মানবিক একাডেমী'র ২০১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং আমার অতি প্রিয় স্নেহের অনুজ Shakibul Hasan বাংলাদেশ ব্যাংকের 'জুনিয়র অফিসার' ক্যাশ মেধা তালিকায় ৫ম হয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছে। যদিও বর্তমানে সে NRBC ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে ঢাকার মতিঝিলে কর্মরত আছে। HSC আমাদের হাত ধরে সে তৎকালীন গুরুদয়াল সরকারি কলেজ থেকে মানবিক শাখায় GPA-5 (Golden) পেয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কর্মজীবন শুরু করে। সে তার জীবনের সুখ- দুঃখ সবকিছুতেই আমার সিদ্ধান্তকেই খুব গুরুত্ব দিয়েছে। তার প্রতিটি সফলতার পেছনে আমার শক্ত অবস্থান তাকে আরো অনেক দূর নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। সকলেই তার এবং তার পরিবারের একমাত্র বৃদ্ধ পিতামাতার জন্য দোয়া রাখবেন।
আবদুল্লাহ্ আল মামুন উজ্জ্বল
Nearby schools & colleges
Yadav Street, Rampur
खोह दरिबा
Ongenga
Ds Plaza
Xã Quỳnh Thắng, Quynh Luu
Leyland Court Lowestoft, Essex
Riyadh
Kandy
Giridih Stadium
Rewa
Buxar 824129
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আবদুল্লাহ্ আল মামুন উজ্জ্বল, Education, Harua, Kishoreganj, Rajshahi Division.
Operating as usual
আলহামদুলিল্লাহ....অভিনন্দন মামা
সহকারী পুলিশ সুপার পদে পদায়িত হওয়ার জন্য। আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি।
ইনশাআল্লাহ বেঁচে থাকলে অন্ধের দেশে আয়না বিক্রি করমু!
অনার্স ১ম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ
প্রিয় মানবিক একাডেমী অফিস... কিশোরগঞ্জ জেলায় মানবিক শাখার প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান। গতকাল অত্র অফিসের এক ছোট বোনের ক্যামেরাতে এই ছবিটা ধারন করলো এ প্রতিষ্ঠান এবং এই অফিস কক্ষের সঙ্গে আমার সম্পর্কটা প্রায় ২০১৩ সাল হতে এখানকার শিক্ষকবৃন্দ জেলায় সেরা এ প্রতিষ্ঠানে আমি বাংলা ক্লাস করিয়ে আসছি। সে সুভাতে আমার হাজারো শিক্ষার্থী এখান থেকে পড়াশোনা করে বের হয়েছে বর্তমানে অনেকেই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংকার,পুলিশ সহ সরকারি -বেসরকারি বিভিন্ন দফতরে চাকুরি করছে। বর্তমানে প্রায় ১০০ এর উপর শিক্ষার্থী বি.সি.এস লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য অপেক্ষা করছে। বর্তমানে ১০০০ এর বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এদের সকলের সঙ্গেই ছিলো আমার ব্যাক্তিগত ভালো একটা সম্পর্ক যাদেরকে আমি স্নেহ এবং ভালোবাসি তারাও আমার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা দেখিয়ে আসছে তাদেরকে অতি স্নেহের সঙ্গে স্মরণ করছি এবং তাদের জন্য অনেক শুভ কামনা। বর্তমানেও এই প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার সুভাতে অসংখ্য প্রিয় অনুজদের সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কিশোরগঞ্জ জেলা সহ প্রায় ১৯ উপজেলার শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসছে এই প্রতিষ্ঠান আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমার জীবনের অনেক অর্জন এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও প্রাণপ্রিয় শিক্ষার্থী থেকে। আমি এ প্রতিষ্ঠানের সার্বিক কল্যান কামনা করছি।
# # #সরকার কতৃক ইফতার মাহফিল বন্ধের ঘোষণাকে আমি স্বগত জানাই
শিক্ষা সফর ২০২৪ (গজনী অবকাশ)
বাংলা বিভাগ
ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ
দুপুরের খাবার গ্রহণ
ডিনার পূর্ববর্তী আড্ডা...
ওয়ালী নেওয়াজ খান কলেজ কতৃক আয়োজিত শিক্ষকবৃন্দের কক্সবাজার-সেন্টমার্টিন ভ্রমণ 2024,
কক্সবাজারের উদ্দেশে রওনা।
আমাদের শৈশব!!! ... এমনভাবে সাইকেল চালানোর স্মৃতি চমকপ্রদ ছিলো আমার। একবার গুরুদয়াল সরকারি কলেজ রোড বর্তমান সোনালি ব্যাংকের সামনে এক মুরগির উপর দিয়ে সাইকেল চালিয়ে মুরগি মেরে এলাকাবাসীর দৌড়ানো খেয়েছিলাম। স্মৃতিতে থাকুক এসব এ্যালবাম।
আলহামদুলিল্লাহ্ কন্যা সন্তান।
দোয়া চাই সকলের কাছে...
২০২৩ বিদায়, ২০২৪ স্বাগতম...মহান সৃষ্টিকর্তার কাছে পৃথিবীর মানুষের কল্যাণ, মঙ্গল প্রত্যাশা করছি। সে সাথে সকল মানুুষের সুস্থতা ও নেক হায়াত কামনা করছি। যুদ্ধ মুক্ত পৃথিবী হোক সকলের নিরাপদ আবাস।
অভিনন্দন প্রিয় ছাত্র/ স্নেহের ছোট Ashraful Islam Rimon
ক্যাডেট সাব - ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ।
(সুপারিশপ্রাপ্ত)
এবার সততা ও আদর্শ নিয়ে দেশ সেবায় নিয়োজিত হও
সত্যিই আমরা যত রঙিন হচ্ছি ধর্মটা ততই ফিকে হয়ে পড়ছে। বরাত আছে বরকত নেই, ইদ আসে খুশি নেই। বিদআত নামক পোকা আমাদের ফোকলা করে দিচ্ছে!
আজ ০২-০৯-২৩ রোজ শনিবার ওয়ালী নেওয়াজ খান কলেজের বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভাইভা পরবর্তী শ্রদ্ধেয় আল-আমীন স্যার সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দের সঙ্গে আড্ডা এবং দুপুরে একসাথে খাবার গ্রহণ। সদ্য বিদায়ী চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থীর জন্য শুভ কামনা।
একদা একসময় সাগর দেখতে গেছিলাম ... সে সময়ে হোটেলে ফটো তুলছিলাম
আামার প্রিয় কজন মানুষের মধ্যে আজকে যাকে নিয়ে লিখছি সে সালমা মনি লুবনা। ২০১৫ সালে যাকে HSC তে অল্প কিছু পড়ালেখা করিয়েছিলাম। পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিভাগে সদ্য অনার্স এবং মাস্টার্স শেষ করেছে।২০১৫ সাল হতে প্রতিনিয়তই দেখা হয় কথা হয় কিন্তু তার মাঝে তিলপরিমাণ কৃতজ্ঞতার কোন ঘাটতি কখনো লক্ষ্য করিনি...সবকিছুতেই সে এখনও আমার পরামর্শকে খুব গুরত্বের সঙ্গে নিয়ে থাকে তার পরিবারের সদস্যরাও আমাকে ধারণ করেছে খুব আপন হিসেবেই। একদিন সে অনেক বড় হবে যা হয়তো আমাদের স্বপ্নের চেয়েও বড়।
এ বছর তার মা-বাবা পবিত্র হজ পালন করে আসার সময় আমার মতো নগন্য একটা মানুষের জন্য অতি মূল্যবান আমার কাছে শ্রেষ্ঠ উপহার একটি জায়নামাজ নিয়ে আসে সেটা আজ সন্ধ্যার পর আমার চেম্বারে নিয়ে আসে নিচের স্নেহের প্রিয় মানুষটি।
এ মানুষটির জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশি
শেষ সময়ের সেরা প্রস্তুতি!
HSC চূড়ান্ত প্রস্তুতি কোচিং ২০২৩,
মানবিক একাডেমী 'তে HSC চূড়ান্ত প্রস্তুতি ২০২৩ এ বিশেষ দুইটি ব্যাচে ভর্তি চলছে...
ক্যাটাগরি-১। Exclusive class+Exam+solv class+ Varsity class.
ক্যাটাগরি-২। Exam+solve class ব্যাচে।
১৭ আগস্ট ২০২৩ হতে HSC বোর্ড পরীক্ষা শুরু হতে যাচ্ছে
সে আলোকে আমরা সময় পাবো প্রায় দুই মাস। আমাদের ইতোমধ্যে অনেকগুলো ব্যাচ চলমান রয়েছে। নতুন ব্যাচগুলো শুরু হবে ১৫-০৬-২০২৩ হতে আর শেষ হবে ১৫-০৮-২০২৩ উক্ত ০২ মাসে মানবিক একাডেমী একজন শিক্ষার্থীকে ০৪ মাসের পরিমান সেবা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। রুটিন প্রকাশিত হওয়ার পর আমাদের সকল কিছু গুছানোর কাজ শুরু হয়ে গেছে।
মানবিক একাডেমী তে কেন এই গুরুত্বপূর্ণ ০২ মাসের জন্য ভর্তি হবে?????????
১। মোট ১৩ টি বিষয়ের উপর বিষয় ভিত্তিক জেলার সেরা মানের বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রভাষক/সহকারী অধ্যাপক/ সহযোগী অধ্যাপক প্যানেল।
২। মানবিক একাডেমী 'র কৌশলগত পাঠদান পদ্ধতি।
৩। মানবিক একাডেমী'র যুগোপযোগী, ১৩ টি বিষয়ের উপর ধারাবাহিক অধ্যায় ভিত্তিক মানসম্পন্ন প্রশ্নে ব্যাপক পরীক্ষা গ্রহণ।
৪। কোর্স শেষে সম্পূর্ণ বোর্ড নিয়মে ১৩ টি বিষয়ের উপর চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা গ্রহণ।
৫। মেধাবীদের নানা পুরস্কারের সাথে শিক্ষাবৃত্তি প্রদান।
৬। মানবিক একাডেমী 'র সাবেক গর্বিত ঢাবিয়ান দ্বারা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি মূলক ক্লাস গ্রহণ।
৭। জেলার প্রায় সকল কলেজের প্রথম সারির শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রতিযোগিতা মূলক পরিবেশে নিজেকে যাচায় করে নেওয়ার সুযোগ।
৮। সুন্দর ও মনোরম পরিবেশ এবং সার্বক্ষণিক বিশেষ তদারকি।
৯। প্রয়োজনের অধিক Solving Class গ্রহণ।
১০। ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলা, অর্থনীতি এ বিষয়গুলোর উপর অতিরিক্ত ক্লাস এবং অতিরিক্ত পরীক্ষা গ্রহণ।
মানবিক একাডেমী' র একটা HSC প্রস্তুতি কোর্স একজন মানবিক শাখার শিক্ষার্থীর জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে।
কাজেই এই মূল্যবান সময়টিতে অযাচিত স্থানে গিয়ে কিছু টাকা কম পেয়ে, অনবিজ্ঞ,অদক্ষ, ছাত্র, সব বিষয়ের পন্ডিত কেবল একজন বা দুইজন ব্যাক্তি দিয়ে কখনো HSC পড়ানো যায়না...তাই আবেগে না পরে বিবেক দিয়ে চিন্তা করে এই মূল্যবান সময়টুকু নষ্ট না করার পরামর্শ রইলো।
আমাদের ভর্তি চলছে... উদ্বোধনী অনুষ্ঠান ও ক্লাস শুরু ১৫ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার দুপুর :২.০০ ঘটিকায়। মানবিক একাডেমী 'র বর্তমান এবং সাবেক সকল শিক্ষার্থীকে HSC, 23 পরীক্ষার্থীদের এই বার্তাটি জানানোর জন্য অনুরোধ করা হলো।
আজই অফিসে যোগাযোগ করে তোমার ভর্তি নিশ্চিত করো।
শুভেচ্ছান্তে
মানবিক একাডেমী পরিচালনা পর্ষদ।
অসাধারণ
ওয়ালী নেওয়াজ খান কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার রুটিন হয়ে গেছে...রুটিন দেখে নাও
বাপ-বেটার ইদ উল-ফিতর ২০২৩ উদযাপন, সকলকেই ইদ মোবারক
HSC চূড়ান্ত প্রস্তুতি কোচিং ২০২৩,
প্রথম সারির ০২ টি ব্যাচের ফরম উত্তোলন শেষ হয়ে গিয়েছে....এখন তৃতীয় ব্যাচের ফরম উত্তোলন শুরু হবে ০৩ এপ্রিল ২০২৩ বিকাল ৩.০০ ঘটিকা হতে।
কিশোরগঞ্জ জেলায় HSC মানবিক শাখার জন্য মানবিক একাডেমী এক অপ্রতিরোধ্য নাম! ২০১৩ সাল হতে ২০২৩ সাল সুদীর্ঘ ১০ বছর যাবত HSC বোর্ড ফলাফল GPA-5 প্রাপ্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির সাবজেক্ট গুলোতে চান্স প্রাপ্তি, এ ছাড়াও ঢাকা শিক্ষাবোর্ডে ট্যালেন্টপুল স্কলারশিপে ৩য়, ১১ তম ৩৬ তম, ৫১ তম সহ জেলায় HSC মানবিক শাখার জন্য মানবিক একাডেমী'র জায় জয়কার!!!
এ বছর HSC বোর্ড ফলাফল ২০২২,মানবিক একাডেমী হতে মোট GPA-5 প্রাপ্ত ৭৩ জন, যা জেলায় রেকর্ড !!!
HSC চূড়ান্ত প্রস্তুতি কোচিং ২০২৩ এ ভর্তি চলছে...
HSC বোর্ড পরীক্ষা ২০২৩ এর বাংলা দ্বিতীয় পত্রের অতি গুরুত্বপূর্ণ সাজেশন
আজকে হঠাৎ প্রিয় সোহেল স্যারের আগমন আমার চেম্বারে...সময়টা দারুণ উপভোগ করলাম
HSC বোর্ড পরীক্ষা 2023
বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সাজেশন শীগ্রই এই পেইজে প্রকাশ করা হবে
ক্লাসের ফাঁকে আড্ডা... ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ
HSC বোর্ড পরীক্ষা 2023,
অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ হতে
সুবহানআল্লাহ
পৃথিবীতে মোট
২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Harua, Kishoreganj
Rajshahi Division
২৩০০
Rajshahi Division
╱♦️╲ |♦️♦️| |♦️♦️| |♦️♦️| |♦️♦️| |♦️♦️| |♦️♦️| |♦️♦️| |♦️♦️| ◢███◣ ⫷▓▓▓(♦️)▓▓▓⫸ ◥███◤ ██ ██ ◥█◤