✅ডাঃ রেকওয়েগ R89(আর 89) চুলের যত্ন ড্রপ সম্পর্কিত তথ্যঃ-
⏩ডাঃ রেকওয়েগ R89( আর 89) চুলের যত্ন ড্রপচুল পড়া, টাক পড়ে যাওয়ার জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ যা সাধারণত দেখা যায়। একটি স্ট্রেসফুল জীবন এবং সঠিক ডায়েটের অভাব এবং সম্পর্কিত রোগগুলি বা হরমোনের পরিবর্তনের কারণে টাক পড়ে ও চুল সম্পর্কিত অন্যান্য অভিযোগ হতে পারে।
✅মূল উপকরণ:
⏩আলফালফা
⏩ল্যাক্টুকা সাতিভা
⏩লেসিথিনাম
⏩ওনোথের বিয়েনিস
⏩হাইপোফাইসিস প্ল্যান্ট
⏩যুগলানস
⏩ক্যালিয়াম ফসফরিকাম
✅কার্যকারীতাঃ-
⏩এটি অকাল চুল কমে যাওয়া, ধূসর চুল, এলোপেসিয়া এবং টাক পড়তে সাহায্য করে।
⏩চুলের বৃদ্ধি বাড়ে এবং মাথার ব্যথা কমায়।
⏩এটি চুল পড়ার জন্য হোমিওপ্যাথিক ওষুধ যা চুলের বৃদ্ধি স্থিতিশীল করতে সহায়তা করে।
⏩এটি প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সহ একটি নিখুঁত রক্ত পরিশোধক।
⏩চুল পুনরুদ্ধারের জন্য সুপরিচিত বায়োকেমিক সেল সেল লবণ।
⏩অকাল টাক পড়ার সাময়িক চিকিত্সা সরবরাহ করে।
✅ব্যাবহারবিধিঃ-
প্রতিদিন একবার 20-30 ফোটা খাবারের পরে খাওয়ার পরে একবার টাকের জায়গায় ম্যাসেজ করুন 5 মিনিটের জন্য।
⏩সাবধানতা:-
ব্যবহারের আগে সাবধানে লেবেলটি পড়ুন
প্রস্তাবিত ব্যবহার অতিক্রম করবেন না
শিশুদের নাগালের বাইরে রাখুন
চিকিত্সা তত্ত্বাবধানে ব্যবহার করুন।
✅অডার করতে মেসেজ করুন।
✅ডাঃ ইমরুল কায়েছ ইমরান
⏩হোমিওপ্যাথি কনসালট্যান্ট।
⏩Medicure Homeo laboratories
Collection of Knowledge
We will learn new English words. We will discuss English Grammar. We Will learn more about subjects.
Operating as usual
✅এটাই বাস্তবতা ✅
🌹কত সুন্দর এই দৃশ্য গুলো।
🌹🌹বিকাল বেলা মাছের খাদ্য দেওয়ার দৃশ্য।
🚩পুরুষ মানুষের জীবন,জীবিকার টানে কত কি না করতে হয়।
🌹🌹কি ভাবে আনলোড করা হয় জাহাজ থেকে মালামাল দেখেনিন।
⏩আমি কীভাবে মেডিটেশন করতে পারি?
⏩খুব সাধারণ কিছু নিয়ম অনুসরণ করে আপনি অনায়াসেই হারিয়ে যেতে পারেন মেডিটেশনের গভীরে। ধ্যানের শক্তিকে কাজে লাগাতে পারেন দেহের স্বাস্থ্য উদ্ধারে, মেধার বিকাশে, সম্ভাব্য সংকট নিরসনে, ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে,চেতনার অভ্রভেদী বিস্তারে।
মেডিটেশনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে আপনাকে বেছে নিতে হবে একটা শান্ত নিরিবিলি জায়গা যেখানে কিছুক্ষণ সময় আপনি নিজের মতো করে কাটাতে পারবেন। প্রথমেই সহজভাবে বসুন। যেভাবে বসতে আপনি আরামবোধ করেন। এটা আপনি মেঝেতে বা বিছানায় বসতে পারেন বা পারেন চেয়ারে বসতে।
শুরু করার আগে আপনার যেকোনো একটি আনন্দের ঘটনা বা স্মৃতিকে মনে করুন। মনে নিয়ে আসুন একটা আনন্দভাব।
এবার হালকাভাবে চোখ বন্ধ করুন। চোখের দুই পাতাকে ধীরে ধীরে জোড়া লেগে যেতে দিন। এবার নাক দিয়ে লম্বা দম নিন। আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নিতে নিতে আপনি ভাবতে পারেন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবতে পারেন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ ধীরে ধীরে নাক দিয়ে দম নিন, ধীরে ধীরে নাক দিয়ে ছাড়ুন। এবার মনোযোগ কেন্দ্রীভূত করুন দমের ওপর। মনের চোখে কল্পনা করুন বাতাস কীভাবে নাক দিয়ে ঢুকছে, নাক দিয়ে বেরুচ্ছে। বাতাস স্বাভাবিকভাবে যাওয়া-আসা করুক। আপনি শুধু দমের প্রতি মনোযোগ দিন। এভাবে কিছুক্ষণ দম নেয়া এবং দম ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনার শরীর শিথিল হয়ে আসছে।
এখন আপনি কল্পনা করুন একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশ যেটাকে কল্পনা করলেই আপনার মন প্রশান্তি/ আনন্দে ভরে উঠবে। এটাকে বলা যেতে পারে আপনার মনের বাড়ি। যে স্তরে মনের যেকোনো কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নে ব্রেনকে আপনি পুরোপুরি কাজে লাগাতে পারবেন। যেমন- মনে মনে বলতে পারেন, এখন থেকে আমার স্মৃতিশক্তি বাড়বে। আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। আমার মনোযোগ বাড়বে। শরীর ও মন সবসময় সুস্থ থাকবে।
এবার জেগে ওঠার পালা। কিছুসময়- এটা ১০/ ১৫ বা ২০ মিনিটও হতে পারে-মনের এক চমৎকার প্রশান্ত অবস্থায় কাটিয়ে আপনি মেডিটেশন থেকে বাস্তবে ফিরে আসবেন।
🌹🌼ডাঃ রেকভেয়েগ আর R- 86 লো ব্লাড সুগার ড্রপ সম্পর্কিত তথ্য
🌹ডাঃ. RECKWEG R86
⏩ক্লান্তি, হতাশা (প্র্যান্ডিয়াল পরবর্তী), খিটখিটে, মাথা ব্যথা, খাবারের অভিলাষ, মনোনিবেশ করতে অক্ষমতা, খাওয়া লক্ষণগুলিকে সহায়তা করে, উত্তেজক উদ্দীপনা, হাইপোড্রেনিয়া বা অন্যান্য হাইপোগ্লাইসেমিক লক্ষণগুলিতে সহায়তা করে।
✅যাদের উপরোক্ত সমস্যা গুলো আছে তারা অডার করতে পারেন।
🌹🌹ডাঃ উইলমার শ্বেব ইন্ডিয়া বায়ো-কম্বিনেশন BC- 28 (বিসি 28) ট্যাবলেট সম্পর্কিত তথ্য
ডঃ উইলমার শ্বাবা ইন্ডিয়া বায়োকম্বিনেশন BC-28 ট্যাবলেটদেহের স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বজায় রাখার জন্য প্রয়োজনীয় খনিজগুলির একটি সুষম সুষম সমন্বয়। এটি ক্যালসিয়ামের শোষণকে উন্নত করে হাড়, জয়েন্ট এবং গ্রন্থির অপুষ্টি নিরাময়ে সহায়তা করে। স্বাস্থ্যকর ত্বক এবং শক্তিশালী জোড় এবং পেশী বজায় রাখতে সহায়তা করে।
🌹মূল উপকরণ:
1.ক্যালকেরিয়া ফ্লুরিকা
2.ক্যালকেরিয়া ফসফোরিকা
3.ক্যালকেরিয়া সলফুরিকা
4.ফের্রাম ফসফরিকাম
5.ক্যালিয়াম মুরিয়্যাটিকাম
6.ক্যালিয়াম ফসফরিকাম
7.কালুম সালফিউরিকুম
8.ম্যাগনেসিয়া ফসফরিকা
9.নাট্রাম মিউরিটিকাম
10.নাট্রাম ফসফরিকাম
11.নাট্রাম সালফিউরিকুম
12.সিলিসিয়া
🌹🌹উপকারিতা
➡️দেহে প্রয়োজনীয় টিস্যু পুষ্টি সরবরাহ করে পুরো সিস্টেমটি তৈরি করে।
➡️রোগ প্রতিরোধের উন্নতি করে রোগকে দুর্বল করা এবং অপচয়জনিত রোগীদের জন্য সহায়ক।
➡️প্রদাহ এবং চূড়ান্ত প্রক্রিয়াগুলি, কান, নাক, গলা এবং নিয়মিত ঘন হলুদ স্রাব নিয়ন্ত্রণ করে।
➡️মানসিক শক্তি, মস্তিষ্ক এবং নার্ভ টিস্যু উন্নত করে
মিউকাস ঝিল্লি এবং কিডনি সুস্থ রাখুন এবং রাখুন
স্নায়ু এবং হার্ট সম্পর্কিত সমস্ত ধরণের স্প্যাসমডিক ব্যথা থেকে মুক্তি দেয়।
➡️এটি হাইপার অ্যাসিডিটির নিয়ন্ত্রণের সাথে চর্বিগুলির স্বাস্থ্যকর বিপাক, আরও ভাল হজম শক্তি সহায়তা করে।
➡️ব্যাবহারবিধি
প্রাপ্তবয়স্কদের জন্য, প্রতি তিন ঘন্টা বা চারবার 4 টি ট্যাবলেট এবং শিশুদের জন্য, প্রাপ্তবয়স্ক ডোজের অর্ধেক। বা চিকিত্সকের পরামর্শ অনুসারে।
সারা বাংলাদেশ এর সকল সেচ্ছাসেবীদের দৃষ্টি আকর্ষণ করছি...
রাত ১২ টার পর বাসার বাহিরে না থাকার অনুরোধ রইলো....
রাত ১২ টার পর ব্লাড দিতে গেলে
ভোটার আইডি কার্ড এর ফটোকপি এবং সংগঠন এর আইডি কার্ড নিয়ে বের হবেন মোটরবাইক নিয়ে বের হলে অবশ্যই হেলমেট এবং গাড়ির প্রয়োজনিয় কাগজ সাথে রাখবেন। মানবিক কাজ করতে এসে আপনি ও বিপদে পরতে পারেন তাই উক্ত বিষয়টি গুরুত্ব ভাবে দেখার অনুরোধ রইলো
ধন্যবাদ
কপি
➡️ঔষধের সাথে যে সব খাবার খাওয়া ঠিক নয়।
🥛অ্যান্টিবায়োটিক আর দুধ একসাথে খাওয়া ঠিক নয়।
➡️গ্রেপফ্রুট আর ট্যাবলেট এক সাথে নয়।
☑️গ্রেপফ্রুট কি?
আপনাকে জিগাস করা হয় Grapes মানে কি? আপনি অবশ্যই এর মানে বলতে পারবেন আঙ্গুর।এর মানে আমরা সবাই জানি। কিন্তু যদি বলা হয় যে Grapefruit মানে কি ? যারা এর সাথে পরিচিত তারা হয়তো বুঝবেন, তবে অনেকেই কিন্তু ধরে নেবেন এটাও আঙুর,হয়তো একটু modify করে বলতে হবে আঙুরফল।আসলে এটা আঙুর তো দূরে থাক, এটা আঙুর জাতীয় কোন ফলই না।
Grapefruit হল Subtropical Citra জাতীয় অত্যন্ত রসালো এবং কিছুটা তেতো একটি ফল।অষ্টাদশ শতাব্দীতে বারবাডোজে প্রথম এর উৎপাদন শুরু হয়। একসময় একে "Forbidden fruit" বলা হতো।
Grapefruit এর চামড়া দেখতে কমলালেবুর চামড়ার মত, আর কাটার পর এর ভেতরের অংশটুকু দেখতে অনেকটা বাতাবিলেবুর মত লাল।
Grapefruit উৎপাদনে যুক্তরাষ্ট্র শীর্ষতম,চীন দ্বিতীয় আর দক্ষিণ আফ্রিকা তৃতীয়।
ভিটামিন "সি" এর একটি ভাল উৎস হল এই Grapefruit।
🍊ঔষধকে পুরোপুরি কাজে লাগাতে গ্রেপফ্রুট বা স্বাদে টক, বড় কমলা জাতীয় ফলের ভেষজ উপাদান অন্ত্র বা পেটের এনজাইমকে দমন করে বা বাধা দেয়।তাই ঔষধের সাথে গ্রেপফ্রুট না খাওয়াই ভালো।অর্থাৎ চিকিৎসা চলাকালীন গ্রেপফ্রুট একেবারে দূরে রাখেন।
☕কপি বা চায়ের সাথে আয়রন ট্যাবলেট নয়।
আয়রন ট্যাবলেটের কাজ হচ্ছে অন্ত্রের মাধ্যমে রক্তে প্রবেশ করা।কিন্তু এই ট্যাবলেটের সাথে যদি চা বা কফি পান করা হয়,তাহলে তা মুত্রের মাধ্যমে তাড়াতাড়ি শরীর থেকে বেরিয়ে যায়। ফলে আয়রন ট্যাবলেটের উপকারীতাও কমে যায়।
🍵তাই যারা রক্তস্বল্পতার কারণে আয়রন ট্যাবলেট খান,তারা অবশ্যই ট্যাবলেট সেবনের দুই ঘন্টা আগে অথবা পরে কফি বা চা পান করবেন।
➡️চর্ম পীড়া(একজিমা)
রোগ -ইহা সাধারণত ছোঁয়াচে রোগ।ফোঁস্কার ন্যায় কুস্কুরির মত পুঁজযুক্ত,রসযুক্ত শুষ্ক বিভিন্ন প্রকার চর্ম রোগ দেখা যায়।ইহা অতিশয় যন্ত্রণাদায়ক পীড়া।সহজে আরোগ্য হতে চায় না।ইহাতে রক্ত দূষিত হইয়া পড়ে।অপরিষ্কার,অপরিচ্ছন্নতার কারণে এই রোগ অধিক হয়।
➡️রোগ ও চিকিৎসা
১। দাদ, সোরায়সিস, হার্পিস, একনি-রোজেসিয়া, নিম্নাঙ্গের একজিমা, খোঁস্-পাঁচড়া।
২। চর্ম রোগের অসহনীয় চুলকানি, প্রচুর পরিমানে দুর্গন্ধ স্রাব, মাদার বাহ্যিক ব্যবহার্য।
৩। চক্ষুর শ্বেত ক্ষেত্রের প্রদাহ।
৪। শিশুর অধিক পরিমানে পিত্ত বাহ্যে ও পিত্ত বমন।
# চরিত্রগত লক্ষণ:
১। দাদ, কেশদাদ, বয়োব্রণ, আঁচিল, চুলকানি, রসস্রাবী একজিমা বা কাউর (নিম্নাঙ্গে) ক্ষত এবং নানবিধ চর্মরোগে এই ঔষধটি ফলপ্রদ।
২। সোরাইসিস, একজিমা, মামড়ীযুক্ত উদ্ভেদ- তাতে প্রচুর দুর্গন্ধযুক্ত পুজ জন্মে সে ক্ষেত্রে ইহা বেশ কার্যকরী।
৩। চর্মরোগ মাত্রই ধীরে চিকিৎসা হয়। ধৈর্য অবলম্বন না করিলে চর্মরোগ চিকিৎসা হয় না।
৪। চক্ষুর শে^ত ক্ষেত্রের প্রদাহে ইউফ্রেসিয়ার ন্যায় ইহাও অনেক ক্ষেত্রে কার্যকরি হয়।
৫। শিশুদের অধিক পরিমাণ পিত্তবাহ্য পিত্তবমি হইতে থাকিলে এই ঔষধ ক্যামোমিলা ও আইরিসের ন্যায় উপকারী।
ডা: ইমরুল কায়ছ ইমরান।
হোমিওপ্যাথিক কনসালটেন্ট।
মেডিকিউর হোমিও ল্যাবরেটরিস।
Mob.-01937-000511
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Address
Dhaka
Mymensingh
SHAYMPUR
Mymensingh Sadar
Mymensingh, 2200
Global-IT Pathshala is one of the best (online based) IT Training Institute in Bangladesh.
Zilla School Road
Mymensingh, 2250
This is the official page of "Origin Academic and Admission Care"
97/8 Patgudam, Bridge More
Mymensingh, 2200
👉🏻যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে ?
Jatiya Kabi Kazi Nazrul Islam University, Trishal
Mymensingh
Help Desk for Department of Film & Media JKKNIU
5B Green House, 27/2 Ram Babu Road
Mymensingh, 2200
Start exploring globally. Build your career as an IT Professional.
Mymensingh
A reliable tuition media that provides quality private teachers from MMC, BAU and Nazrul University for your kids in Mymensingh.
Rasheed Tower, Zilla School Road
Mymensingh
Never let the fear of striking out keep you from playing the game. -Babe Ruth
Trishal Bus Stand Moor ( Beside Mymensingh Mohila College Building 4th Floor)
Mymensingh, 2200
Chase Your Dream to be a Nurse. 💉🩺