বলো, 'তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো, যারা সত্যকে অস্বীকার করেছে তাদের পরিণাম কী হয়েছিল! ' (সুরা-৬ আনআম, আয়াত: ১১)। '
Domadi ideal High School. দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয়
এই page এ দোমাদী আর্দশ উচ্চ বিদ্যালয়ের স?
Operating as usual
-تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ: ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল
কাজগুলো কবুল করুন।’>>🥰 ঈদ মোবারক 🥰
যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।
নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।
একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।
তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।
যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।
"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়,
"অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"
AMRA RAHAMAT-GONJ BASHI (আমরা রহমতগঞ্জ বাসী)®
যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।
নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।
একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।
তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।
যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।
"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়,
"অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"
AMRA RAHAMAT-GONJ BASHI (আমরা রহমতগঞ্জ বাসী)®
১। গুণফল = গুণ্য × গুণক
২। গুণক = গুণফল ÷ গুণ্য
৩। গুণ্য = গুণফল ÷ গুণক
নিংশেষে বিভাজ্য হলে
৪। ভাগফল = ভাজ্য ÷ ভাজক
৫। ভাজক =ভাজ্য ÷ ভাগফল।
৬। ভাজ্য = ভাজক × ভাগফল।
নিংশেষে বিভাজ্য না হলে
৭। ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।
৮। ভাজক = (ভাজ্য – ভাগশেষ) ÷
ভাগফল।
৯। ভাগফল = ( ভাজ্য – ভাগশেষ)
÷ ভাজক।
১০। গড় = রাশিগুলোর যোগফল ÷
রাশিগুলোর সংখ্যা।
১১। লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য।
১২। ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য।
১৬। ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।
১৭। ১ কুইন্টাল ১০০ কিলোগ্রাম (কেজি)
১৮। ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি)।
১৯। ১ এয়র = ১০০ বর্গমিটার।
২০। ১ হেক্টর = ১০০০০ বর্গ মিটার।
২১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ।
২২। সামান্তরিকের ক্ষেত্রফল = ভুমি × উচ্চতা।
২৩। ত্রিভুজের ক্ষেত্রফল = (ভুমি × উচ্চতা) ÷ ২
২৪। দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ।
২৫। প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য।
২৬। ভুমি = (ক্ষেত্রফল × ২) ÷ উচ্চতা।
২৭। উচ্চতা = (ক্ষেত্রফল × ২) ÷ ভুমি।
২৮। পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)।
২৯। জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩০। আয়তন = জনসংখ্যা ÷ ঘনত্ব।
৩১। ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩২। জনসংখ্যা = ঘনত্ব × আয়তন।
৩৩। ভাগ কী?
উঃ ভাগ হলো পুনঃ পুনঃ বিয়োগ।
৩৪। খোলা বাক্য কাকে বলে?
উঃ যখন কোনো বাক্যের সত্য, মিথ্যা যাচাই করা যায় না, তাকে খোলা বাক্য বলে।
৩৫। গাণিতিক বাক্য কাকে বলে?
উঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায়, তাকে গাণিতিক বাক্য বলে?
৩৬। অক্ষর প্রতীক কী?
উঃ অজানা সংখ্যা নির্দেশ করতে যে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে।
৩৭। গাণিতিক প্রতিক কী?
উঃ গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক।
৩৮। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?
উঃ সংখ্যা প্রতীক ১০ টি। যথা – ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯।
৩৯। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?
উঃ ৪টি যথাঃ ➕, ➖, ✖, ➗
৪০। সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?
উঃ সম্পর্ক প্রতীক অনেক আছে। তবে প্রাথমিকে ব্যবহৃত সম্পর্ক প্রতীক ৪ টি যথাঃ >, ≥ = ≠
৪১। গুণিতক কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, সেই সকল সংখ্যার প্রত্যেককে ঐ নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে।
৪২। ল.সা.গু. কাকে বলে?
উঃ দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলে ল.স
#সন্তানকে_শাসন_করার_৬_টি_ক্রিয়েটিভ_ও_শিক্ষণীয়_টিপস:
“সন্তানকে শাসন না করলে সন্তান নষ্ট হয়ে যায়” এটা সব বাবা-মায়েরই ভাবনা। সন্তান কোন ভুল করলে অনেকেই সন্তানকে শাসন করেন, যা সন্তানের জন্য কষ্টদায়ক হয়। কিন্তু কেমন হয় যদি সন্তানকে শাসন করার মাধ্যমে নতুন কিছু শিক্ষা দেয়া যায়? চলুন জেনে নিই এমন কিছু সৃজনশীল ও শিক্ষণীয় টিপস যার মাধ্যমে সন্তানকে শাসন করাও হবে, সন্তান সেখান থেকে কিছু শিখতেও পারবে।
#পানিশমেন্ট_বক্স
পানিশমেন্ট বক্সের জন্য লাগবে কিছু কাগজ ও একটা বক্স। কাগজগুলোতে বিভিন্ন ধরণের শাস্তির কথা লিখে রাখুন, যেমন-টিভি দেখার সময় কম, ভিডিও গেম খেলা একদিনের জন্য বন্ধ, আধাঘন্টা বেশি পড়তে হবে। লিখে কাগজগুলো ভাঁজ করে বক্সের মধ্যে রেখে দিন। সন্তান কোন ধরণের অন্যায় করলে বা ভুল করলে যদি সন্তানকে শাসন করতে হয় তাহলে তাকে বলুন বক্স থেকে একটা কাগজ তুলতে। কাগজে যেটা লেখা থাকবে সেটাই তার শাস্তি হিসেবে ধরা হবে।
#বেশি_করে_অনুশীলন_করতে_দিন
এই সৃজনশীল পদ্ধতিটা স্কুলে পড়া বাচ্চাদের ক্ষেত্রে করতে পারেন। সন্তান যদি ঠিকভাবে হোমওয়ার্ক করতে না পারে কিংবা স্কুলে তার পারফর্ম ভালো না হয় সেক্ষেত্রে তাকে বকাঝকা না করে কিংবা না মেরে কিছুটা সৃজনশীল পথে হাঁটুন। তাকে না পারা পড়াটা বেশি করে করতে দিন। যেমন- যে পড়াটা সে পারবে না সে পড়াটা তাকে দশবার করতে দিন। প্রয়োজনে সময়ও বাড়িয়ে দিন। কোন শব্দের অর্থ না পারলে ১০ বার সে শব্দের অর্থ লিখতে বলুন।
#শাস্তি_হিসেবে_ব্যায়াম_করতে_বলুন
এটা অনেক মজার ও সৃজনশীল একটা পানিশমেন্ট। সন্তান কোন অন্যায় করেছে? সন্তানকে শাসন করা দরকার? তাকে পার্কে একটা নির্দিষ্ট জায়গা দু-বার চক্কর দিতে বলুন। কিংবা বাসায় উঠার ক্ষেত্রে একদিন লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে বলুন। স্কুলে কোন অন্যায় করলে শাস্তিস্বরূপ ওই দিন স্কুলে থেকে হেঁটে বাসায় আসার শাস্তি দিন। এতে শিশুর শারীরিক ব্যায়ামও হবে সাথে শাসনও।
#পানিশমেন্ট_পয়েন্ট
এটার জন্য প্রথমে বাড়ির ছোট খাটো কাজগুলোর জন্য কিছু পয়েন্ট ঠিক করুন। যেমন-বারান্দায় গাছে পানি দেয়ার জন্য ৫০ পয়েন্ট, আলমারির আয়না মোছার জন্য ৫০ পয়েন্ট, নিজের রুম পরিছন্ন করার জন্য জন্য ১০০ পয়েন্ট। এবার সন্তান কোন অন্যায় করলে সে অন্যায় থেকে মাফ পাওয়ার জন্য তাকে এই কাজগুলো করে নির্দিষ্ট পয়েন্ট জোগাড় করতে বলুন। যেমন- খেলতে গিয়ে বন্ধুদের সাথে মারামারি করলে শাস্তিস্বরূপ কাজগুলো করে ২০০ পয়েন্ট সংগ্রহ করতে বলুন। শর্ত দিয়ে দিন, ২০০ পয়েন্ট সংগ্রহ করলেই কেবল সে আবার বন্ধুদের সাথে খেলতে যেতে পারবে।
#টাইমার_সেট
সন্তান খেতে অনেক সময় নেয়? কিংবা ঠিক মতো খেতে চায় না? কিংবা নিজের রুম গোছানোতে অনীহা? তাহলে সন্তান ওই কাজটা কত সময়ে করতে পারবে এমন একটা টাইম সেট করে দিন। এই টাইমে কাজটা শেষ করতে পারলে পুরষ্কার স্বরূপ আধাঘন্টা বেশি তার প্রিয় কার্টুন দেখতে পারার কথা বলুন কিংবা তার পছন্দের কোন বস্তু পুরষ্কার দেয়ার কথা বলুন। দেখবেন শিশুর গতি রকেটের মতো বেড়ে গেছে।
#সৃজনশীল_শাসন
সৃজনশীল কাজ (যেমন-ছবি আঁকা, কবিতা আবৃতি করা, বিজ্ঞানবাক্স থেকে চটপট দুটো এক্সপেরিমেন্ট করা) শিশুদের অনেক বেশি বুদ্ধিমান ও পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলে। তো সন্তান যদি কোন অন্যায় করে তাহলে সন্তানকে শাসন করার জন্য তাকে এমন কিছু সৃজনশীল কাজ করতে দিন। এতে মানসিক বিকাশের অনেক উন্নতি হবে।
সংগৃহীত পোস্ট।
#শিক্ষা_ও_তথ্য_কেন্দ্র।
"নিরাপদ থাকার উপায়"
১. কথা হজম করতে শিখুন। এইটা অনেক বড় গুণ। আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।
২. কখনও তর্কে জিততে যাবেন না। এটা সময়ের অপচয়।
৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে। আপনি একটু হাসুন।
৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে। আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।
৫. হারতে শিখুন। সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।
৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না। তাই কাজ শুরু করুন নিরবে। আপনার কাজই কথা বলবে।
৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন। নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।
৮. আপনি অনেক কিছু পারেন। কি দরকার বলে বেড়ানোর। কাজ করুন। যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুজে বের করবে।
৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরদের জিততে দিন। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।
১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন। আর নিরবে কাজ করুন। আপনার কাজই কথা বলবে।
সংগৃহীত পোস্ট।
#শিক্ষা_ও_তথ্য_কেন্দ্র।
💯 ৯ম শ্রেণির স্পেশাল নোটস । সাধারণ গণিত । অধ্যায় ১৩ - সসীম ধারা 💯
বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সে যা পাচ্ছো:
🧑🏫 একই ক্লাসে দুইজন অভিজ্ঞ শিক্ষক
📃 ক্লাস শেষে হোমওয়ার্ক
🚩 CQ প্র্যাকটিস শিট
📝 মডেল টেস্ট
হাতে সময় খুবই কম। তাড়াতাড়ি ভর্তি হও, আর শুরু করো প্রস্তুতি নেওয়া!
📞 16910 এ কল করো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে যেকোনো জিজ্ঞাসায়।
যারা এবার SSC 2023 পরিক্ষা দিবে তারা কমেন্টে এক টু জানাবে
Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আলহামদুলিল্লাহ
অবশেষে দির্ঘ্র ২৩ বছর পর দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয়, এম পি ও ( MPO) ভুক্ত হলো।
ব্রেকিং নিউজ
বন্যা পরিস্থিতি অবনতির কারনে আগামী রাজশাহী শিক্ষা বোর্ডের ১৯-০৬-২০২২ SSC পরীক্ষা স্থগিত।
দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের SSC 2022 পরিক্ষার্থীদের দেওয়া উপহার। 💝
♥♥♥♥♥
Ssc 2022
♥♥♥♥
দোমাদী আর্দশ উচ্চ বিদ্যালয়
উপজেলা: পুঠিয়া
জেলা:রাজশাহী
বিভাগ:রাজশাহী
♥♥♥
আলহামদুলিল্লাহ♥ আজ দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে নতুন বই বিতরন করা হলে।
♥♥♥♥♥♥
দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয়
আমরা জানি যে এসএসসি পরীক্ষা ০৯ টি শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত তবে ০২ টি বোর্ড হলো মাদ্রাসা ও কারিগরি। উক্ত পরীক্ষা এসএসসি শিক্ষা স্তরের সমান। এই পোস্টে, আমি আপনাকে দাখিল, করিগরি এবং এসএসসি পরীক্ষা সকল বোর্ডের ফলাফল চেক সিস্টেম সম্পর্কে যাবতীয় দেখাব।
..
এসএসসি রেজাল্ট ২০২২ | এস এস সি পরীক্ষার ফলাফল
নম্বর লেটার পয়েন্ট
60-69 এ- 3.5
70-79 এ 4.00
80-100 এ+ 5.00
দোমাদি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সকল শিক্ষার্থীর সুবিধার জন্য দোমাদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুটিন।
আলহামদুলিল্লাহ সকল শিক্ষক ও শিক্ষার্থীর সাহায্যে গাছ লাগানো শেষ হলো দোমাদি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Sagorpara, Ghoramara
Rajshahi, 6100
One of the best school in this subcontinent since 1898.
Madarigonj Bagmara
Rajshahi, 6440
Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School
Ranihati, Rajshahi, Rajshahi
Rajshahi, 6300
Ranihati ML High School, Shibganj, Chapainawabganj
Kajla
Rajshahi, 6500
This is a suitable platform for learning Arabic Language.
Konabaria, Bagmara
Rajshahi, 6251
Konabaria High School, Bagmara, Rajshahi
Rajshahi
I just started learning English (not a certified English teacher) My pronunciation is incorrect often
Jamalpur, Padma Abashik, Boalia
Rajshahi, 6000,6100,6203
জামিয়া ক্বওমিয়া মহিলা মাদ্রাসা রাজশা
Natore
Rajshahi, 6420
Rihan's School is an online learning platform. Stay connected with us and enjoy learning.