ময়মনসিংহ ইসলামিক বইমেলা তারেক স্মৃতি অডিটোরিয়াম চত্বর ২০২২
একটি বই মানুষকে সেই অতীত জীবনে ফিরিয়ে নিতে সক্ষম হয়
একটি বই মানুষকে আদর্শ হতে সক্ষম হয়
একটি বল মানুষের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হয়
তাই উক্ত বইমেলায় আপনাকে স্বাগতম
মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ
Nearby schools & colleges
No Shehora Road
R. K. Mission Road
City Corporation
Golgonda School Road
Rambabu Road
Charpara
ভাটিকাশর
2200
K C Roy Road. Kachijhuli. Mymensingh
Kanchijully
Dhaka, Mymensing
miftahul
Operating as usual

||শিক্ষকের মর্যাদা||
শিক্ষক বাদশাহ্ নন, কিন্তু বাদশাহ্ তৈরি করে দেন।
আপন শিক্ষকের সম্মান করতে শিখো, কেননা
আজ তুমি উনার উছিলায় এই লিখাটি পড়ার যোগ্যতা অর্জন করেছো।
বাদশাহ সেকান্দার বলেন-
"আমার পিতা আমাকে আসমান থেকে জমিনে নিয়ে এসেছেন;
আর আমার শিক্ষক আমাকে জমিন থেকে আসমানে নিয়ে গিয়েছেন"।
শিক্ষক দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি;
এজন্যই নিজের শিক্ষকগণের সম্মান করা উচিত।
ছাত্র দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অন্যের দোষের
সমুদ্রে ডুবুরী না হয়ে ,
নিজের মাঝে মুক্তার
চাষ করাই উত্তম ।
স্বপ্ন ভেঙ্গে গেছে তো কি হয়েছে?
স্বপ্ন আবার দেখো,

সুস্থ শিশু বলতে শুধু শারীরিকভাবে সুস্থ শিশুকেই বোঝায় না; শারীরিক ও মানসিক উভয়ভাবে শিশুকে সুস্থ রাখতে হবে। সাধারণভাবে আমরা শিশুর শারীরিক বিকাশে যতটা মনোযোগ দিই, মানসিক বিকাশে ততটা মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না। কিন্তু মানসিকভাবে সুস্থ না হলে শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়

হিফজুল কোরআন প্রতিযোগী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি

অত্র প্রতিষ্ঠানে আমার সন্তান কে লেখাপড়া করিয়ে আনন্দিত
আপনার সন্তানের প্রাতিষ্ঠানিক শিক্ষা মজবুত করতে মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ অঙ্গীকারবদ্ধ
অত্র প্রতিষ্ঠানের লেখাপড়ার গুণগতমান যাচাই করুন
আপনার সন্তানকে আসন্ন২০২৩ ইং নতুন শিক্ষা বর্ষের সিদ্ধান্ত গ্রহণ করুন

মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ গলগন্ডা সদর ময়মনসিংহ is now on WhatsApp.
মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ গলগন্ডা সদর ময়মনসিংহ is now on WhatsApp.

সৃজনশীল খেলনা
শিশুর খেলনা হতে হবে সৃজনশীল। বয়সভেদে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ উপযোগী খেলনা নির্বাচন করতে হবে গুরুত্বের সঙ্গে। ঘরে ও বাইরে দুই জায়গায়ই খেলা যায়—এমন খেলনা শিশুর মানসিক বিকাশে বেশি সহায়ক। শিশুকে এমন ধরনের খেলনা দিতে হবে, যা তার বুদ্ধি বাড়াতে সাহায্য করে।সুস্থ পারিপার্শ্বিক পরিবেশ
একটি শিশু যখন বড় হয়, তখন চারদিকের পরিবেশ তাকে অনেক বেশি প্রভাবিত করে এবং এর প্রতিফলন ঘটে তার ব্যক্তিত্বে। শিশুর সামগ্রিক বিকাশের সঙ্গে পরিবেশ ও পারিপার্শ্বিকতা নিবিড়ভাবে জরিত। তাই তার সুন্দর ও নির্ভয় শৈশব নিশ্চিত করার দায়িত্ব মা–বাবাসহ পরিবারের সব সদস্যের
এবং প্রতিষ্ঠানের

একটা ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যত এর মূল ভিত্তি।

আমি হাফেজ মোঃ মোজাম্মেল হক
ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র
আকুয়া মাদ্রাসা কোয়াটার
জেলা পরিষদ
স্টাফ কোয়াটার জামে মসজিদে দীর্ঘ ১৫ বছর খেদমত করে আসছি পাশাপাশি প্রতিবছর খতমে তারাবি পরাচ্ছি এক মাত্র আল্লাহ পাকের মেহেরবানী
আমি আমার সন্তানকে নিয়ে অনেক পেরেশানি করছিলাম আল্লাহ পাকের মেহেরবানীতে দুইজন ছেলে সন্তান দান করেছিলেন একজন কে আল্লাহ পাকের দরবারে নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ
বর্তমান প্রেক্ষাপটে সন্তানদেরকে মানুষের মতন মানুষ হিসেবে গড়ে তোলা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে
অনেক প্রতিষ্ঠানে আমি গিয়েছি
অনেক ওলামায়ে কেরাম শহরের আমার বন্ধু মহল অনেকের সাথেই কথা বলেছি ছেলের লেখাপড়া নিয়ে
ছেলে বড় হতে যাচ্ছে কোথায় লেখাপড়া করাবো আমার মোবাইলের মাধ্যমে আমি একদিন দেখতে পেলাম ময়মনসিংহ শহরের গলগন্ডা এলাকায় জাতীয় ও আন্তর্জাতিক মানের একটি মাদ্রাসা গড়ে উঠেছে
অনেক হযরতদের সাথে পরামর্শ করেছি অনেকেই বলেছেন শুনেছি ভালো
তবে যায়নি কোনদিন
আবার অনেকেই বলেছে মাদ্রাসাটি অনেক ভালো তুমি মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করতে পারো
আমি মাদ্রাসায় এসে মাদ্রাসার পরি পাঠী এবং পরিচালক মহোদয়ের আলোচনা সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে
মাদ্রাসা থেকে গিয়ে বাসায় পরামর্শ করলাম মাদ্রাসার হাল হাকিকত বলার পর সকলেই সম্মতি হল মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করার
প্রথম দিকে মাদ্রাসা থেকে আমাকে বলা হয়েছিল আপনার ছেলে তিন মাস ভালো কোন লেখাপড়া হবে না
বাচ্চাটাকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে পড়াতে হবে
ওস্তাদের পরামর্শ মেনে নিয়ে আমি আমার সন্তানকে মাদ্রাসায় প্রতিদিন ক্লাস করাতে লাগলাম
অল্পদিনেই আমার সন্তান ওস্তাদদের মেহনতের বদৌলতে তাজবিদ বাংলা আরবি ইংলিশ হাতের লেখা অনেক সুন্দর বলে প্রতিষ্ঠানকে খাটো করতে চাই না
এখন নাজারা শুরু করে দিয়েছে
আমি আশা করছি নূরানী ক্লাসের ভিতরেই আমার সন্তানের তিন পারা নাজেরা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ
আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং
আল্লাহ পাক অত্র প্রতিষ্ঠানকে কবুল করুন
আমি আমার সন্তানের জন্য যা ভালো মনে করেছি আমি তা সিদ্ধান্ত নিয়েছি
আপনি আপনার সন্তানের জন্য অনেক চিন্তিত? অত্র প্রতিষ্ঠানের লেখাপড়ার গুণগত মান আমি হাফেজ হিসেবে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ
প্রতিষ্ঠানের পরিবেশ ও লেখাপড়ার গুণগতমান যাচাই করুন
আপনার সন্তানকে আসন্ন 2023 শিক্ষাবর্ষে ভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করুন
আমার সন্তানকে যেন আল্লাহ তা'আলা যোগ্য হাফেজ আলেম ও দিনের দায়ী হিসেবে কবুল করেন

আপনার সন্তানের প্রাতিষ্ঠানিক শিক্ষা মজবুত করতে মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ অঙ্গীকারবদ্ধ
অত্র প্রতিষ্ঠানের লেখাপড়ার গুণগতমান যাচাই করুন
আপনার সন্তানকে আসন্ন২০২৩ ইং নতুন শিক্ষা বর্ষের সিদ্ধান্ত গ্রহণ করুন


মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার লেখাপড়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়
বাংলাদেশের অন্যতম বুজুর্গ আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী দাঃবা ও ময়মনসিংহের শীর্ষ ওলামায়ে কেরামগণ
আলোচনা পেশ করছেন
তরুণ আলেম লেখক ও ভাষাবিদ হযরত মাওলানা মাহমুদুল হক সিদ্দিক
প্রতিষ্ঠাতা পরিচালক মাহাদুদ দাওয়া আল ইসলামিয়া ময়মনসিংহ

আমি হাফেজ মাওলানা আশিক মাহমুদ
আমার দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ছিল আমার সন্তান কে জাতীয় আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাব হঠাৎ করেই ময়মনসিংহের সুপরিচিত আলেম
আমাকে বলতে লাগলেন আমার খোঁজে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান আছে
আমি প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয়ের সাথে কথা বলে ও বাচ্চাদের তিলাওয়াত শুনে আমি মুগ্ধ হই এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই অত্র প্রতিষ্ঠানে আমার সন্তানকে লেখাপড়া করাবো কিছুদিনের মধ্যেই নূরানী বিভাগে ভর্তি করে দিই আলহামদুলিল্লাহ মাত্র চার মাসের ব্যবধানে আমি তার সুফল পেতে শুরু করছি আমার সন্তানের আরবি বাংলা ইংলিশ হাতের লেখা এবং তাজবিদের দিক থেকে অনেক চমৎকার লেখাপড়া করছে
আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আপনি আপনার সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুন সাথে সাথে আমার সন্তানের জন্য দোয়া চাই আল্লাহ তাআলা থাকে আলেম হাফেজ ও দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন
ইতিহাসের সেরা নাশিদ
সূর্য সন্তানদের মুখে
জামিয়া ইসলামিয়া সেহড়া মোমেনশাহীর সুযোগ্য মুহতামিম, যাত্রাবাড়ী বড় মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম, হাজারো আলেমের দরদী উস্তাদ
আল্লামা আনওয়ারুল হক সাহেব দাঃ বাঃ অসুস্থ অবস্থায় চরপাড়া হাসপাতালে ভর্তি আছেন।
আল্লাহ তায়ালা পরিপূর্ণ সুস্থ করে তাঁর ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন। আমিন !
আমরা হাসপাতালে না এসে দুয়ার আমাল করি।
বিদ্যা সহজ, শিক্ষা কঠিন
বিদ্যা আবরণে, শিক্ষা আচরনে

শিক্ষা হল সাফল্যের টিকেট স্বরূপ
খেলার ছলে ঘর বানিয়ে ফেললো
এই উপকরণের মাধ্যমে বাচ্চাদের মেধা বিকাশিত হয়
তাই প্রতিদিন বিভিন্ন উপকরণের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের ছাত্ররা খেলার চলে শিক্ষানীয় অনেক কিছুই বানিয়ে ফেলে

তুলনা তার সাথে করো যে তোমার চেয়ে এগিয়ে আছে…
তার সাথে নয়,
যে তোমার চেয়ে পিছিয়ে আছে…

মাদ্রাসা বলে অবহেলা করার কিছুই নেই
আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে কোন দিক থেকেই পিছিয়ে নেই
মাত্র 4মাস বিশদিন ক্লাস করে বাচ্চাদের হাতের লিখা ও পরা আকাশচুম্বী
ইতিহাসের সেরা উপস্থাপনায় হঠাৎ তাক লাগিয়ে দিলেন
কবি ওয়ালিউল ইসলাম
কবিতা আবৃত্তির মাধ্যমে
দিল মাহমুদ সাব্বির এর চমৎকার উপস্থাপনায়
আপনার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে অভিরাম চেষ্টা করে যাচ্ছে অত্র প্রতিষ্ঠান

প্রতিভাবান শিশুরা নতুন নতুন চ্যালেঞ্জ চায়। তারা তাদের নিজের গতিতে শিখতে চায়। চলতি শিক্ষা ব্যবস্থার মাঝে তাদের সেই বিশেষ চাহিদা পূরণে বাবা-মাকে হতে হবে আরও সচেতন, পাল্টে ফেলতে হবে গতানুগতিক পড়াশোনার পদ্ধতি।
শিশুদের পড়াশোনার পাশাপাশি মজার মজার কিছু নতুন ও সৃজনশীল শিক্ষাদান করা জরুরী। এতে তাদের সৃজনশীলতার এবং মেধার বিকাশ ঘটে
তাই আপনার সোনামনির জন্য
◾দু'আ কবুল হওয়ার ২৯টি স্থান, ক্ষেত্র ও সময়:
১)সুরা ফাতিহা পাঠ করার পর, সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়।
(মুসলিম, মূল কিতাব-৮০৬,এ্যান্ড্রয়েট এ্যাপ-১৭৬২)
২) অনুপস্থিত ব্যক্তির জন্য দু'আ, কোন মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দু'আ করলে দু'আ কবুল হয়। (মুসলিম -৬৮২২)
৩) জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৪৪৮)
৪) মা-বাবা তার সন্তানের জন্য দু'আ করলে দোয়া কবুল হয় ৷ (তিরমীযি-৩৪৪৮)
৫) নেককার সন্তানের দু'আ কবুল হয়। (বাবা-মায়ের জন্য তাদের মৃত্যুর পর)। (আবু দাউদ-২৮৮০)
৬) আরাফাতের ময়দানে দু'আ করলে দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৫৮৫)
৭) বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দু'আ তাড়াতাড়ি কবুল হয়। (সূরা নমল ৬২,৫৭ ও সূরা ইসরার ৬৭ নাম্বার আয়াত)
৮) সেজদায় দু'আ করলে দু'আ কবুল হয়। (নাসায়ী১০৪৫)
৯) হজ্জের স্থানসমূহের দু'আ তাড়াতাড়ি কবুল হয়। যেমন: আরাফাহ, মুজদালিফা, মিনা...। (ইবনে মাজাহ-২৮৯২)
১০) হজ্জ করা অবস্থায় হাজ্জীর দু'আ কবুল হয়। (ইবনে মাজাহ-২৮৯৩)
১১) উমরাহ করার সময় উমরাহকারীর দু'আ কবুল হয়। (নাসায়ী-২৬২৫)
১২) আযানের পর দু'আ কবুল হয়। (তিরমীযি-২১০)
১৩) ক্বিতাল চলাকালীন সময় দু'আ করলে দু'আ কবুল হয়। (আবু দাউদ-২৫৪০)
১৪) বৃষ্টি বর্ষণকালে দু'আ করলে দু'আ কবুল হয়। (আবু দাউদ-২৫৪০)
১৫) শেষ রাতের দু'আ, তাহাজ্জুদের সময়কার দু'আ কবুল হয়। (বুখারী-১১৪৫)
১৬) জুম্মার দিনে দু'আ কবুল হয়, আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে। (নাসায়ী-১৩৮৯)
১৭) লাইলাতুল ক্বদরের রাত্রির দু'আ কবুল হয়। (বুখারী ও মুসলিম)
১৮) আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দু'আ কবুল হয়। (আহমাদ-১৪৬৮৯, মুসলিম -৬৬৮)
১৯) ফরয সালাতের শেষ অংশে দু'আ করলে কবুল হয়। (সালাম ফিরানোর আগে)। (রিয়াদুস স্বালেহীন ১৫০৮, তিরমীযি-৩৪৯৯)
২০),মুসাফিরের দু'আ কবুল হয়। (সফর অবস্থায়)। (তিরমীযি-৩৪৪৮)
২১) রোজাদার ব্যক্তির দু'আ কবুল হয়। (রোজা অবস্থায়) । (ইবনে মাজাহ-১৭৫২)
২২) ন্যায়পরায়ণ শাসকের দু'আ কবুল হয়। (তিরমীযি-২৫২৬)
২৩) দু'আ ইউনুস পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৫০৫) দোয়া ইউনুস: লা ইলাহা ইল্লা-আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমীন।
২৪) ইসমে আযম পড়ে দু'আ করলে দু'আ কবুল হয়। (ইবনে মাজাহ-৩৮৫৬)
ইসমে আযম: আল্লা-হুম্মা ইন্নী আস-আলুকা বি-আন্না লাকাল হামদু লা-ইলাহা ইল্লা-আন্তা ওয়াহ'দাকা লা-শারীকা লাকাল মান্না-ন। ইয়া বাদীআস সামা-ওয়াতি ওয়াল -আরদ্বি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হা'ইয়্যু ইয়া কাইয়্যুম। (নাসাঈ-১৩০০)
[হাদিস শরীফে মোট তিনটি ইসমে আযম এসেছে, যে কোন একটি পড়লেই হবে, তবে এটিই বেশি প্রচলিত]
২৫) বিপদে পতিত হলে যে দু'আ পড়া হয় (ইন্না লিল্লা-হি... রাজিউন) এবং ( আল্লা-হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলিফলী খইরাম মিনহা...) তখন দু'আ কবুল হয়।
(মিশকাতুল মাসীবাহ-১৬১৮, মুসলিম -৯১৮)
২৬) জমজমের পানি পান করার পর দু'আ করলে কবুল হয়। ( ইবনে মাজাহ-৩০৬২, আহমদ৩/৩৫৭)
২৭) নির্যাতীত ব্যাক্তি দু'আ করলে দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৪৪৮)
২৮) যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে (দোয়া করবে), কেননা সে একটি ফেরেশতা দেখেছে। (বুখারী (ফাতহুল বারীসহ), ৬/৩৫০, নং ৩৩০৩; মুসলিম, ৪/,২০৯২, নং ২৭২৯)
২৯) দু'হাত তুলে দোয়া করা, কারণ আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। (আবু দাউদ-১৪৮৮)
আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তাওফিক দিন, এবং আমাদের সবার দোয়া কবুল করে নিন-আমীন💙

আপনার সন্তান কে
প্রতিদিন এই কথা বলুন
প্রতিটি এক্সপার্ট মানুষ একসময় আনাড়ি ছিল
দুনিয়াতে যত মানুষ তুমি দেখছো আজ অনেক এক্সপার্ট তারা একসময় কিছুই বুঝতো না
তোমার জন্য যে প্রতিষ্ঠান আমি নির্বাচন করেছি দেশের সেরা প্রতিষ্ঠান তোমার ওস্তাদ অনেক আদর্শ
তোমার ওস্তাদ দেশের সেরা একজন ওস্তাদ যিনি পড়াশোনায় অনেক দক্ষ
বাবা তুমি জেগে ওঠো তুমি পারবে এই আত্মবিশ্বাস আমার মধ্যে
আছে তোমার প্রতি
অত্র প্রতিষ্ঠানের ছাত্র গার্ডিয়ানদের অন্যতম গার্ডিয়ান হিসেবে মঞ্চে পারফর্ম করেছেন ইসলামী সংস্কৃতির অন্যতম ব্যক্তিত্ব নবরবি শিল্পীগোষ্ঠীর পরিচালক ইউসুফ বিন মুনির

আপনি যদি চান আপনার সন্তান স্মার্ট বা চৌকস হয়ে উঠুক, তাহলে তাকে স্মার্ট করে তোলার জন্য বাবা -মা হিসেবে আপনি পদক্ষেপ নিয়েছেন?
আমি আমার সন্তানকে অত্র প্রতিষ্ঠানে নূরানী
প্রথম শ্রেণীতে ভর্তি করেছি মাত্র চার মাস হয়
আমার সন্তানের লেখাপড়ায় আমি মুগ্ধ
মুসলিম হিসেবে আপনি কি আপনার সন্তানের জন্য একটি স্বপ্নের মত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান চাচ্ছেন?
কিংবা ভাবছেন কোথায় গেলে তাকে তৈরী করা যাবে?

শিশুদের শিক্ষাকে আরও সহজ, আকর্ষনীয় এবং মজাদার করতে কাজ করেই চলছে মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ
পথের প্রতিটি বাঁকে নতুন নতুন পদ্ধতির ব্যবহার এবং মজার মজার উপকরন (ওয়ার্কশীট) দিয়ে শিশুদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে সক্ষম। শুধুমাত্র শিশুদের জন্য তৈরি করতে চাই এক অনন্য নিদর্শন।
মজায় মজায় শিখবে শিশুরা।
- শিশুদের জ্ঞানকে উপলব্ধি করা।
- শিশুদের বেসিক ফাউন্ডেশন স্ট্রং করা।
-শিশুদের পড়াশোনার প্রতি ভয় কাটিয়ে তোলা।
যেমন ভাবে শিখবে একটি শিশু আরবি
তেমনি বাংলা গণিত এবং চমৎকার ইংলিশ
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ
আপনার সন্তানই হবে সেরাদের সেরা
-

প্রতিভাবান শিশুরা নতুন নতুন চ্যালেঞ্জ চায়। তারা তাদের নিজের গতিতে শিখতে চায়। চলতি শিক্ষা ব্যবস্থার মাঝে আপনার আদরের সন্তানের সেই বিশেষ চাহিদা পূরণে
অবিরাম চেষ্টা করে যাচ্ছে মিফতাহুল কুরআন ওয়াস সুন্নাহ

প্রতিযোগী না ভেবে সহযোগী ভাবুন
কেউ ইমাম, আপনি খতিব কিংবা মাদরাসার মুহতামিম। কেউ রাজনীতির মাঠে সরব, সামাজিক নানা কাজে এগিয়ে। আপনি ভালো বক্তা, শক্তিমান লেখক, বুদ্ধিমান , চমৎকার উপস্থাপক, কোনো সংগঠনের ভালো দায়িত্বে আছেন। আরেকজন , সুযোগ্য হাফেজ বা ক্বারী সাহেব কিংবা শায়খুল হাদিস। আপনি সাংবাদিক, তিনি প্রকাশক কিংবা উদ্যোক্তা।
আপনি সুপরিচিত পারিবারিক কারণে, তিনি খ্যাতিমান নিজ চেষ্টায়। আপনি এই সংগঠনের বড় কর্তা, তিনি আরেক সংগঠনের দায়িত্বশীল। আপনি পাঠক তিনি লেখক, তিনি ডিজাইনার আপনি গ্রাহক। এখানে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়। সবার কর্মক্ষেত্র আলাদা ও ভিন্ন ভিন্ন। তার পরও দেখা যায়, একজন আরেকজনকে প্রতিযোগী মনে করছেন। কাজে-কর্মে মিল না থাকার পরও একজন আরকজনের ভালো কাজের অহেতুক সমালোচনা করছেন, সামনে পেছনে নানা কথা বলছেন।
এভাবেই চলছে আমাদের দুনিয়া। এই পরিস্থিতির অবসান দরকার। যে যেখানে কাজ করছেন, তাকে সেই কাজটাই করতে দেন। তার কাজে আপনার বা আমার নাক গলানোর কি দরকার? আপনিতো সব জান্তা নয় আপনি একা সবকাজ সামালো দিতে পারবেন না। সুতরাং একে অপরকে প্রতিযোগী কিংবা প্রতিস্পর্ধী না ভেবে সহযোগী মনে করা দরকার। তাতে যে যার কাজটি ভালোভাবে করতে পারবেন।
তাই দৃষ্টিভঙ্গিতে বদল আনার এখনই সময়।
রাতে ছিলো আঁধার ঘেরা
দিনে এল যেই রোদ
মানুষ হলো চোখের দেখায়
অগণিত নির্বোধ...
বিশেষ এ'লান
এত দ্বারা মিফতাহুল কুরআন ওয়াস সুন্নাহ এর সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে ২০/০৭/২০২২ ইং,রোজ বুধবার ঈদুল আজহার ছুটির নির্ধারিত সময় শেষ
অতএব সকল ছাত্রদের বুধবার
সন্ধ্যার পূর্বে মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হলো এবং বুধবার মাগরিব নামাজের পর থেকেই মাদরাসার সকল কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ
মিফতাহুল কুরআন ওয়াস সুন্নাহ
গলগন্ডা সদর ময়মনসিংহ
বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী
আবু উবায়দা ও নবরবি শিল্পীগোষ্ঠীর পরিচালক ইউসুফ বিন মনির এর সুললিত কন্ঠে ইসলামী সংগীত
নেত্রকোনা দুর্গাপুর বন্যার্ত এলাকা
মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ
গলগন্ডা সদর ময়মনসিংহ
অত্র প্রতিষ্ঠানের গার্ডিয়ানদের যৌথ পরিবেশনায় মনমুগ্ধকর ইসলামী সংগীত

ত্রাণ বেশীরভাগ মানুষ পায় - কিন্তু আলেম উলামাগন ও মধ্য ফেমিলির যারা গ্রামে বসবাস করেন উনারা ত্রাণ থেকে বঞ্চিত?
উলামা হযরতগণ লজ্জা অনুভব করে কারো কাছে যেতে চাচ্ছেন না এবং কাহারো ত্রাণ বিতরণ মুহূর্তে উপস্থিত হওয়াটাকেও
লজ্জা পাচ্ছে
তাদের অবস্থা খুবই বেহাল
আমি নিয়ত করছি
আলেমগনের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ
সবার কাছে দোয়ার মহতাজ

নেত্রকোনা বন্যাকবলিত অঞ্চল গুলি পর্যবেক্ষণ করে এক জরুরী পরামর্শ বসেছিলাম পানিবন্দি মানুষের জন্য কি করা যায়
উপস্থিত ছিলেন বাংলাদেশের দুইজন উজ্জ্বল নক্ষত্র
বিশ্বের অন্যতম ক্বারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী
ও বাংলাদেশের পরিচিত মুখ
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর
সিনিয়র প্রশিক্ষক ও বিচারক
হযরত মাওলানা হাফেজ ক্বারী সিদ্দিকুর রহমান সাহেব
সাথে আমি অধম
বন্যার্তদের কে বর্তমান পরিস্থিতিতে নগদ অর্থ সহায়তা অথবা বাড়ি নির্মাণ এবং কর্মসংস্থান তৈয়ার করা
এই তিনটি বিষয়ের উপর আগামী পথ চলা ইনশাআল্লাহ
দিরাই সুনামগঞ্জ জেলায়
দিনব্যাপী চলছে ত্রাণ বিতরণ
মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ এর
উদ্যোগে
নিজ নিজ অবস্থান থেকে বন্যার্থদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসুন

নানান দিক বিবেচনাপূর্বক আমি কোনো অর্থ সংগ্রহের পরিকল্পনা হাতে নেই নি। আমি যা করেছি একান্তই ব্যক্তিগত অর্থায়নে।
সকলেই অবগত আছেন যে, শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয় অবস্থায় অবস্থান করছে সিলেট বিভাগ।
সিলেট বিভাগে বন্যা কবলিত প্রত্যন্ত এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলায় ত্রাণসামগ্রী অনেক কম পৌঁছেছে। তাই
মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ সেই দিরাই উপজেলায় আগামীকাল ২৪ জুন শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি গ্রহণ করেছে।
ইতিমধ্যে আমাদের প্যাকেটিং এর কাজ শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই মহৎ কাজে যতটুকু পেরেছি মন উজাড় করে বানভাসীদের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আপনাদের সকলে দোয়া প্রত্যাশী।
নানান দিক বিবেচনাপূর্বক আমি কোনো অর্থ সংগ্রহের পরিকল্পনা হাতে নেই নি। আমি যা করেছি একান্তই ব্যক্তিগত অর্থায়নে।
সকলেই অবগত আছেন যে, শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয় অবস্থায় অবস্থান করছে সিলেট বিভাগ।
সিলেট বিভাগে বন্যা কবলিত প্রত্যন্ত এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলায় ত্রাণসামগ্রী অনেক কম পৌঁছেছে। তাই
মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ সেই দিরাই উপজেলায় আগামীকাল ২৪ জুন শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি গ্রহণ করেছে।
ইতিমধ্যে আমাদের প্যাকেটিং এর কাজ শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই মহৎ কাজে যতটুকু পেরেছি মন উজাড় করে বানভাসীদের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আপনাদের সকলে দোয়া প্রত্যাশী।
নানান দিক বিবেচনাপূর্বক আমি কোনো অর্থ সংগ্রহের পরিকল্পনা হাতে নেই নি। আমি যা করেছি একান্তই ব্যক্তিগত অর্থায়নে।
সকলেই অবগত আছেন অনেকেই ধারণা করছেন শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয় অবস্থায় অবস্থান করছে সিলেট বিভাগ
সিলেট বিভাগে বন্যা কবলিত প্রত্যন্ত এলাকা
দিরাই সুনামগঞ্জ দিরাই উপজেলায় ত্রাণসামগ্রী অনেক কম পৌঁছিয়েছে
মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ সেই দিরাই উপজেলায় আগামীকাল ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে ইতিমধ্যে আমাদের প্যাকেটিং এর কাজ শেষ হয়েছে
আলহামদুলিল্লাহ
আমরা হুফফাজুল কোরআন
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Jail Khana Road, Golgonda
Mymensingh
2200
Mymensingh
সিভিল ডিপার্টমেন্ট এর অনলাইন ক্লাস এর বিশ্বস্ত প্লাটফর্ম।
Mymensingh, 2203
English With Imran helps English learners to speak English fluently, naturally, and confidently. To
College Road
Mymensingh, 2200
Muslim Girls' College online classes
Netrakona
Mymensingh, B
Hi, This is md shahin, l'm a vlogger. I have Youtube Channel please follow me to get my videos ever
Mymensingh, 2282
This is online engineering training Institute page.. Follow the page for any help and information.
Biroidakuni, Rangrapara, Haluaghat
Mymensingh, 2600
Educational Institution , Establish 1941, Run by Brothers of Holy Cross...
Near Nazrul University Trishal Mymensingh
Mymensingh
ইহা অফিসিয়াল পেজ