
আলহামদুলিল্লাহ।
পুষ্পপাড়া কামিল মাদ্রাসার ছাত্র মোঃকামরুল ইসলাম এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। উল্লেখ্য সে গুচ্ছতেও ভালো মেরিট অবস্থানে রয়েছে।তার জন্য দু’আ ও শুভকামনা রইল।
Pushpopara Kamil M.A Madrasah -
It is a Historical Education Institute.
Operating as usual
আলহামদুলিল্লাহ।
পুষ্পপাড়া কামিল মাদ্রাসার ছাত্র মোঃকামরুল ইসলাম এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। উল্লেখ্য সে গুচ্ছতেও ভালো মেরিট অবস্থানে রয়েছে।তার জন্য দু’আ ও শুভকামনা রইল।
আলহামদুলিল্লাহ !
পুষ্পপাড়া কামিল মাদ্রাসার ছাত্রী মোছাঃ রাহিমা খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং গুচ্ছে চান্স পেয়েছে ।
আজকে জনাব আব্দুস শরিফ খান স্যারের চাকুরীর বিদায় দিবস 😥
সেইসাথে অত্র মাদ্রাসার সুপরিচিত মানুষ যিনি প্রায় ৪০ বছর অত্র প্রতিষ্ঠানে দপ্তরির কাজে নিয়োজিত ছিলেন জনাব মোঃ আব্দুর জব্বার সাহেবেও অবসর গ্রহণ করলেন ।
আল্লাহ তাআলা তাদের পরবর্তী জীবন সুখী এবং সমৃদ্ধময় করে রাখুন, আমিন 🤲
আলহামদুলিল্লাহ!
পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় GPA 5 : 5 জন
সহ শতভাগ পাশ ।
সু খবর!! সু খবর !! সু খবর !!
কামিল হাদিস ও ফিকাহ বিভাগে ভর্তি চলছে ।
তাই আজই যোগাযোগ করুন..
01724-593295
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ 🙋
সবার অবগতির জানানো যাচ্ছে যে, আমাদের গ্রুপে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই অত্র প্রতিষ্ঠানের অধ্যয়নরত ছাত্র-ছাত্রী অথবা প্রাক্তন ছাত্র-ছাত্রী হতে হবে ।
অধ্যায়নরত ছাত্র-ছাত্রী হলে গ্রুপের জয়েন ফর্মে বর্তমান ক্লাসের রোল এবং শ্রেণী উল্লেখ করতে হবে
আর প্রাক্তন ছাত্র-ছাত্রী হলে সর্বশেষ শ্রেণী এবং রোল অথবা গ্রেজুয়েশন বর্ষ উল্লেখ করতে হবে ।
যদি জয়েন ফর্মের রুলস না মানেন তাহলে আমাদের গ্রুপের মেম্বার হতে পারবেন না ।
ধন্যবাদ 🥀
আজ পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় কর্তৃক নিয়োগ প্রাপ্ত ৮ জন নতুন শিক্ষককে নিয়োগপত্র তুলে দেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোঃ মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন সবেক অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হাই ও অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, জনাব মোঃ আবু হানিফ ।
একই দিনে সবাই অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন। মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বগতম। আল্লাহ তা'আলা তাদের মেধা, শ্রম মননশীলতা দিয়ে মাদ্রাসাকে আরো অনেক উন্নত করুন।
আলিম ভর্তির আবেদন শুরু হয়েছে ।
পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় অনলাইন ভর্তি সংক্রান্ত যোগা:01714-945283, 01749131448
ফাজিল পাস ১ম, ২য় ও তৃতীয় বর্ষের ফাজিল সংশোধিত রুটিন ⤵️
হত্যাকারীর ফাঁসি চাই ✊✊
পাবনায় বিশিষ্ট সমাজসেবক ও মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন - somokantho মুহাম্মদ নূরুন্নবী পাবনা সংবাদদাতা: পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাওলানা সাদেক আলী প্রামানিক (৬০) নামের এক জামায়া...
সবাই একজোট হয়ে মানববন্ধন সফল করুন 🙏
এবং আওয়াজ তুলুন "হত্যাকারীর ফাঁসি চাই"
পুষ্পপাড়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মরহুম সাদেক আলী স্যারের রুহের মাগফিরাত উপলক্ষে কোরআন খানি আলোচনা সভা ও দোয়ার মাহফিল । আল্লাহ তা'আলা স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন ।
আমিন 🤲
লাখো মানুষের অংশগ্রহণে মরহুম সাদেক আলী (রহ.) স্যারের জানাযাহ নামাজ সম্পূর্ণ হলো ।
আল্লাহ স্যারকে শাহাদাতের মর্যাদা দান করুন ।
স্যারের পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফীক এবং হেফাজত করুন । আমীন
বিঃদ্রঃ
সাম্প্রতিক সময়ে মরহুম মাওলানা আঃ সুবহান সাহেবের জানাজার পর, আজ মরহুম মওলানা সাদেক আলী স্যারের জানাযায় এতো মুসল্লী উপস্থিতি দেখলাম। এই অঞ্চলে এতো বড় জানাযা আমি কখনো দেখিনি।
মহান আল্লাহ আপনার শাহাদাত কবুল করুন, আমিন।
উল্লেখ্য - গত বুধবার স্যার এক বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন ছিলেন।
এবং গতকাল (শুক্রবার) মাগরিবের কিছুক্ষণ আগে স্যার শাহাদাতের অমিয় সুধা পান করে রবের মেহমান হয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন।
(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।)
নামাজে জানাজাঃ
~~~~~~~~~~~~~
পুষ্পপাড়া কামিল মাদ্রাসা শিক্ষক সাদেক স্যার/হুজুর এর নামাজে জানাজা আজকে বাদ আসর গয়েশপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ।
আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে আসার চেষ্টা করবেন 🙏
Monday | 09:00 - 16:00 |
Tuesday | 09:00 - 16:00 |
Wednesday | 09:00 - 16:00 |
Thursday | 09:00 - 14:30 |
Saturday | 09:00 - 16:00 |
Sunday | 09:00 - 16:00 |
As-salamu Alaikum. Here you will enjoy bangla islamic oaj, bangla islamic video, bangla viral waz, b
Welcome to my page👉ধর্মীয় গীতাশিক্ষা (শিশু)
ঐশী জ্ঞান এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত
যুগপুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুুকূল চন্দ্রের আর্দশ প্রচারের অনলাইন মাধ্যম।