মেয়েটির নাম মেহেরিমা জেসি। সে মুন্সী তোফাজ্জেল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদরাসার শিশু শ্রেণীর ছাত্রী। সে একমাস আগে ভর্তি হয়েছে। প্রথম প্রথম সে মন খারাপ করে থাকতো, মাঝে মাঝেই কান্না করতো।
এখন সে সবসময় হাসিখুশি থাকে। দুষ্টুমিও কম করে না। হঠাৎ সেদিন টিফিন পিরিয়ডে দেখছি সে নাস্তা করছে। তাকে জিজ্ঞেস করলাম,
: মেহরিমা কেমন আছো?
: ভালো।
: আলহামদুলিল্লাহ বললা না যে?
: ও আলহামদুলিল্লাহ ভালো।
: কি খাচ্ছো?
: নুডুলস।
: ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, তো খাওয়ার আগে কি বলতে হয়?
: বিসমিল্লাহ।
: তুমি কি বিসমিল্লাহ বলেছো?
: হুম।
: আর খাওয়ার পরে কি বলতে হয়?
: আলহামদুলিল্লাহ।
: মাশাআল্লাহ, তো আমার জন্য নুডুলস আনো নি?
: উম নাহ। 😍 আরেকদিন নায়ে আসবোনি।
: ইনশাআল্লাহ বলো।
: ইনশাআল্লাহ।
: আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না, আমি এমনিতেই বললাম, ওকে?
: জ্বি।
এইতো এভাবেই তো। আসতে আসতে সে ইসলামী পরিভাষা গুলো জেনে নিচ্ছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ ইত্যাদি শিখছে। এটাই তো সুশিক্ষা। এর চেয়ে উত্তম শিক্ষা আর কি হতে পারে?
তাই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন। মুন্সী তোফাজ্জেল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদরাসা।
আদাবাড়ীয়া, কুমারখালী, কুষ্টিয়া।
মোবাইল: 01603325847
Munshi Tofazzel Hosen-Rezia Khatun Model Madrasah adrasah
পবিত্র কুর'আন ও সহীহ হাদীসের আলোকে পরিচালিত, একটি যুগোপযোগী মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।
Operating as usual
وَلَسَــــــوْفَ يُعْـطِيـــكَ رَبـُّكَ فـَتَــرْضَى
অচিরেই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
29.02.2024
আলী বিন খাশরাম (রাহ.) বলেন, আমি ওয়াকি (রাহ.) এর হাতে কখনোই কোন খাতাপত্র দেখিনি। অথচ তিনি হিফয (মুখস্থ) করতেন। আমি তাকে মুখস্থশক্তি বাড়ানোর ওষুধ কি? তা জিজ্ঞেস করলাম।
তখন তিনি আমাকে বললেন, আমি যদি তোমাকে মুখস্থশক্তি বাড়ানোর ওষুধ বলে দিই, তাহলে কি তুমি তার ওপর আমল করবে???
আমি বললাম, আল্লাহর কসম!! অবশ্যই করবো ইনশাআল্লাহ।
তিনি বললেন, তা হচ্ছে গুনাহ ত্যাগ করা। আর আমি যাচাই বাছাই করে দেখলাম যে, মুখস্থশক্তি বাড়ানোর জন্য পাপ পরিত্যাগ করার চেয়ে উত্তম আর কোনো ঔষুধ নেই।
[ইমাম যাহাবী (রাহ.), সিয়ারু আ'লামিন নুবালা: ৯/১৫১, মুওয়াসসাসাতুর রিসালাহ, ১৯৮৫ ঈ.]
আপনি তো খুবই বিপদে আছেন, তাই না?
তাহলে জেনে রাখুন, নিশ্চয়ই আল্লাহ আপনার কল্যাণ চান। 🥰
সহীহুল বুখারী : ৫২১৩
গ্ৰুপ: B
সেকশন: ছেলে
ইভেন্ট: ব্যাং লাফ প্রতিযোগিতা।
আয়োজনে: Munshi Tofazzel Hosen-Rezia Khatun Model Madrasah adrasah
গ্রুপ: A
সেকশন: ছেলে
২০০ মিটার দৌড় প্রতিযোগিতা। এবং
গ্রুপ: B
সেকশন: মেয়ে
১০০ মিটার দৌড় প্রতিযোগিতা।
মুন্সী তোফাজ্জেল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদরাসার শিক্ষার্থীদের পারফরম্যান্স। 🔥💯🔥
আলহামদুলিল্লাহ, আমাদের "বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী-২০২৪" সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। 🌼
মুন্সী তোফাজ্জেল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্র বায়েজিদের সুললিত কন্ঠে একটি চমৎকার গজল পরিবেশন।
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 'মুন্সী তোফাজ্জেল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদরাসা'র "বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪" সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে।
দড়ি লাফ
মোমবাতি দৌড়
চামচ দৌড় প্রতিযোগিতা
আমাদের এলাকায় যে মসজিদে নামাজ পড়ি সে মসজিদের পিছনেই খেলার মাঠ এবং বিকেলে এলাকার বাচ্চা ছেলেরা সেখানে খেলাধূলা করে।
মাগরিবের সময়ে প্রায়ই এরকম একটা দৃশ্যের সম্মুখীন হই যখন আমরা আজানের পরে মসজিদে ঢুকি সেই একইসময়ে বাচ্চারা খেলা শেষ করে দলেদলে মাঠ থেকে বের হয়ে আসে। মোটামুটি বিপরীতমুখী দুটি স্রোত একসাথে বয়ে যায়, একদিকে মুরিব্বীরা মসজিদের গেট দিয়ে মসজিদে ঢুকতে থাকে আর অপরদিকে বাচ্চারা সেই একই গেট দিয়ে খেলা শেষ করে মসজিদের কমপাউন্ড থেকে বের হয়ে যায়।
বাচ্চারা নিজেদের স্বভাবজাত ভংগিতে দলবেধে নিজেদের মধ্যে খেলার গল্প করতে করতে বের হয়ে যায়। কিন্তু এরকম একটা দৃশ্যে আমার আজ পর্যন্ত মনে পড়েনা যে বাচ্চারা মুরুব্বীদের দেখে কাউকে কখনো সালাম দিয়েছে, বরং বাচ্চারা তাদের মতোন ব্যস্ততায় এবং মুসুল্লীরা তাদের নামাজ ধরার ব্যস্ততায় দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে যায়।
আবার সেই একই মসজিদের ভিতরে একটি মাদ্রাসাও আছে। আর মাদ্রাসার বাচ্চারা যখন মসজিদে প্রবেশ করে তখন তারা লাইন ধরে একজনের পিছনে আরেকজন সুশৃংখলভাবে মসজিদে প্রবেশ করে। এরকম প্রায়ই হয় যে, আমিও মসজিদে ঢুকছি বা নামাজ শেষে বের হচ্ছি তখন মাদ্রাসার বাচ্চাগুলোও লাইন ধরে ঢুকছে বা বের হচ্ছে। যখন এরকম মুখোমুখি অবস্থায় পড়ে যাচ্ছি তখন মাদ্রাসার প্রতিটি বাচ্চা সালাম দিতে দিতে পার হয়ে যায়। এমন না যে একজন সালাম দিল আর বাকীরা পাশ কাটিয়ে চলে গেল বরং লাইনের প্রতিটি ছেলে সালাম দিতে দিতে পাশ কাটিয়ে চলে যায় আর আমি তাদের বারেবারে ওয়ালাইকুম সালাম বলতে থাকি।
এখানে পুরোপুরি বিপরীতধর্মী দুটো দৃশ্য। আমাদের সেকুলার শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হোক তা বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে শিক্ষিত ছেলেমেয়েরা তারা আদবের নূন্যতম জিনিসটাই শিক্ষাংগন থেকে শিখতে পারেনি যে একজন মুরুব্বীকে দেখে সালাম দেয়া বরং খূব সাধারণভাবে তারচেয়ে বয়সে অনেক বড় একজন মুরিব্বীকে সম্পূর্ণ অবজ্ঞা ও অগ্রাহ্য করে নিজের মতোন পাশ কাটিয়ে চলে যায়।
অথচ এই সমস্ত বাচ্চারা মাদ্রাসার গরীব বাচ্চাদের থেকে দামী স্কুলে পড়াশোনা করে, দামী দামী বইপুস্তক পড়ে, ভালো খাবার ও পোশাক-আশাক পড়ে এবং নামীদামী এলাকার বিলাসবহুল বাড়ীতে বসবাস করে। অথচ আদবের একদম মৌলিক জিনিসেই কতো ঘাটতি নিয়ে তারা বেড়ে উঠছে যে, একজন মুরুব্বীকে দেখে সম্মান জানানো এবং তাকে সালাম দেয়া।
আর এইসমস্ত বাচ্চাই বড় হয়ে একসময় তাদের পিতামাতাকে অসম্মান করবে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে আর তখন পিতামাতা সন্তানকে দোষারোপ করে বলবে তোমরা বেয়াদপ হয়ে গেছ অথচ আদতে পিতামাতারই দায়িত্ব ছিল সন্তানকে আদব শিখানো, পিতামাতা তথা সমাজের মুরুব্বীদেরই দায়িত্ব ছিল এমন শিক্ষাপ্রতিষ্ঠান বা সমাজব্যবস্থা গড়ে তোলা যেখানে সন্তানরা আদব শিখবে, মানুষকে সম্মান জানানো শিখবে। আর আদব না শিখিয়ে সন্তান যখন বেয়াদব হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তখন পিতামাতারা সাইক্রিয়াটিস্টের সন্ধান করে, শরনাপন্ন হয়, সমাধান খুজে ফেরে। আর এখন দেখি সমাজে সাইক্রিয়াটিস্টদের ব্যাপক কদর ও জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে।
মূলত আমরা যে একটা অসুস্থ সমাজ, অসুস্থ পরিবার, অসুস্থ সন্তান তৈরী করছি তার প্রমাণই হলো যখন মানসিক রোগের ডাক্তারদের কদর বেড়ে যায়। কারণ আদব-কায়দা, প্রাপ্য সম্মানের অভাবে সমাজের প্রতিটা ঘরে ঘরে আজ অশান্তি। আর এরজন্য মূল দায় হলো সন্তানদেরকে আদব-কায়দা না শেখানো, নীতি-মূল্যবোধহীন শিক্ষাব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতিহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা।
পাগলের ডাক্তারের সংখ্যা বাড়ালে যেমন পাগলামি কমেনা বরং পাগলের পাগলামীর মূল কারণটা দূর করতে হয় তেমনি নীতি, মূল্যবোধহীন শিক্ষাব্যবস্থা ছাড়া একটি সুন্দর সমাজ ও পরিবার গঠন করা যায়না। ভালোর উদাহরণগুলো এখনো আমাদের সামনেই আছে, শুধু দরকার সেগুলো চিন্হিত করা, সেগুলোর মূল্যায়ন করা এবং যথাযথ স্থানে তা প্রয়োগ করা। আল্লাহ আমাদের সমাজে শান্তি ও নিরাপত্তা দান করুন এবং সঠিক শিক্ষাব্যবস্থা প্রণয়নের মাধ্যমে আদব নির্ভর একটি উন্নত জাতি তৈরী করবার তৌফিক দান করুন।
(Copy pest)
ভর্তির জন্য দ্রুত যোগাযোগ করুন নিচের দেয়া নাম্বারে।
প্লে ক্লাস-ইংরেজি
বাচ্চাদের দ্বীন শিক্ষা
নার্সারি-গণিত
নার্সারি -গণিত
প্লে ক্লাস -ইংরেজি
ক্লাস প্লে এর গণিত ক্লাস
ভর্তি চলছে
আজ ১-১-২০২২ এ ওরিয়েন্টশন ক্লাস প্রোগামে
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
7000
Bheramara
Kushtia, 7040
It's a sister concern of Proceed Education Family. The school is well decorated.
Islamic University
Kushtia, 7003
অনলাইনের মাধ্যমে কুরআন ও সুন্নাহ শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
MJ3F+6P8, Darsana/Mujibnagar Road
Kushtia, 7102
চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ
Somobai Market, Puraton KataiKhana More
Kushtia
I'm Mohibul Islam Mahi, have been working for the development of student's proficiency in English .
Sonaikundi, Daulatpur
Kushtia
আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতিনিধিত্বকারী দেওবন্দের পূর্ণ অনুসারী, দেওবন্দী মাদ্রাসা