12/05/2023
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখা এর কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩ এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষাবোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৪ মে ২০২৩ তারিখ রোববার অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। অন্যান্য বোর্ড সমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়ার পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিবে আন্তঃ শিক্ষা বোর্ড।
09/05/2023
SSC MATH MCQ Question solution 2023 !!
# Rajshahi Board!!
02/05/2023
SSC Bangla 2nd Paper MCQ Question solution 2023 !!
# Rajshahi Board!!
30/04/2023
Rajshahi Board.
MCQ ANSWER!
29/04/2023
আগামীকাল থেকে এসএসসি-দাখিল পরীক্ষা শুরু।
সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা💚
21/04/2023
দুরের মানুষ আসুক কাছে,
কাছের মানুষ থাকুক পাশে!!
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা!!
💐💐ঈদ মোবারক💐💐
14/04/2023
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
স্বাগত বাংলা নববর্ষ, ১৪৩০ বঙ্গাব্দ।
দুপচাঁচিয়া উপজেলা বাসী কে বাংলা
নববর্ষে'র শুভেচ্ছা।
10/04/2023
১৭ই রামাদান ঐতিহাসিক বদর দিবস ~
প্রায় দেড় হাজার বছর আগে আজকের দিনে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই।
মাহে রমজানের যে বছর মদিনায় প্রথম সিয়াম পালিত হয়, সেই দ্বিতীয় হিজরির ১৭ ই রমজান 624 খ্রিস্টাব্দে ইসলামী ইতিহাসের প্রথম আত্মরক্ষামূলক সশস্ত্র যু*/দ্ধ "গায/*ওয়ায়ে বদরে" ইসলামের বিজয়ী পতাকা উড্ডীন হয়েছিল।
ভাগ্যবান সে সকল শহীদ সাহাবাগনের উসিলায় মহান রব আমাদের সবাইকে ক্ষমা করুন আমীন🤲🤎
08/04/2023
বাংলাদেশ স্কাউট দিবস ২০২৩
05/04/2023
আলহামদুলিল্লাহ
২৬ তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম 🇧🇩
04/04/2023
রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল, পুলিশ, আনসার বাহিনীদের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন ইউনিট এর রোভার স্কাউটরা।
রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ স্কাউটস গভীরভাবে শোকাহত।
ছবি: রোভার হেমায়েত রাতুল
#বাংলাদেশ #বঙ্গবাজার
26/03/2023
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩
Happy independence day to everyone.
24/03/2023
বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ স্কাউটস্ গ্রুপের_ডে ক্যাম্প এবং দীক্ষা অনুষ্ঠান--২৩/০৩/২০২৩
15/03/2023
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কাব শিশু-
# তাসফিয়া হাসান।
#ডিমশহর সপ্রাবি,দুপচাচিয়া,বগুড়া।
#বাংলাদেশ স্কাউটস দুপচাঁচিয়া উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
20/02/2023
ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগে মহীয়ান এই দিবসে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
17/02/2023
HappY Scouting....
৭ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৩
মহাতাবু জলসা ও ক্যাম্প ফায়ার।
স্থান : তালোড়া আলতাব আলী উচ্চবিদ্যালয়, দুপচাঁচিয়া, বগুড়া।
15/02/2023
২য় দিন...
৭ম উপজেলা স্কাউট সমাবেশ,
বাংলাদেশ স্কাউটস দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া।
স্থানঃ তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়, দুপচাঁচিয়া, বগুড়া।
15/02/2023
৭ম উপজেলা ঙ্কাউট সমাবেশের ৩য় দিনে বিভিন্ন কর্মসূচি....….............চলছে✌️
14/02/2023
৭ম উপজেলা স্কাউট সমাবেশ-২০২৩ইং এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
স্থান: তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়।
14/02/2023
⚜️⚜️১ম দিন, ২য় স্থান অর্জন ⚜️⚜️
-দুপচাঁচিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
#১৪ ফেব্রুয়ারী ২০২৩,
২য় দিনের তাঁবু কলায় প্যাট্রোল লিডার ইফসিয়া -করিম Efshia Afrin এর নেতৃত্বে ২য় স্থান অর্জন করে।
সামনের দিনগুলো আরও সাফল্যমন্ডিত হোক,শুভকামনা রইল💐💐
14/02/2023
✌️৭ম উপজেলা ঙ্কাউট সমাবেশে তোমরা কে কে অংশ গ্রহন করেছো.....
#কমেন্ট করো✌️
11/02/2023
✌️৭ম উপজেলা ঙ্কাউট সমাবেশ ১৩-১৭ই ফেব্রুয়ারি উপলক্ষে তাঁবু খাটানো কার্যক্রম।
স্থানঃ তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠ।
26/01/2023
"All's well when ends well."
The closing ceremony of the 32nd Asia-Pacific and 11th National Scout Jamboree Bangladesh,2023 was held on 25th January 2023 at Bangabandhu Main Arena, NSTC, Mouchak, Gazipur with the delightful presence of the Prime Minister of Bangladesh, Sheikh Hasina, MP.
The colorful cultural program and the supportive, instructive speech of the honorable prime minister made scout friends cheerful. The honorable Prime Minister also awarded twelve Shapla Cub Awardees from twelve regions of Bangladesh Scouts.
25/01/2023
Hiking has a powerful way of giving us perspective and reminding us of how insignificant our issues are; some people hike to get out or some purely for the scenery and solitude.
Some camera captured moments of hiking at "32nd Asia-Pacific Regional and 11th National Scout Jamboree Bangladesh 2023.
23/01/2023
৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী এর গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ✌️
13/10/2022
দুপচাঁচিয়া উপজেলা আজ ছিল উৎসবমুখর। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর নির্দেশনা অনুযায়ী বিজ্ঞান সভা ও কুইজ প্রতিযোগিতা, বাংলাদেশ বেতার ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত "তারুণ্যের কণ্ঠ "।ছাত্র ছাত্রীরা প্রচলিত চিন্তার বাইরে এসে নতুন করে ভাবতে শিখবে বলে আশা করি।
#কপি_সহস্র_সুমন_স্যার💕
10/10/2022
বাংলাদেশ স্কাউটস দুপচাঁচিয়া উপজেলা কর্তৃক আয়োজিত ” উপজেলা ডে-ক্যাম্প’’
ডে-ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস দুপচাঁচিয়া উপজেলা’র সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সুমন জিহাদী স্যার সহস্র সুমন;
15/09/2022
এস,এস,সি পরীক্ষা-২০২২💐 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল💐
12/09/2022
“আমাদের অর্জনের কথা” স্থান পেল উপজেলা প্রশাসন চত্তরে।
অসংখ্য ধন্যবাদ ও কৃতঙ্গতা
সকল ভালোকাজের পৃষ্ঠপোষক,
জনাব মোঃ সুমন জিহাদী সহস্র সুমন , উপজেলা নির্বাহী অফিসার, দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া।
31/08/2022
দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এন এম মঈনুল ইসলাম, বিভাগীয় অতিরিক্ত কমিশনার ( উন্নয়ন ও আইসিটি),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক, চেয়ারম্যান,উপজেলা পরিষদ, দুপচাঁচিয়া, সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ সুমন জিহাদি,ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব আনিছুল ইসলাম সহ অন্যান্য সম্মানিত অতিথি বৃন্দ ও শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ। এ সময় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত অত্র বিদ্যালয়ের ৭জন স্কাউট কে ক্রেস্ট প্রদান সহ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার জনাব এ এন এম মঈনুল ইসলাম স্যার।
01/08/2022
HappY_Scout_ScarF_DaY 2022