Education Care Unit

Education Care Unit

Comments

#জনক
১. জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
২. প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
৩. রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ জাবির ইবনে হাইয়ান
৪. পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ আইজ্যাক নিউটন
৫. সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ অগাস্ট কোঁৎ
৬. হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ লুকাপ্যসিওলি
৭. চিকিৎসা বিজ্ঞানের জনক?
উত্তরঃ ইবনে সিনা
৮. দর্শন শাস্ত্রের জনক কে?
উওরঃ সক্রেটিস
৯. ইতিহাসের জনক কে?
উত্তরঃ হেরোডোটাস্
১০. ভূগোলের জনক কে?
উত্তরঃ ইরাটস থেনিস
১১. রাষ্টবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
১২. অর্থনীতির জনক কে?
উত্তরঃ এডাম স্মিথ
১৩. অংকের জনক কে?
উওরঃ আর্কিমিডিস
১৪. বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ থ্যালিস
১৫. মেডিসিনের জনক কে?
উত্তরঃ হিপোক্রটিস
১৬. জ্যামিতির জনক কে?
উত্তরঃ ইউক্লিড
১৭. বীজগনিতের জনক কে?
উত্তরঃ আল-খাওয়াজমী
১৮. জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ লুই পাস্তুর
১৯. বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ চার্লস ডারউইন
২০. সনেটের জনক কে?
উত্তরঃ পেত্রাক
২১. সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ হার্বাট স্পেন্সর
২২. বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ গ্রেডার জোহান মেনডেল
২৩. শ্রেণিকরন বিদ্যার জনক কে?
উত্তরঃ কারোলাস লিনিয়াস
২৪. শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ উইলিয়াম হার্ভে
২৫. ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ আইজ্যাক নিউটন
২৬. বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
২৭. বাংলা কবিতার জনক কে?
উওরঃ মাইকেল মধুসুদন দত্ত
২৮. বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৯. বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ দীন বন্ধু মিত্র
৩০. বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত
৩১. ইংরেজি কবিতার জনক কে?
উত্তরঃ খিউ ফ্রে চসার
৩২. মনোবিজ্ঞানের জনক কে?
উওরঃ উইলহেম উন্ড
৩৩. বাংলা মুক্তক ছন্দের জনক কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৩৪. বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ হীরা লাল সেন
৩৫. বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬.আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ জন ডাল্টন
৩৭. আধুনিক গনতন্ত্রের জনক কে?
উত্তরঃ জন লক
৩৮. আধুনিক অর্থনীতির জনক কে?
উওরঃ পল স্যমুয়েলসন।
৩৯. আধুনিক বিজ্ঞানের জননী?
উওরঃ রজার বেকন।
৪০. ইংরেজি নাটকের জনক কে?
উত্তরঃ শেক্সপিয়র।
৪১. ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ ভিন্টন জি কার্ফ
৪২. Www এর জনক কে?
উওরঃ টিম বার্নাস লি।
৪৩. ই- মেইল এর জনক কে?
উত্তরঃ রে টমলি সন।
৪৪. ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ।
৪৫. কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যবেজ।
৪৬. কম্পিউটারের মাউসের জনক কে?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট
৪৭. মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ মার্টিন কুপার।
৪৮. গুগলের জনক কে?
উত্তরঃ সার্জেই বিন ও লেরি পেইজ।
৪৯. ফেসবুকের জনক কে?
উত্তরঃ মার্ক জুকারবার্গ।
৫০. টুইটারের জনক কে?
উত্তরঃ জ্যাক ডোরসেই, বিজ স্টোর্ন।
আজকের প্রশ্ন:-
এমন কোন ৩টা সংখ্যা বলতে হবে যেন,৩টার যোগফল ১২ হয়।
শর্ত হলো ৩টা সংখ্যাই বিজোড় হতে হবে।

a_man_prefect
sub:
raph_by_1_paragraph
|
Name of paragraph
1.Traffic jam
2.Rod accident
3.Load shedding
4.climate change
5.copying in examination
6. Violence in campus
7. Terrorism in the
campus
8.Terrorism
9. Deforestation
10. Environment
pollution
|
11. Greenhouse effects
12. Dangers of smoking
13. Air pollution
14. Water pollution
15. Arsenic pollution
|
16. Sound pollution
17. Political instability
18. Corruption
19. Drug addiction
20. Hartal
|
21.dowry system
22. Street children
23. Street beggar
24. Child labour in
Bangladesh
25. AIDS: A fatal
deasease
|
26.Anarchy
27.Illiteracy
28. Cancer
|
|
_____(Name of the
paragraph) occurred by
human causes is a
burning issue in the
third world countries
like Bangladesh. It is
very dangerous and
harmful thing for our
life. It is a shameful and
a disgraceful matter for
our nation. We cannot
lead a normal life for
this difficulty. Almost
everyday we find and
hear the news and
views about it on the
daily newspapers,
internet, radio and
television. Everybody
knows that it is one of
the major issues. The
causes of this are the
negligence and
carelessness of some
senseless and
imprudent people.
Goverment should
address the problem
shortly to build up a
better nation and a
better future for its
citizens, and also to
build up a better world
for living. In the
developed countries,
this kind of problem is
very rare and unusual.
Bat in the developing
countries like
Bangladesh, the effect
of this problem is acute
and we are not
conscious and aware of
taking proper steps and
measures to remove it
from our country. The
damaging impact of it is
unlimited. We should
realize that it spoils and
crushes the peace and
happiness of our life
and demolishes the
normal ways of our
livelihood. Government
cannot solve the
problem alone. People
should help the
government to tackle
this critical issue in no
time. This drawback of
our country should be
wiped out as soon as
possible to lead our
nation in a right way as
well as to achieve our
goals of 2021.
Gd!
১. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5,
T=20, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্হানগত
সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80
২. ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো
করে পড়লে একই হবে।
৩. “a quick brown fox jumps over the lazy dog”
বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
৪. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
৫. "Education” ও “Favourite” শব্দে সবগুলো
vowel আছে।
৬. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো
vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel
গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
৭. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ
পরে u আছে।
৮. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি
vowel একসঙ্গে আছে।
৯. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে
দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
১০. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার
মধ্যে vowel নাই।
১১. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি
vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
১২. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A
(একটি) ও I (আমি) ।
১৩. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
১৪. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ
Assassination মনে রাখার সহজ উপায়হল গাধা-
গাধা-আমি-জাতি।
১৫. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট
বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-
তুমি-দশ-পিপড়া।
১৬. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত
কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত
হয়।
১৭. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel
আছে। মজার ব্যাপার হলশব্দের vowel গুলো
উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
১৮. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি
শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি
নাই।
১৯. "study, hijack, nope, deft” শব্দগুলোর প্রথম ৩
টি অক্ষর ক্রমানুসারে আছে।
২০. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের
এক অক্ষর পর পর vowel আছে।
২১. Mozambique এমন একটি দেশের নাম যাতে
সবগুলো vowel আছে।
২২. IA1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও
সংখ্যা আছে।
^^Senior ভাই-বো‌নেরা Comment কর‌বেন please^^

আ‌মি আগামী ২০১৭ AD সা‌লে DU তে 'খ' ইউ‌নিট‌ে English নি‌য়ে study কর‌তে চাই।
SSC= GPA 4.69
HSC= (next year)

*** এখন থে‌কে কিভা‌বে preparation নি‌তে পা‌রি kindly instruction দিলে খুব ভাল হত।

(Especially who r studying this department in any institute)

Thanks for read.....
1) * Google : প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998.
2) * Facebook : প্রতিষ্ঠিত হয় Feb 4,2004.
3) * YouTube : প্রতিষ্ঠিত হয় Feb 14, 2005.
4) * Yahoo! : প্রতিষ্ঠিত হয় March 1994.
5) * Baidu : প্রতিষ্ঠিত হয় Jan 1, 2000.
6) * Wikipedia : প্রতিষ্ঠিত হয় Jan 15, 2001.
7) * Windows Live : প্রতিষ্ঠিত হয় Nov 1, 2005.
8) * Amazon : প্রতিষ্ঠিত হয় 1994.
9) * Tencent QQ : প্রতিষ্ঠিত হয় February 1999.
10) * Twitter : প্রতিষ্ঠিত হয় March 21, 2006.
জেনে রাখুন, কাজে দিবে
পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া মধ্যবিত্ব, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তদের জন্য আমদের এই প্রয়াস। বই কিনতে আর বেশি টাকার দরকার হবে না । এসে গেছে ওল্ড বুক-বি। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও যারা জব খুঁজছেন, এমন ছেলে মেয়েরা খুব অল্প মূল্যে ওল্ড বুক-বি থেকে পুরাতন বই কিনতে পারবেন। এতে আপনাদের মূল্যবান সময়ও নষ্ট হবে না। ওল্ড বুক-বি থেকে প্রাপ্ত টাকা খরচ হবে গরীব ছেলেমেয়েদের লেখাপড়ার কাজে। ওল্ড বুক বি টিম আপনাদের ক্যারিয়ার সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিবে বিনামূল্যে। আর একদম ফ্রি সার্ভিস হিসাবে ওল্ড বুক বি আপনার ক্যরিয়ার স্পেশালিষ্ট হিসাবে কাজ করবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার. ব্যাংকার, আইনজীবী, ব্যাসায়ী-- যে প্রফেশনেই যেতে চান না কেন ওল্ড বুক বি টিম আপনার ক্যারিয়ার সম্পর্কিত যে কোন প্রশ্নের উত্তর দিতে সদা প্রস্তুত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট ভাল করার সব কৌশল ওল্ড বুক বি দিবে আপনাদের। ওল্ড বুক বি টিম বিশ্বাস করে জ্ঞান অমূল্য ।তাই আপনার সাধ আর সাধ্যের সমন্বয়েই আমাদের টিমের সফলতা। আর মনে রাখবেন আপনার কেনা বই এর টাকায় আরো একজন গরীব ছেলে- মেয়ে কলম, খাতা ও বই কিনতে পারবে।

https://www.facebook.com/old.book.bee/
Everyone requests to join our new group-"BBA and EMBA-DU Tips and Guideline" for all kinds of information regarding admission test and preparation. You get some demo of sheets.
Group link: https://www.facebook.com/groups/663410517135237/
ভাইয়ারা & আপুরা need your help.

"Bangla 2 English"... ei type er booi shomporke karo jodi jana thake, bolle onek onek upokrito hotam. (Only For Practise)

EXAMPLE : অত্যন্ত দুঃখজনক বিষয় যে, আমরা নিয়মিত পড়া লেখা না করে জব পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি।
It is so sorrowful matter that, We look forward to getting a job without reading regularly / incessantly

যদ্দরুন, যখন কাঙ্খিত চাকরিটি হাত ছাড়া হয়ে যায় তখন আমরা ভাগ্যকে দোষারোপ করা শুরু করি। হ্যা, ভাগ্যকে আমরা অবশ্যই বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে, অদম্য প্রচেষ্টার মাধ্যমে ভাগ্যকেও পরিবর্তন করা যায়।
As a result, we blame our fate when we miss the expected job. Yes, of course we believe in fate and we also believe that, even luck can be changed by our indomitable effort.

আল্লাহ তায়ালা বান্দার প্রচেষ্টার ফলাফল বিন্দু পরিমাণ ও কম দেন না।
ALLAH STW doesn't give reward less of his creation than thier effort.

আপনি যতটুকু পরিশ্রম করেছেন তার থেকে হয়তো অন্যজন আরোও বেশী পরিশ্রম করেছেন।
Perhaps, the others have worked more than you have committed the work.

এখন আপনিই বলুন বিধাতা কাকে দিবে আপনাকে না তাকে?
Now the judgement goes to you, whom shall ALLAH give the reward either you or him/her?

লক্ষণীয় বিষয় যে সৃষ্টিকর্তার কাছে কোন পক্ষপাতিত্ব নেই।
The notable thing is that, there is no partiality of creator

আপনি কি কখনোও ভেবে দেখেছেন আপনাকে নিয়ে আপনার মা - বাবা কতটুকু স্বপ্ন দেখেছেন।
Have you ever thought how much dreams have seen your parents about you?

আপনি যখন অনার্সে পড়া শুরু করেন তখন আপনার মা - বাবা তাদের বন্ধু - বান্ধবদেরকে কতই না গর্ব করে বলতেন আমার ছেলে/মেয়ে অনার্স শেষ করে একটা ভালো চাকরি পাবে, আপনি কিভাবে বাবা - মায়ের এ আশাটিকে ভেঙ্গে দিবেন।
Parents discuss having proud with their friends and would like to say my issues will have a good job while you just enter into an honours class.

শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, একজন মা তার সন্তানকে প্রায় আড়াইমন দুধ পান করে থাকেন।
According to paediatricians, a mother feeds approximately 2.5 mounds milk to her child.
বুকে হাত দিয়ে অনেকেই হয়তো বলতে পারবেন না যে, শিশুকালের পর থেকে আপনি আড়াই মন দুধ কিনে পান করেছেন।
Many of you may not have positive statement by swearing by putting hand on chest that, you have drink 2.5 mounds of milk with cost of money after the end of your childhood.
এখন আপনিই সিদ্ধান্ত নেন আপনার সেই মায়ের মুখে হাসি ফোটাতে জব দরকার আছে কি না?

Now it is you who take decision, whether it is need or not need to get job to float smile on your Mather's face?

বসে পড়ুন পড়ার টেবিলে, কান কথাকে এড়িয়ে চলুন।
Sit on the study table. Avoid the hearsay.

collected

একটি শিক্ষামূলক পেজ |

Operating as usual

12/10/2022

& Dare৷ প্রসঙ্গ।

এদেরকে বলা হয়- Semi modal Auxiliary verb. এরা Auxiliary এবং Principal verb উভয়ই বলা যায়। পরীক্ষায় যদি আসে - need & dare কোন ধরনের Verb- সেক্ষেত্রে অবশ্যই উত্তর করবেন- Semi modal Auxiliary Verb.

এই verb গুলো পরে যদি আরো একটি Verb এর Base Form থাকে সেক্ষেত্রে এরা হবে modal Auxiliary Verb. যেমন

I need not go there- এই বাক্যে need হলো- Modal Auxiliary Verb.

কিন্তু এদের পরে যদি Infinitive বসে সেক্ষেত্রে এরা হবে Principal Verb.

বাংলা সিনেমার কমন নায়িকার ডায়লগ - How dare to touch me. এখানে dare হলো - Principal Verb

He needs to sell his flat- এই বাক্যে need হলো - Principal Verb.

এবার পত্রিকার দিকে তাকান- দেখুন need এর পরে Infinitive তথা- to address আছে।
সুতরাং এই বাক্যে need হলো -Principal Verb.

আপনার গ্রামারের বেসিক ভালো হলে -
ফ্রি হ্যান্ড রাইটিং বা অনুবাদ দুইটাই সুন্দর হবে- ইনশাআল্লাহ। 🥰✅

প্রশ্ন হলো- Woes এর আগে থাকা তিনটি শব্দ আলাদা ভাবে কোন Parts of Speech.

লিখাঃ শাকিলুজ্জামান ভাই

28/09/2022

বেশ কিছু Word এর Pronunciation দেওয়া হলো -
apace (আপেইস) space (স্পেইস) spate (স্পেইট)
race (রেইস) racial (রেইশল-জাতিগত)
face (ফেইস) facial (ফেইশল)
fate (ফেইট) gate (গেইট) hate (হেইট) late (লেইট)
mate (মেইট) make (মেইক) made (মেইড)
sate (সেইট) rate (রেইট) cate (খেইট)
cable (খেইবল) table (ঠেইবল) label (লেইবল)
cake (খেইক) bake (বেইক)
brake (ব্রেইক) make (মেইক) sake (সেইক) take (ঠেইক)
fake (ফেইক) lake (লেইক) rake (রেইক)
pale (পেইল) bale (বেইল) sale (সেইল) tale (ঠেইল)
male (মেইল) female (ফিমেইল) gale (গেইল- তীব্র ঝড়)
kale (খেইল)
radius (রেইডিয়াস) radii (রেইডিআই)
data (ডেইঠা) nadir (নেইডিআর-সর্বনিম্ন বিন্দু)
taste (ঠেইস্ট) tasty (ঠেইস্টি) lazy (লেইজি)
chaste (চেইস্ট) paste (ফেইস্ট)
status (স্টেইটাস) stake (স্টেইক)
station (স্টেইশন) stationary (স্টেই-শনারি)
straight (স্ট্রেইট) strain (স্ট্রেইন)
strange (স্ট্রেইঞ্জ) strangely (স্ট্রেইঞ্জলি)
stranger (স্ট্রেইনজার)
state (স্টেইট), stately (স্টেইটলি)
phrase (ফ্রেইজ)
plane (প্লেইন)
range (রেইঞ্জ) hatred (হেইট্রিড) sacred (সেইকরিড)
patient (ফেইশন্ট) patiently (ফেইশন্টলি)
patience (ফেইশন্স)
basic (বেইসিক-মৌলিক) base (বেইস-মূল, ভিত্তি) based (বেইস্ট--ভিত্তিক)
basically (বেইসিকলি-মূলত) basis (বেইসিস)
inspiration (ইন্সপিরেইশন--অনুপ্রেরণা)
inspirational (ইন্সপিরেইশনাল-অনুপ্রেরণামূলক)
invitation (ইনভিটেইশন-দাওয়াত)
installation (ইন্সটলেইশন)
motivate (মটিভেইট) motivation (মটিভেইশন)
motivational (মোটিভেইশনাল)
radial (রেইডিয়াল) radially (রেইডিয়ালি)
radiate (রেইডিয়েইট) radiation (রেইডিয়েইশন)
radiant (রেইডিয়েন্ট) radiance (রেইডিয়ান্স)
radian (রেইডিয়ান) radon (রেইডান)
radium (রেইডিয়াম) radiology (রেইডিওলজি)
radiometric (রেইডিওঊমেট্রিক)
radiometrically (রেইডিওমেট্রিকলি)
ratio (রেইশিওউ-অনুপাত)
rave (রেইভ) raven (রেইভন)
raze (রেইজ) glaze (গ্লেইজ) maze (মেইজ)
cable (খেইবল) fable (ফেইবল) sable (সেইবল)
maple (মেইপল)
came (খেইম) dame (ডেইম) game (গেইম)
frame (ফ্রেইম)
fame (ফেইম) famous (ফেইমাস)
lame (লেইম) tame (ঠেইম) name (নেইম)
same (সেইম) shame (শেইম)
safe (সেইফ) shape (শেইফ) shade (শেইড)
babe (বেইব) r**e (রেইপ) cape (খেইপ) tape (ঠেইপ)
gape (গেইপ)
paper (ফেইপার) lady (লেইডি) baby (বেইবি)
danger (ডেইনজার) dangerous (ডেইনজারাস)
------------------------------
[Collected and edited]

19/09/2022

54 টি প্রয়োজনীয় শাক সবজির ইংরেজী নাম:
শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।

15/09/2022

try → (ট্রাই) = চেষ্টাকরা।
I will try. → (আই উইল ট্রাই) = আমি চেষ্টা করবো।
I will try to come. → (আই উইল ট্রাই টু কাম) = আমি আসার চেষ্টা করবো।
Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা
Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর করো।
Confide → (কনফাইড) = ভরসা রাখা/ বিশ্বাস করা
Confide in me. → (কনফাইড ইন মি) = আমার উপর ভরসা রাখ।
fussy → (ফুজি) = উতলা
Don't be so fussy. → (ডন'ট বি সো ফুজি) = এত উতলা হয়ো না।
Convey → (কনভে) = বহন করা / জ্ঞাত করা
Convey my words to him. → (কনভে মাই ওয়ার্ডস টু হিম) = আমার কথাটা তাকে বলো ।
Let him say. → (লেট হিম ছে) = তাকে বলতে দাও।
You will move and die. → (ইউ উইল মুভ এ্যান্ড ডাই) = নড়ছে কি মরেছ।
fishy → (ফিশি) = সন্দেহ
Don't be so fishy. → (ডন'ট বি সো ফিশি) = এত সন্দেহ করো না ।
dab → (ড্যাব) = ঘষা / মৃদু টোকা
I don't dab. → (আই ডন'ট ড্যাব) = ঘষা দিও না।
Have your say? → (হেভ ইয়োর ছে?) = তোমার কি বলার আছে?
Get a good phone for me. → (গেট এ গুড ফোন ফর মি) = আমার জন্য একটা ভালো ফোন কিনো।
something → (সামথিং) = কিছু
quiet → (কুয়াইট) = চুপ করে থাকা
Say something, don't be quiet. → (ছে সামথিং, ডন'ট বি কুয়াইট) = কিছু বল, চুপ করে থেকো না।
I have nothing to say. → (আই হেভ নাথিং টু ছে) = আমার কিছু বলার নেই।
------------------------------
[Collected and edited]

Photos from Education Care Unit's post 30/08/2022

🔘 Parts of Speech এর উপর অসাধারণ একটি নোট।
🔘 সংগ্রহে রাখতে পারেন।

19/08/2022

Get started ( = begin, শুরু করা)
মনে রাখুন, get started এর পরে object বসে না।
Come on. Let's get started, we've wasted enough time already. (জলদি কর, চল কাজ শুরু করা যাক, আমরা ইতোমধ্যে যথেষ্ট সময় অপচয় করেছি)
It's nearly ten o'clock. Let's get started.
(এখন প্রায় ১০ টা বাজে। চল শুরু করা যাক)
We couldn’t wait to get started on the next job.
(পরের কাজটি শুরু করতে আমরা অপেক্ষা করতে পারিনি)
When can we get started?
(আমরা কখন শুরু করতে পারি)

Get doing/going/moving (begin to do, শুরু করা)
Let's get going/moving.
(চল যাওয়া যাক)
We had better get moving/going or we'll be late.
(আমাদের এখন যাওয়া শুরু করা উচিত অথবা আমাদের দেরি হয়ে যাবে)
We need to get going soon.
(শীঘ্রই আমাদের যাওয়া শুরু করা দরকার)
It's late. I must get going.
(দেরি হয়ে গেছে। আমার অবশ্যই যাওয়া শুরু করা উচিত)
I got talking to her.
(আমি তার সাথে কথা বলা শুরু করেছিলাম)
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম

Photos from Education Care Unit's post 09/08/2022

অসম্ভব সুন্দর, চমৎকার টেকনিকঃ

নোটঃ Fahad Iqbal Sir

06/08/2022

*বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার ANTIBIOTIC*

থেরাপী 1 :
মনে রাখুন, ইংরেজিতে sub এরপরে verb বসে, কিন্তু বাংলাতে ক্রিয়া(verb) বসে সাধারণত বাক্যের শেষে। সবার প্রিয় একটা বাক্য- যেমন I love you. - আমি তোমাকে ভালবাসি।
এখানে ইংরেজিতে verb হল "Love"যা sub এরপরে বসেছে, আর বাংলাতে "ভালবাসি" ব্যবহৃত হয়েছে বাক্যের শেষে।

থেরাপী 2-
Sub বের করার জন্য verb কে প্রশ্ন করুন "কে/কারা"? দিয়ে।

থেরাপী 3-
এবার লক্ষ্য করুন বাংলা বাক্যে [সবসময়, প্রায়, সাধারণত, মাঝেমাঝে] আছে কিনা,যদি থাকে তাহলে তারা Adverb of frequency (always, generally, usually, occasionally ect)। এরা মুলত Main verb এর আগে বসে।

থেরাপী 4-
Obj পাওয়ার জন্য verb কে প্রশ্ন করুন- " কি/কাকে" দিয়ে? মনে রাখবেন Obj মানে হল Noun/Pronoun, আর Noun কে Modify (অতিরিক্ত তথ্য) করে Adj। আবার Adj, adverb & verb কে Modify করতে পারে Adverb.

থেরাপী 5-
উপরের সব উত্তর পাওয়া গেলে বাকি অনুবাদ করতে হবে Prepositional Phrase (Preposition+Noun) দিয়ে।
👉👉অথবা 👈👈
"কোথায় থেকে, কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন" এই Serial ধরে Verb কে প্রশ্ন করুন।

চলুন উদাহরণ দেখিঃ
আমার বড় ভাই সর্বদা বইমেলা থেকে আমার জন্য ৩০০ টাকার মধ্যে একটি খুব চমৎকার বই আনে।

*Verb কোনটি? বাংলা বাক্যে সবার শেষে থাকে। অর্থ্যাৎ "আনে"- (Bring)
* কে(sub) আনে? - আমার বড় ভাই (My elder brother)
* সর্বদা মানে Adverb of frequency (always).
* কি (obj) আনে- একটা খুব চমৎকার বই (a very excellent book)
*এবার বাকি অংশ গুলো Prepositional phrase আর propositional phrase কে সাজাতে " অথবা" নিয়মটা দিয়ে প্রাশ্ন করুন।☺
👉কোথা থেকে আনে- বইমেলা থেকে(from book fair)
👉কিভাবে/কিসের মধ্যে আনে- ৩০০ টাকার মধ্যে(within 300tk)
👉কার জন্য আনে- আমার জন্য (for me)

সুতরাং antibiotic এর সূত্রঃ
Sub+adv of frequency +verb+obj+pre.phrase (এইখানে আমরা Place, Time, Reason কে English বাক্যের শেষেই রাখবো)

My elder brother always brings a very excellent book from book fair within 300 tk for me .

এখানে ( from...for me). এইগুলো হল pre.phrase যা obj এরপরে বসাতে হয়।
আর উপরের বাক্যটা হল present Indefinite।
কিভাবে বুজলাম?🤔
সর্বদা (always) দেখে।☺

দেখে নিচের বাক্য Translation করুন তো-
আমি আমার অন্তরের অন্তর স্থল থেকে আকর্ষণীয় গুনাবলীর কারণে আপনাকে অনেক বেশি সম্মান করি।

04/08/2022

Modal auxiliary কি? সকল Modal auxiliary এর ব্যবহার জেনে নিন | Uses of All Modal Auxiliaries. ইংরেজি গ্রামারের শর্ট টেকনিক।

যে সমস্ত Auxiliary বা Helping verb, principle verb এর পূর্বে বসে কোন সামর্থ, সম্ভাবনা, অনুমতি, প্রস্তাব, ইত্যাদি বুঝায় সে verb গুলোকে Auxiliary Modals বা সংক্ষেপে Modals বলা হয়।

এই Modal গুলো হলো : May, Might, Can, Could, Shall, Will, Would, Should, Must ইত্যাদি।

Modal Auxiliaries are used to show capability, necessity, possibility or willingness of the subject to perform the action. They can modify the meaning of the main verb in some ways.

সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা এবং প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে Modal auxiliary verb ব্যবহার করা হয়।

Main characteristics of Modal auxiliary verbs:
➡️ 1. They never change their form according to the subject of the sentence.

Modal auxiliary কখনো তাদের form পরিবর্তন করে না। Tense অনুযায়ী s, es, ies যোগ করে না।
যেমন: He can run. (Not he cans run)

➡️ 2. They can make the sentence negative directly by using not/n’t.

Not/n’t ব্যবহার করে modal auxiliary গুলো sentence-কে সরাসরি না-বোধক করতে পারে।
যেমনঃ I can’t go. (Not I don’t can go.)

➡️ 3. They form questions by inversion with the subject.

তারা অন্যান্য auxiliary verb এর মতই subject-এর আগে বসে inversion এর মাধ্যমই interrogative sentence তৈরী করে।
যেমনঃ Should I go?

➡️ 4. They follow the base form of the verb without the addition of any other form of the verb.

অন্যান্য কোন form ব্যবহার না করে তারা সবসময়ই verb-এর মূল form ব্যবহার করে।
যেমনঃ He can run fast. (Not he can to run fast.)

➡️ 5. Modals cannot be used for the things that happen naturally, and no one has any control over that.

যা অবশ্যই ঘটবে তার জন্য কখনও Modal ব্যবহৃত হতে পারেনা। শুধুমাত্র God/Allah যখন subject হিসেবে বসবে, তখন এই rule প্রযোজ্য হবে না।
যেমনঃ The sun rises in the east. ( Not “The sun must rise in the east”)

God can make the sun rise in the west. (This kind of sentence only is applicable when the Almighty is the subject of the sentence.)

Uses of modal auxiliaries:
✅ ‘can’ এর ব্যবহার:
The modal auxiliary verb ‘can’ is used to (modal auxiliary verb ‘can’ ব্যবহৃত হয়):

➡️ 1. Express ability to do something or know how to do something in the present. (বর্তমানে কোনকিছু করার ক্ষমতা বা কোনকিছু করতে পারা বোঝাতে।)
যেমনঃ He can write French.

➡️ 2. Express permission to do something in the present (বর্তমানে কোনকিছু করার অনুমতি নেয়া বোঝাতে।)

যেমনঃ Can I meet my friend in the classroom? (Can is less formal than may)

➡️ 3. Express request (অনুরোধ বোঝাতে।)

যেমনঃ Can you wait for a moment, please?

➡️ 4. Offer something in the present form (বর্তমানে কোন কিছু দেয়া বোঝাতে।)

যেমনঃ I can lend you my laptop until the next day.

➡️ 5. Express Suggestions (মতামত বোঝাতে)

যেমনঃ Can we visit our parents at the weekend?

➡️ 6. Express possibility (সম্ভাবনা বোঝাতে)

যেমনঃ It can get very cold in Bangladesh this year.

✅ ‘could’ এর ব্যবহার:
Could ব্যবহৃত হয়ঃ

➡️ 1. Express ability to do something or know how to do something in the past (অতীতে কোনকিছু করার ক্ষমতা বা কোনকিছু করতে পারা বোঝাতে)

যেমনঃ He could write French.

➡️ 2. Express permission to do something in the past (অতীতে কোনকিছু করার অনুমতি নেয়া বোঝাতে)

যেমনঃ He could go to the cinema.

➡️ 3. Express polite question (বিনয়ী প্রশ্ন বোঝাতে)

যেমনঃ Could I go to the market, please?

➡️ 4. Express past or future permission (অতীত বা ভবিষ্যত অনুমতি নেয়া বোঝাতে)

যেমনঃ Could I bury my pet dog in your backyard?

➡️ 5. Express possibility (সম্ভাবনা বোঝাতে)

যেমনঃ It could get very cold in Bangladesh.

✅ ‘May’ এর ব্যবহার:
May ব্যবহৃত হয়ঃ

➡️ 1. Possibility (সম্ভাবনা প্রকাশ করতে)

যেমনঃ He may come today.

➡️ 2. Polite suggestions (বিনয়ী মতামত প্রকাশ করতে)

যেমনঃ May I help you?

➡️ 3. Permission to do something in the present form (বর্তমানে কোনকিছু করার অনুমতি নেয়া)

যেমনঃ May I come in sir?

✅ ‘Might’ এর ব্যবহার:
Might ব্যবহৃত হয়ঃ

➡️ 1. Possibility (less possible than may) (সম্ভাবনা (may থেকে কম সম্ভব) প্রকাশ করতে)

যেমনঃ He might come today.

➡️ 2. The past form of may (May-এর অতীত রূপ বোঝাতে)

যেমনঃ If I finished all the work, might I leave earlier?

➡️ 3. Hesitant offer (ইতস্ততভাবে কোনকিছুতে আমন্ত্রণ জানানো)

যেমনঃ Might I help the poor boys?

✅ ‘Must’ এর ব্যবহার:
Must ব্যবহৃত হয়:

➡️ 1. Force and necessity (জোর এবং প্রয়োজনীয়তা)

যেমনঃ I must do the homework.

➡️ 2. Possibility (সম্ভাবনা বোঝাতে)

যেমনঃ She must be ill.

➡️ 3. Advice, recommendation (পরামর্শ, সুপারিশ বোঝাতে)

যেমনঃ You must watch the film with Brad Pitt.

➡️ 4. Prohibition (নিষেধ বোঝাতে)

যেমনঃ You must not work on my laptop.

✅ ‘Ought to’ এর ব্যবহার:
Ought to ব্যবহৃত হয়:

➡️ 1. ‘Ought to’ is stronger than should and weaker than must and used to express necessity, duty, and moral obligation. (‘Ought to’ should-থেকে জোরালো এবং must-থেকে দূর্বল এবং প্রয়োজনীয়তা, দায়িত্ব ও মানবিক কর্তব্য বোঝাতে ব্যবহৃত হয়)

Example:

You ought to eat every day. (necessity)
You ought to help the poor. (duty)
You ought to switch off the fan when you leave the room. (obligation)
➡️ 2. It is used to express advice (পরামর্শ বোঝাতেও ought to ব্যবহৃত হয়)

যেমনঃ You ought to drive slowly in bad weather.

✅ ‘Need’ এর ব্যবহার:
Need ব্যবহৃত হয়:

➡️ 1. The statements in which need is negative (need not, need never, need no, etc.) (যেসব বক্তব্যে need নাবোধক, সেখানে need কে negative করার জন্যে কোন auxiliary verb আনতে হয় না)

Example:

You need not hurry.
There need be no doubt.
There need never come this time.
➡️ 2. Questions that expect a negative answer (প্রশ্ন যা নাবোধক উত্তর আশা করে)

যেমনঃ Need they show unfriendliness?

➡️ 3. Something is not necessary (যা প্রয়োজনীয় না)

যেমনঃ We needn’t go to the shopping mall.

✅ ‘Shall’ এর ব্যবহার:
Shall ব্যবহৃত হয়:

➡️ 1. ‘Shall’ is used with first person pronouns (I, we) and express strong possibility or near certainty that will take place in near future. (‘Shall’ first person pronouns (I, we)-এর সাথে ব্যবহৃত হয় এবং ভবিষ্যতে কোনকিছু হওয়ার দৃঢ় বা নিকট সম্ভাবনা বোঝায়)

Example:
I shall discuss the topic with my teacher.
We shall leave the country tomorrow.

➡️ 2. Shall can be used with second and third person pronouns to express command. (Shall, second and third person pronoun-এর সাথে ব্যবহৃত হয় আদেশ বোঝাতে)

Example:
She shall obey my orders.
He shall not lie.

➡️ 3. Sometimes, it is used with second and third person pronouns to express a threat. (কখনও কখনও এটি second এবং third person-এর সাথে ব্যবহৃত হয় হুমকি বোঝাতে)

যেমনঃ You shall regret this.

➡️ 4. It may express determination (দৃঢ় প্রতিজ্ঞ বোঝাতে পারে)

যেমনঃ He shall apologize.

➡️ 5. It can express suggestion (মতামত বোঝাতে পারে)

যেমনঃ Shall I carry your purse?

✅’Should’ এর ব্যবহার:
Should ব্যবহৃত হয়:

➡️ 1. an opinion, idea, preference, suggestion (একটি মতামত, ধারণা, পছন্দ)

Example:
You should stay at home.
You should be more helpful.
I should walk to work.

➡️ 2. You wish something had happened but didn’t. (Should have + past participle) (আপনি আশা করেছিলেন কিছু ঘটবে কিন্তু ঘটেনি)

যেমনঃ We should have visited Tajmahal on the way.

3. Should is used to ask someone’s opinion. (Should কারও মতামত জানতে ব্যবহৃত হয়)

যেমনঃ Should we do the job?

➡️ 4. It is used to say something expected. (এটি আকাঙ্খিত কোনকিছু বলতে ব্যবহৃত হয়)

যেমনঃ There should be an old school.

✅ ‘Will’ এর ব্যবহার:
Will ব্যবহৃত হয়:

➡️ 1. wish, order, demand, request (ইচ্ছা, আদেশ, দাবি, অনুরোধ)

যেমনঃ Will you please stop smoking?

➡️ 2. Prediction and assumption (ভবিষ্যদ্বানী এবং অনুমান)

যেমনঃ I think he will come today.

➡️ 3. Strong promise (দৃঢ় প্রতিশ্রুতি)

যেমনঃ I will say my prayers.

➡️ 4. Habits (অভ্যাস)

যেমনঃ He will sit for hours without talking.

✅ ‘Would’ এর ব্যবহার:
Would ব্যবহৃত হয়ঃ

➡️ 1. It is used to show preference (পছন্দ বোঝাতে)
যেমনঃ I would rather go to the hospital today.

➡️ 2. Would is used to express wish (এটা ইচ্ছা প্রকাশ করতে)

যেমনঃ I would like to have enough time to travel.
➡️ 3. It is used to express request and polite question. (এটা অনুরোধ এবং বিনয়ী প্রশ্ন বোঝাতে)

যেমনঃ Would you please show me the way to the mosque?

➡️ 4. Would is used to show desire (এটা আকাঙ্খা বোঝাতে)

যেমনঃ If I were you, I would never talk to him.

➡️ 5. Sometimes, it is used to express the habits of the past (কখনও কখনও এটা অতীত অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়)

যেমনঃ Sometimes she would bring some flowers for me.

✅ ‘Used to’ এর ব্যবহার:
‘Used to’ is used to express something that happened continuously or frequently during a period in the past. (‘Used to’ অতীতের কোন সময়ে কোনকিছু অনবরত বা প্রায়সই ঘটতো তা বোঝাতে ব্যবহৃত হয়)

Example:

I used to walk for an hour in the morning.
I used to live in Dhaka.

30/07/2022

Do you want to go shopping? Here's some useful vocabulary in English.

24/07/2022

তুমি যদি পারফেকশনিস্ট হতে যাও, তাহলে তোমার অশান্তি বাড়বে। ভুলকে গ্রহণ করতে শিখো। Who doesn’t make mistake?

ভুল থেকে শিখতে পারাই হলো উত্তম। তারচেয়ে উত্তম হলো সামনে এগিয়ে যাওয়া। ভুল করতে করতেও যদি কেউ এগিয়ে যায়, সেই একদিন পারফেক্ট হয়ে উঠে।

আমার চোখের সামনে অনেক ভালো স্টুডেন্ট আড়াল পড়ে গেছে। কারণ তারা প্রতিটা স্তরে পারফেক্ট হতে চেয়েছিলো। যখনই পারেনি তখনই হতাশা গ্রাস করেছে। দমে গেছে। হারিয়ে গেছে।

মাঝারি মানের অনেক স্টুডেন্টদের বহুদূর এগিয়ে যেতে দেখিছি। কারণ তারা থেমে যায়নি। ভুল করে করে হলেও এগিয়ে গিয়েছে। থামেনি।

Embrace being perfectly imperfect! Keep moving forward!

ভুলকে গ্রহণ করতে পারা একটা শক্তি। এটা একটা সাহস। এই সাহস যার আছে, পারফেক্ট হওয়ার যোগ‍্যতা তারই।
……………
ALAM
@সফল মন্ত্র

Location

Website

Address


Rajshahi
Rajshahi
6205

Other Educational Consultants in Rajshahi (show all)
Rakib's English Care Rakib's English Care
Binodpur Bazar
Rajshahi, 6206

Assalamu Alaikum Warahmatullah. Welcome to Rakib's English Care page. Almost all of us have fear and

Jhalmoliya coaching center Jhalmoliya coaching center
Jholmoliya, Puthia
Rajshahi, 6400

Jholmoliya Coaching Center page is published for students to grow their knowledge at online platform

WEMS Rajshahi WEMS Rajshahi
House-27 ( 1st Floor), Ghoshpara More, Hatemkhan
Rajshahi, 6200

An authentic student consultancy for study abroad

Mursadul Hasan Sagor Mursadul Hasan Sagor
Rajshahi, 6204

Hi, This is Mursadul Hasan Sagor. I am a Trainer & General Secretary Bangladesh Education and Youth

Shafiqul Teach Shafiqul Teach
Shyampur, Mothiher, Mijaner Mor, Rjashahi
Rajshahi, 6212

Advanced Digital Marketer and Shopify Drop shipping with freelancer

Tacik Science & ICT Tacik Science & ICT
কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদে
Rajshahi

Education is the backbone of the nation so we are by your side to constantly establish you in new wa

Solve and Suggestion BD Online Porassona Solve and Suggestion BD Online Porassona
Jangalpara Bagmara Rajshahi
Rajshahi

এটি একটি শিক্ষামুলক ব্লগ। এখানে সব ধর?

Best Care Private Home Best Care Private Home
Sontospur, Upozilllla Complex Poba
Rajshahi, 6210

Our services are -PSC special Class & Preparation Batch -Class VI & VII class -JSC special Class & P

Hsc ICT  by miskat Hsc ICT by miskat
Nautara, Dimla, Nilphamari
Rajshahi, 73

ব্যবসার জন্য নয়, শেখানোর জন্য পড়ানো উচ

Rajshahi Tuition Home Rajshahi Tuition Home
Motihar, Rajshahi-6205
Rajshahi

Jahid Islamic Media Jahid Islamic Media
Bangadesh
Rajshahi

‘Assalamu Alaikum wa Rahmatullahi Wabarakatuh’ Dear visitor You are welcome Our official You Tub

AYAN BCS Academy AYAN BCS Academy
Rajshahi, 6000

This is job related page where anyone can get job related information.