Mini Online School

Mini Online School

Comments

কুইজঃ বেগুনের ইংরেজি কি?

যে কয়টি ওয়ার্ড আপনি জানেন, কমেন্টে লিখে দিন৷
জটপট😎
বেগুনের ইংরেজি কি?

কমেন্টে লিখে দিন এক্ষুনি 😄
Ease শব্দটির মানে হলো আরাম। নেটিভরা এ শব্দটি প্রচুর ব্যবহার করে থাকেন৷
যেমনঃ He passed the exam with ease =সে আরামের সহিত পরীক্ষায় পাশ করেছে৷
Sir,Hadকোন ক্ষেত্রে ব্যবহার হয়?
চমৎকার উপস্থাপন, ধন্যবাদ স্যার

৮-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার বিস্বস্ত প্রতিষ্ঠান।

Mini Online School -এমন একটি অনলাইনভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠান যেটি প্রাতিষ্ঠানিক শিক্ষা ও স্কিল নিয়ে নলেজ শেয়ার করে যাচ্ছে।

রেকর্ডেড ও লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি সরাসরি ছাত্রদেরকে সাপোর্ট দিয়ে থাকে। সাথে থাকে পিডিএফ ফাইল (যদি প্রয়োজন পড়ে)।

লিঙ্গ - বয়স নির্বিশেষে সকল মানুষের মাঝে শিক্ষার ও স্কিলের প্রসার ঘটিয়ে বেকারত্ব দূরীকরণে আমাদের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে ও যাবে, ইনশাআল্লাহ।

Operating as usual

30/11/2022

আমি খেলতে ভালবাসি???

আমি খেলতে ভালবাসি??? এরকম বাক্য কিভাবে তৈরি করাবেন আপনার বেবিকে দিয়ে!

29/11/2022

Before eating/ after eating - পদ্ধতির ব্যবহার।

সহজভাবে তাকে শিখান!!

23/11/2022

আপনার সন্তানকে যেভাবে প্রাকটিস করাবেন!

19/11/2022

মাসিক ফান ক্লাসে ২৫ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিষয়ঃ আঞ্চলিক ভাষায় গল্প বলা। 😄

প্রধান বিচারক হিসেবে আছেন হাফিজুর রহমান স্যার৷

16/11/2022

ঘরে বসিয়ে আপনার সন্তানকে Spoken English শিখানঃ

ঘরে বসিয়েই আপনি আপনার সন্তানকে Spoken English শিখাতে পারেন। দরকার আপনার মনোযোগ ও একশন।

একশন যারা নিতে পারবেন, যারা মনে করেন আপনি আপনার সন্তানকে ডেইলি ২০-৩০ মিনিট সময় দিতে পারবেন, তাদের জন্য কেবলমাত্র এই বইটি।

*ডেলিভারি চার্জ সহ দাম মাত্র ৩৮০ টাকা।

বইটি সংগ্রহ করতে ইনবক্সে আপনার নাম- ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে দিন। ক্যাশ অন ডেলিভারিতে বইটি পাঠিয়ে দেয়া হবে।

*বিস্তারিত জানতে কল করুনঃ ০১৯৬১২১৪০৪০ নাম্বারে।

12/11/2022

যেকোন তথ্য জানতে Send message - এ ক্লিক করুনঃ

Spoken English না শিখার ফলে আপনার সন্তান পিছিয়ে পড়ছে না তো?

আমাদের পরিক্ষীত শিক্ষা পদ্ধতি আপনার সন্তানকে এগিয়ে রাখবে শতজনের ভীড়ে।

*একজন সচেতন মা-বাবা হিসাবে সন্তানকে ইংরেজিতে দক্ষ বানানোর এখনই উপযুক্ত সময়।

*একটি চারা গাছের যত্ন না নিলে যেমন তার থেকে ফল আশা করাটা বোকামি, তেমনি সময়মত আমরা যদি আমাদের সন্তানের যত্ন না করি, তাকে গ্রু করতে একশন না নেই, তাহলেও তার কাছ থেকে ভাল কিছু আশা করাটা বোকামিই হবে না কি!

*আর আমরা কাছ করি আপনার সন্তানের স্পৌকেন ইংলিশ ডেভেলপমেন্ট নিয়ে।

*বয়সসীমাঃ ৮-১৪ বছর।
*মেয়াদকালঃ ৪ মাস।

*বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন অথবা কল করুনঃ ০১৯৯৪-৩৯১৪২৮ নাম্বারে।

10/11/2022

কিছু বিশুদ্ধ উচ্চারণ

কিছু বিশুদ্ধ উচ্চারণ জেনে নেই।

07/11/2022

ভর্তি হতে/ তথ্য জানতে Send message -এ ক্লিক করুনঃ

ইংরেজি একটি ভাষা। আর কিছু নয়। তাহলে এটিকে আমাদের বাচ্চারা ভয় পায় কেন!

ভয়টা কিন্তু তাদের মনে আমরাই ঢুকিয়েছি। তাই সময় থাকতেই সাবধান হওয়াটা জরুরি সবার জন্য।

Mini Online School কিন্তু ৮-১৪ বছরের বাচ্চাদের Spoken English ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

ডিসেম্বরে আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। বিস্তারিত জানতে ও ভর্তি হতে আমাদের ইনবক্সে নক করুন অথবা কল করুনঃ ০১৯৬১-২১৪০৪০ নাম্বারে।

06/11/2022

আমরা ছাড়াও আরো অনেকেই আপনার সন্তানকে পিছন থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যাদেরকে আপনারা হয়তোবা চিনেন না৷

MOS Family - The One Family.

05/11/2022

আন্তার মায়ের যত কথা!

মিনি অনলাইন স্কুল সম্পর্কে আন্তার মায়ের মতামত।

31/10/2022

Spoken English - কমন বাক্যগুলো জেনে নিন।

আপনার সন্তানকে দিয়ে এই বাক্যগুলো প্রাকটিস করান। কাজে লাগবে।

31/10/2022

আপনার সন্তানের জন্য একশন নিতে হবে। সবাই আশা করে, কিন্তু আশা পূরণে কয়জন একশন নেয়!

Spoken English –এ উন্নতির জন্য প্রধানত যেটি দরকার সেটি হল চর্চ, চর্চা এবং চর্চা। সেজন্য আপনার সন্তানকে এমন একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত করতে হবে যেখানে চর্চার ব্যবস্থা রয়েছে, রয়েছে সুদক্ষ ট্রেইনার।

*Mini Online School কিন্তু সে ব্যবস্থাটাই করে দিচ্ছে আপনার সন্তানের জন্য।

*বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন। অথবা, কল করুনঃ ০১৯৬১-২১৪০৪০, ০১৯৯৪৩৯১৪২৮ নাম্বারে।

*বার্ষিক পরীক্ষার পরে আমাদের ব্যাচ রয়েছে। নামমাত্র ফি দিয়ে আপনার সিট কনফার্ম করে রাখুন।

27/10/2022

Training –এর মাধ্যমে আপনার সন্তানকে Spoken English –এ দক্ষ করে তুলুন।

Recorded Class আপনার সন্তানকে Spoken English শিখাবে না। রেকর্ডেড কোর্স কেনা আর ইউটিউবে ভিডিও দেখা প্রায় সমান কথা।

*আপনার সন্তানকে Spoken English –এ Pro করতে হলে দরকার এমনি একটি পরিবেশ, যেখানে থাকবে লাইভ ক্লাস, বই, রেকর্ডেড ক্লাস, সাপোর্ট, প্রাকটিস ও মনিটরিং।

*আর এ সবগুলো বিষয় রয়েছে একমাত্র মিনি অনলাইন স্কুলের “Spoken English (Book 1)” ট্রেইনিং প্রোগ্রামে। MOS Family -তে একটি বাচ্চাকে পরিবারের মমতায় যত্ন করে গড়ে তোলা হয়।

*বয়সসীমাঃ ৮-১৪ বছর।
*মেয়াদঃ ৪ মাস।

*আপনার সিট বুকিং দিতে অথবা যেকোন তথ্য জানতে কল করুনঃ 01961214040/ 01994391428 নাম্বারে অথবা, পেইজের ইনবক্সে নক করুন।

26/10/2022

আপনার সন্তানকে শিখিয়ে দিন সঠিক উচ্চারণগুলো!!

ইংরেজি একটি ভাষা। অর্থাৎ, মনের ভাব প্রাকাশের মাধ্যম। ভাষা চর্চা করার মাধ্যমে ইপ্রুভ করতে হয়। চলুন কিছু ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শিখে নেই।
*আমাদের সম্পর্কে আরো জানতে ইনবক্সে নক করুন অথবা কল করুনঃ ০১৯৬১২১৪০৪০/ ০১৯৯৪৩৯১৪২৮ নাম্বারে।

24/10/2022

অভিভাবকেরা কি বলেন এই Mini Online School সম্পর্কে!

😊নিজের কানে না শুনলে বিশ্বাস করা কঠিন! শুনে নিন অভিভাবকেরা কি বলেন এই মিনি অনলাইন স্কুল সম্পর্কে।

🙂এনিওয়ে, আমরা কেবলমাত্র ৮-১৪ বছর বয়সী শিক্ষার্থীদেরকে Spoken English ডেভেলপমেন্টের জন্য ট্রেইনিং করিয়ে থাকি।

☺️বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন অথবা কল করুনঃ 01961-214040/ 01994-391428 নাম্বারে।

23/10/2022

মজার ছলে যেভাবে ইংরেজি শিখানো হয়!

জহির স্যার যেভাবে ইন্টারভিউ নিলেন আবদুল আউয়াল স্যারের!

21/10/2022

আপনার সন্তানকে সহজভাবে Spoken English শিখান

আপনার সন্তানকে Spoken English শিখান অতি সাধারণভাবে ও সহজকরে। ইংরেজি অতি সহজ। কঠিন করে তাকে শিখাতে যাবেন না।

*ভিডিওতে দেয়া মেথড ফলো করে প্রাকটিসের মাধ্যমে ঘরে বসিয়েই তাকে Spoken English –এ স্মার্ট করে গড়ে তুলতে পারেন।

*যেভাবে শিখাবেনঃ
১) সাবধান! তাকে মুখস্থ করতে চাপ দিবেন না।
২) গ্রামার শিখাতে ও মুখস্থ করতে চাপ দিবেন না।
৩) পড়তে শিখান। তার সাথে সাথে প্রেইজ ও ছোট ছোট বাক্য তৈরি করা শিখান।
৪) প্রচুর প্রাকটিস করান ও প্রাকটিসের পরিবেশ তৈরি করে দিন।

*আর, আমরা মিনি অনলাইন স্কুল ৮-১৪ বছরের শিক্ষার্থীদেরকে Spoken English –এ স্মার্ট করতে ট্রেইন আপ করিয়ে থাকি।

*বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন অথবা কল করুনঃ ০১৯৬১-২১৪০৪০/ ০১৯৯৪-৩৯১৪২৮ নাম্বারে।

20/10/2022

Spoken English চর্চার মাধ্যমে ইম্প্রোভ করতে হয়, রেকর্ডেড ভিডিওর মাধ্যমে নয়।

আমার সন্তানের দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। হেলা করলেই বিপদ অনিবার্য।

শুধুমাত্র রেকর্ডেড ক্লাস আপনার সন্তানকে Spoken English শিখাতে পারে না। ইংরেজি শিখতে হলে দরকার চতুর্মূখী পদক্ষেপ।

তাই, আমরা Mini Online School আপনার সন্তানের জন্য এমন একটি ট্রেইনিং প্রোগামের ব্যবস্থা করেছি যেখানে আছে> ১) লাইভ ক্লাস, ২) হার্ড কপি বই, ৩) রেকর্ডেড ক্লাস, ৪) সাপোর্ট ও ৫) ভিডিওগ্রাফির মাধ্যমে প্রাকটিক্যালি চর্চা।

*ট্রেইনিং কোর্সের মেয়াদঃ ৪ মাস।
*শিক্ষার্থীর বয়সসীমাঃ ৮-১৪ বছর।

*ভর্তি বা যেকোন তথ্য জানতেঃ 01961214040/ 01994391428 নাম্বারে কল করুন অথবা ইনবক্সে নক করুন।

17/10/2022

Wafi Abdullah & MOS Family সম্পর্কে একজন বাবার মতামত!!!

এত এত স্কুল থাকতে কেন এই মিনি অনলাইন স্কুল?

17/10/2022

যে কারণে প্রাপ্যের বাবা সন্তুষ্ট!

একজন সচেতন অভিভাবকের কিছু কথা Mini Online School সম্পর্কে।

16/10/2022

গার্ডিয়ানের অভিমত ও কেন MOS Family ?

মাহির মায়ের প্রত্যাশা কি ছিল???
আর কি পাচ্ছে এই স্কুল থেকে???

14/10/2022

Vegetable Names in English

ইংরেজিতে আপনার সন্তানকে শাকশবজির নামগুলো শিখিয়ে দিন।

11/10/2022

রেকর্ডেড কোর্স দিয়ে Spoken English শিখা যায় না।

আপনার সন্তানকে Spoken English -এ দক্ষ করতে হলে লাইভ ক্লাস, বই ও রেকর্ডেড ক্লাসের পাশাপাশি তাকে দিয়ে প্রাকটিস করাতে হবে। প্রাকটিসের বিকল্প কোনকিছু নেই। প্রাকটিস নেই, তাই ৯৮% লার্নার্স ইংরেজিতে কথা বলতে পারে না।

আর, বাংলাদেশে একমাত্র আমরাই আপনার সন্তানকে ৫ টি ওয়েতে ট্রেইন আপ করিয়ে থাকি। আমরা প্রভাইড করে থাকি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্রব্লেম সল্ভিং, বই ও ভিডিওগ্রাফির মাধ্যমে ট্রেইনিং।

আমাদের হটলাইনঃ ০১৯৬১- ২১৪০৪০, ০১৯৯৪- ৩৯১৪২৮

10/10/2022

Vocabulary মনে রাখার সহজ উপায়।

Vocabulary প্রাকটিস করার অনেক উপায় আছে, তার মধ্যে একটি উপায় হল এটি। যা আমাদের শিক্ষার্থী নাবার কাছ থেকে শিখে নিতে পারেন।

07/10/2022

আমরা পড়ানোর থেকে আদায় করার প্রতি বেশি গুরুত্বারোপ করে থাকি। কারণ, দিনশেষে আমরা সবাই আমাদের ছেলে-মেয়েদের Output দেখতে চাই।

04/10/2022

ভুল করতে করতে MOS Family -র সদস্যরা যেভাবে শিখছে...।।

কেবলমাত্র ক্লাস করে ও বই পড়ে Spoken English -এ প্রো হওয়া যায় না। আপনার সন্তানকে প্রাকটিস করাতে হবেই হবে। এছাড়া সম্ভব নয়।

ভুল করতে করতেই তাকে শিখতে হবে। এর বিকল্প নেই।

Mini Online School - অনলাইন ভিত্তিক ৮-১৪ বছরের শিশু-কিশোরদের জন্য একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে ৫ টি ওয়েতে একজন শিক্ষার্থীকে স্পৌকেন ইংলিশ শিখতে ট্রেইন আপ করানো হয়ে থাকে।

বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন অথবা, কল করুনঃ ০১৯৬১- ২১৪০৪০/ ০১৯৯৪- ৩৯১৪২৮ নাম্বারে।

04/10/2022

আমরা যেভাবে ছাত্রদেরকে মনিটরিং করি, তার একটি ওয়ে>>>>

মেন্টর আবদুল আউয়াল একজন শিক্ষার্থীর প্রনাউনসিয়েশন ও ফ্লুয়েন্সি পর্যবেক্ষণ করছেন।

03/10/2022

দুনিয়ায় ইংরেজি শিক্ষার কোন ম্যাজিক নেই। মেন্টর হিসেবে আমরা আপনার সন্তানের পাশে থাকি। আমাদের সাথে যদি কানেক্টেড না থাকেন, আমাদের দেখানো রাস্তা যদি না ফলো করেন, আপনার রেজাল্ট হবে জিরো।

03/10/2022

সবসময় Very বলতে যাবেন না।

সবসময় Very বলতে যাবেন না। খুবই অসুন্দর লাগে সবক্ষেত্রে এটি ব্যবহার করলে।

01/10/2022

ফ্রি ক্লাসে জয়েন করার পর যারা এনরোল করতে চান, তাদের জন্য এ ভিডিওটি...

29/09/2022

Conducting interview by Mentor Jahir🙂

29/09/2022

আপনার সন্তানের বয়স কি ৪-৭ বছর? তাহলে আপনাকে এ ভিডিওটি দেখতেই হবে।

27/09/2022

যারা আমাদের অফিসটি এখনো দেখেন নি, তারা এক নজর দেখে নিতে পারেন। ❤️❤️❤️

24/09/2022

1. আমি চা পান করি - I drink tea.
2. আমি চা পান করে ছিলাম - I drank tea.
3. আমি চা পান করন - I will drink tea.

4. আমি চা করতেছি - I am drinking tea.
5. আমি চা পান করতেছিলাম - I was drinking tea.
6. আমি চা পান করতে থাকব - I will be drinking tea.

7. আমি চা পান করেছি - I have drunk tea.
8. আমি চা পান করেছিলাম - I had eaten breakfast before I drank tea.
9. আমি চা পান করার পূর্বে নাস্তা করে থাকবো - I will have eaten breakfast before I drink tea.

10. আমি ১ ঘন্টা ধরে চা পান করিতেছি - I have been drinking tea for an hour.
11. আমি ৩০ মিনিট ধরে চা পান করতে ছিলাম - I had been drinking tea for 30 minutes.
12. আমি সকাল পর্যন্ত চা পান করতে থাকব - I shall have been drinking tea since morning.

22/09/2022

Mini Online School সম্পর্কে অভিভাবকের নেগেটিভ ও পজেটিভ মন্তব্য ✔️

20/09/2022

সাবিকুন্নাহার লাবন্য যেভাবে MOS Family -তে ইংরেজি চর্চা করে! 🙂

19/09/2022

নাবা যেভাবে ইংরেজি শিখে, সহজভাবে, স্বাচ্ছন্দে>>>>

আমরা শিখি মুখস্থ করা ছাড়াই। কেবলমাত্র প্রাকটিস করার মাধ্যমে।

আপনার সন্তানকেও সহজভাবে ইংরেজি শিখাতে MOS Family -র সদস্য করে নিন। MOS Family র সদস্যা হতে পেইজের ইনবক্সে নক দিন। অথবা কল করুনঃ ০১৯৬১-২১৪০৪০, ০১৯৪-৩৯১৪২৮ নাম্বারে।

19/09/2022

😎I don't have time to play.
=আমার খেলার সময় নাই।

😎I don't have time to wait.
=আমার অপেক্ষা করার সময় নাই।

😎I don't have time to work.
=আমার কাজ করার সময় নাই।

😎I don't have time to write you.
=তোমাকে লিখার সময় আমার নাই।

😎I don't have time to plan.
=আমার পরিকল্পনা করার সময় নাই।

😎I don't have time to chat with her.
=তার সাথে চ্যাট করার সময় আমার নাই।

😎I don't have time to sleep for a while.
অল্পক্ষণ ঘুমানোর সময় আমার নাই।

😎I don't have time to call her.
=তাকে কল করার সময় আমার নাই।

😎I don't have time to clean the floor for you.
তোমার জন্য রুমটি পরিষ্কার করার সময় আমার নেই।

18/09/2022

Book - 2 নিয়ে আলোচনা করছেন আবদুল আউয়াল স্যার ও জহির স্যার।

(যে বইটি সামনের মাসে প্রকাশ হতে যাচ্ছে)।

18/09/2022

বিভিন্নভাবে Sorry বলা যেতে পারে....

Videos (show all)

ঘরে বসিয়ে আপনার সন্তানকে Spoken English শিখানঃ
Call us for more info: 01961 214040
মিনি অনলাইন স্কুলে এসব কি হচ্ছে 😄 জহির স্যারের যত কীর্তিকলাপ 😄
Call us for more info: 01961-214040
Call us for more info: 01961-214040
Call us for more info: 01961-214040
Spoken English বা যেকোনকিছু সহজভাবে শিখান। আমাদের হটলাইনঃ ০১৯৬১২১৪০৪০
যেকোন তথ্য জানতে Send message - এ ক্লিক করুনঃ
Call us for more info; 01961- 214040
বিস্তারিত জানতে কল করুনঃ ০১৯৬১২১৪০৪০ নাম্বারে।
রেকর্ডেড ক্লাস আপনার সন্তানকে কি হেল্প করবে বলুন! আমরা রেকর্ডেড ক্লাস না বর্ং লাইভ ক্লাস ও ট্রেইনিং এর ব্যবস্থা করি আপনা...

Location

Category

Telephone

Address


Baroi Kanda, Ishwarganj, Atharabari
Mymensingh
2282

Other Schools in Mymensingh (show all)
CBMC,B CBMC,B
At Winnerpar On A Panoramic 23 Acres Land 10 Km From Mymensingh Town Towards Dha
Mymensingh, 2200

Community based medical college Bangladesh was established as an academic enterprise of Community H

Nusan Jannat Hridoy Nusan Jannat Hridoy
Mymensingh

Chandab Dokkhin Government  Primary School Chandab Dokkhin Government Primary School
Chandab
Mymensingh, VALUKA

English Private programme, Mymensingh English Private programme, Mymensingh
আকুয়া, নাসিরাবাদ কলেজ রোড সংল
Mymensingh, 2200

All classes of English grammar will be discussed on this page . H.S.C/S.S.C Spoken English .

Ashraf chowdhury fazil madrasah Ashraf chowdhury fazil madrasah
Muzzampur, Nandail
Mymensingh, 2290

দারুছ ছুন্নাহ্ দাখিল মাদরাসা, দারুছ ছুন্নাহ্ দাখিল মাদরাসা,
Luxmipur, Fulbaria
Mymensingh, 2200

এই মাদরাসাটি ১৯৮৩ সালে ময়মনসিংহ জেলা?

Dewangonj Islamia High School Dewangonj Islamia High School
Nandail
Mymensingh

Fayaz Model School Fayaz Model School
17 Saheb Ali Road, Notun Bazar
Mymensingh, 2200

আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রয়াসে, ফয়েজ শিক্ষা পরিবার হয়ে উঠুক আপনার প্রথম পছন্দ।

RUHUL AMIN RASEL RUHUL AMIN RASEL
Mymensingh

love ma

বিজ্ঞান কি এতোই সোজা ? বিজ্ঞান কি এতোই সোজা ?
Jamtola Moar, Gafargoan
Mymensingh, 2230

We are ready to guide you properly and try to give you best.

Joginimura High School Joginimura High School
Mymensingh

যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠ?