Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

Comments

শিক্ষার জগতে জাগিয়েছে যারা নতুন আশা
বাবামায়ের পর তারাই শিক্ষক নামে আর এক ভালোবাসা

তারা দেখিয়েছে স্বপ্ন
শিখিয়েছে প্রকৃত মানুষ হতে
সবার চোখে সম্মানে তারা রয়েছে অনেক উঁচুতে🥰🥰🥰
কবিতার মাঝে বলি হে বন্ধু,

বিদায়ের কিছু কথা।

বলিব কী আর জমানো স্মৃতি,

মনেযে অনেক ব্যাথা।

যাহাদের পাশে ছিলাম আমি,

চলে যাবে তারা দূরে।

কাওকে হয়ত পাবনাকো আর,

কিশ্ব জগৎ জুড়ে।

চক্ষু আমার অশ্রু সিক্ত,

হৃদয়ে বিদায় বাশি।

কে যাবে কোথায় দূর অজানায়,

সবাইকে ভালোবাসি।

যদি কোনদিন করে থাকি ভুল,

করেদিও মোরে ক্ষমা।

সবাইকে দিলাম ক্ষমা করে আজ,

রাখিনাই কিছু জমা।

পিছনের কত শত শত স্মৃতি,

বারবার পনে পড়ে।

চিরতরে আমি হারিয়েও তবু,

রয়ে যাব অন্তরে।

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।, School, Parshuram.

Operating as usual

12/09/2023

নতুন কারিকুলামে শিখন কার্যক্রম মানসম্মত ও ফলপ্রসূ করতে হলে একজন শিক্ষককে প্রথমে হৃদয়াঙ্গম করতে হবে -শিখন চক্রের ৪টি ধাপ। কেননা এই পদ্ধতি পূর্বের মতো মুখস্থ পদ্ধতি নয়। একটা শিট দিয়ে দিলেন বাসা/বাড়িতে। ছাত্র/ছাত্রী মুখস্থ করে পরদিন আপনাকে পড়া দিলো। এখনকার পদ্ধতি হচ্ছে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিখন। ফলে তার শিখন হবে স্থায়ী,বাস্তব এবং জীবনের সাথে সম্পর্কিত।
ক) প্রেক্ষাপট নির্ভর শিখন -
যা শিখাবেন তার উপর একটা প্রেক্ষাপট (Situation) উপস্থাপন করতে হবে - কোনো ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বা, অডিও ডিভাইস ব্যবহার করে বা, কোনো ছবি দেখিয়ে বা, বোর্ডে কোনো ছবি এঁকে বা, সরাসরি বাস্তব কোনো প্রেক্ষাপটে নিয়ে গিয়ে। পাঠের উপর ভিত্তি করে শিক্ষক নিজের আই.কিউ ব্যবহার করে প্রেক্ষাপট তৈরি করবেন। যার কিছু ধারণা TG (শিক্ষক সহায়িকা) তে দেওয়া হয়েছে।
ঐ প্রেক্ষাপট থেকে শিক্ষার্থী কিছু অভিজ্ঞতা অর্জন করবে।
খ) প্রতিফলনমূলক পর্যবেক্ষণ -
শিক্ষার্থী প্রেক্ষাপট থেকে যা ধারণা অর্জন করলো তা খাতায় লিখে বা, মৌখিক বর্ণনা দিয়ে বা, ছবি এঁকে বা পোস্টার পেপার ব্যবহার করে গ্রুপে বা জোড়ায় জোড়ায় কাজের মাধ্যমে বা এককভাবে উপস্থাপন করবে।
গ) বিমুর্ত ধারণায়ন-
সহপাঠীদের উপস্থাপনা বা তাদের ধারণা শুনে শিক্ষার্থী পূর্বে অর্জিত অভিজ্ঞতার বিষয়ে কমতি থাকলে বা ভুল ধারণা থাকলে তা সংশোধন করবে। সহপাঠী সতীর্থদের সহযোগিতায় এবং শিক্ষকের সহায়তায় তার ধারণা কারেকশন করে নিতে পারবে। তখন উক্ত বিষয় সম্পর্কে তার ধারণা পূর্ণাঙ্গ হবে। সে বিষয়টি নির্ভুলভাবে বা পরিপক্বতার সাথে তখন উপস্থাপন করবে।
ঘ) সক্রিয় পরীক্ষণ-
অতঃপর শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান দিয়ে বাস্তব পরীক্ষণ করবে। যে কোনো প্রেক্ষাপটে তার উক্ত জ্ঞান প্রয়োগ করে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে।
যেমন- গনিতের কোনো সূত্র উক্ত পদ্ধতিতে শিখলে তা ব্যবহার করে বইয়ের অনুশীলনীর যে কোনো সমস্যা যেমনি সহজে সমাধান করতে পারবে, তেমনি বইয়ের বাহিরের যে কোনো সমস্যাও তার সমাধান করতে বেগ পেতে হবে না।
আশাকরি শিক্ষকবৃন্দ বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন।

সংগৃহীত

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 30/08/2023

ইংরেজি সহজ ভাবে বলতেপারার জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ম:-------

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 26/08/2023

New curriculum of class 7th students in group work on English subject./নতুন কারিকুলাম অনুযায়ী ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের দলীয় কাজে অংশগ্রহন।

21/08/2023

একজন আদর্শ শিক্ষার্থীর করণীয় :

১) শিক্ষকগণের আদেশ উপদেশ মেনে চলা।
২) শিক্ষকদের সাথে দেখা হলে বিনয়ের সহিত সালাম দিয়ে তাঁদের খোজ খবর নেয়া।
৩) শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা।
৪) সব সময় শিক্ষকদের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা।
৫) সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা।
৬) নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা।
৭) শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা।
৮) শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখা।
৯) শিক্ষকদের সাথে শ্রেণির ভিতর বা যে কোন জায়গায় দেখা হলে সন্মান জানানো।
১০) অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাহিরে যাওয়া।
১১) বিদ্যালয়ের সম্পদ নষ্ট না করা।
১২) জীবনের প্রতিক্ষেত্রে শিক্ষকদের মেনে চলা।
১৩) শিক্ষকদের অপছন্দের কাজ থেকে বিরত থাকা।
১৪) কোন ভাবেই কারো সাথে অভদ্র আচরণ না করা।
১৫) শিক্ষকদের জন্য দোয়া ও শুভকামনা করা।
১৬) প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত করা।
১৭) না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা।
১৮) সর্বদা শিক্ষকদের সাহচর্যে থাকার চেষ্টা করা।
১৯) শিক্ষকের পাঠদানে ডিস্টার্ব হয় এমন কাজ করা থেকে বিরত থাকা।
২০) শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলা।
- শিক্ষা ও তথ্য কেন্দ্র ।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 16/08/2023

শিক্ষা প্রতিষ্ঠানে মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশা নিধন অভিযান একযোগে পরিচালনা-খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার কার্যক্রম।।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 15/08/2023

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসায়- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকনপ্রতিযোগিতা ,মিলাদ মাহফিল, ও দোয়ার আয়োজন করা হয়।

01/08/2023

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে,,,,,

20/10/2022

শেষ পর্যন্ত কোর্সটি সম্পন্ন হল।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 20/10/2022

শেখ রাসেল দিবসের অনুষ্ঠানের খন্ডচিত্র।

13/09/2022

আগামী ১৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দাখিল ২০২২ ইং সনের পরীক্ষার রুটিন।।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 31/07/2022

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সরকারি বিধি মোতাবেক-সুপার,সহ-সুপার,নিরাপত্তা কর্মী ও আয়া নিয়োগ করা হইবে।
বিজ্ঞপ্তির কপি সংযোজিত।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 29/06/2022
19/06/2022

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পুনরায় নির্বাচিত সভাপতি জনাব,এনামুল করিম মজুমদার বাদল সাহেব কে ফুলেল শুভেচ্ছা জানানোর মুহূর্ত ।

10/06/2022
26/04/2022

দাখিল ২০২২ ইং সনের পরীক্ষিত রুটিন।।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 27/03/2022

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা,পুরস্কার বিতরনী, মিলাদ মাহফিল।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 17/03/2022

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্ম বার্ষিকী তে খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে গভীর শ্রদ্ধান্জলী।
মাদ্রাসার পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,শিক্ষক /কর্মচারী বৃন্দ।।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 07/03/2022

আজ ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানের খন্ডচিত্র।

28/02/2022

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার(ভারপ্রাপ্ত) জনাব -আবদুল ওহাব সাহেব কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন পরশুরাম উপজেলা স্কুল, মাদ্রাসা, কারিগরি ক্রীড়া সমিতি, ৫০ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা।

28/02/2022

পরশুরাম উপজেলা স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা।

21/02/2022

এতদ্বারা খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২২/০২/২০২২খ্রিঃ মঙ্গলবার হতে স্বাস্থ্য বিধি মেনে স্ব-শরীরে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

সুপার,
খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
খন্ডল হাই-পরশুরাম ফেনী।

21/02/2022

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২০২২ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

07/01/2022

♦♦টিকা সমাচার♦♦

... টিকা ছাড়া ক্লাসে যেতে পারবেনা।১৩ জানুয়ারির মধ্যে টিকা নিতে হবে মাদরাসা-কারিগরির সব শিক্ষার্থীকে।
১২ থেকে ১৮ বছর বয়সী মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও টিকা ছাড়া ক্লাসে অংশ নিতে পারবেন না। প্রত্যেক শিক্ষার্থীকে টিকা নিয়ে ২০২২ শিক্ষাবর্ষে ক্লাসরুমে উপস্থিত থাকতে হবে। আর আগামী ১৩ জানুয়ারির মধ্যে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে টিকা নিতে হবে। জেলা-উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে সমন্বয় করে প্রত্যেক শিক্ষার্থীকে টিকা দেয়া নিশ্চিত করতে হবে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধানের।

বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। আদেশটি মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সী প্রত্যেক শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা নিয়ে ২০২২ শিক্ষাবর্ষে শ্রেণিকক্ষে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের উদ্যোগে উপজেলা বা জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে প্রত্যেক শিক্ষার্থীকে আগামী ১৩ জানুয়ারির মধ্যে নির্ধারতি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত তারিখ ও সময়ে টিকা দেয়া নিশ্চিত করতে হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারি করা নির্দেশনার বিষয়ে ইতিমধ্যে সব জেলা শিক্ষা কর্মকর্তাদের জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের নির্দেশটি নিচের ছবিতে তুলে ধরা হলো-

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 01/01/2022

খণ্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির আংশিক বই বিতরণ ও ইবতেদায়ী ১ম শ্রেণির আংশিক বই বিতরণ /২০২২ইং।।

31/12/2021

. খণ্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল ০১/০১/২০২২ ইং থেকে ১৩/০১/২০২২ইং তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে নতুন বছরের বই বিতরণ করা হবে। তাই মাদ্রাসার সকল শিক্ষার্থীদের কে মাদ্রাসায় উপস্থিত হয়ে বই গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। নির্দেশক্রমে--ভারপ্রাপ্ত সুপার, খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।৷ ষষ্ঠ শ্রেণি---০১/০১/২২থেকে ০৩/০১/২২ ৭ম শ্রেণি-----০৪/০১/২২থেকে ০৬/০১/২২ ৮ম শ্রেণি-----০৮/০১/২২থেকে ১০/০১/২২ ৯ম শ্রেণি -----১১/০১/২২থেকে ১৩/০১/২২

30/12/2021

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা,
পরশুরাম, ফেনী।
দাখিল পরীক্ষা ২০২১এর ফলাফল।
পাশের হার শতভাগ।
A+=১জন,A = ৯ জন,A- = ৭জন,B=৭ জন,C=২ জন
(মোট= ২৬ জনে ২৬ জন পাশ।)

22/12/2021

ভর্তি চলিতেছে৷ ভর্তি চলিতেছে ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নূরাণী বিভাগে শিশু শ্রেণী থেকে ৩য় শ্রেণী এবং ইবতেদায়ী চতুর্থ শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পযর্ন্ত সকল শ্রেণীতে ছাত্র -ছাত্রী ভর্তি চলিতেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকগন মাদ্রাসা অফিস কক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সুবিধা সমূহ; নূরাণী বিভাগে এবং ইবতেদায়ী বিভাগে বই-পুস্তক ও বেতন ফ্রি,দাখিল শাখায় গরীব ও মেধাবী শিক্ষার্থী দের বেতন ফ্রি সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে।

18/12/2021

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণী হতে দাখিল দশম শ্রেণীর সকল ছাত্র -ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ২২/১২/২১ইং রোজ বুধ বার সকাল ৯টায় পরশুরাম ডায়াবেটিস হাসপাতালে সকল ছাত্র /ছাত্রীদেরকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে।সকল ছাত্র /ছাত্রীদেরকে যথাসময়ে নিজ দায়িত্বে ঊক্ত হাসপাতালে উপস্থিত করানোর জন্য অভিভাবকদের কে অনুরোধ করা যাচ্ছে।৷৷৷৷আদেশক্রমে, ভারপ্রাপ্ত সুপার,খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

16/12/2021

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ।

13/11/2021

আগামীকাল থেকে "দাখিল" পরীক্ষা শুরু হচ্ছে,সকল পরিক্ষার্থীর প্রতি শুভ কামনা রইলো।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 10/11/2021

বিদায় অনুষ্ঠান।।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 08/11/2021

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার জনাব,মুনির আহমদ ও সহ সুপার জনাব,আহছান উল্যাহ খোন্দকারের অবসর জনিত বিদায় অনুষ্ঠান এবং দাখিল পরীক্ষাথী/২০২১ এর বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র।।

03/11/2021

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার জনাব,মুনির আহমদ ও সহ সুপার জনাব,আহছান উল্যাহ খোন্দকারের অবসর জনিত বিদায় অনুষ্ঠান এবং দাখিল পরীক্ষাথী/২০২১ এর বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান,
আগামী ০৭/১১/২০২১ইং রোজ রবিবার সকাল ০৯ ঘটিকায় আরম্ভ হইবে।
উক্ত অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র/ছাত্রী ও সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করি।

19/10/2021

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের জন্য বিষয় টি অতীব জরুরী।

Photos from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।'s post 18/10/2021

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসায়-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, বিতর্ক সভা, ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র।।

04/10/2021

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার মুজিব কর্নার এর ছবি।

30/09/2021

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার (ভারপ্রাপ্ত) মহোদয়ের সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে অত্র মাদ্রাসার"স্মারক বৃক্ষ " রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার মহোদয় ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

Want your school to be the top-listed School/college in Parshuram?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Parshuram
Other Parshuram schools & colleges (show all)
Porshuram Computer Institute-PCi Porshuram Computer Institute-PCi
College Road, Porshuram, Feni
Parshuram, 3940

Aiming For The Best Computer Training.

গুথুমা চৌমুড়ী ইসলামিয়া দাখিল মাদরাসা গুথুমা চৌমুড়ী ইসলামিয়া দাখিল মাদরাসা
Guthuma, Feni
Parshuram, 3940

গুথুমা চৌমুড়ী ইসলামিয়া দাখিল মাদরাসা

Parashuram Govt. Pilot High School - PGPHS পরশুরাম সরকারি পাইলট হাই স্কুল Parashuram Govt. Pilot High School - PGPHS পরশুরাম সরকারি পাইলট হাই স্কুল
Parshuram, Feni
Parshuram, 1035

Porshuram Model Pilot High School was established in 1945 just before two years ago of partition of