
ব্রেকিং নিউজ!
.
এসএসসি পরীক্ষার ফল ২৮ নভেম্বর! সবাই সবার জন্য দু'আ করি । পরিশ্রম এবং প্রত্যাশার থেকেও বেশি সৃষ্টিকর্তা আমাদের দান করুন ❤️
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Knowledge base, Education, Mymensingh.
Operating as usual
ব্রেকিং নিউজ!
.
এসএসসি পরীক্ষার ফল ২৮ নভেম্বর! সবাই সবার জন্য দু'আ করি । পরিশ্রম এবং প্রত্যাশার থেকেও বেশি সৃষ্টিকর্তা আমাদের দান করুন ❤️
⭕এক নজরে বাংলা বর্ণমালা⭕️
-
➖স্বরবর্ণ - 11টি
➖ব্যঞ্জনবর্ণ - 39 টি
➖মৌলিক স্বরধ্বনি - 7 টি
➖যৌগিক স্বরধ্বনি -২৫টি
➖যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ - ২টি
➖হ্রসস্বর স্বরধ্বনি - 4 টি
➖দীর্ঘস্বর স্বরধ্বনি - 7টি
➖মাত্রাহীন - 10 টি
➖অর্ধমাত্রা - 8 টি
➖পূর্ণমাত্রা - 32 টি
➖কার - 10 টি
➖স্পর্শবর্ণ - 25 টি
➖বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি(স্বরবর্ণ ১১টি
+ ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
➖বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
➖বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)
➖বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
➖বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্তবর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
➖বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণআছে ১০টি
(স্বরবর্ণ৪টি + ব্যঞ্জণবর্ণ ৬টি)
➖বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
➖বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব,য, র) { সৌমিত্র শেখরের বই যে ৬টি।যেমন: ন, ম, য, র ল, ব
➖বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি
(ক থেকে ম পর্যন্ত)
➖বাংলা বর্ণমালায় কন্ঠ/জিহবামূলীয়ধ্বনি আছে ৫টি
(“ক” বর্গীয়ধ্বনি)
➖বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
➖বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎদন্তমূলীয়ধ্বনি আছে ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
➖বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে৭টি(“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
➖বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে৫টি (“প” বর্গীয় ধ্বনি)
➖বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে১৪টি (প্রতি
বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
➖বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে১১টি (প্রতি বর্গের
৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
➖বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে ১৩টি (প্রতি
বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
➖বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে ১১টি (প্রতি
বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
➖বাংলা বর্ণমালায় নাসিক্য/অনুনাসিকধ্বনি আছে ৮টি(প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
➖বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি৪টি (শ,ষ, স, হ)
➖বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি৪টি (ব,য, র, ল)
➖বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি১টি (ল)
➖বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি১টি (র)
➖বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি২ টি (ড়, ঢ়)
সংগৃহীত
collected
collected
Photos from মু. শাহিনুজ্জামান শাকিল's post
আমাদের অনেকেই অনার্স-মাস্টার্স পাশ করার পরও যখন কোনো ইন্টারভিউর ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয়, "অনার্স-মাস্টার্স তো শেষ করলেন; আচ্ছা বলুন তো 'শিক্ষা' বলতে কী বোঝায়?"
- তখন খুব কম লোকই তা গুছিয়ে উত্তর দিতে পারেন।
তাহলে আসুন আজ জেনে নেই-
মূলত "জ্ঞান ও দক্ষতা অর্জনের পদ্ধতিগত প্রক্রিয়াকে শিক্ষা বলে।"
এটি এমন এক জ্ঞান, যা দ্বারা মানুষের আচার-আচরণের ইতিবাচক পরিবর্তন করে এবং এই ইতিবাচক পরিবর্তন সমাজের অধিকাংশ মানুষ দ্বারা স্বীকৃত।
অন্যকথায়- মানুষের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তনকে শিক্ষা বলে।
তার মানে, যে শিক্ষা মানুষের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে না বা ইতিবাচক পরিবর্তন আনতে পারে না; সেটাকে শিক্ষা বলে যাবে না!
***এবার আসুন জেনে নেই- "শিক্ষার উদ্দেশ্য কী?"
১। প্রাক-প্রাথমিক শিক্ষার শিক্ষার উদ্দেশ্যঃ প্রাক-প্রাথমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য ১টি।
প্রাক-প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য মূলত একটি। শিক্ষার্থীদেরকে বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে (Home to School) যেতে অভ্যস্ত করা এবং পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করে তোলা।
এই স্তরে মূলত শিক্ষার্থী তেমন বই পড়ে না; শুধু স্কুলে যেতে অভ্যস্ত হয়।
(যদিও আমরা হয়তো তাদের একগাদা বই ধরিয়ে দেই! পারলে ২-৩জন হাউজ টিউটরও রাখি!)
২। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যঃ প্রাথমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য ২টি। যথা-
(ক) শিক্ষার্থীদেরকে মৌলিক শিক্ষা প্রদান করা; তথা সাক্ষরতা* এর জ্ঞান প্রদান করা।
(খ) মাধ্যমিক শিক্ষার উপযোগী করে তোলা
৩। মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যঃ
মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ২টি। যথা-
(ক) শিক্ষার্থীদের কর্মক্ষম করে তোলা; অর্থাৎ তারা যেন কিছু একটা করে খেতে পারে; সেই উপযোগী করে তোলা।
(খ) উচ্চ শিক্ষা গ্রহণের উপযোগী করে তোলা। অর্থাৎ, যারা উচ্চ শিক্ষা তথা অনার্স-মাস্টার্স/ডিগ্রি করতে চায় তাদের সেই উপযোগী করে তোলা।
(তার মানে উচ্চ শিক্ষা সবার জন্য প্রয়োজন নেই)
৪। উচ্চ শিক্ষার উদ্দেশ্যঃ
উচ্চ শিক্ষার উদ্দেশ্য প্রধানত ৩টি। যথা-
(ক) নলেজ জেনারেট করা; তথা সমাজ ও রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন নতুন জ্ঞান উৎপন্ন করা। যাতে করে মানুষ উচ্চশিক্ষিত মানুষদের কাজ থেকে নিত্য-নতুন ভালো কিছু শিখতে পারে, জানতে পারে।
(খ) জ্ঞান সংরক্ষণ করা। অর্থাৎ, বিদ্যমান যেসব জ্ঞান মানুষ, সমাজ ও রাষ্ট্রের জন্য উপকারী তা সংরক্ষণ করা।
(গ) জ্ঞানকে ছড়িয়ে দেয়া। অর্থাৎ, নিজের লব্ধ জ্ঞানকে অন্যের মাঝে ছড়িয়ে দেয়া। যেন সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারে।
***বি.দ্র. এখানে উল্লেখ্য যে, একজন ভালো শিক্ষকের প্রধান কাজ হলো শিক্ষার্থীদের ব্রেইন-স্ট্রমিংয়ের মাধ্যমে স্বপ্ন দেখানো এবং স্বপ্ন বাস্তবায়নের পাথেয় বলে দেয়া।
©___ Gazi Mizanur Rahman
***35th BCS Cadre
*** Career Specialist
*** Writer & Motivational Speaker
#শিক্ষা
Photos from Shomir Barman's post
Mobile uploads
Photos from Job Preparation's post
ঘনমূল নির্ণয়
Photos from Education news of Bd's post
Photos from Education news of Bd's post
সংগৃহীত
Photos from Shomir Barman's post
কনফিউজিং প্রশ্ন
Collected
মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর
ওয়ারিশ সম্পত্তি বা পৈত্রিক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নিবেন। তিনটি ডকুমেন্ট না থাকলে ক্রয় বায়নাপত্র লেনদেন করবেন না।
#ডোকুমেন্ট_গুলো
১)প্রথম,ওয়ারিশ সনদ পত্র।
২)দ্বিতীয়,পারিবারিক ভাগবন্টন রেজিষ্ট্রেশন দলিল
৩)তৃতীয়,নামজারি খতিয়ান। তারপর অন্যান্য কিছু বিষয় দেখতে হবে।
যেমন বিক্রেতা যে সুত্রে মালিক হলো, তার পূর্বের মালিক কোন সুত্রে মালিক তার দলিল খতিয়ান কপি যাচাই বাছাই করে নিবে।
এই তিনিটি ডকুমেন্ট জার কাছে না থাকবে তার দখলে থাকুক বা পারিবারিক মৌখিক বন্টন হউক আপনি ক্রয় করবেন না। অনেকেই মৃত পিতা মাতার নামের সম্পত্তি অন্যান্য ভাইবোন ওয়ারিশদের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয়,,,কেউ কেউ যতটুকু অংশ পাবে তার বেশি বিক্রি করে ফেলে,,, কেউ কেউ আছেন ভালো পজিশনের জমি বিক্রি করে দেন। কেউ কেউ আছেন ওয়ারিশদের অংশও বিক্রি করে ফেলেন। কেউ কেউ আছেন পারিবারিক মৌখিক ভাবে ভাগের অংশ বিক্রি করেন।
মৌখিক ভাগ কোনো দলিল নয়। মৌলিক বন্টনের কোনো মূল্য নেই। মৌখিক কথার দাম নেই। এক লোক দীর্ঘ বছর ধরে পারিবারিক মৌখিক ভাগ করা জমি ভোগদখল করে আসছে,,, জমিটার মূল্য অন্যান্য জমির ছেয়ে অনেক বেশি,,, বেশি দাম হওয়াতে তারই এক ভাই জমিটির অংশ দাবি করলো,,, সবাই যতই বলে মৌখিক ভাগের কথা, ভাই তা মানতে রাজি নয়,,, ভাই বোলতেছে মৌখিক ভাগ মানিনা, পুনরায় ভাগবন্টন করতে হবে।
তারা মৌখিক ভাগ না করে পারিবারিক বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল করে নিলে ভাই কখোই দাবী করলে তা আইন সম্মত হতো না। তাই বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ।
ওয়ারিশ সনদ, বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল, জার আছে তার সম্পত্তিতে কখনোই কোনো ওয়ারিশ ঝগড়া বিবাদ সৃষ্টি করতে পারবেনা। ওয়ারিশ সনদ পত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশ সম্পত্তির মালিক। বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশের সম্মত্তিতে বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল করা হয়। আবার দেখতে হবে ওয়ারিশ সনদ সঠিক কিনা, প্রত্যেক ওয়ারিশের নাম সঠিকভাবে উল্লেখ্য আছে কিনা,,, বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিলে প্রত্যেক ওয়ারিশের স্বাক্ষর নাম ঠিকানা সঠিক ভাবে উল্লেখ্য কিনা।
অনেকেই বোনের অংশ না দিয়ে, বিক্রি করে দেন, জিনি ক্রয় করেন সেই লোক বিপদে পড়ে। কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিলো বিক্রেতা কোন সুত্রে সম্পত্তির মালিক, সেই সব ডোকোমেন্ট দেখা উচিত ছিলো। পৈতৃক সম্পত্তি হলে বা ওয়ারিশ সম্পত্তি হলে ক্রয়ের আগে ওয়ারিশ সনদ, রেজিষ্ট্রেশন করা বন্টন নামা দলিল,নামজারি খতিয়ান। এগুলো দেখা। এগুলো না দেখে ক্রয় করলে অন্যান্য ওয়ারিশরা অভিযোগ সালিস মামলা করলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন।।
সাধারন জ্ঞান
পদ্মা সেতু:- জেনে রাখা ভাল
১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
উওর: ২০২২ সালের ১৬ ডিসেম্বর।
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
গড়
Narration
সংগ্রহে রাখুন
preposition
সংগ্রহে রাখুন
কারক
collected
সিভিল ডিপার্টমেন্ট এর অনলাইন ক্লাস এর বিশ্বস্ত প্লাটফর্ম।
English With Imran helps English learners to speak English fluently, naturally, and confidently. To
Muslim Girls' College online classes
Hi, This is md shahin, l'm a vlogger. I have Youtube Channel please follow me to get my videos ever
This is online engineering training Institute page.. Follow the page for any help and information.
নেত্রকোনা ডিপ্লোমা এসোসিয়েশন
Educational Institution , Establish 1941, Run by Brothers of Holy Cross...