Hogla High School
Hogla High School
Operating as usual

৮ম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৩, আজ ১৫/১১/২০২৩ তারিখ থেকে আরম্ভ হলো।

পুরাতন শিক্ষাক্রম বনাম নতুন শিক্ষাক্রম

প্রফেসর ড.মো. অলীউল আলম মহোদয় রাজশাহী শিক্ষা বোর্ডের ৩১তম চেয়ারম্যান হিসেবে যোগদান করাই হোগলা উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
শিক্ষার্থী মূল্যায়নে "নৈপুণ্য" অ্যাপ এক যুগান্তকারী পদক্ষেপ।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন শিক্ষাক্রম এবং সামষ্টিক/ বার্ষিক মূল্যায়ন সম্পর্কে অভিহিতকরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ
নতুন শিক্ষাক্রম সম্পর্কে ক্ষুদে শিক্ষার্থীর অনুভূতি
শিক্ষা হচ্ছে অভিজ্ঞতাই, মূল্যায়ন করছি যোগ্যতায়
মুখস্ত করা নয়, হাতে কলমে শিক্ষা হয়

# নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না
--------------------------
অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে
নতুন শিক্ষাক্রম ২০২১ এর লিফলেট বিতরণ।

#শোকসংবাদ,
হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের অন্যতম শুভাকাঙ্ক্ষী,সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার আর নেই।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে হোগলা উচ্চ বিদ্যালয় পরিবার শোকাহত।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি,
মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন, আমিন।


এসএসসি-২০২৪ ব্যাচ,নির্বাচনী পরীক্ষা ২০২৩ এর ফলাফল ঘোষণা।
দেখার জন্য অনুরোধ রইল
নতুন কারিকুলাম নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করছি।
জানুয়ারি মাসে যখন আমি ৬ষ্ঠ শ্রেনিতে ক্লাস দেয়া হলো তখন আমি নতুন কারিকুলামের ব্যাপারে একেবারেই অজ্ঞ ছিলাম।তাছারা আমার কোনো প্রশিক্ষনও ছিলোনা।ক্লাসে কি পড়াবো কি করবো বুঝতে পারছিলাম না।কারণ এই বই ঘেটে আমি তেমন কিছু পড়ার মতো পেলাম না।কিসব রেলের গাড়ির মতো ছক বুঝতে বলা হলো যা কিছুই মাথার ভিতরে ঢুকলো সবই মাথার উপর দিয়ে গেলো।মেজাজ মর্জি গেলো বিগড়ে।নিজেকে অযোগ্য আর অথর্ব মনে হতে লাগলো।এতোদিনের শেখা লেখাপড়াটাকে চ্যালেন্জ ছুড়ে দিয়েছে এই নতুন কারিকুলাম। আজকের অভিভাবকদের মতো তখন আমিও শিক্ষক হয়ে ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে আন্দোলনে নামবো কিনা ভাবতে শুরু করেছিলাম।
এভাবে ৪ মাস অতিবাহিত হলো কিছুই মাথায় ঢুকে না।জুলাই মাসে হাতে ধরিয়ে দেয়া হলো BI sheet।তার কিছুদিন পরে PI sheet ও দেয়া হলো।এই দুটো করতে গিয়েই প্রথম এই কারিকুলামের পজিটিভ দিকগুলো প্রথম বুঝতে পারলাম। আবার বইটা হাতে তুলে নিয়ে আবার পড়তে শুরু করলাম পুরো বই।তখন প্রথম আবিষ্কার করলাম এই বইয়ের শেখার জিনিস বিস্তর আছে। বর্তমানে অভিভাবকগণ এই কারিকুলাম বন্ধের জন্য আন্দোলন করছে দেখে আমি ফাঁকটা বুঝতে পারছি।বাচ্চাদের শিক্ষা কে আনন্দ দায়ক করার জন্য এবং পাঠের একঘেয়েমি বন্ধে মাঝে মধ্যে বনভোজন কিম্বা মেলার আয়োজন করায় যেতে পারে এতে দোষের কিছু নেই। তারা আসলে আমার মতো জানুয়ারি মাসেই পরে আছে।সেজন্যেই আন্দোলন সংগ্রামে ব্যস্ত।সব অভিভাবকদের প্রতি অনুরোধ রইলো আগে কারিকুলাম সম্পর্কে পুরোপুরি বুঝুন। তারপরে ভেবে দেখেন মাঠি নামবেব কিনা।
কিছু অভিভাবকদের কথাবার্তা সন্দেহজনক।তারা বাচ্চাদের পিছনে টাকা খরচ করছেন যেনো তারা সারাদিন পড়ার টেবিলে কেনো থাকবেনা? বাচ্চারা তো মানুষ কোনো যন্ত্র নয়যে ২৪ ঘন্টার বেশিরভাগ সময় টেবিলে বসে কাটাতে হবে।
আপনাদের ছেলেবেলার কথা চিন্তা করে দেখেন কতোটা সময় পড়ার পিছনে ব্যয় করেছেন আর কতোটা বইয়ের পিছনে? নিজেদের পুরনো রেজাল্ট কার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। অনেককিছুই পরিষ্কার হয়ে যাবে।
অভিভাবকদের আরো একটা বড়ো অভিযোগ নম্বর প্রদানের রীতি নিয়ে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি ত্রিভূজ=৮০-১০০, বৃত্ত =৩৩-৭৯ এবং চতুর্ভূজ=০-৩২।এখানে নম্বর প্রদান সিম্বলের মাধ্যমে দেয়া হচ্ছে তাতে প্রতিযোগিতার মনোভাব কমবে।
জানিনা আমার লেখাটা সবাই পড়বেন কিনা।তবে এটাই সত্য এবং সুন্দর পন্থা। আধুনিক কারিকুলাম শিশুদের উপযোগী এবং তাদেরকে অবশ্যই সত্যিকারের মানুষ করে তুলতে সাহায্য করবে।শুধু মাত্র ধৈর্য্য ধারণ করতে হবে।
সৌজন্যে: ফারজানা তৈয়ব
"শেখ রাসেল দিবস " ২০২৩

"শেখ রাসেল দিবস " ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,"অনন্য"দেওয়ালিকা উন্মোচন, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। আয়োজনে হোগলা উচ্চ বিদ্যালয়।।

"শেখ রাসেল দিবস ২০২৩"
"শেখ রাসেল ডিজিটাল ল্যাব" গোমস্তাপুর উপজেলায় হোগলা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান (২য় বারের মত) অধিকার করে এবং শেখ রাসেলের জীবনীর উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতায় মোঃ ফারহান আতিফ,দশম শ্রেণি,তৃতীয় স্থান অধিকার করে।

#শেখ রাসেল দিবস ২০২৩।
শেখ রাসেল দীপ্তিময়,
নির্ভীক নির্মল দুর্জয়।
"রাসেলের মাছ ধরার খুব শখ ছিল। কিন্তু মাছ ধরে আবার ছেড়ে দিত। মাছ ধরা আর ছেড়ে দেওয়া এটাই তার খেলা ছিল।"
সংকলন গ্রন্থঃ ‘শেখ রাসেল’, পৃষ্ঠা-২৮
#শেখরাসেল #শেখরাসেলদিবস #শেখরাসেলদিবস২০২৩ #শেখহাসিনা #বঙ্গবন্ধু

# #"শেখ রাসেল দিবস" ২০২৩ উদযাপন উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণে হোগলা উচ্চ বিদ্যালয় ।

গণিত/ সেট। ৮ম শ্রেণি।

# # "শব্দ দূষণ বন্ধ করি,
নিরব মিনিট পালন করি"
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী "শব্দ দূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি" স্লোগানকে সামনে রেখে আজ ১৫ অক্টোবর ২০২৩, রবিবার শব্দদূষণ রোধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সকাল ১০.০০ টায় এক মিনিট নিরবতা পালন।

শোক সংবাদ
~~~~~~~~
রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, আমার শিক্ষা গুরু সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ্ব সাঈদ আলী স্যার আজকে সকাল ৯ টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন।
**মোঃ আনোয়ার জাহান**
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যদি.....................
১. নিজে প্রতিষ্ঠানে সময় মতো না আসেন
২. ক্লাস তদারকি না করেন
৩. শিক্ষকদের লেশন প্লান না দেখেন
৪.ক্লাস বন্টনে ইনসাফ করতে না পারেন
৫.রাজনৈতিক বিবেচনায় ক্যাডার শিক্ষকদের ছাড় দেন
৬.প্রধান যদি নৈতিক ভাবে দুর্বল হন
৭ স্থানীয় শিক্ষকদের খামখেয়ালি বরদাস্ত করেন
৮. জেন্ডার বৈষম্য জিইয়ে রাখেন
৯. নিজে কোন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হন
১০. ব্যক্তিত্ব বজায় রেখে চলতে না পারেন
১১. অফিস স্টাফদের সাথে তাচ্ছিল্য পুর্ন/ নোংরা আচরণ করেন
১২. নিরীহ শিক্ষকদের উপর বাড়তি ক্লাসের বোঝা ছাপিয়ে দেন
১৩. শিক্ষকদের কারনে অকারনে হয়রানি করেন
১৪. জরুরি ছুটি নিয়ে টালবাহানা করেন
১৫. মতের অমিল হলেই শোকজ করেন / ভয় দেখান
১৬. বিভিন্ন দোহাই দিয়ে শুধু বিল বানান
১৭. সহকর্মীদের অধিনস্ত চাকর মনে করেন
১৮. প্রতিষ্ঠানে সময় না দিয়ে অপ্রয়োজনে উপজেলা
/ সরকারি বিভিন্ন কার্যালয়ে আড্ডা দেন
১৯. উদ্ভাবনী শক্তি / সৃজনশীলতা না থাকে
২০. জ্ঞান নির্ভর নয় চাপা নির্ভর।
এসব প্রতিষ্ঠানে কখনোই শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকে না, ফলাফল বিপর্যয়, ছাত্র শুন্যতায় ক্রমেই মান অবনতি ঘটেতে থাকে। এর ভাইরাস অন্য প্রতিষ্ঠানেও আক্রান্ত করে।
আমাদের উপলব্ধি ও চেতনা শানিত হোক।

আজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের "কৃমিনাশক ঔষধ সেবন -২০২৩

ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর হোগলা উচ্চ বিদ্যালয়ে। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম অফিসার জনাব রঞ্জন কুমার সিনহাকে আন্তরিক ধন্যবাদ,সাথে সাথে ছোট ভাই ফরহাদ রেজাকেও ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য

১১/১০/২০২৩ হোগলা উচ্চ বিদ্যালয় ডিজিটাল স্কুল হয়ে স্মার্ট স্কুল গড়ার লক্ষ্যে শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীর ডিজিটাল হাজিরা চালু করা হলো
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোঃ হুমায়ুন রেজা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
Class six group work "KING LEAR"

ষষ্ঠ শ্রেণি বাংলা বিষয়ের বিতর্ক প্রতিযোগিতা।
"পুরাতন খেলার মাঠের চেয়ে নতুন শিশু পার্ক বেশি জরুরী"

বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী। আয়োজনে হোগলা উচ্চ বিদ্যালয়।।(সার্বিক ব্যবস্থাপনায় নবম শ্রেণির শিক্ষার্থীরা)

গণিত/৮ম শ্রেণি/ ক্ষেত্রফল পরিমাপ।

রাত্রির মোহনীয় রূপে

প্রাণের বিদ্যালয়
# #জরুরী বিজ্ঞপ্তি
--------------------------
২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, এস.এস.সি ফরম পূরণের কার্যক্রম আগামি ২০ ডিসেম্বর ২০২২ হইতে ২৮ ডিসেম্বর ২০২২ খ্রি. সকাল ১০:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত চালু থাকবে। উক্ত সময়ের মধ্যে টাকা জমার জন্য নির্দেশ দেওয়া হলো।
মোঃ আনোয়ার জাহান
প্রধান শিক্ষক
হোগলা উচ্চ বিদ্যালয়,গোমস্তাপুর,
চাঁপাইনবাবগঞ্জ।
মোবাইল নম্বরঃ ০১৭১১-৪১৬৬৩৩
০১৩০৯-১২৪৩৮৪

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২.."অমর হোক অমর হোক"
মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া খায়ের ।

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে "বিজয় অর্ঘ্য" দেওয়ালিকা উন্মোচন।

#মহান বিজয় দিবস অমরহোক

জাতির বীর সন্তানদের সম্মানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন।

জাতির বীর সন্তান সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Post & Upazilla-Gomastapur
Nawabganj
6321
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Sankerbaty Chapainawabgonj
Nawabganj, 6300
On the occasion of Covid 19 situation, all educational institutions are closed. In this circumstance
Nayadiary
Nawabganj, 6321
নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চ ?
70, College Road
Nawabganj, 6300
Excellence in Quality Education. A School for Play to Class Ten.
বড় ইন্দারা মোড়, কাঁঠালবাগিচা, চাঁপাইনবাবগঞ্জ।
Nawabganj
আপনার সন্তান কে সুশিক্ষিত করার লক্ষ্?
H7X6+349, Chapai Nawabganj
Nawabganj, 6300
Welcome to our official FB page. on this official page you will get a new and Updated information...
Moharajpur
Nawabganj, 6300
Moharajpur High School is an educational institution where all of its teachers take their onle class