বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়

বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়

Share

চা শ্রমিক সন্তানদের পিছিয়ে পড়তে দেবোনা, প্রয়োজনে প্রাণ বিসর্জন দিবো এই মোর ভাবনা।

প্রতিষ্ঠাতাঃ রনি গোয়ালা।

Operating as usual

22/10/2024

MTB কতৃক আয়োজিত বাইসাইকেল প্রদান অনুষ্ঠানে আমাদের ৭ম শ্রেণির শিক্ষার্থী "হুমাইয়া আক্তারের" বক্তব্য। ❤️🥰

শুভ কামনা রইলো প্রিয় শিক্ষার্থী। তোমার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। ❤️🥀

07/07/2024

বসুন্ধরা শুভ সংঘ প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধনে বক্তব্য রাখছেন মহিলা ভাইস চেয়ারম্যান Khairun Akther।

স্থান: বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়,লালচান্দ চা বাগান।

Photos from বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়'s post 05/07/2024

এবার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালেয়ে বসুন্ধরা শুভ সংঘ প্রশিক্ষণ কেন্দ্র।
এর মাধ্যমে ২০ জন নারী সেলাই প্রশিক্ষণ পাবে এবং ৩ মাসের প্রশিক্ষণ শেষে প্রত্যেকে একটি করে সেলাই মেশিন গ্রহণ করবে।

অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধনের প্রধান অতিথি
মোহাম্মদ জহিরুল হক শাকিল স্যার,ভাইস চ্যান্সেলর মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সিলেট।
মোহাম্মদ আব্দুল আল-মামুন স্যার,প্রিন্সিপাল জহুরচান বিবি মহিলা কলেজ শায়েস্তাগঞ্জ,
শাহ ফখরুজ্জামান প্রতিনিধি কালের কন্ঠ হবিগঞ্জ জেলা
খাইরুন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান চুনারুঘাট উপজেলা,
সুবল মালাকার, জ্যোতিষ সম্রাট সহ সবাইকে।

04/07/2024

পড়বো,লড়বো,নিরাপদ বাংলাদেশ গড়বো।

স্লোগান :শ্রাবণ মুড়া।

চুনারুঘাট মাধবপুর ৪ আসনের স্বপ্ন দ্রষ্টা এমপি Syed Sayedul Haque Suman মহোদয়ের হত্যার হুমকির প্রতিবাদে লালচান্দ চা বাগানের বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

ভিডিও: Dipok Yadab Dip স্যার।

18/06/2024

নিজ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রনি গোয়ালার স্যারের গায়ে হলুদে গান গায়লেন ৬ষ্ট শ্রেণির ছাত্র অভিষোক।
এটাই তার জীবনের প্রথম স্টেজ শো

21/05/2024

যে ১৪ জন পাস করেছে, তাদেরকে আমরা একটা নতুন দিগন্ত দিতে পেরেছি।

16/05/2024

অপমান নয় সাহস দেন।

14/05/2024

মা দিবস উপলক্ষে অভিশোকের গান উপহার।

গান নং (০৬)

12/05/2024

এসএসসির ফলাফল শিক্ষার্থীদের মাঝে প্রদান।

12/05/2024
03/05/2024

এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল ১২ই মে রবিবার সকাল ১০:০০ ( দশটা) সময়

30/04/2024

কমল দাস, সহকারী শিক্ষক, সাতগাঁও উচ্চ বিদ্যালয়।

30/04/2024

উজ্জ্বল দাস, সভাপতি( ভারপ্রাপ্ত) বাংলাদেশ চা জনগোষ্ঠী যুব পরিষদ।

28/04/2024

অভিষোকের ৫ম গান।
মা গো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে।

Photos from বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়'s post 28/04/2024

কথায় নয়,আমি কাজে বিশ্বাসী

আমার চা বাগানের সকল চা জনগোষ্ঠীকে কথা দিয়েছিলাম, শুধু বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় করেই আমি থামবোনা।
আমি এই চা বাগানের মধ্যেই পাবলিক লাইব্রেরি স্থাপন করবো।
ভগবানের কৃপায় ও মা বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় UTSHOB এর কল্যাণে আমেরিকা প্রবাসী বাংলাদেশী বংশদূত দশম শ্রেণির ছাত্র দেবায়নের আর্থিক সহযোগিতা নিয়ে নিজ জন্মভূমি লালচান্দ চা বাগানের মধ্যেই উৎসব পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করতে সক্ষম হলাম।
দীর্ঘদিন অপেক্ষার পর আজ অল্পপরিসরে উৎসব পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করা হলো।(পরবর্তীতে জমকালো আয়োজন হবে।

শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী আশীষ ভট্টাচার্য, এক্সিকিউটিভ মেম্বার উৎসব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
কমল দাশ, সহকারী শিক্ষক সাতগাঁও উচ্চ বিদ্যালয়।
দিপেস সাওতাল, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, দিনেশ মাস্টার একাডেমি।
মঞ্জুর বাউরী, প্রধান শিক্ষক লালচান্দ চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
আপন দাশ,ঘোষক,জেলা তথ্য অফিস মৌলভীবাজার।
শুভ কৈরী, সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ উৎস।
খাইরুন আক্তার, সভাপতি বাংলাদেশ চা কন্যা নারী সংগঠন।
উজ্জ্বল দাশ, সভাপতি (ভারপ্রাপ্ত) বাংলাদেশ চা জনগোষ্ঠী ছাত্র যুব পরিষদ।
এবং বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌতম রায় সহকারী শিক্ষক বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়।

অশেষ কৃতজ্ঞতা Sajib Saha দাদা।

এবার টার্গেট আইসিটি সেন্টার প্রতিষ্ঠা।

Pc Dipok Yadab Dip sir

26/04/2024

University Tea Students' Association - UTSA আয়োজিত "গুণীজন সম্মাননা ও চা ছাত্র মেধাবৃত্তি প্রদান" অনুষ্ঠানের একটি অন্যতম বিশেষ পর্ব ছিলো "ইয়ুথ আইকন সম্মাননা" প্রদান।

উক্ত পর্বে চা জনগোষ্ঠীর অন্যতম চার জন ইয়ুথ আইকনকে সম্মাননা প্রদান করা হয়। যাদের মধ্যে একজন আমাদের শ্রদ্ধেয় Roni Guyala দাদা।

আমি বৃদ্ধ নই, আমি মৃত নই,
আমি যে নবীন তরুন,
মহাবিশ্ব জয় করিব,
কে করিবে বারন!

এই নবীন তারুণ্যের প্রতীক, চা শ্রমিকের ঘরে জন্ম নেয়া এক উজ্জ্বল নক্ষত্র আমাদের রনি গোয়ালা দাদা। পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা, তাদের সুখ-দুঃখে সামিল হয়ে আনন্দকে জানান দেয়াই চা শ্রমিক সন্তান রনি গোয়ালার মূল উদ্দেশ্য। উদ্যোক্তা হয়ে সকল চা জনগোষ্ঠীর সহযোগিতা নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন "বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়" এবং ২০২৩ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছেন তিনি। উনার সকল মহত্ত্ব কার্যক্রমকে সম্মাননা জানানোর এক ছোট প্রচেষ্টা আমাদের "ইয়ুথ আইকন সম্মাননা"।

বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়-এর সকল শিক্ষার্থী এবং রনি গোয়ালা দাদার প্রতি বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ (উৎস) পরিবারের পক্ষ থেকে অনেক অনেক
শুভ কামনা।

25/04/2024

আমাদের লাইব্রেরির কাজ চলছে।

20/04/2024

পহেলা বৈশাখের সারমর্ম।

Want your school to be the top-listed School/college in Habiganj?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

MTB কতৃক আয়োজিত বাইসাইকেল  প্রদান অনুষ্ঠানে আমাদের ৭ম শ্রেণির শিক্ষার্থী "হুমাইয়া আক্তারের" বক্তব্য। ❤️🥰শুভ কামনা রইলো প...
বসুন্ধরা শুভ সংঘ প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধনে বক্তব্য রাখছেন এডভোকেট ফখরুলজামান সাহেব। স্থান: বঙ্গবন্ধু উচ্চ বিদ্যাল...
বসুন্ধরা শুভ সংঘ প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধনে বক্তব্য রাখছেন মহিলা ভাইস চেয়ারম্যান Khairun Akther। স্থান: বঙ্গবন্ধু ...
পড়বো,লড়বো,নিরাপদ বাংলাদেশ গড়বো। স্লোগান :শ্রাবণ মুড়া।চুনারুঘাট মাধবপুর ৪ আসনের স্বপ্ন দ্রষ্টা এমপি Syed Sayedul Haque Su...
নিজ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রনি গোয়ালার স্যারের গায়ে হলুদে গান গায়লেন ৬ষ্ট শ্রেণির ছাত্র  অভিষোক।এটাই তার জী...
এখন আমরা এমপি মহোদয়ের অপেক্ষায়।
যে ১৪ জন পাস করেছে, তাদেরকে আমরা একটা নতুন দিগন্ত দিতে পেরেছি।
একটা রাষ্ট্রের জন্য একটা ভালো মানুষ অনেক গুরুত্বপূর্ণ।
অপমান নয় সাহস দেন।
মা দিবস উপলক্ষে অভিশোকের গান উপহার।গান নং (০৬)
এসএসসির ফলাফল শিক্ষার্থীদের মাঝে প্রদান।

Location

Category

Telephone

Website

Address

Lalchand Tea Estate, Chunarughat
Habiganj

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00