Dholvangha girls high school
ঢোলভাঙ্গা বহু মূখী উচ্চ বালিকা বিদ্যালয়।পলাশ বাড়ি গাইবান্ধা।EIIN..:121375
Operating as usual
আবারো বন্ধ হলো শিক্ষা প্রতিষ্ঠান
ঢোলভাঙ্গা বহুমূখী উচ্চ বালিকা বিদ্যালয়। ঢোলভাঙ্গা, পলাশবাড়ী, গাইবান্ধা। মাহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 উপলক্ষে সকলকে জানাই সুভেচ্ছা,অভিন্দন।
S.S.C শিক্ষার্থী ব্যাচ বিদায় অনুষ্ঠান 2024
ঢোলভাঙ্গা বহুমূখী উচ্চ বালিকা বিদ্যালয়।পলাশবাড়ি,গাইবান্ধা।
সকল অভিভাবকদের দৃষ্টি আর্কষণ করছি......
***************************************
সকল ছাত্রীদের সম্মানিত অভিভাবকগণকে অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজ খবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করুন।
নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখার জন্য অনুরোধ করা হ'ল :-
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ফোন নিয়ে আসে কি না।
৪.চাল-চলন এবং গতিবিধির উপর নজর রাখুন।
৫. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৬. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবেন।
৭. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।
৮. কার সাথে মিশে জানতে চেষ্টা করবেন।
৯. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১০. মাঝে মধ্যে স্কুল ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করবেন।
১১. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করবেন, যদি কোন তথ্যের
প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করবেন।
১২. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন, আসা-যাওয়া নিশ্চিত করবেন।
১৩. যে কোনো সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
১৪. সূর্য ওঠার আগেই আপনার সন্তানকে জাগিয়ে দিন।
১৫. পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নীতি অনুযায়ী চলার তাগিদ দিতে হবে।
১৬. রাতে বাসায় পড়া নিশ্চিত করতে হবে।
১৭. প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন, কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে ও একজন ভালো মানুষ এবং মানব সম্পদ হিসেবে তৈরি হতে পারে।
সবাই ভাল থাকুন
সুস্থ থাকুন
নিরাপদে থাকুন।
Videos (show all)
Contact the school
Website
Address
Rajshahi Division