মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? জামালপুর কত নম্বর সেক্টরে ছিলো?
Ssc exam preparation
Nearby schools & colleges
Narayanganj
Narayanganj
Narayanganj
Narayanganj
Bhuighar, Narayanganj
Sher E Bangla Sarak, Narayanganj
Narayanganj 019389955
Narayanganj, Narayanganj
Allama Iqbal Road, Narayanganj
Narayangonj, Narayanganj
Shiddhirganj, Narayanganj
Narayanganj
Bandar, Narayanganj
Delpara, Narayanganj
Narayanganj 1421
You may also like
Educational page
Operating as usual
রাতের সেরা পোস্ট,
💗"" আল্লাহ"💗
কোনটি ভুল?
(ক) সকল স্পন্দন গতিই পর্যাবৃত্ত গতি
(খ) সকল স্পন্দন গতি সরল ছন্দিত স্পন্দন নয়
(গ)সকল সরল ছন্দিত স্পন্দই পর্যাবৃত্ত গতি
(ঘ) সকল স্পন্দন গতিই সরল ছন্দিত স্পন্দন
মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়?
অযৌন জনন কাকে বলে?
উপসর্গ কাকে বলে?
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে?
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কতটি?
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্ত কণিকা?
বৃক্কের একক কী?
কর্মদক্ষতা কাকে বলে?
নিউটনের ৩য় সূত্রটি লিখো?
জারন সংখ্যা কাকে বলে??
√ পদার্থ বিজ্ঞান.
√ তৃতীয় অধ্যায় (বল)
কিছু গুরুত্বপূর্ণ CQ(ক) নম্বর প্রশ্ন।
১) জড়তা কাকে বলে?
২)1N বল কাকে বলে?
৩) ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো?
৪) নিউটনের ১ ম সূত্র লিখো?
৫) নিউটনের ২য় সূত্র লিখো?
৬) নিউটনের ৩য় সূত্র লিখো?
৭) ভরবেগ কাকে বলে?
৮) সৃষ্টি জগতে সবচেয়ে শক্তিশালী বল কী?
৯) সাম্য বল কাকে বলে?
১০) গতি ঘর্ষণ কাকে বলে?
১১) বল কী?
১২) পড়ন্ত বস্তুর ১ম,২য়,৩য় সূত্র লিখো?
১৩) পিছলানো ঘর্ষণ কাকে বলে?
১৪) সুষম বেগ কাকে বলে?
১৫) অস্পর্শ বল কাকে বলে??
১৬) আবর্ত ঘর্ষণ কাকে বলে?
১৭) বলের ঘাত কী?
১৮) ত্বরণ কী?
১৯) মন্দন কী?
২০) ভরবেগের মাত্রা কী?
# #ইনশাআল্লাহ এখান থেকে এসএসসি ২০২৪ পরীক্ষায় common পড়বে।
Next time (খ) নম্বর suggestion দেওয়া হবে।
**নিউটনের ১ম সূত্র থেকে কিসের সংজ্ঞা পাওয়া যায়??
ক) জড়তা
খ) ভর
খ) বল
ঘ) শক্তি
বর্নালি কাকে বলে??
নিউক্লিয়াস কাকে বলে???
মৌমাছির বৈজ্ঞানিক নাম কি??
দ্বিপদ নামকরণ কাকে বলে??
হ্রাস মূলক বিভাজন বলা হয় কোনটিকে??
১-২০ পর্যন্ত মৌলের পারমানবিক ভর সংখ্যা মনে রাখার সহজ কৌশল 👍
F=ma প্রমাণ
আধুনিক কম্পিউটার এর জনক কে??
***উপসর্গঃ মাত্র ১০ মিনিটেই সব উপসর্গ মুখস্থ।
#বাংলা_উপসর্গ_২১টি।
সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম।
মনে রাখার টেকনিক→
সুহাস,
আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি।
ইতি-
অঘারাম
#সংস্কৃত_উপসর্গ_২০টি।
অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উৎ, পরা, নির, বি,পরি, দূর, উপ, অব,অভি, আ, নি।
মরে রাখার টেকনিক →
অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সু প্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়নির বিপরিতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে।
#আরবি_উপসর্গ: গর আম খাস লা বাজে।
#ইংরেজি : হেড, সাব, হাফ, ফুল।
মনে রাখার টেকনিক →
হেড-মাস্টার সাব হাফ-পাগল, ফুল-চালাক!
#ফারসি : (বদ্ , বর্ , নিম্ , ফি, কম্ , বে্ দর্ , কার্ না)
মনে রাখার টেকনিক →
বদ বরকে নিম ফি কম-বেশ দেয়ার দরকার নাই।
#হিন্দি_উপসর্গঃ হর।
রুপসী বাংলার কবি বলা হয় কাকে???
কোয়ান্টাম সংখ্যা কাকে বলে???
আইসোটোপ কাকে বলে???
ক্রোমোজোম সর্বপ্রথম কে আবিষ্কার করে????
☞বাংলাদেশের সকল দিবস সমূহ ✪
০১। জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী
০২। জাতীয় পতাকা দিবস - ২ মার্চ
০৩। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
০৪। শিশু দিবস- ১৭ মার্চ
০৫। বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
০৬। স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
০৭। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
০৮। মুজিবনগর দিবস- ১৭ এপ্রিল
০৯। বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
১০। মহান মে দিবস- ১ মে
১১। আন্তর্জাতিক শিশু দিবস- ৪ মে
১২। বিশ্ব মা দিবস- ১৩ মে
১৩। বিশ্ব পরিবার দিবস- ১৫ মে
১৪। বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
১৫। নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
১৬। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে
১৭। বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
১৮। ছয় দফা দিবস- ৭ জুন
১৯। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
২০। পলাশী দিবস- ২৩ জুন
২১। বিশ্ব সংগীত দিবস- ২১ জুন
২২। জন্ম নিবন্ধন দিবস- ৩ জুলাই
২৩। বিশ্ব সমবায় দিবস- ৭ জুলাই
২৪। মুসক দিবস- ১০ জুলাই
২৫। বিশ্ব জন সংখ্যা দিবস- ১১ জুলাই
২৬। ম্যান্ডেলা দিবস- ১৮ জুলাই
২৭। বিশ্ব বাঘ দিবস- ২৯ জুলাই
২৮। হিরোশিমা দিবস- ৬ আগস্ট
২৯। বিশ্ব যুব দিবস- ১২ আগস্ট
৩০। জাতীয় শোক দিবস- ১৫ আগস্ট
৩১। বিশ্ব স্বাক্ষরতা/ নিরক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
৩২। জাতীয় আয়কর দিবস- ১৫ সেপ্টেম্বর
৩৩। মহান শিক্ষা দিবস- ১৭ সেপ্টেম্বর
৩৪। শিক্ষক দিবস- ৫ অক্টোবর
৩৫। বিশ্ব ডাক দিবস- ৯ অক্টোবর
৩৬। বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর
৩৭। জাতীয় সড়ক নিরাপদ দিবস- ২২ অক্টোবর
৩৮। জেলহত্যা দিবস- ৩ নভেম্বর
৩৯। সংবিধান দিবস- ৪ নভেম্বর
৪০। সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর
৪১। মুক্তিযুদ্ধা দিবস/ বিশ্ব এইডস দিবস- ১ ডিসেম্বর
৪২। রোকেয়া দিবস- ৯ ডিসেম্বর
৪৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
৪৪। শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
৪৫। বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
৪৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
৪৭। সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারি
৪৮। জাতীয় আয়কর দিবস- ৩০ নভেম্বর
৪৯। মূসক দিবস- ১০ ডিসেম্বর।
এস এস সি ২০২৩ সালের পরীক্ষার সময়
১। গুণফল = গুণ্য × গুণক
২। গুণক = গুণফল ÷ গুণ্য
৩। গুণ্য = গুণফল ÷ গুণক
নিংশেষে বিভাজ্য হলে
৪। ভাগফল = ভাজ্য ÷ ভাজক
৫। ভাজক =ভাজ্য ÷ ভাগফল।
৬। ভাজ্য = ভাজক × ভাগফল।
নিংশেষে বিভাজ্য না হলে
৭। ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।
৮। ভাজক = (ভাজ্য – ভাগশেষ) ÷
ভাগফল।
৯। ভাগফল = ( ভাজ্য – ভাগশেষ)
÷ ভাজক।
১০। গড় = রাশিগুলোর যোগফল ÷
রাশিগুলোর সংখ্যা।
১১। লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য।
১২। ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য।
১৬। ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।
১৭। ১ কুইন্টাল ১০০ কিলোগ্রাম (কেজি)
১৮। ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি)।
১৯। ১ এয়র = ১০০ বর্গমিটার।
২০। ১ হেক্টর = ১০০০০ বর্গ মিটার।
২১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ।
২২। সামান্তরিকের ক্ষেত্রফল = ভুমি × উচ্চতা।
২৩। ত্রিভুজের ক্ষেত্রফল = (ভুমি × উচ্চতা) ÷ ২
২৪। দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ।
২৫। প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য।
২৬। ভুমি = (ক্ষেত্রফল × ২) ÷ উচ্চতা।
২৭। উচ্চতা = (ক্ষেত্রফল × ২) ÷ ভুমি।
২৮। পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)।
২৯। জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩০। আয়তন = জনসংখ্যা ÷ ঘনত্ব।
৩১। ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩২। জনসংখ্যা = ঘনত্ব × আয়তন।
৩৩। ভাগ কী?
উঃ ভাগ হলো পুনঃ পুনঃ বিয়োগ।
৩৪। খোলা বাক্য কাকে বলে?
উঃ যখন কোনো বাক্যের সত্য, মিথ্যা যাচাই করা যায় না, তাকে খোলা বাক্য বলে।
৩৫। গাণিতিক বাক্য কাকে বলে?
উঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায়, তাকে গাণিতিক বাক্য বলে?
৩৬। অক্ষর প্রতীক কী?
উঃ অজানা সংখ্যা নির্দেশ করতে যে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে।
৩৭। গাণিতিক প্রতিক কী?
উঃ গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক।
৩৮। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?
উঃ সংখ্যা প্রতীক ১০ টি। যথা – ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯।
৩৯। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?
উঃ ৪টি যথাঃ ➕, ➖, ✖, ➗
৪০। সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?
উঃ সম্পর্ক প্রতীক অনেক আছে। তবে প্রাথমিকে ব্যবহৃত সম্পর্ক প্রতীক ৪ টি যথাঃ >, ≥ = ≠
৪১। গুণিতক কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, সেই সকল সংখ্যার প্রত্যেককে ঐ নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে।
৪২। ল.সা.গু. কাকে বলে?
উঃ দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলে ল.স
বাংলা যুক্ত বর্ণ
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান, উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর, সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের তালিকাটি বাংলা সঠিকভাবে লিখতে সহায়ক হতে
পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে।
এর বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায়
প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত
ইংরেজি/ বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য, গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ, ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
ঙ্
((( Forrow , like , share)) thanks ❤️❤️
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়-
(ক)পিসিকালচার
(খ)এপিকালচার
(গ) মেরিকালচার
(ঘ)সেরিকালচার
শিক্ষা বিষয়ক বিভিন্ন শব্দের পূর্ণাঙ্গ রূপ।
১। GPA – এর পূর্ণরূপ—Grade point Average
২। J.S.C – এর পূর্ণরূপ — Junior School Certificate.
৩। J.D.C – এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.
৪। S.S.C – এর পূর্ণরূপ — Secondary School Certificate.
৫। H.S.C – এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.
৬। A.M – এর পূর্ণরূপ — Ante meridian.
৭। P.M – এর পূর্ণরূপ — Post meridian.
৮। B. A – এর পূর্ণরূপ — Bachelor of Arts.
৯। B.B.S – এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.
১০। B.S.S – এর পূর্ণরূপ — Bachelor of Social Science.
—
১১। B.B.A – এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
১২। M.B.A – এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১৩। B.C.S – এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.
১৪ । M.A. – এর পূর্ণরূপ — Master of Arts.
১৫। B.Sc. – এর পূর্ণরূপ — Bachelor of Science.
১৬। M.Sc. – এর পূর্ণরূপ — Master of Science.
১৭। B.Sc. Ag. – এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .
১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
১৯ । M.B.B.S. – এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.
২০। M.D. – এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.
—–
২১। M.S. – এর পূর্ণরূপ — Master of Surgery.
২২। Ph.D./ D.Phil. – এর পূর্ণরূপ — Doctor of
Philosophy (Arts & Science)
২৩। D.Litt./Lit. – এর পূর্ণরূপ — Doctor of
Literature/ Doctor of Letters.
২৪। D.Sc. – এর পূর্ণরূপ — Doctor of Science.
২৫। B.C.O.M – এর পূর্ণরূপ — Bachelor of
Commerce.
২৬। M.C.O.M – এর পূর্ণরূপ — Master of
Commerce.
২৭। B.ed – এর পূর্ণরূপ — Bachelor of education.
২৮। Dr. – এর পূর্ণরূপ — Doctor.
২৯। Mr. – এর পূর্ণরূপ — Mister.
৩০। Mrs. – এর পূর্ণরূপ — Mistress.
—–
৩১। M.P. – এর পূর্ণরূপ — Member of Parliament.
৩২। M.L.A. – এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.
৩৩। M.L.C – এর পূর্ণরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. – এর পূর্ণরূপ — Prime Minister.
৩৫। V.P – এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner.
৩৯। S.P- এর পূর্ণরূপ — Super
Changing sentence
এর সাজেশন লাগলে ইনবক্স মি
✪ What ----- কি?
✪ Whom – কাকে?
✪ When – কখন?
✪ Which – কোনটি?
✪ What else – আর কি?
✪ Who else – আর কে?
✪ When else – আর কখন?
✪ Where else – আর কোথায়?
✪ How – কিভাবে?
✪ How long – কতক্ষণ?
✪ How far – কত দূর?
✪ How often – কত সময় পর?
✪ How fast – কত দ্রুত?
✪ How dare – কোন সাহসে?
✪ How fare – কত ভাড়া?
✪ How quickly – কত দ্রুত?
✪ How about-কেমন হয়?
✪ How come-কিভাবে?
✪ How much – কি পরিমাণ?
✪ How many – কতগুলো?
✪ How on earth- কিভাবে
✪ Why on earth- কেন যে?
✪ Where – কোথায়?
✪ How else – আর কিভাবে?
✪ Which else – আর কোনটি?
✪ Whatever else – আর যাই হোক না কেন?
✪ How could you- কিভাবে তুমি?
✪ How old – কত বয়স?
✪ How much longer – আর কতক্ষণ?
✪ How many times-কতবার?
✪ How peaceful! – কি শান্ত!
✪ How else – আর কিভাবে?
✪ What about- কি হয়?
✪ What about you? - তোমার কি খবর?
✪ What time- কোন সময়?
✪ What type of- কি ধরনের?
✪ What kind of – কি ধরনের?
✪ What sort of - কি ধরনের?
✪ What colour-কি ধরনের রং?
✪ Which one- কোনটা?
✪ Which ones-কোনগুলো?
✪ Why- কেন?
✪ Who – কে?
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Mymensingh
2030
Mymensingh
Do you want to improve your Programming Skills? Do you want to feel more confident? Do you want thes
Jatiya Kabi Kazi Nazrul Islam University
Mymensingh, 2224
EEE Club is an organization of the Electrical and Electronic Engineering department students.
Sherpur
Mymensingh
“Energy is liberated matter, matter is energy waiting to happen.”
Mymensingh
The official page. For news, events, and admissions information, please visit our page...
Abul Hossain Chairman Plaza
Mymensingh, 2220
Available Course: Android Apps Development with JAVA
Bangladesh Agriculture University Shes Moor
Mymensingh, 2202
Learn it, live it, earn it.
107/B Kalibari Road, Bridge Moor
Mymensingh, 2200
Welcome to Royal Media College, Mymensingh.
Mirbari Mor, College Road
Mymensingh
A teaching arena for intermediate Physics & ICT.
Maskanda
Mymensingh, 2200
ইলমে নববীর প্রাঙ্গণে আপনাকে স্বাগতম!! কোরআনের আঙ্গিকে জীবন সাজাতে এটিই দারুণ সুযোগ।