
https://www.youtube.com/watch?v=UkMFuxYQ_Xw
তোমরা কইও গো বুঝাইয়া - Tomra Koio Go Bujaia - Bangla New Dance 2022 By Mim - Bangla Dance This is for entertainment
The view of Bimirto is to come up with new ideas to highlight the new generation dance and Entertain
The view of Bimirto is to come up with new ideas to highlight the new generation dance and Entertain the people to the fullest and win everyone's heart.
Operating as usual
https://www.youtube.com/watch?v=UkMFuxYQ_Xw
তোমরা কইও গো বুঝাইয়া - Tomra Koio Go Bujaia - Bangla New Dance 2022 By Mim - Bangla Dance This is for entertainment
Bimurto Dance Academy বিমুর্ত ডান্স একাডেমি, টপ ড্যান্স Disclaimer ___________________ All Rights to Music Label Co. & No Copyright infringement intended. This Music Using For Entertainment/promotional Purposes On...
Chaile diye dibo kolijar half Its a Bimuto fun and Masti
# বিমুর্ত ডান্স একাডেমি
ডান্স, ফ্যাশন ও অভিনয় প্রশিক্ষণ এ অনন্য রাজশাহীর অন্যতম প্রতিষ্ঠান বিমুর্ত ডান্স একাডেমিতে 18তম ব্যাচে ভর্তি চলছে।
22015 সালের একটি ভিডিও খুজে পেলাম
ও খালা ও খালু ও মামা ও মামি O kala o khalu
O khala O khalu, Comedy dance, Rajshahi Mohila college, Channel Bimurto, O khala O khalu, Comedy dance, Rajshahi Mohila college, Channel Bimurto,বিজয় দিবসে রাজশাহী মহিলা কলেজের ছাত্রীবৃন্দ কমেডি ডান্স পরিবেশন করে সকল শিক্ষার্থী ও...
Ailore Noya Daman আইলো রে নয়া দামান-নিক্কি
Ailore Noya daman
Ailore Noya Daman-Dance cover by Nikki Ailore Noya Daman-Dance cover by Nikkiসিলেট অঞ্চলের জনপ্রিয় বিয়ের গানে চ্যানেল বিমুর্তর লাইভ অনুষ্ঠানে ফোক ডান্স করলেন রাজশাহীর মেয়ে ন.....
Piyar do-Dance-Simran Jannt-Channel Bimurto
চ্যানেল বিমুর্তর ডান্স প্রোগ্রাম লেটস ডান্স-এ ডান্স পরিবেশন করলেন-সিমরান জান্নাত।
https://youtu.be/0_zs2Hb9EmY
Piyar do-Dance-Simran Jannt-Channel Bimurto Piyar do-Dance-Simran Jannt-Channel Bimurtoচ্যানেল বিমুর্তর ডান্স প্রোগ্রাম লেটস ডান্স-এ ডান্স পরিবেশন করলেন-সিমরান জান্নাত।https://youtu.be/0_zs2Hb9EmYProdu...
O Baby Rongila Baby Dance by Nikki
Chunari Chunari-Nikki,, Lets dance show, Channel Bimurto,
চ্যানেল বিমুর্তর লেটস ডান্স শো-তে ডান্স পরিবেশন করলেন রাজশাহীর ডান্স কুইন নিক্কি-
Chunari Chunari-Nikki,, Lets dance show, Channel Bimurto, Chunari Chunari-Nikki,, Lets dance show, Channel Bimurto, চ্যানেল বিমুর্তর লেটস ডান্স শো-তে ডান্স পরিবেশন করলেন রাজশাহীর ডান্স কুইন নিক্কি-
https://www.youtube.com/watch?v=m1GAJB4RYPA
Nimontron by nikki Ahmed Nimontron music video. Location Rajshahi, Bangladesh. Actor: Nikki & Rony. please subscribe my channel for more dance Videos.
না ফেরার দেশে চলে গেলেন ডান্স কিংবদন্তী মাস্টারজি সরোজ খান।
--------------------------------------------------------------------------
চার দশকের সুদীর্ঘ, আলোকিত ক্যারিয়ার শেষে সরোজ খান ২ জুন না ফেরার দেশে চলে গেলেন মাস্টারজি খ্যাত বলিউডের ডান্স নক্ষত্র সরোজ খান। বলিউডের অসংখ্য জনপ্রিয় তারকার জনপ্রিয়তার শীর্ষে ওঠার মই ছিল সরোজ খানের কোরিওগ্রাফি। ৭১ বছরের জীবনকালে হিন্দি সিনেমার বেশ কয়েকটি আইকনিক নাচের কোরিওগ্রাফি করেছেন। তিনবার জাতীয় পুরস্কার লাভ করে নৃত্য পরিচালক সরোজ খান। শ্রীদেবী, মাধুরী দীক্ষিত বা ঐশ্বরিয়ার মতো তারকাদের অসংখ্য হিট নাচের নির্দে শক ছিলেন সরোজ। এই তারকাদের প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সরোজ খানকে অস্বীকার করা যাবে না কিছুতেই। আসুন জেনে নিই সরোজের নির্দেশনা ও পরিকল্পনার সেরা ১০ নাচ, বলিউডের ইতিহাসে যেগুলো চিরকাল একজন সফল, গুণী কোরিওগ্রাফার সরোজ খানের সাক্ষ্য বহন করবে।
এক দো তিন
মাধুরী নামটা নিতেই যে গান মাথার ভেতর চলতে থাকে, সেটি ‘এক দো তিন’। আর এই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচেন ‘মোহিনী’রূপী মাধুরী। যখন ‘তেজাব’ সিনেমাটি মুক্তি পায়, তখন এই গানে হলের ভেতরেই দর্শক টাকা ওড়াতেন। দর্শকদের অনুরোধে সিনেমা শেষ হওয়ার পর এই গান পুনরায় চালানো হতো। কেবল গানটি দেখার জন্যই অসংখ্য দর্শক অসংখ্যবার বড় পর্দায় সিনেমাটি দেখেছেন।
ধক, ধক
মাধুরী আর অনিল কাপুরের ‘ধক, ধক করনে লাগা’ সেই সময়ে মাইলফলক সৃষ্টি করা একটা মিউজিক ভিডিও। এর আগে খুব কম তারকাকেই এ রকম সাহসী নাচে অংশ নিতে দেখা গেছে। এভাবেই সরোজ মাধুরীকে সাহসী, আবেদনময়ী ও দুর্দান্ত অভিব্যক্তির অধিকারী একজন নায়িকা হিসেবে উপস্থাপন করেছেন। মাধুরীকেই আর পেছনে তাকাতে হয়নি। নাচের ক্ষেত্রে নিজেকে বলিউডের আইকন হিসেবে প্রতিষ্ঠা করতেও সময় লাগেনি।
হাওয়া হাওয়াই
‘মিস্টার ইন্ডিয়া’র শ্রীদেবী মানেই ‘হাওয়া হাওয়াই’। এই গান সরোজকে বলিউডের নৃত্যনির্দেশক হিসেবে প্রতিষ্ঠা করেছে। আর শ্রীদেবীকে ‘আইকনিক’ বানানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এমনকি মাদাম তুসোর জাদুঘরে শ্রীদেবীর যে মোমের মূর্তি রয়েছে, সেখানেও তাঁকে বানানো হয়েছে ‘হাওয়া হাওয়াই’ গানের সাজ, পোশাকে।
চোলি কে পিছে
এখনো মাধুরীর সেরা হিট গানগুলোর ভেতর অন্যতম ‘খলনায়ক’ ছবির ‘চোলি কে পিছে’। শুধু মাধুরী নন, নীনা গুপ্তাও এই গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।
চানে কে খেত মে
এটিও মাধুরীর অংশ নেওয়া আরেকটা হিট গান। সরোজ আর মাধুরী দুজনই দুজনের সঙ্গে কাজ করতে চাইতেন। মাধুরী সম্পর্কে সরোজ বলেছিলেন, ‘মাধুরী অবিশ্বাস্য দক্ষতায় যে কারও চেয়ে দ্রুত নাচের স্টেপ রপ্ত করে নেয়। সে ১২ বছর ধরে কত্থক নাচ শিখেছে। ওর শুরুতে একটা সমস্যা ছিল, ও কোমর দোলাতে পারত না। আমরা প্রথম একসঙ্গে সুভাস ঘাই পরিচালিত “উত্তর দক্ষিণ” সিনেমাটা করলাম। আর সেখান থেকেই আমাদের শুরু হলো।’ ‘চানে কে খেত মে’ গানে স্কুলের অনুষ্ঠানে বাচ্চারা নেচেছে। বিয়েতেও এই গানে নাচার প্রচলন আছে।
হামকো আজ কাল হ্যায়
‘সাইলাব’ সিনেমায় সরোজ খান আর মাধুরী দীক্ষিত মিলে আরেকবার জাদু দেখালেন ‘হামকো আজ কাল হ্যায়’ গানে। এই গানে সরোজ ১৯৯০ সালে সেরা কোরিওগ্রাফারের ফিল্মফেয়ার জেতেন। সর্বমোট আটটি ফিল্মফেয়ার–জয়ী এই কোরিওগ্রাফারের অন্য পুরস্কারগুলো এসেছে ‘গুরু’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘খলনায়ক’, ‘বেটা’, ‘চালবাজ’ ও ‘তেজাব’ ছবির জন্য।
তাম্মা তাম্মা
আবারও মাধুরী আর সরোজ খান মিলে ‘তাম্মা তাম্মা’ গানটিকে বলিউডের ইতিহাসের অন্যতম ‘ড্যান্স আইটেম’ বানালেন। সরোজ খানকে নাকি একবার তাঁর এক বান্ধবী এসে বলেছিলেন, ‘তাম্মা তাম্মা’ গানে নাকি তাঁর সঞ্জয় দত্তকে খুবই ভালো লেগেছে। সরোজ বললেন, ‘আমি বিশ্বাস করতে পারি না, মাধুরী থাকা সত্ত্বেও যে তোমার অন্য কাউকে ভালো লাগতে পারে। তুমি নিশ্চয়ই সঞ্জয় দত্তর অন্ধ ভক্ত।’
দোলা রে দোলা
দেবদাসের ‘দোলা রে দোলা’ গানে সরোজ খানের নির্দেশনায় ঐশ্বরিয়া রাই আর মাধুরী দীক্ষিত যা করেছেন, তা ভোলা কঠিন। দর্শকও এই গানকে অবিশ্বাস্য ভালোবাসা দিয়েছে। দশকের বেশি সময় ধরে গানটি জনপ্রিয়তা ধরে রেখেছে।
নিম্বুরা নিম্বুরা
ঐশ্বরিয়া রাইয়ের হিট গানের তালিকায় ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার ‘নিমুরা নিমুরা’ গানটি ওপরের দিকেই থাকবে।
ইয়ে ইশক হ্যায় এ
‘জাব উই মেট’ সিনেমার ‘ইয়ে ইশক হ্যায় এ’ গানটিও বলিউডের আইকনিক গানগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। আর কারিনার আগে সেই কৃতিত্বের ভাগ সরোজ খানকে দিতেই হবে।
ডিয়ার ভিউয়ার্স,
করোনা ভাইরাসের কারণে ঘরে বসে থেকে সময় নষ্ট না করে গান, নাচ আবৃত্তি অভিনয় প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে প্রতিমাসে সর্বনিম্ন 20 হাজার টাকা আয় করুন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
বিমুর্ত কালচারাল একাডেমি
14 রাজশাহী এসোসিশেয়ন ভবন, (চেম্বার ভবনের উত্তরে)
অলকার মোড়, রাজশাহী
অথবা কল করুন-01842100955
O O Jane Jana, ও ও জানে জানা Lets Dance, Channel Bimurto,
চ্যানেল বিমুর্তর ডান্স প্রোগ্রাম লেটস ডান্স অনুষ্ঠানে ডান্স পরিবেশন করলেন বিমুর্ত ডান্স একাডেমির প্রশিক্ষক ও কোরিওগ্রাফার নিক্কি সাথে মশিউর।
O O Jane Jana, ও ও জানে জানা Lets Dance, Channel Bimurto, O O Jane Jana, ও ও জানে জানা Lets Dance, Channel Bimurto, চ্যানেল বিমুর্তর ডান্স প্রোগ্রাম লেটস ডান্স অনুষ্ঠানে ডান্স পরিবেশন করলেন বিমুর্.....
জাতীয় কবির জন্মোৎসব উদযাপিত হলো অনলাইনে।
-------------------------------------------------------
আজ ২৫ মে, ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের সঙ্গে নাচ করেছেন দেশ-বিদেশের নৃত্যশিল্পীরা। করোনাকালে কবির জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর গানে গানে নাচের আয়োজন করেছেন তাঁরা। সেসব নাচের ভিডিও জড়ো করে একযোগে প্রকাশিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে।
বাংলার অসাম্প্রদায়িক ও সাম্যবাদী কবি নজরুলের বাণী পৌঁছে গেছে সারা বিশ্বে৷ নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের পরিচালনায় নজরুল ইনস্টিটিউটের নৃত্য বিভাগের পরিবেশনা প্রদর্শিত হয়।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে শুধু দেশ নয়, ভারত, অস্ট্রেলিয়া, ইউরোপের দেশগুলোতে অবস্থানরত নৃত্যশিল্পীদের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে নৃত্যযোগের মাধ্যমে উদযাপন করা হয় কবির জন্মদিন। এ ছাড়া ওয়ার্দা রিহাবের নাচের দল ধৃতি নৃত্যনালয় নাচের মাধ্যমে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
ভারত থেকে নাচের এ আয়োজনে যোগ দেয় দ্রাবিণ চট্টোপাধ্যায়, দীপ্তাংশু ও গারগী নিয়োগী, কুহেলিকা বসু। স্কটল্যান্ড থেকে অমৃতা পাল, অস্ট্রেলিয়া থেকে তন্বী ভট্টাচার্য। এই শিল্পীরা নজরুলের ‘শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ওই’, ‘মোরা ঝঞ্জার মতো উদ্দাম’, ‘জয় হোক’, ‘সৃজন ছন্দে‘, ‘নাই নাই ভয়’, ‘উড়িয়ে ধ্বজা’ গানগুলোর সঙ্গে নৃত্য পরিবেশন করেন।
এদিকে নজরুলজয়ন্তীতে জন্মদিন নৃত্যশিল্পী সামিনা হোসেনের। কবির জন্মদিন উপলক্ষে তাঁর ‘দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ’ গানের সঙ্গে একক নৃত্য পরিবেশন করে তিনি শ্রদ্ধা জানিয়েছেন কবির প্রতি।
২৫ মে, ১১ জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী।
- নিক্কি আহমেদ, প্রশিক্ষক ও পরিচালক, বিমুর্ত ডান্স একাডেমি
Alga korogo khoper badhon cover dance by nikki Channel Bimurto Alga korogo khoper badhon cover dance by nikki Channel Bimurto আলগা করো গো খোপার বাধন, নজরুল সঙ্গীতের সাথে ফিউশন ডান্স করলেন রাজশাহী অঞ্চলের সেরা ডান্সা...
Moner gopon ghore, Lets dance, Channel Bimurto
মনের গোপন ঘরে- চ্যানেল বিমুর্ত-র ডান্স শো- লেটস ডান্স অনুষ্ঠানে ডান্স পরিবেশন করলো লালপুর নাটোরের সুর সাগর ডান্স একাডেমি, ।
https://youtu.be/QjHmiUiZq6A
Moner gopon ghore, Lets dance, Channel Bimurto Moner gopon ghore, Lets dance, Channel Bimurto মনের গোপন ঘরে- চ্যানেল বিমুর্ত-র ডান্স শো- লেটস ডান্স অনুষ্ঠানে ডান্স পরিবেশন করলো লালপুর নাটোর.....
Moner gopon ghore, Lets dance, Channel Bimurto
মনের গোপন ঘরে- চ্যানেল বিমুর্ত-র ডান্স শো- লেটস ডান্স অনুষ্ঠানে ডান্স পরিবেশন করলো লালপুর নাটোরের সুর সাগর ডান্স একাডেমি, ।
রবি ঠাকুরের হাত ধরে এ দেশে নৃত্যকলার প্রসার ঘটেছিল।
নাচ আর রবীন্দ্রনাথ, জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গীভাবে ৷ নৃত্যশিল্পী হিসেবে সেভাবে আত্মপ্রকাশ না হলেও বঙ্গদেশে নৃত্যের জগতে দু’জন বাঙালির বিশেষ অবদান রয়েছে ৷ প্রথমজন হলেন শ্রীচৈতন্য দেব ৷ আর অন্যজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর ৷
কলকাতায় তখন বাবুশ্রেণীর বাড়বাড়ন্ত ৷ বাবু সংস্কৃতি ভাবাপন্ন মানুষেরা ক্রমশই দেশীয় সংস্কৃতি-ঐতিহ্যকে খাটো নজরে দেখতে শুরু করেন ৷ আর এর ফলস্বরূপ নৈতিকতার অবনমন ঘটেছিল অনেক ক্ষেত্রেই৷ মধ্যবিত্ত অভিজাত সমাজ থেকে সুচারুরূপে নৃত্যকলার সমাদর বর্জিত হল ৷ অবশ্য এ শুধু বাংলারই ছবি নয়, প্রায় গোটা ভারতবর্ষের ছবি ছিল এটাই ৷ সে সময়ে রবীন্দ্রনাথের আবির্ভাব ও প্রচেষ্টার আগে পর্যন্ত শিক্ষিত সমাজে নৃত্যকলার কোনও শ্রদ্ধার আসন ছিল না ৷ স্বভাবই নৃত্যশিল্পের মান ক্রমশই তলানিতে গিয়ে ঠেকে ৷ আর নৃত্যকলার মতো উৎকৃষ্ট শিল্পের প্রদর্শন শুধু পণ্যশুল্কা বারবধূশিল্পীদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে ছিল ৷
সে জায়গাতে রবি ঠাকুর শিক্ষার অন্যতম বাহনরূপে ললিতকলার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন ৷ তিনি বিশ্বভারতীর প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যক্ত করে লিখেছিলেন-‘ব্যাপকভাবে এই সংস্কৃতি অনুশীলনের কেন্দ্র প্রতিষ্ঠা করে দেব, শান্তিনিকেতন আশ্রমে এই আমার অভিপ্রায় ছিল ৷ আমাদের দেশের বিদ্যালয় পাঠ্যপুস্তকের পরিধির মধ্যে জ্ঞানচর্চার যে সংকীর্ণসীমা নির্দিষ্ট আছে কেবলমাত্র তাই নয়, সকলরকম কারুকার্য, শিল্পকলা, নৃত্যগীতবাদ্য, নাট্যাভিনয় এবং পল্লীহিত সাধনের জন্যে যে সকল শিক্ষা ও চর্চার প্রয়োজন সমস্তই সংস্কৃতির অন্তর্গত বলে স্বীকার করব৷ চিত্তের পূর্ণ বিকাশের পক্ষে এই সমস্তই প্রয়োজন আছে বলে আমি জানি ৷’ এ সকলে সহমত হবেন যে তৎকালীন সমাজে রবীন্দ্রনাথের হাত ধরেই শিক্ষার অঙ্গ হিসেবে নৃত্যকলার স্বীকৃতি-এই প্রয়াসই আজকের নৃত্যকলার অনুশীলন ও প্রসারের মূল কারণ ৷ এই কলা প্রসারের জন্য সমাজের সমস্ত প্রতিবন্ধকতা, সংবাদপত্রের আক্রমণ নীলকন্ঠের মতো কন্ঠে ধারণ করে দৃঢ় পদক্ষেপে অবিচল চিত্তে নির্ভীকভাবে কাজ করে যান৷ যার জন্যই আজ নৃত্যচর্চা করতে পারছি আমরা ৷
‘জাভা যাত্রীর পত্র’তে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন-‘মানুষের জীবন বিপদ-সম্পদ-সখ-দুঃখের আবেগে নানাপ্রকার রূপে ধ্বনিতে-স্পর্শে লীলায়িত হয়ে চলেছ, তার সমস্তটা যদি কেবল ধ্বনিতে প্রকাশ করতে হয় তাহলে সে একটা বিচিত্র সঙ্গীত হয়ে ওঠে, তেমনি আর সমস্ত ছেড়ে দিয়ে সেটাকে কেবলমাত্র যদি গতি দিয়ে প্রকাশ করতে হয় তাহলে সেটা হয় নাচ ৷ ছন্দোময় সুরই হোক আর নৃত্যই হোক তার একটা গতিবেগ আছে, সেই বেগ আমাদের চৈতন্যে রসচাঞ্চল্য সঞ্চার করে তাকে প্রবলভাবে জাগিয়ে রাখে ৷ কোনও ব্যাপারকে নীবিড়ভাবে উবলব্ধি করাতে হলে আমাদের চৈতন্যকে এইরকম বেগবান করে তুলতে হয় ৷’
এই চৈতন্যকে গতিশীল করার সাধনায় ছন্দ প্রয়োগের প্রথম প্রয়াসেই যে নৃত্যের উৎস তাও রবি ঠাকুর সুন্দরভাবে ব্যাখ্যা করে গিয়েছেন ৷ কোথাও তিনি বলেছেন, ‘‘মানুষ তার প্রথম ছন্দের সৃষ্টিকে জাগিয়েছে আপন দেহে ৷ কেননা তার দেহ ছন্দ রচনার উপযোগী ৷ আবার নৃত্যকলার প্রথম ভূমিকা দেহসঞ্চালনে অর্থহীন সুষমায় ৷ তাতে শুধুমাত্র ছন্দের আনন্দ ৷’ আবার কোথাও লিখছেন, ‘‘আমাদের দেহ বহন করে অঙ্গ-প্রত্যঙ্গের ভার, আর তাকে চালনা করে অঙ্গ-প্রত্যঙ্গের গতিবেগ ৷ এই দুই বিপরীত পদার্থ যখন পরস্পরের মিলনে লীলায়িত হয় তখন জাগে নাচ ৷ দেহের ভারটাকে দেহের গতি নানা-ভঙ্গিতে বিচিত্র করে-জীবিকার প্রয়োজনে নয়-সৃষ্টির অভিপ্রায়, দেহটাকে দেয় চলমান শিল্পরূপ ৷ তাকে বলি নৃত্য ৷’
অর্থাৎ গুরুদেব এই ধরনের নান উদ্ধৃতির মধ্য দিয়ে নৃত্যকলার প্রতি তাঁর প্রগাঢ় অনুরাগ ও শ্রদ্ধা প্রকাশ পায় ৷ এই কারণে কবিগুরুর কাছে নৃত্যকলা মর্যাদা পেয়েছিল দেহের চলমান শিল্পরূপে ৷ তাঁর মনকে অনাবিল আনন্দে আমোদিত করেছে এর ছন্দের আনন্দে ৷ আর সেই কারণে তিনিই আধুনিক ভারতে প্রথম গড়ে তুলেছিলেন শান্তিনিকেতনে নাচের একটি প্রাণবান আন্দোলন ৷ তাঁর সময় যে সব শাস্ত্রীয় নৃত্যগুলি সদ্য পুনর্গঠিত হয়েছিল তিনি সেই সব নৃত্যকলার পৃষ্ঠপোষক করেন এবং তাঁর জন্যই ভারতীয় শাস্ত্রীয় ও লোকনৃত্য উভয় ধারাই মর্যাদার অভাব দেখা দিয়েছিল প্রবলভাবে উনবিংশ শতক থেকে নগরবাসী শিক্ষিত সমাজে ৷ সেখানে নৃত্যকলা ছিল শুধুমাত্র সস্তা-চটুল বিলাসের সামগ্রী মাত্র ৷ নিম্নস্তরের বিলাস ছাড়া যে মানবচিত্তে নৃত্যের যে অন্য কোনও স্থান থাকতে পারে সে বোধও হারিয়েছিল তৎকালীন শিক্ষিত সমাজ ৷
শান্তিনিকেতনে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯০১ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে ৷ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে নৃত্য শিক্ষাগুরু আনিয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে নৃত্যশিক্ষা ও চর্চার উন্মুক্ত পরিবেশ গড়ে তোলেন ৷ শোনা যায় তৎকালীন কোচিন রাজ্যের রাজা গুরুদেবের অনুরোধে কল্যাণী আম্মা নামে একজন ‘নর্তকী’কে শান্তিনিকেতনে পাঠান ৷ তাঁর খরচ বহন করতেন কোচিনের রাজাই ৷ কল্যাণী আম্মা তখন মধ্যবয়সী ৷ কোচিনে দেবদাসী নৃত্যে এক সময় তিনি বেশ নামী শিল্পী হিসেবে পরিচিত ছিলেন ৷ তিনি এসে শান্তিনিকেতনে শিখিয়েছিলেন স্বরম, কইকুট্টিকলি ও কলামুল্লি নামে কয়েকটি নাচ ৷ কথাকলির নৃত্যগুরুও এসেছিলেন কেরালা থেকে ৷ কল্যাণী আম্মা কেরলে ফিরে যাওয়ার পর কোচিনের রাজা ভেলায়ুম মেনন নামে একজন নৃত্যশিল্পীকে পাঠিয়েছিলেন৷
শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি লোকানৃত্যের ধারাকে গুরুদেব সম মর্যাদার আসনে বসিয়েছিলেন ৷ তিনি শান্তিনিকেতনের ছাত্র-ছাত্রীদের ময়ূরভঙ্গ ছৌ শেখানোর জন্য বারিপদা থেকে শিক্ষক আনাবার উদ্যোগ নিয়েছিলেন ৷ কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি ৷ ১৯২৪ সালে শান্তিনিকেতনের অধ্যাপক জাহাঙ্গীর ভকিলের স্ত্রী বিশ্বভারতীর মেয়েদের গুজরাতি গরবা শেখান ৷ গুরুদেবের অনুরোধে গুরুসদয় দত্ত সিউড়ি থেকে রায়বেঁশে নাচের শিক্ষক পাঠান ৷ নানা প্রচেষ্টায় গুরুদেব শান্তিনিকেতনে গড়ে তুলতে পেরেছিলেন নাচের একটি প্রাণবন্ত আন্দোলন ৷
১৯১১ সালের বৈশাখে ‘রাজা’ নাটক হয় বিদ্যালয়ের ছাত্র-অধ্যাপকদের সহযোগ ৷ তাদের মধ্যবর্তী ঠাকুরদারূপী কবিগুরুর নৃত্য সবাইকে মুগ্ধ করেছিল ৷ ১৯১৪ সালের বৈশাখে ‘অচলায়তন’-এর অভিনয় হয় ৷ ১৯১৫ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে এবং ১৯১৬ সালে কলকাতায় ‘ফাল্গুনী’ নাটকে অভিনয়ে অন্ধ বাউলের ভূমিকায় গুরুদেব খুবই দক্ষতার সঙ্গে নাচ করেছিলেন ৷ তবে এটাই প্রথম নয় বিভিন্ন লেখালেখি থেকে জানা যায়, ১৯ বছর বয়সে রবি ঠাকুর প্রথমবার ইংল্যান্ডে যান ৷ সে দেশে তিনি ছিলেন প্রায় দেড় বছর ৷ সে সময় তাঁকে ইংল্যান্ডের সামাজিক নৃত্য শিখতে হয়েছিল ৷ পার্টিতে সেই ধরনের নৃত্যে অংশগ্রহণ করতে হয়েছিল ৷ পরবর্তীকালে এই নাচের আঙ্গিকেই ‘আয় তব সহচরী হাতে হাতে ধরি ধরি’ নৃত্যটি তৈরি হয়েছিল ৷
শান্তিনিকেতনের নৃত্যধারায় দেশি-বিদেশি, শাস্ত্রীয়, লোক বিভিন্ন ধরনের নৃত্যের সংমিশ্রন হয়ে নতুনরূপ পরিগ্রহ করে এবং আধুনিক নৃত্যধারার জন্ম দেয় ৷ সুবিখ্যাত শান্তিদেব ঘোষ দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় গুরুদেববের প্রেরণায় নাচ শেখার জন্য ভ্রমণ করেছিলেন ৷ তিনি কেরালা যান কথাকলি শিখতে , সিংহল যান ক্যান্ডি শিখতে, জাভা-বলিদ্বীপ যান সেখানকার নৃত্যকলা ‘রামপোয়ে’ শিখতে ৷ অর্থাৎ বিভিন্ন নৃত্যশৈলীকে এক ছাঁচে ফেলে অন্য একটি ধারা তৈরি করতে চেয়েছিলেন রবি ঠাকুর ৷ তিনি ব্যক্তিগতভাবে নৃত্যশিল্পী হিসেবে পরিচিত নন কিন্তু ভারতবর্ষে নাচের একটা নতুন দিগন্ত উন্মোচন করে গিয়েছেন ৷ তবে এই কাজ করতে গিয়ে পড়তে হয়েছে অনেকের বিরোধিতার সামনেই ৷ তবে নিজের লক্ষ্যে স্থির ছিলেন তিনি ৷ তাই তো তিনি বলেছেন-‘‘আমি বিচিত্রের মধ্যে দূত ৷ নাচি নাচাই, হাসি হাসাই, গান করি, ছবি আঁকি, যে আবির বিশ্বপ্রকাশের অহেতুক আনন্দে অধীর আমি তাঁরই দূত ৷ যে বিচিত্র বহু হয়ে খেলে বেড়াল দিকে দিকে সুরে গানে নৃত্যে চিত্রে বর্ণে বর্ণে রূপে রূপে সুখ দুঃখের আঘাতে সংঘাতে ভাল মন্দের দ্বন্দ্বে-তাঁর বিচিত্র রসের বাহনের কাজ আমি গ্রহণ করেছি ৷ এই আশ্রমের নীলাকাশ উদয়াস্তর প্রাঙ্গণে এই সুকুমার বালক-বালিকাদের লীলা সহচর হতে চেয়েছিলাম ৷ লীলাময়ের লীলার ছন্দ মিলিয়ে এই শিশুদের নাচিয়ে গাইয়ে এদের চিত্তকে আনন্দে উদ্বোধিত করার চেষ্টাতেই আমার আনন্দ, আমার সার্থকতা ৷’’
Sara Rat vor Dance by Ayesha-Akash- Channel Bimurto,
সারা রাত ভোর গানের সাথে চ্যানেল বিমুর্ততে ডান্স করলেন- রাজশাহীর বিশিষ্ট ডান্স তারকা, মডেল, অভিনেত্রী আয়েশা সুলতানা, কো-পার্টনার ছিলেন আকাশ।
https://youtu.be/uV3CE8QjLiU
Sara Rat vor Dance by Ayesha-Akash- Channel Bimurto, Sara Rat vor Dance by Ayesha-Akash- Channel Bimurto, সারা রাত ভোর গানের সাথে চ্যানেল বিমুর্ততে ডান্স করলেন- রাজশাহীর বিশিষ্ট ডান্স তারকা, মডেল, অভ.....
স্মৃতিঅম্লান: বিমূর্ত-র বিশ্বনৃত্য দিবসের আয়োজন
সামাজিক দূরত্বে মেনে করোনা হবে ম্লান
আবারো আসবে ফিরে স্বাভাবিক জীবন
বিমুর্ত নূপুরের ঝংকারে জাগবে শতপ্রাণ
বিশ্ব নৃত্যদিবস 2020 এ সুরের সাগর ললিতকলা একাডেমির জন্য বিশেষ উপহার।
Agun lagailo re tingku- আগুন লাগাইলো রে টিংকু Dance Show, Channel Bimurto Agun lagailo re tingku- Dance Show, Channel Bimurto আগুন লাগাইলোরে টিংকু - চ্যানেল বিমুর্ত-র ডান্স শো- লেটস ডান্স অনুষ্ঠানে ডান্স পরিবেশন করলো লাল...
Best dance of year 2020
হাওয়া গাড়ি টমটম লিচু বাগানে ...
কথায় আছে - এই দিন দিন নয় আরো দিন আছে
ঠেলায় পড়লে বিড়াল গাছে চড়ে আর হাতি কাদায় পড়লে চামচিকাতেও ঠেকা মারে।
এতোদিনে প্রমান হলো প্রবাদবাক্য ভুল নয়।
Khaza Baba Khaza Baba Shorna Bimurto Ganer Mala Channel Bimurto
চ্যানেল বিমুর্তর লাইভ সঙ্গীতানুষ্ঠান গানের মেলায় সঙ্গীত পরিবেশন করলেন রাজশাহী অঞ্চলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বর্ণা।https://youtu.be/ZQ1lD5Q1kro
রাজশাহী মহিলা কলেজের ছাত্রীদের মাথা নষ্টকরা ডান্স ও খালা-ও খালু
দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://youtu.be/-F_R65GTpp8
O khala O khalu, Comedy dance, Rajshahi Mohila college, Channel Bimurto, O khala O khalu, Comedy dance, Rajshahi Mohila college, Channel Bimurto, বিজয় দিবসে রাজশাহী মহিলা কলেজের ছাত্রীবৃন্দ কমেডি ডান্স পরিবেশন করে সকল শিক্ষার্থী...
Best in dance 2019 Award অর্জন করলেন বিমুর্ত ডান্স একাডেমির মডার্ন ডান্স পারফর্মার নিক্কি আহমেদ।
Mindblowing dance performance by Trainer of Bimurto dance Academy Nikki roy
চ্যানেল বিমুর্তর ডান্স প্রোগ্রাম Let's Damce এ লালপুর নাটোর এর ডান্স শিল্পীবৃন্দ।
1000 (এক হাজার) নতুন গানের সম্ভার নিয়ে ভিন্ন মাত্রায় সম্পূর্ন নতুন আঙ্গিকে, আরো আকর্ষনীয়ভাবে পরিবেশিত হতে চলেছে বাংলাদেশের 64টি জেলার সঙ্গীত শিল্পীদের নিয়ে কমিউনিটি টিভি চ্যানেল বিমুর্তর জনপ্রিয় লাইভ সঙ্গীতানুষ্ঠান ‘গানের মেলা’র পরবর্তী পর্বগুলি। সুপ্রিয় দর্শকবৃন্দ এখনই Youtube-এ চ্যানেল বিমুর্তকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক দিয়ে সাথেই থাকুন। শুনতে থাকুন আপনার প্রিয় কণ্ঠশিল্পীদের সঙ্গীত।
যুগোপযোগী আধুনিক সংস্কৃতি চর্চা এবং বর্তমান প্রজন্মের জন্য সুস্থ্যধারার সাংস্কৃতিক অঙ্গন গড়ে তোলার লক্ষ্যে ২০১২ সালের ১২ নভেম্বর সঙ্গীত, নৃত্য, অভিনয়, উপস্থাপনা, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি, ফ্যাশন-মডেলিং ও বাঁশি, তবলা, গিটার, অক্টোপ্যাড, কি-বোর্ড ইত্যাদি বাদ্যযন্ত্র প্রশিক্ষণ সহ ১১টি বিষয় নিয়ে বিমূর্ত কালচারাল একাডেমি-র পথচলা শুরু হয়। বাঙালি জাতির মূল সংস্কৃতির ধারাকে অক্ষুণ্ন রেখে সমাজের প্রতিটি স্তরে প্রগতিশীল সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানই আামাদের লক্ষ্য ।
বিমূর্ত ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে বলিষ্ঠ পদচিহ্ন রাখতে সক্ষম হয়েছে। রাজশাহী বিভাগের সকল জেলা-উপজেলাসহ দেশব্যাপী সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও এনজিও কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক উৎসব, লোক উৎসব এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বিমূর্ত এক স্বতন্ত্র স্বকীয়তা বজায় রেখেছে ।
বাংলাদেশের টিভি চ্যানেল- চ্যানেল আই, এটিএন বাংলা, এনটিভি, মাইটিভিসহ অন্যান্য টিভি চ্যানেল ও রেডিওতে বিমূর্তর শিক্ষার্থীরা নিয়মিত পারফর্ম করে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনকে আলোকিত করছে ।
আপনাদের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ নিয়ে রাজশাহী তথা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করে তোলার প্রত্যাশা রাখি ।
Monday | 10:00 - 20:00 |
Tuesday | 10:00 - 20:00 |
Wednesday | 10:00 - 20:00 |
Thursday | 10:00 - 20:00 |
Friday | 10:00 - 20:00 |
Saturday | 10:00 - 20:00 |
Sunday | 10:00 - 20:00 |
Seroil Government High School, Rajshahi is a secondary school in the Seroil suburb of Rajshahi, Bang
IEEE RUET Student Branch is one of the dynamic student branches of IEEE BDS under IEEE Region 10. An
One of the best school in this subcontinent since 1898.
This page of Mission Girls' High School is conducted by Ex-students of this school.
http://www.nawdaparamadrasa.ahlehadeethbd.org/ Islamic education centre based on salafi manhaz. http
Welcome students. Keep touch with us.
Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School
Assalamu Alaikum Warahmatullah. Welcome to Rakib's English Care page. Almost all of us have fear and
Ranihati ML High School, Shibganj, Chapainawabganj