
এই মাসে পটল চাষের উত্তম সময়। এ মাসে পটল চাষ করলে প্রচুর ফলন হবে।
#পটল
কৃষিবিদ ওসমান গনি
Operating as usual
এই মাসে পটল চাষের উত্তম সময়। এ মাসে পটল চাষ করলে প্রচুর ফলন হবে।
#পটল
বেগুন চাষে প্রয়োজনীয় জলবায়ু ও মাটি
বেগুনকে সাধারনভাবে উষ্ণ জলবায়ুর ফসল হিসেবে অভিহিত করা হয়। সাধারণত বেগুন ১৫ থেকে ২৫ ডিগ্রি তাপমাত্রায় ভালো ফলন দেয়। এর কম বা বেশি তাপমাত্রায় বেগুনের ফুল ও ফলধারণ ব্যাহত হয়। বাংলাদেশে শীতকালীন জলবায়ু বেগুন চাষের জন্য খুবই উপযোগী। এর কারণ হল বেগুন অত্যাধিক তাপমাত্রায় ভালো ফলন দেয় না। উচ্চতাপমাত্রায় বেগুনের ফুল ও ফল উৎপাদনে বিঘ্নিত হয় এবং এসময় অনিষ্টকারী পোকার আক্রমন বেশি হয়। বাংলাদেশে রবি বা শীত মৌসুমে বহু জাতের বেগুনের চাষ করা যায়, কিন্তু গ্রীষ্মকালের জাতের সংখ্যা কম। গ্রীষ্ম বা খরিপ মৌসুমে অনেকজাতের গাছে ফুলই হয় না অথবা ফুল ফুটলেও ঝরে পড়ে। আমাদের দেশের সব রকমের মাটিতে বেগুন চাষ করা যায় এবং ভাল ফলনও দিয়ে থাকে। তবে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকা আবশ্যক। বেলে দোআাঁশ বা দোআাঁশ মাটিই এই চাষের জন্য সর্বোৎকৃষ্ট।
হাইব্রিড ধান বীজ
অ্যারাইজ ধানী গোল্ড (এইচ ১০০০১)
বিশেষ গুণাবলীঃ
* বায়ার এর গবেষণালব্ধ পাতাপোড়া(BLB) প্রতিরোধী হাইব্রিড ধান।
* মধ্যম-চিকন চাল।
* উফশী জাতের তুলনায় ফলন অনেক বেশি।
* জীবনকালঃ
আমন মৌসুমে (বীজ থেকে ফসল)১২০-১২৫ দিন এবং বোরো মৌসুমে (বীজ থেকে ফসল) ১৫৫-১৬০ দিন ।
# আমন মৌসুমঃ সমগ্র বাংলাদেশ।
# বোরো মৌসুমঃ ময়মনসিংহ, চট্টগ্রাম এবং রাজশাহী।
# বীজ শোধন করা থাইরাম (৭৫% দ্রবণীয় সলিউশন)এবং ডেল্টমেথ্রিন (২.৫% দ্রবণীয় পাউডার)দ্বারা।
* গাঠনিক বিশুদ্ধতা (নূন্যতম)- ৯৮%
* কৌলিক বিশুদ্ধতা (নূন্যতম)- ৯৫%
* অংকুরোদগম হার (সর্বনিম্ন)- ৮০%
# ফলনঃ একরে ৬৫-৭০ মণ।
কৃষকদের পরামর্শ প্রদান।
প্রকৃতি
বীজ আলু বাছাইকরণ,
জাত: এস্টারিক্স।
শ্রেনী: প্রত্যয়িত।
উৎপাদনকারী,
কিষাণ বোটানিক্স লিমিটেড।
বীজ আলু।
গ্রেডিং চলছে।
জাত: এস্টারিক্স, শ্রেনি: প্রত্যয়িত,
উৎপাদনকারী কৃষান বোটানিক্স লিমিটেড,ঢাকা।
মান নিয়ন্ত্রণে : বীজ প্রত্যয়ন এজেন্সী, দিনাজপুর।
#ওসমান_গনি,
#জুনিয়র_প্রোডাকশন_অফিসার,
#কিষান_বোটানিক্স_লিমিটেড_ঢাকা।
হারভেস্টিং ও গ্রেডিং চলছে।
জাত: এস্টারিক্স, শ্রেনি: প্রত্যয়িত,
উৎপাদনকারী কৃষান বোটানিক্স লিমিটেড,ঢাকা।
মান নিয়ন্ত্রণে : বীজ প্রত্যয়ন এজেন্সী, দিনাজপুর।
#ওসমান_গনি,
#জুনিয়র_প্রোডাকশন_অফিসার,
#কিষান_বোটানিক্স_লিমিটেড_ঢাকা।
বীজ আলু উৎপাদন, জাত : এস্টারিক্স। উৎপাদনকারী : কিষাণ বোটানিক্স লিমিটেড, হামপুলিং শেষ। শিবতলী, দেউর,বোচাগঞ্জ, দিনাজপুর।
কিষান বোটানিক্স লিমিটেড এর বীজ আলু , জাত : এস্টারিক্স,, ৩য় বারের মতো রোগিং শুরু, ব্লক নং :-০৪,শিবতলী, দেউর,বোচাগঞ্জ, দিনাজপুর।
বীজ আলু উৎপাদন, উৎপাদনকারী, কিষান বোটানিক্স লিমিটেড। দিনাজপুর,।
কিষান বোটানিক্স লিমিটেড এর বীজ আলু , জাত : এস্টারিক্স,, ২য় বারের মতো রোগিং শুরু, ব্লক নং :-০৪,শিবতলী, দেউর,বোচাগঞ্জ, দিনাজপুর।
আমার ব্লকের আলু গাছ।
পাওয়া স্প্রে ম্যান ও মেশিন। ব্লক নং ০৪, শিবতলী, দেউর,বোচাগঞ্জ, দিনাজপুর।
রোগিং শুরু প্রথম বার।
পালার বিশ দেয়ার পর, indofil-m-45,
আলু গাছের বয়স ১ মাস ৮ দিন।
আলুর জমিতে কুমুলাস প্রদান। দ্রুত বৃদ্ধির জন্য।
আলু গাছের গোড়ায় মাটি দেয়া হচ্ছে। শিবতলী ব্লক নং ০৪,
প্রথম বার গাছের গোড়ায় মাটি আলগা / ঝুরঝুরে করে, দিচ্ছে।
প্রথমবার আলুর জমিতে মাঠি কোপানো শুরু, কুমুলাস্ দেয়ার ৩ দিন পর।
১৫/১২/২০১৯ ইং শিবতলী ০৪ নং ব্লকের আলু গাছের জমিতে,(কেবিএল) এর production manager, ও অ্যাকাউন্টেন মাঠ পরির্দশন করল।
শিবতলী ০৪ নং ব্লকের জমিতে, আলু গাছের ভাইরাস পর্যবেক্ষন
আলুর ওয়াই ভাইরাস রোগ।
প্রথম সেচ, বীজ লাগানোর দ্বিতীয় সপ্তাহে।
সারি থেকে সারির দুরত্ব ২৪", বীজ থেকে বীজের দুরত্ব ৮'' আলু রোপন।
me
Hi There, A good Facebook business Page accurately represents your brand, focuses on the customer, a
Assalamualaikum I am Masum Billah I am an English teacher I love Islamic music in the car and someti
Welcome to Freelancing Free Support School. We are living in a digital era which has made the whole world connected to each other.We can easily reach any people of the world and make communications within a second.That's why the number of online business