আপনি যত ভালো কাজই করুন না কেন,,,, লোকের সমালোচনা থেকে কখনোই মুক্ত হতে পারবেন না।
Rajshahi Polytechnic Institute,Rajshahi
Nearby schools & colleges
Dhaka Bangladesh, Joypur
Rangpur, Durgapur
Kazihata
6100
ইন্টার প্লাস কোচিং ভবন - হেতেম
59/7 Shalbagan, Sopura
Alupotti, Rajshahi
6000
Dhaka
১৮৫, দাশপুকুর মোড়, সিটি বাইপাস
Baya Bazaar Paba Upazila Rajshahi Bangladesh
Katakhali
It's Rajshahi Govt. Polytechnic Institute.Official Page. Rajshahi,Bangladesh.
Operating as usual
“ যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না ”
------ ফিলিপ ম্যাসিঞ্জার
আমি এ কথা বলব না যে আমার জীবন অন্য কারো জন্য রোল মডেল হতে পারে। কিন্তু আমার নিয়তি যেভাবে গড়ে উঠেছে তাতে গরিব শিশুরা হয়তো বা একটু সান্ত্বনা পেতে পারে।
-এ পি জে আবদুল কালাম
আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সঃ) এর একটি ঘটনাঃ
মক্কা দখলের জন্য মুসলিমদের এক বিশাল বাহিনী মক্কার দিকে অগ্রসর হচ্ছে। এই খবর মক্কাতে পৌছানর পরপরই মক্কার কাফেরদের ভিতর আতংক ছড়িয়ে পড়ল।
তারা খুবই ই শঙ্কিত। কারন এই কাফেরেরা মুসলিমদের উপর অনেক অত্যাচার করেছে। মুসলিমদেরকে কে হত্য করেছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে।
আজ সেই কাফের-মুশরিকদের অনেকেই ভয়ে মক্কা ছেড়ে অন্য এলাকায় চলে যাবার জন্য রওনা দিয়েছে। মক্কার কাফের- মুশরিকরা বড়ই অসহায়, কারন তাদের এমন কোন ক্ষমতা নেই যে, মুসলিমদের কে প্রতিহত করবে।
কাফেরদের মধ্যে এক বুড়ি মক্কা থেকে পালিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য। কিন্তু বুড়ি তার জিনিস পত্রে ভরা বস্তাটা নিয়ে ঠিকমত চলতে পারছে না। এসময় একজন ব্যাক্তি এগিয়ে এলেন তাকে সাহায্য করার জন্য। ব্যাক্তিটি বুড়ির বস্তাটি নিজ কাধে তুলে নিলেন। এবং বুড়ির সাথে সাথে তার গন্তব্য পর্যন্ত গেলেন। বুড়ি খুব খুশি হলেন।
বুড়ি তাকে জিজ্ঞাসা করলেন। বাবা তোমার বাড়ি কোথায়?
ব্যাক্তি বললেন মক্কায়।
বুড়ি: এখন কোথায় যাবে?
ব্যাক্তি বললেন মক্কায়।
বুড়ি তাকে বললেন সর্বনাশ! তুমি মক্কাতে যেওনা।
মক্কাকে আবদুল্লার পুত্র মোহাম্মদ(স:) দখল করতে আসছে। আমি শুনেছি সে খুব খারাপ লোক। সে মক্কার সব মানুষকে হত্য করবে। সে তোমাকেও হত্যা করবে। তার হাত হতে বাচার জন্যই-ত আমরা পালিয়ে এসেছি।
তবে তুমি খুব ভাল মানুষ। তোমরা মত ভাল লোক এখন আর দেখা যায় না। আমার অনেক বড় উপকার করলে তুমি।
বাবা তোমার নামটা কি? ব্যাক্তি বললেন মোহাম্মদ । বুড়ি অবাক হয়ে গেলেন। তুমি কি আবদুল্লহর পুত্র মোহ্ম্মদ(স:)?
ব্যাক্তি উত্তর দিলেন হ্যা।
বুড়ি বললেন, আমি যা শুনেছিলাম তুমি ত মোটেই তেমন নও।
বুড়ি রাসুল(স:) আচরনে মুগ্ধ হয়ে তখনি ইসলাম গ্রহন করলেন।
(রাসুল (সঃ) এর জীবনের এই ঘটনাটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল)
মানুষের চরিত্র হলো একটি দোকান। মুখ হচ্ছে তালা। তালা খুললেই বুঝা যাবে এটা কি স্বর্নের দোকান নাকি কয়লার দোকান।
.
.
.
.
হযরত আলী (রাঃ)
☞ কখনো গরিবের সামনে টাকা নিয়ে কথা বলবে না,
..
..
☞ কখনো অসুস্থ মানুষের সামনে স্বাস্থ্যনিয়ে কথা বলবে না,
..
..
☞ কখনো ক্ষুধার্তর সামনে খাবার নিয়ে কথা বলবে না,
..
..
☞ কখনো কোন দুর্বল মানুষের সামনে ক্ষমতার কথা বলবে না,
..
..
☞ কখনো কোন এতিমের সামনে পরিবার নিয়ে কথা বলবে না,
..
..
☞ এতে তাদের দুঃখ আরও গাঢ় হয়ে পড়ে এবং তারা আরও দুঃখী হয়ে পড়ে।
যদি কাঁদতে চাও, তবে নামাজ পড়ে
আল্লাহর দরবারে কাঁদ, কারণ তোমার
চোখের পানির মূল্য কেউ না দিলেও,
আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর
অনেক মূল্য দেবেন
আল্লাহ তোমাদের বোঝা লঘু করতে
চান যেহেতু মানুষ দুর্বল (রূপে) সৃষ্ট
হয়েছে
[সূরা আন-নিসাঃ ২৮ ]
“যে ব্যক্তি রোগী ব্যক্তিকে
দেখতে গেল, সে আল্লাহর রহমতের
সাগরে সাঁতার কাটতে লাগল।”
—বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
উসমান ইবনে আফফান রা. থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি খুব
ভালোভাবে ও সুন্দরভাবে উযূ করে, তার শরীর
থেকে সমস্ত গুনাহ বের হয়ে যায়, এমনকি তার
নখের নিচ থেকেও গুনাহ বের হয়ে যায়।
[সহীহ মুসলিম]
আগামীকালের ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং এবং
ডিপ্লোমা ইন টোক্সটাইল ইন্জিনিয়ারিং এর
সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনিবার্য কারণ
বসত স্হগিত করা হয়েছে৷
আচ্ছা আজ থেকে আমি যদি আমার
যে মুখ
দিয়ে তোমাকে ভালবাসি বলতাম
সে মুখ দিয়ে সিগারেটের
ধোয়া উড়ায় তাহলে কি তুমি খুব
বেশি কষ্ট পাবে ??
.
আচ্ছা আজ থেকে আমি যদি নির্ঘুম রাত
কাটায় তাহলে কি তুমি বেশি রাগ
করবে ? আমাকে খুব
বেশি বকা দিবে ??? কিন্তু আমার জন্য
কেন কষ্ট পাবে !! কেন বকা দিবে ??!!
.
আমি তো তোমার কেউ
না তুমি তো আমাকে শুন্য করে অন্য
কাউকে নিয়ে সুখেই থাকবে কিন্তু
আমি কি নিয়ে থাকব বলো ? আমার
তো একজন সঙ্গী লাগবে কিন্তু
আমি তো তোমাকে কথা দিয়েছিলাম
তোমাকে ছাড়া আর অন্য কোন
মেয়েকে এই
হ্নদয়ে জায়গা দিবো না আমি আমার
কথা রাখবো আর তাই আমার
সঙ্গী হিসাবে অন্য কোন মেয়ে না এই
নির্ঘুম রাত , আকাশের তারা আর এই
ধোয়া ওড়ানো ই হবে আমার সঙ্গী ।
ভালো থেক তুমি ভাল থাকুক আমার
ভালবাসা...
জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম কিন্তু
এখন আমার সব কিছুতেই হাসি পায়।
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম
এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।
- নির্মলেন্দু গুন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ,
“যাকে এ কথা আনন্দ দেয় যে, আল্লাহ তাকে কিয়ামতের দিনের অস্থিরতা ও বিপদ থেকে নিষ্কৃতি দেবেন, তাহলে সে যেন পরিশোধে অসমর্থ ঋণগ্রহীতা ব্যক্তিকে অবকাশ দান করে অথবা তার ঋণ মওকুফ করে দেয়।”
(মুসলিম)
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন দুনিয়া তারই ঘর,
যার কোন ঘর নেই।
দুনিয়া তারই মাল, যার কোন মাল নেই।
এবং দুনিয়া শুধু ঐ ব্যক্তিই সংরহ করে
থাকে যার কোন বিবেক নেই।
(মুসনাদে -ই-আহামেদ)
(সুত্র তফসিরে ইবনে কাসির প্রথম খন্ডের ৫৮৬ পৃষ্ঠা)
তিন যুবকের কাছে ধর্ষিত হলেন সুন্দরী এক জেলের মেয়ে !... , , , , , , , ,, , , , , ফলতু একটা হেডিং দেখে পড়ার আগ্রহ নিয়ে ঠিকই Continue Reading এ ক্লিক করলেন । কিন্তু শুরু টা যদি হতো:- (ইকরা বিসমি রাব্বিকাল্লাযি খালাক) পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন । তাহলে এটা পড়ার আগ্রহ খুব কম লোকেরই হতো, যাই হোক... আমার প্রতি বিরক্ত না হয়ে আসেন আমরা আল্লাহ্'র কাছে ক্ষমা চাই, পাঁচ ওয়াখত নামাজ পড়ার চেষ্টা করি, আর দোয়া করি যেন তিনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন । ভালো একটা মন্তব্য করতে না পারেন অন্তত বাজে কমেন্টে করবেন না । পারলে 'আমিন' বলে দোয়ায় শরিক হয়ে যান ।
Location
Category
Telephone
Website
Address
Shalbagan,Rajshahi
Rajshahi
6203
Sagorpara, Ghoramara
Rajshahi, 6100
One of the best school in this subcontinent since 1898.
Jamalpur, Padma Abashik, Boalia, Rajshahi
Rajshahi, 6000,6100, 6203
জামিয়া ক্বওমিয়া মহিলা মাদ্রাসা রাজশাহী
Padma Residential Area, House No : 156, Holding No : 83 , Road No : 05 , Post C
Rajshahi, 6000
Located in Rajshahi, Bangladesh, this school provides an opportunity for Bengalis to learn Western musical staff notation.Anyone interested in learning piano,guitar,violin basic course with staff notation contact us.
Uposhahar, Cantontment Road, Rajshahi
Rajshahi, 6205
This is a Hifz Madrasah. We have Nurani, Nazera, Hifz Group. Besides Hifz We have General Division from class Play to Eight.
Paba,Rajshahi
Rajshahi, GPO-6000
Welcome To Bosua Junior High School
Rajshahi, 6203
Here offers many kind of video tutorial, online courses about IT like Web programming, POP, OOP, Content management system etc. And provides many kind of resources for learning purposes