15/08/2023
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী আজ।
আজকের দিনকে নউরিশ কিন্ডারগার্টেন গভীর শ্রদ্ধার সাথে পালন করেছে এবং একটি ছবি আকাঁ প্রতিযোগিতার আয়োজন করেছে।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
❤️
20/07/2023
আজকের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের অংশগ্রহণ ❤️
04/06/2023
সকল ছাত্রছাত্রী স্কুলে ইউনিফর্ম ছাড়া হালকা পোশাকে আসবে এবং সাথে লেবু পানি বা শরবত নিয়ে আসবে।
প্রত্যেক অভিভাবক স্কুল শুরুর সময় প্রিন্সিপাল ম্যাডাম এর সাথে স্কুল ছুটির ব্যাপারে কথা বলবে।
04/06/2023
যেহেতু আজকে কোন ছুটির ঘোষনা দেওয়া হয়নি, তাই আগামীকাল যথাসময়ে স্কুল শুরু হবে। সকল ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হবে।
08/04/2023
আজ যখন স্কুলে গিয়েছি বাচ্চারা ছুটে এসে বলে মিস এতোদিন আসোনি কেন?এটাই আমার জীবনের বড় পাওয়া। I love you students.
16/03/2023
নোটিশ: আগামীকাল (১৭ মার্চ, ২০২৩) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নউরিশ কিন্ডারগার্টেন এর সকল শিক্ষার্থীদেরকে সকাল ১০টার মধ্যে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।
22/02/2023
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুআরি.....
28/01/2023
নোটিশঃ
আগামীকাল যথাসময়ে স্কুল শুরু হবে এবং ছুটি হবে ১১:১০মিনিটে।এই নোটিশ শুধুমাত্র কালকের জন্য প্রযোজ্য হবে।
10/01/2023
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১৫/০১/২০২৩ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নোক্ত সময়সূচী অনু্সরন করা হবে:-
অ্যাসেম্বলি শুরু :৯টা ৫০মিনিটে
ক্লাস শুরু :১০টায়
সকল ক্লাস এর টিফিন শুরু :১১টা ৪০মিনিটে
প্লে ক্লাসের ছুটি :১১টা ৫৫মিনিটে
প্লে ক্লাস ব্যতীত অন্য সকল ক্লাস এর ছুটি:১২টা ২৫মিনিটে।
02/01/2023
Ice cream party in Nourish Kindergarten
02/01/2023
Nourish Kindergarten এ বিজয় দিবস উদযাপন ❤️
02/01/2023
Noodles party in tiffin time❤️
02/01/2023
Nourish Kindergarten এর শিক্ষকমন্ডলী❤️
02/01/2023
নার্সারি শ্রেণির বাচ্চাদের আকানো ড্রইং ❤️