
জাতীয় বিশ্ববিদ্যালয় National University
National university's fan page


যারা রেজাল্ট দেখতে পারেন না এই লিংকে ক্লিক করুন
http://www.nubd.info/res_hon/getHon4thForm.php
National University | Bangladesh : : জাতীয় বিশ্ববিদ্যালয় | বাংলাদেশ
#ব্রেকিং_নিউজ
👉স্থগিত হওয়া অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
👉প্রতিদিন সকাল সাড়ে ৯টায় এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।
nu.ac.bd 25 years ago the National University was established by an Act of Parliament as an affiliating University of the country to impart graduate and post-graduate level education to the students through its affiliated colleges and professional institutions throughout the country. For that matter the Univ...
ডিগ্রি উপবৃত্তির প্রয়োজনীয় তথ্য নিম্নরূপ 👇👇👇
অবশেষে ডিগ্রি ১ম বর্ষ ফাইনাল পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আজকে।
পরিস্থিতি স্বাভাবিক হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার যেমন হবে
• অনার্স ৪র্থ বর্ষঃ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের অনার্স চতুর্থ বর্ষের বাকি তত্ত্বীয় পরীক্ষা সবার আগে শুরু হবে৷ পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরেই ব্যবহারিক ও ভাইভা পরীক্ষা আরম্ভ হবে।
• অনার্স ৩য় বর্ষঃ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের অনার্স ৩য় বর্ষের যাদের ব্যবহারিক পরীক্ষা আছে পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে৷
• অনার্স ২য় বর্ষঃ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রকাশ হবে। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ফরম ফিলাপের ডেট দেওয়া হবে।
• অনার্স ১ম বর্ষঃ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপের ডেট দেওয়া হবে। ফরম ফিলাপ শেষ হওয়ার পর পরীক্ষার সময়সূচি প্রকাশ হবে৷
• মাস্টার্স শেষ পর্বঃ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে।
• মাস্টার্স ১ম পর্বঃ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের মাস্টার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম ফিলাপের ডেট দেওয়া হবে। ফিলাপ শেষ হওয়ার পর পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।
• ডিগ্রী ৩য় বর্ষঃ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ডিগ্রি ৩য় বর্ষের ফরম ফিলাপের ডেট দেওয়া হবে। ফিলাপ শেষ হওয়ার পর পরীক্ষার সময়সূচি প্রকাশ হবে।
• ডিগ্রী ২য় বর্ষঃ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে।
• ডিগ্রী ১ম বর্ষঃ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার ফলাফল পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রকাশ করা হবে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপের ডেট দেওয়া হবে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পূর্ব পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে কোনো সেশনজট ছিল না। সেই ধারাবাহিকতা বহাল রাখতে লকডাউন শেষে পরীক্ষা অনুষ্ঠানের নিমিত্তে প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ ঘরে বসে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে
█▒▒▒ ব্রেকিং /Breaking ▒▒▒█
• গত ২৪ ঘন্টায় ৬৩৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
• ২৪ ঘন্টায় নতুন করে ৮ জন সহ ২১৪ জন মৃত্যুবরণ করেছেন।
• দেশে করোনাভাইরাস মোট শনাক্ত ১৩ হাজার ৭৭০ জনের।
• নতুন ৩১৩ জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪১৪ জন।
• গত ২৪ ঘন্টায় ৫৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
• দেশে মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯১৯ জনের।
কিভাবে ইংরেজিতে কারো সাথে পরিচিত হতে হয়।
P1 : Excuse me, What’s your name?
ক্ষমা করবে। তোমার নাম কি?
P2: My name is Sara. What’s yours?
আমার নাম সারা। তোমার নাম কি?
P1: My name is Kabbo.
আমার নাম কাব্য ।
P2: Nice name.
সুন্দর নাম।
P2: Do you know English?
তুমি কি ইংরেজি জান?
P1: A little. Where do you live?
সামান্য জানি। তুমি কোথায় থাক?
P2: I live in Dhaka. Where do you live?
আমি ঢাকায়।থাকি তুমি কোথায় থাকোয়?
P1: I live in Rajshahi.
আমি রাজশাহীতে থাকি।
P2: Nice to meet you.
তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম।
P1: Nice to meet you too.
আমিও তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম।
P1: What do you do ?
তুমি কি কর?
P2: I am a student.
আমি পড়া– লেখা করি।
P2: What about you?
তুমি কি কর?
P1: I am a student too.
আমিও পড়া-লেখা করি।
P2: In which class are you (in)?
তুমি কোন ক্লাস এ পড়?
P1: I am in Honours 4th year.
আমি অনার্স ৪র্থ বর্ষতে পড়ি।
P2: Do you know what time it is?
তুমি কি বলতে পারো এখন কয়টা বাজে?
P1 : Yes. It quarter to five(4:45).
হ্যাঁ।এখন পাঁচটা বাজতে ১৫ মিনিট বাকি।
P2: I need to buy some books. Do you know where is the library?
আমার কিছু বই কেনা দরকার। তুমি কি জানো লাইব্রেরীটা কোথায়?
P1: Sure. It’s over there. Across the road.
হ্যা।ঐখানে, রাস্তার ওপারে।
P2: Oh yes, I see it now. Thanks!
ও হ্যাঁ।আমি এখন এটি দেখতে পাচ্ছি। ধন্যবাদ।
P1: You're welcome.
তোমাকে স্বাগতম।
P2: I need to go now. Bye.
আমাকে এখন যেতেহবে।আশি।
P1: Have a nice day.
তোমার দিনটি দারুন কাটুক।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর গ্রেডিং সিস্টেম ও CGPA নির্ণয় করার সহজ পদ্ধতি সবার জন্য।
গ্রেডিং সিস্টেম:
৮০ বা তদুর্ধ = A+ = ৪.০০ বা ১ম বিভাগ
৭৫ থেকে ৭৯ = A = ৩.৭৫ বা ১ম বিভাগ
৭০ থেকে ৭৪ = A- = ৩.৫০ বা ১ম বিভাগ
৬৫ থেকে ৬৯ = B+ = ৩.২৫ বা ১ম বিভাগ
৬০ থেকে ৬৪ = B = ৩.০০ বা ১ম বিভাগ
৫৫ থেকে ৫৯ = B- = ২.৭৫ বা ২য় বিভাগ
৫০ থেকে ৫৪ = C+ = ২.৫০ বা ২য় বিভাগ
৪৫ থেকে ৪৯ = C = ২.২৫ বা ২য় বিভাগ
৪০ থেকে ৪৫ = D = ২.০০ বা ৩য় বিভাগ
৩৯ থেকে ০ = Fail = ০.০০
CGPA নির্ণয়:
১ বছরের CGPA নির্ণয : এক বছরে মোট অর্জিত পয়েন্ট এক বছরে মোট অর্জিত ক্রেডিট।
এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
এক বছরের মোট অর্জিত ক্রেডিট : পাশ কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”
Ex : বিষয়ভিত্তিক পয়েন্ট × তার ক্রেডিট :
A-= 3.50×4 =14 ;
B+=3.25×4=13;
A+=4.00×4 =16;
B+=3.25×4=13;
A-=3.50×4=14;
B+=3.25×4 =13;
সুতরাং মোট অর্জিত পয়েন্টস :
14+13+16+13+14+13=83
এবং মোট অর্জিত ক্রেডিট :
4+4+4+4+4+4 = 24
মোট জিপিএ দাড়ায় : 83÷24=3.45
৪ বছরের CGPA নির্নয়: চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা দ্বারা ভাগ।
চার বছরের মোট অর্জিত পয়েন্ট : জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করলে পাবেন চার বছরের মোট অর্জিত পয়েন্ট।
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট : পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল হলো পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট।
Ex : চার বছরের মোট অর্জিত পয়েন্টস : 83+85+81+79=328
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট :
24+24+26+28=102
অতএব, মোট CGPA : 328÷102=3.21
Paragraph লেখার অভিনব কৌশল
মাত্র 6 টি Mode Paragraph শিখে 300 Paragraph লেখা যায ।
JSC/SSC /HSC/Honours/ Degree যে কোন পরীক্ষায় এ কৌশলে লিখতে পারবে।।
লিখার সুবিধার জন্য ৩০০টি Paragraph গুলোকে 6 টি ভাগে ভাগ করতে পারি ।
যেমন :
(i) Problem, (ii) Science, (iii) Person,
(iv)Computer, (v)Place, (vi) Incident.
(i) Problem যেমন : Flood problem, Arsenic problem etc.
(ii) Science যেমন : Computer, Television, Radio etc.
(iii) Person যেমন : A Teacher, A Tourist Guide. A reporter etc.
(iv) Computer যেমন : Midesty , Tolerance, Braves etc.
(v) Place যেমন : Fish Market, Village Fair, Tea-stall etc.
(vi) Incident যেমন : Your Memorable Day, Street Accident etc
(vii) Any kind of Fair যেমন : Book fair,Trade fair,Car fair, erc.
(viii) Any kind of celebration যেমন : Celebration of Eid-ul-Fitre/Durga puja/Book fair etc.
একই শ্রেণীর বিভাগভুক্ত Paragraph গুলো একই নিয়মে লেখা সম্ভব । কেবল মাত্র (NP) স্থলে ঐ শ্রেনীর অন্তর্ভক্তটির নাম লিখতে হবে। (NP) অর্থ Name of the paragraph .
Paragraph লিখনের 6 টি নিয়ম নিম্নে দেওয়া হলো :-
(1) Good Habits/Characteristics
He is very important element for our lives (NP) in a society; he should (NP) his duty to the society. If he does dot abide by the rules. There is no peace in has family or society. It is the mist valuable at the every step in our lives. It is the way to success in life. The man, who abides by the great virtue, has achieved a great respect in his live. Without (NP) none can hope to be a famous person. Of we find the noble and famous persons, who have brought glory to their lives, we shall discover that their happiness depends on (it). It is not thing but mental matter, but it has a great demand to prepare one life. It is preferable to wealth. If wealth losses,it will be found again but if (it) losses. It will impossible found again. One may have much wealth but he is hated in the absence of (it). Without this noble virtue man becomes unhappy and helpless. We should try to our best to abide by this virtue.
।
২০১৮-১৯ই শিক্ষা বর্ষের ২য় মেধা তালিকার বিষয় পরিবর্তন ফলাফল এবং কোটা মেধা তালিকা আগামী ২৮-১০-২০১৮ই প্রকাশ করা হবে।
এই বিষয় কার কোনো প্রশ্ন তাহলে করতে পারো। সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো।
পিন করা এই পোষ্ট কেউ আনপিন করবেন না।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর CGPA গ্রেডিং পদ্ধতি জেনে রাখুন,,,,
1. 80-100 =A+ = 4.00= 1st class
2. 75-79 = A=3.75 =1st class
3. 70-74 = A- = 3.50 = 1st class
4. 65-69 = B+ = 3.25 =1st class
5. 60-64 = B = 3.00 = 1st class
6. 55-59 = B- = 2.75 = 2nd class
7. 50-54 = C+ = 2.50 =2nd class
8. 45-49 = C = 2.25 =2nd class
9. 40-44 = D = 2.00 = 3rd class.
→Post টি শেয়ার করে সবাই কে জানিয়ে দিন।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর CGPA গ্রেডিং পদ্ধতি জেনে রাখুন,,,,
1. 80-100 =A+ = 4.00= 1st class
2. 75-79 = A=3.75 =1st class
3. 70-74 = A- = 3.50 = 1st class
4. 65-69 = B+ = 3.25 =1st class
5. 60-64 = B = 3.00 = 1st class
6. 55-59 = B- = 2.75 = 2nd class
7. 50-54 = C+ = 2.50 =2nd class
8. 45-49 = C = 2.25 =2nd class
9. 40-44 = D = 2.00 = 3rd class.
→Post টি শেয়ার করে সবাই কে জানিয়ে দিন।
আগামীকাল থেকে শুরু হচ্ছে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা। পরীক্ষা শুরু হবে দুপুর ১:৩০ মিনিটে,,,সুতরাং অনন্ত এক ঘণ্টা আগেই পরীক্ষার হলের উদ্দেশ্য বের হতে চেষ্টা করবেন,,,,এবং মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন,,,,পরীক্ষা নিয়ে বেশী টেনশন না করাই বুদ্ধিমানের কাজ,,,
পরীক্ষার হলে যে কাজগুলো ঠাণ্ডা মাথায় করতে হবে,,
১। খাতায় রেজিস্ট্রেশন নম্বর পূরন ও
অনান্য কাজ গুলা সতর্কতার সাথে করুন।
২। হাতের লেখা সুন্দর করার চেষ্টা করুন।
৩। অন্যদের থেকে আপনার খাতা
আলাদাভাবে উপস্হাপন করার চেষ্টা করুন।
৪। যে সকল প্রশ্ন গুলা খুব ভালো পারবেন
মনে হয়, সে গুলা আগে লিখুন, তবে
প্রশ্নের বিভাগ পরিবর্তন করবেন না।
৫। প্রশ্নের নম্বর গুলা ভাল করে লিখুন আর
লেখার ধরনটা অনুচ্ছেদ আকারে হলে ভাল
হয়।
৬। ভুল করেও কখনো নকল করতে যাবেন
না।
৭। সব গুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা
করুন।
৮। খাতায় কোন ভাবে ভুল করে ফেললে,
স্যারের সাথে কথা বলুন।
৯। পরীক্ষার হলে নিজেকে অতিরিক্ত
কিছু ভাবার চেষ্টাও করবেন না।
১০। পরীক্ষার শেষে খাতাটা ভালো
করে Cheak করুন।
,,,আর হাতে যেহেতু সময় অনেক কম,,,তাই আজকের দিনটা পুরনো পড়াগুলো রিভিশন দিন,,,নতুন করে কিছু পড়ার দরকার নেই,,, বোর্ড প্রশ্ন এবং টেষ্ট পরীক্ষার প্রশংগুলো দেখতে পারেন,, কাজে দিবে,,,,,,, মাথা ঠাণ্ডা রাখুন,,,, টেনশন করার দরকার নেই,, বেশী টেনশন মানেই পরীক্ষা খারাপ হবার আগাম সংকেত,,,, সুতরাং
ভালো করে পরীক্ষা দিন, নিজের মস্তিষ্ক ঠাণ্ডা রাখুন,,,, শেষ সময়টুকু কাজে লাগান,,শুধু শুধু সাজেশন এর পিছনে ছুটবেন না,,, সবাই ভালভাবে পরীক্ষা দেন,,,,সবারই পরীক্ষা ভাল হোক,,,,,এই দোয়াই করি,,,
আমিন,,,,
নোটিসঃ
-----------------
জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট নিরসনকল্পে ডিগ্রি ১৩-১৪ এবং ডিগ্রি ১২-১৩ সেশনের শিক্ষার্থীরা এক সাথে মাস্টার্স প্রিলি করবে ও ফাইনাল দিবে অনার্স ১৩-১৪(মাস্টার্স) সেশনের সাথে।
ডিগ্রি ১২-১৩ এর ফাইনাল পরীক্ষা জুলাই ১৫ তারিখ থেকে শুরু হবে।
ডিগ্রি ১৩-১৪ সেশনের পরীক্ষা অক্টোবরে শুরু হবে, যার ফর্ম ফিলাপ এই মাসে শুরু হবে।
২০১৬ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা আগামী ২৩/ ০৮/ ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে এবং ২০১৭ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এর বর্তমান মন্ত্রী
১) প্রধান মন্ত্রী = শেখহাসিনা ( গোপালগন্জ্ঞ )
২) আবুল মাল আব্দুল মুহিত = অর্থমন্ত্রী ( সিলেট )
৩) আমির হোসেন আমু = শিল্পমন্ত্রী ( ঝালকাঠি )
৪) তোফায়েল আহমেদ = বানিজ্যমন্ত্র ( ভোলা )
৫) বেগম মতিয়া চৌধুরী = কৃষিমন্ত্রী ( শেরপুর )
৬) মোহাম্মদ নাছিম = স্বাস্থ্য ও পরিবার কল্যান (সিরাজগঞ্জ)
৭) সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ) = জনপ্রশাসন মন্ত্রী
৮) খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর) = স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
৯) রাশেদ খান মেনন (ঢাকা) = বেসামরিক বিমানও পর্যটন মন্ত্রী
১০) অধ্যাক্ষ মতিউর রহমান = ধর্মমন্ত্রী (ময়মনসিংহ)
১১) আ.ক.ম মোজাম্মেল = মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী (গাজীপুর)
১২) মোহাম্মদ ছায়েদুল হোসেন = মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী (ব্রাহ্মণবাড়িয়া)
১৩) মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক = বস্ত্র ও পাটমন্ত্রী (নওগাঁ)
১৪) ওবাইদুল কাদের = সড়ক ওপরিবহন ও সেতুমন্ত্রী (নোয়াখালী)
১৫) হাসানুল হক ইনু = তথ্য মন্ত্রী (কুষ্টিয়া)
১৬) আনিসুল ইসলাম মাহমুদ = পানি সম্পদ মন্ত্রী (চট্রগ্রাম)
১৭) আনোয়ার হোসেন = পরিবেশ ও বন মন্ত্রী (পিরোজপুর)
১৮) নরুল ইসলাম নাহিদ = শিক্ষা মুন্ত্রী (সিলেট)
১৯) শাজাহান খান = নৌ পরিবহনমন্ত্রী (মাদারীপুর)
২০) আনিসুল হক = আইনওবিচার সংসদ বিষয়ক মন্ত্রী (ব্রাহ্মণবাড়িয়া)
২১) মোফাজ্জল হোসেন = দূর্যোগব্যবস্হা পনা ও ত্রানমন্ত্রী (চাঁদপুর)
২২) মো. মুজিবুল হক = রেলপথ মন্ত্রী (কুমিল্লা)
২৩) আ হ ম মুস্তফা কামাল = পরিকল্পনা মন্ত্রী (কুমিল্লা)
২৪) মোস্তাফিজুর রহমান = প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী (দিনাজপুর)
২৫) আসাদুজ্জামান নুর = সংস্কৃতি বিষয়ক মন্ত্রী (নীলফামারী )
২৬) শামসুর রহমান শরীফ = ভূমি মন্ত্রী (পাবনা)
২৭) মো.কামরুল ইসলাম = খাদ্য মন্ত্রী (ঢাকা)
২৮) আবুল হাসান মাহমুদ আলী = পররাষ্ট্র মন্ত্রী দিনাজপুর)
২৯) আসাদুজ্জামান খান = স্বরাষ্ট্র মন্ত্রী
❖ পদার্থ বিজ্ঞানের জনক : আইজ্যাক নিউটন।
❖ সমাজ বিজ্ঞানের জনক : অগাষ্ট কোঁৎ।
❖ হিসাব বিজ্ঞানের জনক : লুকাপ্যাসিওলি।
❖ চিকিৎসা বিজ্ঞানের জনক : ইবনে সিনা।
❖ দর্শন শাস্ত্রের জনক : সক্রেটিস।
❖ রসায়ন বিজ্ঞানের জনক : জাবির ইবনে হাইয়ান।
❖ ইতিহাসের জনক : হেরোডোটাস।
❖ সনেটের জনক : পের্ত্রাক।
❖ বিজ্ঞানের জনক : থ্যালিস।
❖ মেডিসিনের জনক : হিপোক্রটিস।
❖ জ্যামিতির জনক : ইউক্লিড।
❖ বীজ গণিতের জনক : আল খাওয়াজমী।
❖ জীবাণু বিদ্যার জনক : লুইস পাস্তুর।
❖ রাষ্ট্রবিজ্ঞানের জনক :এরিস্টটল।
❖ অর্থনীতির জনক : এডাম স্মিথ।
❖ অংকের জনক : আর্কিমিডিস।
❖ বিবর্তনবাদ তত্ত্বের জনক : চার্লস ডারউইন।
❖ সনেটের জনক : পের্ত্রাক।
❖ ক্যালকুলাসের জনক : আইজ্যাক নিউটন।
❖ বাংলা গদ্যের জনক : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
❖ বাংলা কবিতার জনক : মাইকেল মধুসুদন দত্ত।
❖ বাংলা উপন্যাসের জনক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
❖ ইংরেজী কবিতার জনক : জিউফ্রে চসার।
❖ মনোবিজ্ঞানের জনক : উইলহেম উন্ড।
❖ প্রাণী বিজ্ঞানের জনক : এরিস্টটল।
❖ বাংলা মুক্তক ছন্দের জনক : কাজী নজরুল ইসলাম।
❖ বাংলা চলচিত্রের জনক : হীরালাল সেন।
❖ বাংলা গদ্য ছন্দের জনক : রবীন্দ্রনাথ ঠাকুর।
❖ জীব বিজ্ঞানের জনক : এরিস্টটল।
❖ ভূগোলের জনক : ইরাটস থেনিস।
❖ ইংরেজি নাটকের জনক : শেক্সপিয়র।
❖ সামাজিক বিবর্তনবাদের জনক: হার্বাট স্পেন্সর।
❖ বংশগতি বিদ্যার জনক : গ্রেডার জোহান মেনডেল।
❖ শ্রেণীকরণ বিদ্যার জনক : কারোলাস লিনিয়াস।
❖ শরীর বিদ্যার জনক : উইলিয়াম হার্ভে।
❖ বাংলা নাটকের জনক : দীন বন্ধু মিত্র।
❖ বাংলা সনেটের জনক : মাইকেল মধু সুদন দত্ত।
❖ আধুনিক রসায়নের জনক : জন ডাল্টন।
❖ আধুনিক গণতন্ত্রের জনক : জন লক।
❖ আধুনিক অর্থনীতির জনক : পল স্যমুয়েলসন।
❖ আধুনিক বিজ্ঞানের জনক : রজার বেকন।
বালক,,,
আমি যদি ফুল হই,,তাহলে তুমি ফুলের বৃতি,,
কারণ তুমি আমাকে বোঝো না,,
যখন আমি পড়ে যাবো,,তুমি চাইলেও
আমাকে আর পাবা না,,,
রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার সর্টটেকনিক:
উপন্যাস: “গোড়া শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল। দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।”
১.গোরা ২.শেষের কবিতা ৩.চার অধ্যায় ৪.চতুরঙ্গ
৫.চোখের বালি ৬.দুই বোন ৭.মালঞ্চ ৮.রার্জষি
৯.ঘরের বাইরে ১০.যোগাযোগ ১১.বৌঠাকুররানীর হাট ১২.নৌকাডুবি
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Panchagarh
Rājshāhi
3rd Floor, 3rd Science Building, University Of Rajshahi
Rajshahi, 6205
Natural species are the library from which genetic engineers can work.
Dept. Of Applied Physics Ad Electronic Engineering; Uiversity Of Rajshahi
Rajshahi, 6205
Nawdapara, Sapura
Rajshahi, 6203
http://www.nawdaparamadrasa.ahlehadeethbd.org/ Islamic education centre based on salafi manhaz. http://en.wikipedia.org/wiki/Al-Markazul_Islami_As-Salafi
Rajshahi University
Rajshahi
RUSAN is a volunteer organization based on the students of Narayanganj in Rajshahi University.
Rajshahi Bypass Road (Khorkhori), Chandrima, Paba
Rajshahi, 6000
The Department of Law and Human Rights aims to provide comprehensive education in law as an academic