লেকচার-41(অন্তরীকরণ-5)
লেকচার-41(অন্তরীকরণ-5)
রসায়ন হোক স্বপ্ন পূরণের মাধ্যম... রসায়ন নিয়ে আর নয় ভয়......
Operating as usual
লেকচার-41(অন্তরীকরণ-5)
লেকচার-40(অন্তরীকরণ-4)
লেকচার-39(অন্তরীকরণ-3)
বাটারমোড় ব্যাচ আপডেইট
সাময়িক সমস্যার জন্য আগামীকাল তোমাদের পড়ানো বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে যথারীতি সকাল ৮:৩০ মিনিটে ক্লাস হবে।
লেকচার-39(অন্তরীকরণ-2)
বিনোদপুর ব্যাচ
আগামীকাল তোমাদের রসায়ন প্রাইভেট সকাল ১০:৩০ মিনিটে।
অনেক স্টুডেন্ট এর আশা নিয়ে অনলাইন পেইড ব্যাচটি শুরু করেছিলাম। আজকে ১৭ টি ক্লাসের মাধ্যমে জৈব রসায়ন চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। অনেকের কাছেই জৈব রসায়ন চ্যাপ্টারটি অনেক কঠিন মনে হয় সঠিকভাবে না পড়তে পারার জন্য।আমি আশাবাদী আমার কোর্সের স্টুডেন্টদের কাছে এখন অনেকটাই সহজ মনে হবে।
আগামীকাল থেকে নতুন চ্যাপ্টার(পরিবেশ রসায়ন) শুরু করব।
এ পর্যন্ত যে চ্যাপ্টারগুলো শেষ হয়েছে:
➡️পরিমাণগত রসায়ন▶️১০ ক্লাস
➡️গুনগত রসায়ন▶️৯ ক্লাস
➡️জৈব রসায়ন▶️১৭ ক্লাস
✔️✔️শুধু এটাই বলব মাত্র ১০০০ টাকায় কোর্সটি করে তুমি যা পাবা সেটা ৮-১০ হাজার টাকা দিয়েও পাবা না। যারা কোর্সটিতে ভর্তি হতে ইচ্ছুক তারা প্রয়োজনে কিছু ক্লাস করেই সিদ্ধান্ত নিও।
লেকচার-38(অন্তরীকরণ বেসিক কনসেপ্ট)
যারা রসায়ন সাবজেক্ট নিয়ে অনেক ভয় পাও,জৈব রসায়ন নিয়ে ভয় পাও,তাদের বলব আমার পেইড ব্যাচের ক্লাসগুলো করে দেখতে পার। কিছু ক্লাস করলেই ইনশাআল্লাহ রসায়নের প্রেমে পড়ে যাবা।পেজে কিছু ক্লাস করে দেখে নিতে পার ক্লাসের কোয়ালিটি,তাহলেই কোর্সটি সম্পর্কে ধারণা চলে আসবে।
এখন পর্যন্ত যে অধ্যায়গুলে শেষ হয়েছে তার বিস্তারিত
১.পরিমানগত রসায়ন👉১০ টি ক্লাস
২.গুনগত রসায়ন👉০৯ টি ক্লাস
৩.জৈব রসায়ন👉১৬ টি ক্লাস(এখনও চলমান)
প্রশ্ন:নিম্নের কোনটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে?
(ক)CH3COCH3
(খ)CH3COOH
(গ)HCOOH
(ঘ)None
বি:দ্র:সঠিক উত্তর দাতার জন্য থাকবে আকর্ষণীয় গিফট৷
আমার ভাগিনাকে নিয়ে গিয়েছিলাম মেডিকেল পরিক্ষা দিতে রাজশাহী সিটি কলেজ সেন্টারে। সেখানের কিছু অভিজ্ঞতা শেয়ার করছি
১.পরিক্ষা শুরু হওয়ার পর থেকেই মিনিমাম ৭০ জনের কাছে থেকে লিফলেট পাইছি। সবার লিফলেটের একটাই কথা মেডিকেল পরবর্তী ব্যাচে এত টাকা ছাড় দিয়ে ভর্তি চলছে,নিশ্চিত চান্স ইত্যাদি।
২.বিভিন্ন কোচিং সেন্টারের চমকপ্রদ অফার।
৩.চোখে পড়ার মতো বিষয় কিছু কোচিং এর কাজ। তারা প্রথমে ভিজিটিং কার্ড বিতরণ করলেন আর শেষে আবার ফোন নাম্বারটি নিয়ে নিচ্ছেন সহজ,সরল মানুষগুলো থেকে।
৪.শেষে দেখলাম এক অ্যান্টি আরেক অ্যান্টিকে বলছেন ডাক্তারি পড়তে হলে নাকি সেকেন্ড ইয়ারেই নামকরা ***...কোচিংয়ে ভর্তি হতে হবে। তারা নাকি যা দাগিয়ে দিবে সেটাই আসবে।
৫.যে বিষয়টি শুনে একটু অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে ডাক্তার হতে নাকি ৪র্থ সাবজেক্ট গণিত করতে হবে আর আবশ্যক সাবজেক্ট নাকি জীববিজ্ঞান করতে হবে...আবার বুয়েটের জন্য আবশ্যিক নাকি গণিত আর জীববিজ্ঞান নাকি অফশনাল করতেই হবে। না হলে নাকি ফর্ম তোলা যাবে না।
কতরকম বিজনেস পলিসি মানুষের দেখে অবাক হয়ে যাই। আমি সবসময় যেটা বলি ফুলের সুবাস থাকলে মৌমাছি আসবেই। কৃত্রিম সুবাস দিয়ে হয়ত সাময়িক সময়ের জন্য মৌমাছি আসবে বাট সেটা স্থায়ী হবে না।
রসায়ন পেইড ব্যাচের ক্লাস ঠিক রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সিক্রেট গ্রুপে।
অধ্যায়:জৈব রসায়ন
লেকচার নং:১৪
ইনশাল্লাহ স্টুডেন্টদের স্বপ্ন পূরনের একটি মাধ্যম হবে কোর্সটি।
আজকের মেডিকেল ভর্তি পরিক্ষার প্রশ্ন
কেমন হলো তোমাদের মেডিকেল ভর্তি পরিক্ষা...??
যে বিষয়টি বলব সেটা হচ্ছে তুমি কিন্তু নিজেই বুঝতে পারছে তোমার পরিক্ষা কেমন হয়েছে,চান্স পাবা কি না। যদি মনে হয় এক্সাম খারাপ হয়েছে বা তোমার প্রস্তুতিতে ঘাটতি আছে তাহলে এখন থেকেই নতুন উদ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। মনে রাখব তুমি যতটা পরিশ্রম করবা ততটাই এগিয়ে যাবা। তাই সময় নষ্ট না করে বিশ্ববিদ্যালয় প্রস্তুতিতে মনোযোগ দাও দেখবা তুমিও সফল হয়ে গেছে।
এখনও যে সময় আছে কাজে লাগাও,ইনশাআল্লাহ সফল হবাই। ❤️❤️❤️
অনেকেই আমার কাছে মাঝে মাঝেই বলে ভাইয়া ম্যাথ অনেক কঠিন লাগে,পদার্থ অনেক কঠিন লাগে,রসায়নের এই টপিক্সটি অনেক কঠিন লাগে।
আমি এই ক্ষেত্রে এটাই বলব "কোন বিষয় ততক্ষন পর্যন্তই কঠিন যতক্ষন না তুমি সেটা করছো"তুমি একবার ওই বিষয়টি নিয়ে পড়ালেখা শুরু কর দেখবা ওটাই সবথেকে সহজ।
আসলে তুমি যেটা পড়ই নি কখনও সেটাই তোমার কাছে কঠিন। একবার শুরু করে দেখই না,দেখবা সব সহজ হয়ে গেছে।
জৈব যৌগ
Lecture:11
জৈব রসায়নের লাইভ ক্লাস কি করতে চাও আজ..???
টপিক্স:পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধন।
পরিক্ষার সময়:১৫ মিনিট।
বি:দ্র:4 নং প্রশ্নের গ অপশনটি হবে Al3+,16 নং প্রশ্নটি হবে ল্যানথানাইড ও অ্যাক্টিনাইড সিরিজের মোট মৌলের সংখ্যা।
কমেন্টের মাধ্যমে তোমার উত্তর দিতে হবে।
ঠিক রাত ১০:৩০ মিনিটে পরিক্ষার প্রশ্ন আপলোড করা হবে৷
টপিক্স:মৌলের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধন।
আজকের পরিক্ষাটি হবে ঠিক রাত ১০:৩০ মিনিটে।
টপিক্স:মৌলের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর।
পেইড ব্যাচের ক্লাস চলমান। আমি ১০০০ টাকায় এমন একটি কোর্স উপহার দিতে চাই যেটা সকল স্টুডেন্ট সারা জীবন মনে রাখবে।আমার কাছে এটা শুধু একটি কোর্স না প্রতিটি স্টুডেন্ট এর স্বপ্ন পূরনের আস্থার প্রতীক। জৈব রসায়নের ১০টি ক্লাস শেষ হলো আজ। আরও ১০-১২ টি ক্লাস নিব জৈব রসায়নের উপর। ক্লাসগুলো একবার করলে জৈব রসায়ন নিয়ে আর কোন সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা:
HSC- ২০২২ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি ( সংক্ষিপ্ত সিলেবাস ) অনুসরণ করা হয়েছে তার আলোকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
(রসায়নে কিন্তু শর্ট সিলেবাস নেই বললেই চলে)
গুনগত রসায়ন পরিক্ষার সঠিক উত্তর
১ ঘ
২.ক
৩.গ
৪.খ
৫.গ
৬.ঘ
৭.ঘ
৮.ক
৯.ঘ
১০.ঘ
১১.গ
১২.গ
১৩.খ
১৪.গ
১৫.গ
১৬.ঘ
১৭.গ
১৮.গ
১৯.ক
২০.ঘ
👉👉👉রাবি ভর্তি বিজ্ঞপ্তি
গতকালকের পরিক্ষার সলিউশন লাইভ ক্লাসের মাধ্যমে দেওয়া হবে।
ক্লাসটি হবে আজ রাত ৭:৩০ মিনিটে৷
হাইড্রোজেন বন্ধন উপস্থিতির জন্য যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর গ্রাফ।
পরিক্ষার সময়:১৭ মিনিট
উত্তরপত্র কমেন্টে দেওয়ার শেষ সময় রাত ১১ টা। উত্তরপত্র একবারই দিতে পারবা সবাই। কোনভাবেই দ্বিতীয়বার দেওয়া বা ইডিট করা যাবে না।
পরিক্ষা দেওয়ার জন্য তোমরা কি প্রস্তুত..???
সবাইকে শুধুমাত্র পেজের কমেন্ট অপশনেই উত্তরপত্রের ছবি দিতে হবে। কোনভাবেই গ্রুপে কমেন্ট করে দেওয়া যাবে না। পরিক্ষার লিংক পেজ ও গ্রুপ দুই জায়গাতেই দেওয়া হবে।
পরিক্ষার সময় মাত্র ১৭ মিনিট।তুমি যখনই পরিক্ষা শুরু করবা নিজে ঘড়ি দেখে ১৭ মিনিট টাইম নিবা। এরপর আর কোন সময় ব্যবহার করা যাবে না। মনে রাখবা পরিক্ষাটি তোমাদের জন্য। তাই যদি তুমি নিজে ভালো মার্ক পাওয়ার জন্য অসদুপায় অবলম্বন করো তাহলে নিজেকেই ঠকানো হবে।
রাত ১০:৩০-১১:০০ টার মধ্যেই উত্তর সাবমিট করতে হবে। এরপর আর কারও উত্তর কাউন্ট করা হবে না। নিজেকে পুরোপুরি সৎ থেকেই পরিক্ষা দিতে হবে। কোনভাবেই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
আজকের পরিক্ষাটি অনুষ্ঠিত হবে ঠিক রাত ১০:৩০ মিনিটে।
নির্দিষ্ট সময়ে প্রশ্ন পেজে আপলোড করব,তারপর নির্দিষ্ট একটি সময় দেওয়া থাকবে এর মধ্যেই উত্তর করতে হবে।
উত্তর করার নিয়ম হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখে সেটার ছবি কমেন্টের মাধ্যমে দিয়ে দিতে হবে।
উত্তর দেওয়ার সময়সীমা অতিক্রম হওয়ার পর কারও উত্তর গ্রহণ করা হবে না।
যেহেতু পরিক্ষা সরসরি নিতে পারছি না তাই নিজেদের সৎ থেকেই পরিক্ষা দিতে হবে।
অ্যাডমিশন পরিক্ষার্থীদের উদ্দেশ্য কিছু লেখা:
আমি আমার পড়ানোর অভিজ্ঞতা থেকেই বলছি বর্তমানের স্টুডেন্টরা চরম মানের কেয়ারলেস,এরা ভালো মন্দ বোঝে না,কোনটি করা উচিত আর কোনটি করা উচিত নয় এটাও বোঝে না।
আমি শুধু এটাই বলব তোমরা তোমাদের অসহায় পিতা মাতার কথা একটি বারের জন্য হলেও চিন্তা করিও,তারা কতটা কষ্ট করে তোমাদের টাকা দিয়ে যাচ্ছেন। তারা শুধু এটাই চায় তাদের ছেলে মেয়ে তাদের থেকে সুখে যেন থাকতে পারে।
যেদিন দেখবা তোমার বাবা মা তোমার জন্য তোমার সামনে কাদছে সেইদিন বুঝতে পারবা পৃথিবী কতটা নিষ্ঠুর। তাই বলব এখনও যে সময়গুলো আছে কাজে লাগাও,একটি টার্গেট নিয়ে পড়ালেখা করতে থাকো,আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলছি এখনও যদি তুমি ভালো করে পড়ালেখা করো তোমার চান্স নিশ্চিত।
এই সময়টিতে বন্ধুদের সাথে ঘোরাফেরা না করে,ফেইসবুক না চালিয়ে শুধু পড়ালেখায় সময় দাও। দেখবা তুমিও দিনশেষে সফল হয়ে গেছো।
মনে রাখবা এই সময়টিতে তুমি যেমন করবা তোমার ভবিষ্যৎ ঠিক তেমনই হবে। নিজেকে কখনই দুর্বল ভাবিও না,মাথায় রাখবা তোমার মধ্যে যা আছে সেটা আর কারও মধ্যে নেই।
বাবা মার কথাটা বিবেচনা করে হলেও আজ থেকে কঠোর পরিশ্রম করা শুরু করে দাও। তোমাদের সফলতার অপেক্ষায় থাকলাম❤️❤️
👉👉বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা
অনলাইনে বেস্ট একটি সাপোর্ট পেতে কোর্সটির কোন বিকল্প নেই৷
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু ও পরীক্ষা শুরুর তারিখ:
🎓 ঢাকা বিশ্ববিদ্যালয়
✅ আবেদন শুরুঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বিকাল ৪:০০ টা)
✅ আবেদন শেষঃ ২০ মার্চ, ২০২৩ (রাত ১১:৫৯ মি.)
✍️ ভর্তি পরীক্ষা (বিজ্ঞান): ১২ মে, ২০২৩ (সকাল ১১টা থেকে ১২:৩০ টা
পর্যন্ত)
BUET
✅ অনলাইনে আবেদন শুরুঃ ১ মার্চ, ২০২৩ (সকাল ১০টা)
✅ অনলাইনে আবেদন শেষঃ ১২ মার্চ ২০২৩ (বিকাল ৩টা)
✍️ প্রাক- নির্বাচনী পরীক্ষাঃ ২০ মে, ২০২৩
✍️ মূল ভর্তি পরীক্ষাঃ ১০ জুন, ২০২৩
🩺 মেডিকেল
✅ অনলাইনে আবেদন ২৩-০২-২০২৩ খ্রি: শেষ হয়েছে।
✅ প্রবেশ পত্র বিতরণঃ ৬ মার্চ ২০২৩ হতে ৭ মার্চ ২০২৩ পর্যন্ত
✍️ ভর্তি পরীক্ষাঃ ১০ মার্চ ২০২৩ (সকাল ১০ টা হতে ১১ পর্যন্ত)
🩺 AFMC & 5 AMCs (Session 2022-23)
✅ অনলাইনে আবেদন ২৩-০২-২০২৩ খ্রি: শেষ হয়েছে।
✍️ ভর্তি পরীক্ষার তারিখ: ১১-০৩-২০২৩ খ্রি: ( শনিবার, বিকাল ৩.০০ টা হতে বিকাল 8.00 টা পর্যন্ত)
MIST
✅ অনলাইন আবেদন শুরু হয়েছেঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৩
✅ অনলাইন আবেদন শেষঃ ২ মার্চ ২০২৩
✍️ ভর্তি পরীক্ষাঃ ১৮ মার্চ ২০২৩
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
✅ অনলাইনে আবেদন শুরু হয়েছেঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
✅ অনলাইনে আবেদন শেষঃ ১৫ মার্চ, ২০২৩
✍️ সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষাঃ ২৫ মার্চ, ২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়
✅ অনলাইনে আবেদন শুরুঃ ১৫ মার্চ (দুপুর ১২টা)
✅ অনলাইনে আবেদন শেষঃ ২৭ মার্চ (রাত ১২টা পর্যন্ত)
✍️ ভর্তি পরীক্ষা ‘সি’(বিজ্ঞান): ২৯ মে ২০২৩
❤️❤️❤️❤️
আমার প্রাইভেটে ব্যাচের স্টুডেন্টদের জন্য
শারীরিক অসুস্থতার জন্য ২-৩ দিন তোমাদের প্রাইভেট বন্ধ থাকবে। সুস্থ হওয়া মাত্রই তোমাদের পড়ানো শুরু করব ইনশাল্লাহ।যখনই পড়ানো শুরু করব তার আগের দিন অবশ্যই এস এম এস করে জানিয়ে দিব সবাইকে।তোমরা তোমাদের কাছের বন্ধুদের একটু জানিয়ে দিও।
👉শুক্রবার তোমাদের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর পরিক্ষা হবে।
জ্বর,সর্দি,কাশিতে আমার শরীরের অবস্থা আপাদত ভালো নেই।
👉👉পরিক্ষার রুটিন
০১-০৩-২০২৩~~গুনগত রসায়ন
০৫-০৩-২০২৩~~মৌলের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধন
০৯-০৩-২০২৩~~জৈব রসায়ন(অ্যালকেন,অ্যালকিন,অ্যালকাইন)
১৫-০৩-২৩~~জৈব রসায়ন(বেনজিন,টলুইন,অ্যালকাইল হ্যালাইড,অ্যারাইল হ্যালাইড,ক্লোরোফর্ম)
২০-০৩-২৩~~(অ্যালকোহল,ফেনল,ইথার,কার্বোনিল যৌগ,এসিড,এসিডের জাতক)
২৫-০৩-২০২৩~~সম্পুর্ণ জৈব রসায়ন
২৯-০৩-২০২৩~~পরিমানগত রসায়ন
প্রতিটি পরিক্ষা নির্দিষ্ট ডেইটে রাত ১০:৩০ মিনিটে শুরু হবে। উত্তর করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে,তারপর আর কারও উত্তর কাউন্ট করা হবে না। পরবর্তীতে আবার রুটিন দেওয়া হবে।
শুভকামনা সবার জন্য❤️❤️
👉ঢাবি সার্কুলার......
পেইড ব্যাচের সিক্রেট গ্রুপ ও ম্যাসেন্জার থেকে আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের রিমুভ দেওয়া হয়েছে।তোমাদের কোর্স শেষ হলে স্বাভাবিক ভাবেই আবার অ্যাড করে দিব। যদি অনাকাঙ্ক্ষিতভাবে পেইড ব্যাচে ভর্তি স্টুডেন্টকে রিমুভ দিয়ে থাকি আমাকে একটু নক দিও।
পেজ থেকে রেগুলার রসায়নের উপর পরিক্ষা নিতে চাচ্ছি। এ বিষয়ে সবার মতামত আশা করছি।
জৈব যৌগ
Lecture:07
One of the best school in this subcontinent since 1898.
Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School
Assalamu Alaikum Warahmatullah. Welcome to Rakib's English Care page. Almost all of us have fear and
Ranihati ML High School, Shibganj, Chapainawabganj
Jholmoliya Coaching Center page is published for students to grow their knowledge at online platform
An authentic student consultancy for study abroad
Hi, This is Mursadul Hasan Sagor. I am a Trainer & General Secretary Bangladesh Education and Youth
Advanced Digital Marketer and Shopify Drop shipping with freelancer
Education is the backbone of the nation so we are by your side to constantly establish you in new wa
এটি একটি শিক্ষামুলক ব্লগ। এখানে সব ধর?