Shahid A.H.M Kamaruzzaman Government Degree College

This is the Official Page of
"S K C R"

Operating as usual

09/04/2024

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে কলেজের কর্মসূচি

07/04/2024

নির্বাচনী পরীক্ষা-২০২৪ এ অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 04/04/2024

এইচএসসি ২০২৪ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

02/04/2024

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পর্যায়ের যেসকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুল আছে তাদের আগামীকাল ০৩/০৪/২০২৪ খ্রি. তারিখ বুধবার দুপুর ২.০০ টার মধ্যে কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোঃ আবুল হাসান অনিক অথবা জনাব মোঃ নাজমুল ইসলাম নয়নের নিকট রেজিস্ট্রেশন কার্ডের দুটি ফটোকপি জমা দেওয়ার জন্য বলা হলো।
প্রয়োজনে যোগাযোগ: 01994-122155 (অনিক)
01756-625605 (নয়ন)।

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 28/03/2024

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড বিতরণের কিছু অংশ

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 26/03/2024

ার্চ_২০২৪
"মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪" উদযাপন উপলক্ষ্যে কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

**সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

**সকাল ১০.০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

**সকাল ১০ টা ১৫ মিনিটে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

**সকাল ১০ টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক শান্ত, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোছাম্মৎ লায়লাতুন নাহার ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব হারুন অর রশীদ সিদ্দিকী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির অন্যতম সদস্য জনাব জেসমিন জামিল । আলোচনা সভার শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মকবুল হোসেন। এসময় কলেজের সকল শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

**মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সন্ধ্যা থেকে কলেজে আলোকসজ্জার আয়োজন করা হয়।

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 25/03/2024

আজ ২৫ মার্চ ২০২৪ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে পথচারী ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক শান্ত, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান, উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব এস. এম. সাহাদুজ্জামান, অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব মোঃ জাকারিয়া, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান জনাব বশির আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ বাকী বিল্লাহ্, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ড. মুহাঃ ইউসুফ আলী, কৃষিশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ হুমায়ন কবির, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব হারুন অর রশীদ সিদ্দিকী ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব মহঃ আবুল কালাম আজাদ সহ অন্যান্য সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 25/03/2024

ার্চ_২০২৪
"গণহত্যা দিবস ২০২৪" উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

**বেলা ১১ টা ৩০ মিনিটে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক শান্ত, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোছাম্মৎ লায়লাতুন নাহার, কৃষিশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ হুমায়ন কবির ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব হারুন অর রশীদ সিদ্দিকী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির অন্যতম সদস্য জনাব জেসমিন জামিল । এসময় কলেজের সকল শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

** সন্ধ্যা ৭.০০ টায় অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

24/03/2024

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ও স্বাক্ষর প্রদান সংক্রান্ত জরুরি নোটিশ

24/03/2024

পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে কলেজ ছুটির নোটিশ

24/03/2024

২৬ মার্চ "মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪" উদযাপন উপলক্ষ্যে কলেজের কর্মসূচি

24/03/2024

২৫ মার্চ "গণহত্যা দিবস ২০২৪" যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে কলেজের কর্মসূচি

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 22/03/2024

ার্চ_২০২৪

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা-২০২৪ এর ফলাফল ঘোষণা অনুষ্ঠানের কিছু অংশ-

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন।

এসময় অধ্যক্ষ মহোদয়ের সাথে মঞ্চে উপস্থিত ছিলেন-

*শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক (শান্ত)

*দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা কমিটি (২০২২-২০২৩) এর সম্মানিত আহ্বায়ক জনাব মোঃ মাহবুব খান মুরাদ।

*নির্বাচনি পরীক্ষা কমিটি (২০২২-২০২৩) এর সম্মানিত সদস্য জনাব বশির আহমেদ চৌধুরী।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-

* ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ নাইমুল ইসলাম।

*রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোছাম্মৎ লায়লাতুন নাহার।

*ইংরেজি বিভাগের প্রভাষক জনাব কায়সার নাজ রাকা।

*অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেন শিক্ষক পরিষদের সম্মানিত যুগ্ম-সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান।

***ফলাফল ঘোষণার পরে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

***অনুষ্ঠানের শেষে অধ্যক্ষ মহোদয় ও শিক্ষক পরিষদের সম্পাদককে শুভেচ্ছা উপহার তুলে দেন পরীক্ষা কমিটির আহ্বায়ক জনাব মোঃ মাহবুব খান মুরাদ।

এসময় সকল বিভাগের সম্মানিত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

18/03/2024

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা- ২০২৪ এর ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ

18/03/2024

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ সংক্রান্ত নোটিশ

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 17/03/2024

ার্চ_২০২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

*সকাল ১০.০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

*সকাল ১০ টা ৩০ মিনিটে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন। আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক শান্ত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোছাম্মৎ লায়লাতুন নাহার এবং কৃষিশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ হুমায়ন কবির। আলোচনা সভাটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান। আলোচনা সভার শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মকবুল হোসেন।

14/03/2024

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে কলেজের কর্মসূচি

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 12/03/2024

নিম্নোক্ত নীতিমালা অনুসারে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ১৭/০৩/২০২৪ তারিখের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান এর নিকট নাম জমা প্রদান করার বলা হলো।

11/03/2024

পবিত্র মাহে রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি

10/03/2024

ক্লাস শুরুর নোটিশ

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 07/03/2024

ার্চ_২০২৪
#ঐতিহাসিক_৭ই_মার্চ_দিবস

শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহীতে "ঐতিহাসিক ৭ই মার্চ দিবস" ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

*সকাল ৯ টা ১৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

*সকাল ৯ টা ৩০ মিনিটে ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।

*দুপুর ১.০০ টায় "ঐতিহাসিক ৭ই মার্চ দিবস" এর তাৎপর্য তুলে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন। এসময় তাঁর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক শান্ত ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ হুমায়ন কবির। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির সম্মানিত সদস্য জনাব জেসমিন জামিল।

07/03/2024

২০২২ সালের ডিগ্রি (পাস) ২য় বর্ষের ফরমপূরণের নোটিশ

07/03/2024

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি প্রসঙ্গে

05/03/2024

'ঐতিহাসিক ৭ই মার্চ দিবস' ২০২৪ উদযাপন উপলক্ষে কলেজের কর্মসূচি

02/03/2024

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী ০৩/০৩/২০২৪ থেকে ১০/০৩/২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৪ এর সকল বিষয়ের পরীক্ষা সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠিত হবে। এমতাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সকাল ৯ টা ৩০ মিনিটের মধ্যে আসন বিন্যাস অনুযায়ী পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে বলা হলো।

26/02/2024

ডিগ্রি পাস ও সাটিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা -২০২২এর
ফরম পূরণের সময় সূচী।
যাদের ইনর্কোস পরীক্ষা দেওয়া হয়নি। তারা সকলে ১১/০৩/২০২৪ ও ১২/০৩/২০২৪ তারিখে কলেজে এসে পরীক্ষা সম্পূর্ণ করবে।
আর ১৯/০৩/২০২৪ ও ২০/০৩/২০২৪ তারিখে ফরম পূরণের যাবতীয় কাজ শেষ করবে।
প্রয়োজনে যোগাযোগ করবে..
০১৭১৮-৭৮৭৩২০,

25/02/2024

পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে কলেজ বন্ধের নোটিশ

24/02/2024

একাত্তরে রাজশাহী উপশহর বইটি আগামী প্রকাশনীর স্টলে।

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 21/02/2024

েব্রুয়ারি_২০২৪
শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী-তে "মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস " উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

* সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়।

*সকাল ৭ টা ৪৫ মিনিটে কালোব্যাচ ধারণ করা হয়।

*সকাল ৮.০০ টায় কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন-এর নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে প্রভাত ফেরী বের হয়ে উপশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে নবনির্মিত শহিদ মিনারে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় কলেজের সম্মানিত শিক্ষক- কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

*সেই সাথে উপশহরে অবস্থিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামজিক- সাংস্কৃতিক সংগঠনসমূহের শিক্ষক,শিক্ষার্থী ও সদস্যরা কলেজ ক্যাম্পাসের নবনির্মিত শহিদ মিনারে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে।

*সকাল ৯.০০ টায় পুরাতন ভবন-২০১ নম্বর কক্ষে "মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" এর তাৎপর্যকে তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন। এসময় তাঁর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক শান্ত। আলোচনা সভাটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান। আলোচনা সভার শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ড. মোহাঃ ইউসুফ আলী।

Photos from Shahid A.H.M Kamaruzzaman Government Degree College's post 18/02/2024

শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী-এর কৃতি শিক্ষার্থী “মিসবাহুল ইসলাম”।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৮ম স্থান অধিকার করায় কলেজের বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী মিসবাহুল ইসলাম-কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক শান্ত, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Upashar
Rajshahi
06202
Other Colleges & Universities in Rajshahi (show all)
Dept. of Genetic Engineering & Biotechnology; University of Rajshahi. Dept. of Genetic Engineering & Biotechnology; University of Rajshahi.
3rd Floor, 3rd Science Building, University Of Rajshahi
Rajshahi, 6205

Natural species are the library from which genetic engineers can work.

Dept. of Applied Physics and Electroic Engineering (Rajshahi University) Dept. of Applied Physics and Electroic Engineering (Rajshahi University)
Dept. Of Applied Physics Ad Electronic Engineering; Uiversity Of Rajshahi
Rajshahi, 6205

2001 Series RUET 2001 Series RUET
RUET
Rajshahi

A bridge of all 2001 series (batch) students from RUET

আল মারকাযুল ইসলামী আস সালাফী  • Al-Markazul Islami As-salafi • আল মারকাযুল ইসলামী আস সালাফী • Al-Markazul Islami As-salafi •
Nawdapara, Sapura
Rajshahi, 6203

http://www.nawdaparamadrasa.ahlehadeethbd.org/ Islamic education centre based on salafi manhaz. http://en.wikipedia.org/wiki/Al-Markazul_Islami_As-Salafi

𝙰𝚣𝚒𝚣𝚞𝚕 𝙷𝚊𝚚𝚞𝚎 𝙰𝚣𝚒𝚣 𝙰𝚣𝚒𝚣𝚞𝚕 𝙷𝚊𝚚𝚞𝚎 𝙰𝚣𝚒𝚣
Rajshahi

Assalamu Alikum sobai amar pege ta follow koren

Md.Matiur Rahman Md.Matiur Rahman
Rajshahi

Works at a Teacher (Math, English and Gk)

Rajshahi University Students Association of Narayanganj - RUSAN Rajshahi University Students Association of Narayanganj - RUSAN
Rajshahi University
Rajshahi

RUSAN is a volunteer organization based on the students of Narayanganj in Rajshahi University.

Sima khatun Sima khatun
Rajshahi

Md Ratul Hasan Md Ratul Hasan
Katakhali
Rajshahi

Department of Law & Human Rights, Varendra University Department of Law & Human Rights, Varendra University
Rajshahi Bypass Road (Khorkhori), Chandrima, Paba
Rajshahi, 6000

The Department of Law and Human Rights aims to provide comprehensive education in law as an academic

Mst.M R G pro Mst.M R G pro
পঞ্চগড়
Rajshahi, MRMASUDRANA00001

Kn cghgg