Antoric Academic & UCC kushtia

Antoric Academic &  UCC kushtia

Comments

◾◾ ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" থেকে ২২৬ টি প্রশ্নত্তর ◾◾

১। বাংলায় স্বাধীন সুলতানি আমল স্থায়ী হয়েছিলো - ২০০ বছর
২। বাংলায় অসহযোগ আন্দোলনের মূলমন্ত্র ছিলো - স্বদেশী আন্দোলন
৩। ব্রিটিশ শাসনকালে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে থাকার কারন - সামাজিক অনুশাসন
৪। সুবেদার সুজা ক্ষমতায় ছিলেন - ১১ বছর
৫। বাংলার রাজদরবারে ফার্সি হয় - সুলতানিদের সূত্রে
৬। পূর্ববঙ্গ বাংলাদেশের একটি পরিচয়। এই পরিচয় এর সাথে সম্পৃক্ত - বঙ্গভঙ্গ
৭। কাসিম বাজারে ওলন্দাজের ফেক্টরি ছিলো - সিল্কের
৮। ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন - বাংলায়
৯। ভাস্কো - ডা - গামা ভারতের কোন বন্দরে আসেন - কালিকট
১০। ফরাসিরা ইংরেজদের সাথে যুদ্ধ হেরে কোথায় চলে যায় - ইন্দোচীনে
১১। শায়েস্তা খানের দৈনিক আয় - ২ লক্ষ টাকা
১২। বার্নিয়ার ছিলেন - ফরাসি পর্যটক
১৩। মুঘল সম্রাট আকবরের পুত্র - জাহাঙ্গীর
১৪। মুদ্রণযন্ত্র আবিষ্কারের ফলে বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে সৃষ্টি করেছিলো - জনমত
১৫। চন্দননগর ও চুঁচুড়ায় শক্ত ঘাটি গড়েছিল - পর্তুগিজ
১৬। বাংলা থেকে বেশি পুঁজি পাচার হয় - সুবেদার সুজাউদ্দিন এর আমলে
১৭। ঘন ঘন কৃষক বিদ্রোহ কোন মুঘল আমলে - সম্রাট জাহাঙ্গীর
১৮। ১৯৪০ সালের দ্বি- জাতিতত্বের ভারত বিভক্তি ফরমুলা - মুসলিম লীগের
১৯। ১৮২১ সালে মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় - শ্রীরামপুরে
২০। বৃটিশ সময়ে মুষ্টিমেয় জমিদার শ্রেনিকে বলা হতো - সুবিধাপ্রাপ্ত শ্রেণী
২১। কোন জাতি বাংলা কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করেছিলো? - দিনেমার
২২। ভারত সচিব কত সদস্য বিশিষ্ট পরামর্শক সভা বা কাউন্সিলের মাধ্যমে ভারতে শাসনের ব্যবস্থা করেন? - ১৫ জন
২৩। ভাস্কো - ডা - গামা জাতিতে - পর্তুগিজ ( কালিকূট বন্দরে)
২৪। বাংলায় দ্বৈত শাসন - লর্ড ক্লাইভ
২৫। আল বুকার্ক - দক্ষ নাবিক ( ভারত মহাসাগর কর্তৃত্ব)
২৬। বাংলায় রাজপুতনা থেকে এসেছিলো - মারওয়াড়িরা
২৭। সম্রাট আকবরের সেনাপতি - মানসিংহ
২৮। স্বদেশী আন্দলনের সূত্র ধরে যা ঘটে তা হলো - স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন
২৯। সেনরা বাংলায় এসেছিলো - দক্ষিণ ভারত হতে
৩০। বাংলার সাথে তুর্কির যোগাযোগ - ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি
৩১। " ভাগ করো, শাসন করো " - নীতির প্রবক্তা? - ব্রিটিশরা
৩২। বৃটিশ মন্ত্রিসভা কর্তৃক কয়জন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয়? - ১ জন
৩৩। বঙ্গীয় আইনসভা প্রতিষ্ঠানকালে কতো জন সদস্য ছিলো? - ১২ জন
৩৪। নবাব সিরাজ উদ্দৌল্লার রাজধানী - মুর্শিদাবাদ
৩৫। বার ভূইয়ারা প্রায়ই সবাই - রাজপুত বংশের
৩৬। কোন ইংরেজ সেনাপতি কলকাতা দখল করেন? - ওয়াটসন
৩৭। ১৬৮৬ সালে ইংল্যান্ড এর রাজা ছিলেন - দ্বিতীয় জেমস
৩৮। বাংলায় অসহযোগ আন্দোলনের মূলসূত্র - স্বদেশী আন্দোলন
৩৯। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে - ২৩বছর
৪০। স্বাধীন সুলতানি আমলের সুলতানরা ছিলেন না - বাঙালি
অধ্যায় দুই
৪১। বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে - ডাকসু, ছাত্রলীগ
৪২। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও টাঙগাইল কতো নং সেক্টরে ছিলো? - ৮ ও ১১ নং,
৪৩। মুক্তিযুদ্ধেরর প্রথমদিকে মুজিবনগর সরকার এর মিশন ছিলো - ২ টি
৪৪। শ্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয় - ছাত্র সংগ্রাম পরিষদ
৪৫। প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন - ঢাকা বিশ্ববিদ্যালয়ে
৪৬। কাদেরিয়া বাহিনী - টাঙ্গাইল অঞ্চলের
৪৭। মুক্তিযুদ্ধে মোট সেক্টর - ১১ টি
৪৮। রাজশাহী সারদা পুলিশ লাইন আক্রমণ করা হয় - ২৭ মার্চ
৪৯। আকবর বাহিনী - মাগুরা অঞ্চলের
৫০। ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠিত হয় - ১০ ই এপ্রিল
৫১। আওয়ামীলীগ সর্বাত্মক আন্দোলন শুরু করে - পার্লামেন্টারি পার্টির বৈঠকে
৫২। বঙ্গবন্ধু, ভূট্রো ও ইয়াহিয়ার বৈঠক হয় - ঢাকায়
৫৩। ছাত্রলীগের বাঝাইকৃত কর্মীদের নিয়ে গঠিত - মুজিব বাহিনী
৫৪। ২৫ শে মার্চ জাতীয় পরিষদ অধিবেশনে যোগদানের ব্যাপারে বঙ্গবন্ধুর শর্ত ছিলো - ৪ টি
৫৫। অনিয়মিত বাহিনীর সরকারি নাম - মুক্তিযোদ্ধা
৫৬। শিল্পী জর্জ হ্যারিসন - ইংল্যান্ড এর
৫৭। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন - আব্দুল হান্নান, মেজর জিয়া
৫৭। মুজিবনগর সরকারের কার্যক্রম - ২ ভাগে বিভক্ত
৫৮। ১৯৭০ সালো আওয়ামীলীগ ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় - গনরায়ের ভিত্তিতে
৫৯। ১৯৭১ সালে ইয়াহিয়া ঢাকা সফরে আসেন - ১৪ ই মার্চ
৬০। মুক্তিযুদ্ধে চিপ অব ষ্টাফ - লে: কর্ণেল রব ( ডেপুটি - গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার)
৬১। ১৯৭১ সালে ৭ মার্চের জনসেবায় উপস্থিতি - ১০ লক্ষ প্রায়
৬২। অপারেশ সার্চ লাইট পরিকল্পনাকারী - রাও ফরমান আলী
৬৩। অপারেশন সার্চলাইট অনুযায়ী বঙ্গবন্ধু কে গ্রেফতার - রাত দেড়টায়
৬৪। আল শামসের কার্যক্রম - আল - বদর এর অধীন
৬৫। ঢাকার বাইরে অপারেশন সার্চ লাইট নেতৃত্ব - মেজর জেরারেল খাদিম হোসেন রাজা
৬৭। শহীদ সাবের ও আনোয়ার পাশা - সাহিত্যিক
৬৮। ইয়াহিয়া জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করেন - ১ লা মার্চ, পুনরায়
- ২৫ মার্চ।।
৬৯। পাকদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ - জয়দেবপুর
৭০। ঢাকায় গেরিলা বাহিনী পরিচিত - ক্রাক প্লাটুন
৭১। এমভি সোয়াত ১৯৭১ সালের ৩রা মার্চ - চট্রগ্রামে
৭২। বাংলাদেশের প্রথম মিশন - কলকাতায়
৭৩। মার্চ মাসে অসহযোগ আন্দোলন শুরু হয় - ৩ তারিখে
অধ্যায় : ০৩
৭৪। কোন কাপড় দিয়ে বহু কাহিনী বা কিংবদন্তি সৃষ্টি হয় - মসলিন
৭৫। জাতীয় সঙ্গীত কোন সুরে গাই - বাউল
৭৬। বাঙালি প্রথম কোন কোন সাহিত্যে কর্মের সন্ধান পায় - চর্যাপদ
৭৭। কান্তজীর মন্দির - দিনাজপুরে
৭৮। বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী - প্রাচীন জাতি
৭৯। চর্যাপদ আবিষ্কারক - পন্ডিত হরপ্রসাদ শাস্রী
৮০। শাব্দিক অর্থ ছাড়াও চর্যাপদের বুঝতে হয় - ভাবার্থ
৮১। আমাদের দেশের মাটি - পলি মাটির
৮২। আলাওলের রচনা - পদ্মাবতী
৮৩। মুগা জাতীয় সিল্ক পরিচিত - পত্রোর্ণ
৮৪। প্রাচীকালে বাংলায় সুনাম ছিল - দুকূল কাপড়ের
৮৫। ভাস্কর্য স্বকীয়তা ও স্বাতন্দ্র্যে উজ্জ্বল এক প্রতিভার নাম - নভেরা আহমেদ
৮৬। যে গান হিন্দু - মুসলমান সবাই গেয়ে থাকে - বাউল, ভাটিয়ালি
৮৭। বাঙালি মুসলমান সমাজে নৃত্যচর্চার দ্বার উন্মেচন করেছিলেন - বুলবুল চৌধুরী
৮৮। কাজী নজরুল ইসলাম মাত্র কুড়ি বছরে গান রচনা করেন - ৬ হাজার
৮৯। পত্রোর্ণ নামে এন্ডি বামুগা জাতীয় সিল্ক তৈরি হতো - মগধ ও পান্ডে
৯০। বাংলা ভাষা ও সাহিত্যির ইতিহাস রচনা করেন - ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৯১। স্থাপত্যকলায় গগনচুম্বী ভবন নির্মাণ পদ্ধতির প্রবর্তক, বিশ্বের বহু বিখ্যাত ভবন ও স্থাপনার নকশাকার - এফ. আর. খান
৯২। সাধারণ মানুষ গানের মাধ্যমে সাধনা করে - আধ্যাত্মিক
৯৩। শহরাঞ্চলে আসর হয় - খেউড় গানের
৯৪। বাংলার স্থাপত্য শিল্পে ইরানী প্রভাব - সুলতানি আমলে
৯৫। বাংলা কীর্তন গানের কাহিনী আসে - রাধা ও শ্রীকৃষ্ণ
৯৬। আমাদের জাতীয় সংগীতের সুর মূর্ছনা সৃষ্টি হয়েছে - রবি ঠাকুরের হাতে
৯৭। কোন সমাজে পুথি সাহিত্যির ব্যাপক কদর হয় - মুসলমান সমাজে
৯৮। জাতির মননের প্রতীক - বাংলা একাডেমী
৯৯। দুকূল কাপড় সুনাম - প্রাচীন কালে
১০০। ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর, রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম - বেসরকারি উদ্যোগে ( বেসরকারি প্রতিষ্ঠান)
১০১। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা মনন চর্চার প্রতিষ্ঠান - শিশু একাডেমী
১০২। নাগরিক সঙ্গীতের বিকাশ ঘটে - হিন্দুস্থানীয় উচ্চাঙ্গ সংগীতের প্রভাবে
১০৩। চিত্রকলায় পথিকৃৎ - জয়নুল আবেদীন
১০৪। নিধু বাবু - নাগরিক গানের জন্য বিখ্যাত
১০৫। ধর্মমঙ্গল লিখছেন - ঘনরাম
১০৬। বাংলাদেশে প্রচুর পোড়ামাটির কাজ রয়েছে - সোমপুর বিহারে
অধ্যায় : ০৪
১০৭। উত্তরা গনভবন - মূল্যবান স্থাপত্য কীর্তির নিদর্শন
১০৮। মোঘল যুগে সোনারগাঁ বিখ্যাত ছিলো - মসলিন শাড়ির জন্য
১০৯। শশীগজ অবস্থিত - ময়মনসিংহ
১১০। ১৯৫৭ সালের ভিক্টোরিয়া পার্কের পূর্ব নাম ( ইংল্যান্ড রানীর নাম) - আন্টাঘর ময়দান
১১১। পানামা নগরে কোন বিষয়টি বিশেষভাবে লক্ষ করা যায় - সুষ্ঠু নগর পরিকল্পনা
১১২। দিঘাপাতিয়ার জমিদার কোন এলাকার জমিদার - নাটোর
১১৩। মানিকগঞ্জের সাটুরিয়ায় কোন জমিদারের বাড়ি - বালিয়াটির জমিদার বাড়ি
১১৪। শিয়া মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান - ইমামবাড়া
১১৫। আহসান মঞ্জিল কাদের প্রাসাদ নামে পরিচিত - ঢাকার নবাবদের
১১৬। ইটালীতে তৈরি মূর্তি কোন জাদুঘরে স্থান - ময়মনসিংহ
১১৭। ' প্রত্ন ' শব্দের অর্থ - প্রাচীন
১১৮। পানাম নগরের উত্তর পাশে ইমারত - ৩১ টি
১১৯। বলধার জমিদার - নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী
১২০। সুলতানি আমলে বাংলার রাজধানী - সোনারগাঁ
১৩১। তাজহাট জমিদার প্রসাদ - রংপুরে
১৩২। পাথরের ফুলদানি কোন জাদুঘরে - ময়মনসিংহ
১৩৩। পানামা নগরে ইমারত সংখ্যা - ৫২ টি
১৩৪। কোন বাড়িতে লোকশিল্প জাদুঘর - সরদার বাড়ি
১৩৫। রঙ্গিন মোজাইকের -পানামা নগরী প্রতিষ্ঠিত হয় - উনিশ শতকে
১৩৬। কতো দশক পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের অধীন আমাদের থাকতে হয় - দু দশক
১৩৭। লালবাগ মসজিদটি পুরোনো ঢাকার কোন রোডে - হরনাথ ঘোষ রোডে
১৩৮। ইংরেজদের সমর্থক নবাব কে ছিলেন - আব্দুল গণি
১৩৯। বাংলাদেশের জাতীয় মন্দির - ঢাকেশ্বরী
অধ্যায় - ০৫
১৪০। - গারোদের পরিবার প্রধান - মা
১৪১। বাংলাদেশের কোন জাতিসত্তার গায়ের রং ঈষৎ লোক - চাকমা
১৪২। চাকমাদের মধ্য কারা বউচি খেলে - ছোট মেয়েরা
১৪৩। খাসিয়া জনগোষ্ঠীর অপর নাম - খাসি
১৪৪। গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম - দকশাড়ি
১৪৫। কোন সমাজে রাজার পদটি বংশানুক্রমিক - চাকমা
১৪৬। চাকমারা বাঁশ ও বেদ দিয়ে তৈরি করে - বাদ্যযন্ত্র
১৪৭। সাঁওতাল বিবাহে অনুষ্ঠিত ' দোন ' ও ' ঝিকা ' কী - নাচ
১৪৮। চাকমা সমাজের মূল অংশ - পরিবার
১৪৯। কারা অলংকার পড়তে বেশি ভালোবাসে - সাঁওতালরা
১৫০। খাসিয়া কোন অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তা - সিলেট
১৫১। গারোদের বিশেষ খাদ্য - কঁচি বাঁশ গাছের গুঁড়ি
১৫২। কারা নিজেকে পোশাক তাঁত দিয়ে তৈরি করে - চাকমা
১৫৩। চাকমা সার্কেলের প্রধান কে - চাকমা রাজা
১৫৪। গারোরা সাধারণত নিজেদের কি নামে পরিচয় দিতে বেশি পছন্দ করে - মান্দি
১৫৫। সালজং বা সূর্য, ছোছুঁম গোয়েবা প্রভূতি দেবদেবীর পূজা করতো - গারোরা
১৫৬। চাকমা সমাজের ধর্মীয় অনুষ্ঠান - গৌতম বুদ্ধের জন্ম ও মৃত্যু দিবস
১৫৭। গারো সমাজের দল হলো - সাংমা ও মারাক
১৫৮। চাকমাদের বৌদ্ধ মন্দির কে কি বলে - কিয়াং
১৫৯। ভারতের কোন রাজ্যে কিছু সাওতাঁল বাস করে - পশ্চিমবঙ্গ
১৬০। কতোগুলো চাকমা পরিবার নিয়ে গঠিত হয় - আদাম
১৬১। গারোদের কাছে কচি বাঁশগাছের গুঁড়ির জনপ্রিয় নাম - মিউয়া
১৬২। বাংলাদেশের ক্ষুদ্রজাতিসত্তা - মঙ্গোলিয়া জনগোষ্ঠীর
১৬৩। চাকমাদের পাড়া বা মৌজা প্রধানকে বলা হয় - হেডম্যান
১৬৪। গারোরা বজ্র দেবতাকে - গোয়েরা বলে
১৬৫। গারোরা উৎপাদন করে - সবজি ও আনারস
১৬৬। চাকমা মেয়েদের পরনের কাপড়ের
নাম - পিনোন
১৬৭। চাকমা সমাজের মূল অংশ - পরিবার
১৬৮। সাঁতালদের প্রধান খাদ্য - ভাত
১৬৯। সাঁওতালদের ধর্ম - হিন্দু ও খ্রিষ্টান
১৭০। কতোগুলো আদাম নিয়ে চাকমাদের - মৌজা গঠিত হয়।
১৭১। সাঁওতালরা - অষ্ট্রেলয়েড জনগোষ্ঠীর লোক
১৭২। মাটির ঘরে বাস করে - সাঁওতালরা
১৭৩। চাকমারা ভাতের সাথে খায় - মাছ, শাকসবজি
১৭৪। চাকমাদের প্রধান খাদ্য - ভাত
১৭৫। গারো সমাজের প্রধান কয়টি দল - পাঁচটি
১৭৬। কতোগুলো পাড়া নিয়ে গঠিত - মৌজা
১৭৭। কিয়াং বলতে বুঝায় - বৌদ্ধ ভিক্ষুদের
১৭৮। গারোরা ' চন্দ্র ' কে কী বলে ডাকে - ছোছুম
১৭৯। সার্কেল প্রধান চাকমা - চাকমা রাজা
অধ্যায় : ০৬
১৮০। বর্তমানে বাংলাদেশের সম্ভাবনা শিল্প - ওষুধ শিল্প
১৮১। কৃষি ভিত্তিক সমাজ গড়ে ওঠে - প্রাচীন যুগে
১৮২। বাংলাদেশেন পাহাড়ি অঞ্চল কতো ভাগ - ১০ ভাগ
১৮৩। বর্তমানে চিনিকল - ১৭ টি ( আপডেট ১৫ টি)
১৮৪। ১৯৭৪ সালে বাংলাদেশে বস্রকল - ৮ টি
১৮৫। বর্তমানে দেশে কতো ধরনের প্রানিজ সম্পদের ব্যবহার রয়েছে - তিন ধরনের
১৮৬। দেশের মোট ভূমির বন - ১৭.৬২%
১৮৭। অতি অল্প সময়ে কোন শিল্পটি বৃহত্তম রপ্তানিমুখী - পোশাক শিল্প
১৮৯। বর্তমানে ইউরিয়া সার - কারখানা আছে ৬ টি
১৯০। প্রাণীজ সম্পদ কে কতো ভাগে ভাগ করা যায়? - ৩ ভাগে
অধ্যায় - ০৭
১৯১। পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধ - ৭ থেকে ১৮ বছর
১৯২। স্বাভাবিক ভাবে কৌতূহল প্রবণ - শিশুরা
১৯৩। বাংলাদেশ সরকার কতো সালের মধ্য নিরক্ষরতা দূর করতে অঙ্গীকারবদ্ধ ছিলো? - ২০১৪ সাল
১৯৪। আমেরিকার তথ্যপ্রযুক্তি খাতের কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল? - ২৩%
১৯৫। জাতীয় জনসংখ্যা দিবস - ২ রা ফেব্রুয়ারি
অধ্যায় : ০৮
১৯৬। বায়ুমণ্ডলের গৌণ গ্যাস গুলো কি বলে - ওজোন স্তর
১৯৭। পৃথিবীর ফুসফুস - আমাজন
( বি: দ্র : এই অধ্যায় এর বাকি অংশ ভূগোল পার্টে রয়েছে)
অধ্যায় : ০৯
১৯৮। শাসন বিভাগের প্রধান - রাষ্ট্রপতি
১৯৯। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় মূলনীতি - ৪ টি
২০০। সরকারকে জাহাজের কীসের সঙ্গে তুলনা করা যায়- ইঞ্জিন
২০১। বাংলাদেশের সংসদ - এক কক্ষ বিশিষ্ট
২০২। সংবিধান রাষ্ট্র পরিচালনার - দলিল
২০৩। বাংলাদেশের আইন সভার নির্বাচিত সদস্য - ৩০০ জন
২০৪। রাষ্ট্রের মূল চালিকাশক্তি - সরকার
২০৫। জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কি বলে - প্রজাতন্ত্র
২০৬। কোন দেশের সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্য ক্ষমতা বন্টন করা হয়? - যুক্তরাষ্ট্র ও ভারত
২০৭। জাতি হিসাবে বাংলাদেশের জনগণ - বাঙালি
২০৮। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান - রাজনৈতিক
২০৯। সরকারের ধরন গুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য - ৪ টি
২১০। সরকার রাষ্ট্রের কতোতম উপাদান - ৩য়
২১১। বাংলাদেশ সরকারের জনমত প্রকাশ করে সরকারের কোন বিভাগ - আইন বিভাগ
২১২। বাংলাদেশ সংবিধান প্রণীত হয় - ৪ঠা নভেম্বর, ১৯৭২
২১৩। রাষ্ট্রের মূল চালিকা শক্তি - সরকার
২১৪। বাংলাদেশে কেমন সরকার বর্তমান - মন্ত্রিপরিষদ শাসিত
২১৫। গনতন্ত্রের কয়টি অঙ্গ - ২ টি
২১৬। ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে গ্রহণ করার উদ্দেশ্য কয়টি - ২ টি
২১৭। সুপ্রিম কোর্টের বিভাগ - ২ টি
২১৮। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য - ১২টি
২১৯। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন - ৫০ টি
২২০। চেয়ারম্যানসহ কতোজন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত - ২১ জন
২২১। বাংলাদেশের আইনসভার অফিসিয়াল নাম - জাতীয় সংসদ
২২২। এক ব্যক্তি বা এক দলের শাসন - একনায়কতন্ত্র
২২৩। ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গনতান্ত্রিক সরকার কে কতো ভাগে ভাগ করা যায়? - ২ ভাগে
২২৪। বাংলাদে্শের সংবিধান বিভক্ত - ১১ ভাগে
২২৫। নিম্নদিক থেকে গ্রামাঞ্চল কতোতম স্তর ইউনিয়ন পরিষদ - দ্বিতীয়
২২৬। জাতীয় সংসদে স্পিকার -

Academic & University coaching centre ACADEMIC CARE

Operating as usual

24/12/2022

#প্রতারক ও দালাল চক্র হতে সাবধান!!
#নিজে প্রতারক ও দালাল চক্র থেকে সাবধান থাকুন অন্যদেরকেও সাবধান করুন।

প্রিয় শিক্ষার্থী,
আসসালামু আলাইকুম।

UCC তে ভর্তি হতে ইচ্ছুক সবাইকে
সরাসরি আমাদের অফিসে এসে, আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে , আমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। UCC সংশ্লিষ্ট বাদে অন্য কোন ব্যক্তির আপানাদের সাথে যোগাযোগ করলে কিংবা অন্য কোন অনলাইন মাধ্যমে কিংবা আইডি ব্যবহার করে যোগাযোগ করলে ধরে নিবেন তারা দালাল ও প্রতারকচক্র।

এর আগেও ভর্তির সিজনে কিছু প্রতারক ও দালাল চক্র কোমলমতি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছিল। ইতিমধ্যে অনেকেই আবার সক্রিয় হয়ে উঠেছে।

তারা আপনাকে কম টাকায় ভর্তি করিয়ে দিবে বা ভালো ব্যাচে সুযোগ দিবে ইত্যাদি বলে থাকে।
কিন্তু আপনি লোভে পড়ে তাদের ফাঁদে পা দিলে তারা আপনার থেকে ঠিকই ১০/১২ হাজার টাকা নিয়ে উধাও হবে।

আমাদের সংশ্লিষ্ট এর বাহিরে কেউ যোগাযোগ করলে আমাদের অবগত করবেন।


আমাদের অফিসিয়াল নম্বর:
০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২

নিজে প্রতারক ও দালাল চক্র থেকে সাবধান থাকুন অন্যদেরকেও সাবধান করুন।

15/12/2022

বিজয়ের মাসে
বিজয় অফার
3️⃣0️⃣0️⃣0️⃣ টাকা ছাড়
১৬ ই ডিসেম্বর পর্যন্ত
১ সেট বই ফ্রি 0️⃣1️⃣8️⃣5️⃣2️⃣3️⃣4️⃣3️⃣4️⃣2️⃣7️⃣

12/12/2022

UCC বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষের মানবিক ও বাণিজ্য শাখার ফ্রি ওরিয়েন্টেশন ১৪ ডিসেম্বার, সকাল ১০.০০টা। স্থানঃ আন্তরিক ও UCC ভবন,কাটাইখানা মোড়, কুষ্টিয়া ০১৮৫২৩৪৩৪২৭
০১৭৬৫৬৭০৫৪২

21/11/2022

বিশেষ টক শো💧
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি : স্বপ্ন যেখানে সার্থক✌️
প্রধান অতিথি: ড. এমএ হালিম পাটওয়ারী
সাবেক সিনেট সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশেষ অতিথি: UCC থেকে চান্সপ্রাপ্ত ঢাবির তিন ইউনিটের ১ম মেধাস্থান প্রাপ্ত ৩ সফল শিক্ষার্থী।
উপস্থাপনা: হৃদি
পরিচালনা: রাসেল মাহমুদ
প্রচারিত হবে: ২২ নভেম্বর, মঙ্গলবার, বেলা ১১:৪৫ মিনিটে এটিএন বাংলায়।
অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ।
UCC কুষ্টিয়া শাখায় বিশেষ ছাড়ে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য ভর্তি চলছে। ০১৮৫২৩৪৩৪২৭

06/11/2022

UCC কুষ্টিয়া শাখায় বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখায় প্রথম ব্যাচ সমূহে ভর্তি চলছে। ০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২

05/11/2022

আগামীকাল ৬ নভেম্বর রবিবার থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি, সমমানের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণকারী সবার জন্যে অনেক অনেক দোয়া রইলো।

31/10/2022
09/10/2022

HSC 2022 ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে UCC কুষ্টিয়া শাখার উদ্যোগে আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রেখেছেন UCC গ্রুপের সম্মানিত পরিচালক জনাব আলহাজ্ব কামাল উদ্দিন পাটওয়ারী স্যার।০৮-১০-২০২২

ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে UCC কুষ্টিয়া শাখার প্রতি তাদের প্রবল আস্থা ও ভালোবাসা।

UCC কুষ্টিয়া শাখাতে বিশেষ ছাড়ে অগ্রিম ব্যাচসমূহে বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য শাখায় ভর্তি চলছে!!!

UCC ভবন (২য় তলা) কাটাইখানা মোড় কুষ্টিয়া
০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২

Photos from Antoric Academic &  UCC kushtia's post 09/10/2022

বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2022
UCC কুষ্টিয়া শাখা
অগ্রীম ব্যাচ সমূহে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা ভর্তি চলছে!!
যোগাযোগঃ UCC ভবন(২য় তলা) কাটাইখানা মোড় কুষ্টিয়া
০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২

28/09/2022

UCC কুষ্টিয়া শাখার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ফ্রি অরিয়েন্টেশন ক্লাস ২০২২। স্থানঃ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, কুষ্টিয়া। সময়ঃ- ৮ অক্টোবর ২০২২, শনিবার সকাল ৯.০০ টা। যোগাযোগঃ ০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২।

24/09/2022
19/09/2022

UCC বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখা থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ- ইউনিট (বাণিজ্য বিভাগ) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হওয়ায় মোঃ নাহিদ হোসেন কে শুভেচ্ছা ও অভিনন্দন।
০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২

Photos from Antoric Academic &  UCC kushtia's post 12/09/2022

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে।
বিস্তারিত - https://www.prothomalo.com/education/examination/tubov0oxa4

31/08/2022

UCC বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখা থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হওয়ায় মোঃ মানিক হোসেনকে
শুভেচ্ছা ও অভিনন্দন।
০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২

25/08/2022

UCC বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখা থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ- ইউনিট (বাণিজ্য বিভাগ) টুরিজম এন্ড হসপিটালি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হওয়ায় মোঃ রতন আহেম্মেদকে শুভেচ্ছা ও অভিনন্দন।
০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২

10/08/2022
23/07/2022

# বাংলাদেশের সকল কিছুর সংখ্যাঃ
______________________________

০১. বিভাগ - ৮ টি
০২. জেলা - ৬৪ টি
০৩. সিটি কর্পোরেশন - ১২ টি
০৪. উপজেলা - ৪৯৫টি (সর্বশেষ- ডাসার, মাদারিপুর)
০৫. পৌরসভা - ৩৩০ টি (সর্বশেষ- তাড়াশ,
সিরাজগঞ্জ)
০৬. থানা - ৬৫২ টি (সর্বশেষ- হাতিরঝিল)
০৭. ইউনিয়ন - ৪৫৭১ টি
০৮. গ্রাম - ৮৭১৯১ টি
০৯. শিক্ষা বোর্ড - ১১ টি
১০. শিক্ষা স্তর - ৪ টি
১১. সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয় - ৪৮ টি
১২. সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১৮ টি
(সর্বশেষ- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব
বিজ্ঞান ও প্রযুক্তি বি.)
১৩. সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় - ৩৭ টি
(সর্বশেষ- সিলেট মেডিকেল বি.)
১৪. টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - ১ টি
১৫. কৃষি বিশ্ববিদ্যালয় - ১০ টি
১৬. নদী বন্দর - ৩৭ টি (সর্বশেষ- মেঘাই ঘাট নাটুয়াপাড়া নদীবন্দর)
১৭. সমুদ্র বন্দর - ৩ টি (সর্বশেষ- পায়রা সমুদ্র
বন্দর)
১৮. স্হল বন্দর - ২৪ টি
১৯. গ্যাস ক্ষেত্র - ২৯ টি
২০. সার কারখানা - ১৫ টি
২১. সরকারি সার কারখানা - ৮ টি
২২. সরকারি বস্ত্র কল - ২৪ টি
২৩. সরকারি চিনি কল - ১৫ টি
২৪. চা বাগান - ১৬৭ টি
২৫. সরকারি পাটকল - ২৬ টি, চালু - ১৮ টি
২৬. পরিবেশ আদালত - ৩ টি
২৭. আবহওয়া কেন্দ্র - ৪ টি
২৮. আন্তর্জাতিক বিমানবন্দর - ৩ টি
২৯. মোট তফসিলি ব্যাংক- ৫৯টি (সর্বশেষ- কমিউনিটি
ব্যাংক বাংলাদেশ লিমিটেড)
৩০. বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা
- ২৬ টি (১৫ নভেম্বর '১৮ ইকোনমিক ক্যাডার
বিলুপ্ত করা হয়)

21/07/2022

#বাছাই করা ১০০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান -

১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।
২। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ সালে
৩। ATM-এর জনক কে?
উত্তর : জন শেফার্ড ব্যারন।
৪। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?
উত্তর : ১৯৮৮ সালে
৫। সুমাত্রা দ্বীপ কোথায়?
উত্তর : ভারত মহাসাগরে
৬। পৃথিবীর বৃহত্তম দ্বীপ—
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)
৭। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল
৮। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।
৯। দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?
উত্তর : ২০১১ সালে
১০। জাপানের বৃহত্তম দ্বীপ
উত্তর : হনসু
১১। ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পল জুলিয়াস রয়টার
১২। দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী—
উত্তর : বন্দর সেরি বেগাওয়ান
১৩। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৫ সালে
১৪। বাংলাদেশের সাংবিধানিক নাম—
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
১৫। নিশীথ সূর্যের দেশ হলো—
উত্তর : নরওয়ে
১৬। কত সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়?
উত্তর : ১৯৪৮ সালে
১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন—
উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।
১৮। চির শান্তির শহর—
উত্তর : রোম
১৯। এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?
উত্তর : ২০১৫ সালে
২০। হিসাববিজ্ঞানের জনক কে?
উত্তর : লুকা প্যাসিওলি
২১। ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে
২২। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?
উত্তর : সাজেক ভ্যালিকে।
২৩। সুয়েজ খাল জাতীয়করণ হয়—
উত্তর : ১৯৫৬ সালে
২৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ইতালির নাগরিক।
২৫। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়?
উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
২৬। বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালে
২৭। WWW মানে কী?
উত্তর : World Wide Web
২৮। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়?
উত্তর : খাগড়াছড়ি
২৯। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?
উত্তর : ১৯৬৯ সালে
৩০। মালদ্বীপের দাপ্তরিক ভাষা কী?
উত্তর : ধিবেহি
৩১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?
উত্তর : সাতটি
৩২। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : অ্যালেন গিনসবার্গ
৩৩। সাঙ্গু ভ্যালি কোথায়?
উত্তর : চট্টগ্রামে
৩৪। মাইনমুখী ভ্যালি কোন জেলায়?
উত্তর : রাঙামাটি জেলায়
৩৫। কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা—
উত্তর : ভেঙ্গি ভ্যালি
৩৬। জাফনা দ্বীপ কোথায়?
উত্তর : শ্রীলঙ্কা
৩৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী—
উত্তর : জর্জ হ্যারিসন।
৩৮। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : বান্দরবান
৩৯। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।
৪০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন—
উত্তর : রিচার্ড নিক্সন
৪১। বাংলাদেশের ফুসফুস বলা হয়—
উত্তর : সুন্দরবনকে
৪২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইন্দিরা গান্ধী।
৪৩। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর।
৪৪। হোক্কাইডো দ্বীপটি কোথায়?
উত্তর : জাপানে
৪৫। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
৪৬। আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর : পারস্য উপসাগরে
৪৭। ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর : মাদাগাস্কার
৪৮। ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন—
উত্তর : জাপান
৪৯। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২ সালে
৫০। আগুনের দ্বীপ হলো—
উত্তর : আইসল্যান্ড
৫১। ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা
৫২। ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোন দেশকে?
উত্তর : রোম
৫৩। পৃথিবীর ছাদ হলো—
উত্তর : পামির মালভূমি
৫৪। শিকাগো শহরকে বলা হয়—
উত্তর : বাতাসের শহর
৫৫। কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়?
উত্তর : সিডনি
৫৬। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী হলেন—
উত্তর : নিশাত মজুমদার
৫৭। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ
৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে
উত্তর : ১৯২১ সালে
৫৯। BRICS-এর সদস্যগুলো হলো—
উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা
৬০। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে
৬১। সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি
৬২। ভাটির দেশ নামে পরিচিত
উত্তর : বাংলাদেশ
৬৩। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি
৬৪। গুগলের প্রতিষ্ঠাতা—
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
৬৫। মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে
৬৬। টুইটারের যাত্রা শুরু হয়—
উত্তর : ২০০৬ সালে
৬৭। মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার
৬৮। এনাটমির জনক—
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস
৬৯। ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য
৭০। আধুনিক শিক্ষার জনক—
উত্তর : সক্রেটিস
৭১। আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বাল মেগারিজ।
৭২। নিষিদ্ধ শহর বলা হয়—
উত্তর : তিব্বতকে
৭৩। মুক্তার দেশ—
উত্তর : কিউবা
৭৪। ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।
৭৫। WWW-এর জনক কে?
উত্তর : টিম বার্নাস লি ।
৭৬। ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলিনসন।
৭৭। ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার জেলায়
৭৮। হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।
৭৯। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার
৮০। বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তর : মালভূমি
৮১। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?
উত্তর : পঞ্চগড়কে
৮২। আধুনিক ফিন্যান্সের জনক কে?
উত্তর : ড. ইউগেন ফামা।
৮৩। বাংলাদেশের আমাজান বলা হয়—
উত্তর : সিলেটের রাতারগুল বনকে
৮৪। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছকে
৮৫। সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?
উত্তর : রাঙামাটিকে
৮৬। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?
উত্তর : নারায়ণগঞ্জ
৮৭। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়—
উত্তর : চট্টগ্রামকে
৮৮। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : সিলেট
৮৯। ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রাম
৯০। সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তর : অ্যালান এমটাজ।
৯১। ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি?
উত্তর : ডট কম।
৯২। বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত?
উত্তর : কক্সবাজার
৯৩। গরম পানির ঝরনা অবস্থিত কোথায়?
উত্তর : সীতাকুণ্ড
৯৪। বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তর : বরিশাল
৯৫। বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়—
উত্তর : ভোলা জেলাকে
৯৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তর : সংবিধান
৯৭। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।
৯৮। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে?
উত্তর : ১১টি।
৯৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩টি।
১০০। প্রকৃতির কন্যা বলা হয়—
উত্তর : সিলেটের জাফলংকে।

21/07/2022

💥 সাম্প্রতিক অংশ-
১. COP-27 অনুষ্ঠিত হবে- মিশর (২০২২)।
২. COP-28 অনুষ্ঠিত হবে- সংযুক্ত আরব আমিরাত (২০২৩)।
৩. ২২তম ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে- ২১ নভেম্বর থেকে
১৮ ডিসেম্বর, ২০২২।
৪. ২০২১ সালে মাথাপিছু আয়- ২৫৯১ মার্কিন ডলার এবং GDP প্রবৃদ্ধি-
৬.৯৪%।
৬. দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক (চালু ১২ জানুয়ারি
২০২২)।
৭.পদ্মা ব্রীজ চালু করা হবে ২৫ জুন ২০২২.
✍️৬টি বিষয়ের সময়কাল
👉 সুবর্ণজয়ন্তীর সময়কাল ছিল
২৬ মার্চ ২০২১--৩১ মার্চ ২০২২
মুজিববর্ষের সময়কাল ছিল
👉 ১৭ মার্চ ২০২০---৩১ মার্চ ২০২২
👉 আদিবাসী বর্ষের সময়কাল
২০২২--২০৩২
👉 MDG সময়কাল ছিল
২০০০--২০১৫
👉 SDG এর সময়কাল
২০১৬---২০৩০
👉 ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল
২০২১---২০২৫
এখন পর্যন্ত আপডেট তথ্য :
সংস্থার নাম - সদস্য দেশ
👉 European Union, EU- ২৭ টি
👉 OPEC - ১৩টি, প্রতিষ্ঠা : ১৯৬০ সালে
👉 NATO - ৩০টি (প্রতিষ্ঠা: ১৯৪৯, সর্বশেষ সদস্য : উত্তর মেসিডোনিয়া)
[সদস্য হওয়ার জন্য সম্প্রতি আবেদন করেছে ফিনল্যান্ড এবং সুইডেন]
👉 IMF - ১৯০টি
[ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে 1944 সালে গঠিত হয় এবং কার্যক্রম শুরু করে 1945 সালে]
✅ OIC - ৫৭ টি, প্রতিষ্ঠা-১৯৬৯
✅ ILO - ১৮৭ টি
✅ WTO - ১৬৪টি
✅ Commonwealth of Nations - ৫৪টি
✅ IDA - ১৭৪ টি
✅ APEC - ২১ টি
✅ ASEAN - ১০টি
✅ NAM - ১২০টি
✅ বিসিএস ক্যাডার - ২৬ টি
👉 বর্তমানে নদীবন্দর -৩৭টি(সর্বশেষ-
গাজীপুর নদীবন্দর)
👉 বর্তমানে স্থলবন্দর -২৫টি(সর্বশেষ -মেহেরপুর)
👉 সমুদ্রবন্দর-৩টি(৪নং-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণাধীন)
👉 বর্তমানে থানা -৬৫২টি
👉 উপজেলা -৪৯৫টি
👉 পৌরসভা-৩৩০
👉 সিটি করপোরেশন -১২টি

20/07/2022

প্রশ্নঃ নীরব শহর বলা হয়?
উঃ রােম।
প্রশ্নঃ আলাের শহর বলা হয়?
উঃ প্যারিস।
প্রশ্নঃ পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী বলা হয়?
উঃ প্যারিস
প্রশ্নঃ বিশ্বের রাজধানী বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ বিগ অ্যাপেল বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ সম্মেলনের শহর বলা হয়?
উঃ জেনেভা
প্রশ্নঃ মুক্তার দেশ বলা হয়?
উঃ কিউবা।
প্রশ্নঃ চির শান্তির শহর বলা হয়?
উঃ রােম
প্রশ্নঃ সকাল বেলার শান্তি বলা হয়?
উঃ কোরিয়া
প্রশ্নঃ চির সবুজের দেশ হল বলা হয়?
উঃ নাটাল।
প্রশ্নঃ প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়?
উঃ ওসাকা (জাপান)
প্রশ্নঃ প্রাচ্যের ডান্ডি হল বলা হয়?
উঃ নারায়ণগঞ্জ
প্রশ্নঃ বজ্রপাতের দেশ বলা হয়?
উঃ ভুটান।
প্রশ্নঃ সমুদ্রের বধূ বলা হয়?
উঃ গ্রেট ব্রিটেন
প্রশ্নঃ পশ্চিমের জিব্রাল্টার বলা হয়?
উঃ কুইবেক ।
প্রশ্নঃ স্বর্ণ নগরী বলা হয়?
উঃ জোহনেসবার্গ।
প্রশ্নঃ ল্যান্ড অব মার্বেল বা মার্বেলের শহর বলা হয়? উঃ ইতালি।
প্রশ্নঃ পবিত্র পাহাড় বলা হয়?
উঃ ফুজিয়ামা (জাপান) ।
প্রশ্নঃ গােলাপি শহর বলা হয়?
উঃ রাজস্থান (ভারত)।
প্রশ্নঃ নিশ্ৰুপ সড়ক শহর বলা হয়?
উঃ ভেনিস ।
প্রশ্নঃ দ্বীপের নগরী বলা হয়?
উঃ ভেনিস।
প্রশ্নঃ দ্বীপের মহাদেশ বলা হয়?
উঃ ওশেনিয়া।
প্রশ্নঃ প্রাচ্যের ভেনিস বলা হয়?
উঃ ব্যাংকক
প্রশ্নঃ টেক্সির নগরী বলা হয়?
উঃ মেক্সিকো।
প্রশ্নঃ ধীবরের দেশ বলা হয়?
উঃ নরওয়ে
প্রশ্নঃ ঝর্ণার শহর বলা হয়?
উঃ তাসখন্দ ।
প্রশ্নঃ জাঁকজমকের নগরী বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ সিল্ক রুটের দেশ বলা হয়?
উঃ ইরান।
প্রশ্নঃ সােনার অন্তঃপুর বলা হয়?
উঃ ইস্তাম্বুল।
প্রশ্নঃ পৃথিবীর কেন্দ্র বলা হয়?
উঃ পবিত্র মক্কা নগরী
প্রশ্নঃ রৌপ্যের শহর বলা হয়?
উঃ আলজিয়ার্স
প্রশ্নঃ গ্রানাইডের শহর বলা হয়?
উঃ এভারডিন ।
প্রশ্নঃ সালফারের দ্বীপ বলা হয়?
উঃ সিলিলি
প্রশ্নঃ দক্ষিণের রানি বলা হয়?
উঃ সিডনি।
প্রশ্নঃ সােনালি প্যাগােডার দেশ বলা হয়?
উঃ মিয়ানমার
প্রশ্নঃ সােনালি তােরণের শহর বলা হয়?
উঃ সানফ্রান্সিসকো
প্রশ্নঃ সােনালি আঁশের দেশ বলা হয়?
উঃ বাংলাদেশ
প্রশ্নঃ প্রাসাদ নগরী বলা হয়?
উঃ কলকাতা (ভারত)।
প্রশ্নঃ রােমান্টিক দ্বীপ বলা হয়?
উঃ সিলিলি |
প্রশ্নঃ হারকিউলিসের স্তম্ভ বলা হয়?
উঃ জিব্রাল্টার মালভূমি
প্রশ্নঃ এশিয়া মাইনর বলা হয়?
উঃ তুরস্ক
প্রশ্নঃ আফ্রিকার মুক্তভূমি বলা হয়?
উঃ লাইবেরিয়া |

20/07/2022

ভর্তিচ্ছুদের উদ্দেশ্যে নিজের খেয়ে একটু বকবক করিঃ

👉 পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কঠোর
পরিশ্রমের কোন বিকল্প নাই। তাই যারা নিজেদের অতি
মেধাবী ভেবে পরীক্ষার আগে পড়াশোনা করবানা
তারা চান্স পাবানা সিউর থাকো।

👉 যারা টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স নেবার
ধান্দায় আছো তারা এসব ধান্দার চিন্তা বাদ দিয়ে
ভালো করে পড়াশোনা কইরো। এটা ঠিক যে সব
বিশ্ববিদ্যালয়েই অল্পস্বল্প দূর্নীতি হতে পারে তবে
সেটা হাতেগোনা ও খুব রিস্কি । ধরা খাইলে জামিন নাই
টাইপের। ভালো করে পড়াশোনা করলে এমনিতেই চান্স
হয়ে যাবে।

👉 অনেকেই এসএসসিতে জিপিএ- ৫ পেয়েছো
ইন্টারেও অনেকে পাবা। কিন্তু যারা ভাবতেছো জিপিএ-৫ পাওয়া মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া
তোমার জন্যে মামুর বাড়ির কলা তারা মনে মনে কলা
খাইতে থাকো ।

👉 ভর্তি কোচিংগুলাতে এখন বিশাল ছাড়ে ভর্তি চলে ! অনলাইনে অনেক জায়গায় ক্লাস হচ্ছে । তাই হয়তো অনেকেই কোচিংয়ে ভর্তি হয়ে যাবে । কোচিংয়ে ভর্তি হয়ে গেছো মানেই যারা
বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছ ভাবতেছ তারা এইসব ভংছং বাদ দাও। কোচিং তোমাকে চান্স পাওয়ার
রাস্তা দেখাবে চান্স দিবেনা।
চান্স নিজে পড়ে নিতে হবে ।
গাইডলাইন তাদের কাছ থেকেই নিবা যারা নিজে চেষ্টা করে সফল হয়েছে ।

👉 কোন কোন ভাইয়া আপু ভর্তি কোচিংয়ের সময়টাতে
কোচিংয়ের নামে বাবার টাকায় ফোনে প্রেমালাপ ও
ডেটিংয়ে ব্যস্ত থাকবেন। আমি বলছিনা যে ফোনে
প্রেমালাপ বা ডেটিংয়ের দরকার নাই আমি এটা বলছি
যে এসব বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও করা যাবে
এবং খুব ভালোভাবে করা যাবে। তখন কেউ কিচ্ছু বলবেনা । কিন্তু চান্স না পেলে সব ভেস্তে যাবে সিউর থাকো ।

👉 অনেক ফার্স্ট টাইমাররা ঢাকা বিশ্ববিদ্যালয় আর
কয়েকটা গ্রেন্ড বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যগুলাতে
আবেদনই করেনা । কিন্তু স্বল্প সিটের বিপরীতে পরীক্ষা
দিয়ে প্রতিযোগিতায় ঠিকে থাকতে পারেনা। কিন্তু
তারা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলাতেও আবেদন করতো
তাহলে হয়তো কোন একটাতে হলেও হয়ে যেত। তাই
ফার্স্ট টাইমাররা প্রায় সব বিশ্ববিদ্যালয়েই আবেদন
করবা। আর সেকেন্ড টাইমাররা যে সকল বিশ্ববিদ্যালয়ে
আবেদন করা যায় সবগুলাতেই করবা।

👉 আমাদের বাবা-মা দের একটা কমন সমস্যা হচ্ছে উনারা
আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবেই দেখতে চান।
আমরা কি আসলে ওইগুলার যোগ্য কিনা সেটা উনারা
একবারও ভাবেন না। যাই হোক, আমার কথা সেটা না
আমার কথা হলো যার যে ভার্সিটি স্বপ্ন সে অনুসারে প্রিপারেশন নিবা ।
মেডিকেল এর পড়া দিয়ে ভার্সিটিতে চান্স পাওয়া যায় । তাই এমনভাবে পড়তে হবে যেন পরে পস্তাতে না হয়৷

👉 যাদের জিপিএ কম আসবে তাদের টেনশন করার কোন দরকার
নাই। ৮০% জিপিএ ফাইভধারীরাই ভর্তি পরীক্ষার সময়
ভালোমত পড়াশোনা করেনা। ২০% এর কথা না ভেবে
বাকি ৮০% কে পিছনে ফেলতে পারলেই তোমার চান্স
নিশ্চিত।
আমার নিজেরও কোনোটাতে জিপিএ ৫ ছিলো না । আমার জানামতে ৬০-৭০% পাবলিক ভার্সিটির স্টুডেন্টস দের জিপিএ ৫ থাকে না । কঠোর পরিশ্রমের মাধ্যমে চান্স নিতে হয় ।

পরিশেষে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব সহজ আবার
খুব কঠিন । বিগত বছরের প্রশ্নগুলা খুব ভালোভাবে সলভ
করবা । এইচএসসির পর থেকে ভর্তি পরীক্ষা আগে পর্যন্ত
যতটুকু সময় পাবা খুব ভালোভাবে কাজে লাগাবা । একদম
সময় নষ্ট করবা না। দেখবা জয় তোমাদের হবেই।
বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার পর সবার কাছে তোমার
দাম কেমন করে বাড়ে সেটা দেখার জন্য হলেও অল্প
কিছুদিনের জন্য সবকিছু বাদ দিয়ে ভালোভাবে
পড়াশোনা করো।
সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা.....

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য ও সহযোগিতায় পাশে আছি সবসময় । UCC কুষ্টিয়া শাখা ০১৮৫২৩৪৩৪২৭

20/07/2022

✓ আগামীর বাংলাদেশ:

১। পদ্মা সেতু চালু হবে =২০২২ সালের ২৫জুন
২। ঢাকা মেট্রোরেল চালু হবে=২০২২ সালে
৩। কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে =২০২২ সালে
৪। এলডিসি থেকে বের হবে = ২০২৬ সালে
৫। ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে = ২০৩০ সালে
৬। চরম দারিদ্র্য দূরীকরণ হবে = ২০৩০ সালে
৭। ম্যালেরিয়া মুক্ত হবে = ২০৩০ সালে
৮। বনাঞ্চলের পরিমাণ ২৪ শতাংশ হবে =২০৩০ সালে
৯। উচ্চ মধ্যমে আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য= ২০৩০ সালে
১০। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে = ২০৩১ সালে
১১। বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতি দেশ হবে = ২০৩৬ সালে
১২। উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য = ২০৪১ সালে
১৩। বাংলাদেশে বলয় গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে= ২০৬৪ সালের ১৭ ফেব্রুয়ারি
১৪। ডেল্টা প্ল্যান এর সময়সীমা = ২১০০ সাল পর্যন্ত।

20/07/2022

💥ভর্তি পরীক্ষার জন্য বাংলা গুরুপ্তপূর্ণ MCQ

1. বাংলা বর্ণমালার সংখ্যা = ১ টি।
2. বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা = ৫০ টি।
3. বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা = ৫০ টি।
4. বাংলা বর্ণমালায় মোট ধ্বনির সংখ্যা = ৩৭ (৭+৩০) টি।
5. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ = ১১ টি।
6. মৌলিক স্বরধ্বনি = ৭ টি (অ, আ, ই, উ, এ, এ্যা, ও)।
7. মৌলিক স্বরবর্ণ = ৬ টি (অ, আ, ই, উ, এ, ও)।
8. স্বতন্ত্র স্বরধ্বনি= ১ টি (এ)।
9. যৌগিক স্বরধ্বনি / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর = ২৫ টি।
10. যৌগিক স্বরবর্ণ / যৌগিক স্বরজ্ঞাপক = ২ টি (ঐ, ঔ)।
11. হ্রস্ব স্বর= ৪ টি (অ, ই, উ, ঋ)।
12. দীর্ঘ স্বর= ৭ টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)।
13. অর্ধ্বস্বর = ৪ টি (ও, ই, উ, এ)।
14. সংক্ষিপ্ত স্বর/ কার = ১০ টি (‘অ’ বাদে)।
15. নিলীন বর্ণ= ১ টি (অ)।
16. সংক্ষিপ্ত ব্যঞ্জন / ফলা= ৬ টি (ম, ন, য, র, ব, ল)।
17. মোট ব্যঞ্জনবর্ণ = ৩৯ টি।
18. মোট ব্যঞ্জনধ্বনি = ৩০ টি।
19. বর্গীয় বর্ণ = ২৫ টি (ক-ম)।
20. বর্গীয় ধ্বনি = ২৩ টি (ঞ, ণ বাদে ক-ম)।
21. নাসিক্য ব্যঞ্জন / নাসিক্য বর্ণ / অনুনাসিক বর্ণ = ৭ টি (ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ)।
22. নাসিক্য ধ্বনি / অনুনাসিক ধ্বনি = ৩ টি (ঙ, ন, ম)।
23. ঘৃষ্ট ধ্বনি / ঘৃষ্ট বর্ণ = ৪ টি (চ, ছ, জ, ঝ)।
24. স্পর্শ ব্যঞ্জন / স্পর্শ বর্ণ / স্পর্শ ধ্বনি / স্পৃষ্ট বর্ণ / স্পৃষ্ট ধ্বনি = ১৬ টি (ঘৃষ্ট ধ্বনি বাদে প্রতি বর্গের ১ম ৪টি)।
25. পার্শ্বিক ধ্বনি / তরল বর্ণ = ১ টি (ল)।
26. উষ্মবর্ণ = ৪ টি (শ, স, ষ, হ)।
27. উষ্মধ্বনি = ৩ টি (শ, স, হ)।
28. শিস বর্ণ = ৩ টি (শ, স, ষ)।
29. শিস ধ্বনি = ২ টি (শ, স)।
30. তাড়িত ধ্বনি / তাড়নজাত বর্ণ = ২ টি (ড়, ঢ়)।
31. কম্পিত ধ্বনি / কম্পনজাত বর্ণ = ১ টি (র)।
32. অন্তঃস্থ বর্ণ = ৪ টি (য, র, ল, ব)।
33. অন্তঃস্থ ধ্বনি = ৩ টি (র, ল, ব)।
34. অযোগবাহ বর্ণ = ২ টি ( ং, ঃ)।
35. পরাশ্রয়ী বর্ণ = ৩ টি ( ং, ঃ, ঁ)।
36.বর্ণাতিরিক্ত চিহ্ন = ২ টি (হসন্ত, রেফ)

20/07/2022

জেনে রাখা ভালো
বাংলার_পুরোনো_নাম

1★ ঢাকা → জাহাঙ্গীরনগর
2★ চট্টগ্রাম → ইসলামাবাদ
3★ খুলনা → জাহানাবাদ
4★ সিলেট → জালালাবাদ
5★ যশোর → খিলাফাতাবাদ
6★ বাগেরহাট → খলিফাবাদ
7★ ময়মনসিংহ → নাসিরাবাদ
8★ ফরিদপুর → ফাতেহাবাদ
9★ বরিশাল → ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
10★ কুমিল্লা → ত্রিপুরা
11★ কুষ্টিয়া → নদীয়া
12★ ফেনী → শমসের নগর
13★ জামালপুর → সিংহজানী
14★ দিনাজপুর→ গন্ডোয়ানাল্যান্ড
15★ ভোলা → শাহবাজপুর
16★ মুন্সিগঞ্জ → বিক্রমপুর
17★ গাইবান্ধা → ভবানীগঞ্জ
18★ রাজবাড়ী → গোয়ালান্দ
19★ মহাস্থানগড় → পুন্ড্রবর্ধন
20★ ময়নামতি → রোহিতগিরি
21★ সোনারগাঁও → সুবর্ণগ্রাম
22★ পদ্মা → কীর্তিনাশা
23★ যমুনা → জোনাইনদী
24★ ব্রহ্মপুত্র → লৌহিত্য
25★ বুড়িগঙ্গা → দোলাইনদী/ খাল
27★26 ময়নামতি → রোহিতগিরি
28★ লালবাগ দূর্গ → তেহাবাগ দূর্গ
29★ নোয়াখালী → সুধারামপুর
30★ সিলেট → শ্রীহট্ট /জালালাবাদ
31★ মুজিবনগর → বৈদ্যনাথতলা
32★ আসাদ গেট → আইয়ুব গেট
33★ সাতক্ষীরা → সাতঘরিয়া
34★ শেরে বাংলা নগর → আইয়ুব'নগর
35★ রাঙামাটি → হরিকেল
36★ সেন্ট মার্টিন →নারিকেলজিঞ্জিরা
37★ নিঝুম দ্বীপ → বাউলার চর
38★ কক্সবাজার → ফালকিং

19/07/2022

জাবিতে এখান থেকে ১ টি কমন পাবেন ইনশাআল্লাহ

ব্যতিক্রম ধর্মী ২৫ টি গুরুত্বপূর্ণ বাংলা শব্দের অর্থ মনে রাখুন,যেগুলো প্রায়ই পরীক্ষায় আসে :-

১. "উনপাঁজুরে" শব্দরে অর্থ – দুর্বল
২. "সায়র" শব্দের অর্থ—দিঘি
৩. "পার্বণ" শব্দের অর্থ—উৎসব
৪. "লেফাফা" শব্দের অর্থ—মোড়ক
৫. "আদিখ্যেতা" শব্দের অর্থ— ন্যাকামি
৬. "চয়ন" শব্দের অর্থ—সম্ভার
৭. "অর্ঘ" শব্দের অর্থ— মূল্য
৮. "সোপান" শব্দের অর্থ—সিঁড়ি
৯. "মূঢ়তা" শব্দের অর্থ—-অনভিজ্ঞতা
১০. "অনিন্দ্য" শব্দটির অর্থ –-নিখুঁত
১১. "নির্নিমেষ" শব্দটির অর্থ –-অপলক
১২. "বায়স" শব্দের অর্থ –-কাক
১৩. "হাতে আসা" এর যথার্থ অর্থ -- আয়ত্তে আসা
১৪. "খেচর" শব্দের অর্থ—পাখি
১৫. "প্রথিতযশা" শব্দের অর্থ—খ্যাতনামা
১৬. "আদ্যোপান্ত" শব্দের অর্থ— আগাগোড়া
১৭. "দুহিতা" শব্দের অর্থ—কন্যা
১৮. "সমীরণ" শব্দের অর্থ—বাতাস
১৯. "অভিরাম" শব্দের অর্থ—সুন্দর
২০. "আভরণ" শব্দের অর্থ—অলংকার
২১. "উপাদান" শব্দের অর্থ—উপকরণ
২২. "অনীক" শব্দের অর্থ- সৈনিক
২৩. "উপরোধ" শব্দের অর্থ কী ?- অনুরোধ
২৪. "আভরণ" শব্দের অর্থ – অলংকার
২৫. "পরার্থ" শব্দের অর্থ – পরোপকার

19/07/2022

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২
1. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ – ৯ম।
2. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।
3. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।
4. মুক্তিযুদ্ধা ভিত্তিক উপন্যাস "রাজাকার" এর লেখক শাবলু শাহাবউদ্দিন ।
5. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।
6. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
7. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart Tissue Autonomous Robot)
8. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।
9. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।
10. বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।
11. বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।
12. বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।
13. বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।
14. মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।
15. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।
16. সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
17. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ : হাভিয়ের কাবরেরা (স্পেন)।
18. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।
19.২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা’। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো ‘চামড়া ও চামড়াজাত দ্রব্য’।
20. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ – শাহিন শাহ আফ্রিদি।
21. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)
22. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১
23. বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম – ‘এমোরিভির ২০০
24. ১ম বার ‘Indian Ocean Rim Association’ (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
25. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু

19/07/2022

👉বাংলার ইতিহাস থেকে পরীক্ষায় যেসব তথ্য কনফিউশন ফেলে দেয় ।
🍂🍂শেষ সময়ে এমন কনফিউজিং গুলো দেখে যাওয়া উচিত

✅বাংলার প্রথম + শেষ স্বাধীন সুলতান-
= ফকরুদ্দিন মোবারক শাহ +গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।

✅বাংলার প্রথম + শেষ স্বাধীন নবাব-
= মুর্শিদ কুলি খান + সিরাজউদ্দৌলা

✅ভারতবর্ষে + বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠাতা
= মুহম্মদ ঘুরি + ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি

✅দিল্লির সিংহাসনে আহোরণকারী প্রথম নারী
মুসলিম শাসক
= সুলতানা রাজিয়া ।

✅প্রথম দক্ষিণ ভারত + দাক্ষিণাত্য জয়কারী মুসলমান শাসক-
= আলাউদ্দিন খিলজি + মালিক কাফুর* ।

✅বাংলার সেন বংশের শেষ + সর্ব শ্রেষ্ঠ রাজা-
= লক্ষণ সেন + বিজয়সেন ।

✅স্পেন বিজয় + সিন্ধু বিজয় কারী প্রথম মুসলিম-
= তারিক + মুহাম্মদ বিন কাশিম ।

✅সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন=১৭বার।

✅উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন + আফগান সম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন-
= কুতুবউদ্দিন* আইবেক + শেরখান বা শেরশাহ ।

✅ভারতবর্ষে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা
= বাবর।

✅বাংলার নাম 'জান্নাতাবাদ' দেন
= হুমায়ুন

19/07/2022

বাংলাদেশের স্বীকৃতি- নিয়ে কনফিউশান।

1. প্রথম দেশ -ভুটান, ২য় দেশ— ভারত।
2. প্রথম মুসলিম দেশ/প্রথম আফ্রিকান দেশ— সেনেগাল।
3. প্রথম মধ্যপ্রাচ্য এবং আরব দেশ—ইরাক।
4. প্রথম অনারব মুসলিম দেশ -- সেনেগাল (অপশনে না থাকলে, মালয়েশিয়া)
5. প্রথম ইউরোপিয়ান দেশ—পূর্ব জার্মানী।
6. প্রথম ইউরোপিয়ান স্বাধীন দেশ—পোলান্ড ও বুলগেরিয়া।
7. প্রথম সমাজতান্তিক -- পোলান্ড।
8. প্রথম আমেরিকান দেশ -- কানাডা।
9. প্রথম উত্তর আমেরিকার দেশ -- বার্বাডোস।
10. প্রথম ওশেনিয়া দেশ – টোঙ্গা।
11. সর্বশেষ দেশ –ব্রুনাই।
12. প্রথম উপসাগরীয় দেশ = কুয়েত।🎀

09/07/2022

যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি,
তাদের এবারের ইদটা কেমন হবে?
একটু ভাবতে পারছো ?
১৭/১৮ বয়সের ছেলে মেয়ের উপর অটোমেটিক একটা ডিপ্রেশন কাজ করছে। কী করবে এখন বুঝে উঠতে পারছে না ?

তারউপর নিজের ফ্যামিলি ছাড়াও অন্যান্য বিনা কারণে খোঁজ নেয়া পাশের বাসার আন্টি/ আংকেল তো রয়েছে।

জানি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই জীবনের সবকিছু না কিন্তু এই বয়সে এটা বোঝার মত ম্যাচুরিটি কয়জনের মধ্যে থাকে !

তোমরা যারা কাছের বন্ধুরা রয়েছে ওদের খোঁজ খবর নাও। সময় দাও। সম্ভব হলে বন্ধুকে ভাল গাইডলাইন দাও বা কারো মাধ্যমে গাইডলাইন দেয়ার চেষ্টা করো।

বিপদে বা ব্যর্থতার সময় আসল নকলের পরিচয় পাওয়া যায়।

#নোট- তোমাদের যেকোন প্রয়োজনে UCC কুষ্টিয়া শাখা তোমাদের পাশে আছে সেটা অফলাইন বা অনলাইন যেকোন মাধ্যমেই আছে। এছাড়া আমাদের নাম্বার আমাদের পেইজে দেয়া আছে। যেকোন সময় বিনা দ্বিধায় ফোন করতে পারো।

আন্তরিক ও UCC কুষ্টিয়া শাখা। ০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কাটাইখানা মোড় কুষ্টিয়া ০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২
কাটাইখানা মোড় কুষ্টিয়া ০১৮৫২৩৪৩৪২৭
কাটাইখানা মোড় কুষ্টিয়া ০১৮৫২৩৪৩৪২৭
০১৮৫২৩৪৩৪২৭, ০১৭৬৫৬৭০৫৪২
০১৮৫২৩৪৩৪২৭, ০১৭৬৫৬৭০৫৪২
কুষ্টিয়া শাখা কাটাইখানা মোড় কুষ্টিয়া।০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২
UCC কুষ্টিয়া শাখা ০১৮৫২৩৪৩৪২৭,০১৭৬৫৬৭০৫৪২
UCC বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার সাফল্য।
UCC বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার সাফল্য।

Location

Telephone

Website

Address


Kushtia
7001

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00
Other Educational Consultants in Kushtia (show all)
Shimu Sumaiya Shimu Sumaiya
Housing Estate, Kushtia/
Kushtia, 7000

This is Advanced Digital Marketing And Shopify Dropshipping Course

HICAB - Dr. Johur Skill & Language Institute HICAB - Dr. Johur Skill & Language Institute
Housing Estate
Kushtia, 7000

Empowerment Through Learning Language and Skill

Projonmo Model School Projonmo Model School
Dangmorka Bazar, Bagoan Road, Daulatpur
Kushtia, 7052

We are here to provide quality education. Now we have PRE-KG, KG, ONE, TWO, THREE, FOUR and FIVE.

JR Creation JR Creation
হাসপাতাল মোড়, কুষ্টিয়া।
Kushtia, 7000

We are here make your dream accomplished.

Easy Math Solution Easy Math Solution
Kushtia Sadar
Kushtia, 7000

If you want to learn math then follow my page and contact with me.

Mission BCS, Bank and Other Jobs Mission BCS, Bank and Other Jobs
Kushtia

Md. Sojib Hossain Assistant Superintendent of Police(41 BCS) Senior Officer, Sonali Bank Ltd

Ashraful care Ashraful care
Kushtia, Kodomtola
Kushtia, 7000

This channel contains all kinds of education related news including courses, tricks & learning videos

𝕱𝖎𝖛𝖊  𝖒𝖎𝖓𝖚𝖙𝖊𝖘 𝕾𝖈𝖍𝖔𝖔𝖑 𝕱𝖎𝖛𝖊 𝖒𝖎𝖓𝖚𝖙𝖊𝖘 𝕾𝖈𝖍𝖔𝖔𝖑
College More
Kushtia, 7000

Here you can get different type of Educational advice. Let!s Start

Spoken English Course Page Spoken English Course Page
Kushtia
Kushtia, 7000

Spoken English Course 🕮 This is the last terminal of your expectation and one of a kind English T

Khan Academy For Math Khan Academy For Math
Kushtia
Kushtia

love with math and enjoy it with us.feel the magic of math.

BCS Preparation, Kushtia BCS Preparation, Kushtia
MMH Road, Kataikhana Mor
Kushtia

Amir's English Spoken Care Amir's English Spoken Care
Kushtia

ইংরেজিতে কথা বলার ভয়,এবার করবো জয়!!!