
আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পাঁচ জন ছাত্র কে হিফজ দেয়া হলো I ওদের জন্য দোয়া চাই সকলের নিকট I
ইসলামিক স্কলার গড়াই আমাদের একমাত্র ল?
তইরুল কুরআন মডেল মাদরাসা একটি আরবী ও ইংলিশ মিডিয়াম এ পরিচালিত আদর্শ মাদ্রাসা।
এখানে আন্তর্জাতিক মানের হিফজের পাশাপাশি Play থেকে Standard 5 ( English-Medium ) সিলেবাস এ পরিচালিত হয় ও রয়েছে কম্পিউটার শিক্ষা এর বিশেষ ব্যবস্থা।
যুগোপযোগী আলেম ও আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তোলা এবং ইসলামিক স্কলার গড়াই আমাদের একমাত্র লক্ষ্য।
কেন আমরা অন্যদের থেকে ব্যতিক্রম?
* স্বল্প সময়ে আন্তর্জাতিক মানসম্পন
Operating as usual
আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পাঁচ জন ছাত্র কে হিফজ দেয়া হলো I ওদের জন্য দোয়া চাই সকলের নিকট I
ভর্তি চলছে!
তইরুল কুরআন মাদরাসা একটি আরবী ও ইংলিশ মিডিয়াম এ পরিচালিত আদর্শ মাদ্রাসা।
এখানে আন্তর্জাতিক মানের হিফজের পাশাপাশি Play থেকে Standard 5 ( English-Medium ) সিলেবাস এ পরিচালিত হয় ও রয়েছে কম্পিউটার শিক্ষা এর বিশেষ ব্যবস্থা।
যুগোপযোগী আলেম ও আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তোলা এবং ইসলামিক স্কলার গড়াই আমাদের একমাত্র লক্ষ্য।
কেন আমরা অন্যদের থেকে ব্যতিক্রম?
* স্বল্প সময়ে আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজ হওয়ার জন্য ১২ জন ছাত্রের জন্য একজন করে উস্তাদ।
* শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক পরিবেশ।
* কম্পিউটারের মাধ্যমে সাপ্তাহিক প্রগ্রেস রিপোর্ট ও এনালাইসিস এবং সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষনিক পর্যবেক্ষণ।
* মাদ্রাসা কর্তৃক জামা কাপড় ধোয়া ও আয়রন এর ব্যবস্থা।
* অযু,গোসলের জন্য গরম পানির ব্যবস্থা ( গিজার এর মাধ্যমে)।
* উন্নতমানের খাবার ও নাস্তার সুব্যবস্থা।
বেতনঃ
টিউশন ফি: ৩০০০
রেসিডেন্ট ও মিল: ৩০০০
# সর্বমোট আবাসিকঃ ৬ হাজার টাকা
টিউশন ফি: ৩০০০
রেসিডেন্ট: ৫০০
# সর্বমোট অনাবাসিকঃ ৩৫০০ টাকা। ফুল টাইম ( সকাল ৮ টা থেকে রাত ৯ টা)
ভর্তি ফিঃ
আবাসিকঃ ১০ হাজার টাকা।
অনাবাসিকঃ ৮ হাজার টাকা। ফুল টাইম ( সকাল ৮ টা থেকে রাত ৯ টা)
ভর্তি ফি এর মধ্যে যা যা থাকছে:
কুরআন/আমপারা/কায়দা
এক সেট বই
এক সেট ড্রেস
বেডিং
রিহাল (বক্স)
কেবিনেট এর বক্স (কাপড় রাখার জন্যে)
** * মাদ্রাসা কর্তিক গরিব ও মেধাবীদের জন্যে স্কলারশিপ এর বিশেষ সুযোগ রয়েছে। * * *
বিস্তারিত জানার জন্যে ভিসিট করুন আমাদের ওয়েবসাইটেঃ
www.toyoralquran.com
অথবা যোগাযোগ করুন এই ঠিকানায়:
হাউস নং ৩০, রোড নং-২, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রোড
বাগানবাড়ি, শনির আখড়া, ঢাকা।
ফোন: 01758125121, 01966001120.
আল্লাহ আমাদেরকে কবুল করুন l
নতুন ৮ জন শিক্ষার্থীকে কুরআনের পাখি তৈরির জন্য কুরআন শরীফ দেওয়া হলো।
হে আল্লাহ্! তুমি আমাদের দোয়াকে কবুল করো।
আমাদের মাদ্রাসার বিজয়ীদের জন্য দোয়া করবেন।আল্লাহ্ জেনো ওদের কে কবুল করেন ইসলামের জন্য।
আজ টাঈাইল থেকে আমার আংকেল ফ্যামিলির সবাইকে শীতের পিঠার দাওয়াত দেন, আমি দাওয়াতে গেলে ছাত্রদের লেখা পড়ার ক্ষতি হবে ভেবে দাওয়াত মিস করলাম সকালে। আজিব ব্যাপার হলো দুপুরেই আমাদের মাদ্রাসার ছাত্র হামজার আব্বু পিঠা নিয়ে আসেন মাদ্রাসার সব ছাত্রদের জন্য। আলহামদুলিল্লাহ
১৬ ডিসেম্বর বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে সকল শহীদদের প্রতি রইলো ভালবাসা ও দোয়া।
ভর্তি চলছে!
তইরুল কুরআন মডেল মাদরাসা একটি আরবী ও ইংলিশ মিডিয়াম এ পরিচালিত আদর্শ মাদ্রাসা, এখানে আন্তর্জাতিক মানের হিফজের পাশাপাশি Play থেকে Standard 5 ( English-Medium ) সিলেবাস এ পরিচালিত হয় ও রয়েছে কম্পিউটার শিক্ষা এর বিশেষ ব্যবস্থা।
যুগোপযোগী আলেম ও আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তোলা এবং ইসলামিক স্কলার গড়াই আমাদের একমাত্র লক্ষ্য।
কেন আমরা অন্যদের থেকে ব্যতিক্রম?
* স্বল্প সময়ে আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজ হওয়ার জন্য ১২ জন ছাত্রের জন্য একজন করে উস্তাদ।
* শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক পরিবেশ।
* কম্পিউটারের মাধ্যমে সাপ্তাহিক প্রগ্রেস রিপোর্ট ও এনালাইসিস এবং সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষনিক পর্যবেক্ষণ
* মাদ্রাসা কর্তৃক জামা কাপড় ধোয়া ও আয়রন এর ব্যবস্থা।
* অযু,গোসলের জন্য গরম পানির ব্যবস্থা ( গিজার এর মাধ্যমে)।
* উন্নতমানের থাকা খাওয়ার সুব্যবস্থা।
বেতনঃ
টিউশন ফি: ৩০০০
মিল: ৩০০০
রেসিডেন্ট: ২০০০
পার্সোনাল বেড: ২০০০
সর্বমোট আবাসিকঃ ১০ হাজার টাকা
টিউশন ফি: ৩০০০
রেসিডেন্ট: ২০০০
সর্বমোট অনাবাসিকঃ ৫ হাজার টাকা। ফুল টাইম ( সকাল ৮ টা থেকে রাত ৯ টা)
ভর্তি ফিঃ
আবাসিকঃ ১২ হাজার টাকা।
অনাবাসিকঃ ৮ হাজার টাকা। ফুল টাইম ( সকাল ৮ টা থেকে রাত ৯ টা)
ভর্তি ফি এর মধ্যে যা যা থাকছে:
কুরআন/আমপারা/কায়দা
এক সেট বই
এক সেট ড্রেস
বেডিং
রিহাল (বক্স)
কেবিনেট এর বক্স (কাপড় রাখার জন্যে)
* মাদ্রাসা কর্তিক স্কলারশিপ এর বিশেষ সুযোগ রয়েছে।
বিস্তারিত জানার জন্যে ভিসিট করুন আমাদের ওয়েবসাইটেঃ
www.toyoralquran.com
অথবা যোগাযোগ করুন এই ঠিকানায়:
হাউস নং ৩০, রোড নং-২, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রোড
বাগানবাড়ি, শনির আখড়া, ঢাকা।
ফোন: 01758125121, 01966001120।
কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে। সূরা আল-মুজাম্মিল।
তইরুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র মুহাম্মদ সেখ আব্দুল্লাহ।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে অন্তরে শান্তি হাসিল হয়: আল্লাহ তায়ালা বলেন,
الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
‘যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।’ (সূরা আর-রা‘দ ১৩:২৮)
আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করল তার বিনিময়ে সে একটি নেকী পাবে, আর একটি নেকীর বদলা হবে দশগুণ, একথা বলছি না যে, আলিফ-লাম-মীম, একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মীম একটি অক্ষর। (সুনান আত তিরমিযী, হাদিস: ২৯১০)
রাতে এক’শ আয়াত তেলাওয়াতকারী সম্পূর্ণ রাত জাগ্রত থেকে ইবাদত করার সমান সওয়াব পাবে:
‘তামিমুদ্দারী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রাতে এক’শ আয়াত তেলাওয়াত করবে সে সম্পূর্ণ রাত জাগরণকারী হিসেবে গণ্য হবে।’ (সুনান আদ্ দারেমী, হাদিস: ১৬৯৫৮)
ভালভাবে কোরআন তেলাওয়াতকারী কিয়ামতের দিন সম্মানিত ফেরেশাগণের সঙ্গে থাকবে:
‘আয়িশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআন তেলাওয়াত পারদর্শী ব্যক্তিরা সম্মানিত ফেরেশতাগণের সঙ্গে থাকবে। আর যারা আটকিয়ে কষ্ট করে কোরআন তেলাওয়াত করে তারা দ্বিগুণ সওয়াব পাবে।’ (সহীহ মুসলিম, হাদিস: ১৮৯৮)
কোরআন তেলাওয়াতকারীদের পৃথিবীতে আল্লাহ তায়ালা নিম্নোক্ত চারটি নিয়ামত দ্বারা সম্মানিত করবেন:
(১) তাদের প্রতি প্রশান্তি নাজিল হবে
(২) আল্লাহ তায়ালা তাদের প্রতি দয়া করবেন।
(৩) ফেরেশতাগণ তাদের চতুষ্পার্শ্বে তাদের সম্মানে দাঁড়িয়ে যায়।
(৪) আল্লাহ তায়ালা ফেরেশতাগণের নিকট তাদের গৌরবের সঙ্গে স্বরণ করেন।
আল্লাহ্ আমাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন I
ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোরআনুল কারীম তেলাওয়াত। (সহীহ বুখারী)। কোরআনুল কারীমের এক আয়াতের তেলাওয়াত একশত রাকাত নফল নামাযের চেয়ে উত্তম। (সুনানে ইবনে মাজাহ)। হযরত আনাস রাযি. থেকে বর্ণিত হাদীসে আছে, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরে আল্লাহ তাআলা অনেক কল্যাণ ও বরকত নাযিল করেন। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সে ঘরে কল্যাণ ও বরকত নাযিল হয় না। -মুসনাদে বাযযার
অন্য এক হাদীসে আছে, কোরআন তেলাওয়াতকারী প্রতি হরফে দশটি করে নেকী পায়। আমি এ কথা বলছি না যে, আলিফ-লাম-মীম সবগুলো মিলে এক হরফ; বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মীম আরেক হরফ। -সুনানে দারেমী
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো মানুষ যখন মারা যায়, তখন তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়। তাহলো- সদকায়ে জারিয়াহ, উপকারী ইলম বা জ্ঞান আর সুসন্তান, যে তাদের জন্য দোয়া করে।’ (মুসলিম)
এ নেক সন্তানের উসিলায় মৃত্যুর পর বাবা-মার নেক আমল চালু থাকবে। সুসন্তানই হবে পরকালের মুক্তির সর্বোচ্চ উপলক্ষ।
সুতরাং দুনিয়ার সব বাবা-মার উচিত, নিজেদের সন্তানকে দ্বীনি শিক্ষায় গড়ে তোলা। সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা। যে শিক্ষা পেয়ে সন্তান হবে দুনিয়ার রিজিক প্রাপ্তি ও পরকালের মুক্তি লাভের অনন্য উপায়।
আজ থেকে ১০০ বছর পর। ক্যালেন্ডারের পাতায় যখন ২১২১ সাল। আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে। অস্তিত্ব তখন রূহের জগতে।
ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়ত নেক্সট প্রজন্ম ভোগ করছে, পছন্দের কাপড়গুলো ব্যকডেটেড হয়েগেছে, শখের গাড়িটি হয়ত অন্য কেউ চালাচ্ছে।
আর আমায়? খুব কম জনই স্মরণে রেখেছে। কেউবা ভাবেও না। হাতে সময় নেই! যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম!
★
আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপনি,
আপনার➤
দাদার দাদাকে কত বার স্মরণ করেন?
আপনার➤
দাদীর দাদীর কথা কখনো কি আপনার মনে পড়ে?
পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, এতো হৈ চৈ, এতো মায়া কান্না এতো দূর্নীতি এতো ক্ষমতার লোভ-- এভাবেই চলছে। গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি। তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন।
যত প্রজন্ম আসছে আর যাচ্ছে,
দুনিয়াকে বিদায় জানাবার,
দায়িত্ব-ক্ষমতা অন্যের হাতে অর্পণ করবার,
কিংবা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাবার পূর্বে—খুব কম জনই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার। বাস্তবতা হচ্ছে, এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট।
মহান আল্লাহ বলেন প্রত্যেক আত্মাই মরণের স্বাদ গ্রহণ করবে, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
হজরত সাদ্দান ইবনে আওস বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চিনতে পেরেছে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করছে।
আর সেই ব্যক্তি অসহায় যে তার প্রবৃত্তির অনুসরণে জীবন পার করছে। কৃষক আদর-যত্নে ফসল বুনছে, মা-বাবা পরম যত্নে গড়ে তুলছেন সন্তানের ভবিষৎ। বিশ্বাসীরা নির্মাণ করে পরকালের রাজপ্রাসাদ।’
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।' -তিরমিজি
এবং আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝা ও উপদেশ গ্রহণের জন্য। কোন চিন্তাশীল উপদেশ গ্রহণকারী আছে কি? (সূরা কমর : ১৭)
আসুন গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর নিকট খালেস তওবা করি ও বেশি বেশি নেক কাজ করি যা আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে I
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ‘কোনো মানুষ যখন মারা যায়, তখন তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়। তাহলো- সদকায়ে জারিয়াহ, উপকারী ইলম বা জ্ঞান আর সুসন্তান, যে তাদের জন্য দোয়া করে।’ (মুসলিম)
ভর্তি চলছে.....
ভর্তি চলছে........
বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড। ব?
Full Time Excellent Hifz-ul-Quran and Academics program. The primary purpose of the Hifz Madrasa is
All Students Of Jatrabari একান্নবর্তী পরিবারের কথা চ?
ডিভাইস এন্ড কসমেটিক মুসলমানি করা হয় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায়।
Learn For Knowledge. Icon Plus, Jatrabari Branch.
Bright Future Education is an ideal guiding platform for the Secondary and Higher Secondary level.
Welcome to our OFFICIAL page. আমরা আগামীর প্রতিষ্ঠান কোড- ৫০৯৭৫ EIN- 139396
Dokkho IT is an E-Learning Platform where you can learn from your home that is available in any par
Study comes first Don't compromise your studies this pandemic. To do so, Trial Tuition brings to you
Tahfizul Qur'an Women's Academy (TAQWA) is an online-based Qur'an learning institute for women