
জামালপুর পল্লিবিদ্যুৎ বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন, ধানুয়া কামালপুর কোঃঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ,মেসবাহ উল হক তুহিন,ধানুয়া কামালপুর ইস্কুল এর পক্ষ হতে স্যার কে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
এটি ঊচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬-১০)
Operating as usual
জামালপুর পল্লিবিদ্যুৎ বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন, ধানুয়া কামালপুর কোঃঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ,মেসবাহ উল হক তুহিন,ধানুয়া কামালপুর ইস্কুল এর পক্ষ হতে স্যার কে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
📢📢 জরুরি ঘোষণা 📢📢
ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ১২-১৮ বছরের শিক্ষার্থীদের জন্য।
সেই স্মৃতি বিজড়িত ক্যাম্পাস, স্কুল প্লেগ্রাউন্ড :*
সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম স্যার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।😥😥😥
ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী।
একজন গুণী শিক্ষকের বিদায়। শ্রদ্ধেয় দেলোয়ার (বিএসসি) স্যার আজ ০৫/০৭/২০২০ রবিবার সন্ধ্যা ৬ টার দিকে পরলোক গমন করেছেন।
তিনি গোপালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের গনিতের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করে একাধারে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মেরুরচড় হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সর্বশেষ নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
উনি দীর্ঘদিন থেকে কিডনি, হার্ট আর ডায়াবেটিকস রোগে ভুগতেছিলেন। স্যারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।
আগামীকাল সোমবার সকাল ৯ টায় তার নিজ বাড়ি সাধুরপাড়া মোল্লা বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
Rainy Day..☔
School playground. ⛳🏏🏆🏐🎌
PC - Engr Mahedi Hasan
School Mosque. 🕌
PC - আতিক
Honour Board.
আমাদের এই বিদ্যালয়টি সৃষ্টির পর থেকে যারা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন প্রায় সকলেই এই ঘরটির সাথে পরিচিত। বিশেষ করে যারা বিজ্ঞানের ছাত্র ছিলেন সকলেই এই ঘরটির সাথে পরিচিত। অনেকেই হয়তো ভুলেই গেছেন।
এটি আমাদের বিদ্যালয়ের বিজ্ঞানাগার।
বিজ্ঞান ক্লাসের সময় হলেই সবাই এক দৌড়ে এই ঘরটিতে চলে যেতো। অনেকেই এই ঘরটিকে ব্যাঙ কাটার ঘরও বলতো মজা করে। কারণ, আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক জনাব মোঃ আব্দুল হালিম আকন্দ স্যার বিজ্ঞান ক্লাসে ব্যবহারিক শিখানোর সময় ব্যাঙ কেটে দেখাতেন শিক্ষাথীদের।
অনেকে আবার এই ঘরটিকে ভূতের ঘরও বলতো এই ঘরে এই ঘরে একটি মানব কঙ্কাল রাখা হয়েছিল বলে।
অনেকের স্মৃতিবিজড়িত এই বিজ্ঞানাগার।
বতমানে বিজ্ঞানাগার ঘরটির পুনঃনিমান কাজ চলছে।
ছবিঃ ইঞ্জি. মেহেদী হাসান।
RESULT OF SSC EXAMINATION - 2020
RESULT OF SSC EXAMINATION - 2020
সকলের প্রিয়, ♥
শ্রদ্ধেয় জনাব মোঃ মফিজল হক স্যার।
যিনি ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের একজন গণিতের শিক্ষক ছিলেন।
আল্লাহ যেন তাঁকে সব সময় ভালো রাখেন এই কামনা রইল।
ছবি সংগ্রহকারী – আতিক
স্মৃতি বিজড়িত সেই আম গাছটি🌱
PC — Hasanur Rahman
সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা
বাংলা বিষয়ের শিক্ষক
সকলের প্রিয় স্যার
জনাব খন্দকার মোঃ ইয়াকুব (অবঃ)
ছবি সংগ্রহকারীঃ- আতিক
মেইন ক্যাম্পাস
ফটো ক্রেডিট - আতিক
Honourable Head Teacher Mr. Forhad Hossian.
কৃষ্ণচূড়া ফুলের সাজে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় গেইট।
ছবিঃ হাসানুর রহমান।
সব সরকারি বিশ্ববিদ্যালয়ে একটাই ভর্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি বন্ধে বাংলাদেশে সকল সরকারি বিশ্ববিদ্যালয় আগামী বছর থেকে অভিন্ন ভর্তি পরীক্ষা ...
সকলকেই জানাই বিজয়ের শুভেচ্ছা
🥺🥺😥😥😥
School play ground, Night view
আমাদের পরম শ্রদ্ধাভাজন স্যার ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালেয় সহকারী শিক্ষক ও ডিগ্রীরচর হেফাজ উদ্দিন উচ্চবিদ্যালেয় প্রধান শিক্ষক জনাব এ টি এম হাবিবুর রহমান গত রাত ১১ঘটিকায় ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহি ---------রাজেউন। তার জানাযার নামাজ আজ দুপুর ২টায় নিজ বাড়িতে।
মহান বিজয়ের দিনে অনেক অনেক শুভেচ্ছা।
JSC/ JDC পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালেঞ্জ) এর জন্য যোগাযোগ করুন- রহমত ডিজিটাল ষ্টুডিও, ফটোকপি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার/ ধানুয়া কামালপুর পোস্ট ই-সেন্টার।
বিস্তারিত জানতে » 01710-800456
ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় updated their business hours.
জে এস সি এবং নির্বাচনী পরীক্ষার সময় সুচি
নতুন গেজেট.....
আমাদের সবার শ্রদ্ধাভাজন অত্র এলাকার শিক্ষা গুরু জনাব আব্দুল করিম (প্রাক্তন প্রধান শিক্ষক) ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়।
আজ ৭:৩০ মিনিটে ইইন্তেকাল করেছেন ( ইন্নালিলাহি ওয়াইন্নালিলাহি রাযিওন)।
Monday | 09:00 - 16:00 |
Tuesday | 09:00 - 16:00 |
Wednesday | 09:00 - 16:00 |
Thursday | 09:00 - 16:00 |
Saturday | 09:00 - 16:00 |
Sunday | 09:00 - 16:00 |
Community based medical college Bangladesh was established as an academic enterprise of Community H
Meghshimul high school EIIN: 113209 Location: MEGHSHIMUL Mobile: 01721271255 Type: School Level: Secondary Division: MYMENSINGH District: NETRAKONA Thana: PURBADHALA MD Ajharul Islam Mizan
এই মাদরাসাটি ১৯৮৩ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলাধীন লক্ষীপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়।
আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রয়াসে, ফয়েজ শিক্ষা পরিবার হয়ে উঠুক আপনার প্রথম পছন্দ।
We are ready to guide you properly and try to give you best.
Welcome to Muslim Girls School and College