Chander Char Darul Islam Alim Madrasah

Chander Char Darul Islam Alim Madrasah

Comments

করোনা ভাইরাসের ছোবলে সব শিক্ষাপ্রণালী। প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন বন্ধ থাকার ফলশ্রুতিতে পড়াশুনায় অমনোযোগী ও পিছিয়ে জাতির ভবিষ্যৎ কান্ডারী কোমলমতি শিক্ষার্থীরা। এই ক্রান্তিকালে নিরাপদ স্থান ঘরে বসেই গণিতের অাতঙ্ক কাটিয়ে কাঙ্খিত ফলাফল অর্জনে সহায়ক অামার ক্ষুদ্র উপহার youtube channel ICON EASY MATH.99
এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি শীঘ্রই সাবস্ক্রাইব করে লাইক & শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল♥
........ সাঈদ......
সহকারী শিক্ষক(B.sc), গণিত
চান্দেরচর দারুল ইসলাম অালিম মাদ্রাসা

Pleases like page. and stay with us

Operating as usual

27/10/2022

মহান শিক্ষক দিবসে চান্দের চর দারুল ইসলাম আলিম মাদ্রাসা পক্ষে থেকে শিক্ষকদের জানাই শ্রদ্ধা ও ভালবাসা।
কবি শাহ মুহাম্মাদ সগীর এক কবিতায় শিক্ষকের মর্যাদার অতুলনীয় দুটি লাইন বলে গেছেন

ওস্তাদে প্রনাম করোঁ পিতা হন্তে বাড়।
দোসর -জনম দিলা তিহঁ সে আহ্মার।

শাহ মুহাম্মাদ সগীর কবিতার মাধ্যমে তিনি শিক্ষকদের মা বাবার পরে যদি সন্তান কে কেউ মানুষ গড়ার কারীগর থাকে সেটা হলেন শিক্ষক।

05/10/2022

আমাদের শিক্ষক মহোদয়গন।

30/09/2022

একেই বলে গাইরত...!

২৮৬ হিজরি। রয়-এর প্রধান বিচারপতি মুসা বিন ইসহাকের আদালতে একজন নারী মামলা টুকলেন তারই স্বামীর বিরুদ্ধে! বিচারপতি আদালত কায়েম করলেন। নারীর পক্ষের উকিলকে ডাকলেন। আদালতে উকিল নিজ মক্কেল ওই নারীর জন্য তার স্বামীর ওপর মোহরানা বাবদ পাঁচশ স্বর্ণমুদ্রা দাবি করল। আদালতে নারীর স্বামীও উপস্থিত ছিল। সে তার ওপর আনীত এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বসল!

বিচারপতি নারীর উকিলকে সম্বোধন করে বললেন,
-তোমার সাক্ষীরা কোথায়?
-তাদেরকে আদালতে উপস্থিত করে রেখেছি।

অতঃপর উকিল একজন সাক্ষীকে নারীর চেহারার দিকে তাকানোর আদেশ করল, যাতে সাক্ষ্যদানকালে নারীর দিকে ইঙ্গিত করতে পারে। সাক্ষী দাঁড়াল এবং নারীকে বলল, আপনি দাঁড়িয়ে পড়ুন!

এই অবস্থা প্রত্যক্ষ করে নারীর স্বামী শশব্যস্ত কন্ঠে বলে উঠল,
-আপনারা এইসব কী শুরু করলেন!
-সাক্ষীরা আপনার স্ত্রীর চেহারার দিকে তাকাবে, যাতে করে তাদের কাছে আপনার স্ত্রীর পরিচয় সনাক্ত হয়, তারা তাকে ঠিক ঠিক চিনতে পারে। আর এটা অতীব প্রয়োজনের তাগিদেই। কথাটা বলল উকিল।

স্বামী বলল, আমি বিচারক মহোদয়কে সাক্ষ্য দিচ্ছি যে, আমার স্ত্রী আমার উপর মোহরানা বাবদ যা দাবি করছে, আমি তা মাথাপেতে স্বীকার করে নিলাম, তবে সে যেন কখনও তার মুখমণ্ডল অনাবৃত না করে! স্বামীর কথা শোনে নারীটি বলল, সুতরাং আমিও বিচারক সাহেবকে সাক্ষ্য দিচ্ছি যে, আমি আমার মহর তাকে দান করে দিলাম, এবং ইহকাল ও পরকালে তাকে এ ব্যাপারে তার দায়ভার থেকে মুক্তি দিলাম!

স্বামী-স্ত্রীর এই অবস্থা দেখে বিচারক মুসা বিন ইসহাক বড় আশ্চর্য হলেন! তিনি বলে উঠলেন, আমি স্বামী-স্ত্রী উভয়ের গাইরত (আত্নমর্যাদাবোধ) দেখে যারপরনাই আশ্চর্যবোধ করছি! এই ঘটনাকে মুসলমানদের উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত করা হোক।

উল্লেখ্য, রয় নগরী। এটি প্রাচীন খোরাসানের একটি শহর। বর্তমানে এটি ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বদিকে অবস্থিত। উমর ইবনুল খাত্তাব রা.-এর শাসনামলে নুয়াইম বিন মুকাররিন এই শহরটি জয় করেন। এ শহর অনেক বড় বড় মুসলিম পণ্ডিত জন্মদান করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন প্রসিদ্ধ তাফসিরবিদ ইমাম ফখরুদ্দিন রাজি রহ.।
____
সূত্র : তারিখু মাদিনাতিস সালাম ( তারিখু বাগদাদ)
খন্ড :১৫ পৃষ্ঠা ৫৩
মাকতাবা: দারুল গারবিল ইসলামিয়্যি । বায়রোত ,
খতিব আবু বকর আল বাগদাদি (৩৯২-৪৬৩ হি.)।

20/09/2022

Halal always always gd

19/09/2022
14/09/2022

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি/সমমান পরীক্ষা।
সকল পরীক্ষার্থীদের জন্য চান্দের চর দারুল ইসলাম আলিম মাদ্রাসা পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা রইল।

04/09/2022

I wish my wife would be like that

যদি এমন একজন জীবনসঙ্গী হইতো... শাইখ ড. মুহাম্মাদ মানজুরে ইলাহী (হাফিয্বাহুল্লাহ)

Photos from Chander Char Darul Islam Alim Madrasah's post 03/09/2022

প্রিয় বিদ্যাপীঠ চান্দের দারুল ইসলাম সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মনিরুল ইসলাম (বড় হুজুর) এবং সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য আমার নানা আব্দুল মজিদ সরকারের কবরে, মাদ্রাসার ছাত্র ভাই ফুলদেরকে নিয়ে ফুল গাছ রোপণ তারপর সম্মানিত ভাবে দোয়া করলাম।

মহান আল্লাহ পাক উভয় সহ কবর বাসী সকলকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম মেহমান হিসেবে কবুল করুক আমিন। © আলম

28/08/2022

প্রাত্যহিক সমাবেশ

21/08/2022

স্বামী গরীব হলে...

নারী সাহাবিদের রীতি ছিল, যখন তাঁদের কারও স্বামী ঘর থেকে বের হতো, তিনি স্বামীকে বলতেন, ‘হারাম উপার্জন থেকে অবশ্যই বেঁচে থাকবেন। কারণ, ক্ষুধা লাগলে আমরা তা সহ্য করতে পারব; কিন্তু জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারব না।’

কিন্তু বর্তমানে বহু নারী এমন আছে, যে তার স্বামীর আর্থিক সংকটে ধৈর্যধারণ করে না; বরং তার কাছে এমন কিছু চায়, যার সামর্থ্য সে রাখে না। তাহলে স্বামী বেচারা কী করবে? সে কি চুরি করবে বা ঘুষ নেওয়া শুরু করবে? স্ত্রী এটা বোঝে না যে, ধৈর্য ঈমানের অঙ্গ। শুধু তাই নয়, ধৈর্যশীলদের আল্লাহ অফুরন্ত ও বেহিসাব প্রতিদান দেবেন।

কাজেই প্রিয় বোন, তুমি এমন স্ত্রী হও, যে বিপদের বিরুদ্ধে স্বামীকে শক্তি জোগায়; স্বামীর বিরুদ্ধে বিপদকে শক্তি জোগায় না। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি ভালো করে মনে রেখো : ‘আদমসন্তানের সৌভাগ্যের উপকরণ তিনটি, আর দুর্ভাগ্যের উপকরণও তিনটি। সৌভাগ্যেরগুলো : সতী নারী, উত্তম বাসস্থান ও উত্তম বাহন। আর দুর্ভাগ্যেরগুলো : অসতী নারী, নিকৃষ্ট বাসস্থান, নিকৃষ্ট বাহন।’ (আহমাদ)

'দাম্পত্যের ছন্দপতন' বই থেকে!

20/08/2022

❤️❤️

Photos from Chander Char Darul Islam Alim Madrasah's post 15/08/2022

১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসায় দোয়া ও আলোচনা অনুষ্ঠান, হোমনা- কুমিল্লা।।

Photos from Chander Char Darul Islam Alim Madrasah's post 11/08/2022

হোমনায় ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশন'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়।

আজ হোমনায় চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০০টি উন্নতমানের ফলজ গাছ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলার নির্বাহী অফিসার
জনাব রুমন দে।
এতে আরো উপস্থিত ছিলেন হোমনা থানার এসআই নুরুল্লাহ ভূইয়াসহ পুলিশ কর্মকর্তাগণ,অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গভর্ণিং বডির সদস্যবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ।
"বৃক্ষ নিধন আর নয়
দেশকে করুন বৃক্ষময়"
"চলো করি বৃক্ষরোপণ
পৃথিবী হবে সৌন্দর্যভূবন"।
স্লোগানকে সামনে রেখে সংগঠনটির পক্ষ থেকে বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাঈদ আলম বলেন, ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশন ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক ও মানবসেবামূলক কাজ নিরলসভাবে করে আসছে।
আয়োজনে- ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশন।
হোমনা,কুমিল্লা।,© সাঈদ আলম।

06/08/2022

সাবেক ছাত্র মোঃ মেহেদী হাসান কে চান্দের চর দারুল ইসলাম আলিম মাদ্রাসা পক্ষ থেকে অভিনন্দন।
অভিনন্দন,
মোঃ মেহেদী হাসান
প্রভাষক, বাংলা ভাষা ও সাহিত্য।
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা(প্রধান শাখা), যাত্রাবাড়ি, ঢাকা।

31/07/2022
23/07/2022

"আলহামদুলিল্লাহ"
গতকাল confirm করেন প্রিয় শায়েখ সৈয়দ হাসান আল আজহারী হুজুর ২০২৩ সালের ফেব্রুয়ারি ১১ তারিখ রোজ শুক্রবার চান্দের চর আলিম মাদ্রাসার মাহফিলের দাওয়াত!!! ©

17/07/2022

এসএসসি পরীক্ষা সমমান( দাখিল) শুরু ১৫ সেপ্টেম্বর
এইচএসসি সমমান( আলিম) শুরু নভেম্বরে......

13/07/2022

হোমনায়
আজ সকলে ও বিকালে পৃথকভাবে পানিতে পরে দুই শিশুর মারা গেছে।

© মনিপুর খবর

12/07/2022
08/07/2022

My all sin forgive ya allah

Assalamo alaikom ya rasolullah

29/06/2022

৮ জুলাই শুক্রবার আরাফার দিন। রোজা রাখতে ভুল করবেন না কেউ।

27/06/2022

আজ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্যারের লেখা "চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ পরিপ্রেক্ষিত কুমিল্লা" বইটি উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমন দে স্যারের কাছ থেকে উপহার হিসেবে গ্রহণ করেন প্রভাষক মোঃ মনিরুল ইসলাম।

Photos from Chander Char Darul Islam Alim Madrasah's post 25/06/2022

চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মা সেতু'র উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে প্রদর্শন করা হচ্ছে।

Photos from Chander Char Darul Islam Alim Madrasah's post 23/06/2022

আজ চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসায় উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ রাশেদুল ইসলাম স্যারের উপস্থিতিতে রোবটিক্স ক্লাবের উদ্বোধন করা হয়।

05/06/2022

রোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপকরণ গ্রহণ করেন প্রভাষক মো. মনিরুল ইসলাম।

22/05/2022

নতুন ভোটারদের ফিঙ্গার ও ছবি তোলার কেন্দ্র এলাকা বৃত্তিক কেন্দের নাম।

19/05/2022

হোমনা উপজেলায় কলেজ পর্যায়ে (মাদ্রাসা)“শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হলেন মো. মনিরুল ইসলাম
----------------
নিউজ ডেস্কঃ
কুমিল্লার হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২’র প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসা প্রভাষক (আরবি) মো. মনিরুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃকআয়োজিত কলেজ পর্যায়ে (মাদ্রাসা) প্রতিষ্ঠান ( ক্যাটাগরিতে) “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হয়েছেন তিনি।
তিনি ১৯৯৯ ইং খ্রীস্টাব্দে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফাযিল পরীক্ষায় মেধা তালিকায় ১১ তম (বোর্ড স্ট্যান্ড) স্থান অর্জন করেন।তিনি কুমিল্লা জেলার, চান্দিনা,উপজেলার,কালেমসার গ্রামের মো. আঃ হামিদ ও মাফিয়া খাতুনের দ্বিতীয় সন্তান।
তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে তার পেশাগত দক্ষতার উন্নয়ন করতে সক্ষম হয়েছেন।
জাতীয় শিক্ষা সাপ্তাহ২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

18/05/2022
31/03/2022

বাহ কি সুন্দর

11/03/2022

চলছে চান্দেরচর দা.ইসলাম আলিম মাদ্রাসার মাহ্ফিল। ২ দিন ব্যাপী ইসলামী জলসার আজ সমাপনী দিন। আগামীকাল সকালে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবেমাহফিলের আয়োজন।
সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

©

11/03/2022

চলছে ২ য় দিনের মাহফিল।
এর মধ্যে নয়াকান্দী হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা" সুমধুর কণ্ঠে হামদ-নাত কোরআন তেলওয়াত পরিবেশন করে শুনান।

10/03/2022

চান্দেরচর দা.ইসলাম আলিম মাদ্রাসার মাহফিল আসলেই সকলের আকর্ষণ ছিলেন হযরত মাওলানা ড.এ কে এম ইব্রাহীম আজাদ সিরাজী সাহেব।
প্রিয় শায়েখকে খুব মিস করছি🥺🥺🥺।
মহান আল্লাহ্ হুজুরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, আমিন🤲🤲🤲

© সাইদ আলম, খন্ডকালীন গনিত, শিক্ষক চান্দের চর দারুল ইসলাম আলিম মাদ্রাসা।,

10/03/2022

যোগদিন দলে দলে আজকের মাহফিলে।চল মুমিন দলে দলে আজকের মাহফিলে।

09/03/2022
Photos from Chander Char Darul Islam Alim Madrasah's post 06/03/2022

আগামী ১১ এবং ১২ তারিখ ২০২২ খ্রী। মাহফিল উপলক্ষে অগ্রিম প্রস্তুতি এবং বিভিন্ন বিষয় নিয়ে মাদ্রাসা কমিটির মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Photos from Chander Char Darul Islam Alim Madrasah's post 27/02/2022

যোগ দিন দলে দলে ১০ ও ১১তারিখের মাহফিলে।

যোগ দিন দলে দলে বড় হুজুরের মাহফিলে।

সফল হউক হউক চান্দের চর দারুল ইসলাম মাদ্রাসা মাহফিল সফল হইক

Photos from Chander Char Darul Islam Alim Madrasah's post 21/02/2022

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চান্দের চর দারুল ইসলাম আলিম মাদ্রাসা_ ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের স্বরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়ছে।।

20/02/2022
15/02/2022
Photos from Chander Char Darul Islam Alim Madrasah's post 13/02/2022

চান্দের চর দারুল ইসলাম আলিম মাদ্রাসা HSC/Alim পরীক্ষায় এ বছরের পাশের হার 94.74 % /
এই বছর পরীক্ষায় ১৮ জন অংশগ্রহণ করেছে এবং একজন ফেল করেছে এবং ১৭ জন পাস করেছে।

নিম্নে পরিক্ষার রেজাল্ট।

11/02/2022
08/02/2022

বোরকা , আল্লাহ আকবার

বোরকা জালাতে গিয়ে নিজেই জলে পুরল।

05/02/2022

যোগ দিন দলে দলে সোনাকান্দা দরবার শরীফ মাহফিলে

03/02/2022

উপদেশ মূলক পোস্ট

আপনার ছেলে মেয়েকে দ্বীনি পথে পড়ান,

মেয়ে সন্তানদের পর্দা করান ছোট থেকে।

30/01/2022

সুরা ইখলাস । সকাল বিকাল যথাসম্ভব পাঠ করতে ভুলবেন না।
একটি বরকতময় সুরা।

22/01/2022

দুই আশেকানের বড় হুজুরের কবর জিয়ারত 💕💕

19/01/2022

------------- বিশেষ বিজ্ঞপ্তি-------
চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসা ,
হোমনা, কুমিল্লা।
*************************************
অত্র মাদরাসার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা গত ০৫/০১/০২২ ইং তারিখে কোভিড-১৯ এর টিকা গ্রহন করতে পারোনি,শুধু তারাই, আগামী ২০/০১/০২২ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকায় হোমনা উপজেলা মিলনায়তনে যথাসময়ে উপস্থিত হয়ে টিকা গ্রহন করতে হবে।

যাওয়ার সময় অবশ্যই অফিস কক্ষ থেকে টিকা কার্ড সংগ্রহ করে নিতে হবে।

আলিম পরীক্ষার্থী ২০২১ যারা কুমিল্লায় প্রথম ডোজ টিকা নিয়ে ছিলে তাদেরকে ঐ দিন ২য় ডোজ টিকা দেওয়া হবে।

Want your school to be the top-listed School/college in North Chander Char?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

I wish my wife would be  like that
প্রাত্যহিক সমাবেশ
❤️❤️
My all sin forgive ya allah
বোরকা , আল্লাহ আকবার
উপদেশ মূলক পোস্ট
সুরা ইখলাস । সকাল বিকাল যথাসম্ভব পাঠ করতে ভুলবেন না। একটি বরকতময় সুরা।
মুসলিমদের আপমান সইবে না। মুসলমান
Quran
বিয়ে
সুরা আন - নাবা

Category

Website

Address


North Chander Char
3546