Ailchara Secondary School - আইলচারা মাধ্যমিক বিদ্যালয়

Ailchara High School, Kushtia.

Operating as usual

28/10/2022

সিরিজ পোস্ট
টপিকঃ #মোটর পর্ব-৩
১। মোটরের আর পি এম কি?
২। ডিসি মোটরের এফিসিয়েন্সি বা লস সমূহ কি কি?

১। মোটরের আর পি এম কি?

অনেক সময় অনেক ছোট মোটর থেকে বড় বিশাল আকৃতির মোটরের গায়ে এই জিনিস লেখা থাকে। কিন্তু এটা আমাদের কৌতূহলই থেকে যায়। আসলে এর মানে হচ্ছে- “কোন মোটর এক মিনিটে কত বার ঘূর্ণন সম্পন্ন করতে পারে”। সহজ কথায়, একটি মোটর পূর্ণগতি লাভ করার পর যদি কোন একটি নির্দিষ্ট এক মিনিট কে কেন্দ্র করে তার ঘূর্ণন পরিমান করা হয় তাহলে তার পরিমান কে আরপিএম(RPM) বা ঘূর্ণন প্রতি মিনিট বলে।

যে মোটর এর আরপিএম যতবেশি তার ঘূর্ণন ক্ষমতা ততো বেশি হবে। কিছু জায়গায় আরপিএম এর স্থানে আরপিএস বা রেভোলুশন ব্যবহার করে থাকে। এটি দেখলেও ঘাবড়ে যাওয়ার কোন দরকার নেই। এর মানেও একই, শুধু তারা ঘূর্ণন প্রতি মিনিটের জায়গায় প্রতি সেকেন্ড ব্যবহার করেছে। রেভোলুশন মানেও ঘুর্ণন।

২। ডিসি মোটরের এফিসিয়েন্সি বা লস সমূহ কি কি?
আমরা একটি কথা সবাই জানি যে যেকোন মেশিনের ই আলাদা আলাদা এফিসিয়েন্সি বা আউটপুট ক্ষমতা থাকে। অর্থাৎ, একটি মেশিনের ইনপুট অনুযায়ী আউটপুটে কি রকম শক্তি পাচ্ছে তার হিসাব। এপর্যন্ত পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় নি যা দিয়ে ১০০ ভাগ এফিসিয়েন্সি পাওয়া সম্ভব। মোটরও এর ভিন্ন কিছু নয়।

কিন্তু এই এফিসিয়েন্সি ইনপুটের তুলণায় কম হওয়ার কারণ কি আসুন তা এক নজরে জেনে নেই। ডিসি মোটরের লস বা ক্ষতি সমূহ কে ৩ ভাগে ভাগ করা যায়। তা হলঃ

১। মোটরের কপার ক্ষতি
২। মোটরের লোহার ক্ষতি
৩। মোটরের মেকানিক্যাল ক্ষতি

তাছাড়াও আরও কিছু ক্ষতি বা লস আছে যেগুলো প্রায় সব মেশিনেই হয়ে থাকে যেমন শব্দ দূষন, ঘর্ষণ এর শক্তি, ব্যাক ভোল্টেজ।

আমাদের পোএইরকম আরো তথ্য বহুল আর্টিকেল পড়তে আমাদের VOLTAGE LAB এ্যাপটি ইনস্টল করুন।

যারা এখনো এপ ইনস্টল করেন নি তারা এক্ষুনি ইনস্টল করুন এই লিংক থেকে: https://play.google.com/store/apps/details?id=org.voltagelab

আমাদের লেখাগুলো ভালো লাগলে তা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
ধন্যবাদ♥️

28/10/2022

Most important information about Traffic Signs, Road Safety & Traffic Symbols!!!

💨🎯❤

28/10/2022

নিচের চিহ্নিত অংশটি হল ট্রান্সফরমার ব্রীদার

ব্রীদার আমাদের শরীরের নাকের লোমের মত কাজ করে থাকে। আর নাকের লোমের কাজ হল শ্বাস প্রশ্বাসের সময় বাতাসের ধূলাবালিকে আটকে রাখা।

আচ্ছা বুঝলাম। তাহলে ট্রান্সফরমার ব্রীদারের সাথে এর মিল কি?

ট্রান্সফরমার ওভারলোডজনিত কারণে যখন গরম হয়ে যায় তখন কনজারভেটর ট্যাংকের তেল আয়তনে বৃদ্ধি পায়। তখন তেলের উপরিভাগে আটকে থাকা বায়ু ব্রীদারে প্রবেশ করে। এ অবস্থায় বায়ুর ধূলাবালি, জলীয়বাষ্প ব্রীদারের সিলিকা জেলে আটকে যায়। আবার ঠান্ডা হবার পর যখন তেলের আয়তন কমে যায় তখন তা ব্রীদার হয়ে ট্যাংকে প্রবেশ করে। এভাবে ব্রীদার ট্রান্সফরমারকে ধূলাবালিযুক্ত ও আর্দ্র বাতাস থেকে রক্ষা করে।

এভাবে গল্পে গল্পে ইন্ডাস্ট্রিয়াল মোটর রিউইন্ডিং নিয়ে আরো বিস্তারিত, তার বডিগার্ড MPCB, বাসবার সাইজ সিলেকশন, HT(11,33kV) লাইনের ক্যাবল সাইজ সিলেকশন, HT side ব্রেকার নির্বাচন, পিএফআই স্টেজ ক্যালকুলেশন, এক্সাইটেশন সিস্টেম তাও গল্পে গল্পে, মোটর নেইমপ্লেইট এর আদ্যপন্ত বিশ্লেষণ ----অন্যরকম মজাদার সব আর্টিকেল থাকছে

( ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা) বইতে।

বইটি কিভাবে ক্রয় করবেন?

নিচের লিংকে গিয়ে আমাদের ইনবক্সে ম্যাসেজ করুনঃ

ইবুক৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

m.me/voltagelabbd

অথবা WhatsApp মেসেজ করুন

01713509349

Photos from Voltage Lab's post 28/10/2022
Photos from Softmax Online School - ইঞ্জিনিয়ারিং স্কুল's post 28/10/2022
28/10/2022

প্রিয় পাঠক,
আসসালামুআলাইকুম

আপনারা ইতিমধ্যেই জানেন voltagelab টিম হতে ৮টি ইবুক প্রকাশ করা হয়েছে। এই ইবুক গুলো সহজ ভাষায় লেখা যাতে সকলে সহজেই বুঝতে পারে। বই গুলো জব প্রত্যাশীদের জন্য অনেক বেশি সাহায্যকারী।

বইগুলোর সংক্ষিপ্ত সূচী হলো-

ইবুক১ঃ ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ।

ইবুক২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত এর।

ইবুক৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা।

ইবুক৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা।

ebook 5: DC Circuit book - সার্কিটের খুঁটিনাটি , মেশ সার্কিট, মিশ্র সার্কিট, কার্শফ সূত্র, নোডাল এনালাইসিস ম্যাথ ও অন্যান্য অংক।

eBook 6: পিএলসি ও অটোমেশন - বিভিন্ন পি এল সি, ল্যাচিং, টাইমার, পুশ বাটন, ম্যাগ্নেটিক কন্টাক্টর প্রোগ্রামিং, ও অনেক কিছু রয়েছে বইটিতে।

eBook 7:সাবস্টেশন ক্যালকুলেশন পার্ট ১.

বইয়ের কিছু টপিক:
সাবস্টেশন হিসাব, HT LT Panel sizing calculation, PFI sizing calculation, CT PT Sizing calculation, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, বসবার sizing calculation এবং আরো অনেক টপিক রয়েছে।

eBook 8: ট্রান্সফরমার বেসিক টু এডভান্স সহজ ভাষায়

সংক্ষিপ্ত সূচিঃ
- ট্রান্সফরমার কি, কিভাবে কাজ করে, বিভিন্ন অংশ
- ট্রান্সফরমারের প্রকারভেদ, লস-সমূহ, কর্মদক্ষতা?
- ট্রান্সফরমারের গঠন
- ট্রান্সফরমারের কার্যপ্রণালী
- এডি কারেন্ট ও হিসটেরেসিস লস
- ট্রান্সফরমারের রেশিওসমূহঃ ভোল্টেজ, টার্ন, কারেন্ট ট্রান্সফরমেশন রেশিও
- ট্রান্সফরমারের ই.এম.এফ সমীকরন
- ট্রান্সফরমারের গায়ে Dny11 লিখাটির অর্থ কি
- ট্রান্সফরমারের বুশিং
- কন্ডেসার বুশিং
- ট্রান্সফরমারের ইন্সুলেশন টেস্ট
- ট্রান্সফরমারের নিউট্রালকে আর্থিং করা হয় কেন?
- ট্রান্সফরমারে আয়রন কোরের পরিবর্তে অন্য ধাতুর কোর ব্যবহার করলে কি হবে?
- বাক-বুস্ট ট্রান্সফরমার
- কিভাবে ট্রান্সফরমার পোলারিটি টেস্ট করতে হয়
- ট্রান্সফরমারের বিভিন্ন প্যারামিটার ক্যালকুলেশন
ও আরো টপিক রয়েছে।

ইবুকগুলো নিতে চাইলে আমাদের পেজ এর ইনবক্সে যোগাযোগ করুন

m.me/voltagelabbd

অথবা,
WhatsApp : +880 1713-509349

ধন্যবাদ♥️

28/10/2022

একেই বলে পারিবারিক শিক্ষা

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।

বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,

১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।

তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না।
এটাই নিয়ম।
আল্লাহতালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।

🔥 ফটো শুধু এটনেশনের জন্য 👈

Photos from Ailchara Secondary School - আইলচারা মাধ্যমিক বিদ্যালয়'s post 23/11/2020

শীত আসায় ২য় দফা কারোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় আলেম ওলামারা গবেষণা করে আরো কিছু আমল বা দোয়া শিখে নেওয়ার কথা বলেছেন.....

28/10/2020
Photos from Ailchara Secondary School - আইলচারা মাধ্যমিক বিদ্যালয়'s post 11/09/2020

কোন একদিন এই দেশের সংবিধান হবে 'আল কুর'আন'
- ইনশা-আল্লাহ
এক ইসলামের পাগল নিজ খরচে সংসদ ভবনের সামনেের গাছ গুলোতে মহান আল্লাহ তাআলার এবং তার রাসূলের নাম লিখছেন.... মাশা-অাল্লাহ
from my dear student Faruk.

05/07/2020

আজ থেকে ১০০ বছর পর। ক্যালেন্ডারের পাতায় যখন ২১২০ সাল। আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে। অস্তিত্ব তখন রূহের জগতে।

ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়ত নেক্সট প্রজন্ম ভোগ করছে, পছন্দের কাপড়গুলো ব্যকডেটেড হয়েগেছে, শখের গাড়িটি হয়ত অন্য কেউ চালাচ্ছে।
আর আমায়? খুব কম জনই স্মরণে রেখেছে। কেউবা ভাবেও না। হাতে সময় নেই! যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম!

আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপ‌নি,
আপনার➤
দাদার দাদাকে কত বার স্মরণ করেন?
আপনার➤
দাদীর দাদীর কথা কখনো কি আপনার মনে পড়ে?

পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, এতো হৈ চৈ, এতো মায়া কান্না-- এভা‌বেই চল‌ছে। গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি। তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন।

যত প্রজন্ম আসছে আর যাচ্ছে,
দুনিয়াকে বিদায় জানাবার,
দায়িত্ব-ক্ষমতা অন্যের হাতে অর্পণ করবার,
কিংবা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাবার পূর্বে—খুব কম জনই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার। বাস্তবতা হচ্ছে, এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট।

২১২০ সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারবো, সত্যিই দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল! একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল!

২১২০ সালে আমরা অ‌নে‌কেই চাইবো, 'ইশ যদি জীবনটা মহৎ কিছুতে উৎসর্গ করতে পারতাম! ইসলামের জন্যে! নেক আমল সংগ্রহের জন্য আরও কিছু করতে পারতাম! মৃত্যুর পরেও যে কাজগুলো আমাদের উপকার করে যেত, সেগুলোর পেছনে যদি আরও সময় উৎসর্গ করতে পারতাম!' ইস! শুধু ইস আর ইস!!

যারা‌ ইসলামের আ‌লোকে জীবন প‌রিচা‌লিত ক‌রেনি তারা চিৎকার করে কথাগু‌লো বলবে, কিন্তু কোনো ফল বয়ে আনবে না, এই হাহাকার:

"হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল এর আনুগত্য করতাম।"
(সূরা আহযাব, আয়াত : ৬৬)

"হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"
(সূরা আন-নিসা, আয়াত : ৭৩)

"হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৮)

"হায়! এমন যদি কোনো সুরত হতো― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।"
(সূরা আনআম, আয়াত : ২৭)

"..হে আমার রব! আমাকে আবার ফেরত পাঠান। যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি।
(বরং জবাব মিলবে) "না, এটা হবার নয়। এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই । তাদের সামনে বার্‌যাখ থাকবে উত্থান দিন পর্যন্ত।"
[আল-মু'মিনুন, ৯৯-১০০]

মৃত‌্যুর পর অনেকেই আফসোসে নিজেদের হাত কামড়াতে থাকবে এই বলে,
"হায়! আমি যদি রাসূল এর পথ অবলম্বন করতাম।"
(সূরাহ ফুরকান, আয়াত : ২৭)

"হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম?”
[সূরা আল-ফাজর, ২৪]


ভাইরে! মৃত্যুর ফেরেশতা আমাদেরকে নেককার হবার সময় দেবে না।
🔵
বোনরে! সে অপেক্ষা করবে না আমাদের জন্য..

তাই আসুন না, মৃত্যুর ফেরেশতা আসার আগেই আমরা সংশোধন হয়ে যাই! পাপে ভরা জীবনটা পাল্টে ফেলি!

হে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন।,,,,,,collected

17/02/2020

আইলচারা মাধ্যমিক বিদ্যালয় এর ২০০৮ সালের ব্যাচের উজ্জ্বল নক্ষত্রগুলো

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Ailchara
Kushtia
7031

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00
Other Schools in Kushtia (show all)
Vẽ Tranh Chân Dung Truyền Thần Vẽ Tranh Chân Dung Truyền Thần
RCRC Street
Kushtia, 7000

DPD Islam Dakhil Madrasa DPD Islam Dakhil Madrasa
Kushtia

Educational institute

Proceed School & College Proceed School & College
Bheramara
Kushtia, 7040

It's a sister concern of Proceed Education Family. The school is well decorated.

Tadilul Ummah Academy Tadilul Ummah Academy
Islamic University
Kushtia, 7003

অনলাইনের মাধ্যমে কুরআন ও সুন্নাহ শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান।

Kushtia TTC - Electrical Trade Kushtia TTC - Electrical Trade
Chourhash
Kushtia, 7000

Mohishkundi High School, SSC Batch-2003 Mohishkundi High School, SSC Batch-2003
Mohishkundi
Kushtia, 7052

SSC Batch-2003

Learn with SUNAN Learn with SUNAN
Daulatpur Road
Kushtia, 7050

Learn wirh Sunan. And have fun.

Projonmo Model School Projonmo Model School
Dangmorka Bazar, Bagoan Road, Daulatpur
Kushtia, 7052

We are here to provide quality education. Now we have PRE-KG, KG, ONE, TWO, THREE, FOUR, FIVE & SIX.

Munshi Tofazzel Hosen-Rezia Khatun Model Madrasah adrasah Munshi Tofazzel Hosen-Rezia Khatun Model Madrasah adrasah
Kushtia, 7000

পবিত্র কুর'আন ও সহীহ হাদীসের আলোকে পরিচালিত, একটি যুগোপযোগী মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।

Sholodag Secondary School Sholodag Secondary School
Sholodag Secondary School
Kushtia, 7040

Ok