JS Vlogs

JS Vlogs

শিক্ষনীয় বিষয়

Operating as usual

07/06/2024

নাহ্, নির্ঘাত চশমা একটা কিনতেই হবে!
🧐🤓

15/09/2023
17/07/2023

সত্যি তো,,
তবে অনেক পুরুষ মানুষ নিজের জন্য ২০ বছর ও বাঁচতে পারেন না।
যাদের ছোট বেলায় বাবা চলে যায় তারা সারা জীবন ভর অন্যের জন্য করতে করতে শেষ জীবনে এসে সবাই বলে বেড়ায় কারো জন্য কিছুই করেনি।।।
একমাত্র সৃষ্টিকর্তা সাক্ষী সে সময়ের।।

10/06/2023

যত মেঘ তত বৃষ্টি নয়

09/06/2023

ধুমপান কে না❌❌❌ বলুন।

16/04/2023

ডিগ্রি মান উন্নয়ন পরীক্ষা যারা দিতে চান তাদের জন্য সুযোগ দেওয়া হলো।

Photos from JS Vlogs's post 10/04/2023
10/04/2023

মঙ্গল শোভাযাত্রার বন্ধের যে আইনী নোটিশ - তা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র।

10/04/2023
09/04/2023

আগামীকাল বিএ /বিএসএস রেজাল্ট সবার আগে জানতে হলে রোল নম্বর ইনবক্সে লিখে পাঠাও চেষ্টা করবো সবার আগে রেজাল্ট জানানোর।

06/04/2023
06/04/2023

পাতিল মানে ডেগ"
ধন্যবাদ!

- পারলে এরকম আরও কিছু বলে দেখান!🙂

05/04/2023

JSC

05/04/2023

বিএ বিএসএস ডিগ্রী -২০২০ এর ফলাফল প্রকাশ আগামী ১০ মার্চ।

29/03/2023

বিশেষ সূত্র জানতে পারলাম আগামীকাল বিএ/বিএসএস এর রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল যদি রেজাল্ট না দেয় তাহলে আগামী মাসের দশ তারিখের মধ্যে রেজাল্ট দিবে।

28/03/2023

বিএ/ বিএসএস এর রেজাল্ট যখনি দিবে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করব অযথা কারো পোস্টে বিভ্রান্ত হওয়ার চেষ্টা করবেন না।

29/01/2023
29/01/2023
28/11/2022
16/09/2022

ঢাকা শহরে মোটরসাইকেল প্রাইভেট কারের অভাব নেই। ঘন্টার পর ঘন্টা জ্যাম পড়ে থাকলেও কারো দিকে তাকানোর সময় নেই।
হাজার হাজার স্যালুট স্যার

15/09/2022

বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২০ এর রুটিন

Photos from Zunaid Ahmed Palak's post 06/09/2022
16/08/2022
16/08/2022

চা শ্রমিকরা চা পাতার একটা ভর্তা খায়।

কচি পাতাগুলো খুব কুচিকুচি করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, সেদ্ধ আলু আর চানাচুরকে সরিষার তেল দিয়ে মাখানো হয়। গরম ভাত অথবা রুটির সাথে খায় তারা। আমি খেয়েছি, খুব একটা সুস্বাদু কিছু না। অথচ তারা বলতে গেলে প্রতিবেলায় খায়। তবে প্রতিবেলায় মাখানোর জন্য সরিষার তেল আর চানাচুর পাওয়া যায় না। তবুও তারা খায় কারণ দুইশো টাকা কেজি ব্রয়লার মুরগীর এই বেহেশতে একদিনে তাদের বেতন ১২০ টাকা। এক আঁটি শাক কিংবা এক কেজি সবজি কেনার চেয়ে চা পাতার ভর্তা দিয়ে দু'মুঠো ভাত খেয়ে ফেলাই তাদের জন্য সহজ।

ব্যাপারটা একদিনে ১২০ এরকমও না।
মানে একজন চা শ্রমিক যদি দিনে ২৪ কেজি চা পাতা তুলতে পারে তাহলে সে পাবে ১২০ টাকা।
বেশিরভাগ শ্রমিক ২৪ কেজি তুলতে পারেন না, ১৪-১৫ কেজি তোলেন সর্বোচ্চ। আর একটু বয়স্ক যারা তাদের চা পাতা তোলার পরিমাণ আরও কম। ফলে তারা পুরো টাকাটা পান না।

এই অঞ্চলে চায়ের চেয়ে রোমাঞ্চকর জিনিস আর কী আছে? আমাদের প্রেম, আড্ডা, গল্প, গান, বিপ্লব, বিদ্রোহ কোনো কিছুই চা ছাড়া হয় না। বিজ্ঞাপন মারফত আমরা জানতে পারি কাপ শেষ হলেও রেশ রয়ে যায়, এক কাপ চায়ে তাজা হয়ে যাওয়া যায় নিমেষেই, এমনকি চায়ে চুমুক দিয়ে আমরা বদলে দিতে পারি পরিস্থিতি, প্রতিবাদ করতে পারি যেকোনো অন্যায়ের, পেয়ে যেতে পারি যুগান্তকারী আইডিয়া।

এখন ভাবতে থাকলাম, বিজ্ঞাপনে চা শ্রমিকরা সারাজীবন ব্যাকগ্রাউন্ড প্রপস।
অথচ, দুটি পাতা একটি কুড়ি তোলার সুন্দর দৃশ্যটি আমাদের কাছে আরও সুন্দর হয়ে ওঠে দারুণ সিনেমাটোগ্রাফিতে। আর আজকাল তো নগরীর অভিজাত চায়ের দোকানে এক কাপ চা বিক্রি হয় ১২০টাকায়। সে চায়েরও হয় ফুড রিভিউ। অথচ শ্রমিকদের ১২০টাকার অসুন্দর জীবনের দৃশ্য সিনেমাটোগ্রাফিতেও আসে না, খবরেও খুব একটা পাওয়া যায় না। কারণ তারা চা পাতা ভর্তা খেয়েই কাটিয়ে দিচ্ছে বেহেশতি এই জীবন!

চা শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা পারিশ্রমিকের জন্য আন্দোলন করছে। তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রইলো।

দুটি পাতা একটি কুড়ি
শুনতে কী পাও আহাজারি?

(©️কাসাফাদ্দৌজা নোমান এর লেখা থেকে সংকলিত)



16/08/2022
Want your school to be the top-listed School/college?

Videos (show all)

সত্যি তো,, তবে অনেক পুরুষ মানুষ নিজের জন্য ২০ বছর ও বাঁচতে পারেন না। যাদের ছোট বেলায় বাবা চলে যায় তারা সারা জীবন ভর অন...
JSC

Telephone

Website

Address


Rajshahi Division