মায়ের চিঠি
প্রিয় খোকা,
বেশ কিছুদিন ধরে তোমার কথা খুব মনে পড়ছে। ঘুরেফিরে কেবল পুরোনো দিনের স্মৃতিগুলোই চোখের সামনে ভেসে উঠছে বার বার। তখন ছিল বিয়ের প্রায় বছর দেড়েক পর। একজন নারী তার জীবনে সবচেয়ে প্রিয় যে সংবাদ -যা আমাকে জীবনে পরম আনন্দ ভাসিয়েছিল? সেটা ছিল তোমার অস্তিত্বের সংবাদ। আমাকে বলা হয়েছিল, আমার গর্ভে তুমি এসেছ। বাবা আমার, আমি তোমাকে কোনোভাবেই সেই মুহূর্তের কথা বলে বোঝাতে পারবো না ।
তারপর অনেকগুলো সপ্তাহ কেটে গেল। আমার শরীরে আস্তে আস্তে পরিবর্তন আসতে লাগল। প্রচন্ড দুর্বলতা এসে আমার শরীরে ভর করতে লাগল।তুমি বড় হওয়ার সাথে সাথে আমার শরীরও দিন দিন বড় হতে লাগল।আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি গর্ভে আসার পর আমার শারীরিক দুর্বলতা, অসহনীয় ব্যথা, খেতে বা ঘুমোতে না পারা সত্বেও যতই দিন গড়াচ্ছিল, তোমার প্রতি আমার ভালোবাসা ততই বেড়ে চলছিল।
সময়ের সাথে পাল্লা দিয়ে আমিও যেন ভারী হয়ে গেলাম। আমি এত বেশিই ভারী হয়ে উঠলাম যে, কোথাও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না। বেশিক্ষণ হাঁটতে পারতাম না।এরপর এমন একটা সময় এলো যখন আমি চিৎ হয়ে ঘুমাতেও পারতাম না। কেন জানো? কারণ, তোমার ওজন আমার বুকে প্রচন্ড ব্যথা তৈরি করত।তাই আমি পাশ ফিরে ঘুমাতাম।তবুও আমার ভেতরে একটা ভয় কাজ করতো । ভাবতাম, পাশ ফিরে ঘুমাতে গিয়ে আবার তোমার গায়ে কোনো আঘাত লাগে কি না! তোমার কোনো ক্ষতি হয়ে যায় কি না সারাক্ষণ এই ভয় আমার ভেতরে কাজ করত।এই আশংকা নিয়েই কত রাত আমার নির্ঘুম কেটে গেছে- তুমি জানো না।
এরপর...একদিন সেই সময়টা এ লো। সেই মাহেন্দ্রক্ষণ! সেদিন আমি এমন এক ব্যথা অনুভব করলাম-- যা আমি এর আগে কখনো অনুভব করিনি। এমন এক ব্যথা যার কারণে আমার মনে হচ্ছিল, আমি বুঝি মারাই যাব। ব্যথার পর ব্যথা! সেকেন্ডের পর সেকেন্ড! মিনিটের পর মিনিট! সেই সময়টাকে আমার সারা জীবনের মতো দীর্ঘ মনে হচ্ছিল। তোমাকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছের কাছে জগতের সকল যন্ত্রণ, সকল ব্যথা যেন পরাজিত হয়ে গেল। অপরিসীম ভালোবাসা, আদর আর মায়াভর্তি এক হৃদয় নিয়ে আমি তোমার জন্য প্রহর গুনছিলাম।
অতঃপর তুমি প্রথিবীতে এলে ! শপথ সেই সত্তার -যার হাতে আমার প্রাণ, তোমার চেহারা দেখামাত্রই সকল যন্ত্রণা, সকল দুঃখ-ব্যথা যেন নিমিষেই মিলিয়ে গেল। যথন আমি তোমাকে ধরলাম এবং বুকে টেনে নিলাম, আমি হাসলাম আর বললাম, --‘সুবহানা রাব্বিয়াল আ লা! আল্লাহ আমাদের এক মহা আর্শীবাদ দান করেছেন। এক মহা নি’য়ামত দান করেছেন..........................
সংগৃহীত
মা, মা, মা
এবং বাবা বই থেকে
Learn with zakir
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Learn with zakir, Education, Zakir Hossen. upazila :Atwari. District :Panchagarh, Panchagarh.
হে বিশ্বাসীগন! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গী হও ( সূরা তাওবা -১১৯)
আমার জীবনের উদ্দেশ্য কীঃ- আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদত করবে (সূরাঃ যারিওয়াত-৫৬)।নিশ্চই আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য। (সূরা আনআম-১৬২)
মানুষ ( সাধারণভাবে ) আল্লাহ প্রদত্ত দুটি নেয়ামত- স্বাস্থ্য ও সম্পদের ( সময় ও অর্থের সবচেয়ে বেশি) অপচয় করে।ফলে যতটা ইবাদত করা উচিত ছিল, তা করতে সে ব্যর্থ হয়। (আল হাদীস)
তুমি যদি নিম্নোক্ত ছয়টি বিষয় অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ হও, তবে আমি তোমাকে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দিচ্ছি:
১. যথন কথা বলবে, সত্য বলবে।
২.যথন ওয়াদা করবে, তা রক্ষা করবে।
৩.আমানতের হেফাজত করবে এবং তা ফেরত দেবে।
৪.যৌনাঙ্গের অপব্যবহার করবে না
৫. নিষিদ্ধ জিনিসের আকাঙ্ক্ষা করবে না, এমন সেদিকে তাকাবেও না।
৬. কারো ক্ষতি বা কারো অধিকার নষ্ট করবে না।
(আল হাদীস)
পৃথিবীতে তোমার জন্য যার জন্ম হয়েছে, তাকে পাওয়ার জন্য তোমার যুদ্ধ করতে হবে না, সময় হলে সে ঠিকই চলে আসবে।
’’মাওলানা তারিক জামিল‘‘
আল্লাহ য়া করে ভালোর জন্যই করে।
যে আল্লাহ উপর প্রবল বিশ্বাস রাখে। আল্লাহ তার জন্য যথেষ্ট।
বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। **( ভারত ও পাকিস্তান প্রতিষ্ঠা) ** ১.ভারত শাসন আইন পাশ-১৯৪৭ সালের ১৮ জুলাই। ২. ভারতে সর্বশেষ ভাইসরয় ছিলেন-লর্ড মাউন্টব্যাটন ৩ ভারত পাকিস্তান বিভক্ত কারী সীমারেখার নাম-রেডক্লিফ লাইন।
৪.পাকিস্তান প্রথম প্রধানমন্ত্রী -মুহাম্মদ আলী জিন্নাহ ৫. ভারতের প্রথম প্রধানমন্ত্রী - পন্ডিত জওহরলাল নেগেরু৷ ৷ ৬.ভারতের প্রথম রাষ্ট্রেপতি- ড.রাজেন্দ্র প্রসাদ। ৭. পাকিস্তান প্রথম গভর্নর জেনারেল - মুহাম্মদ আলী জিন্নাহ ৷ ৷ ৷ ৮.পাকিস্তান রাষ্ট্র আত্মাপ্রকাশ করে- ১৯৪৭ সালের ১৪ আগস্ট ও ভারত ১৫ আগস্ট
পড় তোমার প্রভুর নামে,যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Panchagarh
Panchagarh
It’s a great platform to learn English for your academic field and better career. Feel free to dr
Village, Street: Pakhilaga, Post Office: Satmera, Panchagarh Sadar, Panchagarh
Panchagarh, 5000
Furniture Design
Boda
Panchagarh, 5000
Kalitola High School, Boda, Panchagarh. Contact: +8801746968948
Panchagarh, 5000
Assalamu Alaikum, Dear viewer. This is the MATH Technology page. Here you are Uploading ved
5010
Panchagarh
WELCOME To "Earn and Learning" page. Amader page Like,coment,share & youtube channel, Facebook group
Kortoya Setu Road, Debiganj
Panchagarh, 5020
BCE কম্পিউটার ট্রেনিং, সেলস এন্ড সার্ভিস সেন্টার।