ক্রিকেটে আইসো, বার্নিশ করে ছেড়ে দিবো!
Physics Club, MGC
Nearby schools & colleges
51900
Arlington 22204
Bahadurgarh
Songkhla
Aligarh
As Suwayda', syria
/التجمع الاول/المجاوره العاشره/فيلا 7 قطعه, Cairo
Rahimyar Khan
New York
Quezon, Lucena
Mansehra
Nawkilli, Quetta
You may also like
মৌলভীবাজার সরকারি কলেজের ফিজিক্স ক্লাবে আপনাকে স্বাগতম
Operating as usual
আগামী ৮ তারিখ রোজ রবিবার ফুটসাল টুর্নামেন্টে মাঠে নামবে আমাদের প্রিয় পদার্থবিজ্ঞান। আমাদের প্রতিপক্ষ বাংলা বিভাগ।
সবাইকে মাঠে এসে খেলা দেখার আহ্বান করা হলো।
পদার্থবিজ্ঞান ৪র্থ বর্ষের কোর্স সমাপনী অনুষ্ঠান
এতদ্বারা পদার্থবিজ্ঞান চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,
আগামীকাল ৮ আগস্ট রোজ মঙ্গলবার সকাল ৯:৩০ হতে ব্যবহারিক ক্লাস শুরু হচ্ছে। ক্লাসে শতভাগ উপস্থিতি ছাড়া মার্ক দেয়া হবে না।
ব্যবহারিক ক্লাসের প্রয়োজনীয় জিনিশপত্র নিচে দেয়া হল। প্রত্যেকে এগুলো নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
১. ডায়োড
২. ট্রানজিস্টর
৩. রোধ 1K
৪. মাল্টিমিটার
৫. ট্রেনার বোর্ড
৬. স্টেপ ডাউন ট্রান্সফর্মার (9V-12V)
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি
অনার্স চতুর্থ বর্ষের রুটিন প্রকাশ। পরীক্ষা শুরু ১৪ জুন থেকে।
অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন।
৩ মে শুরু হয়ে পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত
১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি
২০২১-২০২২ সেশনের ইনকোর্স ও প্রস্তুতিমূলক পরীক্ষার রুটিন।
পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নিয়ে আসতে হবে।
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি
মৌলভীবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসবে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের স্টল।
সার্বিক তত্ত্বাবধানে: Physics Club, MGC
পদার্থবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস রুটিন (মেজর এবং নন-মেজর)
সেশন (২০২০-২১) 💝💖
প্রথমবারের মতো মৌলভীবাজার সরকারি কলেজে বসন্তবরণ উৎসব পালন হতে যাচ্ছে। পদার্থবিজ্ঞান বিভাগ হতে স্টল থাকবে।
সবার দাওয়াত রইলো।
পদার্থবিজ্ঞান বিভাগ হতে কুমিল্লার ঐতিহাসিক স্থানসমূহে শিক্ষাসফর।
ছবিতে ৪র্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
কুমিল্লার ময়নামতি শিক্ষা সফরের ফিজিক্স ক্লাবের ২০২০-২১ সেশনের ফটোসেশন ✌️✌️
ক্লাস রুটিন
গত ডিসেম্বরে সবাইকে নিয়ে ফিজিক্স ক্লাব পুনর্গঠনের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ম্যাডাম ও সুরঞ্জিত স্যারকে উপদেষ্টা এবং পংকজ স্যারকে আহবায়ক করে ২২ সদস্যের কার্যকরী আহবায়ক কমিটি গঠন করা হয়।
গত ৩০ জানুয়ারি, ২০২৩ তারিখে ম্যাডাম এই কমিটির অনুমোদন দেন।
ফিজিক্স ক্লাবকে সুসংগঠিত ও প্রাণবন্ত করাই এই কমিটির লক্ষ্য। কমিটির মেয়াদকাল এক বছর।
আসসালামু আলাইকুম সবাইকে।
সবার সুবিধার্তে ট্যুরের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ০৫/০২/২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উক্ত তারিখের পর নতুন কোন রেজিস্ট্রেশন নেয়া হবে না।
সবাইকে অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
ফিজিক্স ক্লাবে সবাইকে স্বাগতম। ক্লাব ও ডিপার্টমেন্টের সব আপডেট পেতে এই পেইজে চোখ রাখুন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rajshahi Division
Rajshahi Division
╱♦️╲ |♦️♦️| |♦️♦️| |♦️♦️| |♦️♦️| |♦️♦️| |♦️♦️| |♦️♦️| |♦️♦️| ◢███◣ ⫷▓▓▓(♦️)▓▓▓⫸ ◥███◤ ██ ██ ◥█◤