ফিলি*স্তি*নের মু*জা*হিদরা প্যারাসুট এর মাধ্যমে আকাশ থেকে আবাবিল পাখির মত উড়ে যাচ্ছে শত্রু ঘাঁটিতে আক্রমনে। তাদের ফেরার চান্স কতটুকু! নিজেকে ঐখানে বসিয়ে একটু চিন্তা করে দেখুন তো- আপনার আমার অবস্থান কোথায়! শ*হীদ হবার তামান্না যাদের শিরায় তাদের রুখবে কে!
SSC Batch 2021 Namej sardar secondary school.Rajartha Jashore
Vlobasar Manus Gula
Operating as usual
বয়সটা রঙ্গিন হলেও সময়টা বড্ড সাদামাটা. 🤗
নিশ্চয় আমার আল্লাহ্ সত্য বলেছেন,
وَقُلۡ جَآءَ الۡحَقُّ وَزَہَقَ الۡبَاطِلُ ؕ اِنَّ الۡبَاطِلَ کَانَ زَہُوۡقًا
বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।
-সূরা বনি ইসরাইল: 81
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট!
স্কুল জীবনের এমন একজন বন্ধু কে দেখাও যাকে সারা জীবন তোমার বন্ধু হিসেবে পাশে চাও❤️🌸
Student Life এ
প্রথমবার শিক্ষা সফরে কোথায় গিয়েছিলে.?
🤔
প্রাইমারি স্কুলের ১ জন বন্ধু দেখাও!😊
তার সাথে কি এখনও যোগাযোগ আছে?
স্কুল লাইফে ১ দিনে ৭ ঘণ্টা একসাথে কাটানো বন্ধুদের সাথে এখন ৭ দিনে ১ বারও দেখা হয় না! 🙂
#জামাই_বিতরণ_হচ্ছে।
#যায়_যায়_জামাই_সে_সে_এসে_নিজ_দায়িত্বে_তাদের_কে_নিয়ে_যান।🙂🤣🤣😁
স্কুল এমন একটা জায়গা ছিলো যেখানে আমরা ব্যক্তিগত এবং পারিবারিক সব সমস্যা ভুলে গিয়ে সারাদিন হাসাহাসি করতাম!❤️
স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে পড়ন্ত বিকেলে হেঁটে হেঁটে বাড়ি ফেরার দিনগুলো এত মনে পড়ে কেন কি জানি!! এখনো মনে হয় আহারে ছোট সেই মানুষটি হয়ে আব্বু আম্মুর কাছে যদি আজীবন থাকতে পারতাম-কোনো দ্বায় নেই দুখ নেই বিরহ নেই।
গ্রামের সেই ধূ ধূ করা রাস্তা,ভ্যানে নিয়ে বেড়ানো ফেরিওয়ালার ছনপাপড়ি, বন্ধু বান্ধবীদের সাথে ন’টা নাগাদ স্কুলে যাওয়া, হাইস্কুলের সেই বন্ধু গুলো কে খুব মিস করি। মিস করি সেই হারিয়ে যাওয়া বন্ধু #তামিম কেউ। খুব বেশি মনে পড়ে বন্ধু তোর কথা আল্লাহ তোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। যে যেখানেই থাকি আল্লাহ সকল কে ভালো রাখেন। আমাদের এই বন্ধুত্ব বেঁচে থাকুক আজীবন।
ওতোশত স্মৃতি একবুকে কুলায় না বলেই বোধ হয় বুকটা এমন ভারী হয়ে ওঠে। দায় দায়িত্বগুলো কাঁধটারে শক্ত করে ফেলে,সব ফেলে হুটহাট যদি হারিয়ে যাওয়া যেত তো বেশ হতো- বেশ বেশ!!
🍁 যা তোমার জন্য লিখিত তা পাহাড়ের চূড়ায় থাকলেও তোমার হবে! ! --আর যা কিছু তোমার জন্য লিখা হয়নি, সেটা দুই ঠোঁটের মাঝখানে থাকলেও তোমার হবে না❤️🍁
ইমাম শাফঈ (রহ.)🍁
অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক..!!
কিন্তু তোমার কথা, তোমার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়..!
কারন একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন.!
:🍁:
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ.(ﷺ) 🍁🤲🍁
:🍁:
এলাকার সব যুবকরা আপনার বাসায় এসে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত একজন একজন করে আপনার বোনের দুই গালে, হাতে স্পর্শ করে যাচ্ছে। আপনি তাদের আপ্যায়নের জন্য মিষ্টি, বিরিয়ানি খাওয়াচ্ছেন, আনন্দে বড় স্পিকারে গান বাজাচ্ছেন!
অবাক হবেন না, বিয়ের আগের দিনে গায়ে হলুদের অনুষ্ঠানের কথা বলছিলাম।
নিশ্চই গায়ে হলুদ একটি নির্লজ্জ নোংরা সংস্কৃতি!
🍁
শত আবেগ, শত ভালোবাসা, শত স্মৃতি জুড়ে থাকার প্রিয় স্থান আমার প্রাণ প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। 🍁❤️🍁
🍁
সঠিক সিদ্ধান্ত, পাক্কা নিয়েত আর দৃঢ় চেষ্টা এই তিন জিনিস মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিবে ইনশা-আল্লাহ। তাই আমরা যে যেখানে যে অবস্থায় থাকিনা কেনো উক্ত তিন জিনিস ছাড়া কখনো সফলতা সম্ভব না। আর সবর তো অবশ্যই করতে হবে। মনে রাখবে আমাদের গন্তব্য অনেক দূর তাই সফলতা অর্জন করতেই হবে। আল্লাহ আমাদের কে তৌফিক দান করেন।
অনেক দিন পর বন্ধুরা সবাই একত্রিত হয়ে ছিলাম। কিছু সময়ের জন্য হারিয়ে গেছিলাম স্কুল জীবনের সেই আড্ডায়। বন্ধুদের সাথে সময় কাটানো এক অন্যরকম অনুভূতি যেটা কখনো প্রকাশ করা সম্ভব নয়।এ জন্য বলে,
বন্ধুত্ব হলো শক্তিশালী রাবারের মতো। যতক্ষণ সকলে টানতে থাকে ততক্ষণ সেটা বাড়তে থাকে। আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়।
আল্লাহ আমাদের সকলকে আজীবন একত্রে থাকার তৌফিক দান করেন।
আমিন ইয়া রব 💝🤲
আমাদের সকলের প্রান প্রিয় বন্ধু সিরাজুম মুনির তামিম। এই ভাবে তোর ছেড়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছিনা বন্ধু। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে তোর সাথে আর কোনো দিন আমাদের দেখা হবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোকে ভালো রাখেন। আল্লাহ আমাদের জান্নাতে এক সাথে থাকার তৌফিক দান করেন। #আমিন আল্লাহ তোর জিন্দেগীর সকল গোনাহ গুলো মাফ করে তোকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ তোকে জান্নাতের উচু মাকাম দান করেন।💝
আর সব শেষে সকলের কাছে অনুরোধ অন্তত একবার করে হলেও বন্ধুর জন্য সুরা ফাতিহা, সুরা ইখলাস পাঠ করে ওর মাগফিরাত কামনার জন্য হাদিয়া পাঠাবেন। মনে রাখবেন আমরা আমাদের ভাইয়ের পাশে তো আল্লাহ তায়ালা আমাদের পাশে ইনশা-আল্লাহ।💝
আল্লাহ সকলকে নেক কাজে কবুল করে নেন।💝
আমিন ইয়া রব ❤️🤲
অপেক্ষার প্রহর যখন শেষ হয়ে যায় তখন মানুষের গন্তব্য পরিবর্তন হয়ে যায়। যে যেখানেই থাকিনা কেন ভালোবাসা আর মায়াটা সারা জীবন থেকে যাবে।
দিনটাতে অনেক মজা করছি। অন্য রকম এক মুহূর্ত ছিল হাসি, ঠাট্টা আর আনন্দে কাটছিল সারাটা দিন।
এমন আনন্দের মুহূর্ত বার বার আসুক সবার জীবনে 🥰
2018 সালের কিছু আনন্দময় মুহূর্তের স্মৃতি। আর আসবেনা ফিরে সময় গুলো খুব মিস করি সকলকে 😒😒❤️
#আসলে_এটা_আমাদের_জমিদারী😎❤️
Namej sordar secondary school🥰
ভালোবাসার বন্ধু গুলা তোদের কে অনেক মিস করবো।
তোদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অনেক ভালো ছিল। আর হয়তো এই ভাবে সবাই এক সাথে আনন্দ করতে পারবো না। দোয়া করি ঢ়ে সেখানেই থাকিস সব সময় আল্লাহ যেনো তোদের কে অনেক ভালো রাখেন।
Last class 9/11/2021
8/11/2021 Science batch ar Bidai onustan holo
Soby duya koro sobar jonno ja jaikhany thakum Allah jano soby vlo rakhan 🤲🤲
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Chalk Muktar, Main Road, Naogaon
Rajshahi Division, 6500
2 years Community Paramedic Course
Shibganj 5810, Bogura
Rajshahi Division
Education and Moral Development Club আমাদের উদ্দেশ্য উচ্চ শ?
শিবতলা, চাপাইনবয়াবগঞ্জ, Chapainagar
Rajshahi Division, 6300
জনসেবা নার্সিং ইন্সটিটিউট,শিবতলা চাঁপাইনবাবগঞ্জ