▓▓▓▓ ব্রেকিং নিউজ ▓▓▓▓
প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা শুরু ১৯
নভেম্বর
চলতি বছর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের
প্রাথমিক ও
মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
শুরু হবে
১৯ নভেম্বর।
এ পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। ২৮
লাখ ৫০ হাজার
শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেবে। Noyon Ahmed Robi...
¥12 No Telkupy Azmatpur«GPS»Is Our School¥
Nearby schools & colleges
Rajshahi
Chapainawabganj
Arambag, Chapainawabganj
Nawabgonj
Nawabganj Town High School, Chapai Nawabganj
Chapai
Shahibag
Chamagram H. N High School, Chapai
Hlw Friends,I'm Sfm Noyon Ahmed Robi From Nawabganj,Rajshahi,Bangladesh,I'm Admin Of This Page,This
Operating as usual

Photos from ¥12 No Telkupy Azmatpur«GPS»Is Our School¥'s post
"""PSC""" EXaM- 2016
>>>>সাজেশন্সবহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৬ "বিজ্ঞান" (সঠিক উত্তর ২৭টি) : (all board)
১। তোমার বেঁচে থাকার জন্য যেসব খাদ্যের প্রয়োজন তা মেটানোর জন্য তুমি কার ওপর নির্ভর করবে?
ক. বাবা-মায়ের ওপর
খ. প্রাণীর ওপর
গ. শুধুই উদ্ভিদের ওপর
ঘ. উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপর
২। কোন জড় পদার্থগুলো জীবের জীবনধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. বৃষ্টি, নদী, পানি
খ. সূর্য, পানি, বায়ু
গ. সাগর, সাপ, বালি
ঘ. ইট, কাগজ, হাতি
৩। তোমার বোন প্লাস্টিকের খেলনা ভেঙে ফেলেছে। এটা তুমি কী করবে?
ক. পানিতে ফেলে দেবে
খ. জমিতে ফেলে দেবে
গ. রাস্তায় ফেলে দেবে
ঘ. পুড়িয়ে ফেলবে
৪। নগরায়ণের জন্য কোনো এলাকার গাছ কেটে ফেলা হলো। এতে ওই নগরে কোনটি বৃদ্ধি পাবে?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. জলীয় বাষ্প
৫। কৃষি ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির কী হয়?
ক. ক্ষয়রোধ হয়
খ. লবণাক্ততা বাড়ে
গ. উত্পাদন ক্ষমতা কমে
ঘ. উর্বরতা বজায় থাকে
৬। একটি গ্রামে খাবার পানির জন্য শুধু নদী ও পুকুরের পানি আছে। এ অবস্থায় তুমি কিভাবে পানি পান করবে?
ক. ২০ মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে পান করব
খ. ১০ মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে পান করব
গ. ১০ মিনিট ফিল্টার করে পান করব
ঘ. ২০ মিনিট সূর্যের আলোতে রেখে পান করব
৭। পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয় কিসের সাহায্যে?
ক. বিদ্যুতের সাহায্যে
খ. আগুনের সাহায্যে
গ. বাতাসের সাহায্যে
ঘ. সূর্যের তাপের সাহায্যে
৮। বিভিন্ন কারণে বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে পরিবেশে কী ঘটে?
ক. তাপমাত্রা বাড়ে
খ. তাপমাত্রা কমে
গ. তাপমাত্রা স্থিতিশীল থাকে
ঘ. ঠাণ্ডা বাড়ে
৯। তোমাদের বাসায় যদি আগুন লাগে তবে তুমি আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করবে?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. হাইড্রোজেন
ঘ. নাইট্রোজেন
১০। ইউরিয়া সার তৈরিতে ব্যবহৃত হয় গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় একটি উপাদান। উপাদানটি হলো—
ক. ইউরিক এসিড
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. কার্বন ডাই-অক্সাইড
১১। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তবু্ও আমরা বিভিন্ন শক্তির সঙ্গে পরিচিত। এরা হলো—
ক. শক্তির বিভিন্ন দশা
খ. শক্তির একই দশা
গ. বিভিন্ন পদার্থ থেকে সৃষ্ট
ঘ. বিভিন্ন পদার্থের ভাঙনে সৃষ্ট
১২। সূর্য থেকে আমরা যে প্রক্রিয়ায় তাপ পাই, তা হলো তাপের—
ক. পরিচলন খ. বিকিরণ
গ. পরিবহন ঘ. পরিবহন ও পরিচলন
১৩। কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত করার পর এটিকে আবার কিভাবে কঠিন পদার্থে পরিণত করবে?
ক. শীতল করে খ. উত্তপ্ত করে
গ. ফুটানোর মাধ্যমে ঘ. সূর্যের তাপে রেখে দেবে
১৪। বার্গার, পটেটো চিপস, চকোলেট ইত্যাদি খাদ্য কী নামে পরিচিত?
ক. ড্রাই ফুড খ. জাঙ্ক ফুড
গ. পুষ্টিকর ফুড ঘ. ভিটামিনসমৃদ্ধ ফুড
১৫। আলু, পেঁয়াজ, গাজর ইত্যাদি হিমাগারে রাখা হয় কেন?
ক. ঠাণ্ডা রাখার জন্য খ. খাদ্যমান বাড়ানোর জন্য
গ. ফরমালিন দেওয়ার জন্য ঘ. পচন রোধ করার জন্য
১৬। উচ্চতাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে কত দিন পর্যন্ত খাদ্য সংরক্ষণ করা যায়?
ক. ছয় মাস
খ. আট মাস
গ. এক বছর
ঘ. দুই বছর
১৭। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে?
ক. সবার সঙ্গে বন্ধুভাবাপন্ন
খ. লেখাপড়ায় অধিক মনোযোগী হয়
গ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
১৮। কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী?
ক. দূষিত বায়ু খ. দূষিত পানি
গ. আর্সেনিকযুক্ত পানি ঘ. বাসি খাবার
১৯। বাতাসে কোন গ্যাসের বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
২০। এখন থেকে কত বছর আগে মানুষ পাথর ঘষে অস্ত্র বানিয়েছে?
ক. প্রায় ২০ লাখ বছর খ. প্রায় ১০ লাখ বছর
গ. প্রায় ৩০ লাখ বছর ঘ. প্রায় ৪০ লাখ বছর
২১। সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো—
ক. কৃষিপ্রযুক্তি খ. যাতায়াতপ্রযুক্তি
গ. তথ্যপ্রযুক্তি ঘ. গৃহনির্মাণ প্রযুক্তি
২২। অনেক তথ্য অল্প জায়গায় সহজে বহন করার জন্য ব্যবহার করা হয়—
ক. ডিভিডি খ. পেনড্রাইভ
গ. সিডি ঘ. ল্যাপটপ
২৩। কম্পিউটার প্রযুক্তির প্রথম দিকে কোন কম্পিউটার ব্যবহার করা হতো?
ক. ল্যাপটপ কম্পিউটার খ. ভাল্ব কম্পিউটার
গ. পুরনো কম্পিউটার ঘ. অফিস কম্পিউটার
২৪। তথ্য পাঠানো ও গ্রহণ করার সবচেয়ে চমকপ্রদ পদ্ধতি কোনটি?
ক. মোবাইল ফোন খ. টেলিফোন
গ. ফ্যাক্স ঘ. কম্পিউটার নেটওয়ার্ক
২৫। উচ্চচাপের এলাকা থেকে বায়ু কখন নিম্নচাপের এলাকার দিকে ধাবিত হয়?
ক. বায়ুর চাপ বেড়ে গেলে
খ. বায়ুর চাপ ভীষণভাবে কমে গেলে
গ. জলীয় বাষ্প কমে গেলে
ঘ. জলীয় বাষ্প বেড়ে গেলে
২৬। শীতকালে কেন কম বৃষ্টি হয়? কারণ শীতকালে—
ক. বায়ুর তাপমাত্রা বেশি থাকে খ. বায়ুর চাপ বেশি থাকে
গ. বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে
ঘ. বায়ু শুষ্ক থাকে বলে
২৭। কখন বৃষ্টি হতে পারে, যখন বায়ু—
ক. ঠাণ্ডা থাকে খ. গরম ও আর্দ্র থাকে
গ. স্বাভাবিক তাপমাত্রা এবং শীতল থাকে
ঘ. উষ্ণ ও শুষ্ক থাকে
উত্তরমালা
১। ঘ. উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপর
২। খ. সূর্য, পানি, বায়ু
৩। ঘ. পুড়িয়ে ফেলবে
৪। খ. কার্বন ডাই-অক্সাইড
৫। গ. উত্পাদন ক্ষমতা কমে
৬। ক. ২০ মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে পান করব
৭। ঘ. সূর্যের তাপের সাহায্যে
৮। ক. তাপমাত্রা বাড়ে
৯। খ. কার্বন ডাই-অক্সাইড
১০। গ. নাইট্রোজেন
১১। ক. শক্তির বিভিন্ন দশা
১২। খ. বিকিরণ
১৩। ক. শীতল করে
১৪। খ. জাঙ্ক ফুড
১৫। ঘ. পচন রোধ করার জন্য
১৬। ক. ছয় মাস
১৭। ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
১৮। খ. দূষিত পানি
১৯। ঘ. কার্বন ডাই-অক্সাইড
২০। ক. প্রায় ২০ লাখ বছর
২১। গ. তথ্যপ্রযুক্তি
২২। খ. পেনড্রাইভ
২৩। খ. ভাল্ব কম্পিউটার
২৪। ঘ. কম্পিউটার নেটওয়ার্ক
২৫। খ. বায়ুর চাপ ভীষণভাবে কমে গেলে
২৬। ঘ. বায়ু শুষ্ক থাকে বলে
২৭ খ. গরম ও আর্দ্র থাকে।
প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : গণিত বহু নির্বাচন
১। নিচের কোনটি দৈর্ঘ্য পরিমাপের মূল
একক?
ক. মিটার
খ. সেন্টিমিটার
গ. লিটার
ঘ. গ্রাম
উত্তর : মিটার
২। ৩৬ সেন্টিমিটার ৮ মিলিমিটারকে
একসঙ্গে মিলিমিটারে প্রকাশ করলে কত
হবে?
ক. ৩৬০ মিলিমিটার
খ. ৩৬৮ মিলিমিটার
গ. ৩৬৬ মিলিমিটার
ঘ. ৩৩৮ মিলিমিটার
উত্তর : ৩৬৮ মিলিমিটার
৩। কিলোমিটার মূল একক মিটারের কত
গুণ?
ক. দশ
খ. হাজার
গ. শত
ঘ. দশ হাজার
উত্তর : হাজার
৪। এক মেট্রিক টন সমান কত কেজি?
ক. ১০০ কেজি
খ. ১০০০ কেজি
গ. ১০০০০ কেজি
ঘ. ১০০০০০ কেজি
উত্তর : ১০০০ কেজি
৫। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ?
ক. কর্ণদ্বয়ের গুণফল
খ. ২ x (দৈর্ঘ্য + প্রস্থ)
গ. (দৈর্ঘ্য)২
ঘ. দৈর্ঘ্য x প্রস্থ
উত্তর : দৈর্ঘ্য x প্রস্থ
৬। বর্গের ক্ষেত্রফল = ?
ক. (দৈর্ঘ্য)২
খ. ২ x বর্গদ্বয়ের গুণফল
গ. দৈর্ঘ্য x প্রস্থ
ঘ. ১২ x ভূমি x উচ্চতা
উত্তর : (দৈর্ঘ্য)২
৭। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল = ?
ক. ১২ x ভূমি x উচ্চতা
খ. ২ x ভূমি x উচ্চতা
গ. ১২ x পরিসীমা
ঘ. ২ x পরিসীমা
উত্তর : ১২ x ভূমি x উচ্চতা
৮। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল
নির্ণয়ের জন্য ভূমি ও উচ্চতার গুণফলকে কত
দ্বারা ভাগ করতে হবে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
উত্তর : ২
৯। কোনটি সঠিক নয়?
ক. ত্রিভুজের ভূমি = ২ x
ক্ষেত্রফল ÷ উচ্চতা
খ. আয়তাকার জমির প্রস্থ
= ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য
গ. ত্রিভুজের উচ্চতা =
ক্ষেত্রফল ÷ ভূমি
ঘ. বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২
মিটার হলে, ক্ষেত্রফল ৪ বর্গমিটার
উত্তর : ত্রিভুজের উচ্চতা =
ক্ষেত্রফল ÷ ভূমি
আরো কার কি লাগবে কমেন্ট করুন,
"""PSC""" EXaM- 2016
>>>>সাজেশন্সবহুনির্বাচনী প্রশ্নোত্তর
Pscexam-2016__
→বাংলাদেশ ও বিশ্ব পরিচয়:----
____মার্কস:-100
!★ i) সঠিক উত্তর দাও : ১–৫০ = ৫০
১। আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত
গৌরবময় ঘটনা কোনটি?
ক. ভাষা আন্দোলন
খ. ৬ দফা আন্দোলন
গ. মহান মুক্তিযুদ্ধ
ঘ. গণ-অভ্যুত্থান
২। বাংলাদেশের অস্থায়ী সরকার কোন
জেলায় গঠন করা হয়?
ক. কুষ্টিয়া জেলায়
খ. মেহেরপুর জেলায়
গ. ঝিনাইদহ জেলায়
ঘ. চুয়াডাঙ্গা জেলায়
৩। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০
শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে।
এতে আমাদের কী ক্ষতি হবে?
ক. পানি ও বাতাস দূষিত হবে
খ. বনভূমি ধ্বংস হবে
গ. খাদ্য, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষতি
হবে
ঘ. কৃষি জমির উর্বরতা নষ্ট হবে
৪। কত বছরের বেশি সময়ের আবহাওয়ার
গড়কে জলবায়ু বলা হয়?
ক. ২০-৩০ বছর
খ. ৩০-৪০ বছর
গ. ৪০-৫০ বছর
ঘ. ৫০-৬০ বছর
৫। মামুন পদ্মাপারের একটি গ্রামে বাস
করে। ওদের গ্রামটি পদ্মার ভাঙনে প্রায়
নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই নদী ভাঙনের
অন্যতম কারণ কোনটি?
ক. বালু উত্তোলন
খ. নদী খনন
গ. নদীতীরবর্তী গাছপালা কাটা
ঘ. মারাত্মক বন্যা
৬। সিফাত ইতিহাস বই পড়ে জানতে পারল
যে বাহাদুর শাহ পার্কে ইংরেজ শাসনামলে
এক দল বিদ্রোহীর ফাঁসি দেওয়া হয়। ওই
বিদ্রোহের নাম ছিল—
ক. নীল বিদ্রোহ
খ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
গ. সাঁওতাল বিদ্রোহ
ঘ. সিপাহি বিদ্রোহ
৭। ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের
কিসের পরিচয় বহন করে?
ক. সভ্যতার খ. সংস্কৃতির
গ. গৌরবের
ঘ. সভ্যতা ও সংস্কৃতির
৮। নিচের কোন শস্যটি আমাদের দেশ
সবচেয়ে বেশি আমদানি করে?
ক. ধান খ. গম
গ. ডাল ঘ. ভুট্টা
৯। তোমার এক বন্ধু রাস্তার মাঝখান দিয়ে
হাঁটছে—এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. তুমিও রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে
খ. ফুটপাত দিয়ে হাঁটবে
গ. বন্ধুর সঙ্গে তুমিও মাঝখান দিয়ে
হাঁটবে
ঘ. কোনোটিই নয়
১০। একটি শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত
হয়ে ক্ষেতে কাজ করছে। একে তুমি
কী বলবে?
ক. মানবাধিকার চর্চা
খ. মানবাধিকার
গ. মানবাধিকার লঙ্ঘন
ঘ. মানবাধিকার সংরক্ষণ
১১। মমতাকে তার গৃহকর্ত্রী ঠিকমতো
খেতে দেয় না। মমতা কোন অধিকার
থেকে বঞ্চিত হচ্ছে?
ক. রাজনৈতিক অধিকার
খ. সাংস্কৃতিক অধিকার
গ. মানবাধিকার
ঘ. সামাজিক অধিকার
১২। ক্ষুদ্র ও কুটির শিল্প বাংলাদেশে কী
ধরনের ভূমিকা পালন করছে?
ক. মানুষের দৈনন্দিন চাহিদা মেটাচ্ছে
খ. মানুষের কর্মসংস্থান হচ্ছে
গ. অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখছে
ঘ. ওপরের সব কয়টি
১৩। শিল্পাচার্য জয়নুল আবেদিন
সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা
করেন কেন?
ক. যাতায়াত সহজ বলে
খ. গৌরব ধরে রাখার জন্য
গ. একসময় রাজধানী ছিল বলে
ঘ. ঢাকার নিকটে বলে
১৪। নিচের চারজনের মধ্যে কে স্বাধিকার
আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
ক. মাস্টার দা সূর্যসেন
খ. নবাব আব্দুল লতিফ
গ. বেগম রোকেয়া
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৫। রিহাব তার বন্ধুদের সঙ্গে বিভিন্ন
ঐতিহাসিক স্থান ভ্রমণে বের হয়ে
করতোয়া নদীর তীরে পৌঁছল। তারা
সেখানে কোন নিদর্শনটি দেখতে
পেয়েছিল।
ক. পাহাড়পুর
খ. উয়ারী-বটেশ্বর
গ. মহাস্থানগড়
ঘ. ময়নামতী
১৬। তুমি বাড়িতে একা আছ। কোনো
অপরিচিত লোক এসে দরজা ধাক্কা দিলে তুমি
কী করবে?
ক. তার সঙ্গে সৌজন্যমূলক আচরণ
করবে
খ. ভয়ে চিত্কার করে কাঁদবে
গ. দরজা খুলবে না
ঘ. দরজা খুলে তাকে বসতে বলবে
১৭। নিচের কোন স্থানে সার কারখানা
রয়েছে?
ক. ফেনী খ. পাকশী
গ. খুলনা ঘ. ফেঞ্চুগঞ্জ
১৮। বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের
উপাদান কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৯। গণতান্ত্রিক মনোভাব হলো—
ক. ব্যক্তিগত ও সামাজিক গুণ
খ. অসামাজিক গুণ
গ. আর্থিক ও পারিপার্শ্বিক গুণ
ঘ. ধর্মীয় ও নৈতিক গুণ
২০। কোনো কোনো অটিস্টিক শিশু
কাপড় পরতে চায় না কেন?
ক. সংবেদনশীল ত্বকের কারণে
খ. গরমের জন্য
গ. স্পর্শের জন্য
ঘ. ঘ্রাণের জন্য
২১। অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের
কোন সম্পদটি সবচেয়ে বেশি
প্রয়োজন?
ক. যন্ত্রপাতি
খ. অবকাঠামোগত উন্নয়ন
গ. পোশাক ঘ. মূলধন
২২। নারী ও পুরুষের সমান অংশগ্রহণ না
থাকলে দেশের কী হয়?
ক. উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়
খ. উন্নয়নের অগ্রগতি হয়
গ. সমাজে সচেতনতা বৃদ্ধি পায়
ঘ. শিক্ষার মান উন্নত হয়
২৩। সুমির চাচা কিশোরগঞ্জ জেলা
থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
কিশোরগঞ্জ কোন সেক্টরের
অন্তর্গত ছিল?
ক. ৩ নম্বর খ. ৫ নম্বর
গ. ৭ নম্বর ঘ. ৯ নম্বর
২৪। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের
মূল উপাদান বলে তুমি কোনটিকে মনে
করো?
ক. জনসম্পদ, সামাজিক সম্পদ, প্রাকৃতিক
সম্পদ
খ. মূলধন, শ্রমশক্তি, জনসম্পদ
গ. প্রাকৃতিক সম্পদ, সামাজিক সম্পদ, মূলধন
ঘ. জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ, মূলধন
২৫। বিশ্বের দেশগুলোর জন্য কোনটি
খুবই প্রয়োজন?
ক. ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব
খ. বন্ধুত্ব ও সহযোগিতা
গ. সম্প্রীতি ও সহযোগিতা
ঘ. ভ্রাতৃত্ব ও সম্প্রীতি
২৬। মানিক বান্দরবান শহরের কাছে চিম্বুক
পাহাড়ে একটি ক্ষুদ্রজাতিসত্ত
া দেখতে পায়।
তার দেখা জাতিসত্তা পরিবারের প্রধান কে?
ক. মাতা খ. পিতা
গ. বড় ভাই ঘ. ছোট মেয়ে
২৭। সোহেলের এক বন্ধু ম্রো
নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সোহেল
তাদের বাড়িতে গেলে কোন সুস্বাদু খাবারটি
খেতে পারবে?
ক. পান-সুপারি খ. নাপ্পি
গ. বাঁশের কোঁড়ল ঘ. মধু
২৮। ইউনেসকো জয়িতার ভাষাকে ঝুঁকিপূর্ণ
বলে চিহ্নিত করেছে। সঠিক উপায়ে
রক্ষণাবেক্ষণ না হলে ভাষাটি হারিয়ে যাবে।
জয়িতার ভাষা কোনটি?
ক. উমোই খ. ম্রো
গ. মনখেমে ঘ. আচিক
২৯। নাগরিকরা কিভাবে রাষ্ট্রের শাসনকাজে
অংশগ্রহণ করে?
ক. ভোটদানের মাধ্যমে
খ. কর প্রদানের মাধ্যমে
গ. লেখাপড়া করার মাধ্যমে
ঘ. রাজনীতি করার মাধ্যমে
৩০। খালেদ দেশের উত্তর-
পশ্চিমাঞ্চলের একটি জেলায় বাস করে। তার
এলাকার জন্য মারাত্মক দুর্যোগ কোনটি?
ক. খরা খ. নদীভাঙন
গ. বন্যা ঘ. জলোচ্ছ্বাস
৩১। অরণী তার বাবার সঙ্গে জামালপুর
জেলার ইসলামপুরে বেড়াতে যায়।
অরণীর বেড়াতে যাওয়ার স্থানটি কোন
শিল্পের জন্য বিখ্যাত?
ক. মৃৎ
খ. কাঁসা
গ. তামাক
ঘ. রেশম
৩২। ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার
নর’—এখানে কবি কী বুঝিয়েছেন?
ক. নারীর শ্রেষ্ঠত্ব
খ. পুরুষের শ্রেষ্ঠত্ব
গ. নারী-পুরুষ বৈষম্য
ঘ. নারী-পুরুষ সমতা
৩৩। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ২৫ অক্টোবর ১৯৭৮
খ. ২৪ অক্টোবর ১৯৭৪
গ. ২৫ অক্টোবর ১৯৪৫
ঘ. ২৪ অক্টোবর ১৯৪৫
৩৪। জাতিসংঘ তথ্যমতে, বাংলাদেশে গৃহহীন
মানুষের সংখ্যা কত?
ক. প্রায় ৮ লাখ
খ. প্রায় ৯ লাখ
গ. প্রায় ১০ লাখ
ঘ. প্রায় ১১ লাখ
৩৫। উয়ারী-বটেশ্বরে সমুদ্র বাণিজ্যের
প্রচলন ছিল। এ থেকে বোঝা যায় এলাকাটি—
ক. বাণিজ্যিকভাবে উন্নত ছিল
খ. সাংস্কৃতিকভাবে উন্নত ছিল
গ. ধর্মীয়ভাবে উন্নত ছিল
ঘ. সামাজিকভাবে উন্নত ছিল
৩৬। বিনা অনুমতিতে মেয়েরা বাড়ির বাইরে
গেলে পরিবারের কী নষ্ট হয় বলে
ধরে নেওয়া হয়?
ক. ধন-সম্পদ খ. সুনাম
গ. টাকাপয়সা ঘ. আত্মীয়তা
৩৭। তুমি সমাজের অসুবিধাগ্রস্ত মানুষের
প্রতি কী ধরনের আচরণ করবে?
ক. অসহযোগিতামূলক
খ. অসহিষ্ণু
গ. পীড়াদায়ক
ঘ. সহযোগিতামূলক
৩৮। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি
কী?
ক. ব্যক্তিতন্ত্র খ. সমাজতন্ত্র
গ. স্বৈরতন্ত্র ঘ. গণতন্ত্র
৩৯। শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে
কী হয়?
ক. বন্যা খ. খরা
গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প
৪০। তুমি বিশ্বব্যাংকের সদর দপ্তর ভ্রমণ
করতে চাইলে কোন দেশটি ভ্রমণ
করবে?
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স ঘ. ইতালি
৪১। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে
১৯৭১ সালের কত তারিখ যৌথ বাহিনী গঠন করা
হয়?
ক. ২০ নভেম্বর
খ. ২৩ নভেম্বর
গ. ২১ নভেম্বর
ঘ. ২২ নভেম্বর
৪২। মোহনা এবার ঈদে একটি জামদানি শাড়ি
কিনতে চায়। এই ঐতিহ্যবাহী শাড়িটি কোন
শিল্পের অন্তর্গত?
ক. বস্ত্রশিল্প খ. পোশাকশিল্প গ.
তাঁতশিল্প ঘ. রেশমশিল্প
৪৩। তুমি ভ্রমণে গিয়ে পাহাড়পুরের বৌদ্ধবিহারটি
দেখতে পেলে। এটি আনুমানিক কত
খ্রিস্টাব্দে নির্মিত হয়?
ক. ৭৫০-৭৬১ খ্রি.
খ. ৪৭০-৫১০ খ্রি.
গ. ৭৮১-৮২১ খ্রি.
ঘ. ৭৮৫-৮২৫ খ্রি.
৪৪। তোমার নানার বাড়ি কুমিল্লার
ময়নামতীতে। এখানে কোন সভ্যতার
প্রত্নসৃলের অনেক নিদর্শন পাওয়া
গেছে?
ক. বৌদ্ধ সভ্যতার খ. হিন্দু সভ্যতার
গ. মুসলিম সভ্যতার
ঘ. খ্রিস্টান সভ্যতার
৪৫। বিদ্যালয়ে থাকা অবস্থায় ভূমিকম্প শুরু
হলে তুমি কী করবে?
ক. ছোটাছুটি করব খ. নিজ আসনে
বসে থাকব গ. বেঞ্চের নিচে আশ্রয়
নিব ঘ. বাড়ির জন্য কান্নাকাটি করব
৪৬। আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ
এখনো অক্ষরজ্ঞানহীন?
ক. ২০ শতাংশ খ. ২৫ শতাংশ গ. ৩০ শতাংশ ঘ.
৩৫ শতাংশ
৪৭। সদস্য দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব
স্থাপন ও পরস্পর মিলেমিশে চলা কোন
সংস্থার উদ্দেশ্য—
ক. সার্ক খ. জাতিসংঘ গ. ইউএনডিপি ঘ.
নিরাপত্তা পরিষদ
৪৮। একটি শিশু ইটের ভাটায় কাজ করছে।
শিশুটির ক্ষেত্রে কী ঘটছে?
ক. সামাজিক অধিকার লঙ্ঘিত হচ্ছে খ.
অর্থনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে
গ. মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ঘ. পারিবারিক
অধিকার লঙ্ঘিত হচ্ছে
৪৯। অর্পিতার ছোট বোন অটিস্টিক শিশু
হলেও বিশেষ প্রতিভার অধিকারী। এ
ক্ষেত্রে সে কোন প্রতিভার অধিকারী?
ক. খেলাধুলা
খ. উপস্থিত বক্তৃতা
গ. বিতর্ক ঘ. অঙ্কন
৫০। তোমার এলাকায় কৃষি জমির লবণাক্ততা
বৃদ্ধির কারণ হতে পারে—ক. অতিবৃষ্টি খ.
বাতাসের গতি পরিবর্তন গ. আর্দ্রতা পরিবর্তন
ঘ. জলবায়ু পরিবর্তন
ii) নিচের প্রশ্নগুলোর উত্তর
সংক্ষেপে উত্তরপত্রে লেখো : ১–১৫
= ১৫
ক. মহান মুক্তিযুদ্ধের শুরু কিভাবে
হয়েছিল?
খ. ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য কী
ছিল?
গ. পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ
পুরাকীর্তিটি কী নামে পরিচিত?
ঘ. বাংলাদেশের প্রধান খাদ্যজাতীয়
কৃষিদ্রব্যগুলোর নাম লেখো।
ঙ. কেন এবং কত তারিখ ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’
পালিত হয়?
চ. ইউএনডিপির মূল কাজ কী?
ছ. অটিজম বলতে কী বোঝো?
জ. আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি
কী?
ঝ. সমাজে নারী নির্যাতনের একটি কারণ
লেখো।
ঞ. খাসিয়াদের প্রধান খাদ্য কী কী? ট.
মহাস্থানগড় বাংলার কোন সময়কালের
ইতিহাসের সাক্ষ্য বহন করে?
ঠ. খাবারে মসলা ব্যবহার করা হয় কেন?
ড. গৃহহীন মানুষেরা কেন শহরে চলে
আসে?
ঢ. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য
রাষ্ট্রগুলোর নাম লেখো।
ণ. ওঁড়াওদের প্রধান উৎসবের নাম কী?
iii) ক, খ, গ, ঘ ও ঙ নম্বর প্রশ্নসহ
যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দাও :
৫–৭ = ৩৫
ক. ব্রিটিশরা কেন বাংলায় আগমন করে?
ব্রিটিশ শাসনের চারটি প্রভাব লেখো।
খ. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে
ছিলেন? ৪টি বাক্যে আমাদের মুক্তিযুদ্ধে
মুজিবনগর সরকারের গুরুত্ব তুলে ধরো।
গ. যেকোনো ধরনের দুর্যোগ
মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে বাড়িতে
আমাদের পাঁচটি করণীয় সম্পর্কে
লেখো।
ঘ. তোমার শ্রেণির কোনো
শিক্ষার্থীর আচরণ যদি অটিস্টিক শিশুর মতো
হয়, তবে তুমি তার সঙ্গে কেমন আচরণ
করবে—তা পাঁচটি বাক্যে লেখো।
ঙ. সোনারগাঁ কোথায় অবস্থিত?
নদীতীরবর্তী নগর হিসেবে
সোনারগাঁয়ের গুরুত্ব চারটি বাক্যে
লেখো।
চ. আমরা সমাজের সদস্য। সমাজের
সদস্য হিসেবে সমাজের প্রতি আমাদের
পাঁচটি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে লেখো।
ছ. মানবাধিকার রক্ষায় আমাদের পাঁচটি
করণীয় সম্পর্কে লেখো।
জ. জাতিসংঘ গঠনের পাঁচটি উদ্দেশ্য
লেখো।
পরবর্তী আপডেট পেতে লাইক দিয়ে এক্টিভ থাকুন
(সকল বোর্ডের গুরুত্বপূর্ণ্য)
প্রাথমিক শিক্ষা সমাপনী
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
সঠিক উত্তরটি লেখো।
১। অটিস্টিক শিশুর প্রতিভা কোনটি?
ক. খেলাধুলা করা
খ. গান গাওয়া ও অঙ্কন করা
গ. নৃত্য করা
ঘ. মারামারি করা
উত্তর : খ. গান গাওয়া ও অঙ্কন করা
২। মানবাধিকারবিরোধী কাজ কোনটি?
ক. শিশু রক্ষা
খ. নিরক্ষরতা দূরীকরণ
গ. শিশু ও নারী পাচার
ঘ. যৌতুক না দেওয়া
উত্তর : গ. শিশু ও নারী পাচার
৩। নারী জাগরণের হাতিয়ারস্বরূপ কী?
ক. সম্পদ
খ. প্রতিভা
গ. শিক্ষা
ঘ. প্রশিক্ষা
উত্তর : গ. শিক্ষা
৪। নায্য মজুরি পেতে নারীরা প্রথম কত সালে আন্দোল করে?
ক. ১৯৫৭
খ. ১৮৫৭
গ. ১৮৬৭
ঘ. ১৯১৫
উত্তর : ক. ১৯৫৭
৫। ক্লারা জেটকিন কোন দেশের নারী নেত্রী?
ক. জাপান
খ. চীন
গ. ভারত।
ঘ. জার্মান
উত্তর : ঘ. জার্মান
৬। রাকিব ও তার বন্ধুরা মিলে এলাকায় গাছ লাগানোর উদ্যোগ নেয়। তাদের এই উদ্যোগটি কোন ধরনের দায়িত্ব?
ক. পারিবারিক
খ. সামাজিক
গ. ব্যক্তিগত
ঘ. রাষ্ট্রীয়
উত্তর : খ. সামাজিক
৭। তুমি রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেললে। এ ক্ষেত্রে প্রথমে তোমার করণীয় ক
ক. ডাক্তার ডেকে আনা
খ. প্রাথমিক চিকিৎসা নেওয়া
গ. প্রতিবেশিদের খবর দেওয়া
ঘ. হাসপাতালে যাওয়া
উত্তর : খ. প্রাথমিক চিকিৎসা নেওয়া
৮। বাংলাদেশের সুন্দরবন কোন ধরনের সম্পদ?
ক. পারিবারিক
খ. সামাজিক
গ. রাষ্ট্রীয়
ঘ. জাতীয়
উত্তর : গ. রাষ্ট্রীয
৯। সতর্ক হয়ে রাস্তায় চললে কোনটি প্রতিরোধ করা সম্ভব?
ক. দুর্ঘটনা
খ. যানজট
গ. সময়ের অপচয়
ঘ. অধিক খরচ
উত্তর : ক. দুর্ঘটনা
১০। মিসেস রাজিয়া যেকোনো কাজে নিজের সিদ্ধান্ত সবার ওপর চাপিয়ে দেন। তার আচরণে কোন গুণটি অনুপস্থিত?
ক. সচেতন মনোভব
খ. কর্তৃত্বের মনোভব
গ. গণতান্ত্রিক মনোভব
ঘ. নেতৃত্বের মনোভব
উত্তর : গ. গণতান্ত্রিক মনোভব
১১। দেশকে উত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য সব জায়গায় গণতেন্ত্রর চর্চা করতে হবে। এর ফলে কোনটি ঘটবে?
ক. সমাজের উন্নয়ন
খ. ব্যক্তির উন্নয়ন
গ. বিদ্যালয়ের উন্নয়ন
ঘ. রাস্তাঘাটের উন্নয়ন
উত্তর : ক. সমাজের উন্নয়ন
১২। বাংলাদেশ কী ধরনের রাষ্ট্র?
ক. গণতান্ত্রিক
খ. একনায়কতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. স্বৈরতান্ত্রিক
উত্তর : ক. গণতান্ত্রিক
১৩। পরস্পরের মতের প্রতি আমরা কিরূপ আচরণ করব?
ক. শ্রদ্ধাশীল হব
খ. অবহেলা করব
গ. অন্যদের মতামত গ্রহণ করব না
ঘ. নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করব
উত্তর : ক. শ্রদ্ধাশীল
১৪। কোন নৃ-গোষ্ঠীর বাড়ির নাম ‘নকমান্দি’
ক. খাসি
খ. ম্রা
গ. গারো
ঘ. ত্রিপুরা
উত্তর : গ. গারো
১৫। বাংলাদেশের একটি ক্ষুদ্র জাতিসত্তা মনে করে ‘ধরমেশ’ পৃথিবীর সৃষ্টিকর্তা। ওই ক্ষুদ্র জাতির নাম কী?
ক. খাসি খ. ওঁরাও
গ. গারো
ঘ. ত্রিপুরা
উত্তর : খ. ওঁরাও
১৬। ম্রো পরিবারের প্রধান কে?
ক. মাতা
খ. পিতা
গ. বড় ভাই
ঘ. বড় বোন
উত্তর : ক. মাতা
১৭। ক্যাপ্টেন আসাদ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেন। এই বাহিনী জাতিসংঘের কোন শাখার অধীন?
ক. সাধারণ পরিষদ
খ. অছি পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. সচিবালয়
উত্তর : গ. নিরাপত্তা পরিষদ
১৮। প্রতিবছর ২৪ অক্টোবর একটি দিবস পালন করা হয়। এটি কী দিবস?
ক. মানবাধিকার দিবস
খ. পরিবেশ দিবস
গ. বিজয় দিবস
ঘ. জাতিসংঘ দিবস
উত্তর : ঘ. জাতিসংঘ দিবস
১৯। নেপাল ও ভারত সার্কের সদস্য। এতে দুটি দেশের ক্ষেত্রে কোনটি ঘটবে?
ক. ভ্রাতৃত্ব সৃষ্টি
খ. ঝগড়া সৃষ্টি
গ. দ্বন্দ্ব সৃষ্টি
ঘ. মতবিরোধ সৃষ্টি
উত্তর : ক. ভ্রাতৃত্ব সৃষ্টি
২০। জাতিসংঘের কোন পরিষদ বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে?
ক. সাধারণ পরিষদ
খ. অছি পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. সচিবালয়
উত্তর : ক. সাধারণ পরিষদ
২১। খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়?
ক. রোমে
খ. জেনেভায়
গ. লন্ডনে
ঘ. ওয়াশিংটনে
উত্তর : ক. রোমে
২২। সার্ক কত সালে গঠিত হয়?
ক. ১৯৮৪
খ. ১৯৮৫
গ. ১৯৮৬
ঘ. ১৯৮৭
উত্তর : খ. ১৯৮৫
প্রাথমিক শিক্ষা সমাপনী বাংলাদেশ ও বিশ্বপরিচয় (রচনামূলক উত্তর ২০টি)
_______
মডেল-১:ক, খ, গ, ঘ ও ঙ নম্বর প্রশ্নসহ যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দাও। ৫–৭ = ৩৫ক. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এ সরকার কোথায় শপথগ্রহণ করে? এ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? এ সরকারের তিনটি গুরুত্ব লেখো। ১+১+৩=৫খ. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন? এ যুদ্ধের দুটি কারণ ও দুটি ফলাফল সম্পর্কে লেখো। ১+২+২=৫গ. কোন ঐতিহাসিক নিদর্শনটি প্রায় ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করছে? এটি কোথায় অবস্থিত? এর কোন কোন জিনিস মানুষকে আকৃষ্ট করবে? ১+১+৩=৫ঘ. বাংলাদেশের মোট রপ্তানি আয়ের বেশির ভাগ আসে কোন শিল্প থেকে? বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পের চারটি গুরুত্বপূর্ণ দিক নির্ণয় করো। ১+৪=৫ঙ. সমাজে নারী শিক্ষার ব্যাপারে অসামান্য অবদান রাখেন কে? তিনি কখন জন্মগ্রহণ করেন? নারী শিক্ষার ব্যাপারে তাঁর অবদান তিনটি বাক্যে লেখো। ১+১+৩=৫চ. সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য পাঁচটি বাক্যে লেখো। ৫ছ. আমাদের সমাজে শিশুদের মানবাধিকার কিভাবে লঙ্ঘন হচ্ছে, এর পাঁচটি উদাহরণ দাও। ৫জ. বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কী কী ঘটছে, পাঁচটি বাক্যে লেখো। ৫ঝ. তোমার শ্রেণির কোনো শিক্ষার্থীর আচরণ যদি অটিস্টিক শিশুর মতো হয়, তবে তুমি তারসঙ্গে কেমন আচরণ করবে—পাঁচটি বাক্যে লেখো। ৫ঞ. সার্ক কখন গঠিত হয়? সার্ক গঠনের চারটি লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে লেখো। ৫মডেল-২:ক, খ, গ, ঘ ও ঙ নম্বর প্রশ্নসহ যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দাও : ৫–৭ = ৩৫ক) অপারেশন সার্চ লাইট কী? অপারেশন সার্চ লাইটের ৪টি ফলাফল লেখো। ১+৪=৫খ) কত সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল? এই বিদ্রোহের ৪টি কারণ লেখো। ১+৪=৫গ) লালবাগ দুর্গ কোথায় অবস্থিত? লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য কী? লালবাগদুর্গ সম্পর্কে ৩টি বাক্য লেখো। ১+১+৩=৫ঘ) ইউনিসেফের পুরো নাম কী? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফের ৩টি কাজ উল্লেখ করো। ১+১+৩=৫ঙ) পাটকে কেন সোনালি আঁশ বলা হয়? পাটের ৩টি ব্যবহার সম্পর্কে লেখো। ২+৩=৫চ) খাসিদের খাদ্য ও পোশাক সম্পর্কে লেখো। ৫ছ) বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার ৫টি উপায় সম্পর্কে লেখো। ৫জ) রাষ্ট্রের প্রতি আমাদের ৫টি কর্তব্য সম্পর্কে লেখো। ৫ঝ) আমাদের সমাজে মেয়েরা কিভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা ৫টি বাক্যেলোখা। ৫ঞ) ৫টি মৌলিক মানবাধিকার সম্পর্কে লেখো। ৫
""""PSC"""" EXAM- 2016
>>>>সাজেশন্স
পিএসসি পরীক্ষা-২০১৬
বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
রচনামূলক প্রশ্ন:
ক) সার্কের ৫টি উদ্দেশ্য লেখ।
খ) ইউনিসেফ এর ৫টি কাজ লেখ।
গ) মুক্তিযুদ্ধের সময় এদেশের ৫টি ক্ষয়ক্ষতি উল্লেখ কর।
ঘ) বেগম রোকেয়া কে ছিলেন? নারীদের উন্নয়নে বেগম
রোকেয়ার ৪টি অবদান লেখ।
ঙ) আমাদের অর্থনীতিতে পোশাক শিল্পের ৫টি গুরুত্ব
লেখ।
চ) পলাশী যুদ্ধের ৫টি ফলাফল লেখ।
ছ) ঐতিহাসিক স্থান পরিদর্শন করবে কেন ৫টি বাক্যে
লিখ।
জ) আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ৫টি গুরুত্ব
লেখ।
ঝ) বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ৫টি কারন লেখ।
ঞ) জাতিসংঘের ৫টি উদ্দেশ্য লেখ।
→ অবশ্যই কমান্ট বক্সে একটা Thanks দিবন?
PSC পরীক্ষার ১০০% কমন প্রশ্ন ও সাজেশন পেতে নিচের নাম্বারে যোগাযোগ করুন ইমু নাম্বার 01783022209,,
→ কার কোন বোর্ডের প্রশ্ন লাগবে বোর্ডের নাম লিখে
কমান্ট করো? ইংরেজী এবং বাংলা প্রশ্নের মত ১০০%
কমন প্রশ্নে দিব ইনবক্সে। সবাই কমান্ট করুন?
প্রাথমিক শিক্ষা সমাপনী (বাংলা) সাজেশন:
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট
: পূর্ণমান ১০০
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো :
‘ফুটবল খেলোয়াড়’ কবিতায় এক মজার বন্ধুর কথা বলা হয়েছে। জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলাপাগল সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায়। সন্ধ্যাবেলায় তার ঘরে গেলে দেখা যায়, তার হাতে-পায়ে পটি বাঁধা। মেসের চাকর তার ক্ষত স্থানে সেঁক দিতে গিয়ে লবেজান হয়। তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে। সব দর্শক তার বাঁ পায়ে ড্রিবলিং করে ডান পায়ে বল ঠেলা মারার কৌশলটি উপভোগ করে। খেলার সময় তার ভাঙা হাত-পায়ে যেন বজ্র খেলা করতে থাকে। সব দর্শক খেলার মাঠে গিয়ে তার জন্যই আনন্দ পায়। এ কবিতায় খেলাচ্ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে। তা হলো নিজের যতটুকু যোগ্যতা তার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে, তবে অন্য সবার জন্যও সে বড় কিছু করতে পারে।
১। সঠিক উত্তর লেখো : ১x৫ = ৫
১. ফুটবল খেলোয়াড়ের পুরো নাম কী?
(ক) ইমদাদ হক
(খ) ইমদাদুল হক
(গ) ইমদাদ হক কাজী
(ঘ) কাজী ইমদাদ হক
২. কখন ইমদাদকে পটি বাঁধা অবস্থায় দেখা যায়?
(ক) সকালে (খ) দুপুরে
(গ) বিকালে (ঘ) সন্ধ্যায়
৩. মেসের চাকর লবেজান হয় কেন?
(ক) ক্ষত স্থানে সেঁক দিতে হয় বলে
(খ) ইমদাদের চিৎকার-চেঁচামেচিতে
(গ) গিঁটে গিঁটে মালিশ মাখতে হয় বলে
(ঘ) ইমদাদ তাকে রাতে ঘুমাতে দেয় না বলে
৪. ইমদাদের জীবনের একমাত্র লক্ষ্য কী?
(ক) খেলা করা
(খ) খেলা করা ও খেলা দেখা
(গ) ফুটবল খেলার মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়া
(ঘ) খেলা এবং খেলায় জেতা
৫. ইমদাদ কী পরোয়া করে না?
(ক) দর্শকদের (খ) আঘাতের কষ্টকে
(গ) খেলার হার-জিত (ঘ) নিজের যোগ্যতাকে
২। নিচের শব্দগুলোর অর্থ লেখো : ১x৫ = ৫
লবেজান, পটি, মালিশ, ড্রিবলিং, বজ্র।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ১+২+২ = ৫
(ক) ইমদাদ হক কেমন খেলোয়াড়?
(খ) ইমদাদ হকের ফুটবল নিয়ে দুটি বাক্য লেখো।
(গ) ‘ফুটবল খেলোয়াড়’ কবিতায় খেলাচ্ছলে যে আদর্শকে তুলে ধরা হয়েছে, সে সম্পর্কে লেখো।
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূল বক্তব্য লেখো। ৫
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো :
আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের দেশের সরল মানুষ কামার, কুমার, জেলে-চাষা থেকে শুরু করে সব মানুষই বাংলায় কথা বলেন। পাকিস্তান সরকার বাংলার মানুষের প্রাণের এই ভাষাকে কেড়ে নিয়ে তাদের উর্দু ভাষাকে অন্যায়ভাবে এ দেশের মানুষের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বিজাতীয় ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে না নিয়ে তারা প্রতিবাদ করেছিল। তাই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দামাল সন্তানেরা মিছিল, হরতাল করে। তখন তাদের ওপর পুলিশ গুলি চালায়। গুলিতে ছাত্রসহ অনেকেই শহীদ হন। তাঁদের রক্ত-পিছল পথে পরবর্তী সময় বাংলা ভাষার মুক্তি মেলে। বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা বাংলা ভাষায় প্রকাশ করার রুদ্ধ পথ দীর্ঘকাল পরে উন্মুক্ত হয়। তাই বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করাই উত্তম।
৫। সঠিক উত্তর লেখো : ১x৫ = ৫
১. অনুচ্ছেদটি কোন বিষয়ে লেখা?
(ক) বাংলা ভাষাকে নিয়ে (খ) উর্দু ভাষাকে নিয়ে
(গ) বিদেশি ভাষাকে নিয়ে
(ঘ) বিজাতীয় ভাষাকে নিয়ে
২. বাংলার সরল মানুষ কারা?
(ক) গুণী, জ্ঞানী, মনীষীরা
(খ) কামার, কুমার, জেলে, চাষারা
(গ) কামার-কুমার, জ্ঞানী-গুণীরা (ঘ) দেশের আপামর জনসাধারণ
৩. কোন মাসে ভাষার দাবিতে বাংলার দামাল সন্তনেরা প্রতিবাদ করেছিল?
(ক) জানুয়ারি (খ) ফেব্রুয়ারি (গ) মার্চ (ঘ) ডিসেম্বর
৪. কত সালে ভাষার দাবি উত্থাপিত হয়?
(ক) ১৯৪৭ (খ) ১৯৪৮
(গ) ১৯৫০ (ঘ) ১৯৫২
৫. গুলিতে কারা শহীদ হন?
(ক) পুলিশ (খ) জনতা
(গ) ছাত্রসহ অনেকেই (ঘ) মুক্তিযোদ্ধারা
৬। ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো : ১x৫ = ৫
শব্দ - শব্দার্থ
উত্তম - ভালো
বিজাতীয় - অন্য জাতির/ভিন্ন জাতির
বা দেশের
প্রতিবাদ - বিরুদ্ধাচরণ
মেনে না নেওয়া - সহ্য না করা
আকাঙ্ক্ষা - ইচ্ছা
মুক্তি - স্বাধীনতা
(ক) অন্যায়ের -- করতে হয়।
(খ) আমাদের সর্বাবস্থায় বাংলা ভাষায় কথা বলাই -- ।
(গ) বাংলা ছাড়া যে কোনো ভাষাই ---।
(ঘ) আমার --- আমি লেখাপড়া শিখে অনেক বড় হবো।
(ঙ) লেখাপড়া না করলে আমাদের প্রকৃত --- মিলবে না।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
(ক) আমাদের মাতৃভাষা কী? এ ভাষায় কে কে কথা বলেন? এ সম্পর্কে তিনটি বাক্যে উত্তর লেখো। ২+৩ = ৫
(খ) পাকিস্তান সরকার কী চেয়েছিল? কেন বাঙালিরা প্রতিবাদ করেছিল? তিনটি বাক্যে উত্তর লেখো।
২+৩ = ৫
(গ) আমরা কেন বিদেশি ভাষায় কথা বলব না—এ সম্পর্কে পাঁচটি ব্যাক্য লেখো। ৫
৮। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণের ব্যবহার দেখিয়ে একটি করে বাক্য রচনা করো। ২x৫ = ১০
(ক) ম্ব (খ) জ্ঞ (গ) ণ্ট (ঘ) ঞ্ঝ
(ঙ) ত্র্য
৯। উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখো : ৫
পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা ‘দৈনিক সংবাদ’ অফিসে আগুন দেয় লেখক ও সাংবাদিক শহিদ সাবের সে রাতে ঐ অফিসেই ঘুমুচ্ছিলেন ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি শহীদ হন সেলিনা পারভীন মাত্র পঁচিশ বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা
১০। এককথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখো : ১x৫ = ৫
শুয়ে আছে এমন —
এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক —
অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায়, এমন শব্দ —
সংসারী লোক —
কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা —
১১। প্রদত্ত শব্দগুলোর বিপরীত অর্থ লেখো : ১x৫ = ৫
দুরন্ত, সুনাম, অসীম, সুন্দর, ভয়।
১২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো :
(ক) কবিতার চরণগুলো সাজিয়ে লেখো : ৬
এক পাশে তার জারুল গাছে
এই ছবিটি আঁকি
মনের মধ্যে যখন খুশি
দুটি হলুদ পাখি।
কড়িতে নয় কেনা
এমনি পাওয়া এই ছবিটি।
(খ) কবিতাংশটুকু কোন কবিতার অংশ তা লেখো। ১
(গ) কবিতাটির কবির নাম কী? ১
(ঘ) ‘কড়িতে নয় কেনা’ বলতে কবি কী বুঝিয়েছেন? ২
১৩। মনে করো, তোমার ছোট ভাই/বোনের নাম নুজহাত। প্রথম শ্রেণিতে ভর্তি হতে তার জন্ম সনদ প্রয়োজন। এখন প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করো। ৫
জন্ম সনদ ফরম
১. নাম : ...........
২. পিতার নাম : ...........
৩. মাতার নাম : ...........
৪. ঠিকানা : গ্রাম : ............
ডাকঘর : ....... উপজেলা : ......
জেলা : ....
৫. জন্ম তারিখ : ...............
১৪। মনে করো, তুমি পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী। তোমার নাম নওরিন/নওসাদ। তুমি গল্প, রূপকথা, কবিতা পড়তে বেশ পছন্দ করো। তোমার বিদ্যালয়ের লাইব্রেরিতে অধিকসংখ্যক বই সরবরাহের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো।
১৫। নিচের যেকোনো একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে একটি রচনা লেখো : ১০
(ক) আমার জীবনের লক্ষ্য : (ভূমিকা, লক্ষ্য নির্ধারণ কেন প্রয়োজন, লক্ষ্য নির্ধারণ, আমার জীবনের লক্ষ্য, উপসংহার।)
(খ) জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : (ভূমিকা, জন্ম পরিচয় ও শিক্ষা জীবন, সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, উপসংহার।)
(গ) তোমার প্রিয় শিক্ষক :
(ভূমিকা, গুণাবলি, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ভূমিকা, পাঠ্যক্রম বহির্ভূত শিক্ষাদান, বিশেষ বৈশিষ্ট্য, উপসংহার।)
(ঘ) আমাদের দেশ :
(ভূমিকা, দেশের নাম, দেশের সীমারেখা ও আয়তন, রাজধানী, বিভাগীয় শহর, প্রধান প্রধান নদ-নদী, জনসংখ্যা ও ভাষা, জাতীয় প্রতীকসমূহ, প্রকৃতি ও পরিবেশ, উপসংহার।)
পরবর্তী আপডেট পেতে লাইক দিয়ে এক্টিভ থাকুন।
Location
Category
Telephone
Website
Address
Nawabganj
865756
Sankerbaty Chapainawabgonj
Nawabganj, 6300
On the occasion of Covid 19 situation, all educational institutions are closed. In this circumstance
Nayadiary
Nawabganj, 6321
নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চ ?
Nawabgonj
Nawabganj, 6300
প্রথম স্কুল - Prothom School is an online school where you learn everything from anywhere. Our goal is to make education easy, easier and more accessible.
70, College Road
Nawabganj, 6300
Excellence in Quality Education. A School for Play to Class Ten.
H7X6+349, Chapai Nawabganj
Nawabganj, 6300
Welcome to our official FB page. on this official page you will get new and Updated information and
Moharajpur
Nawabganj, 6300
Moharajpur High School is an educational institution where all of its teachers take their onle class