১০০.'আঠারো মাসে বছর' বাগধারারটির অর্থ --
১.সময়ানুবর্তিতা
২.আলস্য
৩.অকর্মণ্য
৪.দীর্ঘসূত্রতা
MCQ- Multiple Choice Question
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MCQ- Multiple Choice Question, Educational Research Center, Kusthia, Kushtia.
৯৯.'অক্টোবর বিপ্লব' কোন দেশে সংঘটিত হয়?
১.রাশিয়া
২.ইতালি
৩.চীন
৪.জাপান
৯৮.পূর্ব আফ্রিকার রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
ক) যুক্তরাষ্ট্র
খ) ইউক্রেন
গ) রাশিয়া
ঘ) দক্ষিণ সুদান
৯৭.কবি বিহারীলালকে "ভোরের পাখি" কে বলেছেন?
ক।রবীন্দ্রনাথ ঠাকুর
খ।কাজী নজরুল ইসলাম
গ।সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ।কবি আসাদ চৌধুরী
৯৬.বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ?
ক। যুক্তরাষ্ট্র.
খ।ভারত.
গ। বাংলাদেশ.
ঘ।অস্ট্রেলিয়া.
৯৫.মাৎস্যন্যায়' ধারণাটি কিসের সাথে সম্পর্কিত ?
ক.মাছ বাজার
খ.ন্যায় বিচার প্রতিষ্ঠা
গ.মাছ ধরার নৌকা
ঘ.আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা
৯৪.'মুক্তিবাংলা' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক।ঢাকা বিশ্ববিদ্যালয়
খ।ইসলামী বিশ্ববিদ্যালয়
গ।রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৯৩.শেরশাহ কোন বংশের শাসক ছিলেন?
ক।আফগান
খ।মোঘল
গ।খান
ঘ।পাঠান
৯২.'দুর্গেশনন্দিনী' শব্দের অর্থ কি..?
ক) দুর্গা দেবীর কন্যা
খ) দুর্গ প্রধানের কন্যা
গ) দুর্গে অধিবাসী
ঘ) দুর্গাধিপতি
৯১.বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে?
১) কামরুল হাসান
২) আবদুল্লাহ্ আবু সাঈদ
৩) সিরাজুল ইসলাম
৪) আখতার হামিদ খান
৯০.বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় কবে?
ক) ১৭ জানুয়ারি ১৯৭৫
খ) ১৭ জানুয়ারি ১৯৭৩
গ) ১৭ জানুয়ারি ১৯৭৪
ঘ) ১৭ জানুয়ারি ১৯৭২
উত্তর:ঘ।১৭জানুয়ারী ১৯৭২
৮৯.সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
ক) আবুল আহসান
খ) নিহাল রডরিগো
গ) শীল কান্ত শর্মা
ঘ) ইব্রাহীম হোসেন জাকী
উত্তর:ক।আবুল আহসান
৮৮."তিন বিঘা করিডোর" কোন জেলায় অবস্থিত-
লালমনিরহাট
রংপুর
কুড়িগ্রাম
সিলেট
উত্তর:লালমনিরহাট
৮৭.'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয় কত সালে?
ক।২০১০ সালে
খ।২০১২ সালে
গ।২০১৩ সালে
ঘ।২০১৪ সালে
উত্তর:খ.২০১২সালে
৮৬.‘ব্ল্যাক ফরেস্ট’ কী?
১.কালো বন
২. পাহাড়ি বন
৩.পর্বত
৪. নদী
উত্তর:৩.পর্বত
৮৫.'Hand out' এর বাংলা পরিভাষা -
১.হস্তপত্র
২.প্রচার পত্র
৩.জ্ঞাপনপত্র
৪.তথ্যপত্র
উত্তর:৩.জ্ঞাপনপত্র
৮৪.URL এর পূর্ণরূপ হলো-
ক.Universal Resource Locator
খ.Unifor Resource Line
গ.Unicode Resource Locator
ঘ.Unique Resource Line
উত্তর:ক।
৮৩."জয় বাংলা বাংলার জয়" গানটির গীতিকার কে?
ক.সিকান্দার আবু জাফর
খ. নজরুল ইসলাম বাবু
গ.গোবিন্দ হালদার
ঘ. গাজী মাজহারুল আনোয়ার
উত্তর:ঘ।
৮২.সোনালি কাবিন_ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক। বেগম রোকেয়া
খ। সুফিয়া কামাল
গ। আল মাহমুদ
ঘ। সমর সেন
উত্তর:গ।আল মাহমুদ
৮১.'সবুজপত্র’ প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯০৯ সালে
খ. ১৯১৪ সালে
গ. ১৯১০ সালে
ঘ. ১৯২১ সালে
উত্তর:খ.১৯১৪ সালে
৮০.আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
ক. মিয়ানমার
খ. জর্ডান
গ. ইরাক
ঘ. ইসরাইল
উত্তর:খ.জর্ডান
৭৯.'Wisdom' শব্দের বাংলা অর্থ কী ?
ক)জ্ঞান
খ)প্রজ্ঞা
গ)বুদ্ধিমান
ঘ)শিক্ষা
উত্তর:খ।প্রজ্ঞা
৭৮.বাংলাদেশের সবচেয়ে উত্তরে জেলা কোনটি ?
১. পঞ্চগড়
২. কুড়িগ্রাম
৩. শেরপুর
৪. দিনাজপুর
উত্তর:১.পঞ্চগড়
৭৭.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
১. হাবিলদার
২. সিপাহী
৩. লেফটেনেন্ট
৪. ক্যাপ্টেন
উত্তর:২.সিপাহি
৭৬.বাংলা ভাষায় রচিত প্রথম "উপন্যাস" কোনটি?
ক) দুর্গেশনন্দিনী
খ) ইউসুফ- জোলেখা
গ) নৌকাডুবি
ঘ) আলালের ঘরের দুলাল
উত্তর:ঘ.আলালের ঘরের দুলাল
৭৫.বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক)দুর্গেশনন্দিনী
খ)কপালকুণ্ডলা
গ)গৃহদাহ
ঘ)আলালের ঘরের দুলাল
উত্তর:ক.দুর্গেশনন্দিনী
৭৪. যুগ সন্ধিক্ষণের কবি কে?
১.রবীন্দ্রনাথ ঠাকুর
২.কাজী নজরুল ইসলাম
৩.ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪.মাইকেল মধুসুদন দত্ত
উত্তর:৩
৭৩.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
ক. দেবদাস
খ. শ্রীকান্ত
গ. চরিত্রহীন
ঘ. গৃহদাহ
উত্তর:খ.শ্রীকান্ত
৭২.বিদ্যাপতি কোন ভাষার কবি ছিলেন?
ক) ব্রজবুলি
খ) মিথিলা
গ) সংস্কৃত
ঘ) বাংলা
উত্তর:ক.ব্রজবুলি
৭১.“চাবি” কোন ভাষার শব্দ?
ক ফারসি
খ আরবি
গ পর্তুগিজ
ঘ হিন্দি
উত্তর:গ.পর্তুগিজ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Kushtia
Islamic University
Kushtia, 7003
অনলাইনের মাধ্যমে কুরআন ও সুন্নাহ শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
MJ3F+6P8, Darsana/Mujibnagar Road
Kushtia, 7102
চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ
Somobai Market, Puraton KataiKhana More
Kushtia
I'm Mohibul Islam Mahi, have been working for the development of student's proficiency in English .
Sonaikundi, Daulatpur
Kushtia
আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতিনিধিত্বকারী দেওবন্দের পূর্ণ অনুসারী, দেওবন্দী মাদ্রাসা
Kushtia, 7000
পবিত্র কুর'আন ও সহীহ হাদীসের আলোকে পরিচালিত, একটি যুগোপযোগী মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।
Islamic University
Kushtia, 7003
This page is only for BME students. They will be informed vital informations about the department.
Purbo Dafader Para, Philip Nagar, Daulatpur
Kushtia, 7051
মাদ্রাসাতুত তাক্বওয়া (তাক্বওয়া মাদ্রাসা)
Kushtia
This page the Research and devolopment section (RND) section For Dm 17