Engr. Md. Ruhul Amin

Engr. Md. Ruhul Amin

Share

I try to balance the Islamic life & love to working in social awareness.

Operating as usual

29/12/2024

IBN Al-HAYTHAM SCIENCE FEST 2024

▶️ LIVE


26/12/2024

আওয়ালীগ ৩টা নির্বাচন চুরি করেছে, তারা আগামী ৩টা টার্ম নির্বাচনের বাইরে থাকবে | ড. মির্জা গালিব

04/11/2024

আপনি কোন নেতার সৈনিক ? কোথায় চলছেন আপনি?
আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিঃ

31/10/2024

তার চেয়ে কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।

হা-মীম আস-সাজদা-৩৩

28/10/2024

জীবন সঙ্গীকে শাসন এবং ব্যবসা নিয়ে আমীরে জামায়াতের গুরুত্বপুর্ন নসিহত।

আল্লাহ রাব্বুল আলামীন সকলকে আমল করার তাওফিক দান করুন।
আমীন।

26/10/2024

যেখানে অন্যায় হবে, সেখানেই প্রতিবাদ করতে হবে। সম্ভব হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই অপরাধীরা পিছু হটবে।

25/10/2024

আল্লাহ অনুকুল অবস্থা দিয়েছেন বলে যা ইচ্ছা তাই করা যাবেনা, যা খুশি তা বলা যাবেনা।

ব্যবসা সম্পর্কে সংগঠনের জনশক্তিদের জন্য আমীরে জামায়াতের নসিহত।

#রাজনীতি #জামায়াত #শিবির #ব্যবসা

22/10/2024

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫

পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে ধূমপান নিষিদ্ধ৪৷ (১) ধারা ৭ এর বিধান সাপেক্ষে, কোন ব্যক্তি কোন পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে ধূমপান করিতে পারিবেন না৷

৬[(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক তিনশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরণের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন।]

#ধুমপান

21/10/2024

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বাজারে বিশৃঙ্খলার সিন্ডিকেটই শুধু নয়, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে এবং প্রশাসনের স্তরে স্তরে চলছে আওয়ামী লীগের প্রেতাত্মাদের সিন্ডিকেট।
-ডাঃ শফিকুর রহমান

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত।

#জামায়াত #শিবির #রাজনীতি #বিএনপি #আওয়ামিলীগ

21/10/2024

ঘটনা-১
গত ১৮ই অক্টোবর সকাল ১০:৪৩ মিঃ এর ঢাকা-পঞ্চগড় একতা এক্সপ্রেস ট্রেইন সকাল ১১:০০টায় বিমান বন্দর স্টেশন ছেড়ে যায়। যাত্রী হিসেবে আমি এবং আমার স্ত্রী সন্তান সাথে ছিলো। বিষয় হচ্ছে, আমার টিকেট ক্রয় করা সিটে ২ জন আপু বসেছিলেন। যেহেতু আমার সাথে বাচ্চা ছিলো তাই তাদের অনুরোধ করি ছিট ছেড়ে দেয়ার জন্য এবং তারা সিট ছেড়ে দেয়। কিছুক্ষন পড়ে জিঙ্গেস করলাম কোথায় যাবেন? উত্তরে বললো টাঙ্গাইল। বললাম টিকেট কাটেননি কেন? উত্তরে বললেন টিকেট পাইনি। তার পরে বললেন একজন টিটিই সিট দিবেন বলে টাকা নিয়ে গেছেন। আমি বললাম সিট দেয়ার আগে আপনি টাকা দিলেন কেন?
এই কথা শুনে পাশের আরেক আপু বললেন তার কাছেও টাকা নেয়া হয়েছে সিট দেয়ার কথা বলে। আমি আর কিছু না বলে চুপ হয়ে রইলাম। ভাবলাম টিটিই আসলে একবার জিঙ্গেস করবো। এর কিছুক্ষন পরে দেখলাম সেই আপুটি একজন ক্যাটারিং সার্ভিসের লোকের কাছে টাকা দিয়েছে এবং তাকে তার সিটে বসানোর কথা বলছে, লোকটি সেই আপুকে নিয়ে সিট দেয়ার জন্য সাথে নিয়ে চলে গেলো। এখন আমার প্রশ্ন হলো ক্যাটারিং সার্ভিসের এই লোক সিট দিবে কি করে এবং কোথা থেকে?

এর কিছুক্ষন পড়ে মনে পড়লো ২৭ জুন ২০২৪ তারিখ সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ট্রেনে এক তরুণীর ধর্ষনের কথা। সেও কিন্তু একই ভাবে ক্যাটারিং সার্ভিসের লোকের মাধ্যমে সিট নিয়েছিলো। চিন্তা করতে লাগলাম এই আপুর ক্ষেত্রেও একই বিষয় ঘটে যায় কিনা?
বিবিসি বাংলার ২৭ জুনের রিপোর্ট দেখে নিতে পারেন।

ঘটনা-২
গতকাল ২০ই অক্টোবর পঞ্চগড়-ঢাকা দুপুর ১২:২০মিঃ এর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠেছি আমি একাই। পঞ্চগড় থেকে সিট না পাওয়ায় দিনাজপুর থেকে টিকেট কাটা ছিলো। পাশে দিনাজপুর গামী ২টি পরিবার বসেছিলো বাচ্চা সহ। ট্রেনে খাবার বিক্রি করা ক্যাটারিং সার্ভিসের লোকেরা চিপস বিক্রি করতে আসছে এবং পাশের ভদ্র লোক বাচ্চার জন্য একটি লেইস চিপস যার গায়ে মূল্য ২৫ টাকা এবং একটি মিস্টার টুইস্ট চিপস নিলেন যার গায়ে মূল্য ২০ টাকা। ভদ্রলোক ৫০ টাকা নোট দেয়ার পরেও চিপস বিক্রেতা তিনার কাছে আরো ৫টাকা দাবি করতেছে। কথা কাটাকাটির এক পর্যায়ে আমি জিঙ্গেস করলাম ৫ টাকা করে বেশি নেয়ার কারন কি? সে বললো ট্রেনে বিক্রি করি তাই ৫ টাকা বেশি। আমি বললাম এটাকি সরকার কর্তৃক অনুমোদিত? সে আর কিছু বললোনা। এর পরে যা বলেছে ভিডিওতে শুনতে পারেন। (কমেন্টস বক্সে ভিডিও লিংক দিয়ে রেখেছি)

ট্রেনের ক্যাটরিং সার্ভিসের প্রতিটা পন্য আপনাকে পন্য ভেদে ৫ থেকে ১০০ টাকা বেশী মূল্য বেশি দিয়ে ক্রয় করতে হবে।
প্রতিটি চিপস কমপক্ষে ৫ টাকা বেশি।
পানি/জুস ৫ থেকে ১০ টাকা বেশি।
লাল চা ৫-৭ টাকা কিন্তু আপনাকে ট্রেনে ১৫ টাকা দিয়ে কিনতে হবে।
নরমাল কফি ১৫-২০ টাকা কিন্তু আপনাকে ট্রেনে ৩০ টাকা দিয়ে কিনতে হবে।
আরো অনেক আছে? উদাহরন শেষ করা যাবেনা।
আমি জানিনা এর কারন কি?

এছাড়াও ট্রেনের টিকেট কালোবাজারি সৈরাচার হাসিনা সরকারের পতনের পরে কিছুদিন বন্ধ ছিলো। এখন আবার শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। টিকেট বিহিন যাত্রীদের কাছ থেকে টিটিই কর্তৃক টকা আদায় করে টিকেট না দেয়ার অভিযোগ আসতে শুরু করেছে। যাত্রী হয়রানি, এবং নিম্নমানের যাত্রী সেবার কথা বাদই দিলাম।

রেলওয়ের কর্মকর্তাদের দুর্নিতীর লাগাম টেনে ধরবে কে?

16/10/2024

কেমন বাংলাদেশ গড়তে চায় জামায়াত ইসলামী? জানতে হলে সম্পুর্ন ভিডিও না টেনে দেখেতে হবে।

15/10/2024

হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামীন তার দেয়া প্রত্যেকটি নেয়ামতের জন্য আলাদা আলাদা হিসাব নিবেন।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের চিকিৎসক সমাবেশে মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

15/10/2024

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।🌺🌺

14/10/2024

ইসলামি দল সমুহের ঐক্যের জন্য এই ধরনের বক্তব্য গুলো খুবই জরুরি।

রাস্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে দেখতে চােই।
-মুফতি রেজাউল করিম আবরার।

14/10/2024

আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম || জাতীয় মুফাসসির সম্মেলনে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম। কেননা তারা জাতির রাহবার। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে ১৪ অক্টোবর সোমবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দেশবরেণ্য মুফাসসিরদের সমন্বয়ে জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

14/10/2024

ইসলামপন্থী দলগুলোর জোট হয়ে গেলে এবার বিএনপির সাথে বাম দলগুলোর জোট হবে। পরের টার্মে বিএনপি জোটে আওয়ামী লীগ যুক্ত হবার সম্ভাবনা প্রবল।

13/10/2024

এত সহজ করে ইসলামের প্রকৃত সৌন্দর্য্য উপস্থাপন খুব কম মানুষই করতে পারে।

-ডাঃ শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াত ইসলামী

Want your school to be the top-listed School/college in Panchagarh?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

IBN Al-HAYTHAM SCIENCE FEST 2024 ▶️ LIVE #ScienceFest2k24#Chhatrashibir
২৪ এর বিপ্লবের বীর শহীদ মীর মুগ্ধের পিতা-মাতার মনোমুগ্ধকর গল্প।
আওয়ালীগ ৩টা নির্বাচন চুরি করেছে, তারা আগামী ৩টা টার্ম নির্বাচনের বাইরে থাকবে | ড. মির্জা গালিব
জামায়াত সম্পর্কে একি বললেন ড. রেজা কিবরিয়া!
যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হবে ততদিন শান্তি আসবে না।আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি)
আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমীরে জামায়াতের অরিজিনাল বক্তব্য।#BNP #JamaateIslami #AwamiLeague
নির্বাচন দিতে দেরি হলে কাদের সমস্যা তৈরী হবে? কেন হিসাব করে চলতে হেচ্ছে?#BNP #AwamiLeague
যারা দেশ শাসন করবেন তাদের অবশ্যই সৎ হতে হবে।#Corruption #CorruptPoliticians #Bangladesh
আপনি কোন নেতার সৈনিক ? কোথায় চলছেন আপনি?আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিঃ
আপনি কোন নেতার সৈনিক || কোথায় চলছেন আপনি||
একমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠাই বাংলাদেশকে খুনের সংস্কৃতি থেকে মুক্তি দিতে পারে : অধ্যাপক মুজিবুর রহমান #islamicreminders...

Location

Category

Telephone

Website

Address

Purbajalashi, Panchagarh Municipal Area, Panchagarh
Panchagarh
5000