Comments
#জনক
১. জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
২. প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
৩. রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ জাবির ইবনে হাইয়ান
৪. পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ আইজ্যাক নিউটন
৫. সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ অগাস্ট কোঁৎ
৬. হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ লুকাপ্যসিওলি
৭. চিকিৎসা বিজ্ঞানের জনক?
উত্তরঃ ইবনে সিনা
৮. দর্শন শাস্ত্রের জনক কে?
উওরঃ সক্রেটিস
৯. ইতিহাসের জনক কে?
উত্তরঃ হেরোডোটাস্
১০. ভূগোলের জনক কে?
উত্তরঃ ইরাটস থেনিস
১১. রাষ্টবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
১২. অর্থনীতির জনক কে?
উত্তরঃ এডাম স্মিথ
১৩. অংকের জনক কে?
উওরঃ আর্কিমিডিস
১৪. বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ থ্যালিস
১৫. মেডিসিনের জনক কে?
উত্তরঃ হিপোক্রটিস
১৬. জ্যামিতির জনক কে?
উত্তরঃ ইউক্লিড
১৭. বীজগনিতের জনক কে?
উত্তরঃ আল-খাওয়াজমী
১৮. জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ লুই পাস্তুর
১৯. বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ চার্লস ডারউইন
২০. সনেটের জনক কে?
উত্তরঃ পেত্রাক
২১. সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ হার্বাট স্পেন্সর
২২. বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ গ্রেডার জোহান মেনডেল
২৩. শ্রেণিকরন বিদ্যার জনক কে?
উত্তরঃ কারোলাস লিনিয়াস
২৪. শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ উইলিয়াম হার্ভে
২৫. ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ আইজ্যাক নিউটন
২৬. বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
২৭. বাংলা কবিতার জনক কে?
উওরঃ মাইকেল মধুসুদন দত্ত
২৮. বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৯. বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ দীন বন্ধু মিত্র
৩০. বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত
৩১. ইংরেজি কবিতার জনক কে?
উত্তরঃ খিউ ফ্রে চসার
৩২. মনোবিজ্ঞানের জনক কে?
উওরঃ উইলহেম উন্ড
৩৩. বাংলা মুক্তক ছন্দের জনক কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৩৪. বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ হীরা লাল সেন
৩৫. বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬.আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ জন ডাল্টন
৩৭. আধুনিক গনতন্ত্রের জনক কে?
উত্তরঃ জন লক
৩৮. আধুনিক অর্থনীতির জনক কে?
উওরঃ পল স্যমুয়েলসন।
৩৯. আধুনিক বিজ্ঞানের জননী?
উওরঃ রজার বেকন।
৪০. ইংরেজি নাটকের জনক কে?
উত্তরঃ শেক্সপিয়র।
৪১. ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ ভিন্টন জি কার্ফ
৪২.
Www এর জনক কে?
উওরঃ টিম বার্নাস লি।
৪৩. ই- মেইল এর জনক কে?
উত্তরঃ রে টমলি সন।
৪৪. ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ।
৪৫. কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যবেজ।
৪৬. কম্পিউটারের মাউসের জনক কে?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট
৪৭. মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ মার্টিন কুপার।
৪৮. গুগলের জনক কে?
উত্তরঃ সার্জেই বিন ও লেরি পেইজ।
৪৯. ফেসবুকের জনক কে?
উত্তরঃ মার্ক জুকারবার্গ।
৫০. টুইটারের জনক কে?
উত্তরঃ জ্যাক ডোরসেই, বিজ স্টোর্ন।
আজকের প্রশ্ন:-
এমন কোন ৩টা সংখ্যা বলতে হবে যেন,৩টার যোগফল ১২ হয়।
শর্ত হলো ৩টা সংখ্যাই বিজোড় হতে হবে।
a_man_prefect
sub:
raph_by_1_paragraph
|
Name of paragraph
1.Traffic jam
2.Rod accident
3.Load shedding
4.climate change
5.copying in examination
6. Violence in campus
7. Terrorism in the
campus
8.Terrorism
9. Deforestation
10. Environment
pollution
|
11. Greenhouse effects
12. Dangers of smoking
13. Air pollution
14. Water pollution
15. Arsenic pollution
|
16. Sound pollution
17. Political instability
18. Corruption
19. Drug addiction
20. Hartal
|
21.dowry system
22. Street children
23. Street beggar
24. Child labour in
Bangladesh
25. AIDS: A fatal
deasease
|
26.Anarchy
27.Illiteracy
28. Cancer
|
|
_____(Name of the
paragraph) occurred by
human causes is a
burning issue in the
third world countries
like Bangladesh. It is
very dangerous and
harmful thing for our
life. It is a shameful and
a disgraceful matter for
our nation. We cannot
lead a normal life for
this difficulty. Almost
everyday we find and
hear the news and
views about it on the
daily newspapers,
internet, radio and
television. Everybody
knows that it is one of
the major issues. The
causes of this are the
negligence and
carelessness of some
senseless and
imprudent people.
Goverment should
address the problem
shortly to build up a
better nation and a
better future for its
citizens, and also to
build up a better world
for living. In the
developed countries,
this kind of problem is
very rare and unusual.
Bat in the developing
countries like
Bangladesh, the effect
of this problem is acute
and we are not
conscious and aware of
taking proper steps and
measures to remove it
from our country. The
damaging impact of it is
unlimited. We should
realize that it spoils and
crushes the peace and
happiness of our life
and demolishes the
normal ways of our
livelihood. Government
cannot solve the
problem alone. People
should help the
government to tackle
this critical issue in no
time. This drawback of
our country should be
wiped out as soon as
possible to lead our
nation in a right way as
well as to achieve our
goals of 2021.
Gd!
১. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5,
T=20, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্হানগত
সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80
২. ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো
করে পড়লে একই হবে।
৩. “a quick brown fox jumps over the lazy dog”
বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
৪. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
৫. "Education” ও “Favourite” শব্দে সবগুলো
vowel আছে।
৬. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো
vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel
গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
৭. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ
পরে u আছে।
৮. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি
vowel একসঙ্গে আছে।
৯. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে
দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
১০. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার
মধ্যে vowel নাই।
১১. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি
vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
১২. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A
(একটি) ও I (আমি) ।
১৩. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
১৪. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ
Assassination মনে রাখার সহজ উপায়হল গাধা-
গাধা-আমি-জাতি।
১৫. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট
বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-
তুমি-দশ-পিপড়া।
১৬. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত
কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত
হয়।
১৭. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel
আছে। মজার ব্যাপার হলশব্দের vowel গুলো
উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
১৮. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি
শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি
নাই।
১৯. "study, hijack, nope, deft” শব্দগুলোর প্রথম ৩
টি অক্ষর ক্রমানুসারে আছে।
২০. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের
এক অক্ষর পর পর vowel আছে।
২১. Mozambique এমন একটি দেশের নাম যাতে
সবগুলো vowel আছে।
২২. IA1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও
সংখ্যা আছে।
^^Senior ভাই-বোনেরা Comment করবেন please^^
আমি আগামী ২০১৭ AD সালে DU তে 'খ' ইউনিটে English নিয়ে study করতে চাই।
SSC= GPA 4.69
HSC= (next year)
*** এখন থেকে কিভাবে preparation নিতে পারি kindly instruction দিলে খুব ভাল হত।
(Especially who r studying this department in any institute)
Thanks for read.....
1) * Google : প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998.
2) * Facebook : প্রতিষ্ঠিত হয় Feb 4,2004.
3) * YouTube : প্রতিষ্ঠিত হয় Feb 14, 2005.
4) * Yahoo! : প্রতিষ্ঠিত হয় March 1994.
5) * Baidu : প্রতিষ্ঠিত হয় Jan 1, 2000.
6) * Wikipedia : প্রতিষ্ঠিত হয় Jan 15, 2001.
7) * Windows Live : প্রতিষ্ঠিত হয় Nov 1, 2005.
8) * Amazon : প্রতিষ্ঠিত হয় 1994.
9) * Tencent QQ : প্রতিষ্ঠিত হয় February 1999.
10) * Twitter : প্রতিষ্ঠিত হয় March 21, 2006.
জেনে রাখুন, কাজে দিবে
পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া মধ্যবিত্ব, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তদের জন্য আমদের এই প্রয়াস। বই কিনতে আর বেশি টাকার দরকার হবে না । এসে গেছে ওল্ড বুক-বি। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও যারা জব খুঁজছেন, এমন ছেলে মেয়েরা খুব অল্প মূল্যে ওল্ড বুক-বি থেকে পুরাতন বই কিনতে পারবেন। এতে আপনাদের মূল্যবান সময়ও নষ্ট হবে না। ওল্ড বুক-বি থেকে প্রাপ্ত টাকা খরচ হবে গরীব ছেলেমেয়েদের লেখাপড়ার কাজে। ওল্ড বুক বি টিম আপনাদের ক্যারিয়ার সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিবে বিনামূল্যে। আর একদম ফ্রি সার্ভিস হিসাবে ওল্ড বুক বি আপনার ক্যরিয়ার স্পেশালিষ্ট হিসাবে কাজ করবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার. ব্যাংকার, আইনজীবী, ব্যাসায়ী-- যে প্রফেশনেই যেতে চান না কেন ওল্ড বুক বি টিম আপনার ক্যারিয়ার সম্পর্কিত যে কোন প্রশ্নের উত্তর দিতে সদা প্রস্তুত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট ভাল করার সব কৌশল ওল্ড বুক বি দিবে আপনাদের। ওল্ড বুক বি টিম বিশ্বাস করে জ্ঞান অমূল্য ।তাই আপনার সাধ আর সাধ্যের সমন্বয়েই আমাদের টিমের সফলতা। আর মনে রাখবেন আপনার কেনা বই এর টাকায় আরো একজন গরীব ছেলে- মেয়ে কলম, খাতা ও বই কিনতে পারবে।
https://www.facebook.com/old.book.bee/
ভাইয়ারা & আপুরা need your help.
"Bangla 2 English"... ei type er booi shomporke karo jodi jana thake, bolle onek onek upokrito hotam. (Only For Practise)
EXAMPLE : অত্যন্ত দুঃখজনক বিষয় যে, আমরা নিয়মিত পড়া লেখা না করে জব পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি।
It is so sorrowful matter that, We look forward to getting a job without reading regularly / incessantly
যদ্দরুন, যখন কাঙ্খিত চাকরিটি হাত ছাড়া হয়ে যায় তখন আমরা ভাগ্যকে দোষারোপ করা শুরু করি। হ্যা, ভাগ্যকে আমরা অবশ্যই বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে, অদম্য প্রচেষ্টার মাধ্যমে ভাগ্যকেও পরিবর্তন করা যায়।
As a result, we blame our fate when we miss the expected job. Yes, of course we believe in fate and we also believe that, even luck can be changed by our indomitable effort.
আল্লাহ তায়ালা বান্দার প্রচেষ্টার ফলাফল বিন্দু পরিমাণ ও কম দেন না।
ALLAH STW doesn't give reward less of his creation than thier effort.
আপনি যতটুকু পরিশ্রম করেছেন তার থেকে হয়তো অন্যজন আরোও বেশী পরিশ্রম করেছেন।
Perhaps, the others have worked more than you have committed the work.
এখন আপনিই বলুন বিধাতা কাকে দিবে আপনাকে না তাকে?
Now the judgement goes to you, whom shall ALLAH give the reward either you or him/her?
লক্ষণীয় বিষয় যে সৃষ্টিকর্তার কাছে কোন পক্ষপাতিত্ব নেই।
The notable thing is that, there is no partiality of creator
আপনি কি কখনোও ভেবে দেখেছেন আপনাকে নিয়ে আপনার মা - বাবা কতটুকু স্বপ্ন দেখেছেন।
Have you ever thought how much dreams have seen your parents about you?
আপনি যখন অনার্সে পড়া শুরু করেন তখন আপনার মা - বাবা তাদের বন্ধু - বান্ধবদেরকে কতই না গর্ব করে বলতেন আমার ছেলে/মেয়ে অনার্স শেষ করে একটা ভালো চাকরি পাবে, আপনি কিভাবে বাবা - মায়ের এ আশাটিকে ভেঙ্গে দিবেন।
Parents discuss having proud with their friends and would like to say my issues will have a good job while you just enter into an honours class.
শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, একজন মা তার সন্তানকে প্রায় আড়াইমন দুধ পান করে থাকেন।
According to paediatricians, a mother feeds approximately 2.5 mounds milk to her child.
বুকে হাত দিয়ে অনেকেই হয়তো বলতে পারবেন না যে, শিশুকালের পর থেকে আপনি আড়াই মন দুধ কিনে পান করেছেন।
Many of you may not have positive statement by swearing by putting hand on chest that, you have drink 2.5 mounds of milk with cost of money after the end of your childhood.
এখন আপনিই সিদ্ধান্ত নেন আপনার সেই মায়ের মুখে হাসি ফোটাতে জব দরকার আছে কি না?
Now it is you who take decision, whether it is need or not need to get job to float smile on your Mather's face?
বসে পড়ুন পড়ার টেবিলে, কান কথাকে এড়িয়ে চলুন।
Sit on the study table. Avoid the hearsay.
collected