আইডিয়াল এডুকেয়ার এর পক্ষ থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Ideal Educare, Mymensingh-আইডিয়াল এডুকেয়ার, ময়মনসিংহ
Nearby schools & colleges
ঈশ্বরগঞ্জ
2200
Shahid Azijul Hoque Sarani Inside River
C-2 Naha Road
Trishal
mymensingh
2220
*Main Branch:kawatkali ,
2200
K C Roy Road. Kachijhuli. Mymensingh
Mymensingh
Zilla School Road
Ananda Mohan College
২য় তলা
Dhaka <<NOT-APPLICABLE>>
-- * ২য়, ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণীর ক্লাস কোচিং ।
Operating as usual
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস
------
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
------
লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
-------
আইডিয়াল এডুকেয়ার, ময়মনসিংহ
------
🌺🌺২১ আমার অহংকার🌺🌺
----
🌹শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা সৈনিক ও ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি🌺💐💐🌺
অভিনন্দন HSC2023🎉🥰
--------*
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
---
এ বছর সব বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাসের হার ছিল ৮৫.৯৫%।
&
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাশের হার ৭০.৪৪
-----**
তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।
-----
এসএসসি- ২০২৩ পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড
ও অন্যান্য বোর্ডে ভালো ফলাফল করায়,
সকল শিক্ষার্থীর প্রতি রইল দোয়া ও শুভকামনা।
-----
প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩
জাতীয় বিষয় ভিত্তিক কুইজ (ইংরেজি)
বালক :আব্দুল্লাহ আল মুক্তাদির
দ্বিতীয় স্থান (ময়মনসিংহ বিভাগ)
-----
#আইডিয়াল_এডুকেয়ার
৮ নং বাউন্ডারী রোড, ময়মনসিংহ
মোবাইল: ০১৭১২ ১৫৬০২৬
২০২৩ সালের এস এস সি পরীক্ষার রুটিন...
----------
অভিনন্দন 🎉
এসএসসি পরীক্ষায় কৃতকার্য প্রিয় শিক্ষার্থীদের 🌟....
❤️Farewell PSC-2022... with teachers❤️
প্রিয় 𝐇.𝐒.𝐂 -2022 পরীক্ষার্থীদের জন্য আইডিয়াল এডুকেয়ার শিক্ষা পরিবারের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইলো। ❤️
------
সকলের পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে।। ❤️
-------
🌟পরীক্ষার পূর্বে যা মনে রাখতে হবে:
-------
❇️পরীক্ষার আগের রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তাহলে মাইন্ড ফ্রেশ থাকবে।
❇️রুটিন অনুসারে কবে, কখন, কোন বিষয়ের পরীক্ষা তা ভালোভাবে দেখে নিতে ভুলো না!
❇️ পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হবে যেন রাস্তায় কোনোভাবে দেরি হলেও তা তোমার দুশ্চিন্তার কারণ না হয়।
❇️ বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, কলমসহ প্রয়োজনীয় সকল জিনিস নিয়েছ কিনা, তা চেক করে নেবে।
❇️খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে সেটাতে কোনো ছেঁড়া, কাটা অথবা দাগ আছে কিনা, চেক করে নেবে। এরপর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখে সঠিকভাবে বৃত্ত ভরাট করবে এবং তা পুনরায় চেক করবে। নৈর্ব্যত্তিক উত্তরপত্রের ক্ষেত্রে সেট কোড খুব সতর্কতার সাথে পূরণ করবে। যেন কোনোভাবেই ভুল না হয়।
❇️ প্রশ্ন হাতে পাওয়ার পর, পুরো প্রশ্ন এক ঝলক পড়ে নেবে। যে প্রশ্নের উত্তর তোমার ভালো জানা, সেই প্রশ্নের উত্তর দিয়ে লেখা শুরু করবে।
❇️এক্সট্রা পেপার নেওয়ার ক্ষেত্রে পরীক্ষক-এর স্বাক্ষর আছে কিনা, যাচাই করে নেবে।
❇️পরীক্ষার হলে কোনো সমস্যা বা প্রশ্ন বুঝতে অসুবিধা হলে, দ্বিধা না রেখে পরীক্ষককে জিজ্ঞেস করে নেবে।
❇️ লেখা শেষে সম্পূর্ণ উত্তরপত্র রিভিশন দিতে ভুলো না।
-----
শুভকামনা রইলো তোমাদের প্রতি।
-------
#আইডিয়াল_এডুকেয়ার
আজ
'বিশ্ব শিক্ষক দিবস '
"বিনম্র শ্রদ্ধা সকল শিক্ষকের প্রতি।"
SAAF Champions! 🏆🇧🇩
অভিনন্দন 🎉
"আইডিয়াল এডুকেয়ার শিক্ষা পরিবার" এর পক্ষ থেকে সকল এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল...
A Group of Award Winning ❤️Students in Weekly Exam....
জয় বাংলা... জয় বঙ্গবন্ধু...
------
১৫ই আগস্ট ২০২২
-------
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
-----
"ধন্য সেই পুরুষ, যাঁর নামের ওপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা।"
-----
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি...
----
,
সাপ্তাহিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার...
প্রাথমিক বিজ্ঞান
অষ্টম অধ্যায় -মহাবিশ্ব
------------
সংক্ষিপ্ত প্রশ্ন:
-----
প্রশ্ন: মহাবিশ্ব কি?
উত্তর : পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সিসমূহ, তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ এবং শূন্যস্থান (মহাকাশ), এবং তাত্ত্বিক ভাবে নির্ধারিত যদিও তারা সরাসরি পর্যবেক্ষিত নয়; এমন সব কিছু মিলে যে জগৎ তাকেই বলা হয় মহাবিশ্ব।
প্রশ্ন : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর : ৩,৮৪,৪০০ কি.মি.।
প্রশ্ন: আলো প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে?
উত্তর: ৩,০০,০০০
কি.মি.।
প্রশ্ন: চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সেকেন্ড সময় লাগে?
উত্তর: ১.৩ সেকেন্ড
প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কি?
উত্তর: মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়।
প্রশ্ন: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তর: প্রায় ১৫,০০,০০,০০০ কি.মি.।
প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত মিনিট সময় লাগে?
উত্তর : প্রায় ৮ মিনিট।
প্রশ্ন : পৃথিবী সৌরজগতের কি?
উত্তর :একটি গ্রহ।
প্রশ্ন : কক্ষপথ কাকে বলে?
উত্তর : যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আর্বতন করে তাকে কক্ষপথ বলে।
প্রশ্ন : বার্ষিক গতি কাকে বলে?
উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।
প্রশ্ন : সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর: ৩৬৫ দিন ৬ ঘন্টা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
9 No Boundary Road
Mymensingh
Bhaluka
Mymensingh
I want to serve the human beings through my profession
জিলা স্কুল মোড়, ময়মনসিংহ
Mymensingh, 2230
kid's English language courses
Mymensingh
সিভিল ডিপার্টমেন্ট এর অনলাইন ক্লাস এর বিশ্বস্ত প্লাটফর্ম।
Mymensingh, 2200
Premier Ideal Online School will be run to conduct online teaching activities among the students. It is ready as schools across the country are closed to deal with the Corona disaster.
Opposite Of Zilla School Gate
Mymensingh, 2200
To help others means to help urself.
Mymensingh
Mymensingh, 2200
বিভিন্ন চাকরি সহায়ক প্রশ্ন ও সাধারণ জ্ঞান পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন।