
বাংলা ১ম এমসিকিউ এর সমাধান
কার কয়টা হয়েছে?
You are warm welcome in this group.
Operating as usual
বাংলা ১ম এমসিকিউ এর সমাধান
কার কয়টা হয়েছে?
সময় করে সাজেশনটা দেখে যেও।কিছুটা হলেও কাজে আসতে পারে।
কেমন হয়েছে পরীক্ষা???
সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো ❤️❤️
HSC 2022 Exam Routine
SSC 2022 Routine
Important for HSC candidates...
Tag Questions (সহজ নিয়মে)
ত্রিকোনমিতির অনুপাতের মান যাদের মনে থাকেনা তারা দেখে নিতে পারেন।
যাদের বেশি পড়তে ভাল লাগেনা....
কিছু কিছু word আছে যেগুলোকে দেখতে pluralপ্লুরাল মনে হয়।কিন্তু এরা মূলত Singular তাই এদের সাথে singular verb হবে। যেমন-
Mathematics,economics, politics, ethics etc.
Mathematics is my favourite subject. এখানে is একটি Singular verb.
আবার মনে রাখতে হবে---যদি উপরের word গুলোর পূর্বে কোনো determiners থাকে তবে verb plural হবে।যেমন-
His mathematics are weak.এই বাক্যে mathematics word টি গণিত অর্থে ব্যবহৃত হয়নি,,হিসাবনিকাশ অর্থে ব্যবহৃত হয়েছে।এবং his হলো determiner তাই verb টি plural (are) হয়েছে।
সিলেবাসে থাকলে করতে পারো....
আপনারা যারা ২০২২ সালের SSC পরীক্ষার্থী তাদের ১০ দিনে ইংলিশ গ্রামার এর কোর্স করাব।
কোর্স ফি ১৫০/=
যারা ইচ্ছুক তারা কমেন্ট/ইনবক্সে নক করতে পারেন।
Simple,Complex,Compound
এসএসসি ২০২২ পরীক্ষার সময়সূচি
SSC-2023
ইঞ্জেকশন করার পর সুইয়ের মাথায় লেগে থাকা রক্ত কনিকা।
---
এগুলোই যথেষ্ট
ব্যবসায় শিক্ষা বিভাগ ব্যতিত অন্য যে কোনো বিভাগের যে কোনো বিষয়ে সমস্যা থাকলে জানাতে পারেন।ভিডিও ক্লাসের মাধ্যমে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ....
চেয়েছিলাম আপনাদের নিয়মিত পরীক্ষা নিব।আপনাদের যে প্রতিক্রিয়া তাতে মনে হচ্ছে আপনাদের চেয়ে আমি সিরিয়াস আপনাদের পরীক্ষা নিয়ে।
ব্যাপারটা এমন- যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই🙂
অজানা অনেকেরই!!!
এক পেইজে কমপক্ষে ২ মার্ক আসবে ইনশাআল্লাহ
পরের ই-কার বা উ-কার পূর্বে উচ্চারিত হলে তাকে বলে অপিনিহিতি। যেমন-
আজি>আইজ
Tag question part-03
Few,little,seldom,hardly,rarely,
scarcely ইত্যাদি যুক্ত sentence এর অর্থ না বোধক হওয়ায় tag question হবে affirmative. অর্থাৎ not ব্যবহার করা যাবেনা।যেমন-
I have few friends,do I?
There is little water in the pot,is there?
Few/little এর অর্থ হলো-almost no(নাই বললেই চলে)
কিন্তু যদি বাক্যে a few, a little থাকে তবে বাক্যটির অর্থ হ্যাঁ বোধক হয় তাই tag question টি negative করতে হবে।যেমন-
I have a few friends, don’t I?
There is a little water in the pot, isn’t there?
A few/a little এর অর্থ হল- some(কিছু)
I have a few friends(আমার কিছু বন্ধু আছে)
I have few friends(আমার বন্ধু নেই বললেই চলে)
-----keep studying
Change it
Mother Teresa built Nirmol Hridoy in Kalkata(complex)
১)অল্প বয়সে পাকিলে তাল,দুঃখ রবে চিরকাল
২) কাচায় না নুয়ালে বাঁশ,পাকলে করে টাস টাস
এই কথা দুটি বর্তমান প্রজন্মের ক্ষেত্রে ১০০% প্রযোজ্য।
পরীক্ষা -০১
বিষয়ঃবাংলা ২য় পত্র
সময়ঃ ২০ মিনিট
১) নিচের কোনটি বাগযন্ত্রের উদাহরণ?
ক) ফুসফুস
খ) শ্বাসনালী
গ) মধ্যচ্ছদা
ঘ) উপরের সবকটি
২) মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) ৩
খ) ৪
গ) ৭
ঘ) ১০
৩) দীর্ঘ স্বর কয়টি?
ক) ৬
খ) ৭
গ) ৮
ঘ) ৯
৪) নিচের কোন গুলো সংবৃত স্বরধ্বনি?
ক) ক,খ
খ) ই,উ
গ) অ,আ
ঘ) ই,আ
৫) স্বরবর্ণে অর্ধমাত্রা কয়টি?
ক) ৫
খ) ৬
গ) ১
ঘ) ৩
৬) কার কয়টি?
ক) ১০
খ) ১১
গ) ৯
ঘ) ১২
৭) নিচের কোনটি বিষমীভবনের উদাহরণ?
ক) লাফ> ফাল
খ) লাল> নাল
গ) শরীর>শরীল
ঘ) পিচাশ> পিসাচ
৮) নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক) রিকসা> রিসকা
খ) লাল> নাল
গ) কবাট> কপাট
ঘ) কোনটি নয়।
৯) আজি> আইজ এটি কোন ধরনের পরিবর্তন?
ক) আদি স্বরাগম
খ) অপিনিহিতি
গ) অভিশ্রুতি
ঘ) কোনটি সত্য নয়
১০) পিশাচ> পিচাশ এটি কোন ধরনের পরিবর্তন?
ক) ধ্বনির স্থান পরিবর্তন
খ) অন্তর্হতি
গ) ধ্বনি বিপর্যয়
ঘ) স্বর ধ্বনি লোপ
১১) নিচের কোনটি ব্যঞ্জন চ্যুতির উদাহরণ?
ক) পাকা> পাক্কা
খ) বড় দাদা> বড়দা
গ) বড় দিদি> বড়দি
ঘ) খ+গ
১২) নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ?
ক) গ্রাম> গেরাম
খ) রত্ন> রতন
গ) দিশ> দীশা
ঘ) স্কুল> ইস্কুল
১৩) মিঠা>মিঠে এরুপ পরিবর্তনকে কি বলা হয়?
ক) স্বরসংগতি
খ) বিপ্রকর্ষ
গ) আ লার লোপ
ঘ) ক+ঘ
১৪) মহেশ-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মহা+ ইশ
খ) মহা+ এশ
গ) মহ + এশ
ঘ) মহা+ ঈশ
১৫) অ+ঊ সমান-
ক) ওউ
খ) আউ
গ) অ
ঘ) ও
১৬) নিচের কোনটি সঠিক?
ক) নরা+আদম= নরাধম
খ) কথ+ আমৃত= কথামৃত
গ) জন+ এক= জনৈক
ঘ) সবগুলো ভুল
১৭) মহৌষধি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মহা+ ওষধী
খ) মহা+ ঔষধী
গ) মহা+ ওষধি
ঘ) মহৎ + ওষধি
১৮) সন্ধি শব্দের অর্থ-
ক) শব্দের মিলন
খ) ধ্বনির মিলন
গ) বর্ণের মিলন
ঘ) সবগুলো
১৯) সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
ক) শব্দতত্ত্বে
খ) ধ্বনিতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) অর্থতত্ত্বে
২০) নিচের কোনটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ?
ক) বিদ্যালয়
খ) নাজ্জামাই
গ) নয়ন
ঘ) শোকার্ত
কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ।
আজ রাত ৯ টায় পরীক্ষা
উত্তর খাতায় লিখে পেইজে ম্যাসেজ করতে হবে।
প্রশ্ন আপলোড দেয়ার ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে।
আগামী শুক্রবার রাত ৯ টায় বাংলা ২য় পত্র পরীক্ষা হবে
১)ধ্বনিতত্ত্ব
২) ধ্বনির পরিবর্তন
৩) সন্ধি
এসএসসি -২০২২ সালের পরীক্ষার্থী যারা আছেন তারা যদি বিষয়ভিত্তিক এমসিকিউ পরীক্ষা দিতে চান তাহলে ফ্রি পরীক্ষা নেব। দিতে চাইলে কমেন্টে জানাতে পারেন।
যদি পরীক্ষা দেন তাহলে রুটিন দিয়ে দিব।
এস এস সি -২০২২ পরীক্ষার মানবন্টন
কারক ও বিভক্তি
It's high time +to +verb এর present form
যেমন-It's high time to go.
কিন্তু It’s high time এর পর to না বসে যদি কোনো subject বসে তবে ঔ subject এর পর verb এর past form বসে।যেমন -
It's high time we changed our bad habit.
Tag Question -02
Let's/Let us না থেকে যদি Let me/ let him দিয়ে imperative sentence শুরু হয় তবেTag question হিসেবে সবসময় will you বসে।যেমন-
Let me learn together,will you?
Let him play,will you?
Tag Question -01
Let's/Let us যুক্ত imperative sentence এর Tag question হিসেবে সবসময় shall we বসে।যেমন-
Let's learn together, shall we?
Let us play,shall we?
Would you mind এর পর verb এর সাথে ing যোগ করতে হয়।যেমন-
Would you mind......(dance) with me?
Ans:Would you mind dancing with me?
যদি কোনো sentence এ comma(,) এর পরপরেই verb আসে তবে সেই verb এর সাথে ing যোগ করতে হবে।যেমন- He went away,.......(leave) me alone.অর্থাৎ He went away,leaving me alone.
Right Form of Verb
1)mind,with a view to,be used to,look forward to,relay on,can not help,could not help, start,stop এই গুলোর পর verb এর সাথে ing যুক্ত হয়।
He came to me with a view to getting help.
https://www.youtube.com/watch?v=UW96Qa1_ocU
Preposition(confusing part-1) BCS,BANK,OTHERS JOB,HSC-SUJAN MAHMUD-Let's Learn Together I think this video can be able to remove confusion on the preposition.
সিভিল ডিপার্টমেন্ট এর অনলাইন ক্লাস এর বিশ্বস্ত প্লাটফর্ম।
English With Imran helps English learners to speak English fluently, naturally, and confidently. To
Muslim Girls' College online classes
Hi, This is md shahin, l'm a vlogger. I have Youtube Channel please follow me to get my videos ever
This is online engineering training Institute page.. Follow the page for any help and information.
Educational Institution , Establish 1941, Run by Brothers of Holy Cross...
ইহা অফিসিয়াল পেজ