24/08/2024
কুমিল্লা'র বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদ :
ভাই,প্রতিবছর কুরবানী ঈদে নিজের খামারের একটা গরু গরীবদের দিয়ে দিছি কুরবানির জন্য,নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদের দিতাম, কোনোদিন ছবি তুলি নাই অথচ আজকে আপনারা আমারে এক পোটলা চিড়া আর মুড়ি দিয়া ছবি তুলতাছেন দশ জনে!'ভাই মাফ কইরা দেন আমরারে,আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন"
মাফ কইরা দেন ভাই!'
31/07/2024
গুলি করে বুলেট শেষ করতে হবেনা,
ফাসি দিয়ে সময় নষ্ট করতেও হবেনা।
রিমান্ডে নিয়ে হারগোড় ভাঙতেও হবেনা।
সবাই গরমেই হার্ট অ্যাটাক করবে🙂🙂🙂
30/07/2024
এক মা এর রাত ২ টার সময় পুলিশের সামনে আর্তনাদঃ
--আমার ময়নাকে কুন্টি লিয়ে যাচ্চেন আপনাকেরে নাম্বার দিয়ে যান💔💔💔
13/07/2024
🟥 সময় নিয়ে এই জিকির গুলো করুন, অনেক ফযিলত পাবেন ইন শা আল্লাহ!
১. সুবহানাল্লহ (سبحان الله)
২. আলহামদুলিল্লাহ (الحمد لله)
৩. লা ইলাহা ইল্লাল্লাহ (لأ إله إلا الله)
৪. আল্লাহু আকবার (الله اكبر)
৫. আস্তাগফিরুল্লহ (استغفر الله)
৬. আল্লহুম্মাগফিরলি (اللهم اغفر لي)
৭. রব্বিগফিরলি (رب اغفر لي)
৮. আল্লহুম্মা আজিরনি মিনান-নার (اللهم اجرني من النار)
৯. লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ (لا هول ولا قوه الا بالله)
১০. লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জ্বোয়ালিমিন (لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)
১১. সুবনাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজীম (سبحان الله وبحمده سبحان الله العظيم)
📌 অনবরত জিকির ইস্তেগফার তাসবীহ তাহলীল দুরুদ পড়ে- আমলনামা ভারী করে নিন!!
04/05/2024
ইংলিশ স্পোকেন ক্লাস করতে চাইলে ইনবক্সে নক করুন।
বি:দ্র:১০-১৫ দিন ফ্রি ক্লাসের সু ব্যবস্থা আছে
04/05/2024
যেটুকু মেঘ করেছিল বাতাস হয়েই কেটে গেলো৷
বৃষ্টি আর নামলো না😒
09/01/2024
⛔ আসমাউল হুসনা ফ্রী ক্লাস ⛔
☑️ক্লাস শুরু ১৫ জানুয়ারি
সময়ঃ রাত ৯-১০
শনি সোম বুধ
⚠️আসমাউল হুসনা
শুধুমাত্র মেয়েদের জন্য
টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ক্লাসটি হবে।
এড হতে চাইলে ইনবক্সে নক করুন!!