তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা, Education, N. Danaia, Jatrabari.

>মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা<

সাইনবোর্ড, যাত্রবাড়ী, ঢাকা।০১৬৭৪৪২৭০৮৮
প্রতিষ্ঠাকালঃ-
২০১০ সালে কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত প্রচার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠাকাল থেকে সাফল্য ও অর্জনঃ-
কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত প্রচার প্রসারের লক্ষ্যে শায়েখ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠা করেন একাট ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা। শুরু হয় মারকাজুত তাহফ

Operating as usual

19/08/2022

🇧🇩বিশ্বজয় যারা করেছে তাদের মধ্যে অনেকে এখানে।

বাংলাদেশের জন্য যারা বিশ্বজয় করেছেন অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তাদের মধ্যে আমার প্রিয় অনেক ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ। তারা আপনাদের প্রিয় প্রতিষ্ঠান যাত্রাবাড়ীর দনিয়ায় অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।
আমাদের মাদরাসায় প্রতি বছর রমজানের পর ও জানুয়ারীতে ছাত্র/ছাত্রীদের ভর্তির কার্যক্রম শুরু হয়।
যোগাযোগ 01705068885

15/06/2022

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে মালয়েশিয়া ও তুরস্কে যাচ্ছে হাফেজ ক্বারী উসমান গনি
আল্লাহ যেনো তাকে বিশ্ব বিজয়ী করেন, আমিন 🤲

13/06/2022

ব্রেকিং নিউজ!

আলহামদুলিল্লাহ!
তুরস্ক বিশ্ব কুরআন প্রতিযোগিতার জন্য
বাংলাদেশ থেকে সরকারীভাবে নির্বাচিত হলেন শায়েখ নেছার আহমাদ আন নাছিরী কতৃক পরিচালিত দনিয়া যাত্রাবাড়ী সাইনবোর্ডে অবস্থিত একাধিকবার বিশ্বসেরা পুরস্কারপ্রাপ্ত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ উসমান গনি।
আমাদের মাদরাসার যোগাযোগ নাম্বার 01857308691
এডমিন প্যানেল

Photos from তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা's post 14/04/2022

আলহামদুলিল্লাহ

দুবাই যাচ্ছেন উস্তাদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।
বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন।

বিশ্ব কুরআন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে।
সবাই দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন বাংলাদেশকে এই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় আবারো প্রথম স্হান অধিকার করার তাওফিক দান করেন।
এর আগেও ২০১৭ সালে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র,হাফেজ তরিকুল ইসলাম দুবাই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকার করেছিলো।

🇦🇪দুবাইয়ে চলছে বিশ্ব কুরআন প্রতিযোগিতা ২০২২।

শায়েখের প্রিয় ছাত্র হাফেজ তাওহিদুল ইসলামের জন্য সবার কাছে দোয়া প্রার্থী।

🇦🇪দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় আরেকটি বিশ্বজয়ের অপেক্ষায় 🇧🇩বাংলাদেশ।

দুবাইয়ে তরিকুল ইসলামের বিশ্বজয়ের পর এবার তাওহিদুল ইসলামের বিশ্বজয়ের অপেক্ষা ইনশাআল্লাহ।
দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতা ২০২২
আলহামদুলিল্লাহ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স করেছে।
আমাদের মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ঢাকা যাত্রাবাড়ী, সাইনবোর্ড ও বি-বাড়িয়া বিশ্বরোড শাখায় ভর্তি চলছে
01705068885/01857308691

10/01/2022
01/12/2021

বিস্তারিত কমেন্ট বক্সে আসুন।

Photos from Neshar Ahammed - নেছার আহমাদ's post 29/11/2021
28/11/2021

জনাব ড.জাহাঙ্গীর কবির স্যার হাফেজে কুরআনদেরকে অনেক মুহাব্বত করেন,এ মুহাব্বত আল্লাহর জন্য,আল্লাহ তায়ালা আপনাকে দুনিয়া ও আখেরাতে ভালো রাখুন।

27/11/2021

♥♥♥খিলগাও জোন বাছাইপর্ব ২ রা ডিসেম্ভর ২১

আপনার জেলায় অডিশন নিতে আজই যোগাযোগ করুন। 01857308691/01673324887

১/ঢাকা বিভাগ- ১
২/ঢাকা বিভাগ- ২
৩/বিভাগীয় শহর
৪/জেলা সমূহ

বিভাগীয় জেলা।

এ ছাড়াও প্রতি বিভাগের বাকি জেলা গুলোর অডিশনের তারিখ স্থান গুলো জানতে আমাদের এই পেইজটিতে চোখ রাখুন।

বাংলাদেশের ৬৪ টি জেলায় এবং ঢাকাতে ১১ টি জোনের বাছাইপর্ব চলছে আলহামদুলিল্লাহ।

প্রতি জেলায় ও জোন বাছাইয় পর্বে প্রথম পুরষ্কার কম্পিউটার।
ফাইনালে প্রথম পুরষ্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা।

প্রতি জেলায় জেলায় প্রথম পুরুষ্কার কম্পিউটার যারা ও আকর্ষণীয় সব পুরুস্কার।
আপনার জেলায় অডিশন নিতে আজই যোগাযোগ করুন 01857308691

পুরষ্কার পাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীগণ।

১১ তম মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা কক্সবাজার, যাত্রাবাড়ী, ও মগবাজার জোনের বাছাইপর্ব সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।

তিনটি অনুষ্টান তিনটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ইনশাআল্লাহ গত বছরের চেয়ে এ বছর ১১ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় আরো সুন্দরভাবে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে বিচারক মন্ডলীদেরকে ফাইনালে দাওয়াত দেওয়া হচ্ছে আশাকরি গত ১০ বছরের চেয়ে
আরো সুন্দর কুরআনিক প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ
এ বছর আমরা ৬৪ টি জেলায় অডিশন (বাছাইপর্ব) করবো ইনশাআল্লাহ

এ বছর আমরা পুরষ্কারের অংক ও বাড়িয়েছি আলহামদুলিল্লাহ প্রতি জেলায় প্রথম পুরষ্কার কম্পিউটার সহ ৫ জনকে আকর্ষণীয় পুরুস্কার, চুড়ান্ত (ফাইনাল) প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার 1 লক্ষ 50 হাজার টাকা সহ মোট ২০ জনকে পুরষ্কার।

19/11/2021

প্রথম, দ্বিতীয়,তৃতীয়।

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো মারকাজুত তাহ্ফিজ ফাউন্ডেশন আয়োজিত ১১ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা যাত্রাবাড়ী জোনের বাছাই পর্ব!

সারাবিশ্বের মধ্যে প্রথমস্থান অর্জনকারী প্রতিষ্ঠান মারকাজুত তাহ্ফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশের সুনাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর ) যাত্রাবাড়ী আরবেন রেস্তোরাঁতে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে মারকাজুত তাহ্ফিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১১ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা যাত্রাবাড়ী জোনের বাছাইপর্ব সম্পন্ন হয়েছে।

এদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিযোগি ও তাদের শিক্ষক এবং অভিভাবকগণ আজকের এই প্রতিযোগিতা সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এর আগে আমরা কখনোই এত সুন্দর দৃষ্টিনন্দন প্রতিযোগিতায় দেখিনি।

11/10/2021

কক্সবাজারে ২০ শে অক্টোবর শুভ উদ্বোধন হবে ইনশাআল্লাহ।
২১ শে অক্টোবর কক্সবাজার জেলা বাছাইপর্ব।

বিভিন্ন জেলায় অডিশন নিতে আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।
01857308691

আলহামদুলিল্লাহ! আগামী ২০ই অক্টোবর, রোজ বুধবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ কতৃক গভঃ রেজিঃ নং - এস ১২৫৭০ - মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ১১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও ৪৭ তম মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স ২০২১ এর উদ্বোধনী সভা সফল করার লক্ষে আজ ১১ই অক্টোবর মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ এর কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরেরন্যায় এ বছরও বিভিন্ন রাষ্ট্র থেকে বিশ্ববিখ্যাত বিচারক মন্ডলীগণ ফাইনাল প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করবেন বলে শায়েখ নেছার আহমাদ আন নাছিরী জানান।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন নাছিরী সভাপতিত্বে সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল বাছির নোমানীর সঞ্চালনায় অনুষ্টান শুরু হয়।

শায়েখ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী বলেন আমরা মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন এর মাধ্যমে এদেশের গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটি স্কুল-মাদ্রাসার সহ সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের মাঝে কুরআনের সহি তেলোয়াত শিক্ষা দান করার লক্ষ্যে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরো বলেন: আমাদের সমাজ থেকে মদ জুয়া চুরি-ডাকাতি-ছিনতাই দূর করার লক্ষ্যে কোরআন শিক্ষার বিকল্প নেই তাই আমরা আমাদের ফাউন্ডেশন এর কার্যক্রমের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে ঘরে কোরআন শিক্ষা সহজে তুলে ধরবো।

উক্ত অনুষ্ঠানটি মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের দায়িত্বশীলগণের উপস্থিতিতে শায়েখ ক্বারী নেছার আহমাদ আন নাছিরীর সভাপতিত্বে শুরু হয় ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

#পোষ্ট #এডমিন #প্যানেল।

07/10/2021
30/09/2021
17/08/2021
18/05/2021

তাহফিজ কুরআন/ নুরানী নাজেরা ও হিফয খানার সিলেবাস হাদিয়া দেওয়া হচ্ছে বিশিষ্ট কলামিস্ট মাওলানা মাহমুদুল হক জালীস কে।
https://mobile.facebook.com/MahmudulHogueJalis

হিফজখানা নুরানী নাজেরা ছাত্রদের জন্য তাহফিজ কুরআনসহ সিলেবাস অনুযায়ী পড়া প্রয়োজন।
তাহফিজ কুরআন সহ হিফজ খানা ও মক্তবের সিলেবাস পেতে ০১৮৫৬১৭৬৪৮২ এই নাম্বারে কল করুন।

ভর্তি ফরম 26/04/2021

ভর্তি ফরম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল সিলেবাস ভিত্তিক অত্যাধুনিক হিফজ মাদরাসার আবিষ্কারক তাহফিজ কুরআনসহ বহুগ্...

Profile pictures 21/04/2021

ইনশাআল্লাহ দ্রুতই মক্তব হিফজখানা খুলে দেওয়া হবে সবাই দোয়া করুন।

31/03/2021

আজ বাদ মাগরিব ক্লাস শুরু ইনশাআল্লাহ!

১০দিন ব্যাপী ৪৫ তম কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হবে বাংলাদেশের।
এতে আপনিও অংশ নিতে পারেন।

প্রশিক্ষণ দিবেন দেশ বিদেশের বিশ্ববিখ্যাত হাফেজ কারীগণ।
ভর্তি থাকা খাওয়া সহ-প্রশিক্ষণ ফি ২০০০/
স্হান- মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা স্হায়ী ক্যাম্পাস সাইনবোর্ড যাত্রাবাড়ী ঢাকা।
০১৬৭৪৪২৭০৮৮/০১৮৫৭৩০৮৬৯১

Photos from মারকাজুত তাহফিজ ইন্টা. মাদরাসা.সাইনবোর্ড শাখা's post 10/03/2021

আগামীকাল ১১ ই মার্চ ২১

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ

কতৃক আয়োজিত ১০ ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বি-বাড়ীয়া জেলার অডিশন অংশ নিতে আজই ফরম সংগ্রহ করুন।

স্হান মারকাজুত তাহফিজ ইন্টারন্যশনাল মাদরাসা (বিশ্বরোড শাখা) সরাইল বি-বাড়ীয়া।

০১৭৭২০৯৬১২০

02/03/2021

পাগড়ী সনদ নিতে আগ্রহী পুরাতন ছাত্ররা যোগাযোগ করুন।
০১৮৫৭৩০৮৬৯১/০১৬৭৪৪২৭০৮৮

22/02/2021

এই চার কুরআনের পাখিদের জন্য দেশবাসীর কাছে দোয়ার আকুল আবেদন।

♥আলহামদুলিল্লাহ! এ চারজন সেরা হাফেজ নির্বাচিত।

এ বছর N TV তে সর্বোচ্ছ নাম্বারপ্রাপ্ত হাফেজ মেহেরুল্লাহসহ এক মাদরাসা থেকে সর্বাধিক চারজন ছাত্র রমজানে ইফতারের পূর্বে প্রদিতিন কুরআন তিলাওয়াত করে শুনাবেন ইনশাআল্লাহ।

এ চারজন হলেন আমার প্রিয় ছাত্র যথাক্রমে হাফেজ মেহেরুল্লাহ হাফেজ আবু তালহা হাফেজ বশির আহমদ ও আব্দুল্লাহ আল মারুফ, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে এন টিভিতে কুরআন তিলাওয়াত করার জন্য তাদেরকে চুড়ান্ত করা হয়েছে।

ধন্যবাদ জানাচ্ছি সকল বিচারক মন্ডোলী এবং
পি এইচ পি কুরআনের আলোর সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারী মাওলানা আবু ইউছুফ সাহেব

ভাইস চেয়ারম্যান হাফেজ কারী মাওলানা জহিরুল ইসলাম

সেক্রেটারি জেনারেল হাফেজ কারী মাওলানা মহি উদ্দীন সাহেবকে

দোয়া করি আল্লাহ তায়ালা যেন কুরআনের আলোর এই প্রতিযোগিতাকে কিয়ামত পর্যন্ত সহি কুরআনের জন্য কবুল করেন।

বিঃ দ্রঃ আমাদের মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ঢাকা ও বি-বাড়ীয়া শাখায়

ভর্তি চলছে ০১৭০৫০৬৮৮৮৫/০১৬৭৪৪২৭০৮৮

16/01/2021

ব্রেকিং নিউজ!

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ মেহেরুল্লাহ সর্বোচ্চ নাম্বার পেয়ে সবার শীর্ষে এন টিভিতে।

আলহামদুলিল্লাহ ২০২১ শে এন টিভিতে ১ লা রমজান থেকে ৩০ শে রমজান পর্যন্ত প্রচারিত পি এইচ পি কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতায়
এক মাদরাসা থেকে সর্বাধিক তিনজন ছাত্র যথাক্রমে হাফেজ মেহেরুল্লাহ হাফেজ আবু তালহা ও হাফেজ বশির আহমদকে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে এন টিভিতে কুরআন তিলাওয়াত করার জন্য চুড়ান্ত করাই ধন্যবাদ জানাচ্ছি সকল বিচারক মন্ডোলী এবং পি এইচ পি কুরআনের আলোর সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারী মাওলানা আবু ইউছুফ সাহেব ভাইস চেয়ারম্যান হাফেজ কারী মাওলানা জহিরুল ইসলাম সেক্রেটারি জেনারেল হাফেজ কারী মাওলানা মহি উদ্দীন সাহেবকে আয় আল্লাহ কুরআনের আলোর এই প্রতিযোগিতাকে কিয়ামত পর্যন্ত সহি কুরআনের জন্য কবুল করেন।

আলহামদুলিল্লাহ এই তিনজন ছাত্রকে যেন আল্লাহ তায়ালা দ্বীনের জন্য কুরআনের জন্য কবুল করেন।

বিঃ দ্রঃ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ঢাকা ও বি-বাড়ীয়া শাখায়

ভর্তি চলছে জানুয়ারী সেশনে ০১৭০৫০৬৮৮৮৫/০১৬৭৪৪২৭০৮৮

Photos from Habibul Bashar Official's post 16/01/2021

আন্তর্জাতিক হাফেজদের তেলাওয়াত শুনতে পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন। যোগাযোগ 01674427088

Photos from Habibul Bashar Official's post 14/01/2021
10/01/2021

আন্তর্জাতিক হাফেজদের তেলাওয়াত শুনতে পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন। যোগাযোগ 01674427088

Want your school to be the top-listed School/college in Jatrabari?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Tanvir hossain student of Nesar ahmad on Islamic TV
TANVIR HOSSAIN STUDENT OF NESAR AHMAD.
SAAD SHURAIL STUDENT OF NESAR AHMAD

Location

Category

Website

Address


N. Danaia
Jatrabari
1236
Other Education in Jatrabari (show all)
বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড
Jamiyat Bhobon, 79/Ka/3, North Jatrabari, Dhaka 1204
Jatrabari

বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড। ব?

Khidmahtul Ummah International Hifz Madrasah Khidmahtul Ummah International Hifz Madrasah
Rk Tower, Dhaka
Jatrabari, 1236

Full Time Excellent Hifz-ul-Quran and Academics program. The primary purpose of the Hifz Madrasa is

English with Roni English with Roni
Konapara
Jatrabari

Like and follow the page to learn English easily.

Students Of Jatrabari Students Of Jatrabari
Jatrabari, Dhaka Division
Jatrabari, 1232

All Students Of Jatrabari একান্নবর্তী পরিবারের কথা চ?

ইনফার্টিলিটি এন্ড ডায়াবেটিস  কেয়ার সেন্টার  অব বাংলাদেশ। ইনফার্টিলিটি এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টার অব বাংলাদেশ।
Jatrabari, 1204

ডিভাইস এন্ড কসমেটিক মুসলমানি করা হয় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায়।

Glorious Academy Glorious Academy
94, Shahid Faruk Road
Jatrabari, 1204

Learn For Knowledge. Icon Plus, Jatrabari Branch.

Bright Future - একাডেমিক & এডমিশন কেয়ার Bright Future - একাডেমিক & এডমিশন কেয়ার
বর্ণমালা স্কুল সংলগ্ন, শনির আখড়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
Jatrabari, 1236

Bright Future Education is an ideal guiding platform for the Secondary and Higher Secondary level.

Dr. Mahbubur Rahman Mollah Institute of Science & Technology - MRIST Dr. Mahbubur Rahman Mollah Institute of Science & Technology - MRIST
Dr. Mahabubur Rahman Mollah Collage, Mollah Bridge, Demra Highway, Dhaka
Jatrabari, 1361

Welcome to our OFFICIAL page. আমরা আগামীর প্রতিষ্ঠান কোড- ৫০৯৭৫ EIN- 139396

Toyrul Quran Madrasa-তইরুল কুরআন মাদরাসা Toyrul Quran Madrasa-তইরুল কুরআন মাদরাসা
House No-30, Road No-2, Bir Muktijoddha Rafiqul Islam Road, Baganbari, Shonir Akhra
Jatrabari, 1236

ইসলামিক স্কলার গড়াই আমাদের একমাত্র ল?

Dokkhoit.com Dokkhoit.com
Jatrabari
Jatrabari, 1230

Dokkho IT is an E-Learning Platform where you can learn from your home that is available in any par

Trial Tuition Trial Tuition
Jatrabari

Study comes first Don't compromise your studies this pandemic. To do so, Trial Tuition brings to you

TAQWA - Tahfizul Qur'an Women's Academy TAQWA - Tahfizul Qur'an Women's Academy
Jatrabari, 1232

Tahfizul Qur'an Women's Academy (TAQWA) is an online-based Qur'an learning institute for women