Cantonment Public School & College, Saidpur

Cantonment Public School & College, Saidpur

Share

This is the Official page of Cantonment Public School & College, Saidpur cpscs

Photos from Cantonment Public School & College, Saidpur's post 05/07/2025

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫' : উচ্চশিক্ষার ভর্তিযুদ্ধে সিপিএসসিএস'র ঈর্ষণীয় সাফল্যগাঁথা

💐০৪ জুলাই সকালে যাদের প্রাণোচ্ছ্বাসে প্রতিষ্ঠানের সবুজ চত্ত্বর মুখর হয়ে উঠেছিল, তারা আমাদের এইচএসসি-২৩ ও ২৪ ব্যাচের স্নেহধন্য শিক্ষার্থী।শিক্ষকমণ্ডলীর দিক-নির্দেশনা আর নিজেদের কঠোর অধ্যবসায়ে তারা এইচএসসিতে অসামান্য ফল লাভের পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেছে। তাদের সাফল্যের স্বীকৃতি প্রদান করা হলো আড়ম্বরপূর্ণ আয়োজনে।

🌹অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা চোখে স্বপ্ন আর বাঁধভাঙ্গা উল্লাস নিয়ে স্মৃতি রোমন্থন করলো, নিজেদের অনুভূতি ব্যক্ত করলো, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলো এবং কৃতজ্ঞতা নিবেদন করলো শিক্ষকমণ্ডলীকে। অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক উৎসাহ আর নির্দেশনায় ছয় বছর পর এ ধরনের বড় পরিসরের আয়োজনে দু'টি ব্যাচের ২৪০ জন শিক্ষার্থীকে সুদৃশ্য ক্রেস্ট তুলে দেয়া হয়। প্রকৃত সংখ্যাটি আরও বেশি, কারণ অনেকে একাডেমিক কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেনি। অধ্যক্ষ ও উপাধ্যক্ষদ্বয়ের নিকট থেকে স্মারক গ্রহণ করে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকগণ গৌরবান্বিত।

🌷দেশের সবগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ লাভের মাধ্যমে আমাদের প্রতিনিধিত্ব করবে স্নেহধন্য শিক্ষার্থীরা। এখানে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের বর্ণনা তুলে ধরা হলো। শিক্ষার্থীদের অনেকে- ডিএমসি, এসএমসি, এসএসএমসি, আরএমসি, আরপিএমসি, এসজেডএমসি, এসএমএএমসি, পিএমসি, ডিজেএমসি, কেএমসি, এনএমসি, সিএমসি, এসবিএমসি'র মত স্বনামধন্য মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে; অনেকে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট ও এমআইএসটি'তে ইঞ্জিনিয়ারিং এ পড়ার গৌরব অর্জন করেছে। আবার অনেকে ঢাবি, রাবি, চবি, জাবি, ইবি, খুবি, জবি, বিইউপি, শাবিপ্রবি, বেরোবি, এভিয়েশন, হাবিপ্রবি, পাবিপ্রবি, পবিপ্রবি, হবিপ্রবি, কুবি, রবি, জাককানইবি, নোবিপ্রবি'র মত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়াও বাকৃবি, শেকৃবি, সিকৃবি, কুড়িকৃবি'র মত খ্যাতনামা কৃষি বিশ্ববিদ্যালয়েও তাদের সদর্প পদচারণা থাকবে।

আয়োজনের শেষপ্রান্তে তারা দলবদ্ধ হয়ে ফটোফ্রেমে আলাদা করে আবদ্ধ হলো ব্যাচের বন্ধুদের সাথে।
ইর্ষণীয় একাডেমিক ফলাফল, উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষার অভূতপূর্ব সাফল্য ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় গৌরবোজ্জ্বল মহিমায় এগিয়ে যাচ্ছে প্রিয় বিদ্যায়তন। কৃতীধন্য এই শিক্ষার্থীরা লাভ করুক সার্বিক কল্যাণ এবং তাদের পদস্পর্শে পৃথিবী এগিয়ে যাক সমৃদ্ধ আগামীর পথে।

Photos from Cantonment Public School & College, Saidpur's post 02/07/2025

আজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর-এর নন্দন নির্ঝর অডিটোরিয়ামে এক অনন্য ও অন্তরঙ্গ "Interactive Session"-এ অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান Brig Gen K M Azad, BGBM, BPMS, PPM, ndc, psc মহোদয়।

তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা করেন, শিক্ষকতা পেশার মর্যাদা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা, বিভাগীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও অলিম্পিয়াডে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য এবং আন্তঃ ক্যান্টনমেন্ট কলেজসমূহের মধ্যে সম্মানজনকভাবে ফলাফলের ভিত্তিতে ৪র্থ স্থান অর্জন করায় প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সকল শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত ফলাফল অর্জনে একযোগে নিষ্ঠা, আন্তরিকতা ও গুণগত শিক্ষাদান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

সকল শিক্ষকের সক্রিয় অংশগ্রহণ এবং চেয়ারম্যান মহোদয়ের প্রজ্ঞাময় নেতৃত্ব এই আয়োজনকে করে তোলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক।

📷 ছবিতে: চেয়ারম্যান মহোদয়ের আন্তরিক উপস্থিতি, শিক্ষকবৃন্দের মনোনিবেশ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের এক অনন্য মুহূর্ত।

Photos from Cantonment Public School & College, Saidpur's post 01/07/2025

জুলাইয়ের গণ অভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের আত্মার চিরশান্তি কামনায় বাদ মাগরিব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর-এর মসজিদে অনুষ্ঠিত হয় এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল।

Photos from Cantonment Public School & College, Saidpur's post 25/06/2025

আজ ক্যান্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ এ বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করেন অধ্যক্ষ মহোদয়-

"গাছ লাগাই, ভবিষ্যৎ বাঁচাই — বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এ আসুন আমরা সবাই মিলে একটি সবুজ পৃথিবী গড়ি!"

Photos from Cantonment Public School & College, Saidpur's post 24/06/2025

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫-এ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর-এর ০৮ জন মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে।
🏆 বাংলাদেশে এই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পুরস্কার অর্জন করায় শিক্ষার্থীদের অভিনন্দন।

Photos from Cantonment Public School & College, Saidpur's post 22/06/2025

আজ ক্যান্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও এডমিট কার্ড বিতরণ অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে এডমিট কার্ড প্রদান করেন অধ্যক্ষ মহোদয়-

"বিদায়ের এই ক্ষণে অশ্রুসিক্ত নয়নে শুভকামনা — আগামীর পথ হোক আলোকিত, স্বপ্নপূরণের যাত্রা হোক সফল ও সুন্দর। বিদায় প্রিয় শিক্ষার্থী, এগিয়ে চলো দৃপ্ত পায়ে!"

Photos from Cantonment Public School & College, Saidpur's post 17/06/2025

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ সৈয়দপুর এর ২৮জন শিক্ষার্থী জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৫ এর জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। অভিনন্দন প্রিয় খুদে প্রোগ্রামার এবং কুইজ সেরাদের। # education

16/06/2025

Job Circular

Photos from Cantonment Public School & College, Saidpur's post 04/06/2025

জাতীয়, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্র‌তি‌যো‌গিতায় উ‌ল্লেখ‌যোগ্য অবদান রাখার জন্য সম্মাননা প্রদান

ক্যান্টন‌মেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুর-এ অনুষ্ঠিত হয়ে‌ছে “জাতীয়, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অলিম্পিয়াড ও প্রতিযোগিতায় উ‌ল্লেখ‌যোগ্য অবদান রাখার জন্য শিক্ষকবৃন্দ‌কে সম্মাননা প্রদান অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে শিক্ষকবৃন্দ‌ের হা‌তে সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড তু‌লে দেন প্র‌তিষ্ঠা‌নের প‌রিচালনা পর্ষ‌দের সম্মানিত সভাপ‌তি ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, বি‌জি‌বিএম, বি‌পিএমএস, পি‌পিএমএস, এন‌ডি‌সি, পিএস‌সি
২২২ পদা‌তিক ব্রি‌গেড ও স্টেশন কমান্ডার, সৈয়দপুর সেনা‌নিবাস।
বিভিন্ন জাতীয়, আর্ন্তজাতিক ও অভ্যন্তরীণ অলিম্পিয়াড/প্রতিযোগিতায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য পুরষ্কার প্রাপ্ত নির্বাচিত শিক্ষকবৃন্দ হ‌লেন:

১। Youth Festival Debate (School)-2025মোঃ -‌মো.শিয়াবুজ্জামান-সহকারী শিক্ষক
২। Youth Festival Debate (College)-2025
-শামীম আল-মামুন সরকার -প্রভাষক
৩। ইসলামিক কালচারাল প্রোগ্রাম(ইসলা‌মিক ফাউ‌ন্ডেশন)
-আবুল কালাম-সিনিয়র শিক্ষক
৪। গণিত অলিম্পিয়াড-২০২৫
-মোঃ ওয়ালিউর রহমান-সহকারী শিক্ষক
৫। রসায়ন অলিম্পিয়াড-২০২৫
-মোহাম্মদ রাসেল-প্রভাষক
৬। পদার্থ অলিম্পিয়াড-২০২৫
-মোঃ শাহ আলম-সহকারী অধ্যাপক
৭। রোবোটিক্স অলিম্পিয়াড-২০২৩
-মোঃ বায়েজিদ হোসেন-প্রভাষক
৮। ১৪তম বাংলা অলিম্পিয়াড-২০২৫
-মোঃ শিয়াবুজ্জামান-সহকারী শিক্ষক
৯। বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স ২০২৫
-নীলাম্বর রায়-সিনিয়র শিক্ষক
-রঞ্জন কুমার-প্রদর্শক
১০। World Championship on Climate Action-2024 (Nepal)
-মোঃ সোহেল রানা-প্রভাষক
-নুরশাদ জাহান-সহকারী শিক্ষক
১১। International Leadership Program on Education-5.0 (National Round, Dhaka)-2025
-মোহাম্মদ রাসেল-প্রভাষক
১২। বি‌ভিন্ন প্র‌তি‌যো‌গিতা ও অ‌লি‌ম্পিয়াড ক‌মি‌টি‌কে সার্বিক সহ‌যো‌গিতা, দিক নি‌র্দেশনা ও উৎসাহ প্র‌দান
-খোন্দকার আব্দুল আলীম- উপাধ্যক্ষ (ক‌লেজ)
-‌মো. র‌ফিকুল ইসলাম -উপাধ্যক্ষ (ই‌ং‌লিশ ভার্সন)
-মোঃ মহসীন আলম - উপাধ্যক্ষ (স্কুল)
১৩।‌ Choreography and creative contribution
-ফারহানা খানম- সহকারী শিক্ষক
১৪। Choreography and creative contribution
- আবু জাবেদ লাবু, প্রাক্তন শিক্ষার্থী (‌সি‌পিএস‌সিএস) ও ফারজানা খানম ম্যাডাম এর স্পাউচ
- ১৫। Best Contribution on SOP & GB Meeting committee for Institution (CPSCS)
- মো. বিপ্লব আলী, সহকারী অধ্যাপক

এ সম্মাননা শিক্ষকবৃ‌ন্দের সৃজনশীলতা, মেধা ও নিষ্ঠার এক অনন্য স্বীকৃতি। শিক্ষকবৃ‌ন্দের নিষ্ঠা, শ্রম আর মেধার শা‌ণিত প্র‌য়ো‌গ এবং সার্ব‌িক দিক নি‌র্দেশনায় প্র‌তিষ্ঠা‌নের শিক্ষার্থীরা আঞ্চ‌লিক, জাতীয় ও আর্ন্তজাতিক পর্যা‌য়ে বিভিন্ন প্রতি‌যো‌গিতায় উ‌ল্লেখ‌যোগ্য সাফল্য রে‌খে চ‌লে‌ছে। প্র‌তিষ্ঠা‌নের সাফল্য ও গৌরব অর্জ‌নে এ ধারা অব্যাহত থাকুক এ আমা‌দের প্রত্যাশা।

Photos from Cantonment Public School & College, Saidpur's post 03/06/2025

জাতীয়, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্র‌তি‌যো‌গিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ক্যান্টন‌মেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুর-এ অনুষ্ঠিত হয়ে‌ছে “জাতীয়, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অলিম্পিয়াড ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ ”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে কৃ‌তিত্ব অর্জনকারী উ‌ল্লেখ‌যোগ্য শিক্ষার্থী‌দের হা‌তে সম্মাননা স্মারক, সনদপত্র ও প্রাইজবন্ড তু‌লে দেন প্র‌তিষ্ঠা‌নের প‌রিচালনা পর্ষ‌দের সম্মানিত সভাপ‌তি ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, বি‌জি‌বিএম, বি‌পিএমএস, পি‌পিএমএস, এন‌ডি‌সি, পিএস‌সি
২২২ পদা‌তিক ব্রি‌গেড ও স্টেশন কমান্ডার, সৈয়দপুর সেনা‌নিবাস।

পরবর্তী‌তে অব‌শিষ্ট কৃ‌তিত্ব অর্জনকারী বিজয়ী শিক্ষার্থী‌দের বিপুল সংখ্যক শিক্ষার্থী‌র সম্মু‌খে সম্মাননা স্মারক, সনদপত্র ও প্রাইজবন্ড তু‌লে দেন প্র‌তিষ্ঠা‌নের অধ্যক্ষ লে. ক‌র্নেল সৈয়দ শা‌ফিউল ইসলাম ‌মেরাজ, পিএস‌সি, জি ম‌হোদয়।

অনুষ্ঠা‌নে যেসব প্র‌তিযো‌গিতায় কৃ‌তিত্ব অর্জনের জন্য পুরস্কার প্রদান করা হয়:
১। ইসলামিক কালচারাল প্র‌তি‌যো‌গিতা (জাতীয় পর্যায়)
২। গ‌ণিত অ‌লি‌ম্পিয়াড ২০২৫ (জাতীয় পর্যায়)
৩। রসায়ন অ‌লি‌ম্পিয়াড ২০২৫ (জাতীয় পর্যায়)
৪। পদার্থ বিজ্ঞান অ‌লি‌ম্পিয়াড ২০২৫ (জাতীয় পর্যায়)
৫। রো‌‌বোটিক্স অ‌লিম্পিয়াড (জাতীয় পর্যায়)
৬। ১৪তম বাংলা অ‌লি‌ম্পিয়াড ২০২৫ (জাতীয় পর্যায়)
৭। বাংলা‌দেশ অ‌লি‌ম্পিয়াড অন অ্যা‌স্ট্রোন‌মি এন্ড অ্যা‌স্ট্রো‌ফি‌জিক্স ২০২৫ (জাতীয় পর্যায়)
৮। World Championship on Climate Action 2024 (Nepal)
৯। International Leadership Program on Education 5.0 2025 (National Round,Dhaka)
১০। তারু‌ণ্যের উৎসব বিতর্ক প্র‌তি‌যো‌গিতা (স্কুল ও ক‌লেজ ) ২০২৫
১১। সাধারণ জ্ঞান প্র‌তি‌যো‌গিতা (অনলাইন)
১২। সৃজনশীল লেখনী প্রতিযোগিতা।
১৩। স‌র্বোচ্চ গ্রিন কার্ডধারী শিক্ষার্থী ২০২৪ (নার্সারী-দ্বাদশ)
এসব প্র‌তি‌যো‌গিতায় প্র‌তিষ্ঠা‌নের শিক্ষার্থীরা আঞ্চ‌লিক পর্যায় থে‌কে বিভাগীয় পর্যায়, এরপর জাতীয় থে‌কে আন্তর্জা‌তিক পর্যা‌য়ে পর্যা‌য়ে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনসহ নানাভা‌বে কৃ‌তি‌ত্বের স্বাক্ষর রে‌খেছে।

উ‌ল্লেখ্য, অনুষ্ঠা‌নে মোট ১৪১ শিক্ষার্থী‌কে বি‌ভিন্ন আঞ্চ‌লিক, জাতীয়, আন্তর্জা‌তিক ও অভ্যন্তরীণ প্র‌তিযো‌গিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত করা হয়। যা এক‌টি শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের জন্য এক অনন্য দৃষ্টান্ত ও গৌর‌বের বিষয়।

Photos from Cantonment Public School & College, Saidpur's post 03/06/2025

স‌র্বোচ্চ গ্রিনকার্ডধারী শিক্ষার্থী‌কে পুরস্কার প্রদান: পড়াশুনা, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্ববোধের অনন্য স্বীকৃতি

ক্যান্ট‌মেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর-এ শিক্ষার্থীদের ইতিবাচক আচরণ, পড়াশুনা, শ্রেণিকক্ষে দক্ষতা, দায়িত্বশীলতা, নৈতিক মানোন্নয়ন ও সব ধর‌নের ভা‌লো কা‌জে উৎসাহ প্রদা‌নের লক্ষ্যে সব শ্রে‌ণি‌তে চালু করা হয়েছে "গ্রিন কার্ড" কার্যক্রম।

সারা বছর ধরে শিক্ষার্থীদের ভালো কাজ, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মূল্যায়নস্বরূপ সর্বোচ্চ গ্রিনকার্ড অর্জনকারী শিক্ষার্থীকে এক বিশেষ অনুষ্ঠানে নার্সা‌রি থে‌কে দ্বাদশ শ্রে‌ণির মোট ১৮ জন শিক্ষার্থী‌কে পুরস্কৃত করা হয়েছে।

স‌র্বোচ্চ গ্রিনকার্ডধারীদের ম‌ধ্যে স‌ব‌চে‌য়ে বে‌শি গ্রিন কার্ড অর্জনকরী শিক্ষার্থী‌র অ‌ভিভাব‌কের উপ‌স্থি‌তি‌তে এ‌সেম্বলী গ্রাউ‌ন্ডে গোল্ড কার্ড স্মারক, সনদপত্র ও প্রাইজবন্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, বি‌জি‌বিএম, বি‌পিএমএস, পি‌পিএমএস, এন‌ডি‌সি, পিএস‌সি
২২২ পদা‌তিক ব্রি‌গেড ও স্টেশন কমান্ডার, সৈয়দপুর সেনা‌নিবাস।

পরবর্তী‌তে অব‌শিষ্ট স‌র্বোচ্চ গ্রিনকার্ডধারী শিক্ষার্থী‌কে অ‌ভিভাব‌কের উপ‌স্থি‌তি‌তে এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী‌র সম্মু‌খে সম্মাননা স্মারক, সনদপত্র ও প্রাইজবন্ড তু‌লে দেন প্র‌তিষ্ঠা‌নের অধ্যক্ষ লে. ক‌র্নেল সৈয়দ শা‌ফিউল ইসলাম ‌মেরাজ, পিএস‌সি, জি ম‌হোদয়।

এই সম্মাননা কেবল একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি আমাদের প্রতিষ্ঠানের মূল্যবোধ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতিফলন।

আমরা বিশ্বাস করি—শুধু পাঠ্যসুচি নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশই একজন প্রকৃত মানুষ গঠনের অন্যতম উপাদান।

Photos from Cantonment Public School & College, Saidpur's post 02/06/2025

শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সম্মাননা প্রদ‌ান

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর—এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট-পাথরে জড়িয়ে আছে সেবার ব্রত, শিক্ষার দীপ্ত আলো এবং দায়িত্বশীলতার গভীর প্রতিচ্ছবি। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো আমাদের বহুল প্রত্যাশিত ‘শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সম্মাননা প্রদ‌ান`

এ পুরস্কার কেবল একটি পদক বা প্রাইজবন্ড নয়—এ যেন এক বছরের আত্মত্যাগ, নিষ্ঠা, মমতা ও পেশাগত মহত্বের এক নিঃশব্দ ভা‌লোবাসা, যার উত্তর মিলেছে প্রশংসা আর সম্মাননার নির্মল স্পর্শে।

প্রধান অতিথি হিসেবে আমাদের প্রাণের অনুষ্ঠানে উপস্থি‌ত থে‌কে শ্রেষ্ঠ‌দের হাতে সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড তু‌লে দেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, বি‌জি‌বিএম, বি‌পিএমএস, পি‌পিএমএস, এন‌ডি‌সি, পিএস‌সি
২২২ পদা‌তিক ব্রি‌গেড ও স্টেশন কমান্ডার, সৈয়দপুর সেনা‌নিবাস।

যে সকল শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ‌কে সম্মাননা প্রদান করা হ‌য়ে‌ছে:
১। নূর-এ-নাসরীন- প্রভাষক (ক‌লেজ শাখা) -শ্র‌েষ্ঠ শিক্ষক
২। মোহাম্মদ রাসেল- প্রভাষক (ক‌লেজ শাখা)- বর্ষ‌সেরা শ‌িক্ষক
৩। মো. কামরুল হাসান, সহকারী শিক্ষক (ইং‌লিশ ভার্সন)- শ্র‌েষ্ঠ শিক্ষক
৪। মুহাম্মদ মোহায়মিনুল কবীর- সিনিয়র শিক্ষক (বাংলা ভার্সন) -শ্র‌েষ্ঠ শিক্ষক
৫। আবুল কালাম -সিনিয়র শিক্ষক (বাংলা ভার্সন)-শ্র‌েষ্ঠ শিক্ষক
৬। মো. রুহুল আমিন -সিনিয়র শিক্ষক (বাংলা ভার্সন)- শ্রেষ্ঠ শিক্ষক
৭। মো. শারীফুন্নবী, হিসাবরক্ষণ কর্মকর্তা -শ্রেষ্ঠ কর্মকর্তা
৮। নুরনবী, সহকারী টেকনিক্যাল ম্যানেজার -শ্রেষ্ঠ কর্মচারী
৯। মো. গোলাম রব্বানী,উচ্চমান সহকারী- শ্রেষ্ঠ কর্মচারী

এ আয়োজন আমাদের সকলকে নতুন করে অনুপ্রাণিত করে—সত্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পথে এগিয়ে চলার জন্য। যাঁরা স্বপ্ন বোনেন শিক্ষার মাঠে, তাঁদের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি যেন এক অনন্ত প্রেরণা।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Brief History of the Institution

Saidpur is a traditional city in the northern part of the country. From the British ruling period, the city is well-known for railway station and famous for having railway workshop. Successively, a cantonment, an airport, manufactories and an EPZ named Uttara were established around the city. But the mass people of this area were underdeveloped in education sector. Considering the essential development of this underdeveloped population an initiative was taken by the direct supervision of Bangladesh Army led by the then station commander Col. S.M Shamsuzzaman to build a contemporary developed educational institution in this region.

Cantonment Public School & College, Saidpur was inaugurated by the then Chief of Army Staff Major General H.M. Ershad in 4th April, 1979. The institution started its journey having only five teachers and 176 students. The college section was formed in 1984. English Version (School) was formed in 1998 and English Version (College) started its journey in 2017. The institution has now 128 teachers and almost 3,800 students. On the way its 39th year, the institution was selected consecutively “The Best College” twice among all the institutions run by Army Authority and achieved “Chief of army Trophy” for its outstanding academic results .

Besides, spreading the light of education the institution is contributing in co-curricular activities and other self-development activities. In order to unite the Former and the Present students in a same platform “CPSCS Alumni Association” has been formed on its 38th anniversary. A team of dedicated, committed, highly competent and experienced faculties are serving to help grow students’ intellectual capacity and potential of the student.

Location

Category

Address

Saidpur
Rājshāhi