আমাদের দেশটা ছাড়া পৃথিবীতে আর একটি দেশের নাম বলতে পারবেন ? যেখানে দেশের ৫৬ শতাংশ ফার্স্টক্লাস গ্রাজুয়েট অফিসার(বিসিএস) কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়,সেটা আবার ধারাবাহিক ভাবে বছরের পর বছর ধরে চলতে থাকে?
-
অবাক লাগে এইদেশের বিভিন্ন সংগঠন আর মানুষের আচারন দেখে।এরা কতকিছু নিয়েই না আন্দলোন করে কিন্তু এতবড় একটা বিষয় নিয়ে কখনো আন্দোলন করে না।দেশের তামাম বুদ্ধিজীবী কলামজীবীরা কত বিষয় নিয়েই না লেখালেখি করছে,অথচ এই বিষয়টা নিয়ে তারা লেখার সমায় পাচ্ছেন না!!
-
আর একটা বিষয় মাথাতে কিছুতে ঢুকে না আমার,দেশের বিপুল সংখ্যক সাধারন মানুষকে বঞ্চিত করে,গুটি কয়েক মানুষকে সকল সুবিধা দেওয়ার মধ্যে আমাদের শাসকদেরই ফাঁইদাটা কোথায়?
HSC-2015 সালের পরীক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞানের বিষয়ক কিছু টিপস .....।।
কোন সাজেশন বা গাইড বই থেকে সরাসরি সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া প্রায় অসম্ভব।তাই সৃজনশীলে ভালো করার জন্য পুরনো সিলেবাস এর বই থেকে গাণিতিক সমস্যার সমাধান বিশেষ করে শাজাহান তপন স্যার এর বই থেকে বিশেষ সমস্যাবলির অংক গুলি ভালো করে করতে হবে ।
MCQ প্রশ্নে ভালো করার জন প্রত্যেকটি রাশির একক, মাত্রা, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক , রাশিগুলোর বিভিন্ন বিষয়ের উপর নির্ভরতা , বিভিন্ন ধ্রুবকের মান ও একক ,তাদের নির্ভরতা ,ছোট ছোট গানিতিক সমস্যা ও উদাহারন ভালো করে পড়তে হবে ।
সৃজনশীলের(খ)নং প্রশ্নের ধরন টা একটু critical.তবে এই প্রশ্ন কমন পাওয়ার জন্য প্রধান প্রধান সূত্রগুলি ভালো করে বিশ্লেষন করে পরতে হবে ।একটা রাশির সাথে আর একটা রাশির সম্পর্ক ,একটা রাশির মান বাড়লে বা কমলে অন্য একটা রাশির মানের কি পরিবর্তন হয় তা জানতে হবে । যে টপিক গুলোতে কোনের সাইন ,কোসাইন বা ট্যানজেন্ট আছে সেগুলোতে কোনের বিভিন্ন মানের জন্য রাশিগুলো কেমন হবে তা পড়তে হবে........................
Best of Luck...........Albert Newton ( Chanchal ভাইয়া )
Albert Newton
আছেন কি কেউ অনলাইনে??
থাকলে আসুন কিছু Bengali Idiomatic Expression জেনে নিই .....
বটতলার লেখক =Hack writer.
প্রাণের টান =Tie of love.
নাটের গুরু =Wire-puller.
ধড়িবাজ লোক =Sly customer.
টাকার গরম =Pride of wealth.
চোখের বালি =Eye-sore.
গঙ্গামুখো পা / এক পা কবরে =To have one foot in the grave.
চুলোয় যাক =Hang it! / Let it go to rack and ruin.
A.C
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান
১ম বর্ষের
ফরম পূরণ শুরু ১ জানুয়ারি।
২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত
ছাত্র-
ছাত্রীদের ১ম বর্ষ অনার্স
পরীক্ষার ফরম
পূরণ আগামী ১ জানুয়ারি থেকে শুরু
হয়েছে।
২১ জানুয়ারি পর্যন্ত বিলম্ব
ফি ছাড়া ফরম
পূরণ করা যাবে।
রেজাল্ট জানতে আপনার মোবাইলের
Message অপশনে গিয়ে টাইপ করুনঃ
JSC Result জানতেঃ
Type JSC1ST 3 Letters of
Board nameRollyea r
& send to 16222
Example: JSCRaj12345
6 2014 & send to 16222
JDC Result জানতেঃ
Type- JDC
MAD Roll Number
Send to 16222
For an example: JDC MAD
234561 2014 then Send to
16222
DPE/PSC Result জানতেঃ
Type DPEcandidates'
respective Upazilla
codeRoll year & send
to 16222
Example:
DPE12345345
672014 & send to 16222
কম্পিউটার সম্পর্কিত কিছু তথ্য ---
কম্পিউটার কে আবিষ্কার করেন?
---হাওয়ার্ড অ্যাইকেন
বিশ্বের প্রথম কম্পিউটার কোনটি?
---ইনিয়াক(ENIAC)
প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
---লেডি অ্যাডা অগাস্টা
আধুনিক কম্পিউটারের জনক কে?
---চার্লস ব্যাবেজ
কম্পিউটারের মাউস
কে তৈরি করেন?
---উইলিয়াম ইংলিস
কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস
নামকরণ করেন?
---ফ্রেড কোহেন
WWW-এর জনক কে?
---টিম বার্নস লি
কম্পিউটারের প্রথম
প্রোগ্রামিং ভাষা কোনটি?
---ADA
কত সালে প্রথম কম্পিউটার
নেটওয়ার্ক চালু ঽয়?
---১৯৬৯ সালে
প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম
কি?
---অারপানেট
কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
---৩ প্রকার
কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ
থাকে?
---৩ ধরনের
কম্পিউটারের ব্রেইন কোনটি?
---মাইক্রোপ্রসেসর
কম্পিউটারের
স্থায়ী স্মৃতিকে কি বলে?
---রম
গাড়ির ব্যাটারিতেও চলে এমন
কম্পিউটার কোনটি?
---নোটবুক/পাওয়ার বুক
ই-মেইল কি?
---ইলেকট্রনিক মেইল
সিসি (CC) কি?
---কার্বন কপি
চ্যাট (Chat) অর্থ কি?
---খোশগল্প করা
কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ
করতে পারে না?
---সফটওয়্যার
কম্পিউটার সফটওয়্যার
জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
---মাইক্রোসফট
বাংলাদেশে প্রথম কম্পিউটার
কোথায় স্থাপিত ঽয়?
---পরমাণু শক্তি কেন্দ্রে
বাংলাদেশে অন-লাইন ইন্টারনেট
সার্ভিস কবে থেকে শুরু ঽয়?
---১৯৯৬ সালের ৪ জুন
পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ
কম্পিউটার প্রবর্তিত ঽয় এবং কোন
কোম্পানি এটি করে?
---এপসন,১৯৮১
আপনি ধরুন ভুল করেছেন!
এখন ক্ষমা চাইতে হবে!!! তাই না?
তো কি দিয়ে শুরু করবেন, ভাবছেন?
আসুন জেনে নেওয়া যাক---
= I have got to
apologize...... . .
= I'm afraid I've something
to tell you....... .
= I'm not exactly sure how
to put this,but...... .
= Um....this is not easy to
explain,but.... .. .
= I'm not quite sure how
to put this,but......
কেমন লাগলো জানাবেন।
Cheek=গাল
Gull=প্রতারনা করা
.
Colour=রং
Wrong=ভুল
.
Leech=জোঁক
Joke=রসিকতা
.
Village=গ্রাম
Gram=ছোলা
.
Bridge=পুল
Pull=টানা
.
Season=কাল
Cull=চয়ন করা
.
Sister=বোন
Bone=হাড়
.
Tiger=বাঘ
Bug=ছারপোকা
.
What=কি
Key=চাবি
S_D_Rasel
অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় যারা যারা অংশগ্রহন করতে যাচ্ছো তারা দেখে নাও কোন কোন বিষয়ে কতটা প্রিপারেশান নেওয়া লাগবে ।-
★মানবিক বিভাগ
বাংলা ২৫
ইংরেজি ২৫
সাধারণ জ্ঞান ১০
উচ্চ মাধ্যমিক এ পঠিত যেকোন ৪টি (৪×১০=৪০)
★বিজ্ঞান বিভাগ
বাংলা ২০
ইংরেজি ২০
সাধারণ জ্ঞান ১০
পদার্থবিজ্ঞান ১৭
রসায়ন ১৭
গণিত / জীববিজ্ঞান ১৬
★ব্যবসায় শিক্ষা বিভাগ
বাংলা ২৫
ইংরেজি ২৫
সাধারণ জ্ঞান ১০
হিসাববিজ্ঞান ২০
ব্যবসায় নীতি ও প্রয়োগ ২০
মোট নম্বর ১০০ সময়: ১ঘন্টা । জিপিএ ১০০ নম্বর ( মাধ্যমিক ৪০% উচ্চমাধ্যমিক ৬০% ৪র্থ বিষয় সহ )
১০০+১০০ = ২০০ নম্বর এর ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করা হয়। ১ম মেধাতালিকা, ২য় মেধাতালিকা, কোটা & রিলিজ স্লিপ।
app1.nu.edu.bd
স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা।
http://lm.facebook.com/l.php?u=http%3A%2F%2Fapp1.nu.edu.bd%2Fnotice%2FHons_center_final_14.pdf&h=HAQFPppwW&s=1

National university online admission Application Form 2014-15
#জাতীয়_বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি 2014-2015 এর সার্কুলার>
আবেদন শুরু- 30 অক্টোবর
আবেদন শেষ- 20 নভেম্বর
#পরীক্ষা-১৯ ডিসেম্বর সকাল ১১ টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।
ফরমের মূল্য- 300টাকা
#পরীক্ষার_সময়- ১ ঘন্টা
#পূর্নমান- 200। ভর্তি পরীক্ষা 100 + জিপিএ 100। (জি পি এ কে HSC*12+SSC*8 দ্বারা হিসাব করতে হবে)
#পরীক্ষার_মানবন্টন-
#বিজ্ঞান- বাংলা(20)+ ইংরেজি(20)+ সাধারন জ্ঞান(10)+ পদার্থবিজ্ঞান(17)+ রসায়ন(17)+ গনিত/জীববিজ্ঞান(16)।
#ব্যাবসা- বাংলা(25)+ ইংরেজি(25)+ সাধারন জ্ঞান(10)+ হিসাববিজ্ঞান(20)+ ব্যাবসায় নিতী ও প্রয়োগ(20)।
#মানবিক- বাংলা(25)+ ইংরেজি(25)+ সাধারন জ্ঞান(10)+ HSC তে পঠিত যেকোন চারটি বিষয়ের উত্তর দিতে হবে(4*10=40)।
(নেগেটিভ মার্কিং নেই)
চান্স পেতে হলে বাংলা এবং ইংরেজিতে ন্যুনতম পাস করতেই হবে নতুবা কোনো সরকারি কলেজে ভর্তি হওয়া যাবেনা।
#আবেদনের_নিয়মাবলী- অনলাইনে ফরম পূরন করে ফরমটি প্রিন্ট করতে হবে। এবং ফরমটির সাথে SSC & HSC এর মার্কসীটের সত্যায়িত ফটোকপি + পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ফটো সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।জমা দেয়ার 2দিন পর অনলাইন থেকে admit card download করতে হবে। ভর্তির জন্য করনীয় কাজগুলো admit card এর পিছনে লেখা থাকবে।
ীক্ষার্থী_শুধু_একটি_কলেজেই_আবেদন_করতে_পারবে॥
বিস্তারিতঃ http://allresultbd.com/national-university-online-admission-application-form-2014-15/
allresultbd.com National university online admission Application form 2014-15. National University admission test date for Honors’ 1st year has been published. . On 19th Dece

www.nu.edu.bd
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ১২ ডিসেম্বর শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) পরীক্ষা থাকার কারণে ওই ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য অচিরেই পত্রিকায় বিজ্ঞাপন ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তির মেধাভিত্তিক ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। ওই ফলাফল বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল ফোনে মেসেজ অপসনে গিয়ে (এনইউ স্পেস এটি স্পেস রোল নম্বর) টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে জানা যাবে এবং রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) পাওয়া যাবে।
মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে জমা
দেওয়ার শেষ সময় ৩ নভেম্বর।
:::পৃথিবী পরিচিতি:::
প্রশ্নঃ পৃথিবীর আনুমানিক বয়স কত?
উঃ ৪,৫০০ মিলিয়ন বছর।
প্রশ্নঃ পৃথিবীর আয়তন কত?
উঃ ৫১,০১,০০,৫০০ বর্গ কিঃ মিঃ।
প্রশ্নঃ সূর্যকে প্রদক্ষিণ
করতে পৃথিবীর কত
সময় লাগে?
উঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিঃ ৪৭
সেঃ।
প্রশ্নঃ পৃথিবীতে কয়টি মহাদেশ
রয়েছে?
উঃ ৭ টি। যথাঃ এশিয়া, ইউরোপ,
আফ্রিকা,উত্তর
আমেরিকা, দক্ষিন আমেরিকা,
অস্ট্রেলিয়া ও
এন্টার্কটিকা।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম দেশ
কোনটি?
উঃ এশিয়া।
প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ
কোনটি?
উঃ ওশেনিয়া।
প্রশ্নঃ আয়তনে পৃথিবীর বড় দেশ
কোনটি?
উঃ রাশিয়া।
প্রশ্নঃ আয়তনে পৃথিবীর ছোট দেশ
কোনটি?
উঃ ভ্যাটিকান।
প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ
কোনটি?
উঃ চীন।
প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর ছোট
দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান।
প্রশ্নঃ পৃথিবীর
সবচেয়ে উত্তরে নগরী কোনটি?
উঃ হ্যামারফাস্ট (নরওয়ে)।
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দক্ষিণের
নগরী কোনটি?
উঃ পুওট উইলিয়াম (চিলি)।
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র
কোনটি?
উঃ চিলি।
প্রশ্নঃ পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র
কোনটি?
উঃ ইতালি।
প্রশ্নঃ পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র
কোনগুলি?
উঃ জাপান, ইন্দনেশিয়া।
প্রশ্নঃ পৃথিবীর কোন কোন দেশ
দুটি মহাদেশে অবস্থিত?
উঃ রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও
ইউরোপ
মহাদেশে)।
প্রশ্নঃ পৃথিবীর কোন শহর
বা নগরী দুটি মহাদেশে পরেছে?
উঃ ইস্তাম্বুল (এশিয়া ও ইউরোপ
মহাদেশে)।
প্রশ্নঃ পৃথিবীর কোন গ্রাম
দুটি দেশের
মধ্যে পরেছে?
উঃ পানমুজান (উত্তর ও দক্ষিন
করিয়ার মধ্যে)।
প্রশ্নঃ পৃথিবীর সর্বাধিক দীপ
রাষ্ট্র কোনটি?
উঃ ইন্দোনেশিয়া।
প্রশ্নঃ অধিক সীমান্তবর্তী দেশ
কোনটি?
উঃ চীন (১৪ টি দেশের সাথে)।
প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগর
রয়েছে কয়টি?
উঃ ৫ টি। যথাঃ প্রশান্ত, ভারত,
আটলান্টিক,
উত্তর ও দক্ষিণ মহাসাগর।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর
কোনটি?
উঃ প্রশান্ত মহাসাগর (১৬ কোটি ৬০
লক্ষ বর্গ
কিঃ মিঃ)।
প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর
কোনটি?
উঃ আর্কটিক বা উত্তর মহাসাগর (১
কোটি ৫০
লক্ষ বর্গ কিঃ মিঃ)।
প্রশ্নঃ পৃথিবীর গভীরতম মহাসাগর
কোনটি?
উঃ প্রশান্ত মহাসাগর?
প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরের
গভীরতম স্থানের
নাম কি?
উঃ মারিয়ানা টেঞ্চ
(গভীরতা ১১,০৩৩ মিঃ)।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ডিগ্রির রেগুলেশন্স ২০১৩-২০১৪ ডাউনলোড করতে এখানে আসুন -...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ডিগ্রির
রেগুলেশন্স ২০১৩-২০১৪ প্রকাশ
করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২ পৃষ্ঠার
রেগুলেশন্সটির ডাউনলোড লিঙ্ক ওয়ার্ড ও
পিডিএফ আকারে নিচে দেওয়া হলোঃ
http://www.lekhaporabd.com/archives/1422
External Image
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ডিগ্রির রেগুলেশন্স ২০১৩-২০১৪ ডাউনলোড করতে এখানে আসুন -...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ডিগ্রির রেগুলেশন্স ২০১৩-২০১৪ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২...
lekhaporabd.com জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ডিগ্রির রেগুলেশন্স ২০১৩-২০১৪ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২ পৃষ্ঠার রেগুলেশন্সটির ডাউনলোড লিঙ্ক ওয়ার্ড ও পিডিএফ আকারে নিচে দেওয়া হলোঃ পিডিএফ ডাউনলোড লিঙ্ক। ওয়ার্ড ডাউনলোড লিঙ্ক। পোস্টটি শেয়ার করে বন্ধুদেরকেও জানিয়ে দিন000 এই রকম আরো কিছু পোস্ট: জাতীয়…
হরতালের কারণে প্রথম দফা পেছানোর পর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের প্রথমবর্ষ
অনার্সের প্রথম পরীক্ষা হরতালের
কারণে স্থগিত করা হয়েছে। সোমবার এ
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. হারুন-অর-রশিদ শনিবার সন্ধ্যায়
বাংলানিউজকে বলেন, সোমবারের
পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
পরবর্তী পরীক্ষাগুলি যথাসময়ে অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির
দেলাওয়ার হোসাইন সাঈদীর
মানবতাবিরোধী অপরাধের দায়ে ‘আমৃত্যু
কারাদণ্ড’র প্রতিবাদে বৃহস্পতি ও রোববার
হরতাল ডাকে জামায়াত। এর কারণে রোববার
অনুষ্ঠিতব্য প্রথমবর্ষের
পরীক্ষা পিছিয়ে সোমবার নেওয়া হয়। কিন্তু
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের
হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে ২২
সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-
সন্ধ্যা হরতালের ডাক দেয়
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
উপাচার্য বলেন, সোমবারের পরীক্ষাটি সবার
শেষে নেওয়া হবে। পরবর্তীতে এ
পরীক্ষার
সূচি ঘোষণা করা হবে।

National University | Bangladesh
২০১৩ সালের
অনার্স ১ম বর্ষ
পরীক্ষার
প্রবেশপত্র মূদ্রণ
ও বিতরণ
সংক্রান্ত
জরুরী বিজ্ঞপ্তি।
সংশ্লিষ্ট
সকলকে জানানো যাচ্ছে যে,
জাতীয়
বিশ্ববিদ্যালয়ের
অধীনে ২০১৩
সালের অনার্স ১ম
বর্ষ পরীক্ষার
প্রবেশপত্র
ডিজিটাল
স্বাক্ষর ওয়েব
সাইটে প্রকাশ
করা হয়েছে।
সংশ্লিষ্ট কলেজ
সকল
পরীক্ষার্থীর
প্রবেশপত্র
ডাউনলোড
করে প্রিন্ট
নিয়ে নির্ধারিত
স্থানে পরীক্ষার্থীর
পাসপোর্ট সাইজের
ছবি আইকা আঠা দিয়ে লাগিয়ে ছবির
উপর
এবং অধ্যক্ষের
নির্ধারিত
স্থানে অধ্যক্ষ
স্বাক্ষর ও সীল
দিয়ে পরীক্ষার্থীদের
মধ্যে বিতরণ
করবে।
প্রবেশপত্র
ডাউনলোড ও
প্রিন্টের
নিয়মাবলীঃ
১। www.nubd.info/
admit
লিংকে যেতে হবে
২। College login এ
click করে user
name ও password
ব্যবহার
করে Admit
কার্ডের অনার্স
বিষয়
ওয়ারি ডাটা পাওয়া যাবে।
৩। অতপর
প্রবেশপত্র মূদ্রণ
করে নির্ধারিত
স্থানে পরীক্ষার্থীর
পাসপোর্ট সাইজের
ছবি আইকা আঠা দিয়ে লাগিয়ে ছবির
উপর
এবং অধ্যক্ষের
নির্ধারিত
স্থানে অধ্যক্ষ
স্বাক্ষর ও সীল
দিয়ে পরীক্ষার্থীদের
মধ্যে বিতরণ
করতে হবে।
৪। প্রবেশপত্র
গ্রহণের সময়
পরীক্ষার্থী অবশ্যই
তার রেজিঃনম্বর
প্রবেশ
পত্রে সঠিক
আছে কিনা যাচাই
করে নেবে। একই
নামে একই
কলেজে একাধিক
পরীক্ষার্থী থাকে বিধায়
নাম দেখে প্রবেশ
পত্র বিতরণ
না করে রেজিস্ট্রেশন
নম্বর
মিলিয়ে প্রবেশ
পত্র বিতরণ
এবং গ্রহণের জন্য
সংশ্লিষ্ট
সকলকে বিশেষ
ভাবে অনুরোধ
করা হল।
জরুরী প্রয়োজনে [email protected]
.com এ ঠিকানায় ই-
মেইলে অথবা ০১৯১২-৯৮১৪২০
মোবাইল
বা ৯২৯১০৩৯ এ
নম্বরে যোগাযোগ
করা যাবে।
বিঃদ্রঃ কোন বৈধ
পরীক্ষার্থীর
প্রবেশপত্র
যদি না পাওয়া যায়
তাহলে ১৭/০৯/২০১৪
তারিখের
মধ্যে আবেদন
করতে হবে।
উল্লিখিত
তারিখের পর কোন
ক্রমেই কোন
অভিযোগ গ্রহণ
করা হবে না।
আপনাদের
সহযোগিতার জন্য
ধন্যবাদ
স্বা:-
(বদরুজ্জামান)
পরীক্ষা নিয়ন্ত্রক
(ভারপ্রাপ্ত)
জাতীয়
বিশ্ববিদ্যালয়,
গাজীপুর।
ফোন #:
০২-৯২৯১০১৭,
ফ্যাক্স
#০২-৯২৯১০৪৪
ই-
মেইলঃ [email protected]
du.bd
nubd.info National University-Bangladesh
Location
Category
Website
Address
Rajsshahi
Rajshahi
6000
Opening Hours
Monday | 08:00 - 16:00 |
Tuesday | 08:00 - 16:00 |
Wednesday | 08:00 - 16:00 |
Thursday | 08:00 - 16:00 |
Saturday | 08:00 - 16:00 |
Sunday | 08:00 - 16:00 |
Sagorpara, Ghoramara
Rajshahi, 6100
One of the best school in this subcontinent since 1898.
Madarigonj Bagmara
Rajshahi, 6440
Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School
Jamalpur, Padma Abashik, Boalia
Rajshahi, 6000,6100,6203
জামিয়া ক্বওমিয়া মহিলা মাদ্রাসা রাজশা
Kanthal Baria
Rajshahi, 08266
আসসালামু আলাইকুম আমাদের স্কুলের পেইজে আপনাদের স্বাগতম
Padma Residential Area, House No : 156, Holding No : 83 , Road No : 05 , Post Co
Rajshahi, 6000
Located in Rajshahi, Bangladesh, this school provides an opportunity for Bengalis to learn Western m
Uposhahar, Cantontment Road
Rajshahi, 6205
This is a Hifz Madrasah. We have Nurani, Nazera, Hifz Group. Besides Hifz We have General Division f