হারামাইন ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা
হারামাইন ইন্টারন্যাশনাল গার্লস মাদরাসা
ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বিত প্রয়াস।

আপনার সন্তানকে ভর্তি করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং মাদরাসার অফিসে।
৪৪০, ১/সি, মফিজুর রহমান রোড, ইব্রাহিমপু কাফরুল, ঢাকা

সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে!

আলহামদুলিল্লাহ, বৃহত্তর মিরপুরের বোর্ড পরীক্ষায় হারামাইনের ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ”০৭ জন বোর্ড স্ট্যান্ড”, ১৩ জন মুমতাজ (A+) এবং 0৬ জন জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ও একজন জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) এ উত্তীর্ণ হয়েছে। এ সফলতায় অবশ্যই আপনাদের দুআ ছিল। ভবিষ্যতের জন্যেও দুআ চাই। একদিন ইনশাআল্লাহ পৃথিবী জয় করে আসবে আপনাদের সন্তানগণ ।
শবে বরাতে করনীয় বর্জনীয়
আব্দুল মালেক হাফিজাহুল্লাহ
প্রশ্ন ১ : আমি এক কিতাবে পড়েছি যে, শবে বরাত বিষয়ক সকল হাদীস ‘মওযু’। ইবনে দিহয়ার উদ্ধৃতিতে কথাটা ওই কিতাবে লেখা হয়েছে।
উত্তর : এটা একটা ভুল কথা। ইবনে দিহয়া কখনো এমন কথা বলতে পারেন না। যিনি তার উদ্ধৃতিতে এ কথা লিখেছেন তিনি ভুল লিখেছেন। ইবনে দিহয়া শুধু এটুকু বলেছেন যে, শবে বরাতে বিশেষ নিয়মের নামায এবং সে নামাযের বিশেষ ফযীলতের যে কথাগুলো সাধারণ মানুষের মধ্যে প্রচলিত, তা মওযু। তাঁর মূল আরবী বক্তব্য তুলে দিচ্ছি :
أحاديث صلاة البراءة موضوعة
‘শবে বরাতের বিশেষ নামায সংক্রান্ত বর্ণনাগুলো মওজু।’
(তাযকিরাতুল মওজুআত, মুহাম্মাদ তাহের পাটনী পৃ. ৪৫)
আল্লামা লাখনৌবী রাহ. ‘আল আছারুল মারফুআ ফিল আখবারিল মওজুআ’ (পৃ. ৮০-৮৫)তে পরিষ্কার লিখেছেন যে, ‘শবে বরাতে রাত্রি জেগে ইবাদত করা এবং যেকোনো নফল আমল যাতে আগ্রহ বোধ হয় তা আদায় করা মুস্তাহাব। এ বিষয়ে কোনো আপত্তি নেই। এ রাতে মানুষ যত রাকাআত ইচ্ছা নামায পড়তে পারে, তবে এ ধারণা ভুল যে, এ রাতের বিশেষ নামায রয়েছে এবং তার বিশেষ পদ্ধতি রয়েছে। যেসব বর্ণনায় এ ধরনের কথা পাওয়া যায় সেগুলো ‘মওযু।’ তবে এ রাত একটি ফযীলতপূর্ণ রজনী এবং এ রজনীতে ইবাদত-বন্দেগী করা মুস্তাহাব-এ বিষয়টি সহীহ হাদীস থেকেও প্রমাণিত। মোটকথা, এ রাতের ফযীলতকে অস্বীকার করা যেমন ভুল তদ্রূপ মনগড়া কথাবার্তায় বিশ্বাসী হওয়াও ভুল।’
আল্লামা শাওকানীও ‘আল ফাওয়াইদুল মাজমূআ’ পৃ. ৫১)তে এই ভুল ধারণা সংশোধন করেছেন।
প্রশ্ন ২ : একজন আলিমের কাছে শুনেছি যে, শবে বরাতে কবরস্থানে যাওয়া ‘মাসনূন’ নয়। আর আজকাল যেভাবে এ রাতে কবরস্থানে মেলা বসানো হয় এবং মহিলারাও বেপর্দা হয়ে সেখানে গিয়ে ভিড় করে, তা তো একেবারেই নাজায়েয।
প্রশ্ন এই যে, যতটুকু নাজায়েয তা তো অবশ্যই নাজায়েয, কিন্তু যদি মহিলারা বেপর্দা না হয় এবং কোনো গুনাহর কাজও সেখানে না হয় তবুও কি এ রাতে কবর যিয়ারত মাসনূন বলা যাবে না? হাকীমুল উম্মত ‘ইসলাহুর রুছূম’ কিতাবে একে ‘মাসনূন’ লিখেছেন।
উত্তর : মহিলাদের জন্য যিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে যাওয়া এমনিতেও নিষেধ। এরপর যদি পর্দাহীনতা ও অন্যান্য আপত্তিকর বিষয় এর সঙ্গে যুক্ত হয় তবে তা আরো কঠিন হয়ে যায়। আর কবরস্থান যদি নিকটবর্তী হয় এবং মাযার না হয় আর সেখানে শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর কাজকর্ম না হয় তাহ

আল কাউসার, সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাসিক। কিন্তু আমরা ফেসবুকের ভাইরাল ইস্যুতে মজে এটা পড়া ছেড়ে দিয়েছি। অথচ সময়ের প্রয়োজনে তারা এটার ওয়েবসাইটও তৈরি করে রেখেছে আমাদের জন্যে। আসুন ’আল কাউসার’ পড়ি, অন্যকে পড়তে উদ্বুদ্ধ করি।
আমাদের সোনালী দিনগুলো ফিরে আসুক। আমীন
Weblink:
মাসিক আলকাউসার - শাবান ১৪৪৫ / ফেব্রুয়ারি ২০২৪ শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি চিরসত্য ও সর্বজনবিদিত হলেও বর্তমানে যেন এ বাক্য তার গুরুত্ব হারাচ্ছে। রাষ্ট্রের সব.....

মুমিন মুসলমান; কিন্তু জাযাকাল্লাহ বললে দ্বিধায় পড়ে যান, কী উত্তর দিবেন ভেবে পান না;— অথচ এই শব্দের কত গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ'র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন।
কমেন্টবক্স দ্রষ্টব্য

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের এবং সবার চেয়ে প্রশস্তচিত্তের মানুষ ছিলেন। তিনি আমাকে একদিন এক কাজে পাঠিয়েছিলেন, আমি বের হয়ে দেখি শিশুরা খেলছিল, আমিও তাদের সঙ্গে খেলতে চলে গেলাম। হঠাৎ আমি অনুভব করলাম, একজন আমার পেছনে দাঁড়িয়ে আছেন এবং আমার কাপড় স্পর্শ করছেন, আমি তার দিকে তাকালাম; দেখি তিনি মুচকি হাসছেন। বললেন হে ‘উনায়েস! তোমাকে যেখানে যেতে বলেছি সেখানে কি তুমি গিয়েছ?আমি বললাম, জি এখনই যাবো হে আল্লাহর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!আল্লাহর কসম, আমি ১০ বছর তার খেদমত করেছি এর মাঝে আমি কোনো কাজ করলে তিনি কখনো বলেননি, ‘কেন তা করেছ’ আর কোনো কাজ না করলে তিনি কখনো বলেননি ‘কেন তা করোনি’।
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে খুব আদর কতেন। তাদের সঙ্গে সখ্যতা ও আন্তরিকতায় বিনোদনে মেতে উঠতেন।
হারামাইন, শিশুদের জন্যে নববী আদর্শের এমন কিছু শিক্ষকের সম্মেলন ঘটানোর চেষ্টা করেছে। আল্লাহ আমাদের আমাদের মেহনত কবুল করুন। ওস্তাদদের উত্তম জাযা দান করুন। আমীন।
-Funday

হারামাইন রব্বুর রহীমের উপর ভরসা করে ২০২৪ এর যাত্রা শুরু করল। আজকে ছিল আমাদের অরিয়েন্টেশন ক্লাস। আল্লাহ তাআলা আমাদের পরিকল্পনা করুন। আমীন
আরশের মালিকের সাথে কথা হয়?
গভীর রাতে উঠুন। অনেকগুলো সেজদার পর তাঁকে বলুন, আমি আপনাকে ভালোবাসি — আমার সত্তা এবং সুখের চাইতে বেশি। আমার ধমনীতে আপনাকে ভালোবাসার রক্ত বহমান। তাঁকে বলুন, এই জিহ্বা, কম্পমান ঠোঁট মিথ্যা বলায় অভ্যস্ত হলেও আমার কলবের অক্ষরগুলো দেখুন, এখানে কেবল আপনি এবং ভালোবাসা ছাড়া আর কোনো শব্দ তৈরি হচ্ছে না। আমার মগজের প্রতিটা অণু তাঁর সমস্ত শক্তি ব্যয় করে ভালোবাসা প্রকাশ করতে চাইছে। রব্বানা, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে আপনার ভালোবাসার চাদরে জড়িয়ে নিন। আমি আপনাকে ভালোবাসি, আমাকে ভালোবাসার সাগরে ডুবিয়ে দিন....
💐🍁💐
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
Kazipara
Opening Hours
Monday | 06:00 - 22:30 |
Tuesday | 06:00 - 22:30 |
Wednesday | 06:00 - 22:30 |
Thursday | 06:00 - 22:30 |
Saturday | 06:00 - 22:30 |
Sunday | 06:00 - 22:30 |