
আলহামদুলিল্লাহ। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষা স্কুলের দু’জন শিক্ষার্থী মুশফিকুর রহমান ও সাদ ইসলাম সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
১৮৫, দাশপুকুর মোড়, সিটি বাইপাস, রাজশাহ?
Operating as usual
আলহামদুলিল্লাহ। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষা স্কুলের দু’জন শিক্ষার্থী মুশফিকুর রহমান ও সাদ ইসলাম সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
গোল্ডেন সান বৃত্তি প্রদান অনুষ্ঠানে ড. গোলাম মাওলা স্যার অতিথি হিসেবে শিক্ষা স্কুলের শিক্ষার্থী আদিবার হাতে ক্রেস্ট প্রদান করেছিলেন। অনুষ্ঠানে আদিবা পরিবেশিত তিলাওয়াতে কুরআন ও দেশাত্মবোধক গান তাঁর মর্ম স্পর্শ করেছে। তাই সস্নেহে আজ নিজ দপ্তরে আদিবাকে ডেকেছিলেন।
গতকাল (২৫ ফেব্রুয়ারি, ২০২৩) শিশু একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আদিবা ফাইরুজ সাফল্যের স্বীকৃতি পেয়েছে।
পুরস্কার বিতরণী অংশ
অমর একুশে গান পরিবেশনায় আদিবা ফাইরুজ, অদ্রি এথেনা টুডু ও বানী মুরমু।
অমর একুশে আলোচনাসভা অংশের বক্তা আদিবা ফাইরুজ, মিনার মাহমুদ, রিজওয়ান সিদ্দিকী, তামান্না পারভীন, রফিকুল আলম ও ইব্রাহীম হোসেন।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট রফিকুল আলম আজকের অনুষ্ঠানে আলো ছড়ালেন।
আগামীকাল সকাল ১০ টায়।
২য় ও শেষ পর্বের স্থিরচিত্র।
প্রথম পর্বের স্থিরচিত্র।
শিক্ষা ভ্রমণ ২০২৩
গ্রীন ভ্যালি পার্ক, নাটোর।
চলতি শিক্ষাবর্ষের (২০২৩) প্রাথমিক শিক্ষা শাখার অভিভাবকদের একাংশ নিয়ে (আজ, ০৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সফল সমাবেশের স্থিরচিত্র।
ওরিয়েন্টেশন ক্লাস শেষের দৃশ্য।
ওরিয়েন্টেশন ক্লাস চলাকালের দৃশ্য।
আজ নতুন শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাসের পূর্বমুহুর্তের একাংশে।
শিক্ষকবৃন্দের পর্বে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন বিদ্যালয়ের শিক্ষক,
মো. হাফিজুর রহমান, কানিজ ফাতিমা, সাবরিনা মমতাজ, মেহেরুননেসা।
নতুন বছরে নতুন দিনের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন প্রফেশনাল সাইকোলজিস্ট ড. রুমি শাইলা শারমিন, সাংবাদিক নেতা রফিক আলম, বিদ্যালয়ের পরিচালক মনিরুজ্জামান মিলন, সিল্ক সিটি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান রাফিয়া আক্তার।
কিছুক্ষণের মধ্যেই বই উৎসব শুরু হবে।
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই পাঠ্যপুস্তক বিতরণী উৎসবের প্রস্তুতির কর্মযজ্ঞের স্থিরচিত্র।
আজ শিক্ষার্থীর শিখন অগ্রগতির প্রতিবেদন ও সাংবৎসরিক পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশিত হলো।
এই বিদ্যালয়ের নার্সারি- ৪র্থ, ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আজ বেলা ১১ টায় যথাক্রমে শিক্ষার্থীর শিখন অগ্রগতির প্রতিবেদন ও সাংবৎসরিক পরীক্ষা ২০২২ এর ফলাফল বিদ্যালয় প্রাঙ্গনে প্রদান করা হবে। উল্লেখ্য, একই সময়ে অনলাইনেও ফল দেখা যাবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৪ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। ব্যর্থতায় আসন শূণ্য ঘোষণা করে তদস্থলে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। ৮ জানুয়ারি, রবিবার সকাল ৯টায় ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সকলকে যথাসময়ে সঠিক কাজ করার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করুন। আমিন।
নির্দেশক্রমে
কর্তৃপক্ষ ।
শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হলো।
আজ (২১-১২-২০২২) বেলা ১১ টায় ৫ম শ্রেণির শিখন অগ্রগতি প্রতিবেদন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হল।
২০ ডিসেম্বর, ২০২২
এতদ্বারা ১০ম শ্রেণির (এসএসসি পরীক্ষার্থী ২০২৩) শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তোমাদের ফরম পূরণ শুরু হয়েছে। অফিসে যোগাযোগ করে ২৮ ডিসেম্বর, বুধবারের মধ্যে ফরম পূরণ বিষয়ক যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। বিস্তারিত জানতে অফিসে নুরেহাসনাতি জাহান এর নিকট যোগাযোগ করতে হবে।
আদেশক্রমে
কর্তৃপক্ষ
মহান বিজয় দিবসের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীতে বিজয়ীদের হাতে যারা পুরস্কার তুলে দিলেন।
মহান বিজয় দিবসের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীতে যারা বক্তব্য দিলেন।
Monday | 09:00 - 14:00 |
Tuesday | 09:00 - 14:00 |
Wednesday | 09:00 - 14:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 14:00 |
Sunday | 09:00 - 17:00 |
IEEE RUET Student Branch is one of the dynamic student branches of IEEE BDS under IEEE Region 10. An
One of the best school in this subcontinent since 1898.
Welcome students. Keep touch with us.
Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School
Ranihati ML High School, Shibganj, Chapainawabganj