ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কা

ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কা

Comments

প্রিয় পেইজবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আমার নিজ কন্ঠের গানটি ((আর পেলনা চোখর পানি)) যদি আপনাদের শুনতে ভাল লাগে দয়া করে, (বাতিঘর চ্যনালে) দেখতে পাইবেন,ইনশাআল্লাহ
🌅বেশী করে সাবস্কাইব,লাইক,শেয়ার, ও কমেন্টে করুন।এই গানটি আপনি ও আপনার নিজ আত্নীয় সজন, বন্ধু
দের কে দিয়ে আমাকে ভাইরাল করতে পারবেন।আপনাদের সহযোগীতার মধ্যমে, তা করা একমাত্র সম্ভব মহান আল্লাহ আপনাদের কল্যাণ দান করুক।
🌄শিল্পী,মোঃএয়াকুব আলী।
লিয়াকত মাসুদের উপর বিনাদোষে নির্যাতন করে জামেয়া ইউনুসিয়ার ছাত্র-শিক্ষগন মিথ্যার চাদর গায়ে জড়িয়েছে।

education website

Operating as usual

26/09/2022

ইলম থেকে মাহরুম হওয়ার কারণসমূহ।
=========================
🔴১.উস্তাদের সঙ্গে বেআদবী করা।
🔴২.যাতায়াতের সময় সালাম না দেওয়া।
🔴৩.উস্তাদের দিকে পিঠ দিয়ে বসা।
🔴৪.উস্তাদের দিকে পা দিয়ে বসা।
🔴৫.আনুগত্য কম করা কিছুু মানা আর কিছুু না মানা।
🔴৬.মুহাব্বতের মধ্যে কমতি করা।
🔴৭.উস্তাদকে ধোকা দেওয়া।
🔴৮.উস্তাদের সাথে মিথ্যা কথা বলা।
🔴৯.নিজের ভুলের তাবীল করা।
🔴১০.খেদমতে কমতি করা।
🔴১১.উস্তাদের মনে আঘাত দেওয়ার দ্বারা ইলমের বরকত চলে যায়।এবং তার খুশির দ্বারা ইলমে বরকত হয়।
🔴১২.উস্তাদের খারাপ নাম রাখা।
🔴১৩.উস্তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ।
🔴১৪.উস্তাদকে কথায় বা কাজে কষ্ট দেওয়া।
🔴১৫.যে তালিবে ইলম নিজের উস্তাদের জন্য কোন প্রকারের কষ্টের কারণ হয়, সে ইলমের বরকত থেকে মাহরুম থাকবে। হাজারো চেষ্টা করার দ্বারাও ইলমের মত সম্পদ দ্বারা উপকৃত হতে পারবে না।

📘(তুহফাতুত তুলাবা ওয়াল উলামা -৩৩০)

Photos from ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা।'s post 23/09/2022

আমাদের গর্বের ধন।
অভিনন্দন!
বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম।
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে
৩য় স্থান অর্জন করেছে।

Photos from ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা।'s post 21/09/2022

আলহামদুলিল্লাহ!!
আজ মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবং ১ম,২য়,৩য় দের মাঝে পুরুষ্কার বিতরন করাহয়।

20/09/2022

মেয়েদের ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, এটা একটা কালচারাল ওয়ার। নিচের কার্টুনটি এঁকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিদেশে সি বিচে মেয়েদের বিকিনি পরে ভলিবল খেলার প্রতিযোগিতা হয়, এই খেলা পুরুষ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়। পুরুষদের উদ্দাম নারীদেহ দেখতে ভালো লাগে। আর সেটাকেই পূজি করে চলে এই খেলা।

এখন ক্রিকেটেও চলে এসেছে নারীদেহের উদ্দাম নাচ, চিয়ার্স লিডার নাম দিয়ে ছোট পোশাকে মেয়েরা পুরুষ দর্শকদের মনোরঞ্জন করতে থাকে।

খেলা এখন শুধু বিনোদন নয়, এটা ব্যবসা। এখানে জুয়ার আসর বসে, চিয়ার্স লিডার নামে টাকায় কেনা সস্তা মেয়েরা মাঠ জুড়ে নেচে গেয়ে দর্শক বাড়ায়।

এসব খেলা নিয়ে মুসলিমদের এত মাতামাতি কেন?

ধর্মের বেসিক জ্ঞান আমাদের শূণ্যের কোঠায় নেমেছে। মেয়েরা বেপর্দা হয়ে খেলা ধূলা করছে, তা নিয়ে আমরা এখন গর্বিত হই !

পর্দা নিয়ে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কার্টুন আঁকছে, মেয়েদের ফুটবল জয়কে ধর্মের বিধানের সাথে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর সাহস পেয়েছে এটা আমাদের ধর্মহীনতার ফল।

কার্টুনে বুঝানো হয়েছে, হুজুরেরা পর্দা নিয়ে বলে, তাই মেয়েরা ফুটবল দিয়ে লাথি মেরে বুঝিয়েছে আমরা পারি! এই লাথিটা আসলে কাকে দিয়েছে?

কোনো হুজুর এই পর্দার বিধান দেয়নি, এটা আল্লাহ সুবহানা তায়ালার বিধান। তিনি এই বিধানের মাধ্যম নারীদের সস্তা হতে দেননি। হাজার পুরুষের মনোরঞ্জনের জন্য নারীদেহ উম্মুক্ত রাখার বিধান দেননি। পর্দার মাধ্যমে নারীদের সম্মানিত করেছেন। অথচ অধিকাংশই তা বুঝি না।

আসুন, নিজেদের পরিবারে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করি।

Photos from ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা।'s post 17/09/2022

Photos from ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা।'s post

17/09/2022

লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। -
অধিক সংখ্যায় পড়ুন।
কারণ এটি জান্নাতের গুপ্তধন।

12/09/2022

নাযেরা বিভাগের ক্লাশ চলাকালীন সময়ে

11/09/2022

নাজেরা বিভাগে সুরা মশক চলাকালীন সময়! (২)
ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা মুন্ডুমালা।

11/09/2022

কারো ইসলামের বিশাল খিদমত দেখলেই এটা মনে করার সুযোগ নেই যে, তিনি ইসলামের বহুত বড় কেউ। কেননা, সহীহ বুখারী ও সহীহ মুসলিম-এর হাদীসে হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন--

إِنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ نَفْسٌ مُسْلِمَةٌ، وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ

“নিশ্চয়ই মুসলিম ব্যক্তি ছাড়া কেউ বেহেশতে যাবে না। আর অবশ্যই আল্লাহ তা‘আলা ফাজির-বদকার ব্যক্তির দ্বারা এই দ্বীনের সহায়তা নিয়ে থাকেন।”

(সহীহ বুখারী, হাদীস নং ৩০৬২/ সহীহ মুসলিম, হাদীস নং ১১১)

08/09/2022

মহিলা জাতির কলংক

06/09/2022

নাজেরা বিভাগে সুরা মশক চলাকালীন সময়!
ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা মুন্ডুমালা।

Photos from ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা।'s post 05/09/2022

আপনার সন্তানকে মাদ্রাসায় দিন

05/09/2022

বৃহস্পতিবারে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে.......

04/09/2022

নাজেরা বিভাগে মশক চলাকালীন সময়!
ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা মুন্ডুমালা।

01/09/2022

⚠️🚫 সালাম দেওয়াতে এখনও সতর্ক হন!🚫⚠️

১.স্লামালাইকুম ❌
অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )

২.আসসালামালাইকুম ❌
অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )

৩.স্লামালিকুম ❌
অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )

সেলামালাইকুম ❌
•আসলা মালিকুম ❌
•> যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।

আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার,
•অলাইকুম সালাম ❌
••অলাইকুম আস-সালাম ❌
•আলিকুম সালাম ❌
•>যার উত্তরেও গজব ,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়

▪️ নাঊজুবিল্লাহি মিন জালিক!
আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে :

▪️সালাম এর সঠিক উচ্চারণ হলো,
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَ
✅ আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি, ওয়া
বারকাতুহ্।❤️

وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
✅ ওয়া আলাইকুমুস-সালাম, ওয়া রহমাতুল্লহি, ওয়া বারকাতুহ্।❤️

31/08/2022

মাদ্রাসা ছত্রীদের মনমুগ্ধ কুরআন তেলাওয়াত।
আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন।

Photos from ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা।'s post 31/08/2022

দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর ছুটি হয়েগেছে মাদ্রাসা।

31/08/2022

মহিলা মাদ্রাসার ছত্রীদের মনমুগ্ধ কুরআন তেলাওয়াত।

মুন্ডুমালায় একসঙ্গে পবিত্র কোরআন পড়া ধরলেন ২০ শিশু 29/08/2022

মুন্ডুমালায় একসঙ্গে পবিত্র কোরআন পড়া ধরলেন ২০ শিশু

ধন্যবাদ নিউজ টি করার জন্য।

মুন্ডুমালায় একসঙ্গে পবিত্র কোরআন পড়া ধরলেন ২০ শিশু নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : বয়স মাত্র সাত বছর কেউ বা আট বছরের পড়েছে। এমন বয়সেই আমপারা পেরিয়ে তারা এখন পবিত্.....

29/08/2022

সন্তানকে ৫ হাজার টাকা দিয়ে ইংরেজি শিখাতে পারেন ৫০০ টাকা দিয়ে কোরআন শিখাতে পারেন না।
আপনি তো বৃদ্ধাশ্রমে যাওয়ারই যোগ্য।

27/08/2022

একটি ভিত্তিহীন ঘটনা : নূহ আলাইহিস সালামের কিশতিতে মলত্যাগের ঘটনা
.
নূহ আ.-এর প্লাবন ও তাঁর কিশতির বিষয় কুরআন মাজীদের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, যা কমবেশি সকলেরই জানা আছে। কিন্তু এর সাথে সাথে এ বিষয়ে সমাজে বিভিন্ন কল্পকাহিনীও প্রচলিত আছে।
এবিষয়ের একটি ঘটনা হল, আল্লাহ তাআলার আদেশে নূহ আ. যখন কিশতি বানালেন তখন তার কওম তা নিয়ে ঠাট্টা-মশকরা করতে লাগল। একপর্যায়ে তারা কিশতিতে মলত্যাগ করতে শুরু করল। একদিন এক কুষ্ঠরোগী তাতে মলত্যাগ করতে গিয়ে ময়লার মধ্যে পড়ে গেল এবং তার কুষ্ঠরোগ ভাল হয়ে গেল। এ ঘটনা যখন এলাকায় জানাজানি হয়ে গেল তখন লোকেরা এসে কিশতি থেকে ময়লা (মল) সংগ্রহ করে তাদের রুগিদের ভাল করতে লাগল, এমনকি তারা শেষপর্যায়ে গিয়ে কিশতি ধুয়ে ধুয়ে এর পানি সংগ্রহ করে নিয়ে যেতে লাগল- এভাবে কিশতি পরিষ্কার হয়ে গেল।
আগেই বলা হয়েছে, এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো সহীহ সূত্র ও নির্ভরযোগ্য কোনো উদ্ধৃতিও নেই। এটি সম্পূর্ণ মনগড়া একটি কাহিনী। সুতরাং তা বর্ণনা করা থেকে বিরত থাকা জরুরি।

Photos from ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা।'s post 27/08/2022

পরিক্ষার হল প্রস্তুত!
সকাল ৯ টা থেকে শুরু হবে দ্বিতীয় সাময়িক পরীক্ষা।
বাচ্ছাদের জন্য দোয়া করবেন সকলে।

18/08/2022

একটি সচেতনতামূলক পোস্ট
------------------------------

সম্প্রতি সারা দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু ধর্মালম্বীদের মানসা পূজা পালিত হয়েছে। এই পূজার বিশেষ রীতি হলো, এদিন সর্পদেবীর নামে হিন্দুরা পাঁঠাবলি (ছাগল উৎসর্গ) দেয়। গায়রুল্লাহর নামে তারা এই পশুর শিরশ্ছেদ করে।
.
শিরশ্ছেদ কৃত এই পশুর মাথা মন্দিরের পুরোহিত বা ধর্মীয় গুরুরা রেখে দেয়, যার রক্ত দিয়ে মূর্তির আরাধনা করা হয়। অতঃপর এই সব হারাম পাঠার মস্তক বাজারে কসাইদের কাছে তারা স্বল্প মুল্যে বিক্রি করে দেয় এবং দেখা যায়, মানসা পূজার পরদিন হতে বাজারে শত শত পাঠা/ছাগলের মাথা কসাইয়ের দোকানে শোভা পায়।

এক্ষেত্রে দুঃখজনক ব্যাপার হলো, অসচেতনার ফলে অনেক মুসলিম এই পাঠার মস্তক বাজার থেকে কিনে নিয়ে যায়, অথচ এই সকল পশুর মস্তক হালাল উপায়ে এবং আল্লাহর নামে জবাই করা হয়নি। সে কারণে গায়রুল্লাহর উদ্দেশ্যে এই বলিকৃত পশুর মাথা বা গোশত খাওয়া সম্পূর্ণভাবে হারাম।

তাই এ সময় কোনোরূপ ছাগল/পাঠার ছিন্ন মস্তক না কেনা উচিত । নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।

15/08/2022

সবাই ২ সপ্তাহ ডিম কিনা বন্ধ রাখলে কেমন হয়???
ডিমের দাম অটোমেটিক কমে যাবে,
কারণ এটা পচনশীল। সবাই একতাবদ্ধ হলে আমরা পারব।

Photos from ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা।'s post 13/08/2022

প্রথম শ্রেণির ছাত্রীদের ভাগের হরফ লিখা শিক্ষা

13/08/2022

আপনার সন্তানকে মাদ্রাসায় দিন।
দোয়ায়ে মাছুরাঃ-
৩য় শ্রেণির ছাত্রী মোসাঃ আকলিমা খাতুন

13/08/2022

আপনার সন্তানকে মাদ্রাসায় দিন।
দুরুদে ইবরাহীমঃ-
৩য় শ্রেণির ছাত্রী মোসাঃ মাসরুফা নাঈমা।

Photos from ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা।'s post 12/08/2022

আজ ১২ই আগস্ট শুক্রবার ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা মুন্ডুমালার আবাসিক ছাত্রীদের কে দুপুরের খাবার খাওয়ান মাননীয় পররাষ্ট্রপ্রতি মন্ত্রীর স্ত্রী আয়েশা আক্তার ডালিয়া। এসময় ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরন করেন মুন্ডুমালা পৌরসভার সম্মানিত মেয়র জনাব সাইদুর রহমান।
পরে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করেন তারা।

09/08/2022

আপনার সন্তানকে মাদ্রাসায় দিন।
তাশাহুদঃ-
প্রথম শ্রেণির ছাত্রী মোসাঃ খাদিজা খাতুন

09/08/2022

আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন।
ছানাঃ-
প্রথম শ্রেণির ছাত্রী মোসাঃ হালিমা খাতুন

08/08/2022

কারবালার হৃদয় বিদারক গজল!!
মাশাআল্লাহ, আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ এর এই
তারানাটা হৃদয়ে শিহরণ জাগিয়ে তোলে।☺️
যতশুনি ততোই ভালো লাগে ❤️

07/08/2022

মুহাররমের পুরো মাসই রোযার জন্য ফজীলতময়। বিশেষভাবে আশূরার রোযা অনেক ফজীলতপূর্ণ।

মুহাররম মাসে যত সম্ভব বেশী বেশী রোযা রাখুন। আর মুহাররম-আশূরা উপলক্ষে রোযা রাখুন ২দিন : ৯ ও ১০ মুহাররম অথবা ১০ ও ১১ মুহাররম।

৯ ও ১০ মুহাররম এ বছর যথাক্রমে ৮ ও ৯ আগস্ট রোজ সোমবার ও মঙ্গলবার হবে।

আর ১০ ও ১১ মুহাররম যথাক্রমে ৯ ও ১০ আগস্ট তথা মঙ্গলবার ও বুধবার হবে।

ফজীলত : --

হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, “রামাজানের পর আল্লাহর মাস মুহাররমের রোজা হলো শ্রেষ্ঠ রোযা।”

(সহীহ মুসলিম, ২য় খণ্ড,৩৬৮ পৃষ্ঠা--হাদীস নং ১১৬৩; জামে তিরমিযী, ১ম খণ্ড ১৫৭ পৃষ্ঠা)

অপর হাদীসে হযরত কাতাদাহ (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবী কারিম (সা.) বলেন, “আমি আশাবাদী যে, আশূরার রোজার কারণে আল্লাহ তা‘আলা অতীতের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন।”

(সহীহ মুসলিম : ১ম খণ্ড, ৩৬৭ পৃষ্ঠা--হাদীস নং ১১৬২; জামে তিরমিযী, ১ম খণ্ড, ১৫৮ পৃষ্ঠা--হাদীস নং ৭৫৬)

02/08/2022

কুরআন মুখস্থ করার পড় ভুলে যাওয়ার ১০টি কারন

১/ চুরি করা।
২/ মিথ্যা কথা বলা।
৩/ বিন অনুমতিতে অন্যের মাল ব্যবহার করা।
৪/ হারাম ভক্ষণ করা।
৫/ বার বার কবিরা গুনাহ করা।
৬/ বার বার নামাজ কাযা করা।
৭/ ওস্তাদের সাথে বেয়াদবি করা।
৮/ পিতা-মাতার সাথে বেয়াদবি করা।
৯/ কুরআন শরীফের সাথে বেয়াদবি করা।
১০/ নিয়মিত তিলাওয়াত না করা।
আল্লাহ তাআলা এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দিন।

02/08/2022

সদ্য স্নাতক পাশ করা ছেলেকে ভাল একটা উপহার
দেয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন।

বললেন, এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই।

তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তারা এটার কত দাম বলে।”

ছেলে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′ তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”

ছেলে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′′

বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন।

ছেলে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"

তখন বাবা তাঁর ছেলেকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে রাগ করবেনা।

বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে।

এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ করে না।”

01/08/2022

একটু কষ্ট করে নিচের হাদীস দুটি পড়েন, হাদীস পাঠ শেষে তালিবুল ইলম্ হিসেবে কিছু বিষয় জানতে চাইব।

قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشْرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلاَءُ
রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাত যখন পনেরটি বিষয়ে লিপ্ত হয়ে পড়বে তখন তাদের উপর বিপদ-মুসীবত এসে পড়বে।
‏فَقِيلَ وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏
প্রশ্ন করা হল ইয়া রাসূলাল্লাহ! সেগুলো কি কি? তিনি বললেনঃ
إِذَا كَانَ الْمَغْنَمُ دُوَلاً
(১)যখন গানীমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,

وَالأَمَانَةُ مَغْنَمًا
(২)আমানাত লুটের মালে পরিণত হবে,

وَالزَّكَاةُ مَغْرَمًا
(৩) যাকাত জরিমানা রূপে গণ্য হবে,

وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ
(৪)পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে,

وَعَقَّ أُمَّهُ
(৫) এবং মায়ের অবাধ্য হবে,

وَبَرَّ صَدِيقَهُ
(৬) বন্ধুর সাথে ভাল ব্যবহার করবে,

وَجَفَا أَبَاهُ
(৭) কিন্তু পিতার সাথে খারাপ ব্যবহার করবে,

وَارْتَفَعَتِ الأَصْوَات فِي الْمَسَاجِدِ
(৮) মসজিদে শোরগোল করা হবে,

وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
(৯) সবচাইতে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা,

وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
(১০) কোন লোককে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে,

وَشُرِبَتِ الْخُمُورُ
(১১) মদ পান করা হবে,

وَلُبِسَ الْحَرِيرُ
(১২) রেশমী বস্ত্র পরিধান করা হবে,

وَاتُّخِذَتِ الْقَيْنَاتُ
(১৩) নর্তকী গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে,

وَالْمَعَازِفُ
(১৪) বাদ্যযন্ত্রসমূহের কদর করা হবে ,

وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
(১৫) এবং এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ব যুগের লোকদের অভিসম্পাত করবে,

فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ أَوْ خَسْفًا وَمَسْخًا ‏
তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিধ্বস অথবা চেহারা বিকৃতির আজাবের অপেক্ষা করবে।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১০
হাদিসের মান: দুর্বল হাদিস

এর পরের বর্ননাটিতে গজবের কথা আরেকটু বিস্তারিত এসেছে।

فليرتقِبوا عندَ ذلكَ ريحًا حمراءَ وزلزلةً وخسفًا ومسخًا وقذفًا وآياتٍ تتابعُ كنظامٍ بالٍ قُطِعَ سِلكُهُ فتتابَع

তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।
তিরমিজি-২২১১
হাদিসের মান: দুর্বল হাদিস

এক.
উপরের দুটি হাদীসই দূর্বল ,

দুই.
হাদীসে বর্ণিত পনেরটি অপরাধ ই উম্মাহ থেকে সংগঠিত হয়ে গেছে,হইতেছে এবং হতে থাকবে,,,,, যেহেতু হাদীস দুর্বল সেহেতু এগুলো ঘটলেও মনে করতে হবে ঘটেনি,,,,,,কারণ হাদিস তো দূর্বল তাইনা!?

তিন.
হাদীস দূর্বল হওয়ার কারণে হাদীসে বর্ণিত গজবগুলি ঘটলেও আমরা বলব ঘটেনি,,,,?!

চার.
যেহেতু হাদীস দূর্বল সেহেতু সৌদি আরবে নর্তকীদের নাচ, সীনেমা হল চালু হলেও বলতে হবে চালু হয়নি।

লেখার উদ্দেশ্য,
দূর্বল দূর্বল শ্লোগান যেন আমাদেরকে অন্ধ বানিয়ে না দেয়।

আরিফ বিন হাবিব
জামিয়া শারিফিয়া আরাবিয়া মাদ্রাসা লালবাগ।

31/07/2022

খতমে খাজেগান পড়ার নিয়ম:

১। ইস্তেগ্ফার- ১১বার
২। সূরা ফাতিহা- ১০০বার
৩। দরূদ শরীফ- ১০০বার
৪। সূরা আলম নাশরাহ- ৭০বার
৫। সূরা ইখলাছ- ১০০বার
৬। পুনরায় সূরা ফাতিহা- ৭বার
৭। পুনরায় দরূদ শরীফ- ১০০বার
৮। তারপর এই দোয়া (একশত বার): فَسَهِّلْ يَا اِلٰهِىْ كُلَّ صَعْبٍ بِحُرْ مَتِ سَيِّدِ الْاَ بْرَارِ سَهِّلْ سَهِّلْ بِفَضْلِكَ يَاعَزِيْزُ‎
উচ্চারণ: ফাসাহ্হিল ইয়া ইলাহি কুল্লা ছা’বিন বিহুরমাতি সায়্যেদিল আবররি সাহ্হিল- সাহ্হিল বিফাদ্বলিকা ইয়া আজীজ। অত:পর
৯। يَا قَاضِىَ الْحَاجَاتْ ইয়া ক্বদ্বিয়াল হাযাত- ১০০বার
১০। يَا كَفِىَ الْمُهِمَّاتْ ইয়া কাফিয়াল মুহিম্মাত- ১০০বার
১১। يَا دَافِعَ الْبَلِيَّاتْ ইয়া দাফিয়াল বালিয়্যাত- ১০০বার
১২। يَا مُجِيْبَ الدَّعْوَاتْ ইয়া মুযিবাদ দা’ওয়াত- ১০০বার
১৩। يَا رَافِعَ الدَّرَجَاتْ ইয়া রাফিয়াদ্ দারযাত- ১০০বার
১৪। يَا حَلَّالَ الْمُشْكِلَاتْ ইয়া হাল্লালাল্ মুশ্কিলাত্- ১০০বার
১৫। يَا مُسَبِّبَ الْاَسْبَابْ ইয়া মুসাব্বিবাল আসবাব- ১০০বার
১৬। يَا شَافِعَ الْاَمْرَاضْ ইয়া শাফিয়াল আমরাজ- ১০০বার
১৭। يَا مُفَتِّحَ الْاَبْوَابْ ইয়া মুফাত্তিহাল্ আব্ওয়াব- ১০০বার
১৮। رَبِّ اِنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ রব্বি ইন্নি মাগ্লুবুন ফানতাছির- ১০০বার
১৯। يَا غَوْثُ اَغِثْنِىْ وَاَمْدُدْنِىْ ইয়া গউছু আগিছ্নী ওয়া আম্দুদ্নীয়া- ১০০বার
২০। اِنَّالِلّٰهِ وَاِنَّااِلَيْهِ رَاجِعُوْنْ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন- ১০০বার
২১। لَااِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنْ লা-ইলাহা ইল্লা আ আংতা সুব্হানাকা ইন্নি কুংতু মিনাজ জোয়ালিমীন- ১০০বার‎
২২। فَاسْتَجَبْنَا لَهٗ وَنَجَّيْنٰهُ مِنَ الْغَمِّ وَكَذٰ لِكَ نُنْجِى الْمُؤْمِنِيْنْ ফাসতাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গম্মি ওয়া কাজালিকা নুনজিল মু’মিনীন- ১০০বার‎
২৩। يَا اَرْ حَمَ الرَّحِمِيْنْ ইয়া আরহামার রহিমিন- ১০০বার‎
২৪। অতঃপর ১০০বার দরূদ শরীফ পাঠ করে খতম শেষ করে খালেছ দিলে মুনাজাত করবে, ইনশাআল্লাহ্, আল্লাহপাক কবুল করবেন এবং এর ফলাফল প্রত্যক্ষ হতে থাকবে।

24/07/2022

মাদ্রাসার শিক্ষক।

একটু প্রহার করলে, হুজুর একটু বেশী মারে।

আর আদর করলে, স্বভাব খারাপ, হুজুর ভাল না,

বেতন বাড়ানোর চাইলে, হুজুর এত লোভী কেন?

ছুটি চাইলে,, হুজুর বউয়ের গোলাম।

ক্লাস টাইমে ক্লান্ত হয়ে কখনো একটু বিরতি নিলে, হুজুর ডিউটি করে না।

প্রয়োজনে মোবাইল হাতে নিলে, হুজুর মোবাইল পাগলা বলে
বহু রকম আইনের কথা শুনিয়ে দেয়।

ভালো পোষাক পরলে, হুজুর এত শৌখিন ভাব ধরে।

একটু নরমাল পোষাক পরলে, হুজুর দুনিয়ার খাচ্ছর, পরিষ্কার পরিচ্ছন্ন না,

চাকরি ছেড়ে বা পাশাপাশি ব্যবসা বা অন্য কিছু করলে
ঐ দেখো হুজুরের জীবনটা নষ্ট, দুনিয়া পাইছে!

শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে বসে থাকলে বলবে এভাবে মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকলে চলবে!!
পাশাপাশি কিছু একটা করেন।
ভূলক্রমে হুজুরের একটা দোষ পাইলেই বলে সেতো মাদ্রাসার বিশাল ক্ষতি করলো মাদ্রাসাটা শেষ করে দিলো!

মাদ্রাসার কমিটি, ও গার্ডিয়ানদের এমন বহু কথা শুনেও মাদ্রাসার উস্তাদরা বছরের পর বছর তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দ্বীনের খেদমত ও ছাত্রদের উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে থাকেন,

তাই বলে আমাদের থেমে গেলে চলবে না,
বসে থাকলেও হবেনা কারন লোকে কি বলে আমাদের দেখার সময় নাই।গন্তব্য স্থলে আমাদের পৌঁছতেই হবে।

Photos from ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা।'s post 23/07/2022

আলহামদুলিল্লাহ!!!
এখন থেকে ভিডিওর মাধ্যমে নিয়মিত ছাত্রীদের পাঠদান।

22/07/2022

আপনি কি ভালো মানুষ? ভালো মানুষের একটা চেকলিস্ট নিম্নে দেওয়া হলো।

ইন্টারনেটে ঘুরতে গিয়ে ভালো মানুষের অন্তত বারোটি আলামত সম্বলিত একটা লেখা পেলাম। লেখকের পরিচয় জানিনা। আল্লাহ উত্তম জাযা দান করুন।

আসুন নিজেই নিজেকে চেক করি সেই তালিকায় আমরা আছি? নাকি নেই?

নবী করিম সা,বলেছেন ১২ জন মানুষ সবচেয়ে সর্বোত্তম !

এক.

ﺧَﻴْﺮُﻛُﻢْ ﻣَﻦْ ﺗَﻌَﻠَّﻢَ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﻭَﻋَﻠَّﻤَﻪُ

‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’(বুখারি, ৫০২৭)

দুই.

ﺇِﻥَّ ﺧِﻴَﺎﺭَﻛُﻢْ ﺃَﺣَﺎﺳِﻨُﻜُﻢْ ﺃَﺧْﻼَﻗًﺎ

‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ (বুখারি, ৬০৩৫)

তিন.

ﺇِﻥَّ ﺧِﻴَﺎﺭَﻛُﻢْ ﺃَﺣْﺴَﻨُﻜُﻢْ ﻗَﻀَﺎﺀً

‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।’(বুখারি, ২৩০৫)

চার.

‘তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ (তিরমিজি, ২২৬৩/২৪৩২)

পাঁচ.

‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।’ (সহিহ ইবনে হিব্বান, ৪১৭৭)

ছয়.

ﺧِﻴَﺎﺭُﻛُﻢْ ﺃَﻃْﻮَﻟُﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﺭًﺍ ﻭَﺃَﺣْﺴَﻨُﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﻟًﺎ

তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং (নেক) কাজে উত্তম।(আহমাদ ৭২১২)
.

সাত.

ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺃﻧْﻔَﻌُﻬُﻢْ ﻟِﻠﻨَّﺎﺱِ

সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। (সহীহুল জামে’ হা/ ৩২৮৯)
.

আট.

ﻣَـﺨْﻤُﻮْﻡِ ﺍﻟْﻘَﻠْﺐِ ﺻَﺪُﻭْﻕِ ﺍﻟﻠِّﺴَﺎﻥِ ﻗَﺎﻟُﻮﺍ ﺻَﺪُﻭْﻕُ ﺍﻟﻠِّﺴَﺎﻥِ ﻧَﻌْﺮِﻓُﻪُ ﻓَﻤَﺎ ﻣَـﺨْﻤُﻮﻡُ ﺍﻟْﻘَﻠْﺐِ

‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী।

সাহাবিরা রা, জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে?

রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।(ইবনে মাজাহ ৪২১৬)
.

নয়.

ﺧَﻴْﺮُ ﺍﻷَﺻْﺤَﺎﺏِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺼَﺎﺣِﺒِﻪِ ﻭَﺧَﻴْﺮُ ﺍﻟْﺠِﻴﺮَﺍﻥِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺠَﺎﺭِﻩِ

‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’ (তিরমিজি,১৯৪৪)
.

দশ.

ﺇِﻥَّ ﻣِﻦْ ﺧِﻴَﺎﺭِﻛُﻢْ ﺃَﺣْﺴَﻨَﻜُﻢْ ﺃَﺧْﻠَﺎﻗًﺎ

‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।’ (বুখারি, ৩৫৫৯)
.

এগারো.

ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﻣَﻨْﺰِﻟَﺔً ﺭَﺟُﻞٌ ﻋَﻠَﻰ ﻣَﺘْﻦِ ﻓَﺮَﺳِﻪِ ﻳُﺨِﻴﻒُ ﺍﻟْﻌَﺪُﻭَّ ﻭَﻳُﺨِﻴﻔُﻮﻧَﻪُ

মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে, যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে। (বাইহাক্বীর শুআবুল ঈমান ৪২৯১)
.

বারো.

ﻟَﻤُﺆْﻣِﻦٌ ﻣُﺠَﺎﻫِﺪٌ ﺑِﻨَﻔْﺴِﻪِ ﻭَﻣَﺎﻟِﻪِ ﻓﻲ ﺳَﺒﻴﻞِ ﺍﻟﻠﻪِ

ঐ মু’মিন (সর্বশ্রেষ্ঠ) যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে। (বুখারী ২৭৮৬, ৬৪৯৪)


আল্লাহ আমাদের সবাইকে সর্বোত্তম মানুষ হিসেবে গড়ে উঠার তৌফিক দান করুন।

18/07/2022

একটি বিশেষ ঘোষনা
পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটির পর, আজ ১৮ জুলাই সোমবার হতে ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা মাদ্রাসা, খোলা হয়েছে। অতএব যথাসময়ে সবক শুরু হবে সংশ্লিষ্ট সকলেই হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
নিবেদক
এম,সালমান আমীন
মাদ্রাসা পরিচালক

18/07/2022

হাফেজা/নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা প্রয়োজন।
ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা বালিকা শাখায়, আগ্রহীদের/অভিভাবকদের যোগাযোগ করতে আহবান করছি।

মুন্ডুমালা, তানোর, রাজশাহী।
মোবা. 01736-631282

17/07/2022

সদকায়ে জারিয়ার সুবর্ণ সুযোগ!!
=======================
মাদ্রাসার কিতাব সংরক্ষণের জন্য রেক প্রয়োজন ।

রেকগুলো ব্যবহার হবে কিতাব রাখার জন্য।

সদকায়ে জারিয়ায় আপনিও হতে পারেন একজন ভাগ্যবান অংশীদার।

ফতোয়ার বিভাগ ও হাদিসের কিতাব ইসলামী অর্থনীতি এবং কুরআন শরীফ রাখার জন্য কিনে দিতে পারেন অথবা বিকাশে টাকা পাঠালে আমরা আপনার নামে কিনে ওয়াকফ করে দিবো ইনশাআল্লাহ।

টাকা পাঠানোর মাধ্যম:
বিকাশ :- 01736-631282

15/07/2022
09/07/2022

ফাতেমাতুজ্জোহরা রা. মহিলা কওমী মাদরাসার পক্ষ থেকে ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ সবাইকে ঈদ মুবারাক!

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

08/07/2022

আজ রাতে সাহরী খেয়ে আগামীকাল ইয়াওমে আরাফাহর রোযা রাখুন
----------------------------------------------------------------------
আজ শুক্রবার দিবাগত রাতে সাহরী খেয়ে আগামীকাল ৯ যিলহজ্ব শনিবার এদেশে ইয়াওমে আরাফাহর রোযা রাখুন। হাদীস শরীফে এ ‘ইয়াওমে আরাফাহ’র রোযার বিশেষ ফজীলত বর্ণিত হয়েছে।

এ সম্পর্কে হযরত আবু ক্বাতাদাহ (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন–

صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِى بَعْدَهُ

“ইয়াওমে আরাফার রোযার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তিনি এর দ্বারা আগের এক বছরের এবং পরের এক বছরের গোনাহ মাফ করবেন।”

(সহীহ মুসলিম, হাদীস নং ১১৬২)
------------------------------------------------
বি. দ্র. যারা বৃহস্পতিবার দিবাগত রাতে সাহরী খেয়ে আজ শুক্রবার রোযা রেখেছেন, তাদের সেই রোযা ইয়াওমে আরাফাহ হিসেবে আদায় হবে না। তবে যিলহজ্বের সাধারণ রোযা হিসেবে গণ্য হবে।

সুতরাং তাদেরও ইয়াওমে আরাফাহর রোযার ফজীলত লাভ করতে হলে আজ রাতে সাহরী খেয়ে আগামীকাল ইয়াওম আরাফাহর রোযা রাখতে হবে।

08/07/2022

৯ যিলহজ্ব ফজর থেকে ১৩ যিলহজ্ব আসর পর্যন্ত
তাকবীরে তাশরীক পাঠ করুন ...
-------------------------------

আগামীকাল ৯ই জিলহজ্জ শনিবার ফজর থেকে শুরু হবে তাকবীরে তাশরীক। ৯ যিলহজ্ব ফজর থেকে ১৩ যিলহজ্ব আসর পর্যন্ত হচ্ছে আইয়্যামে তাশরীক। এ দিনগুলোর মোট ২৩ ওয়াক্ত নামাযের প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাযের পর সকলের জন্য একবার তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব। পুরুষগণ স্বশব্দে পড়বেন এবং নারীগণ নিঃশব্দে পড়বেন।

তাকবীরে তাশরীক হলো-- ‘‘আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।’’

আইয়ামে তাশরীক হলো--

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَ اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَ للهِ الْحَمْد

(আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।)

07/07/2022

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আরাফার দিনের রোজা রাখলে এক বছর পূর্বের এবং পরের গোনা মাফ হয়ে যায়,
যারা হজে যান হাজী সাহেবগণ আরাফার দিনে রোজা রাখেন না।
এই ফজিলতের বিধানটি শুধু হাজী ব্যতীত অন্যদের জন্য ,বাংলাদেশে অবস্থানকারী মুসলিম ভাইবোনদের জন্য এ রোজার ফজিলত হবে ঈদের আগের দিন অর্থাৎ শনিবার শুক্রবারে দিন মিল রেখে যারা আরাফা রোজার ফজিলত পেতে চান তারা কি ভৌগোলিক সীমারেখাকে অস্বীকার করেন?
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে তারিখের ব্যবধান একদিনের এটা কি অস্বীকার করেন? আসল কথা হল যে ব্যক্তি যেখানে অবস্থান করে সেই স্থান হিসেবে তার ওপর শরীয়তের বিধান প্রযোজ্য হয় ,যেমন আপনি বাসায় আছেন চার রাকাত নামাজ পড়বেন সফরে বের হলেন তো কছর পড়বেন,

আপনি বাসায় আছেন তো বাড়ির ড্রেস পড়বেন অফিসে আছেন তো অফিসের নিয়ম মানবেন এটাই নিয়ম ,
যে দেশে বাস করছেন যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের তারিখ অনুযায়ী আপনি এবাদত করতে বাধ্য থাকবেন। চট্টগ্রামের সময় আর রাজশাহীর সময় ইফতারি ও সেহরির এক নয় রাজশাহীর কেউ যদি চট্টগ্রামের ইফতারের সময় ইফতার করে তো তার যেমন রোজা হয় না ঠিক বাংলাদেশে অবস্থান করে সৌদির তারিখ অনুযায়ী আরাফার ফজিলত অর্জন করা বা কোরবানি প্রদান করলে বা ঈদ উদযাপন করলে সে ঈদ হয় না। বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র এদেশের রাষ্ট্রীয় বিধান সবার জন্য মানা বাধ্যতামূলক রাষ্ট্র ঘোষণা দিয়েছে ১০ তারিখে ঈদুল আযহা উদযাপিত হবে সেটা কেউ না মানলে অবশ্যই রাষ্ট্রদ্রোহীর অন্তর্ভুক্ত হওয়া উচিত ।
মূল কথা হলো শরীয়তের প্রতিটি বিধান আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকেই আপনি পালন করুন সেখানকার সময়কে মানুন সেখানকার তারিখ মূল্যায়ন করুন।

Videos (show all)

নাজেরা বিভাগে সুরা মশক চলাকালীন সময়! (২)ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা মুন্ডুমালা।
নাজেরা বিভাগে সুরা মশক চলাকালীন সময়!ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা মুন্ডুমালা।
বৃহস্পতিবারে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে.......
নাজেরা বিভাগে মশক চলাকালীন সময়!ফাতেমাতুজ্জোহরা রাঃ মহিলা কাওমী মাদরাসা মুন্ডুমালা।
মাদ্রাসা ছত্রীদের মনমুগ্ধ কুরআন তেলাওয়াত।আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন।
মহিলা মাদ্রাসার ছত্রীদের মনমুগ্ধ কুরআন তেলাওয়াত।
আপনার সন্তানকে মাদ্রাসায় দিন।দোয়ায়ে মাছুরাঃ-৩য় শ্রেণির ছাত্রী মোসাঃ আকলিমা খাতুন
আপনার সন্তানকে মাদ্রাসায় দিন।দুরুদে ইবরাহীমঃ-৩য় শ্রেণির ছাত্রী মোসাঃ মাসরুফা নাঈমা।
আপনার সন্তানকে মাদ্রাসায় দিন।তাশাহুদঃ-প্রথম শ্রেণির ছাত্রী মোসাঃ খাদিজা খাতুন

Location

Category

Telephone

Website

Address


Rajshahi

Other Public Schools in Rajshahi (show all)
Technical Dorbesh Technical Dorbesh
Rajshahi

Welcome to Technical Dorbesh! We are provide the latest #information about #technology. we love to

Haji Mohsin, Raj Haji Mohsin, Raj
Rajshahi

Pagla Boalia High School in Boalia Bazer Pagla Boalia High School in Boalia Bazer
Boalia Bazer
Rajshahi, 6760

The Best school pagla boalia high school in boalia bazer. There teachers are heat sir , Md Mijanur R

AI Education Ghore AI Education Ghore
Mougachi Bazarpur, Mohanpur Rajshahi
Rajshahi, 6220

পড়াশোনা ও শিক্ষামূলক সকল তথ্য পেতে AI Education Ghore page এর সাথে থাকুন

Kishorpur Dakhil Madrasha Kishorpur Dakhil Madrasha
Kishorpur, Durgapur
Rajshahi, 6240

Kishorpur Dakhil Madrasha, Bokhtirpur, Durgapur, Rajshahi Bangladesh Madrasha Education Board Dhaka

MD shamim Hossain MD shamim Hossain
Bangaldesh
Rajshahi

Honours 2nd Year. Compulsory English Honours 2nd Year. Compulsory English
Rajshahi

#বুনোদল English Compulsory Suggestion & Solution বইটি আপনাদের ই

Rajshahi Collegiate School · RCS Rajshahi Collegiate School · RCS
Sonadighir More
Rajshahi, 6100

Rajshahi Collegiate School is the first school of Bangladesh and one of the oldest schools of the In

পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয় Put পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয় Put
Rajshahi Dhaka Highway
Rajshahi, 6260

Attached with Puthia Bazar

Sarishabari High School Sarishabari High School
Jhalmalia-sarishabari Road
Rajshahi, 6260

eduation is a backborn of a nation

River view high school rajshahi 1992 batch River view high school rajshahi 1992 batch
River View High School Circuit House Road Rajshahi
Rajshahi, 6000

Malika Dafodil School Malika Dafodil School
Das Pukur
Rajshahi

একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান