একটা ফাইনাল ম্যাচ খারাপ খেলে হেরে রানার্সআপ হওয়াতে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত ভারতের ডমিন্যান্ট করে প্রতিটি ম্যাচ জয় করার গল্পগুলি আজকে রাতের পর থেকে ম্লান হয়ে গেছে।
স্লান হয়ে গেছে কোহলির সর্বোচ্চ রানের রেকর্ড, মোহাম্মদ সামির ফিরে এসে দানবীয় সর্বোচ্চ উইকেট শিকার অথবা নিজের কথা ভুলে টিমম্যান হয়ে রোহিত শর্মার এট্যাকিং পাওয়ারপ্লে ব্যাটিং!
আজকে চারদিকে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ভারত বধ করে চ্যাম্পিয়ন হওয়ার গল্প! প্যাট কামিন্স, ট্রাভিস হেডদের গ্রুপ পর্বে স্ট্রাগল করে ভারতের মাটিতে সফল হওয়ার গল্পে বিভোর সবাই!
আমাদের জীবনটাও ঠিক এমনই। সারাজীবন কঠোর পরিশ্রম করে "সফলতা" নামক সোনার হরিনটি না পেলে আপনার সেই পরিশ্রমের গল্প কেও শুনবে না অথবা মনে রাখবে না, কারন আপনি ব্যর্থ।
অথচ একটু পিছিয়েও দিনশেষে আপনি সফল হলে আপনার সেই সফলতার গল্প শোনার লোকের অভাব হবে না! সেই সফলতায় ক্রেডিট নেয়ার লোকের অভাব হবে না!
দিনশেষে "সফলতা" ই এই দুনিয়ায় সবথেকে বড় সত্যি, সবার অর্জন! আর ব্যর্থতার দ্বায়ভার শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার।
(সংগৃহীত)
Sharif Chemistry Care
Nearby schools & colleges
Housing Road
Atrai Upozilla Parishad, Naogan
Rajahata
Bagha
Jaleshwaritola, Bogura
Paramedical Road
Saheb Bazar Road
Rajshahi
Qadirabad Cantonment
Ruet Campus
Rajshahi Police Line
Rajshahi University
Durgapur
রসায়ন হোক স্বপ্ন পূরণের মাধ্যম... রসায়ন নিয়ে আর নয় ভয়......
Operating as usual

রসায়নে কখনও সমস্যা মনে হলে মাত্র ১০০০ টাকায় কোর্সটি করতে পার। কথা দিচ্ছি এই কোর্স থেকে যা যা পাবা সেটা অকল্পনীয়। টোটাল ক্লাস আছে ৭০+
গুনগত রসায়ন➡️০৯ টি ক্লাস
মৌলের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধন➡️১১ টি ক্লাস
রাসায়নিক পরিবর্তন ➡️১৩ টি ক্লাস
পরিবেশ রসায়ন➡️০৭ টি ক্লাস
জৈব যৌগ➡️১৭ টি ক্লাস
পরিমানগত রসায়ন ➡️১০ টি ক্লাস
তড়িৎ রসায়ন ➡️০৫ টি ক্লাস
ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার প্রণালী +কর্মমুখী রসায়ন+অর্থের রসায়ন ➡️২ টি ক্লাস।
ভর্তির বিস্তারিত কমেন্ট অপশনে।
এইচ এস সি-২০২৩ পরীক্ষার ফলাফল ২৮ নভেম্বর সকাল ১১ টায় প্রকাশিত হতে পারে।

এখন শুধুই স্মৃতি❤️❤️❤️

অনেক মিস করছি সবাইকে। আমার বিশ্বাস তোমাদের প্রত্যেকেই ভালো একটি অবস্থানে পৌছাতে পারবা ইনশাল্লাহ। আবার কবে দেখা হবে জানি না।
সিলেটে যদি কখনও তোমরা ঘুরতে আসো,তোমাদের ভাইয়াকে একবারের জন্য হলেও স্মরণ করিও।
আমার স্টুডেন্টদের পোস্টটি পড়ার জন্য অনুরোধ করছি......
আমি বিগত ৮-৯ বছর থেকে অ্যাডমিশন ও একাডেমিক পড়াইয়ে আসছি। এই দীর্ঘ পড়ানোর সময় সবসময় স্টুডেন্টদের চেষ্টা করে গেছি খুব সহজে সবকিছু বোঝানোর,সবার সাথে একজন বড়ভাইয়ের মতো মিশতে,তাদের সমস্যায় পাশে থাকতে।সবসময় ক্লাসে চেষ্টা করে গেছি যাতে একজন দূর্বল স্টুডেন্টও ক্লাস থেকে সর্বোচ্চটা পায় সেভাবে ক্লাস নিতে।
আমার চাকুরীর জন্য হঠাৎ করে সিলেটে চলে যাওয়ার জন্য কোচিং,প্রাইভেট সব ছেড়ে দিতে হয়েছে,আমারও অনেক কষ্ট হচ্ছে এভাবে সব ছেড়ে চলে আসাতে। কিন্তু নিয়তি এটাই যে একসময় সবকিছু ছেড়ে দিতেই হয়।
আমার স্টুডেন্টদের এটাই বার বার বলব আমি আমার বেস্ট টা দেওয়ার চেষ্টা করে গেছি সবসময়,ক্লাসের একজন স্টুডেন্টও যদি কিছু বুঝতে না পারত নিজেকে অপরাধী মনে হত। যদি কোন স্টুডেন্ট চান্স না পাইত বার বার ভাবতাম আমি যদি আর একটু কেয়ার নিতাম হয়ত সেও চান্স পাইত৷
আমি টাকার জন্য কখনই পড়ায়নি,শেখানোর এক নেশা থেকেই সবাইকে শেখানোর ট্রাই করে গেছি,জানিনা কতটা পারছি।
পরিশেষে শুধু এটাই বলব আমি নেই মানে তোমাদের সব শেষ না,নতুন উদ্যমে তোমাদের জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। হয়ত অন্য জায়গায় আমার মতো করে তোমাক বুঝতে পারবে না,দায়িত্ব নিয়ে পড়াবে না,বাট বাস্তবতাকে তোমাদের মেনে নিতেই হবে।
আমার অনলাইন কোর্সে তোমাদের অ্যাক্সেস দেওয়া আছে,ওখানের ক্লাসগুলো রেগুলার করিও তাহলে আশা করছি রসায়নে আর সমস্যা হবে না। ক্লাস করার পর কোন সমস্যা হলে ওগুলোরও সলিউশন লাইভ ক্লাস দিব ইনশাআল্লাহ।
পরিশেষে সবার কাছে আমি আন্তরিকভাবে দু:খিত। 😥😥😥

➡️➡️সতর্কবাণী
আমার অনলাইন ব্যাচটি শুধুমাত্র ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য। অর্থাৎ যারা ১০০০ টাকা পেমেন্ট করে ভর্তি হয়েছে শুধুমাত্র তাদের জন্য।প্রতিনিয়ত অনেক স্টুডেন্ট জয়নিং রিকোয়েস্ট পাঠাচ্ছে এটা ঠিক না।
এই বিষয়ে সবাইকে কেয়ারফুল থাকার জন্য অনুরোধ করছি।

রসায়ন পড়তে কি ভালো লাগে এখন...???????
সবার জন্য অনেক অনেক শুভকামনা❤️❤️❤️
UCC
আজকের রসায়ন ক্লাসের শিডিউল....
🔴🔴শাপলা ব্রাঞ্চে...
➡️সকাল ৮:০০-১০:৩০(ছেলে)
➡️সকাল ১০:৩০-১:০০(মেয়ে)
🔴🔴চেকপোস্ট ব্রাঞ্চে....
➡️৩:০০-৫:৩০(ছেলে +মেয়ে)
সবাইকে সবার ব্যাচ টাইমে আসার জন্য অনুরোধ করা হলো।
খুব করে চেয়েছিলাম আজ যেন বাংলাদেশ হেরে যায়।আরও এক্সপেরিমেন্ট করতে থাকো ক্রিকেট নিয়ে.....বাংলাদেশ তো সেমিতে এখন😆😆
পূজার ছুটিতে বাসায় যাওয়ার সময় কেউ কষ্ট করে বাসায় বই নিয়ে যেও না। কোন লাভ নেই 😀😀😀
পরিমাণগত রসায়নের ক্লাসগুলো করার পর ক্যালকুলেটর ছাড়া কি অংক পারা যায়..???

➪ রসায়নের দূর্বলতা কাটাতে এবং সমৃদ্ধ বেসিক
গড়তে এখনই ভর্তি হয়ে যাও -
➪ অনলাইন অ্যাডমিশন কেমিস্ট্রি স্পেশাল ব্যাচ -১
-এ নামমাত্র কিছু কোর্স ফি দিয়ে।
➪ এই কোর্সে যা যা থাকছে:-
☑ ৭০+ রেকর্ডেড ক্লাস।
☑ ৩০+ সলিউশন (লাইভ) ক্লাস
☑ ৫০+ মডেল টেস্ট।
☑ ২০+ উইকলি টেস্ট
#কোর্স ফি: ১০০০/- মাত্র।
➪ পেমেন্ট প্রোসেস:-
বিকাশ: 01744470251,01977470251(Personal)
রকেট: 01744470251 যেকোন নাম্বারে সেন্ডমানি করে
ইনবক্সে মেসেজ দিতে হবে।
👉ক্লাস সবগুলো রেকর্ডেড থাকবে,যতবার ইচ্ছা দেখতে পারবে।
🖇️ পেজ লিংক:
https://www.facebook.com/SharifChemistryCare?mibextid=ZbWKwL

ল্যাপটপে আমি যখন আমার ক্লাস করি......🙂🙂🙂

আমার অনলাইন ব্যাচের ক্লাস লিস্ট। মাত্র ১০০০ টাকা কোর্সে ব্যাচটি শুরু করেছিলাম। যে কোন স্টুডেন্ট সবগুলো ক্লাস করলে রসায়নে আর কোন সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। যারা বাসায় থেকে প্রিপারেশন নিতে চাও,তাদের জন্য ক্লাসগুলো অনেক প্রয়োজনীয়।
মোট ক্লাস আছে ৬৮ টি। এর সাথে যুক্ত হবে আরও ৩০+ প্রশ্ন সলিউশন ক্লাস।
➡️➡️পরিক্ষা
➡️➡️অধ্যায়:গুনগত রসায়ন
🔴🔴কমেন্ট করে তোমাদের উত্তর জানিয়ে দাও
১.হাইড্রোজেন পরমানুর একটি ইলেকট্রন শক্তি শোষণ করে ১ম কক্ষপথ থেকে ৪র্থ কক্ষপথে পতিত হলে কোন সিরিজ উৎপন্ন করবে?
(ক)ব্রাকেট
(খ)বামার
(গ)ফান্ড
(ঘ)কোনটিই না
২.কোনটি স্থায়ী মূল কণিকা নয়?
(ক)ইলেকট্রন
(খ)প্রোটন
(গ)নিউট্রিনো
(ঘ)কোনটিই না
৩.একটি বোর ইলেকট্রন ৩য় কক্ষপথে ২ বার পূর্ণ আবর্তন দিলে কয়টি পূর্ণ তরঙ্গসংখ্যার সৃষ্টি করবে?
(ক)২ টি
(খ)৪ টি
(গ)৬ টি
(ঘ)৯ টি
৪.ব্রাকেট সিরিজের ক্ষেত্রে n2 এর সর্বনিম্ন মান কোনটি?
(ক)৩
(খ)৪
(গ)৫
(ঘ)৬
৫.কোন ইলেকট্রনটির স্থানান্তরের ফলে বামার সিরিজের ১ম লাইনের সৃষ্টি হয়?
(ক)n2=5 to n1=1
(খ)n2=3 to n1=2
(গ)n2=4 to n1=2
(ঘ)n2=5 to n1=2
6.নিম্নের কোন সিরিজটিতে অবলোহিত আলো দেখা যায় না?
(ক)ফান্ড
(খ)হামফ্রেশ
(গ)প্যাশ্চেন
(ঘ)বামার
৭.NH3 তে যোজন ইলেকট্রন কতটি?
(ক)১০ টি
(খ)৮ টি
(গ)৭ টি
(ঘ)৯ টি
৮.একটি বোর ইলেকট্রন ৫ম কক্ষপথ থেকে শক্তি বিকিরণ করে ২য় কক্ষপথে পতিত হলে বর্ণালীতে সৃষ্ট লাইম্যান সিরিজের রেখা কয়টি?
(ক)৪ টি
(খ)৩ টি
(গ)২ টি
(ঘ)কোনটিই না
-Rangpur Branch
তোমরা সবাই প্রস্তুত কি..????
গুনগত রসায়নের জটিল সব টপিক্স নিয়ে দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ।

অ্যাডমিশন টাইমে যারা এই রকম গাধার মতো পরিশ্রম করবে, আর যাই হোক তার পরিশ্রমের কোন মূল্য নেই।
প্রথমে নিজের লক্ষকে স্থির করে কৌশলি হয়ে পড়ালেখা করতে হবে। আমি নিশ্চিত করে বলতে পারি বুদ্ধিদীপ্ত পরিশ্রমের মাধ্যমেই কাঙ্খিত লক্ষে পৌছানো সম্ভব।
সবার জন্য অনেক অনেক শুভকামনা। ❤️❤️❤️
আমার পেইড ব্যাচের কিছু ক্লাস সবার জন্য পাবলিক করা ছিল। ক্লাসগুলো করলেই বুঝতে পারবা কতটা দায়িত্ব নিয়ে ক্লাসগুলো করানো হয়েছে। কোর্সটিতে মোট ক্লাস আছে ৮০+
সবগুলো ফ্রি ক্লাসের লিংক....
🔴🔴🔴অধ্যায়:পরিমানগত রসায়ন
➡️➡️লেকচার:০১
https://fb.watch/mRxi082Tej/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০২
https://fb.watch/mRxoEyPg7w/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৩
https://fb.watch/mRxqlgw8Zi/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৪
https://fb.watch/mRxsBWwQ9Y/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৪+
https://fb.watch/mRxtN9E4n7/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার-০৫
https://fb.watch/mRxvfKbVPZ/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৬
https://fb.watch/mRxwBEx8-Z/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৭
https://fb.watch/mRxy3lqRM3/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৮
https://fb.watch/mRxz6ceUHg/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৯
https://fb.watch/mRxAyN7kFd/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:১০
https://fb.watch/mRxBSJb_iR/?mibextid=Nif5oz
🔴🔴🔴অধ্যায়:গুনগত রসায়ন
➡️➡️লেকচার:০৩
https://fb.watch/mRxET3it5V/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৬
https://fb.watch/mRxHkQMzh6/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৭
https://fb.watch/mRxIC3QXgU/?mibextid=Nif5oz
🔴🔴🔴অধ্যায়:জৈব রসায়ন
➡️➡️লেকচার:০১
https://fb.watch/mRxKdhy75W/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০২
https://fb.watch/mRxMfDL25J/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৩
https://fb.watch/mRxNeUtTSh/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৭
https://fb.watch/mRzuyrvloB/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:১১
https://fb.watch/mRzwo5cpHH/?mibextid=Nif5oz
🔴🔴🔴অধ্যায়:রাসায়নিক পরিবর্তন
➡️➡️লেকচার:০১
https://m.facebook.com/groups/1222049038732614/permalink/1268581010746083/?mibextid=Nif5oz
🔴🔴🔴অধ্যায়:মৌলের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধন
➡️➡️লেকচার:০৬
https://fb.watch/mRzISHwJ2V/?mibextid=Nif5oz
➡️➡️লেকচার:০৯
https://m.facebook.com/groups/1222049038732614/permalink/1265497981054386/?mibextid=Nif5oz

-Rangpur Branch.❤️❤️❤️
আমার প্রিয় একটি প্লাটফর্ম ও প্রাণের প্রিয় স্টুডেন্ট। সব ব্যাচের ছবি দিতে না পারার জন্য দু:খ প্রকাশ করছি। শুধু এইটুকু বলব রসায়নকে তোমাদের সবথেকে প্রিয় সাবজেক্টে পরিণত করব ইনশাআল্লাহ।
(UCC-Rangpur Branch)
আজকের ক্লাসটি কেমন লাগলো সবার..???
সবকিছু কি ক্লিয়ার করতে পেরেছি..???
আগামীকাল সকাল ৯:০০ টায় অ্যাডমিশন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।
স্থান:পুরাতন লাইব্রেরির পাশে,বিনোদপুর।

➡️রসায়নের বিশ্বস্ত একটি প্লাটফর্ম।
➡️কথা নয়,কাজের মাধ্যমে তার প্রমাণ।
➡️এই কোর্সে থাকছে ১০-১৫ টি ক্লাস করার পর ভর্তি হওয়ার সুযোগ।
➡️আগামী ০৮ অক্টোবর থেকে অ্যাডমিশন ব্যাচ শুরু করব ইনশাআল্লাহ।
➡️সময়:সকাল ৯:০০।

তাহাদের গ্রুপ স্টাডি চলছে......😀😀😀😀

রসায়নের বিশ্বস্ত একটি প্লাটফর্ম।
কথা নয়,কাজের মাধ্যমে তার প্রমাণ।
আগামী ০৮ অক্টোবর থেকে অ্যাডমিশন ব্যাচ শুরু করব ইনশাআল্লাহ।
আমার অবুঝ মনের একটাই প্রশ্ন....
"চান্স পাওয়ার পর টাকা নেওয়া হয়".....যারা এটা প্রচার করে প্রাইভেট বা কোচিং এ ভর্তি করাচ্ছেন আপনারা কি আসলেই চান্স পাওয়ার পর টাকা নিয়ে থাকেন...?????
এরকম হলে অবশ্য অনেক অনেক ভালো হইত।

আমার বিগত আট বছরের রসায়ন পড়ানোর অভিজ্ঞতা থেকে বার বার একটি প্রশ্ন নিজেকেই করি কিন্তু উত্তর খুজে পাই না।
প্রশ্নটি হলো......
আমি অ্যাডমিশন রসায়নে টোটাল ৭০-৮০ বা তারও বেশি ক্লাস নেওয়ার পরেও কোর্স শেষ হতে চায় না। রুমে এসে বার বার মনে হয় আরও ক্লাস নিলে ওদের ভালো হতো। তারপরেও একপ্রকার চাপ নিয়েই শেষ করতে হয়।
অনেক স্টুডেন্টরাই এসে বলে ভাইয়া আমার বন্ধুদের তো ৩০-৩৫ ক্লাসেই সব শেষ হয়ে গেছে । তখন আসলে কোন উত্তর খুজে পাই না কিছু বলার।
তাই এবছর অ্যাডমিশন পড়ানোর শুরুর আগে আবারও বলছি যারা আমার কাছ পড়তে আসবা তারা এই মেন্টালিটি নিয়েই আসিও ৮০+ ক্লাস করার। সত্য এটাই আমি শর্টকাটে কোন বিষয় শেষ করতে পারি না। আমি ধরেই নেই তোমাদের অনেক কিছু গ্যাপ আছে,আর ওভাবেই শিখানোর চেষ্টা করি।
পরিশেষে এটাই বলব "পড়ানোর মানুষের অভাব কোথাও নেই কিন্তু দায়িত্ব নিয়ে পড়ানোর মানুষের বড়ই অভাব"।

➪ এই কোর্সে যা যা থাকছে:-
☑ সপ্তাহে ৪ দিন ক্লাস
☑রেগুলার মডেল টেস্ট নেওয়া।
☑ সম্পূর্ণ ১ মাস ক্লাস করার পর ভর্তি।
☑ মূল বইয়ের পাশাপাশি প্রতিটি অধ্যায়ের হ্যান্ডনোট।
➪ #ক্লাস শুরু: ১ম ব্যাচ ➡️০১ অক্টোবর ২০২৩
২য় ব্যাচ ➡️১০ অক্টোবর ২০২৩
👉👉👉বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
"সুযোগ যখন তোমাকে ভয় দেখাবে,যখন তোমার সামনে গর্জন করবে,মনে হবে এটা অসম্ভব, বুঝবে সেই সুযোগই তোমাকে সঠিক পথে পরিচালিত করবে। সেই সুযোগই তোমার সামনে সৌভাগ্যের দরজা খুলে দিবে"।
তাই জীবনযুদ্ধে ভয় না করে এগিয়ে যাও সামনের দিকে। সফলতা আসবেই ইনশাল্লাহ।
প্রথমে ভাবলাম আজ জিতব.....বাট কপাল খারাপ।
পরাজয় অবধারিত...
Bangladesh
আজ থেকে HSC পরিক্ষা প্রায় শেষ বলাই যায়(ল্যাব ছাড়া)। এখন সবার একটাই প্রশ্ন "আমার কি করা উচিত"
➡️➡️➡️এক্ষেত্রে আমার কিছু পরামর্শ সবার জন্য
১.প্রথমেই বলব নিজেকে সময় দাও,নিজেকে প্রশ্ন করো তুমি কিসের প্রস্তুতি নেওয়ার জন্য উপযুক্ত।তোমার কাছে যেটা করা উচিত মনে হবে,অবশ্যই সেটাই করা উচিত। ভর্তি পরিক্ষায় অনেক কম্পিটিশন হবে,এখানে আবেগের কোন মূল্য নেই,হাজার হাজার স্টুডেন্টদের থেকে তোমাকে বাছাই করা হবে তাই এখানে সঠিল সিদ্ধান্ত নিতে পারাটাই প্রথম কাজ।
২.অনেকেই পরিবারের কারণে বা বন্ধুবান্ধবীদের কারণে তার ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে থাকে,এটা করা কোনভাবেই উচিত না। আবারও বলছি তোমার যেটাতে কমফোর্ট মনে হবে অবশ্যই তুমি সেটাই করবা।
৩.শুধু স্বপ্ন দেখলেই হবে না আমি ওখানে চান্স পাব,সেটাকে বাস্তবায়ন করার জন্য আজ থেকেই কঠিন পরিশ্রম করা শুরু করে দিতে হবে। মনে রাখবা অন্যজন কিন্তু বসে নেই,যে তোমার থেকে একটু হলেও বেশি পড়ালেখা করবে,সে অবশ্যই তোমার থেকে এগিয়ে থাকবে।
৪.মেডিকেল বা ইন্জিনিয়ারিং প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি রাখা উচিত যাতে ওই দুইটা মিস হলেও একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়।
৫.সাইন্স পড়ার পর আর্টসের প্রস্তুতি নেওয়ার আগে ভালোভাবে জেনে সিদ্ধান্ত নেওয়া।
দিনশেষে সিদ্ধান্ত তোমার,আর এটাও সঠিক চান্স পাওয়ার ৫০% নির্ভর করে সঠিক সিদ্ধান্তের উপর। সবার জন্য অনেক অনেক শুভকামনা❤️❤️❤️

➪ এই কোর্সে যা যা থাকছে:-
☑ ৮০+ ক্লাস
☑ ২০+ সলিউশন ক্লাস
☑ ২০+ উইকলি টেস্ট
☑২০+ মডেল টেস্ট
☑সপ্তাহে ৫ দিন ক্লাস
➪ #ক্লাস শুরু: ০৭ অক্টোবর ২০২৩
➪ প্রথমে ক্লাস পরে ভর্তি
👉👉👉বিস্তারিত জানতে ইনবক্সে নক দিন।

যখন প্রাইমারীতে পড়ালেখা করতাম তখন এভাবেই কুপি,হারিকেনের আলোয় কতই না পড়ালেখা করেছি!!!!
সন্ধ্যার পর কারেন্ট খুবই কম থাকত,তখন পড়ালেখা করার একমাত্র ভরসা ছিল কুপির বা হারিকেনের আলো।
তখনকার দিনগুলোই ভালো ছিল❤️❤️❤️❤️❤️
👉👉সতর্কবাণী
প্রথমবার ভর্তি প্রস্তুতি নেওয়ার সময় অতিরিক্ত মোবাইল ফোনের আসক্তি,বন্ধুদের সাথে আড্ডাবাজি,সঠিক সিদ্ধান্ত নিতে না পারা,প্রেম নামক ফাদে পড়ার জন্য অনেকের চান্স হয় না।
তাই ভর্তি পরিক্ষার প্রস্তুতি নেওয়ার প্লান করে থাকলে এসব বাদ দেওয়া উচিত।
মাত্র ৪-৫ টি মাস একটু সিরিয়াস হয়ে পড়ালেখা করলেই তোমাদের কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
রসায়নের কোন চ্যাপ্টার থেকে
লাইভ ক্লাস করতে চাও...???
সবার মতামতের উপর ভিত্তি করেই ক্লাস শুরু করব ইনশাআল্লাহ।

New First Year......ব্যাচে ভর্তি ও ক্লাস চলমান।
➡️প্রথমেই কোন প্রকার ভর্তি হওয়ার প্রয়োজন নেই,১০-১২ টি ক্লাস করার পর ভর্তির সিদ্ধান্ত।
➡️সপ্তাহে ৪ দিন ক্লাস।
🔴ছবিটি আমার অ্যাডমিশন ব্যাচের।
তোমাদের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে তোমাদের উচ্চ শিক্ষার সাফল্য......
তাই যাই করবা অনেক ভেবে।
প্রকৃতি❤️❤️❤️❤️
➡️➡️➡️➡️বার বার ফেইল করে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কোন প্লেয়ার..?
ক.লিটন দাস
খ.নাইম শেখ
গ.মেহেদী মিরাজ
ঘ.কোনটিই নয়।
👉👉👉আপনার মূল্যবান ভোট দিন....
▶️▶️▶️▶️বাংলাদেশ আজ জিতবে আশা করছি।
নোট:পোস্টটি সিরিয়াস ভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি। আজ তিনি ভালো খেললে পোস্টটি ডিলেট করে দিব।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Contact the school
Telephone
Website
Address
Batarmor, Shaheb Bazar
Rajshahi
121222
Seroil
Rajshahi, 6100
Seroil Government High School, Rajshahi is a secondary school in the Seroil suburb of Rajshahi, Bang
Nawdapara, Sapura
Rajshahi, 6203
http://www.nawdaparamadrasa.ahlehadeethbd.org/ Islamic education centre based on salafi manhaz. http
Jhautola More, Laxmipur
Rajshahi, 6000
𝐍𝐮𝐫𝐬𝐢𝐧𝐠, 𝐈𝐇𝐓 & 𝐌𝐀𝐓𝐒 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐂𝐨𝐚𝐜𝐡𝐢𝐧𝐠.
Jholmoliya, Puthia
Rajshahi, 6400
Jholmoliya Coaching Center page is published for students to grow their knowledge at online platform
House-27 ( 1st Floor), Ghoshpara More, Hatemkhan
Rajshahi, 6200
An Authentic Student Consultancy Firm in Rajshahi
Rajshahi
Rajshahi
Education (R&D) | Writer | Instructor | Teacher Founder & General Secretary of BEYDO