08/10/2024
:::মাতৃত্বকালীন সুবিধা পরিশোধ পদ্ধতি:::
বাংলাদেশ শ্রম আইনের ধারা-৪৭(৪) অনুযায়ী একজন নারী কর্মীর ইচ্ছা অনুযায়ী মাতৃত্বকালীন সুবিধা পরিশোধের ৩টি (তিনটি) পদ্ধতির কথা বলা আছে।
১। ধারা-৪৭(৪)(ক) অনুযায়ী একজন নারী কর্মী ৫৬ দিনের মধ্যে সন্তান জন্ম দেয়ার বিষয়ে চিকিৎসকের প্রত্যয়নপএ পেশ করার ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে প্রথম ৫৬ দিনের এবং সন্তান জন্ম নেয়ার প্রমান পেশের পরবর্তী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে বাকী ৫৬ দিনের টাকা পরিশোধ করতে হবে।
২। ধারা-৪৭(৪)(খ) ও (গ) অনুযায়ী একজন নারী কর্মী সন্তান জন্ম নেয়ার প্রমান পেশের পরবর্তী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে এক সাথে ১১২ দিনের টাকা পরিশোধ করতে হবে।
৩। ধারা-৪৭(৪)(ঘ) অনুযায়ী সন্তান জন্মের পরবর্তী ৩ মাসের মধ্যে সন্তান জন্ম নেয়ার প্রমান পেশ করলে তাকে এক সাথে ১১২ দিনের সুবিধা প্রদান করা যাবে।
উক্ত তিনটির যেকোন একটি পদ্ধতিতে কোন নারী কর্মী মাতৃত্বকালীন সুবিধা গ্রহণ করতে পারবেন।
05/10/2024
:::মৃত্যুজনিত ক্ষতিপূরণ::
বাংলাদেশ শ্রম আইনের ধারা-১৯ অনুযায়ী কোন কর্মীকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
মৃত্যুজনিত ক্ষতিপূরণ খুব ভাল ভাবে বুঝতে হলে আপনাকে চারটি জিনিস ভাল ভাবে লক্ষ্য করতে হবে।
১। কর্মীর চাকুরীর বয়স ২ বছরের বেশি হতে হবে।
২। চাকুরীরত থাকাকালীন অবস্থায় মৃত্যুবরন।
৩। প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় মৃত্যুবরন।
৪। কর্মকালীন দুর্ঘটনার কারনে পরর্বতীতে মৃত্যুবরন।
প্রথমত, আপনাকে বুঝতে হবে, কে মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাবে এবং কে পাবে না?
যে ব্যক্তির চাকুরীর বয়স অবিচ্ছিন্নভাবে অন্তত ২ বছরের অধিকাল হয়েছে তিনিই শ্রম আইনের ১৯ ধারা অনুযায়ী মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাইবার অধিকারী হইবেন।
চাকুরীর বয়স যদি কোন কারনে ২ বছরের বেশি না হয়, কোন ভাবেই ১৯ ধারার ক্ষতিপূরণ পাবে না।
প্রথম শর্তপূরন হলে, আপনাকে অন্য তিনটি শর্ত বিবেচনায় আনতে হবে।
১। চাকুরীরত থাকা অবস্থায়।
চাকুরীরত ব্যপারটা কি আসলে?
আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন কিন্তু আপনি কর্মঘন্টার বাহিরে বা ছুটিতে থাকাকালীন সময়ে যে কোন ভাবে মারা গেলে।
প্রতিবছর বা ছয় মাসের অধিক সময়ের কাজের জন্য ১ টি করে বেসিক পাবে আপনার পোষ্য।
২। কর্মরত অবস্থায় মৃত্যুবরন।
আপনি একজন কর্মী কর্ম ঘন্টার মধ্যে কর্মস্থালে বা কর্মস্থলের বাহিরে অফিসের কাজে থাকা অবস্থায় যে কোন ভাবে মৃত্যুবরন করলে।
আপনার পোষ্যরা প্রতিবছর বা ছয় মাসের অধিক সময় কাজের জন্য ৪৫ দিন করে মজুরি পাবেন।
৩। কর্মকালীন দুর্ঘটনা কারনে পরর্বতীতে মৃত্যুবরন।
আপনি একজন কর্মী কাজ করতে গিয়ে আহত হলেন এবং পরর্বতীতে ১ বা ২ মাস পরে মারা গেলেন।
আপনার পোষ্য ৬ মাস বা ১ বছর কাজের জন্য ৪৫ দিন করে মজুরী পাবেন।
সবার শেষে আপনাকে লক্ষ্য করতে হবে এই লাইনটি
"এই অর্থ মৃত শ্রমিক চাকুরী হইতে অবসর গ্রহন করিলে যে অবসরজনিত সুবিধা প্রাপ্ত হইতেন, তাহার অতিরিক্ত হিসাবে প্রদেয় হইবে।"
তার অর্থ হল একজন মৃত শ্রমিকের পোষ্য ১৯ ধারার ক্ষতিপূরণ পাইবেন এবং তার অতিরিক্ত হিসাবে শ্রম আইনের ধারা-২৮ অনুযায়ী প্রতিবছর কাজের জন্য ১টি করে বেসিক পাইবেন।
29/09/2024
:::শিক্ষানবিসকালে (Probation Period) কর্মী ছুটি পাবে কি না:::
অনেক প্রতিষ্ঠান আছে যেখানে কর্মীকে শিক্ষানবিসকালে কোন প্রকার ছুটি প্রদান করা হয় না কারন হিসাবে বলা হয় যে, স্থায়ী না হলে ছুটি পাবে না।
বাংলাদেশ শ্রম আইনে শুধুমাএ দুই প্রকার ছুটি প্রাপ্তির ক্ষেত্রে শর্তপূরণ করতে হয়।
১। বাৎসরিক ছুটি পেতে হলে এক বছর কাজ করতে হয়।
২। মাতৃত্বকালীন ছুটি পেতে ছয় মাস কাজ করতে হয়।
বাংলাদেশ শ্রম আইনে অন্য কোন ছুটি পেতে এমন কোন শর্তপূরণ করতে হয় না।
এছাড়াও যদি কোন শ্রমিক বছরের মাঝামাঝি সময়ে চাকুরীতে যোগদান করে, তবে তাকে বিধি-১০৬ অনুযায়ী আনুপাতিক হারে ছুটি প্রদান করতে হবে।
তবে অসুস্থতা ছুটি প্রাপ্তির ক্ষেত্রে কর্মীকে ডাক্তারের পরামর্শ সনদ উপস্থাপন করতে হবে, অন্যথায় কর্মী উক্ত ছুটি পাইবেন না।
তাই যে সকল প্রতিষ্ঠান শিক্ষানবিসকালে ছুটি প্রদান করেন না, তারা বে-আইনী কাজে লিপ্ত আছেন।
29/08/2024
কর্পোরেট অফিসের সময়সূচী ৮ ঘন্টা এবং ওভারটাইম সুবিধা চালু করার বিষয়ে আপনার মতামত কি হতে পারে?
01/10/2023
What is a maternity benefit? How the benefit will get a women worker?
16/05/2023
Case 1: Mr. Aslam was an employee in a private company where he worked for 8 Years and 9 Months. His present gross salary at the time of his resignation was 50,000 TK and basic was 30,000 TK. His company gives the gratuity facilities. Now Mr. Aslam wants to resign himself from his company. How much will he pay as a gratuity benefit?
What will be your answer???
18/03/2020
Make sure your willingness to safe others...
11/11/2019
Job opportunity in JFk Fsahion Ltd.
1.Fire Safety Officer
2. Admin Officer
3.Compliance Sr. Officer
4. Messenger
Job location :JFk Fsahion Ltd.
Mowsayed, Uttarkhan, Uttara, dhaka_1230.
Experience: 3/4 Years( Relevant sector) 06 month training from FSCD.
Education: Masters(Any discipline)
Salary: Negotiable
Age: 25/30
Smart, energetic, able to take over total fire detection system.
Urgently send your cv: admin1@jfkfashionbd.com
Call: +8801876006325
www.3.com
06/06/2019
Happy Eid day....
Eid Mubarak to all....