জামিয়াতুল আক্বসা মুমিনুন্যে

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামিয়াতুল আক্বসা মুমিনুন্যে, School, Mymensingh.

Operating as usual

11/01/2022
Photos from জামিয়াতুল আক্বসা মুমিনুন্যেসা Jamiatul Aqsa Muminunnisa's post 07/06/2021

একনজরে প্রিয় ক্যাম্পাস

Photos from জামিয়াতুল আক্বসা মুমিনুন্যেসা Jamiatul Aqsa Muminunnisa's post 03/06/2021

প্রিয় ক্যাম্পাসের রাতে মনোরম কিছু দৃশ্য..😱😱

02/06/2021

আলহামদু লিল্লাহ মাদারিসে কওমিয়্যার ছাত্র ছাত্রীদের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। অচিরেই হয়ত দারস তাদরীসও শুরু হয়ে যাবে। মহান আল্লাহ সবকিছু সহজ করে দেন। আমীন। দোস্ত আহবাব! অদ্যকার সবক হল; সহীহ আলিম/ আলিমা হিসাবে গড়ে উঠতে হলে কি কি কাজ করতে হয়।

হক্কানী রাব্বানী আলিম হিসাবে গড়ে উঠার জন্য একজন ছাত্র/ ছাত্রীর মধ্যে ৯টি সিফত বিদ্যমান থাকা অতি জরূরী। শিক্ষাবর্ষের শুরু দিন থেকেই এই নয়টি বিষয়ে পদক্ষেপ নিতে হয় এবং পূর্ণ দৃঢ়তা ও সবরের সাথে চলতে হয়। বিষয়গুলি হল নিম্মরূপ;

০১. খালেছ নিয়্যত ও বুলন্দ হিম্মতের সাথে পদক্ষেপ শুরু করা।
০২. মাদ্রাসার চারদেয়ালের ভিতর অবস্থান করা ও সর্বদা অযুর সাথে থাকা।
০৩. মনের ভিতর উস্তায ও কিতাবের বেপানাহ আযমত ও সম্মানবোধ বজায় রাখা।

০৪. চার সিফতের সাথে দরসিয়্যাতের হক আদায় করা। যথা;
এক. সবকের পূর্বে মুতালা করা,
দুই. সবকে মনযোগের সাথে উপস্থিত থাকা,
তিন. পূর্ণাঙ্গ তাকরার সম্পাদন করা,
চার. দৈনিকের সবক দৈনিক যবত করে নেয়া। উল্লেখ্য যে, পঠিত আসবাক কেবল পরীক্ষায় পাশের জন্য নয় বরং ফন্নীভাবে আত্মস্ত করতে চেষ্টা করা।

০৫. আকাবিরে দেওবন্দের নজরিয়্যা, জীবনপদ্ধতি, আমল ও আখলাক সম্যকভাবে জানা ও নিজের মধ্যে যথাযথ বাস্তবায়নের চর্চা করতে থাকা।

০৬. তাওহীদ রিসালত ও আখিরাত সম্পর্কে নিজ ধারণা খুব স্বচ্চ রাখা। মহান আল্লাহর যাত সিফাত ও শুয়ূন সম্পর্কে সম্যক উপলব্ধি হাসিল করা। পাশাপাশি সমকালীন দুনিয়ায় (বাংলাদেশ ও বহির্বিশ্বে) আস্তিক ও নাস্তিক তথা হক ও বাতিলের কে কোথায় কিভাবে বিদ্যমান আছে- তা ভালভাবে জানা ও সাবধানতার সাথে থাকা।

০৭. খারেজী টাইম, অবসর সময় ও ছুটিকালীন সময়ে নিম্মোক্ত প্রয়োজনীয় উলূম ও ফুনূন আহরণ করে নেওয়া;

এক. ভাষাজ্ঞান তথা মাতৃভাষা বাংলা, উর্দূ, আরবী, ফার্সি ও ইংরেজী বিশুদ্ধরূপে পড়া, লেখা ও বলার যোগ্যতা আহরণ করা।

দুই. সৃষ্টির বেদায়া থেকে নেহায়া পর্যন্ত হক ও বাতিলের ধারাপরিক্রমা সম্যক জানা। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কিরামের বিস্তারিত ইতিহাস জানা। সেই নিরিখে আধুনিক বিশ্বের কুফর শিরক যালালত বস্তুবাদ ও নাস্তিক্যবাদ ইত্যাদিকে যথার্থভাবে অনুধাবনের চেষ্টা করা।

তিন. দীনী তালীম তাআল্লুম তথা শিক্ষা ও গবেষণার ইতিহাস, দাওয়াত ও আযীমতের ইতিহাস, তাজদীদ ও সংষ্কার কার্যক্রমের ইতিহাস, রাজন্যবর্গের ইতিহাস, উপমহাদেশের ইতিহাস, মাতৃভূমি বাংলাদেশের পূর্বাপর ইতিহাস জানা। পাশাপাশি আধুনিক ইউরোপ আমেরিকা ইত্যাদির ইতিহাস, সমকালীন অমুসলিমদের চিন্তাধারা সভ্যতা ও কার্লচার জেনে নিজের সার্বিক সাবধানতার চর্চা করা।

তিন. বিজ্ঞান বিশেষতঃ মহাকাশ বিজ্ঞান, সমূদ্র বিজ্ঞান, দৈনন্দিন জীবনে ব্যবহারের প্রয়োজনীয় বিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, অংকশাস্ত্র, ভুগোল ও মানচিত্র, রাস্ট্রবিজ্ঞান ও পৌরনীতি ইত্যাদি সম্পর্কে জানা।

০৮. নিয়মিত ফারায়েয, ওয়াজিবাত ও সুনানের খুব বেশী ইলতিযাম করা। যৎসামান্য ওজায়েফের ইলতিযাম সহ আখিরে লাইল তাহাজ্জুদের পাবন্দী করা। সম্ভব হলে কাছাকাছি কোন মুনাসিব শায়খে তরীকতের সাথে ইসলাহী সম্পর্ক রাখা।

০৯. উল্লেখিত সকল মাকাসিদ অর্জিত হতে পারে সেই লক্ষে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর ‘নেযামুল আওকাত’ তৈয়ার করে সেটি শক্তভাবে দৃঢ়তার সাথে বাস্তবায়ন করা। প্রত্যেক সপ্তাহে ও মাসে সেই নেযামুল আওকাতের সফলতা মূল্যায়ন করা। প্রয়োজনে শায়খে তরীকতের পরামর্শ গ্রহণ করে তাঁর তরবিয়্যাত মোতাবেক অবিচল অগ্রসর হতে চেষ্টা করা।
মহান আল্লাহ সকলকে তাওফীন ইনায়েত ফরমান। আমীন ছুম্মা আমীন।

ড. মুশতাক আহমদ, ০২/০৬/২১

12/04/2021

জামিয়াতুল আক্বসা মুমিনুন্যেসা Jamiatul Aqsa Muminunnisa 'এর আজীবন সদস্য পদ গ্রহণের আবেদনপত্র

মুহতারাম!
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

বাদ সালাম আরয, মুফ্তী জহির মাহমূদ আফেন্দী সাহেব দা. বা.এর সার্বিক তত্বাবধানে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আওতাধীন মাইজবাগ ইউনিয়নে কোলাহলমুক্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে দ্বীনের চতুর্মূখী তাকাযা পুরণের সুমহান লক্ষ্যে #জামিয়াতুল_আক্বসা_মুমিনুন্যেসা_Jamiatul_Aqsa_Muminunnisa নামে সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি আদর্শ কওমী মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ অল্প কয়েক দিনেই নূরানী মকতব, নাযেরা বিভাগ, ও কিতাব বিভাবে ছাত্রী ভর্তি হয়েছে। আল্লাহ তা‘আলা এই মাদ্রাসাকে কবুল করেন এবং খুব দ্রুত এর ফয়ুজ ও বারাকাত দেশ থেকে দেশান্তরে পৌঁছিয়ে দিন।

মুহতারাম!
যেহেতু মাদ্রাসাটি নতুন প্রতিষ্ঠিত হয়েছে, তাই এর খরচ সরবরাহের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যা আপনাদের মত দীনদার, জামি‘আর হিতাকাঙ্খী ও শুভাকাঙ্খী ব্যক্তিবর্গের দ্বারাই ব্যবস্থা হয়ে থাকে। জামি‘আ কর্তৃপক্ষ উক্ত অর্থ সংগ্রহের জন্য নিম্মেবর্ণিত কয়েকটি পদ্ধতি অবলম্বন করেছেন:

১। লিল্লাহ:

এ ফান্ডে যাকাত-ফিতরা, মান্নত, কাফফারা, ফিদয়া ও কুরবানীর চামড়া বা তার মূল্য গ্রহণ করা হয় এবং তা অসহায়, এতিম ও অভাবী ছাত্রদের খানা, চিকিৎসা ও জরুরী প্রয়োজনে খরচ করা হয়।

২। সাধারণ:

১. সাধারণ দান। (সুবিধামত)

২. প্রতিষ্ঠাতা আজীবন সদস্য চাঁদা। (এককালীন ০৫ হাজার টাকা যা কিস্তিতে দেয়ার সুযোগ আছে)

৩. বার্ষিক আজীবন সদস্য চাঁদা (প্রতি বছর কমপক্ষে ১০ হাজার টাকা)

৪. মাসিক আজীবন সদস্য চাঁদা (প্রতি মাসে সর্বনিম্ম ৫০০ পাঁচশ টাকা)

অতএব. আপনার নিকট জামি‘আর পক্ষ থেকে আবেদন পেশ করছি, আপনি জামি‘আর একজন অন্যতম সদস্য হয়ে জামি‘আ প্রতিষ্ঠার কাজে সহযোগিত করবেন। আল্লাহ তা‘আলা আপনার সাদাকায়ে জারিয়াকে কবুল করুন এবং দুনিয়া ও আখেরাতের সর্বাঙ্গীন সফলতা দান করুন। আমীন।

যোগাযোগ করতে ফোন করুন বা এস.এম.এস দিনঃ- ০১৬১১ ৭৯৩১৪৭

Location

Category

Telephone

Website

Address


Mymensingh

Other Schools in Mymensingh (show all)
CBMC,B CBMC,B
At Winnerpar On A Panoramic 23 Acres Land 10 Km From Mymensingh Town Towards Dha
Mymensingh, 2200

Community based medical college Bangladesh was established as an academic enterprise of Community H

Nusan Jannat Hridoy Nusan Jannat Hridoy
Mymensingh

Chandab Dokkhin Government  Primary School Chandab Dokkhin Government Primary School
Chandab
Mymensingh, VALUKA

English Private programme, Mymensingh English Private programme, Mymensingh
আকুয়া, নাসিরাবাদ কলেজ রোড সংল
Mymensingh, 2200

All classes of English grammar will be discussed on this page . H.S.C/S.S.C Spoken English .

Ashraf chowdhury fazil madrasah Ashraf chowdhury fazil madrasah
Muzzampur, Nandail
Mymensingh, 2290

দারুছ ছুন্নাহ্ দাখিল মাদরাসা, দারুছ ছুন্নাহ্ দাখিল মাদরাসা,
Luxmipur, Fulbaria
Mymensingh, 2200

এই মাদরাসাটি ১৯৮৩ সালে ময়মনসিংহ জেলা?

Dewangonj Islamia High School Dewangonj Islamia High School
Nandail
Mymensingh

Fayaz Model School Fayaz Model School
17 Saheb Ali Road, Notun Bazar
Mymensingh, 2200

আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রয়াসে, ফয়েজ শিক্ষা পরিবার হয়ে উঠুক আপনার প্রথম পছন্দ।

RUHUL AMIN RASEL RUHUL AMIN RASEL
Mymensingh

love ma

বিজ্ঞান কি এতোই সোজা ? বিজ্ঞান কি এতোই সোজা ?
Jamtola Moar, Gafargoan
Mymensingh, 2230

We are ready to guide you properly and try to give you best.