Sharif Chemistry Care

Sharif Chemistry Care

Comments

💥অনার্স ১ম রিলিজ স্লিপ

ন্যাশনালে অনার্স ১ম বর্ষে ভর্তির "১ম রিলিজ স্লিপের" অনলাইনে আবেদন শুরু হবে ১৬/০৮/২২ তারিখে বিকাল ৪টা থেকে আবেদন চলবে ২৫/০৮/২২ রাত ১২ পযর্ন্ত...

⭐ যে সকল আবেদনকারী-
ক) ১ম/২য়/কোটা মেরিট লিস্টে চান্স পায়নি
খ) মেরিট লিস্টে চান্স পেয়েও ভর্তি হয়নি
গ) মেরিট লিস্টে চার্ন্স পেয়ে ভর্তি হয়েও পরে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন...

⚠️ কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না...

তোমরা কি MCQ পরিক্ষা দিতে চাও...??
HSC 22 ব্যাচের যারা আছো তারা কি রসায়ন ক্লাস বুঝতে পারছো...??
আগামিকাল আবার দেখা হবে ইনশাল্লাহ।
অ্যাডমিশন স্মৃতিচারণ (২০১৪-২০১৫)
২০১২ সালে A+ নিয়ে SSC আর ২০১৪ সালে A গ্রেড নিয়ে উত্তীর্ণ হই HSC। এরপর Rajshahi UCC তে অ্যাডমিশনের জন্য ভর্তি হই৷ ভাগ্যের কি নির্মম পরিহাস আমি ১৬-১৭ টি বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিয়েও চান্স পাইনা কোথাও।
এরপর থেকে প্রতিটি দিন কতটা কষ্টে কাটছে সেটা লিখে বুঝানো সম্ভব না। বাবা,মার বকাবকি শোনা,কাছের মানুষগুলোর থেকে অবহেলা,অপমান সহ্য করতে করতে একসময় মনে হইছে "আমার এ জীবনের কোন মূল্যই নেই" সবার কাছে আমি একজন অপদার্থ,আর অবহেলার পাত্র।

ওই সময়টিতে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার অনুপ্রেরণা জোগায় আমার শ্রদ্ধেয় বড় ভাই Firoz Kabir Palash। কারন বাবা আর পড়ালেখা করাবে না,আমার প্রতি তার আর কোন বিশ্বাস নেই,পড়ালেখা করারও টাকা দিতে পারবে না। পলাশ ভাইয়াই তখন আমার পড়ালেখার সব দায়িত্ব নেন।ভাইয়ের মতো মানুষ জীবনে খুব কমই পাওয়া যায়।

এরপর রাজশাহী যাই সেকেন্ড টাইম প্রাইভেট পড়তে। তখন আবার আমার পাশে পাই আরেক দুই মহৎ ও উদার মনের মানুষ Ryad Hossain ও Musfiq Munna ভাইকে। আমার এখনও মনে পড়ে ভাইদের কাছে প্রায় ফ্রি পড়েছিলাম। তারা যদি ওই সময় পাশে না দাড়াত আজকের এই জায়গায় হয়ত আসাই সম্ভব হত না। সেকেন্ড টাইমের প্রতিটি দিন কতটা কষ্টের সেটা তারাই জানে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়েছিল।

আর আজকে আমি সেই Rajshai UCC ও Rangpur UCC এর সিনিয়র লেকচারার। আজকের এই অবস্থানে আসার মূল কারিগরও ওই দুই ভাই। তাদের প্রতিটি দিক নির্দেশনা আজও বুকে ধারন করে চলি। জীবনে যতদিন বেচে থাকি না কেন এই তিনটি মানুুষের অবদান কোনদিনও ভুলতে পারব না। তারাই আমার আইডল।

আমি এখন যখন অ্যাডমিশন প্রিপারেশন ব্যাচ বা যে কোন ব্যাচ শুরু করি তখন কোন স্টুডেন্ট যখন তার আর্থিক সমস্যার কথা বলে,কোন জানি নিজেকে তাদের মধ্যেই আবিষ্কার করে ফেলি। বার বার মনে পড়ে আমারও একদিন এই কষ্টটা ছিল। আমি জানি কোন স্টুডেন্ট কতটা নিরুপায় হয়ে আর্থিক সমস্যসর কথা বলে।

আমি আমার রুটকে কখনই ভুলতে পারব না। আমি জানি মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টদের জন্য অ্যাডমিশন সময়টি কতটা কষ্টের।

পরিশেষে এটাই বলব আর্থিক সমস্যার জন্য কারও পড়ালেখা থেমে থাকে না,কোন না কোন উপায় ঠিকই আল্লাহ বের করে দেন।প্রথমবার চান্স না পাইলে ভেঙ্গে পড়া যাবে না। জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে চলা শিখতে হবে আর তাহলেই সফলতা আসবে।

আর জীবনের সফলতা,সুখ বলে যদি কিছু থাকে সেটা পাওয়া যায় অসহায় মানুষের পাশে দাড়ালেই। একবার অসহায় মানুষের পাশে দাড়াও, দেখবা অন্যরকম একটা সুখ অনুভব করছো যেটা হাজার কোটি টাকা দিয়েও কোথাও পাওয়া যায় না।
ভর্তি পরিক্ষায় একজন শিক্ষার্থী ভালো ফলাফল করলে সবাই তার কৃতিত্ব নেয়,নিতেও পারে এটা নিয়ে কোন সমস্যা নেই। বিভিন্ন স্টুডেন্টকে দেখছি টাকার কাছে বিক্রিও হতে।
লজ্জা করা উচিত এসব বিজ্ঞাপন করার সময়। সব দেখছি প্রতারক,আর যারা এসব প্রতারণায় সাহায্য করছে তারাও একপ্রকার প্রতারক।
ফুলে সুগন্ধ থাকলে মৌমাছি আসবেই,কৃত্রিম সুগন্ধ দিয়ে কি লাভ রে ভাই।
আর একটি কথা সাফল্যের কৃতিত্ব নিলে ব্যর্থতার কৃতিত্বটাও নিতে হবে। আমি দুপুর থেকে বার বার ভাবছি আমার কাছে পড়ার পর যাদের চান্স হলো না তাদের মানসিক অবস্থাটা এখন কেমন। কি করে তারা সময়টি পার করছে,তার পরিবারই বা তার সাথে কেমন ব্যবহার করছে।
এ ব্যর্থতা আমার স্টুডেন্টদের একা না,এ ব্যর্থতা আমারও। আমার হয়ত তাদের প্রতি আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল।

যারা চান্স পাওনি তাদের বলব "সফলতার প্রথম ধাপটিই হচ্ছে ব্যর্থতা"। জীবনে ব্যর্থতা আসতেই পারে,তবে সেটা সাময়িক।

এখনও কৃষি গুচ্ছের পরিক্ষা বাকি আছে। যে সময়টি আছে কাজে লাগাও,নিশ্চয়ই তুমিও সফল হবে।

পরিশেষে এটাই বলব চান্স না পাওয়া মানে হেরে যাওয়া না,চান্স না পাওয়া মানে নতুন উদ্যমে সবকিছু শুরু করা।
ব্রেকিং
গুচ্ছ ফলাফল প্রকাশিত
লিংক কমেন্ট অপশনে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কার পজিশন কত আসছে কমেন্ট করে একটু জানিয়ে দাও। আর কারও কোন প্রশ্ন থাকলে সেটাও করতে পার।
'সি' ইউনিটের ভর্তি-পরীক্ষার ফল ( শিক্ষাবর্ষ ২০২১-২০২২) প্রকাশিত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) এই ফলাফল পাওয়া যাচ্ছে।

সূত্রঃ সমন্বয়ক, সি ইউনিট ও ডীন, বিজ্ঞান অনুষদ।
'সি' ইউনিটের ভর্তি-পরীক্ষার ফল ( শিক্ষাবর্ষ ২০২১-২০২২) আগামীকাল বেলা ১২ টায় প্রকাশিত হবে।

সূত্রঃ সমন্বয়ক, সি ইউনিট ও ডীন, বিজ্ঞান অনুষদ
SSC EXAM ROUTINE 2022
আমি যখন Admission Batch এর ক্লাস নিতাম তখন অনেক স্টুডেন্ট মাঝে মাঝেই বলত ভাইয়া ফুল সিলেবাস পড়াচ্ছেন কেন,সবাই শর্ট সিলেবাস পড়াচ্ছে। আপনিও শর্ট সিলেবাসের টপিক্সগুলোই পড়ান।
কিন্তু আমি ফুল সিলেবাসই পড়াই আর সবসময় স্টুডেন্টদের বলতাম ফুল সিলেবাসের পড়াগুলো পড়তে সমস্যা কোথায়,যদি প্রশ্ন ফুল সিলেবাস থেকে হয় তখন কি করবা???

আর এটাও বলতাম আমি তো ফুল সিলেবাসের জন্যই টাকা নিয়েছি তাহলে শর্ট সিলেবাস পড়িয়ে তোমাদের বিপদে ফেলব কেন??
যখন Rajshahi UCC,Rangpur UCC Branch এ ক্লাস নিয়েছি তখনও কারও কথা না শুনে কিন্তু ফুল সিলেবাসই পড়াইছি।

গতকাল যারা গুচ্ছে পরিক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার সিদ্ধান্তটি খারাপ ছিল না। আর একটি কথা সবসময় মনে রাখা উচিত শিক্ষা অর্জনের সময় শর্টকার্ট না ফলো করাই ভালো। এতে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হয়।
রসায়নের সলিউশন(গুচ্ছ ভর্তি পরিক্ষা)
তোমাদের রসায়ন পরিক্ষা কেমন হয়েছে???
আমার কাছে পড়ে কি উপকৃত হয়েছো??
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাঃ
১ আগস্টের মধ্যে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
গুচ্ছভর্তি পরীক্ষা ২০২১-২০২২
এডমিট কার্ডে স্বাক্ষরঃ

👉তোমার এইচ এস সি রেজিষ্ট্রেশন কার্ডে যে স্বাক্ষর আছে এডমিট কার্ডেও তেমন স্বাক্ষর করবে।

👉ওএমআর+ হাজিরা শীটেও একই স্বাক্ষর করবে।

👉 এ্যাডমিট কার্ডে যেন ডিউটিরত স্যার স্বাক্ষর করেন সেটা অবশ্যই খেয়াল রাখবে। গতবার অনেক কেন্দ্রে স্যারেরা এ্যাডমিটে স্বাক্ষর করেননি, এতে করে অনেকেই সমস্যায় পড়েছে।

সবার জন্য শুভকামনা।❤️❤️❤️
GST গুচ্ছের A ইউনিটের(বিজ্ঞান) আসন বিন্যাস প্রকাশিত, ওয়েবসাইটে লগ ইন করে দেখে নাও তোমার সিট প্ল্যান।
লিংক প্রথম কমেন্টে।

রসায়ন হোক স্বপ্ন পূরণের মাধ্যম... রসায়ন নিয়ে আর নয় ভয়......

Operating as usual

18/03/2023

লেকচার-41(অন্তরীকরণ-5)

লেকচার-41(অন্তরীকরণ-5)

15/03/2023

লেকচার-40(অন্তরীকরণ-4)

লেকচার-40(অন্তরীকরণ-4)

14/03/2023

লেকচার-39(অন্তরীকরণ-3)

লেকচার-39(অন্তরীকরণ-3)

14/03/2023

বাটারমোড় ব্যাচ আপডেইট
সাময়িক সমস্যার জন্য আগামীকাল তোমাদের পড়ানো বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে যথারীতি সকাল ৮:৩০ মিনিটে ক্লাস হবে।

13/03/2023

লেকচার-39(অন্তরীকরণ-2)

লেকচার-39(অন্তরীকরণ-2)

13/03/2023

বিনোদপুর ব্যাচ
আগামীকাল তোমাদের রসায়ন প্রাইভেট সকাল ১০:৩০ মিনিটে।

13/03/2023

অনেক স্টুডেন্ট এর আশা নিয়ে অনলাইন পেইড ব্যাচটি শুরু করেছিলাম। আজকে ১৭ টি ক্লাসের মাধ্যমে জৈব রসায়ন চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। অনেকের কাছেই জৈব রসায়ন চ্যাপ্টারটি অনেক কঠিন মনে হয় সঠিকভাবে না পড়তে পারার জন্য।আমি আশাবাদী আমার কোর্সের স্টুডেন্টদের কাছে এখন অনেকটাই সহজ মনে হবে।
আগামীকাল থেকে নতুন চ্যাপ্টার(পরিবেশ রসায়ন) শুরু করব।
এ পর্যন্ত যে চ্যাপ্টারগুলো শেষ হয়েছে:
➡️পরিমাণগত রসায়ন▶️১০ ক্লাস
➡️গুনগত রসায়ন▶️৯ ক্লাস
➡️জৈব রসায়ন▶️১৭ ক্লাস
✔️✔️শুধু এটাই বলব মাত্র ১০০০ টাকায় কোর্সটি করে তুমি যা পাবা সেটা ৮-১০ হাজার টাকা দিয়েও পাবা না। যারা কোর্সটিতে ভর্তি হতে ইচ্ছুক তারা প্রয়োজনে কিছু ক্লাস করেই সিদ্ধান্ত নিও।

12/03/2023

লেকচার-38(অন্তরীকরণ বেসিক কনসেপ্ট)

লেকচার-38(অন্তরীকরণ বেসিক কনসেপ্ট)

11/03/2023

যারা রসায়ন সাবজেক্ট নিয়ে অনেক ভয় পাও,জৈব রসায়ন নিয়ে ভয় পাও,তাদের বলব আমার পেইড ব্যাচের ক্লাসগুলো করে দেখতে পার। কিছু ক্লাস করলেই ইনশাআল্লাহ রসায়নের প্রেমে পড়ে যাবা।পেজে কিছু ক্লাস করে দেখে নিতে পার ক্লাসের কোয়ালিটি,তাহলেই কোর্সটি সম্পর্কে ধারণা চলে আসবে।
এখন পর্যন্ত যে অধ্যায়গুলে শেষ হয়েছে তার বিস্তারিত
১.পরিমানগত রসায়ন👉১০ টি ক্লাস
২.গুনগত রসায়ন👉০৯ টি ক্লাস
৩.জৈব রসায়ন👉১৬ টি ক্লাস(এখনও চলমান)

11/03/2023

প্রশ্ন:নিম্নের কোনটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে?
(ক)CH3COCH3
(খ)CH3COOH
(গ)HCOOH
(ঘ)None
বি:দ্র:সঠিক উত্তর দাতার জন্য থাকবে আকর্ষণীয় গিফট৷

10/03/2023

আমার ভাগিনাকে নিয়ে গিয়েছিলাম মেডিকেল পরিক্ষা দিতে রাজশাহী সিটি কলেজ সেন্টারে। সেখানের কিছু অভিজ্ঞতা শেয়ার করছি
১.পরিক্ষা শুরু হওয়ার পর থেকেই মিনিমাম ৭০ জনের কাছে থেকে লিফলেট পাইছি। সবার লিফলেটের একটাই কথা মেডিকেল পরবর্তী ব্যাচে এত টাকা ছাড় দিয়ে ভর্তি চলছে,নিশ্চিত চান্স ইত্যাদি।
২.বিভিন্ন কোচিং সেন্টারের চমকপ্রদ অফার।
৩.চোখে পড়ার মতো বিষয় কিছু কোচিং এর কাজ। তারা প্রথমে ভিজিটিং কার্ড বিতরণ করলেন আর শেষে আবার ফোন নাম্বারটি নিয়ে নিচ্ছেন সহজ,সরল মানুষগুলো থেকে।
৪.শেষে দেখলাম এক অ্যান্টি আরেক অ্যান্টিকে বলছেন ডাক্তারি পড়তে হলে নাকি সেকেন্ড ইয়ারেই নামকরা ***...কোচিংয়ে ভর্তি হতে হবে। তারা নাকি যা দাগিয়ে দিবে সেটাই আসবে।
৫.যে বিষয়টি শুনে একটু অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে ডাক্তার হতে নাকি ৪র্থ সাবজেক্ট গণিত করতে হবে আর আবশ্যক সাবজেক্ট নাকি জীববিজ্ঞান করতে হবে...আবার বুয়েটের জন্য আবশ্যিক নাকি গণিত আর জীববিজ্ঞান নাকি অফশনাল করতেই হবে। না হলে নাকি ফর্ম তোলা যাবে না।

কতরকম বিজনেস পলিসি মানুষের দেখে অবাক হয়ে যাই। আমি সবসময় যেটা বলি ফুলের সুবাস থাকলে মৌমাছি আসবেই। কৃত্রিম সুবাস দিয়ে হয়ত সাময়িক সময়ের জন্য মৌমাছি আসবে বাট সেটা স্থায়ী হবে না।

10/03/2023

রসায়ন পেইড ব্যাচের ক্লাস ঠিক রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সিক্রেট গ্রুপে।
অধ্যায়:জৈব রসায়ন
লেকচার নং:১৪
ইনশাল্লাহ স্টুডেন্টদের স্বপ্ন পূরনের একটি মাধ্যম হবে কোর্সটি।

Photos from Sharif Chemistry Care's post 10/03/2023

আজকের মেডিকেল ভর্তি পরিক্ষার প্রশ্ন

10/03/2023

কেমন হলো তোমাদের মেডিকেল ভর্তি পরিক্ষা...??
যে বিষয়টি বলব সেটা হচ্ছে তুমি কিন্তু নিজেই বুঝতে পারছে তোমার পরিক্ষা কেমন হয়েছে,চান্স পাবা কি না। যদি মনে হয় এক্সাম খারাপ হয়েছে বা তোমার প্রস্তুতিতে ঘাটতি আছে তাহলে এখন থেকেই নতুন উদ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। মনে রাখব তুমি যতটা পরিশ্রম করবা ততটাই এগিয়ে যাবা। তাই সময় নষ্ট না করে বিশ্ববিদ্যালয় প্রস্তুতিতে মনোযোগ দাও দেখবা তুমিও সফল হয়ে গেছে।
এখনও যে সময় আছে কাজে লাগাও,ইনশাআল্লাহ সফল হবাই। ❤️❤️❤️

07/03/2023

অনেকেই আমার কাছে মাঝে মাঝেই বলে ভাইয়া ম্যাথ অনেক কঠিন লাগে,পদার্থ অনেক কঠিন লাগে,রসায়নের এই টপিক্সটি অনেক কঠিন লাগে।

আমি এই ক্ষেত্রে এটাই বলব "কোন বিষয় ততক্ষন পর্যন্তই কঠিন যতক্ষন না তুমি সেটা করছো"তুমি একবার ওই বিষয়টি নিয়ে পড়ালেখা শুরু কর দেখবা ওটাই সবথেকে সহজ।
আসলে তুমি যেটা পড়ই নি কখনও সেটাই তোমার কাছে কঠিন। একবার শুরু করে দেখই না,দেখবা সব সহজ হয়ে গেছে।

06/03/2023

জৈব যৌগ Lecture:11

জৈব যৌগ
Lecture:11

06/03/2023

জৈব রসায়নের লাইভ ক্লাস কি করতে চাও আজ..???

Photos from Sharif Chemistry Care's post 05/03/2023

টপিক্স:পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধন।
পরিক্ষার সময়:১৫ মিনিট।
বি:দ্র:4 নং প্রশ্নের গ অপশনটি হবে Al3+,16 নং প্রশ্নটি হবে ল্যানথানাইড ও অ্যাক্টিনাইড সিরিজের মোট মৌলের সংখ্যা।
কমেন্টের মাধ্যমে তোমার উত্তর দিতে হবে।

05/03/2023

ঠিক রাত ১০:৩০ মিনিটে পরিক্ষার প্রশ্ন আপলোড করা হবে৷
টপিক্স:মৌলের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধন।

05/03/2023
05/03/2023

আজকের পরিক্ষাটি হবে ঠিক রাত ১০:৩০ মিনিটে।
টপিক্স:মৌলের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর।

04/03/2023

পেইড ব্যাচের ক্লাস চলমান। আমি ১০০০ টাকায় এমন একটি কোর্স উপহার দিতে চাই যেটা সকল স্টুডেন্ট সারা জীবন মনে রাখবে।আমার কাছে এটা শুধু একটি কোর্স না প্রতিটি স্টুডেন্ট এর স্বপ্ন পূরনের আস্থার প্রতীক। জৈব রসায়নের ১০টি ক্লাস শেষ হলো আজ। আরও ১০-১২ টি ক্লাস নিব জৈব রসায়নের উপর। ক্লাসগুলো একবার করলে জৈব রসায়ন নিয়ে আর কোন সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।

04/03/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা:
HSC- ২০২২ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি ( সংক্ষিপ্ত সিলেবাস ) অনুসরণ করা হয়েছে তার আলোকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
(রসায়নে কিন্তু শর্ট সিলেবাস নেই বললেই চলে)

03/03/2023

গুনগত রসায়ন পরিক্ষার সঠিক উত্তর
১ ঘ
২.ক
৩.গ
৪.খ
৫.গ
৬.ঘ
৭.ঘ
৮.ক
৯.ঘ
১০.ঘ
১১.গ
১২.গ
১৩.খ
১৪.গ
১৫.গ
১৬.ঘ
১৭.গ
১৮.গ
১৯.ক
২০.ঘ

03/03/2023

👉👉👉রাবি ভর্তি বিজ্ঞপ্তি

02/03/2023

গতকালকের পরিক্ষার সলিউশন লাইভ ক্লাসের মাধ্যমে দেওয়া হবে।
ক্লাসটি হবে আজ রাত ৭:৩০ মিনিটে৷

Photos from Sharif Chemistry Care's post 02/03/2023

হাইড্রোজেন বন্ধন উপস্থিতির জন্য যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর গ্রাফ।

Photos from Sharif Chemistry Care's post 01/03/2023

পরিক্ষার সময়:১৭ মিনিট
উত্তরপত্র কমেন্টে দেওয়ার শেষ সময় রাত ১১ টা। উত্তরপত্র একবারই দিতে পারবা সবাই। কোনভাবেই দ্বিতীয়বার দেওয়া বা ইডিট করা যাবে না।

01/03/2023

পরিক্ষা দেওয়ার জন্য তোমরা কি প্রস্তুত..???
সবাইকে শুধুমাত্র পেজের কমেন্ট অপশনেই উত্তরপত্রের ছবি দিতে হবে। কোনভাবেই গ্রুপে কমেন্ট করে দেওয়া যাবে না। পরিক্ষার লিংক পেজ ও গ্রুপ দুই জায়গাতেই দেওয়া হবে।
পরিক্ষার সময় মাত্র ১৭ মিনিট।তুমি যখনই পরিক্ষা শুরু করবা নিজে ঘড়ি দেখে ১৭ মিনিট টাইম নিবা। এরপর আর কোন সময় ব্যবহার করা যাবে না। মনে রাখবা পরিক্ষাটি তোমাদের জন্য। তাই যদি তুমি নিজে ভালো মার্ক পাওয়ার জন্য অসদুপায় অবলম্বন করো তাহলে নিজেকেই ঠকানো হবে।
রাত ১০:৩০-১১:০০ টার মধ্যেই উত্তর সাবমিট করতে হবে। এরপর আর কারও উত্তর কাউন্ট করা হবে না। নিজেকে পুরোপুরি সৎ থেকেই পরিক্ষা দিতে হবে। কোনভাবেই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

01/03/2023

আজকের পরিক্ষাটি অনুষ্ঠিত হবে ঠিক রাত ১০:৩০ মিনিটে।
নির্দিষ্ট সময়ে প্রশ্ন পেজে আপলোড করব,তারপর নির্দিষ্ট একটি সময় দেওয়া থাকবে এর মধ্যেই উত্তর করতে হবে।
উত্তর করার নিয়ম হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখে সেটার ছবি কমেন্টের মাধ্যমে দিয়ে দিতে হবে।
উত্তর দেওয়ার সময়সীমা অতিক্রম হওয়ার পর কারও উত্তর গ্রহণ করা হবে না।
যেহেতু পরিক্ষা সরসরি নিতে পারছি না তাই নিজেদের সৎ থেকেই পরিক্ষা দিতে হবে।

28/02/2023

অ্যাডমিশন পরিক্ষার্থীদের উদ্দেশ্য কিছু লেখা:
আমি আমার পড়ানোর অভিজ্ঞতা থেকেই বলছি বর্তমানের স্টুডেন্টরা চরম মানের কেয়ারলেস,এরা ভালো মন্দ বোঝে না,কোনটি করা উচিত আর কোনটি করা উচিত নয় এটাও বোঝে না।
আমি শুধু এটাই বলব তোমরা তোমাদের অসহায় পিতা মাতার কথা একটি বারের জন্য হলেও চিন্তা করিও,তারা কতটা কষ্ট করে তোমাদের টাকা দিয়ে যাচ্ছেন। তারা শুধু এটাই চায় তাদের ছেলে মেয়ে তাদের থেকে সুখে যেন থাকতে পারে।

যেদিন দেখবা তোমার বাবা মা তোমার জন্য তোমার সামনে কাদছে সেইদিন বুঝতে পারবা পৃথিবী কতটা নিষ্ঠুর। তাই বলব এখনও যে সময়গুলো আছে কাজে লাগাও,একটি টার্গেট নিয়ে পড়ালেখা করতে থাকো,আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলছি এখনও যদি তুমি ভালো করে পড়ালেখা করো তোমার চান্স নিশ্চিত।
এই সময়টিতে বন্ধুদের সাথে ঘোরাফেরা না করে,ফেইসবুক না চালিয়ে শুধু পড়ালেখায় সময় দাও। দেখবা তুমিও দিনশেষে সফল হয়ে গেছো।
মনে রাখবা এই সময়টিতে তুমি যেমন করবা তোমার ভবিষ্যৎ ঠিক তেমনই হবে। নিজেকে কখনই দুর্বল ভাবিও না,মাথায় রাখবা তোমার মধ্যে যা আছে সেটা আর কারও মধ্যে নেই।

বাবা মার কথাটা বিবেচনা করে হলেও আজ থেকে কঠোর পরিশ্রম করা শুরু করে দাও। তোমাদের সফলতার অপেক্ষায় থাকলাম❤️❤️

28/02/2023

👉👉বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা

28/02/2023

অনলাইনে বেস্ট একটি সাপোর্ট পেতে কোর্সটির কোন বিকল্প নেই৷

27/02/2023

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু ও পরীক্ষা শুরুর তারিখ:

🎓 ঢাকা বিশ্ববিদ্যালয়
✅ আবেদন শুরুঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বিকাল ৪:০০ টা)
✅ আবেদন শেষঃ ২০ মার্চ, ২০২৩ (রাত ১১:৫৯ মি.)
✍️ ভর্তি পরীক্ষা (বিজ্ঞান): ১২ মে, ২০২৩ (সকাল ১১টা থেকে ১২:৩০ টা
পর্যন্ত)

BUET
✅ অনলাইনে আবেদন শুরুঃ ১ মার্চ, ২০২৩ (সকাল ১০টা)
✅ অনলাইনে আবেদন শেষঃ ১২ মার্চ ২০২৩ (বিকাল ৩টা)
✍️ প্রাক- নির্বাচনী পরীক্ষাঃ ২০ মে, ২০২৩
✍️ মূল ভর্তি পরীক্ষাঃ ১০ জুন, ২০২৩

🩺 মেডিকেল
✅ অনলাইনে আবেদন ২৩-০২-২০২৩ খ্রি: শেষ হয়েছে।
✅ প্রবেশ পত্র বিতরণঃ ৬ মার্চ ২০২৩ হতে ৭ মার্চ ২০২৩ পর্যন্ত
✍️ ভর্তি পরীক্ষাঃ ১০ মার্চ ২০২৩ (সকাল ১০ টা হতে ১১ পর্যন্ত)

🩺 AFMC & 5 AMCs (Session 2022-23)
✅ অনলাইনে আবেদন ২৩-০২-২০২৩ খ্রি: শেষ হয়েছে।
✍️ ভর্তি পরীক্ষার তারিখ: ১১-০৩-২০২৩ খ্রি: ( শনিবার, বিকাল ৩.০০ টা হতে বিকাল 8.00 টা পর্যন্ত)

MIST
✅ অনলাইন আবেদন শুরু হয়েছেঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৩
✅ অনলাইন আবেদন শেষঃ ২ মার্চ ২০২৩
✍️ ভর্তি পরীক্ষাঃ ১৮ মার্চ ২০২৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
✅ অনলাইনে আবেদন শুরু হয়েছেঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
✅ অনলাইনে আবেদন শেষঃ ১৫ মার্চ, ২০২৩
✍️ সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষাঃ ২৫ মার্চ, ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়
✅ অনলাইনে আবেদন শুরুঃ ১৫ মার্চ (দুপুর ১২টা)
✅ অনলাইনে আবেদন শেষঃ ২৭ মার্চ (রাত ১২টা পর্যন্ত)
✍️ ভর্তি পরীক্ষা ‘সি’(বিজ্ঞান): ২৯ মে ২০২৩
❤️❤️❤️❤️

27/02/2023

আমার প্রাইভেটে ব্যাচের স্টুডেন্টদের জন্য

শারীরিক অসুস্থতার জন্য ২-৩ দিন তোমাদের প্রাইভেট বন্ধ থাকবে। সুস্থ হওয়া মাত্রই তোমাদের পড়ানো শুরু করব ইনশাল্লাহ।যখনই পড়ানো শুরু করব তার আগের দিন অবশ্যই এস এম এস করে জানিয়ে দিব সবাইকে।তোমরা তোমাদের কাছের বন্ধুদের একটু জানিয়ে দিও।
👉শুক্রবার তোমাদের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর পরিক্ষা হবে।
জ্বর,সর্দি,কাশিতে আমার শরীরের অবস্থা আপাদত ভালো নেই।

27/02/2023

👉👉পরিক্ষার রুটিন
০১-০৩-২০২৩~~গুনগত রসায়ন
০৫-০৩-২০২৩~~মৌলের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধন
০৯-০৩-২০২৩~~জৈব রসায়ন(অ্যালকেন,অ্যালকিন,অ্যালকাইন)
১৫-০৩-২৩~~জৈব রসায়ন(বেনজিন,টলুইন,অ্যালকাইল হ্যালাইড,অ্যারাইল হ্যালাইড,ক্লোরোফর্ম)
২০-০৩-২৩~~(অ্যালকোহল,ফেনল,ইথার,কার্বোনিল যৌগ,এসিড,এসিডের জাতক)
২৫-০৩-২০২৩~~সম্পুর্ণ জৈব রসায়ন
২৯-০৩-২০২৩~~পরিমানগত রসায়ন

প্রতিটি পরিক্ষা নির্দিষ্ট ডেইটে রাত ১০:৩০ মিনিটে শুরু হবে। উত্তর করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে,তারপর আর কারও উত্তর কাউন্ট করা হবে না। পরবর্তীতে আবার রুটিন দেওয়া হবে।
শুভকামনা সবার জন্য❤️❤️

Photos from Sharif Chemistry Care's post 27/02/2023

👉ঢাবি সার্কুলার......

25/02/2023

পেইড ব্যাচের সিক্রেট গ্রুপ ও ম্যাসেন্জার থেকে আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের রিমুভ দেওয়া হয়েছে।তোমাদের কোর্স শেষ হলে স্বাভাবিক ভাবেই আবার অ্যাড করে দিব। যদি অনাকাঙ্ক্ষিতভাবে পেইড ব্যাচে ভর্তি স্টুডেন্টকে রিমুভ দিয়ে থাকি আমাকে একটু নক দিও।

24/02/2023

পেজ থেকে রেগুলার রসায়নের উপর পরিক্ষা নিতে চাচ্ছি। এ বিষয়ে সবার মতামত আশা করছি।

24/02/2023

জৈব যৌগ Lecture:07

জৈব যৌগ
Lecture:07

Videos (show all)

মোট বন্ধন নির্ণয় ও অষ্টকতত্ত্ব
বন্ধন নির্ণয়(প্রথম পার্ট)
চার প্রকারের বন্ধন ও যৌগে বন্ধন নির্ণয়
অধ্যায়ঃপর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধন টপিক্সঃপারমানবিক ব্যাসার্ধ,আয়নীকরণশক্তি...
চার প্রকারের বিক্রিয়া(জৈব রসায়ন)
হাইব্রিডাইজেশন(সংকরণ)
জৈব যৌগের নামকরণঃপর্ব-০১
জটিল যৌগের হাইব্রিডাইজেশন (সংকরণ) নির্ণয়ঃ
বিক্রিয়া না করেই অম্লত্ব ও ক্ষারকত্ব নির্ণয়:
মাত্র ১০-১২ সেকেন্ডে সকল যৌগ,আয়নের হাইব্রিডাইজেশন(সংকরণ) নির্ণয়....
ইলেকট্রন বিন্যাস না করে মাত্র ১০-১৫ সেকেন্ডে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্নয়...

Location

Telephone

Website

Address


Batarmor, Shaheb Bazar
Rajshahi
121222

Other Schools in Rajshahi (show all)
Rajshahi B. B. Hindu Academy Rajshahi B. B. Hindu Academy
Sagorpara, Ghoramara
Rajshahi, 6100

One of the best school in this subcontinent since 1898.

Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী
Madarigonj Bagmara
Rajshahi, 6440

Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School

Rakib's English Care Rakib's English Care
Binodpur Bazar
Rajshahi, 6206

Assalamu Alaikum Warahmatullah. Welcome to Rakib's English Care page. Almost all of us have fear and

Ranihati ML High School Ranihati ML High School
Ranihati, Rajshahi, Rajshahi
Rajshahi, 6300

Ranihati ML High School, Shibganj, Chapainawabganj

Jhalmoliya coaching center Jhalmoliya coaching center
Jholmoliya, Puthia
Rajshahi, 6400

Jholmoliya Coaching Center page is published for students to grow their knowledge at online platform

WEMS Rajshahi WEMS Rajshahi
House-27 ( 1st Floor), Ghoshpara More, Hatemkhan
Rajshahi, 6200

An authentic student consultancy for study abroad

Mursadul Hasan Sagor Mursadul Hasan Sagor
Rajshahi, 6204

Hi, This is Mursadul Hasan Sagor. I am a Trainer & General Secretary Bangladesh Education and Youth

SOFIQ MATH Nano-Care SOFIQ MATH Nano-Care
Bornali Moar, Rajshai
Rajshahi, 6000

Shafiqul Teach Shafiqul Teach
Shyampur, Mothiher, Mijaner Mor, Rjashahi
Rajshahi, 6212

Advanced Digital Marketer and Shopify Drop shipping with freelancer

Tacik Science & ICT Tacik Science & ICT
কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদে
Rajshahi

Education is the backbone of the nation so we are by your side to constantly establish you in new wa

Solve and Suggestion BD Online Porassona Solve and Suggestion BD Online Porassona
Jangalpara Bagmara Rajshahi
Rajshahi

এটি একটি শিক্ষামুলক ব্লগ। এখানে সব ধর?