বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স
Nearby schools & colleges
Jashore University of Science and Technology, Jessore
Laksham 3700
Dhaka
Dhanmondi, Dhaka
Dhaka 5800
Senbag
Dhaka 1207
Patenga, Chittagong
Pabna 6623
Ring Road, Dhaka
Madhabpur 3331
Chandpur KACHUA-3630
Goshairhat, Dhaka
Comments
বিস্তারিত সকল তথ্য জানতে :
ফেসবুক পেজ: https://www.facebook.com/deojcoaching21
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/314444216925963
মোবাইল: 01750-749762
it's the official page of BTSC
Operating as usual
বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,বেগমগঞ্জ,নোয়াখালিতে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত কারিগরি শিক্ষায় ২০২২ শিক্ষা বর্ষে ভর্তি করা হচ্ছে। নতুন শিক্ষার্থীদের প্রতিষ্টানে অগ্রিম স্বাগতম।
এস এস সি ও এইচ এস সি পরিক্ষাথীদের ইউনিক আই ডি এর জন্য রক্তের গ্রুপ জানা দরকার। তাই যারা রক্তের গ্রুপ জান না, তারা রক্তের গ্রুপ জেনে আসবে নিজ প্রচেষ্টায়।
বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের এস এস সি ও এইচ এস সি
পরিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, প্রত্যেকে অত্র অফিস থেকে unique ID ফরম সংগ্রহ করে তা সঠিক ভাবে পুরন করে ৯/১০/২১ তারিখের মধ্যে স্ব স্ব ট্রেডে জমা দিতে বলা হচ্ছে।
অধ্যক্ষ
বেগমগঞ্জ টিএস সি

Xii -2020( HSC examinee-2020) এর টাকা ফেরত প্রদানের নোটিশ।
বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের নবম,দশম,এস এস পরিক্ষারথি/২০২১, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাশে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। অন্যথায় পরিক্ষা দিতে না পারলে কতৃপক্ষ দায়ী থাকবে না।
অধ্যক্ষ
বেগমগঞ্জ টিএসসি।
বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের যারা উপবৃত্তি টাকা পাও নাই, তারা জরুরি ভিত্তিতে কলেজে এসে ভুল সংশোধন করে দিয়ে যাও।
অধ্যক্ষ
বেগমগঞ্জ টিএসসি।

12-09-2021 তারিখ থেকে নিন্মের ছক অনুসারে শ্রেনি ও বার ভিত্তিক সকাল ৮.০০ টা থেকে ক্লাশ রুটিন অনুসারে ক্লাশ শুরু হবে।তারিখ ও বার অনুসারে সকল কে নিয়ম মেনে কলেজে আসার জন্য বলা হল।
বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান (তানভীর), রোল নাম্বার ২০২৫৪৯ আজ কলেজের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের যে সকল ছাত্র/ছাত্রীদের বৃত্তির তালিকায় ভুল হয়েছে, তারা ১/৯/২১ পর্যন্ত ভুল সংশোধন করতে পারবে।সুতরাং কলেজে নিজ নিজ ট্রেডে যোগাযোগ কর।
বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের যে সকল ছাত্র ছাত্রী দের বয়স ১৮ বছর পুর্ন হয়েছে তারা অতি সত্তর কোভিড-১৯ এর টীকা গ্রহনের রেজিষ্ট্রেশন করে কলেজএ নিজ নিজ ট্রেডে জানাবে।
বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীদেরকে জানান যাচ্ছে যে
যারা ফরম ফিলাপ করতে ইচছুক তারা অতি সত্তর তোমাদের একটা চালু মোবাইল নম্বর কলেজে ২/১ দিনের মধ্যে মতিন স্যার এর নিকট জমা দাও। নতুবা
সময় মত বোর্ড এর ফরম ফিলাপ এর টাকা জমা দিতে পারবা না। এবার ফরম ফিলাপ আগের মত নয়।
অধ্যক্ষ
বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ
বেগমগঞ্জ,নোয়াখালি।

বোর্ড নোটিশ:
২০২১ সালের এইচএসসি (ভোকেশনাল)- শিক্ষাক্রমের একাদশ ও দ্বাদশ শ্রেণির অ্যাসাইনমেন্ট
#এইচএসসিপর্যায়
প্রকাশের তারিখ:
২০২১-০৭-১৯
ডাউনলোড লিংক:
http://www.bteb.gov.bd/.../a8912791_a66b_4fb9.../3514.pdf

আগামী ০৫ আগস্ট ২০২১ খ্রি: পর্যন্ত কোভিড সংক্রান্ত বিধিমালা।

বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বেগমগঞ্জ,নোয়াখালি এর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের শিক্ষার্থীদের সরকারি পলিটেকনিকে স্থানান্তর সংক্রান্ত নোটিশ।
আগামি ১৯-০৭-২০২১ তারিখ সকাল ১০.০০ টার ভিতর ৩ টি পলিটেকনিক ইনস্টিটিউট এর নাম অফিসে/প্রতিষ্ঠান এ জানানোর জন্ন্যে বলা হলো।

⭕ ব্রেকিং নিউজ ⭕
➡️ ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং কারিকুলামে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকটতম জেলা সমূহের সরকারি পলিটেকনিকে স্থানান্তর করার নোটিশ প্রদান করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
📌 অর্থাৎ এখন হতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এ ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং কারিকুলাম থাকছে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের তাদের নিকটতম জেলা সমূহে বদলী করা হচ্ছে। সেই সাথে পরবর্তী পর্ব থেকে তারা সরাসরি নির্বাচিত সরকারি পলিটেকনিকে পড়াশোনার জন্য যোগ্য মতে বিবেচিত হবে।
🗣️ শিক্ষার্থীদের টিএসসি হতে সরকারি পলিটেকনিক এ বদলীর ক্ষেত্রে শিক্ষার্থীদের আবাসিক অবস্থান বিবেচনা করে (প্রথমত) ৩ টি সরকারি পলিটেকনিকে বদলীর জন্য চয়েছ দেওয়া হবে। সে গুলো যাছাই-বাছাই করে শিক্ষার্থীদের জন্য নিকটতম সরকারি যে কোন ১টি পলিটেকনিক নির্বাচন করা হবে এবং পরের পর্ব হতে শিক্ষার্থী সেই প্রতিষ্ঠানে অধ্যয়ন করবে।
⭕ প্রতিটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী বদলীর কাজ সমূহ অনলাইনে আগামী ২২/০৭/২০২১ইং এর মাঝে শেষ করবে।
🤳বিস্তারিত জানতে ভিজিট করুনঃ বাকাশিবে অফিসিয়াল ওয়েবসাইট।
www.bteb.gov.bd

Diploma engineering 4th and 6th semeter practical routine.

বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রের
ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং কোর্সের স্থগিতকৃত
পরিক্ষা ১৬/৭, ১৭/৭, ১৮/৭ ও ১৯/৭ তারিখে
পুর্বের সময় সুচি মোতবেক অনুষ্ঠিত হবে। বিস্তা
রিত আগামীকাল নোটিশ বোর্ডে জানা যাবে।
নোটিশ টি সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ
রইল।
অধ্যক্ষ
বেগমগঞ্জ টিএসসি।
বেগমগঞ্জ,নোয়াখালী।

ডিপ্লোমা ইজ্জিনিয়ারিং কোসের স্থগিত পরিক্ষাসমুহ আগামি ১৫-০৭-২০২১ তারিখ হতে শুরু হচ্ছে।

নোটিশ
বাকাশিবো
২৪/০৬/২০২১
ডিপ্লোমা পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ পুণরায় স্থগিত

Diploma Engineering Examination notice.
উপবৃত্তি ফরম পূরনের সময় আবার বাড়লো। এখনো টি এস সি বেগমগঞ্জের যে সকল ছাত্র ছাত্রী উপবৃত্তির আবেদন করো নাই তারা আগামী ০৮/০৫/২১ ইং এর মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র সহ প্রতিষ্ঠানে নিজ নিজ বিভাগে যোগাযোগ করার জন্য বলা হলো।

বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষ ১৪২৮ বঙ্গাব্দ এবং পবিত্র মাহে রমজানের শুভ কামনা।
এস এস সি পরিক্ষার্থী ২০২১ জুলাই-ডিসেম্বর ২০২০ এর উপবৃত্তি এর জন্য ফরম নিজ নিজ ট্রেড থেকে সংগ্রহ কর ১৩-০৪-২০২১ তারিখের ভিতর।

পরিক্ষার্থী ২০২১ জুলাই-ডিসেম্বর ২০২০ এর উপবৃত্তি এর জন্য ফরম নিজ নিজ ট্রেড থেকে সংগ্রহ কর।

উপবৃত্তি নোটিশ

কারিগরি উপবৃতি
নোটিশ

আজ ২৫ মার্চ, ১৯৭১ এর এই দিনে যাঁরা নির্মমভাবে নিহত হয়েছিলেন তাঁদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।

1st batch diploma engineer passed from Begumganj Technical School and College.
Electrical Technology-24
Power Technology-15
Total-39

বেগমগঞ্জ টেকনিকেল স্কুল এন্ড কলেজের ৫ম তলা ভবন এর নির্মান কাজ গত ১৩ -০৩-২০২১ইং রড দিয়ে কলামের রিং তৈরীর মধ্যদিয়ে শুরু হয়েছে।
Begumgonj Technical School and College er 5th tola bhoban er nirman kaj suru hoyeche.
শোক সংবাদ
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে মাগুরা
টি এস সি তে কর্মরত চীফ ইন্স. (ইলেক) জনাব হাসান আহমেদ অদ্য (০৫/০৩/২১) সকাল আনুমানিক ৬.৩০ ঘঃ নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না..........রাজিউন)।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করছে।
এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র সন্তান, মা, বাবা, ভাই, বোন, অসংখ্য ছাত্র-ছাত্রী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বেগমগঞ্জ টি এস সি এর সকল শিক্ষক ও কর্মচারিগন গভিরভাবে শোকাহত ও মর্মাহত।আমরা তার আত্মার শান্তি কামনা করি।

এস এস সি ভোক ২০২১ পরিক্ষার্থীদের
এর
ফর্ম ফিলাপ নোটিশ।
মাইজদী টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানান যাচ্ছে যে তোমাদের এস এস সি পরীক্ষা ২০২১ এর ফরম ফিলাপ আগামি ১-৮মার্চ।
অধ্যক্ষ
বেগমগঞ্জ, টিএসসি।

শ্রী শ্রী সরস্বতী পূজা।
সবার জন্য সরস্বতী পূজার শুভেচ্ছা রইল।
একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের এসাইনমেন্ট বিষয় ভিত্তিক শিক্ষকের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট সময়ে জমা দেয়ার জন্য বলা হইলো
দশম শ্রেণীর পুনর্বিন্যাস কৃত সিলেবাস কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এ পাওয়া যাচ্ছে
www.bteb.gov.bd
বিজ্ঞপ্তি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
এ্যাসাইনমেন্টের মাধ্যমে এইচএসসি (বিএম-ভোক) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ শ্রেণির বোর্ড চূড়ান্ত পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রক্রিয়াকরণ
http://www.bteb.gov.bd/sites/default/files/files/bteb.portal.gov.bd/notices/f790f5cf_d209_4be9_8fa6_628a4e6d36fc/Assignment,%20Information,%20Direction%20&%20Routine.pdf
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Begumgonj To Maijdhee Road
Noakhili
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |