RAHAT PhysicsCorner

RAHAT PhysicsCorner

Share

HSC Academic:HSC 1st Year & 2nd Year HSC Admission: Medical,Engineering & University Admission Pr

Operating as usual

29/06/2024

SSC-23 [HSC-25] এবং SSC-24 [HSC-26] ব্যাচের শিক্ষার্থীরা তোমরা SSC তে A+ পাবার পরেও চান্স পাবে তো?
তোমার চান্স পাবার সম্ভবনা কতটুকু দেখে নাও।

28/05/2024

বুঝলি হাবিব,
আমার কাছে মনে হয়, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শব্দ হলো "Sorry "। মানুষজন জেনেশুনে অন্যায় করে। এরপর কিছু বললে, বলবে " sorry".
sorry মানুষ কখন বলে? যখন নিজের অজান্তে ভুল করে তখন Sorry বলে। কিন্তু কত বড় বড় অন্যায় করে মানুষজন " Sorry " বলে দায় এড়ানোর চেষ্টা করে।

লাইফে এমন কিছু করাই উচিৎ না, যার জন্য কাউকে "Sorry " বলতে হয়। আমার কাছে মনে
হয়, "কেউ Sorry বলছে মানে হলো, একই অন্যায় কিংবা নতুন আরও একটি অন্যায় করার জন্য নতুন করে অনুমতি চাইছে।"

হাবিব,নিজের ব্যক্তিত্বের চর্চা কর এবং নিজের অযুহাতের ডিকশনারী থেকে "Sorry " নামক যে শব্দ আছে তাকে একদম ছুড়ে ফেলে দে। এমন কিছু কোন দিন করিস না, যার জন্য কাউকে অযুহাত হিসাবে "Sorry" বলতে হয়।

" উপলব্ধি -০১ "
-- রাহাত চৌধুরী

16/05/2024

অতিব গুরুত্বপূর্ন বিষয়

গত কিছুদিন থেকে বেশ কিছু এডমিশন গ্রুপ এ সদ্য চান্স প্রাপ্ত স্টুডেন্টরা জানতে চাচ্ছে -
" কোন বিশ্ববিদ্যালয় ভাল হবে? কোন সাবজেক্ট ভাল হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় এর উমুক সাবজেক্ট ভাল হবে, না পাবলিক এর তমুক সাবজেক্ট ভাল হবে?"

এসব জানতে চাওয়া পোষ্টের কমেন্ট বক্সের রিপ্লাই দেখে আমি তো পুরাই থ। আমার দৃঢ় বিশ্বাস বিশ্ববিদ্যালয় পড়ুয়া সিনিওর বড় ভাইয়া/আপুরা যারা ৩য় বর্ষ ৪র্থ বর্ষ, মাস্টার্স কিংবা পড়াশুনা শেষ করেছেন তারা এমন রিপ্লাই এবং সাজেশন দেখে আমার মত অবাকই হয়েছেন। কারন এই জানতে চাওয়া পোষ্টে রিপ্লাই দিচ্ছে -
১.কেবল বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের কোন স্টুডেন্ট।
২. সদ্য চান্স প্রাপ্ত স্টুডেন্ট যে এখনও নিজেই ভর্তি হয়নি।
৩. এখনও এইচ.এস.সি এক্সাম দেয়নি
৪. যে এখনও এস.এস.সি এক্সাম দেয়নি সেও।

আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে চার টাইপ এর স্টুডেন্ট এর কথা বললাম এদের রিপ্লাই দেবার পরিমানই বেশি এবং তারা যে পরামর্শ দিচ্ছে তা ম্যাক্সিম্যামই আবেগ কিংবা নিজস্ব ধারনা থেকে যার সাথে বাস্তবতার আকাশ পাতাল ফারাক আছে।


বিশ্ববিদ্যালয়ের ১ম/২য় বর্ষে পড়ুয়া স্টুডেন্ট নিজ ডিপার্টমেন্টকেই ভাল ভাবে চিনে না। আর সদ্য চান্স পাওয়া কিংবা এইচ.এস.সি এবং এস.এস.সি এর ভাইয়া আপুদের কথা নাইবা বললাম। এদের পরামর্শ নিয়ে যদি কোন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় কিংবা সাবজেক্ট চয়েজ করে তার কপালে দুঃখ থাকার সম্ভবনায় বেশি।
কারন ১ম এবং ২য় বর্ষের স্টুডেন্টরা তো তর্কাতর্কি এমনকি মারামারি পর্যন্ত করে
"কার বিশ্ববিদ্যালয় বড়! কার ডিপার্টমেন্ট সব চেয়ে ভাল!" এ নিয়ে। আর যারা এখনও ভর্তি হয়নি ব্যবহারে স্কুল কিংবা কলেজ এর স্বভাব এখনও আছে তারা যদি পরামর্শ দেয় কেমন হবে বিষয়টা?
"অনেকটা মেডিকেলে চান্স পেয়েই ভর্তি হবার পূর্বেই কোন হার্টের রোগির ওপেন হার্ট সার্জারি করার মত হবে।"

তাই জুনিয়রদের প্রতি আমার পরামর্শ থাকবে
কোন বিশ্ববিদ্যালয়ে, কোন ডিপার্টমেন্ট এ ভর্তি হবে সে সিদ্ধান্ত নিতে না পারলে যেন সিনিওর ভাইয়া/আপু [ ৩য় বর্ষ কিংবা তার উপরে ] কাউকে জিজ্ঞেস করে। এরা যথেষ্ট পরিমান ম্যাচিওর হয়। তারা চেষ্টা করবে তোমাকে ভুল ইনফরমেশন না দিতে। তাদের আবেগ থাকে কম। বাস্তবতার নিরিক্ষেই তোমাকে পরামর্শ দিবে কিংবা দিয়ে থাকে। মনে রেখ স্কুল কিংবা কলেজ এর মত বিশ্ববিদ্যালয় লাইফ হবে না।

____
রাহাত চৌধুরী
পদার্থ বিজ্ঞান বিভাগ [শাবিপ্রবি ]

15/05/2024

কাজ ক্ষমতা ও শক্তি
লেকচার -০১

06/05/2024

৪০ দিন ৪০টি টপিক্স এর চ্যালেঞ্জ এর ২য় দিন আজ-

আমাদের আজকের ক্লাস শুরু হবে রাত ৯ টায়।
Day -02 :
টপিক্স -02: নদী পারাপার সংক্রান্ত

৪০ টি টপিক্স পড়লেই ফিজিক্স ১ম পত্রে ১০০% A+ পাওয়া সম্ভব।

01/05/2024

এইচ.এস.সি ২য় বর্ষে- Physics Batch এ ভর্তি চলছে-

1. ক্লাস শুরু কবে থেকে?

উত্তরঃ ৫ জুন, ২০২৪ ইং

2. ব্যাচের সময়?

উত্তরঃ

• শনি,সোম,বুধ, শুক্র [৩-৪]

• রবি, মঙল,বৃহ, শুক্র [৪-৫ ]

3. মোট কতজন ভর্তি হতে পারবে?

উত্তরঃ দুই ব্যাচ মিলে ১১০ জন।

4.কোর্স ম্যাটেরিয়ালস কি কি দিবেন?

উত্তরঃ

• ফিজিক্স প্রব্লেম সলভার বই [ ২য় পত্র ]

• এমসিকিউ হ্যাকস

• অধ্যায় ভিক্তিক সকল পরিক্ষার সলভ শীট।

5. কতদিনের মধ্যে শেষ হবে?

উত্তরঃ জুন-নভেম্বর

6. ফর্ম জমাদেবার শেষ সময় কবে?

উত্তরঃ ১৫ই মে ২০২৪ ইং

বিশেষ দৃষ্টব্যঃ

• এখানে HSC & Admission Standard ফিজিক্স শিখানো হবে।

• HSC তেই অনার্স এর কোর্স কিংবা সরাসরি নাসায় যুক্ত হবার কোন কোর্স করানো হবে না।

• এখানে মেহেদী প্রতিযোগিতা, ঈদ সালামি, কারও জন্মদিন পালন কিংবা রাতের বেলা মন ভাল করে দেবার দায়িত্ব নেওয়া হয়না।

• এখানে, মেডিকেল ভর্তি পরিক্ষা স্ট্যান্ডার্ড -মেডি টাইপ প্রতিযোগিতা হবে।

• বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা স্ট্যান্ডার্ড – ইউনি টাইপ প্রতিযোগিতা হবে।

৭.ভাইয়া এইচএস সি এবং এডমিশন এ ভাল করার উপায় বলেন?

উত্তরঃ

• সঠিক উপায়ে পরিশ্রম করে নির্ধারিত সময়ের মধ্যেই সিলেবাস শেষ করে বার বার প্রাকটিস করতে হবে।

• যত বেশি প্রাকটিস করার সুযোগ পাবে পরীক্ষায় ভাল করার সুযোগ ততো বেড়ে যাবে।

• এক কথায় নিজের কোয়ালিটি ডেভোলোপ করতে হবে। এর বাইরে আমাদের ভাল করার কোন উপায় জানা নেই। আই মীন আমাদের কাছে আর কোন প্ল্যান B [ শর্টকাট উপায় কিংবা চাপাবাজি প্ল্যান] নেই।

"মনে রেখ, ফিজিক্স কোন ফুচকা নয়। যে এর সাথে টক, ঝাল যুক্ত করে নিজের মত, যা ইচ্ছে তাই ভাবেপড়বে। ফিজিক্স কে বুঝতে হবে ফিজিক্সের মত করে। ফিজিক্স এন্টিবায়োটিক ওষুধের মত নিয়ম করে নির্ধারিত সময়ের মধ্যেই শিখতে হবে।নয়তো লাভ নেই। আমি বিশ্বাস করি , বাংলাদেশের প্রেক্ষাপটে আইনস্টাইন হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে গর্ধপ হয়ে হলেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া ভালো।"

----------

রাহাত চৌধুরী

পদার্থ বিজ্ঞান বিভাগ [ সাস্ট ]

যোগাযোগঃ নিউক্লিয়াস সাইন্স একাডেমী, জয়পুরহাট।

মোবাঃ ০১৭৬২-৭১৬৭৬৮

01/04/2024

ভেক্টর [ক্লাস-০২ঃ ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, শর্ট ট্রিক্সস]

পদার্থ বিজ্ঞান ১ম পত্রের "ভেক্টর"অধ্যায় এর সকল লেকচার আমরা ফেসবুকে আপলোড দিব। প্রতিটি লেকচার সরাসরি ক্লাস চলাকালিন সময়ে রেকর্ড করা হয়েছে। স্টুডেন্টরা যেন বুঝতে পারে আমাদের ক্লাসগুলো কতটা গুছানো এবং ক্লাস সম্পর্কে ক্লেয়ার ধারনা পায়।

31/03/2024

ভেক্টর [লেকচার-০১ঃ রাশি সংক্রান্ত, ভেক্টর যোগের সূত্র ]

পদার্থ বিজ্ঞান ১ম পত্রের "ভেক্টর"অধ্যায় এর সকল লেকচার আমরা ফেসবুকে আপলোড দিব। প্রতিটি লেকচার সরাসরি ক্লাস চলাকালিন সময়ে রেকর্ড করা হয়েছে। স্টুডেন্টরা যেন বুঝতে পারে আমাদের ক্লাসগুলো কতটা গুছানো এবং ক্লাস সম্পর্কে ক্লেয়ার ধারনা পায়।

30/03/2024

এক ক্লাসেই ভেক্টর এর সকল টাইপ এর MCQ.
যারা সামনে GST,Agri কিংবা HSC Exam দিবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই ক্লাসটি Online এ পেইড ব্যাচে Zoom App এর মাধ্যমে নেওয়া হয়েছিল।

30/03/2024

এক ক্লাসেই ভেক্টর এর সকল টাইপ এর MCQ.
যারা সামনে GST,Agri কিংবা HSC Exam দিবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই ক্লাসটি Online এ পেইড ব্যাচে Zoom App এর মাধ্যমে নেওয়া হয়েছিল।

কমেন্ট এ ক্লাস লিংক শেয়ার করা হয়েছে।

25/03/2024

হ্যালো HSC-26 [SSC-24]
কলেজে ভর্তি হবার আগের এই ফ্রি সময়টিকে কাজে লাগাতে চাইলে , নিজেকে আর সবার থেকে আর একটু বেশি এগিয়ে রাখতে চাইলে জয়েন করে ফেলতে পারো রাহাত ভাইয়ার "ফিজিক্স এডভান্স ব্যাচ" এ।

👉 কলেজ শুরুর আগেই শেষ হয়ে যাবে ৪ টি অধ্যায়।
👉 ভর্তির সময় পেয়ে যাবে -
রাহাত ভাইয়ার লিখা -
১. ফিজিক্স প্রব্লেম সলভার বই
২. ফিজিক্স MCQ Hacks বই।
বই দুটি।

যোগাযোগ : নিউক্লিয়াস সাইন্স একাডেমী,জয়পুরহাট ।
মোবা: ০১৭৬২-৭১৬৭৬৮।

23/03/2024

" HSC-26 অ্যাডভান্স " পদার্থ বিজ্ঞান এর এডভান্স ব্যাচ"
আগামীকাল সকাল ১০ টায় নতুন ব্যাচের ক্লাস শুরু হবে।এটাই শেষ ব্যাচ।

স্থান: নিউক্লিয়াস সাইন্স একাডেমী,জয়পুরহাট।
_ রাহাত চৌধুরী
Physics [ SUST ]

21/03/2024

সারাদিন ব্যাসিক ব্যাসিক করে দৌড়াদৌড়ি করা সো কলড স্মার্ট ,স্বঘোষিত মেধাবী বাচ্চাগুলোকে দেখি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ভিক্তিক ম্যানেঞ্জার গ্রুপ খোলা নিয়ে স্ট্যাটাস দিচ্ছে।
ঠিক ঐ একই সময় যারা একটু বোকাসোকা ছিল তারা কেউ সাদা এপ্রোন পরে পিক আপলোড দিচ্ছে। অনেকে তো কনফিউজড কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কোন সাবজেক্ট নিলে ভাল হবে!

ব্যাসিক ব্যাসিক বলে চিৎকার করা বাচ্চাগুলো কলেজ এর টেষ্ট পরিক্ষায় ৫০% এর বেশি ফেইল করছে ফিজিক্সে।সিলেবাস এর এখনও তার (৩০-৪০)% বাকি!!!
অথচ ঐ একই সময়ে বোকাসোকা বাচ্চাগুলোর সিলেবাস একবার শেষ করে রিভিশন দিচ্ছে। এরা আবার খেলে দিবে এডমিশন এ। আবার সেইম স্ট্যাটাস নিউজফিড জুরে ঘুরে বেড়াবে।

আহা ব্যাসিক!!!!

___ রাহাত চৌধুরী
ফিজিক্স [ সাস্ট ]

19/03/2024

⁉️ GST গুচ্ছে বিজ্ঞান বিভাগে কোন কোন বিষয় দাগাতে হবে?

=> মোট ৪টি বিষয় দাগাতে হবে।

✓ দাগানো বাধ্যতামূলক -
○ পদার্থবিজ্ঞান
○ রসায়ন

✓ যেকোনো একটা বা দুটোই -
○ জীববিজ্ঞান
○ উচ্চতর গণিত

(মেইন সাবজেক্ট দাগানো বাধ্যতামূলক নয়।)

✓ জীববিজ্ঞান বা উচ্চতর গণিত না দাগালে যেকোনো একটা -
○ বাংলা
○ ইংরেজী

13/03/2024

আগামী শুক্রবার( ১৫ই মার্চ) তারিখ ম্যাট্রিক্স নির্নায়কের পূর্নাঙ্গ ভিডিও [ Mcq + Cq ] আপলোড করা হবে ইনশাল্লাহ। এক ভিডিওতেই যেকোন পরিক্ষা [ Hsc + Admission ] এর প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ।
ভিডিও লিংক পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও।
___
রাহাত চৌধুরী
ফিজিক্স [ সাস্ট ]

11/03/2024

Medical Standard Class
[শর্ট সিলেবাস এর বাইরের ৭ টি অধ্যায় ]

১. কোর্সটি কাদের জন্য?
HSC-24 & HSC-25 যারা মেডিকেল ডেডিকেটেড তাদের জন্য এই কোর্স।
২. কতটি ক্লাস হবে?
মোট ক্লাস হবে ২১টি।
৩. পরিক্ষা কতটি হবে ?
👉 অধ্যায় ভিক্তিক: ৭ টি
👉 ফাইনাল টেষ্ট : ১ টি
👉 প্রতিটি অধ্যায় এর উপর ১০০টি প্রশ্নের মেডিকেল
স্ট্যান্ডার্ড পরিক্ষা হবে।
৪. সপ্তাহে কতদিন ক্লাস হবে ?
প্রতি সপ্তাহে ২ টি ক্লাস ।
মার্চ এ ক্লাস : ৪টি
এপ্রিল এ ক্লাস : ৭ টি
মে তে ক্লাস : ৭ টি
জুনে ক্লাস : ৩টি
৫. কোর্স কতদিন চলবে ?
২৩ মার্চ - ১০ জুন ।
৬. কোন কনসেপ্ট বুক দেওয়া হবে?
৭ টি অধ্যায় এর উপর মেডিকেল এর জন্য পূর্নাঙ্গ প্রশ্ন এবং থিওরি সম্বলিত কনসেপ্ট বুক দেওয়া হবে।
৭. কোর্স ফি কত?
কোর্স ফি : ২০০০/ টাকা [ এক কালীন ]
৮. মোট কতজন ভর্তি হতে পারবে?
৫১ জনের একটি ব্যাচ থাকবে।

যোগাযোগ :
Rahat physics Corner
নিউক্লিয়াস সাইন্স একাডেমি, জয়পুরহাট.
মোবা: ০১৭৬২-৭১৬৭৬৮

09/03/2024

সরলরেখা -০৪
- পোলার থেকে কার্তেসীয়

---
রাহাত চৌধুরী
ফিজিক্স [ সাস্ট ]

08/03/2024

বহুপদী ও বহুপদীর সমীকরন-০২
[ গুরুত্বপূর্ণ ৭ টি ম্যাথ প্রাকটিস ]

07/03/2024

বহুপদী ও বহুপদীর সমীকণ
টাইপঃ
i. অধ্যায় প্ল্যান
ii. মূলের প্রকৃতি নির্ণয়

বিঃদ্রঃ- আমাদের 'অনলাইন ম্যাথ ব্যাচ' এর ১ম ক্লাসের
আংশিক অংশ শেয়ার করা হলো। এই মাসেই আমাদের ক্লাস রুমে স্মার্ট বোর্ড এড হবে ইনশাল্লাহ।

04/03/2024

সরলরেখা-০৩
[ প্রাকটিস -
- কার্তেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক
- কার্তেসীয় সমীকরন থেকে পোলার সমীকরন

----
রাহাত চৌধুরী
ফিজিক্স [SUST]

04/03/2024

মাঝে মধ্যে কিছু স্টুডেন্ট আমার অফিস পর্যন্ত আসে। যাদের কথাবার্তা শুনলে মনে হয় মাটির মধ্যে ঢুকে যাই। HSC শুরু হয়েছে কয়েক মাস হলো। এখনও সে ফিজিক্স ভাল মতয় শুরুই করতে পারেনি। শুরু করলেও কেবল ১/২ টা অধ্যায় পড়েছে। এসে বলে,
"ভাইয়া একটি দুইটি ক্লাস করে আগে দেখি।ভাল লাগলে তারপর ভর্তি হবো।"
এমন কথা শুনার পর মনে মনে বলি ,
"আল্লাহ মাফ করো। কই আসলাম এইটা!!"

সেদিন এমন এক ঘটনা ঘটেছে। এক স্টুডেন্ট আসলো এবং এমন ক্লাস করার আবদার করলো। তাকে বললাম,
"তোমার Hsc শুরু হয়েছে কতদিন আগে! তুমি কেবল দুইটা অধ্যায় পরেছ। তাও গ্যাপ রয়ে গেছে। আর আমি সবার শেষে যে ব্যাচ শুরু করেছি সে ব্যাচেও আর মাত্র ৩/৪ টা ক্লাস নিলে ৪টি অধ্যায় শেষ হবে। কোন কোন ব্যাচে তো ৬ টি অধ্যায়ও শেষ হয়েছে। এখন তুমি বল, একই ক্লাস রুমে তুমিও বসে ক্লাস করবে আবার আমার সে স্টুডেন্ট বসেও ক্লাস করবে। যার ৪/৬ টি অধ্যায় শেষ হয়েছে সে আমার ক্লাসে বসে আমাকে যে ভাবে জাজ করবে তুমিও কি সেই একই ভাবে জাজ করতে পারবে? আমি কি ডেলিভারি করি তা বুঝার জন্য হলেও তো মাথায় কিছু মাল থাকা লাগবে। রাইট?
আমি তোমাকে তোমার শেষ করা অধ্যায় হতে খুব সিম্পল দুইটি প্রশ্ন করব। উত্তর দিতে পারলে তোমার আবদার রাখা হবে, নয়তো আর কোনদিনও টাকা দিয়ে ভর্তি হতে চাইলেও ভর্তি পারবেনা।"

সে স্টুডেন্ট উত্তর দিতে পারেনি। তাকে বললাম আমার কাছে পরার জন্য মিনিম্যাম যে কোয়ালিটি দরকার তা তোমার নেই।
দুঃখিত, তুমি আসতে পারো। সে পরের দিন ভর্তি হবার জন্য কল দিলেও তাকে আমি আর এক্সেপ্ট করিনি। কারন ভদ্রলোকের এক কথা। না মানে না। শুধুই না।

বি:দ্র:-
অনেক স্টুডেন্টকেই কিন্তু মাঝে মধ্যে ক্লাস করে দেখার সুযোগ দেওয়া হয়। কিন্তু মাঝে মধ্যে কিছু স্টুডেন্ট এর আটিটিউড দেখে মনে হয় ও একলাই SSC তে A+ পেয়েছে। আর কেউ পায়নি। সে ক্লাসে ঢোকা মাত্র সব বুঝে যাবে। সো ফ্যানি!!! এদেরকে তখন বাধ্য হয়েই মনে করিয়ে দেয় , তুমি এ বছর SSC তে A+ পেয়ে যে হেডম দেখাচ্ছ , একবার ভাবো তো মেলা বছর আগে SSC তে আমি A+ পেয়েছিলাম। তাহলে আমার হেডম কেমন হওয়া উচিৎ ?
তোমার SSC এর A+ হেডম বাইরের কাউকে দেখাবে। আমাকে নয়। SSC এর এসব A+ এ কিচ্ছু হয়না। কিচ্ছুনা। এখন সবাই A+ পায়। সবাই।
___ রাহাত চৌধুরী
ফিজিক্স [ SUST ]

04/03/2024

কাজ ক্ষমতা ও শক্তি -০৩
'Admission Test & Board' MCQ SOLVE

03/03/2024

সরলরেখা
কার্তেসীয় থেকে পোলার স্থানাঙ্ক

03/03/2024

"সরলরেখা "
প্রাথমিক ধারনা

01/03/2024

শুভ জন্মদিন ম্যাথেমেটিক্স এর লিভিং লেজেন্ড শ্রদ্ধেয় Md. Uzzal Hossain ভাই।
ধন্যবাদ ম্যাথেম্যাটিক্সকে এতো সুন্দর এবং সহজ ভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ ম্যাথেম্যাটিক্সকে এতো মজার সাবজেক্ট এ পরিনত করার জন্য। আপনার আগামী দিনগুলো হোক গনিতের সবচেয়ে সন্দরতম সমীকরন " Euler's Identity " এর মতয় সুন্দর।
এই প্রত্যাশায় " শুভ জন্মদিন " ভাই।

28/02/2024

দেখে নাও আনত তলে কৃতকাজের সমস্যা।
- মই বেয়ে উপরে উঠা সংক্রান্ত কৃতকাজ
- সিড়ি বেয়ে উপরে উঠা সংক্রান্ত কৃতকাজ
- ব্রীজ বেয়ে উপরে উঠা সংক্রান্ত কৃতকাজ
----- রাহাত চৌধুরী
ফিজিক্স [ সাস্ট ]

27/02/2024

HSC & Admission
কাজ ক্ষমতা ও শক্তি
লেকচার-০১
-----------------
রাহাত চৌধুরী
ফিজিক্স [সাস্ট]

26/02/2024

আজ ঠিক রাত ৮.৩০ টায়
কাজ ক্ষমতা ও শক্তি'র
২য় ক্লাস।

25/02/2024

আজ অনলাইন ক্লাস
রাত ৮.৩০ টায়।
টপিক্স : কাজ ক্ষমতা ও শক্তি

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

SSC-23 [HSC-25] এবং SSC-24 [HSC-26] ব্যাচের শিক্ষার্থীরা তোমরা SSC তে A+ পাবার পরেও চান্স পাবে তো? তোমার চান্স পাবার সম্...
বুঝলি হাবিব, আমার কাছে মনে হয়, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শব্দ হলো "Sorry "।  মানুষজন জেনেশুনে অন্যায় করে। এরপর কিছু বললে, ব...
কাজ ক্ষমতা ও শক্তি লেকচার -০১
আলহামদুল্লিলাহ  সেকেন্ডারি ফোন হিসাবে Zoom App এ ক্লাসের জন্য Samung A54 5G.
আলহামদুলিল্লাহ।  IPHONE 😜😜
ভেক্টর [ক্লাস-০২ঃ ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, শর্ট ট্রিক্সস] পদার্থ বিজ্ঞান ১ম পত্রের "ভেক্টর"অধ্যায় এর সকল লেকচার আম...
ভেক্টর- লেকচার-০১
ভেক্টর
সরলরেখা -০৪ - পোলার থেকে কার্তেসীয় --- রাহাত চৌধুরী ফিজিক্স [ সাস্ট ]
শুধু বুঝলেই কি পরিক্ষায় ভাল করা যায়? আমাদের বোর্ড এবং এডমিশন টেষ্ট পরিক্ষাগুলো কি Open Book Exam  হয়?

Location

Telephone

Address

Rajshahi
Other Education Websites in Rajshahi (show all)
Mass Communication and Journalism Mass Communication and Journalism
Department Of Mass Communication And Journlalism, Rajshahi University
Rajshahi

Master's Economics RGWC Master's Economics RGWC
Rajshahi
Rajshahi, 6100

Rajshahi Govt. Woman's College Online Class

Hafiz Education Family Hafiz Education Family
Rajshahi

This is Hafiz education family, please everybody Follow this page and subscribes my youtube channel.. I hope that you are all of support to me...

ARZ Academy ARZ Academy
Rajshahi, 6212

Math Academy

Rajshahi Satellite Town High School,Upashahar,Rajshahi Rajshahi Satellite Town High School,Upashahar,Rajshahi
Upashahar
Rajshahi, 6000

Quality Education For You...

Online Job Online Job
Sirajgong
Rajshahi, 6762

Online money

All in One Site BD All in One Site BD
Dhopaghata Bazar
Rajshahi, 6210

All in One Site BD

MD Nahidul Islam MD Nahidul Islam
Rajshahi

I think, this page help for u & our study sometime we face some accounting...

Hemel Physics Hemel Physics
মহিলা কলেজ রোড, মালোপাড়া, রাজশাহী
Rajshahi

হিমেল ফিজিক্স রাজশাহীতে অফলাইনে উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান পাঠদানকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান। �

Shafiqul Teach Shafiqul Teach
Shyampur, Mothiher, Mijaner Mor, Rjashahi
Rajshahi, 6212

Advanced Digital Marketer and Shopify Drop shipping with freelancer

QuizAcademy Community BD QuizAcademy Community BD
Rajshahi, 00000

QuizAcademy Community BD শিক্ষার্থীদের মাঝে অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে

HSC English Assignment HSC English Assignment
Durgapur
Rajshahi

You may expect from here having assignments of English for HSC level. All the learners from Bangladesh are welcome to visit my page.