ঢাকা প্রধান নূরানী প্রশিক্ষণ সেন্টার # 01638151515
প্রধান কার্যালয় কলাপট্টি উত্তর যাত্রাবাড়ী ঢাকা
বাংলাদেশ নূরানি শিক্ষা বোর্ড
প্রধান প্রশিক্ষণ সেন্টারঃজামিয়া রাহমানিয়া ৫৫/১, কলাপট্টি,উত্তর যাত্রাবাড়ী,নারিন্দা,ঢাকা।
"যোগ্য শিক্ষক/ শিক্ষিকা গড়ার এক অনন্য প্রতিষ্টান "
"বাংলাদেশ নুরানি শিক্ষা বোর্ড"
ক্বওমী,জেনারেল,আলিয়া এবং দাওরায়ে হাদিস ও বেফাক পরীক্ষার্থী ভাই - বোনদের জন্য এক দারুন সুখবর৷ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এক সুবর্ণ সুযোগ৷
আমাদের কিছু বৈশিষ্ট্য :
* বেলায়েত সাহেব এর
Operating as usual



যে কারনে বন্ধ হয়ে যাবে কওমী মাদরাসা
কওমি"মাদরাসা কখনো অর্থের অভাবে বা কারো ষড়যন্ত্রে বন্ধ হবেনা। ইনশাআল্লাহ।
তবে যদি কখনো বন্ধ হয় তাহলে যোগ্য লোকের অভাবেই বন্ধ হবে।’
আর যোগ্য ও মেধাবীদের ধরে রাখতে হলে অবশ্যই তাদের থাকা, খাওয়া এবং আর্থিক দিকটা মানসম্পন্ন করতে হবে"
কারন হিসেবে তিনি বলেন যে আমাদের মনে রাখতে হবে উঁচু দালানের চেয়ে একজন যোগ্য এবং ভালো শিক্ষক কওমি মাদরাসার জন্য অনেক বেশী প্রয়োজন।
বাণী :
আল্লামা হারুন ইসলামাবাদী রহ.
সাবেক মহাপরিচালক!
আল জামিয়া আল ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম।।

আজ (১৭ই জুন ২০২৩ ইং) শনিবার বিকাল ৩টায় হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে কারামুক্ত শীর্ষ ওলামায়ে কেরাম আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাক্ষাতে জামিয়া আজিজুল উলুম বাবুনগর, চট্টগ্রামে উপস্থিত হন।
এতে উপস্থিত ছিলেন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মুফতী হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুহাম্মাদ মীর ইদরীস, মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা আইয়ুব বাবুনগরী প্রমুখ।
এ সময় আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, মুসলমানদের ঈমান আকীদা হেফাজত ও দেশের সার্বভৈামত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক মুরতাদ ও খতমে নবুওয়ত অস্বীকারকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে সাহসী ভূমিকা পালন করতে হবে।
তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, মাওলানা মামুনুল হক, মুফতী মুনীর হুসাইন কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতী নূর হুসাইন নূরানীসহ নির্দোষ আলেমরা দীঘ দুই বছর যাবত জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন। শান্তিপ্রিয় আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে নানামুখী হয়রানী করা হচ্ছে। অবিলম্বে কারাবন্দী সকল ওলামায়ে কেরামকে মুক্তি দিতে হবে।
এ সময় হেফাজতের কেন্দ্রীয় কমিটি সম্প্রসারণের ব্যাপারে আলোচনা হয়। তখন আমীরে হেফাজত আগামী ঈদুল আযহার পর রাজধানী ঢাকায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকার জন্য মহাসচিবকে আহবান জানান।
এছাড়া তিনি কারাবন্দীদের অবিলম্বে মুক্তি এবং হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি আরো বলেন, গত কয়েক বছর ধরে অসাধু চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কুরবানীদাতাগণ চামড়ার ন্যায্য দাম পায়নি। বঞ্চিত হয়েছে মূলত অসহায় দরিদ্র জনগোষ্ঠী। এবার কুরবানীর চামড়ার যথাযথ মূল্য নির্ধারণ করে গরীব মিসকীনদের ন্যায্য হক তারা যেন সঠিকভাবে পায়, সেই ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান।
পরিশেষে হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. ও নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী রহ. এর ইন্তেকালে বিশেষ দুআ ও মুনাজাত করা হয়।
বার্তা প্রেরক
মুফতী কিফায়াতুল্লাহ আজহারী
প্রচার সম্পাদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ

ভর্তি চলছে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল বালিকা মাদরাসা মহিলা হুফ্ফাজ ও নূরানী মুয়াল্লিমা প ভর্তি চলছে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল বালিকা মাদরাসা মহিলা হুফ্ফাজ ও নূরানী মুয়াল্লিমা প্রশিক্ষণ তাহফিজুল ....

নূরানী প্রশিক্ষণ দেওয়ার আগে জানুন। কারী বেলায়েত সাহেব এর মূল প্রশিক্ষণে অংশগ্রহণ করুন #শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হোসেন রহ. মূল প্রশিক্ষণে অংশগ্রহণ করুন #ঢাকা_প্রধান_নূরানী_মুয়াল্লিম_ও_পৃথ...

ঢাকা প্রধান নূরানী মালিমা প্রশিক্ষণ সেন্টারে বিদায় অনুষ্ঠান চলছে যারা ভর্তি হতে চাইলে নিচের নম্বরটিতে কল করুন 01638151515
তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল বালিকা মাদরাসা,পৃথক মহিলা হুফফাজ ও নূরানী প্রশিক্ষণ সেন্টার ক তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল বালিকা মাদরাসা, যাত্রাবাড়ি শহীদ জিয়া কলেজ সংলগ্ন পশ্চিম পাশেহুফফাজ ও নূরানী মুয়া...

্রতিরোধে_নিচের_নম্বরটিতে_কল_করে_সহযোগিতা_করুন_01638151515
#নূরানী প্রশিক্ষণে ভর্তি চলছে!
#ঢাকা_যাত্রাবাড়ি_একমাত্র_প্রধান_মূল_নূরানী_কার্যালয়ে_ভর্তি_চলিতেছে৷
নূরানী প্রতিষ্ঠাতা মোজাদ্দেদে জামান,আল্লামা ক্বারী বেলায়েত হোসাইন (রহঃ)এর প্রতিষ্ঠিত নূরানী প্রশিক্ষণ,শুরু হতে যাচ্ছে
ঢাকা প্রধান কার্যালয়ে ভর্তির তারিখ:
ভর্তি-
১ম ব্যাচ:
কাজলা: (ভবন-১) 16/05/২৩ ইং
01638151515
কাজলা: (ভবন-২)17/০৫/২৩ ইং
01780077775
কলাপট্টি যাত্রাবাড়ি ঢাকা:শনি বার ২৯/০৪/২৩ ইং
01723477716
মুহাম্মদপুর: সোম বার ০১/০৫/২৩ ইং
01638151515
২য় ব্যাচ: ............ থেকে।
আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করে সিরিয়াল কনফার্ম করেরাখুন
#অগ্রিম ভর্তির সিরিয়ালের জন্য(01638151515 /01780077775 / 02223344444)
আগামী কোর্সে ৪০ দিন,কোর্সে থাকছে,আরবি,বাংলা,ইংরেজি ও গণিত একসঙ্গে(যাহাকে পূর্ণাঙ্গ নূরানী কোর্স বলা হয়)
আমাদের অনুমোদিত দেশের সেন্টার সমূহ
১। জামিয়া রাহমানিয়া দিশারী বিল্ডিং উত্তর যাত্রাবাড়ী কলাপট্টি ঢাকা ।
২। জামিয়া ইসলামিয়া দারুল উলুম বড়রা কুমিল্লা
৩। জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা থানা রোড অফিস পাড়া কুমিল্লা
৪। লাকসাম বাইপাস কুমিল্লা
৫। জামিয়াতুল মারিফ (এতাতি এস্তেমার মাঠ সংলগ্ন) চার মাতা জুগ গাড়ি বগুড়া
৬। দক্ষিণ হাটহাজারী চট্টগ্রাম
৭। সম্ভুগঞ্জ, ময়মনসিংহ
৮। ইশ্বরগঞ্জ, ময়মনসিংহ
৯। ধোবাউড়া, ময়মনসিংহ
১০। আল মাদ্রাসাতুল জালালিয়া রহে মদিনা দৌলতপুর বাহুবল হবিগঞ্জ
১১। নূরে মদিনা সুনামগঞ্জ
১২। তার বিয়াতুল উম্মাহর সিরাজগঞ্জ
১৩। মারকাজুল মুসলেমিন খুলনা
১৪ । সাতক্ষীরা
১৫। জামিয়া আয়েশা সিদ্দিকা কুমিল্লা
১৬।
১৭ । জামিয়া শরইয়্যা চিনিশপুর নরসিংদী
১৮ । সওতুল কুরআন কেরানীগঞ্জ ঢাকা
১৯ । লক্ষ্মীপুর
২০। মারকাযুদ্দিন আল ইসলামিয়া মুন্সিগঞ্জ
২১। মারকাজুল উলুম নওগাঁ
২২। জামিয়া কওমিয়া রাজশাহী
২৩। আল-মনোয়ার হিফজ মাদ্রাসা গাজীপুর
২৪ । সুকানিয়া কেরাতুল কুরআন পঞ্চগড়
২৫ । মদিনাতুল উলূম রহা সিলেট
২৬। জামিয়া হযরত উম্মে হাবিবা ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ
২৭। জামিয়া আরাবিয়া কালিকচ্ছ ব্রাহ্মণবাড়িয়া
২৮ । খাদিজাতুল কোবরা গাজীপুর
২৯ । রংপুর
৩০। জামিয়া আরাবিয়া আইনুল উলুম কলাসিন্দুর ধোবাউড়া ময়মনসিংহ
৩১। জামিয়া আরাবিয়া দারুল ফালাহ আশুলিয়া ঢাকা
আর কোন প্রতিষ্ঠান আমাদের অনুমোদিত সেন্টার দাবি করতে পারবে না। দাবি করিলে প্রতারণাবলিয়া গণ্য হইবে ।
্রতিরোধে_নিচের_নম্বরটিতে_কল_করে_সহযোগিতা_করুন_01638151515

নূরানী শিক্ষক আবশ্যক
কপি পোস্ট
নারায়ণগঞ্জ, ফতুল্লা, বক্তাবলী,
মাদরাসাতুস সাহাবা সুফিয়া হাফিজ
নুরানি শিক্ষক আবশ্যক, বেতন যোগ্যতা আনুসারে ১০ হাজার টাকার চেয়ে বেশি।
01305486141,imo


ইমাম সাহেবের গালে বিড়ালের চুম্বন
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Address
Jatrabari, Dhaka Division
Jatrabari
Jamiyat Bhobon, 79/Ka/3, North Jatrabari, Dhaka 1204
Jatrabari
বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড। ব?
Rk Tower, Dhaka
Jatrabari, 1236
Full Time Excellent Hifz-ul-Quran and Academics program. The primary purpose of the Hifz Madrasa is
Konapara
Jatrabari
This page will help you become an expert English language learner.
Jatrabari, Dhaka Division
Jatrabari, 1232
All Students Of Jatrabari একান্নবর্তী পরিবারের কথা চ?
Jatrabari, 1204
ডিভাইস এন্ড কসমেটিক মুসলমানি করা হয় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায়।
94, Shahid Faruk Road
Jatrabari, 1204
Learn For Knowledge. Icon Plus, Jatrabari Branch.
বর্ণমালা স্কুল সংলগ্ন, শনির আখড়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
Jatrabari, 1236
Bright Future Education is an ideal guiding platform for the Secondary and Higher Secondary level.
Dr. Mahabubur Rahman Mollah Collage, Mollah Bridge, Demra Highway, Dhaka
Jatrabari, 1361
Welcome to our OFFICIAL page. আমরা আগামীর প্রতিষ্ঠান কোড- ৫০৯৭৫ EIN- 139396
House No-30, Road No-2, Bir Muktijoddha Rafiqul Islam Road, Baganbari, Shonir Akhra
Jatrabari, 1236
ইসলামিক স্কলার গড়াই আমাদের একমাত্র ল?
Jatrabari
Jatrabari, 1230
Dokkho IT is an E-Learning Platform where you can learn from your home that is available in any par