স্বপ্ন যদি থাকে অসীম তাহলে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে স্রষ্টাকে নিয়মিত ডাকতে হবে কারণ আমাদের চারপাশে আমাদের একাগ্রতাকে বিনষ্ট করার জন্য অশুভ শক্তিরা ঘুরাফেরা করে।
Online Exam for bd govt. job
��পড় তোমার প্রভুর নামে��
�যিনি তোমাক?
Operating as usual

বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের নিয়োগ পরীক্ষার বিষয়, নম্বরবন্টন, সময় ও পাস নম্বর!!!
বিসিএসে পরীক্ষা–পদ্ধতিতে পরিবর্তন আনছে পিএসসি!
৩/৯/২২
দৈনিক প্রথম আলো
বিসিএসের পরীক্ষাপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত কয়েকটি বিসিএসের ফল মূল্যায়ন করার পর দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে। এ কারণে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা পরীক্ষায় বেশি সুবিধা পাচ্ছেন।
ভবিষ্যতে পিএসসির অধীনে যত প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা হবে, সেসব পরীক্ষায় প্রশ্ন করার ক্ষেত্রে ‘ভারসাম্য’ রাখা হবে। চাকরিপ্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা হবে। এর ফলে কোনো একটি বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা বেশি সুবিধা পাবেন না। শিগগির এ পরিবর্তন প্রয়োগ করা হবে। পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ৪০তম বিসিএসের ফল পর্যালোচনা করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা বেশি সুবিধা পেয়েছেন। কারণ, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় বিজ্ঞানের নানা বিষয় থেকে প্রশ্ন হয়। এতে বিজ্ঞান বিভাগ থেকে আসা চাকরিপ্রার্থীরা যতটা ভালো করেছেন, সে তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আসা চাকরিপ্রার্থীরা ততটা ভালো করতে পারেননি।
৪০তম বিসিএসের পর দেখা গেছে, চিকিৎসক ও প্রকৌশলীরাই ভালো ক্যাডার পাওয়ার দিক থেকে এগিয়ে। তাঁরা ১৫টি ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকেই প্রশাসন ক্যাডারে ৫০ জন চাকরি পেয়েছেন। এভাবে একচেটিয়াভাবে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা যেন বেশি সুবিধা করতে না পারেন, সে জন্য পরীক্ষাপদ্ধতিতে ওই পরিবর্তন আনছে পিএসসি। এটি করার আগে একটি তদন্ত কমিটি হয়।
মৌখিক পরীক্ষায় প্রচলিত নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এখানে ২০০ নম্বর বরাদ্দ আছে। যাঁরা লিখিত পরীক্ষায় পাস করেন, তাঁরা এ পরীক্ষায় অংশ নেন।
বর্তমান পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পর পরীক্ষার্থীদের ঢালাওভাবে নম্বর দেওয়ার বিধান আছে। এখানেই পরিবর্তনটা আসছে।
মৌখিক পরীক্ষা কমিটিতে আছেন, এমন একজন পিএসসি সদস্য প্রথম আলোকে বলেন, ৪১তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষায় চাকরিপ্রার্থীর জন্য বিভিন্ন বিষয়ে নম্বর ভাগ করে দেওয়া থাকবে। সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার হার কত, পোশাক পরিচ্ছদে কেমন, মানসিক দক্ষতা কেমন, আত্মবিশ্বাস কতটা, সমস্যা সমাধানের দক্ষতা কতটা—এসব বিষয়ে আলাদা নম্বরের ঘর থাকবে। সেখানে প্রত্যেক পরীক্ষক আলাদা করে প্রার্থীকে নম্বর দেবেন। শেষে সবার নম্বর যোগ করে মৌখিক পরীক্ষার নম্বর নির্ধারণ করা হবে। আগের মতো ঢালাওভাবে নম্বর দেওয়া হবে না।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, বিসিএসকে আরও যুগোপযোগী করার অংশ হিসেবে পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। সব পরীক্ষায় সবাই সমানভাবে সুযোগ পাক, সেটি নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।
ব্রিটেনকে হটিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ- ভারত (এক দশক আগে ছিল ১১তম ) বিশ্ব অর্থনীতিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং জার্মানির ঠিক পরেই ভারত।ব্রিটেন পিছিয়ে গেল ষষ্ঠ স্থানে।
ব্রেকিং নিউজ
প্রাইমারিতে আবারও ৩০ হাজার নিয়োগ আসছে চলতি বছরেই।
বিসিএস এক্সাম বলে কথা😇😄

Substitution:এক কথায় প্রকাশ
এটি বিসিএস সহ অন্যান্য চাকুরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ।নিয়মিত পেজটিতে আপলোড দেয়া হবে ১৫ টি করে Substitutions (এক কথায় প্রকাশ)।
নোটিশঃপেজটিতে মেম্বার বাড়ানোর অনুরোধ রইলো🙏

সবাই এক্সাম দেন🥰
https://quizzory.in/id/629620a289cb2d7b5353d3ad
Online Exam for bd govt. job Topics: শব্দের শ্রেণিবিভাগ
আগামীকাল পরীক্ষা
টপিকসঃশব্দের শ্রেণিবিভাগ
সময়ঃরাত ৮-১২টা

সবাই এক্সাম দেন 🥰🥰
https://quizzory.in/id/629253b324e9f27a7faa3656
Online Exam For Bd Govt. Job Tooics:The Number
Exam :The Number
Time:10.10 AM

সবাই এক্সাম দেন🥰
https://quizzory.in/id/628f92fd89cb2d7b5351656a
Online Exam for Bd Govt. Job Topics:Gender,বাংলাঃভাষা
এই গ্রুপে বিগত সালের বিভিন্ন সরকারি চাকুরীর পরীক্ষায় আসা প্রশ্নের আদলে প্রশ্নপত্র বানিয়ে লিংক দেয়া হবে। লিংকে ঢুকে আপনারা সবাই পরীক্ষা দিয়েন। আজকের পরীক্ষার লিংক একটু পরে দেয়া হবে 💖

Online Exam for bd govt. job
Weekly routine
1.Friday:
Math:সূচক
Bangla:ভাষা ওবাংলা ভাষার উদ্ভব
English:Gender
2.Saturday
Math:লগারিদম
Bangla:শব্দ ও শব্দভান্ডার
English : Gender
3.Sunday:
Math:সমান্তর ধারা
Bangla: শব্দের শ্রেনিবিভাগ
English:Number
4.Monday
Math:গুণোত্তর ধারা
Bangla:বাক্যওপ্রকারভেদ(গঠনানুসারে)
English:The determiner(Articles
5.Tuesday
Math:বাস্তব সংখ্যা
Bangla:বাক্য
English:Noun(Countable and Uncountable noun )
6.Wednesday
Math:বাস্তব সংখ্যা
Bangla:পদ
English:same
7.Thursday
Math:বাস্তব সংখ্যা
Bangla:পদ
English:same
আসসালামু আলাইকুম জিএসটি ক ইউনিট, মেডিকেল (জীববিজ্ঞান ও ইংরেজি রসায়ন) ঢাবি,রাবি, জাবি ও চবি(সাইন্স) এর এডমিশনের জন্য অনলাইন ফ্রি এক্সাম ব্যাচ চালু করা হয়েছে । এইখানে যাবতীয় ভর্তি পরীক্ষার তথ্য সরবরাহ করা হবে। পাশাপাশি কিভাবে এডমিশন এ ভালো করা যায় সে বিষয়ে সুন্দর করে আলোচনা করা হবে। আমাদের টার্গেট যাদেরকে এডমিশন এক্সাম ব্যাচে চে ভর্তি নিব পরবর্তীতে তারা যেন সকলেই পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পায়।
যারা ফ্রি এক্সাম দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে add me লিখুন। আর যাদের এডমিশন রিলেটিভ কেউ কেউ আছে তাদেরকে চাইলে আপনি আমাদের ফ্রী এক্সাম ব্যাচে যুক্ত করতে পারেন।
বি.দ্র. অফারটি সীমিত সময়ের জন্য।
ধন্যবাদ।
Come to learn and spread your knowledge.
এপ্রিল মাস থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চালু হবে💗💗

সৃষ্টিকর্তা পরম দয়ালু

🙏সৃষ্টি কর্তা পরম করুণাময়🙏
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rajshahi
5112
Rajshahi University Of Engineering & Technology
Rajshahi, 6204
IEEE RUET Student Branch is one of the dynamic student branches of IEEE BDS under IEEE Region 10. An
Rajshahi, SAPURA-6203
Welcome students. Keep touch with us.
Rajshahi, 6100
Welcome everyone to our page. This is a very important page for all classes. We hope you all find
Terokhardia College Para
Rajshahi
দেশ, জাতি ও উম্মাহকে একটি স্বার্থক প্রজন্ম উপহার দেবার প্রত্যয়ে, আমাদের আদিগন্ত পথচলা।
Rajshahi, 6200
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুধুমাত্র মানবিক বিভাগ (খ+ঘ)। নার্সিং ভর্তি কোচিং ডিপ্লোমা ও মিডওয়াইফারি।
Rajshahi, 6100
Our goal is to make the life of online tutors and students easier and safer, while helping them to r