Application Link -> https://tinyurl.com/22mxrrzk
Education Care Unit
Nearby schools & colleges
রাজশাহী।
Shaheb Bazar
Beside prime bank , RDA market
6000
GPO-6000
Malopara
Puthia
Rajshahi University
Binodpur
Flat, Dhaka
একটি শিক্ষামূলক পেজ |
Operating as usual
মধ্য রাতে-At mid night
গভীর রাতে-At deep night
শেষ রাতে- At dawn
দিন দিন-Day by day
দিনের পর দিন-Day after day
আগামী পরশুদিন-Day after tomorrow
গত পরশুদিন-Day before yesterday
গত দিন-Last day
গত মাসে-Last month
গত সপ্তাহে-Last week
গত বছরে-Last year
পরের দিন-Next day
পরের সপ্তাহে-Next week
পরের মাসে-Next month
পরের বছরে-Next year
এক দিন পর পর-Every after one day
এক সপ্তাহ পর পর-Every after one week
এক মাস পর পর-Every after one month
এক বছর পর পর-Every after one year
দুই দিন পর পর-Every after two days
কয়েক দিন আগে-A few days ago/back
কয়েক সপ্তাহ আগে-A few weeks back
কয়েক মাস আগে-A few months back
কয়েক বছর আগে- A few years back
কয়েক দিন পর-A few days later
কয়েক সপ্তাহ পর-A few weeks later
কয়েক মাস পর-A few months later
After reading write Done💙
আরেকটা দল মনে হয় গদিতে উঠে গেছে নাকি গদিতে ওঠার আগেই পতন চাচ্ছে...
❝সারা দেশে যে গণ নৈরাজ্য, ফিল্ড ফাঁকা পেয়ে স্ট্যান্ড, বাজার সমিতি দখল এসব করে বিএনপি গত সতেরো বছরের সিমপ্যাথি নগদে খুইয়ে ফেলসে।❞ -নাহিন ভাই
বিএনপির নেতাকর্মীরা আপনারা স্বৈরাচার এর পতন থেকে কী শিক্ষা নিলেন? নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা কী আপনাদের? ক্ষমতায় আসবেন আর প্রতিশোধ নিবেন, সীমাহীন দুর্নীতি করবেন- এটাই তো?
এতো সরলরৈখিক ইকুয়েশানে যায়েন না। এই প্রজন্মকে মেয়াদোত্তীর্ণ রাজনীতি দিয়ে আর দাবিয়ে রাখা যাবে না।
যেখানে ঢাকায় ছাত্র, সাধারণ জনতা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে, আর তারা আজকে ঢাকায় সমাবেশ দিয়েছে, ওয়ার্ডে ওয়ার্ডে বাইক দিয়ে শোডাউন দিচ্ছে- এতোদিন কই ছিলো আপনাদের এতো হেডম?
যে দলটা শহীদের রক্ত শুকানোর আগেই সমাবেশ করে আর যাইহোক সে যে দেশসেবা করতে আসে নাই,সেটা বুঝার জন্য রকেট সাইন্স জানা লাগে নাহ।
- তা বাবা কি সরকারি চাকরির চেষ্টা করবা না ?
: দেখি আংকেল।
- চেষ্টা করো। সরকারি চাকরি ছাড়া জব সিকিউরিটি নাই কোন। প্রাইভেট চাকরি আজকে আছে কালকে নাই। আর সরকারি চাকরি একবার হইলেই হইছে, আর চিন্তা নাই।
: ...
- আর শুনো, তোমরা ভালো স্কুল কলেজে পড়ছো, বিসিএস দেও। বিসিএস ছাড়া দেশে আর কোন কিছুর দাম নাই। দেশে চলতে পাওয়ার লাগবে এখন, পাওয়ার ছাড়া কোন দাম নাই। বিয়ার বাজারে বিসিএস ক্যাডারের সাথে কিছুর তুলনা চলে না।
: কিন্তু আংকেল ...
- অবশ্য বিদেশেও যাইতে পারো, ডিগ্রী টিগ্রী নাও। পড়াশোনা করবা, গবেষণা করবা। দেশের নাম রওশান করবা। তোমরা যদি উচ্চশিক্ষা না নেও, তাইলে দেশের উন্নতি হবে কেমনে ?
: ...
- অবশ্য বাপ মায়ের তো বয়স হইছে। ডায়েবটিস আছে না ? তোমার আব্বা শুনছিলাম হার্টের অসুখ, খুব অসুস্থ। দেখা গেল পোলাপানের মুখ দেখতে পারলো না শেষ বেলায়, কি লাভ এতো বিদ্যা বুদ্ধি দিয়া তখন?
: ... ...
- আর একটু ধর্মে কর্মে মন দাও। তাবলীগে সময় লাগাবা। টাকা পয়সা আসবে যাবে। পরকালের জীবনটাই আসল। কম বয়সী পোলাপান শুনতেছি আজকাল ধুপধাপ মরে যাইতেছে। দুই দিনের দুনিয়ায় এতো মনোযোগ, পরকালের খোঁজ নাই।
: ... ...
- তোমারে দেইখা মনে হয় খুব টেনশনে আছো। কতই আর বয়স হইছে তোমার ? জোয়ান পোলাপান। অনেক সময় আছে সামনে। টেনশনের কি আছে ?
এক বসায় জব সিকিউরিটি, পাওয়ার প্র্যাকটিস, বিদেশের ডিগ্রী, বৃদ্ধ পিতামাতার অন্তর্ধান, আমার নিজের মৃত্যু - সব কিছু উসকায় দিয়ে লাস্টে এসে "টেনশনের কিছু নাই" বলা যে কি কিউট একটা ব্যাপার , আহা !!
-মাহবুবুল হাসান
আমাদের একটা ডিসেম্বর ছিল।যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনো সেমিস্টার, চাকরির ভাইভা, ক্যারিয়ার অথবা এরপর কি হবে সেই চিন্তা।সেই ডিসেম্বর ভরা ছিল ব্যাডমিন্টন, পিকনিক, ঘোরাঘুরি, সবাই মিলে অন্য রকম এক আমেজ। মনে হতো জীবনের আর কোন লক্ষ্য নেই জানুয়ারি তে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত।
কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বর গুলো। সেই ডিসেম্বরের শান্তি গুলো আমাদের আর হবে না কখনই।
আমাদের ডিসেম্বরগুলো চুরি হয়ে গেছে।
লিখা : জিহাদ রাফি
✪ 𝐃𝐞𝐟𝐢𝐧𝐢𝐭𝐞𝐥𝐲 – অবশ্যই
✪ 𝐋𝐞𝐭 𝐢𝐭 𝐩𝐚𝐬𝐬 - ছেড়ে দিন।
✪ 𝐎𝐛𝐯𝐢𝐨𝐮𝐬𝐥𝐲 – স্পষ্টত, সম্ভবত
✪ 𝐈’𝐦 𝐨𝐟𝐟 - আমি গেলাম।
✪ 𝐀𝐬 𝐢𝐟 - যেন, কি যে হতো
✪ 𝐌𝐲 𝐠𝐨𝐨𝐝𝐧𝐞𝐬𝐬! - একি!
✪ 𝐇𝐨𝐰 𝐜𝐨𝐦𝐞 - কি ব্যাপার?
✪ 𝐃𝐚𝐦𝐧 𝐢𝐭! - চুলায় যাক!
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐬𝐮𝐫𝐩𝐫𝐢𝐬𝐞!- হটাৎ যে!
✪ 𝐆𝐨 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐝𝐞𝐯𝐢𝐥! – গোল্লায় যাক!
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐲𝐨𝐮? – তোমার খবর কি?
✪ 𝐖𝐡𝐚𝐭’𝐬 𝐮𝐩 - কি খবর?
✪ 𝐂𝐚𝐫𝐫𝐲 𝐨𝐧 - চালিয়ে যাও
✪ 𝐖𝐨𝐰 - বাহ, দারুন তো
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐦𝐞𝐬𝐬! - কি এক ঝামেলা!
✪ 𝐎𝐡 𝐬𝐡𝐢𝐭 - ধ্যাত্তেরি
✪ 𝐘𝐞𝐬, 𝐠𝐨 𝐨𝐧 - হ্যা, বলতে থাক
✪ 𝐎𝐡 𝐝𝐞𝐚𝐫! - বলো কী!
✪ 𝐇𝐢 𝐠𝐮𝐲𝐬, হ্যালো বন্ধুরা
✪ 𝐆𝐨𝐨𝐝 𝐣𝐨𝐛! – সাবাশ!
✪ 𝐒𝐨 𝐰𝐡𝐚𝐭? – তাতে কি?
✪ 𝐎𝐡, 𝐧𝐨! - এ হতে পারেনা!
✪ 𝐏𝐚𝐲 𝐚𝐭𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧! - মনোযোগ দিন!
✪ 𝐈𝐭’𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐭𝐮𝐫𝐧 - এবার তোমার পালা
✪ 𝐈'𝐦 𝐚𝐭 𝐚 𝐥𝐨𝐬𝐬 - কি বলব ভেবে পাচ্ছিনা!
✪ 𝐇𝐞𝐢𝐲𝐚! 𝐈𝐭 𝐢𝐬 𝐲𝐨𝐮 𝐈 𝐬𝐞𝐞 - আরে তুমি যে!
✪ 𝐎𝐡, 𝐜𝐨𝐦𝐞 𝐨𝐧 - আহ! একটু বুঝতে চেষ্টা
করো
✪ 𝐬𝐨 𝐬𝐨 - মোটামোটি
✪ 𝐒𝐨 𝐛𝐞 𝐢𝐭 - তবে তাই হোক
✪ 𝐖𝐡𝐨 𝐜𝐚𝐫𝐞𝐬! – কার কি যায় আসে!
✪ 𝐄𝐱𝐜𝐮𝐬𝐞 𝐦𝐞 - এই যে শুনুন
✪ 𝐍𝐨𝐭 𝐚 𝐛𝐢𝐭 - একটুও না
✪ 𝐓𝐡𝐚𝐭’𝐬 𝐟𝐚𝐧𝐭𝐚𝐬𝐭𝐢𝐜 - এটা সত্যি চমৎকার
✪ 𝐍𝐞𝐱𝐭 𝐭𝐨 𝐧𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 - বলতে গেলে কিছুই না
✪ 𝐌𝐢𝐧𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐥𝐚𝐧𝐠𝐮𝐚𝐠𝐞 - ভাষা সংযত করো
✪ 𝐂𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭 – আসল কথা বল
✪ 𝐓𝐡𝐚𝐭'𝐬 𝐫𝐢𝐠𝐡𝐭 - ঠিক বলেছেন
✪ 𝐓𝐨 𝐛𝐞 𝐟𝐫𝐚𝐧𝐤 - খোলাখুলি ভাবে বলতে
গেলে।
✪ 𝐑𝐞𝐚𝐥𝐥𝐲 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞𝐝 - সত্যি আনন্দিত
✪ 𝐈 𝐚𝐦 𝐝𝐞𝐥𝐢𝐠𝐡𝐭𝐞𝐝- আমি আনন্দিত ।
✪ 𝐒𝐨 𝐤𝐢𝐧𝐝 𝐨𝐟 𝐲𝐨𝐮! - আপনার দয়া।
✪ 𝐀𝐧𝐲𝐛𝐨𝐝𝐲 𝐡𝐨𝐦𝐞? - বাড়িতে কেউ আছেন?
✪ 𝐊𝐞𝐞𝐩 𝐪𝐮𝐢𝐞𝐭 - চুপ কর
✪ 𝐍𝐨 𝐞𝐧𝐭𝐫𝐚𝐧𝐜𝐞 - প্রবেশ নিষেধ
✪ 𝐈𝐭’𝐬 𝐞𝐧𝐨𝐮𝐠𝐡 - যথেষ্ট হয়েছ
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐞𝐝 - কি হয়েছে
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐚𝐧 𝐢𝐝𝐞𝐚! - কি বুদ্ধি!
✪ 𝐖𝐞𝐥𝐥 𝐝𝐨𝐧𝐞 - সাবাশ
✪ 𝐈𝐧𝐝𝐞𝐞𝐝! - সত্যি!
✪ 𝐇𝐨𝐰 𝐩𝐞𝐚𝐜𝐞𝐟𝐮𝐥! - কি শান্ত!
✪ 𝐆𝐞𝐭 𝐥𝐨𝐬𝐭 - বিদায় হোন।
✪ 𝐋𝐞𝐭 𝐦𝐞 𝐬𝐞𝐞 - আমাকে দেখতে দাও
✪ 𝐎𝐡 𝐬𝐮𝐫𝐞 - ও নিশ্চয়ই
✪ 𝐖𝐡𝐨 𝐤𝐧𝐨𝐰𝐬! – কে জানে!
✪ 𝐁𝐮𝐥𝐥𝐬𝐡𝐢𝐭! – বাজে কথা
✪ 𝐁𝐮𝐭 𝐰𝐡𝐨 𝐜𝐚𝐫𝐞𝐬! - কে ধারধারে!
✪ 𝐍𝐨 𝐦𝐨𝐫𝐞 𝐛𝐮𝐭𝐬 - আর কোন কিন্তু নয়
✪ 𝐇𝐨𝐰 𝐬𝐨 – তা কি করে হয়?
✪ 𝐈 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐬𝐨 - আমি তাই মনে করি
✪ 𝐂𝐚𝐥𝐦 𝐝𝐨𝐰𝐧 - শান্ত হও
✪ 𝐋𝐞𝐭’𝐬 𝐡𝐚𝐯𝐞 𝐚 𝐥𝐨𝐨𝐤 - চল দেখি
✪ 𝐋𝐞𝐭’𝐬 𝐫𝐮𝐧 𝐚𝐰𝐚𝐲 - চলো এক্ষুনি পালাই
✪ 𝐈 𝐚𝐦 𝐠𝐞𝐭𝐭𝐢𝐧𝐠 𝐰𝐞𝐭 - আমি ভিজে যাচ্ছি
✪ 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐜𝐚𝐫𝐞! – আমার কিছু যায় আসেনা!
✪ 𝐇𝐨𝐰 𝐞𝐥𝐬𝐞 – আর কিভাবে?
✪ 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐛𝐲 𝐥𝐢𝐭𝐭𝐥𝐞 – ক্রমান্বয়ে।
✪ 𝐈𝐬 𝐢𝐭 𝐬𝐨? - তাই নাকি!
✪ 𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐝𝐨 𝐜𝐚𝐫𝐞 - যদি আপনি চান
✪ 𝐇𝐚𝐯𝐞 𝐚 𝐠𝐨𝐨𝐝 𝐝𝐚𝐲 - ভাল একটি দিন কাটাও।
✪ 𝐋𝐞𝐭’𝐬 𝐬𝐢𝐭 𝐬𝐨𝐦𝐞𝐰𝐡𝐞𝐫𝐞 - চল কোথাও বসি
✪ 𝐒𝐨 𝐟𝐚𝐫 𝐬𝐨 𝐠𝐨𝐨𝐝 - এ পর্যন্ত সবই ভালো
✪ 𝐈 𝐭𝐞𝐧𝐝 𝐭𝐨 𝐭𝐡𝐢𝐧𝐤 – আমার কেন যেন মনে হয়।
✪ 𝐈 𝐬𝐮𝐩𝐩𝐨𝐬𝐞 𝐬𝐨 – আমিও সেটা ধারণা করছি।
✪ 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐦𝐢𝐧𝐝 – আমি কিছু মনে করি না।
✪ 𝐈𝐟 𝐬𝐨, 𝐬𝐨 𝐰𝐡𝐚𝐭 - যদি তাই হয় তাতে কী
✪ 𝐊𝐞𝐞𝐩 𝐲𝐨𝐮𝐫 𝐰𝐨𝐫𝐝 – তোমার কথা রেখো।
✪ 𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐢𝐬 𝐢𝐦𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐥𝐞 – কোন কিছুই অসম্ভব
নয়।
✪ 𝐖𝐡𝐚𝐭𝐞𝐯𝐞𝐫 (𝐲𝐨𝐮 𝐰𝐚𝐧𝐭) – তুমি যা চাও।
✪ 𝐖𝐡𝐚𝐭𝐞𝐯𝐞𝐫 𝐲𝐨𝐮 𝐝𝐨? – তুমি যা কর।
✪ 𝐖𝐡𝐲 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐈 𝐜𝐚𝐫𝐞? – কেন আমি পরোয়া
করব?
✪ 𝐒𝐨𝐦𝐞𝐭𝐡𝐢𝐧𝐠 𝐞𝐥𝐬𝐞 – অন্য কিছু।
✪ 𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐞𝐥𝐬𝐞 – অন্য কিছুই না।
✪ 𝐓𝐚𝐥𝐤 𝐬𝐞𝐧𝐬𝐞: চিন্তা করে কথা বল
✪ 𝐃𝐨𝐧’𝐭 𝐬𝐚𝐲 𝐚𝐧𝐲𝐦𝐨𝐫𝐞 – আর কিছু বলো না।
✪ 𝐅𝐨𝐫𝐠𝐞𝐭 𝐢𝐭 - ও ভুলে যাও।
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐩𝐢𝐭𝐲- কি দু:খজনক ।
✪ 𝐇𝐨𝐥𝐝 𝐨𝐧 - লাইনে থাকুন
✪ 𝐃𝐨 𝐢𝐭 𝐚𝐭 𝐨𝐧𝐜𝐞! - এক্ষুনি কর!
✪ 𝐒𝐩𝐞𝐚𝐤 𝐰𝐢𝐭𝐡 𝐜𝐚𝐫𝐞 - সাবধানে কথা বল।
✪ 𝐇𝐨𝐰 𝐬𝐭𝐫𝐚𝐧𝐠𝐞! - কি অদ্ভুত!
✪ 𝐁𝐲 𝐭𝐡𝐞 𝐠𝐫𝐚𝐜𝐞 𝐨𝐟 𝐀𝐥𝐥𝐚𝐡 - আল্লাহার রহমতে
✪ 𝐇𝐨𝐰 𝐚𝐛𝐬𝐮𝐫𝐝! - কি বাজে বকছো!
✪ 𝐆𝐨𝐨𝐝 𝐫𝐢𝐝𝐝𝐚𝐧𝐜𝐞! - যাক বাচা গেল!
✪ 𝐉𝐮𝐬𝐭 𝐟𝐨𝐫 𝐚𝐬𝐤𝐢𝐧𝐠: শুধু জিজ্ঞেস করার জন্য
✪ 𝐒𝐭𝐚𝐧𝐝 𝐢𝐧 𝐪𝐮𝐞𝐮𝐞 - লাইনে দাঁড়ান
✪ 𝐍𝐨 𝐬𝐦𝐨𝐤𝐢𝐧𝐠 - ধূমপান নিষেধ
✪ 𝐋𝐞𝐭 𝐦𝐞 𝐝𝐢𝐠𝐫𝐞𝐬𝐬 - একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া
যাক
✪ 𝐈 𝐬𝐰𝐞𝐚𝐫 𝐈 𝐰𝐢𝐥𝐥 - কসম আমি করব ।
✪ 𝐈 𝐠𝐢𝐯𝐞 𝐮𝐩 - আমি ছেড়ে দিয়েছি ।
✪ 𝐏𝐚𝐫𝐝𝐨𝐧 𝐦𝐞 - ক্ষমা কর
✪ 𝐈𝐟 𝐬𝐨, 𝐬𝐨 𝐰𝐡𝐚𝐭 - যদি তাই হয় তাতে কী
✪ 𝐈 𝐬𝐮𝐩𝐩𝐨𝐬𝐞 𝐬𝐨 – আমিও সেটা ধারণা করছি।
✪ 𝐖𝐡𝐲 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐈 𝐜𝐚𝐫𝐞? – কেন আমি পরোয়া
করব?
✪ 𝐈𝐬 𝐢𝐭 𝐬𝐨? - তাই নাকি!
✪ 𝐈 𝐚𝐦 𝐝𝐞𝐥𝐢𝐠𝐡𝐭𝐞𝐝- আমি আনন্দিত
নিচের পোস্টটি থেকে মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০২২ এর পরীক্ষায় দুটো প্রশ্ন কমন এসেছিল। আগে কয়েক বার পোস্ট করা হয়েছিল।
The Olympics are held every four years -- a different
host city.
Ans:in
The Olympic Games is -- biggest sports competition in -- world.
Ans: the, the
জেনে রাখুন, কাজে আসবেই ইনশাআল্লাহ!
(ব্যাপক আপডেটেড পোস্ট, ভালো করে পড়ুন)
সাধারণত দেখতে plural হলেও কোনো noun phrase যদি কোনো একক নাম বুঝায় তাহলে তার verb টি singular হয়।
The United States has/consists of 50 states.
(যুক্তরাষ্ট্রের ৫০ টি স্টেট/প্রদেশ আছে)
The League of Nations was based on the last of the Fourteen Points presented by Woodrow Wilson, which called for a general 'association of nations'.
(লিগ অব নেশন্স এর ভিত্তি ছিল প্রেসিডেন্ট উড্রো উইলসনের প্রস্তাবিত চৌদ্দ দফার শেষ দফা, যা একটা সাধারণ 'রাষ্ট্রসংঘের' দাবি রেখেছিল।)
The United Nations aims to improve economic and social conditions and to solve political problems in the world in a peaceful way.
(জাতিসংঘ অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নতি করতে চেষ্টা করে এবং বিশ্বে রাজনৈতিক সমস্যাগুলো শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার চেষ্টা করে)
ব্যতিক্রম :
The Olympics/Olympic Games একটা আয়োজন হলেও বিভিন্ন খেলার আয়োজন থাকায় এটি plural noun এবং plural verb নেয়।
The Olympics/Olympic Games take place every four years.
(চার বছর পরপর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়)
The Olympics/Olympic Games are held every four years.
(চার বছর পরপর অলিম্পিক গেমস আয়োজন করা হয়)
The Olympic Games are held in a different country on each occasion.
The Himalayas are/stand/lie on the north of India.
ব্যতিক্রম :
complement যুক্ত description এর ক্ষেত্রে
singular verb হয়/হতে পারে।
The Olympics is the biggest sporting event in the world.
The Olympics is probably the most exciting sports event in the sports calendar.
The Himalayas is a mountain range in Asia.
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
® উঠে যাচ্ছে প্রচলিত পরীক্ষা পদ্ধতি | শিক্ষার্থীদের মূল্যায়ন হবে তিনভাবে (ধারাবাহিক, সামষ্টিক, স্বমূল্যায়ন)
® প্রচলিত রোল নাম্বার পদ্ধতি থাকবে না, সবার জন্য শুধু ক্রমিক নাম্বার থাকবে | ক্লাস সিক্সে যা থাকবে দশম পর্যন্ত তাই থাকবে |
® প্রাক প্রাথমিক & প্রথম থেকে তৃতীয় শ্রেনী কোনো পরীক্ষা থাকবে না, ১০০% শিখনকালীন মূল্যায়ন হবে |
® চতুর্থ-পঞ্চম ৮টা করে বই থাকবে | তার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (শিখনকালীন মূল্যায়ন ৬০%, সামষ্টিক ৪০%) এবং স্বাস্থ্যসুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্পকলা ১০০% শিখনকালীন |
® ষষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত সবার জন্য ১০টা বই (ক্লাস চেঞ্জ হবে, বইয়ের নাম চেঞ্জ হবে না)
® ষষ্ঠ-সপ্তম-অস্টম শ্রেনী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (শিখনকালীন মূল্যায়ন ৬০%, সামষ্টিক ৪০%) এবং জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যসুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প ও সংস্কৃতি ১০০% শিখনকালীন |
® নবম-দশম শ্রেনী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (শিখনকালীন মূল্যায়ন ৬০%, সামষ্টিক ৪০%) এবং স্বাস্থ্যসুরক্ষা, ধর্মশিক্ষা ও শিল্পকলা ১০০% শিখনকালীন |
® একাদশ-দ্বাদশ শ্রেনী আবশ্যিক বিষয়ে শিখনকালীন মূল্যায়ন ৩০% ও সামষ্টিক মূল্যায়ন ৭০% | প্রায়োগিক বিষয়ে ১০০% শিখনকালীন মূল্যায়ন |
® শিক্ষকদেরকে ক্লাসের পূর্বেই উপকরণ সংগ্রহ করতে হবে |
® ছাত্ররা আগে অনুশীলন বই পড়বে, না পারলে অনুসন্ধান বই ব্যবহার করবে | শিক্ষকের কাছে থাকবে শিক্ষক সহায়িকা |
® ডায়েরি মেন্টেইন বাধ্যতামূলক | ডায়েরি মেন্টেইনে নাম্বার আছে....
® প্রাইমারি, জেএসসি, এসএসসি তিনটি পাবলিক পরীক্ষার পরিবর্তে ১০ম, একাদশ, দ্বাদশ শ্রেনী শেষে মোট তিনটি পাবলিক পরীক্ষা |
Copied.
IELTS এর লিসনিং মডিউলে ভালো করতে হলে পার্ট-1ভালো করাটা অনেক বেশি জরুরি।
তাই যেইসব স্কিল ইম্প্রুভ করে আপনি ১০এ১০ পেতে ঠিক সব গুলোই একদম হাতে কলমে শিখানো হয়েছে এই ভিডিও। এইটা শুধু কোনো ভিডিও একদম রিয়েল ক্লাস।
তাই দেরি না করে সময় নিয়ে ক্লাস গুলো করেন, আশাকরি অন্য কোথাও কোচিং এর প্রয়োজন হবেনা।
Don't forget to SUBSCRIBE the channel.
IELTS Listening Part 1, Class 2 IELTS LISTENING এর Part-1 এ যেই স্কিল গুলো ইম্প্রুভ করে আপনি ১০ এ ১০ পেতে পারেন ঠিক সেইসব স্কিল গুলো একদম হাতে-কলমে শিখানো হয়েছে এ...
যারা বাসায় বসে, কোন কোচিং না করে IELTS এর প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই চ্যানেলটাই যথেষ্ট হবে।
IELTS এর প্রতিটি মডিউল এর পরিপূর্ণ ভিডিও পাবেন এই চ্যানেলে যেগুলো আপনার প্রস্তুতির জন্য যথেষ্ট হবে ইন-শা-আল্লাহ। এই ভিডিও ক্লাস গুলো করলে কোনো কোচিং করার প্রয়োজন হবেনা।
তাই এখনই Subscribe করে লিসলিং এর প্রথম ভিডিওটা দেখে নিন।
IELTS Listening Part 1, Class 1 IELTS এর লিসনিং সেকশনে যারা কোন ভাবেই ভালো করতে পারছেননা, বিভিন্ন কোচিং এ গিয়েও কিছুই হচ্ছেনা। আমার এই ভিডিও ক্লাস গু....
নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে who অথবা which এর পরিবর্তে that ব্যবহার করা অধিকতর বাঞ্চনীয়।
(i) the +superlative degree + noun এর পরে
1. He is the best writer/player/actor that I have ever seen.
2. This book is by far the best one that I have ever read in my life.
3. Nobel Prize is considered the highest honour that can be achieved in certain fields of work.
4. Rezaul Karim is the most brilliant man that I've ever worked with.
(ii) anyone, no + noun, no one, none, all, everything, anything, nothing এর পরে
1. All that glitters is not gold.
2. There was no one that I could ask for help.
3. Is there anything else that you want to ask?
4. I have no money that I can spare.
(iii) any/the same/the only + noun এর পরে
1. Man is the only animal that uses language.
Or, Man is the only animal that can talk.
Or, This is the only one of his novels that are worth reading.
2. This is the same boy that stole my bag.
3. She's still the same fun-loving person that I knew at college.
[তবে the same + something এর ক্ষেত্রে as ব্যবহৃত হয়।
This is the same mistakes as you made yesterday.
Yours is the same phone as mine.]
4. Any advice that you can give me would be greatly appreciated.
(iv) Who, which, what ইত্যাদি Interrogative pronoun দ্বারা শুরু প্রশ্নবোধক বাক্যের subject এর পরে
1. Who am I that should object?
(আমি কে যে আপত্তি করব?)
2. Who was it that won the US open?
(এটা কে ছিল যে ইউএস ওপেন জিতেছিল?)
3. What is there that I don't know?
(এমন কি জিনিস আছে যা আমি জানি না)
4. What is the use of theoretical knowledge that has no practical application?
(যে তাত্ত্বিক জ্ঞানের বাস্তব প্রয়োগ নেই তার কাজ কি?)
5. Which year was it that Brazil won the World Cup last? (এটা কোন/কত সাল ছিল যখন ব্রাজিল শেষ বিশ্বকাপ জিতেছিল?)
(iv) একটি ব্যক্তি আর অন্যটি বস্তু বা জন্তু বুঝায় এমন antecedent এর পরে common relative pronoun রূপে
1. Many are the men and countries that I've seen.
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
Spouses(husband and wife) বলতে স্বামী স্ত্রী দুজনকেই বুঝায় কিন্তু Spouse( husband or wife) বলতে স্বামী স্ত্রীর যে কোনো একজনকে বুঝায়।
Siblings( brother and sister) বলতে ভাই বোন দুজনকেই বুঝায় কিন্তু Sibling( brother or sister) বলতে ভাই বোন দুজনের যে কোনো একজনকে বুঝায়।
* Parents ( father and mother)বলতে পিতা-মাতা দুজনকেই বুঝায়। কিন্তু
parent ( father or mother)বলতে পিতা-মাতার যে কোনো একজনকে বুঝায়।
Servers( waiter and waitress) বলতে পরিচারক - পরিচারিকা উভয়কেই বুঝায়।কিন্তু server ( waiter or waitress) বলতে পরিচারক - পরিচারিকা এদের যে কোনো একজন কে বুঝায়।
* যে শিশু অসাধারণ মেধাবী তাকে বলে wonder child.।
মানসপুত্র কে ইংরেজিতে বলে brainchild
যে শিশু জন্মায়নি তাকে বলে unborn child । যে
শিশু মৃত জন্মেছে তাকে বলে stillborn child।
তবে, বিবাহবহির্ভুত সন্তানকে বলে love child।
* ঘরের সিঁদ কেটে চুরি করলে সেই চোরকে বলে burglar. কিন্তু দোকান থেকে চুরি করলে তাকে বলে shoplifter.. এবং ব্যাংক থেকে যারা চুরি করে তাদেরকে বলে robbers…….
* বজ্র-বিদ্যুৎ সহযোগে ঝড় হলে তাকে electrical storm বলে।
কিন্তু চিন্তার ঝড় বুঝাতে brainstorm ব্যবহৃত হয়।
তবে, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করা বুঝাতে barnstorm বসে।
নিজের স্ত্রীকে হত্যা করলে Uxoricide
নিজের স্বামীকে হত্যা করলে mariticide
নিজের বোনকে হত্যা করলে Sororicide
নিজের ভাইকে হত্যা করলে fratricide
নিজের পিতাকে হত্যা করলে patricide
নিজের মাতাকে হত্যা করলে matricide
পুরো জাতিকে হত্যা করলে genocide,
মানব হত্যাকে বলে homicide
শত্রুকে হত্যা করলে হয় hosticide
তবে পরিবেশের ব্যাপক ক্ষতি করা হলে তাকে ecocide বলে।
Collected
& Dare৷ প্রসঙ্গ।
এদেরকে বলা হয়- Semi modal Auxiliary verb. এরা Auxiliary এবং Principal verb উভয়ই বলা যায়। পরীক্ষায় যদি আসে - need & dare কোন ধরনের Verb- সেক্ষেত্রে অবশ্যই উত্তর করবেন- Semi modal Auxiliary Verb.
এই verb গুলো পরে যদি আরো একটি Verb এর Base Form থাকে সেক্ষেত্রে এরা হবে modal Auxiliary Verb. যেমন
I need not go there- এই বাক্যে need হলো- Modal Auxiliary Verb.
কিন্তু এদের পরে যদি Infinitive বসে সেক্ষেত্রে এরা হবে Principal Verb.
বাংলা সিনেমার কমন নায়িকার ডায়লগ - How dare to touch me. এখানে dare হলো - Principal Verb
He needs to sell his flat- এই বাক্যে need হলো - Principal Verb.
এবার পত্রিকার দিকে তাকান- দেখুন need এর পরে Infinitive তথা- to address আছে।
সুতরাং এই বাক্যে need হলো -Principal Verb.
আপনার গ্রামারের বেসিক ভালো হলে -
ফ্রি হ্যান্ড রাইটিং বা অনুবাদ দুইটাই সুন্দর হবে- ইনশাআল্লাহ। 🥰✅
প্রশ্ন হলো- Woes এর আগে থাকা তিনটি শব্দ আলাদা ভাবে কোন Parts of Speech.
লিখাঃ শাকিলুজ্জামান ভাই
বেশ কিছু Word এর Pronunciation দেওয়া হলো -
apace (আপেইস) space (স্পেইস) spate (স্পেইট)
race (রেইস) racial (রেইশল-জাতিগত)
face (ফেইস) facial (ফেইশল)
fate (ফেইট) gate (গেইট) hate (হেইট) late (লেইট)
mate (মেইট) make (মেইক) made (মেইড)
sate (সেইট) rate (রেইট) cate (খেইট)
cable (খেইবল) table (ঠেইবল) label (লেইবল)
cake (খেইক) bake (বেইক)
brake (ব্রেইক) make (মেইক) sake (সেইক) take (ঠেইক)
fake (ফেইক) lake (লেইক) rake (রেইক)
pale (পেইল) bale (বেইল) sale (সেইল) tale (ঠেইল)
male (মেইল) female (ফিমেইল) gale (গেইল- তীব্র ঝড়)
kale (খেইল)
radius (রেইডিয়াস) radii (রেইডিআই)
data (ডেইঠা) nadir (নেইডিআর-সর্বনিম্ন বিন্দু)
taste (ঠেইস্ট) tasty (ঠেইস্টি) lazy (লেইজি)
chaste (চেইস্ট) paste (ফেইস্ট)
status (স্টেইটাস) stake (স্টেইক)
station (স্টেইশন) stationary (স্টেই-শনারি)
straight (স্ট্রেইট) strain (স্ট্রেইন)
strange (স্ট্রেইঞ্জ) strangely (স্ট্রেইঞ্জলি)
stranger (স্ট্রেইনজার)
state (স্টেইট), stately (স্টেইটলি)
phrase (ফ্রেইজ)
plane (প্লেইন)
range (রেইঞ্জ) hatred (হেইট্রিড) sacred (সেইকরিড)
patient (ফেইশন্ট) patiently (ফেইশন্টলি)
patience (ফেইশন্স)
basic (বেইসিক-মৌলিক) base (বেইস-মূল, ভিত্তি) based (বেইস্ট--ভিত্তিক)
basically (বেইসিকলি-মূলত) basis (বেইসিস)
inspiration (ইন্সপিরেইশন--অনুপ্রেরণা)
inspirational (ইন্সপিরেইশনাল-অনুপ্রেরণামূলক)
invitation (ইনভিটেইশন-দাওয়াত)
installation (ইন্সটলেইশন)
motivate (মটিভেইট) motivation (মটিভেইশন)
motivational (মোটিভেইশনাল)
radial (রেইডিয়াল) radially (রেইডিয়ালি)
radiate (রেইডিয়েইট) radiation (রেইডিয়েইশন)
radiant (রেইডিয়েন্ট) radiance (রেইডিয়ান্স)
radian (রেইডিয়ান) radon (রেইডান)
radium (রেইডিয়াম) radiology (রেইডিওলজি)
radiometric (রেইডিওঊমেট্রিক)
radiometrically (রেইডিওমেট্রিকলি)
ratio (রেইশিওউ-অনুপাত)
rave (রেইভ) raven (রেইভন)
raze (রেইজ) glaze (গ্লেইজ) maze (মেইজ)
cable (খেইবল) fable (ফেইবল) sable (সেইবল)
maple (মেইপল)
came (খেইম) dame (ডেইম) game (গেইম)
frame (ফ্রেইম)
fame (ফেইম) famous (ফেইমাস)
lame (লেইম) tame (ঠেইম) name (নেইম)
same (সেইম) shame (শেইম)
safe (সেইফ) shape (শেইফ) shade (শেইড)
babe (বেইব) r**e (রেইপ) cape (খেইপ) tape (ঠেইপ)
gape (গেইপ)
paper (ফেইপার) lady (লেইডি) baby (বেইবি)
danger (ডেইনজার) dangerous (ডেইনজারাস)
------------------------------
[Collected and edited]
54 টি প্রয়োজনীয় শাক সবজির ইংরেজী নাম:
শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
try → (ট্রাই) = চেষ্টাকরা।
I will try. → (আই উইল ট্রাই) = আমি চেষ্টা করবো।
I will try to come. → (আই উইল ট্রাই টু কাম) = আমি আসার চেষ্টা করবো।
Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা
Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর করো।
Confide → (কনফাইড) = ভরসা রাখা/ বিশ্বাস করা
Confide in me. → (কনফাইড ইন মি) = আমার উপর ভরসা রাখ।
fussy → (ফুজি) = উতলা
Don't be so fussy. → (ডন'ট বি সো ফুজি) = এত উতলা হয়ো না।
Convey → (কনভে) = বহন করা / জ্ঞাত করা
Convey my words to him. → (কনভে মাই ওয়ার্ডস টু হিম) = আমার কথাটা তাকে বলো ।
Let him say. → (লেট হিম ছে) = তাকে বলতে দাও।
You will move and die. → (ইউ উইল মুভ এ্যান্ড ডাই) = নড়ছে কি মরেছ।
fishy → (ফিশি) = সন্দেহ
Don't be so fishy. → (ডন'ট বি সো ফিশি) = এত সন্দেহ করো না ।
dab → (ড্যাব) = ঘষা / মৃদু টোকা
I don't dab. → (আই ডন'ট ড্যাব) = ঘষা দিও না।
Have your say? → (হেভ ইয়োর ছে?) = তোমার কি বলার আছে?
Get a good phone for me. → (গেট এ গুড ফোন ফর মি) = আমার জন্য একটা ভালো ফোন কিনো।
something → (সামথিং) = কিছু
quiet → (কুয়াইট) = চুপ করে থাকা
Say something, don't be quiet. → (ছে সামথিং, ডন'ট বি কুয়াইট) = কিছু বল, চুপ করে থেকো না।
I have nothing to say. → (আই হেভ নাথিং টু ছে) = আমার কিছু বলার নেই।
------------------------------
[Collected and edited]
🔘 Parts of Speech এর উপর অসাধারণ একটি নোট।
🔘 সংগ্রহে রাখতে পারেন।
Get started ( = begin, শুরু করা)
মনে রাখুন, get started এর পরে object বসে না।
Come on. Let's get started, we've wasted enough time already. (জলদি কর, চল কাজ শুরু করা যাক, আমরা ইতোমধ্যে যথেষ্ট সময় অপচয় করেছি)
It's nearly ten o'clock. Let's get started.
(এখন প্রায় ১০ টা বাজে। চল শুরু করা যাক)
We couldn’t wait to get started on the next job.
(পরের কাজটি শুরু করতে আমরা অপেক্ষা করতে পারিনি)
When can we get started?
(আমরা কখন শুরু করতে পারি)
Get doing/going/moving (begin to do, শুরু করা)
Let's get going/moving.
(চল যাওয়া যাক)
We had better get moving/going or we'll be late.
(আমাদের এখন যাওয়া শুরু করা উচিত অথবা আমাদের দেরি হয়ে যাবে)
We need to get going soon.
(শীঘ্রই আমাদের যাওয়া শুরু করা দরকার)
It's late. I must get going.
(দেরি হয়ে গেছে। আমার অবশ্যই যাওয়া শুরু করা উচিত)
I got talking to her.
(আমি তার সাথে কথা বলা শুরু করেছিলাম)
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Rajshahi
6205
Jholmoliya, Puthia
Rajshahi, 6400
Jholmoliya Coaching Center page is published for students to grow their knowledge at online platform.
House-27 ( 1st Floor), Ghoshpara More, Hatemkhan
Rajshahi, 6200
An Authentic Student Consultancy Firm in Rajshahi
Rajshahi, 6206
HSC(Science) | Admission (Science) Azizul Haque (EEE,RU)
Shyampur, Mothiher, Mijaner Mor, Rjashahi
Rajshahi, 6212
Advanced Digital Marketer and Shopify Drop shipping with freelancer
কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের পূর্ব পার্শ্বে মা ফটোস্ট্যাট এর পাশের গলি
Rajshahi
Education is the backbone of the nation so we are by your side to constantly establish you in new ways with knowledge and education so contact us now without delay we will build you strictly on that subject with special emphasis on your special issues
Rajshahi
Rajshahi
The Bridge, a place where a student will get all the right guideline for their higher education abroad and career. A right guide line helps students to overcome halfway towards making a correct decision.We offer free assessment and consultation.